নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একবিংশের ইলহাম (সমাজ ধর্ম দর্শন বিষয়ক প্রবন্ধ)

আত্মশুদ্ধি প্রজ্ঞা লাভ মনুষ্যত্বে সিদ্ধি লাভ

ময়না বঙ্গাল

মতলববাজি খতম করি বিবেকদন্ড বহাল করি

ময়না বঙ্গাল › বিস্তারিত পোস্টঃ

কোরান নাযিলের প্রেক্ষাপট ও বর্তমান বিশ্ব প্রেক্ষাপট

০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৩


বল। দুই চর্মচক্ষু ছাড়াও একটা নয়ন রয়েছে। তোমরা কলবুস সলীম বা বিশুদ্ধ চিত্তে উন্নতি হওয়ার লড়াইটা চালিয়ে যাও তখন বুঝতে পারবে তৃতীয় নয়ন কাহাকে বলে ! হে কলমওয়ালা। কলবুস সলীমের প্রতি বেশী বেশী গুরত্ব প্রদান করাই ইসলাম সম্প্রদায় সমুহ কী কিছুটা হলেও বিরক্ত হয়ে উঠেছে! তুমি বলে দাও যে, রাসুলের প্রতি কোরান নাযিলের প্রেক্ষাপটটি হাই লাইট কর। খেয়াল করেছো কী ! তখনকার সম্প্রদায় প্রায় সকলেই দেবতা আর মূর্তি পুজা করার মত আহাম্মকি করে যাচ্ছিল। তারা প্রায় সকলে মিল্লাত পিতা ইবরাহিমের তাওহীদের শিক্ষার তাৎপর্য গুলিয়ে ফেলেছিল। তখন তোমার রসুলের প্রতি আমি বেশী বেশী তাওহীদ আখেরাত আর রিসালাতের উপর আহ্বান বাণী পেশ করেছিলাম। যাতে তারা কুফরী আর মিথ্যার মায়াজাল থেকে বেরিয়ে এসে এক আল্লাতে ইয়াকিন আনতে পারে পাশাপাশি শেষ বিচার দিবস যে অবধারিত আর ঐখানে যে ভালো আর মন্দ লোকের বাছবিচার করা হবে তা যেন তারা হৃদয়াঙ্গম করতে পারে। আল্লার লক্ষ্য ছিল আদমের বংশধর যেন এক আল্লা আর কিয়ামত দিবসের প্রতি ইসরাক ফিল লিসানের পাশাপাশি তাসদিক ফিল জিনানে অর্থাৎ মুখে স্বীকার সহ অন্তরে বিশ্বাসী হয়। বল। আল্লা সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়।
হে কলমওয়ালা ! অথচ বর্তমান যে প্রেক্ষাপট তাতে দেখা যাচ্ছে যে, তিলোত্তমা খ্যাত পৃথিবীর বেশীর ভাগ আদমের বংশধরই এক আল্লা আর পরকালের প্রতি অন্তত ইসরাক ফিল লিসান স্বীকার করে। কিন্ত প্রকৃতই যে বিশ্বাসী হতে পেরেছে, এমন কোন লক্ষণের বর্হিপ্রকাশ ঘটছে না। তুমি বলে দাও যে, আমরা আসলে থান্ থান্ হয়ে পড়ে আছি আর বাহ্যিক চোখে দেখা যায় এমন ইবাদত বন্দেগী করেই ঈমানের দায়িত্বের দফারফা করে দিচ্ছি। এক ইসলামী টুকরো আর এক ইসলামী টুকরোকে কোন ক্রমেই অন্তর থেকে মেনে নিতে পারছি না। একে অপরকে দোষারোপ করছি যে, তোমরা প্রকৃত ইসলামের অনুসারী না। তোমরাই ভূল আর আমরাই সঠিক। হে ময়না পাখীর নামধারী। তুমি বলে দাও যে, আমরা সকলে সিরাতাল মুসতাকিম হারিয়ে ফেলেছি। যারা প্রকৃতই সিরাতাল মুসতাকিম পেয়ে যাবে তারাই একে অপরের সাথে বন্ধুত্ব স্থাপন করার জন্য উদগ্রীব হয়ে পড়বে। ফেরকার কুহেলি জাল থেকে বেরিয়ে বিশ্বমানব হয়ে যাবে। এই প্রেক্ষিতে কোরানের ঐ আয়াতটি উল্লেখ কর- আর যে লোক নিজের রব এর সম্মুখে দাঁড়ানোর কথা স্মরণ করিয়া ভয় করিয়াছিল এবং প্রবৃত্তিকে খারাপ কামনা বাসনা হইতে বিরত রাখিয়াছিল, জান্নাতই হইবে তাহার ঠিকানা।"
তুমি আরও বলে দাও যে, হে মুসলিম ভ্রাতারা ! আমরা প্রতি নামাজের প্রতি রাকাতেই তো সিরাতাল মুসতাকিম সিরাতাল লাজিনা আনআমতা আলাইহিম ওয়ালাদ দলিন বা ওয়ালাজ জলিন পড়ি। কিন্ত আমরা কেন সঠিক সরল মজবুত পথ দেখতে পাচ্ছি না। বল। তোমরা বিভেদ সৃষ্টি করে স্থানুর মত বসে না থেকে মহান ঐক্যের বীজ বপন করতে লাগো। আর সাথে সাথে স্বীকার কর যে, আমাদের গন্ডিবদ্ধতা আর ফেরকার পেছনে যে অন্তরের ব্যাধিই দ্বায়ী তা এখন আমরা বুঝতে পারছি। অতএব অন্তরের ব্যাধি দুর করতে হলে একে অপরে ভাই ভাই হতে হলে বিশুদ্ধচিত্ত অর্জনের প্রচেষ্টা আমাকে করতে হবে। এখানে কোরানের ঐ আয়াতটি স্মরণ কর- নিঃসন্দেহে কল্যাণ পাইল সে যে নিজের নফসের পবিত্রতা বিধান করিল এবং ব্যার্থ হইল সে, যে উহাকে খর্ব ও গুপ্ত করিল"।
হে কলমওয়ালা। আল্লপাক এজন্যই আমার কলবুস সলীম বান্দা কই আমার কলবুস সলীম বান্দা কই বলে হাহাকার ছেড়েছে। বল। আল্লা আমরা এখন ক্লিয়ার বুঝতে পারছি যে, তুমি কেন রসুলের সময়কার তাওহীদ রিসালাত ও আখিরাত ব্যাপারটির মত বর্তমানে কলবুস সলীম বলে কাতরাচ্ছো। বল। তোমাদের ইহকাল আর পরকাল যেন ফক্ফকা হয়, স্রেফ্ তোমাদের স্বার্থের জন্যই আল্লার এই কাতরানি। বল। হে মুসা ঈশা মুহাম্মদ ও অন্যান্য মহামানবদের অনুসারীরা তোমরা কি এই আহ্বানের প্রতি দৃষ্টিপাত করলে ! ইন্নাহু কানা তাওয়াবা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪২

রাজীব নুর বলেছেন: বিরক্তকর পোষ্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.