![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মতলববাজি খতম করি বিবেকদন্ড বহাল করি
হে কলমওয়ালা! তুমি তোমার দেশের জিয়ার রাজনৈতিক দলকে বল। হে জিয়ার রাজনৈতিক দর্শনে বিশ্বাসীগণ। তোমরা কি অবগত আছ জিয়া ছিল অদুরঅতীত বিশ্বের ক্যারিসম্যাটিক দেশ পরিচালকদের মধ্যে অন্যতম। বল। তবে পৃথিবীর প্রায় সব জাতীয় লিডারদেরই ক্যারিয়ারে বিবেকদন্ড বহালের ক্ষেত্রে বিচ্যুতি আছে। দোষগুণ নিয়েই পরিশেষ মুল্যায়ন হয়। তবে সে ছিল জনমানসের কাছে মাটির মানুষ স্বভাবের একজন। স্মরণ কর- তার বুড়ী মায়ের হাতে পানি পানের কিংবদন্তি টি কিংবা স্মরণকর তার কোদাল ঘাড়ে ফটোতে পোজ দেয়ার প্রেক্ষাপটটি অথবা ভাঙ্গা সুটকেসের চিত্রটি। তার আর্মিবর্মের মধ্যে কিছুক্ষেত্রে গুরুতর বিতর্ক ছাড়া সে ছিল প্রকৃতই জনদরদি স্বভাবের একজন। অথচ তোমরা বিএনপিরা আবারও ক্ষমতা পেয়েই নিজেদের মধ্যে গ্রুপিং লবিং নিয়ে মত্ত হয়ে পড়েছ। এক জাতীয়বাদী ভাই আর এক জাতীয়বাদী ভাইকে টেন্ডারবাজি বখরাবাজি নেতৃত্ববাজির কারণে হত্যা করছ। নিশ্চয় জিয়া যদি বেচেঁ থাকতো, তবে সে দারুন মন কষ্টে ভুগত। ক্ষমতার চেয়ারখানা দখলের জন্য একই আদর্শের ভায়ের কাঁধে বিনা দ্বিধায় পা তুলে দিচ্ছো। আর শুধু ভোটের আগে সিজেনাল পাখীর মত এলাকার দুয়ারে দুয়ারে ঘুরফির করছ। তোমাদের যে কেউ একজন পার্লামেন্ট মেম্বার হয়ে গেলে চোখের সামনে পোঁয়াবারো-তে পরিনত হচ্ছো। অথচ তখন দেশের অধিকাংশ নাগরিক দারিদ্র সীমার নীচে কাতরাচ্ছে। ধিক! তোমাদের জিয়ার সৈনিক হিসেবে গর্বের মুখে!
হে আঁধার মুখমন্ডল! তুমি চলতি ক্ষমতাসীন(বিএনপিশাসনআমলেলেখা) জিয়ার সৈনিকদের বলে দাও যে, তোমরা বিশুদ্ধ আত্মায় উন্নত হয়ে যাও। দেশকে কল্যাণকর রাষ্ট্রে পরিনত করার খেলায় মেতে ওঠ। তোমাদের জন্য রয়েছে ইহকালপরকালে সম্মান আর পুরস্কার। বল। আল্লা ডানবাম দেখবেন না। তিনি দেখবেন রাজনীতিবিদদের মনের নিয়ত আর অন্তরের গতি বিধি। আল্লা অন্তর্যামী। বল। আমরা বিএনপি - আওয়ামীলীগ যাই হয় না কেন- আমরা সৎ কাজের প্রতিযোগিতায় একে অপরের বিরদ্ধে অবতীর্ণ হয়ে যায়। আমাদের মনোভাব আর মানদন্ড হবে : আমরা একে অপরের চাইতে ভালো মানুষি আর দেশসেবা করাতে ফাস্ট হবো। তবে জানবে- তখন শারীরিক-মানসিক নাতিজা মুক্ত নেতৃত্ব উপভোগ করবে। বল। সৎ মানসিকতায় আছে ওম শান্তি ওম!
হে জাতীয় কবির নামধারী ! বর্তমান ক্ষমতার বাইরে তোমার আওয়ামী লীগ ভাইদের বিএনপি ভাইদের বলা কথা গুলোই উপলব্ধি করার জন্য উপস্থাপন করে দাও। সাথে সাথে স্মরণ কর, বাংলাদেশের স্বাধিনতা অর্জণের প্রনোদণা বিদ শেখ মুজিব যে বিশাল হৃদয়ের মানুষ ছিল আর বাংলার মানুষের মুখে সুখের আভা ফোটানোর যে অকৃত্রিম কামনা বাসনা ছিল। এটাই তার অমরতা প্রাপ্তির কলকাঠি। তোমরা আওয়ামী ভায়েরা যদি সেই সিংহ পুরুষের মানসিকতাকে নিজেদের জীবনে প্রতিফলন ঘটাতে পার। তবে জেনে রেখ, তোমাদের রাজনীতি কখনও বুমেরাং হবে না !
বল। হে আওয়ামী ভায়েরা। আসুন। আমরা আমাদের নিয়ত কামনা বাসনা গুলো শুদ্ধি করি এবং সেবার তুমুল মনোভাব নিয়ে এবারকার ভোট যুদ্ধে অবতীর্ণ হয়। বল যে দলই ক্ষমতায় আসুক শুধু শর্ত থাকবে যে, তারা হবে জন সংবেদনশীল নেতৃত্ব। তাদের বিবেক মাথা আর হাতের ছোঁয়ায় রাষ্ট্রে প্রবাহিত হবে একটি কল্যাণের ফল্গুধারা। স্মরণকর, রাষ্ট্রের কল্যাণ মানে শাসকের কল্যাণ আর রাষ্ট্রের দূর্ভাগ্য মানে শাসকের দূর্ভাগ্য - সরকারের মধ্যে যদি এই মানসিক উপাদান উপস্থিত থাকে তবে সরকার অবশ্যই নিঃস্বার্থ হবে। আল্লা তুমি আমাদের কে বিবাদের বীজ বপনকারী না করে কল্যাণের বীজ বপনকারী হিসেবে কবুল করে নাও। বল। লোভহিংসা রুখে ফেল, দেশ সেবা সফল কর। রাজনীতির হাতিয়ার প্রজ্ঞা আর বিবেকবাদ। মতলববাজি খতম কর, বিবেক দন্ড বহাল কর।
©somewhere in net ltd.