![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মতলববাজি খতম করি বিবেকদন্ড বহাল করি
বাংলাদেশ বিবেক
নির্বাচনী ইশতেহার
নির্বাচন কমিশন সংস্কার :
যোগ্য, স্বধীনচেতা ও নিরপেক্ষ ব্যক্তিদের নির্বাচন কমিশনার হিসেবে রিক্রুট করার জন্য তথা নিযোগে বিশুদ্ধতা আনয়নের লক্ষ্যে নিম্নলিখিত আইন প্রনয়ণ করা হবে ।
১.১ : প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার নিয়োগে স্বচ্ছতা দান এবং আস্থার সংকটের অবসানের জন্য সার্চ কমিটি গঠনের বিধান সন্নিবেশিত হবে । সার্চ কমিটি গঠিত হবে যাদের ভাবমূর্তি ভালো ছিল এমন অবসরপ্রাপ্ত কমর্জীবী এবং শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি এবং নির্বাচনের শরিক বলে পরিগনিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সমন্বয়ে । সার্চ কমিটি কর্তৃক প্রস্তাবিত ৫ জন থেকে রাষ্ট্রপতি মহানুভবতা জনিত কারণে ও বিতর্ক এড়ানোর জন্য প্রকাশ্য লটারির মাধ্যমে প্রথম তিনজনকে নিয়োগ দিবেন ।
১.২ : প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার নির্ধারণ কল্পে বিচারকদের পাশাপাশি অবসরপ্রাপ্ত জেষ্ঠ আমলা, টেকনোক্রাট, শিক্ষাবিদ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের থেকে অর্ন্তভুক্ত করার সুযোগ রেখে আইন প্রনয়ণ করা হবে ।
©somewhere in net ltd.