![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মতলববাজি খতম করি বিবেকদন্ড বহাল করি
হে শিশুদের সালামকারী! তুমি কি জান মাহ্দী মানে কি? বল। মাহ্দী মানে হেদায়েত বা সঠিক পথ প্রাপ্ত। অথচ সমাজ ইতিহাসের কিছু স্বার্থান্বেষী মহল মাহদী সম্পর্কে বেশকিছু বিভ্রান্তি তৈরী করে রেখেছে। উদহারণ হিসেবে স্মরণ কর অব্বাসীয় রাজবংশের সেই ব্যক্তির কথা যার আবার নাম ছিল মাহদী। তৎকালীন আব্বাসীয়রা তাকে ইমাম মেহেদী বানানোর জন্য জঘণ্য মিথ্যা মনগড়া কথা রাসুলের বাণী হিসেবে চালানোর গর্ধভী পর্যন্ত্ করেছে। বল। হাদীস গুলো নির্জলা জাল। যেমন তথাকথিত একহাদীসে বলা হয়েছে যে, ইমাম মেহেদী কালো ঝান্ডা নিয়ে দুনিয়াতে আসবে। আর কালো ঝান্ডা থেকেই কনফার্ম হয় যে হাদীসটি আব্বাসীয়দের মনগড়া, প্রমান তাদের ঝান্ডার রং ছিল কালো। কোরানের ভাষায় বল নিশ্চয় তারা কিছু চালবাজি করছে আমিও চাল দেখাচ্ছি !
হে কলমওয়ালা ! বল। সত্যের উপর প্রতিষ্ঠিত প্রত্যেক ব্যক্তিই মাহদী হতে পারে। মাহদী হতে হলে নবী রসুলের মত নিষ্পাপ হতে হবে এমন কোন শর্ত প্রযোজ্য নহে। তবে হেদায়েত বুঝ আসার পর কঠোর ভাবে খেয়াল রাখতে হবে বড়বড় পাপের পুনরাবৃত্তি যেন না হয়। বল। হে আল্লা আমাদের পাপের পুনরাবৃত্তি রোধ করার মুজাহাদা প্রদান করুন। তোমাদের মুসলমান সমাজের কিছু ব্যক্তির ধারণা কি এই যে- ইমাম মেহেদী আগমনের মাধ্যমে পৃথিবীর সকলকে হেদায়েতের নূর গলাধঃকরণ করে দিবে। ঐ গুঁড়ে বালি। কেতাব সমূহতেই যেখানে নবীরসুলগণকে বারবার সম্বোধন করে বলা হয়েছে তোমরা তো স্রেফ সত্যের আহবানকারী। বল। আল্লাই একমাত্র হেদায়েতের মালিক !
হে কথাকয় যে পাখী তার নামধারী ! বিভ্রান্তি দুর করার জন্য সকলকে জানিয়ে দাও যে, তোমরা যে কিছু জাল হাদীসের খপ্পড়ে পড়ে বল, ইমাম মেহেদীর আগমনের কথা আল্লপাক দুনিয়াবাসীকে আকাশ থেকে হাঁক ছেড়ে জানাবেন! বল। আল্লা কোন নবী-রসুলকেই যেখানে প্রমানের জন্য আকাশ থেকে হাঁক মারার প্রয়োজন বোধ করেননি সেখানে মাহদী সম্পর্কে এ ধরনের কথা উর্বর মস্তিষ্ক প্রসূত। বল। আল মাহাদী তারাই যারা প্রচারের প্রধান টার্গেট এবং কর্তব্য হিসেবে শুধু ঐক্যের বীজ বপনকারী হিসেবে চেষ্টা তদবির চালাবে। তারা নবুয়তি আদর্শে অনুপ্রানিত হয়ে যুগের দাবী অনুযায়ী উদারতা প্রজ্ঞা হেকমত সহযোগে নিজের গন্ডি থেকে শুরু করে বিশ্বময় তাওহীদের বাণী হাইলাইট করার পাশাপাশি কলবুস সলীমের প্রতি আহবান আবেদন জানাবে স্রেফ নিজেরা যাতে বিশুদ্ধচিত্তের দিক থেকে যোগ্যতর পজিশনে উন্নত হতে পার। তোমরা নিজেরা শুধু আলোকিত হয়ে পৃথিবীকে হেদায়েতের আলোকবর্তিকার সাথে পরিচয় করিয়ে দাও। আল মাহাদী ব্যত্তি বিশেষ নয় সমষ্টি বিশেষই। বল। আল্লা পথ প্রদর্শনের হর্তাকর্তা !
হে একবিংশের মুখপাত্র! বল। তোমাদের মধ্যে যারা এই ইন্টারনেট-ফেসবুক যুগে মাহদী রোল প্লে করতে চাও, তাদের কাজ হবে গ্লোবাল ভিলেজটাকে একযোগে তাওহীদের দিকে আহবান করা এবং কলবুস সলীমের আহবান সকল ধর্ম বর্ণের প্রতি হেকমতের সহিত পেশ করা এবং নিজেদের কলবুস সলীমে উন্নতি লাভ করা। বল। একথা ঠিক যে, সকলেই মাহাদীদের দাওয়াতীমর্ম পানিরমত উপলব্ধি করতে পারবে। আমলে নেয়া কিংবা না নেয়া ব্যক্তি মানুষের ব্যাপার। আর আল্লাপাক মানুষকে এই স্বাধীনতাটুকুন দিয়েই দুনিয়াতে পাঠিয়েছে শুধুমাত্র একাল এবং ঐ কালে ভারসাম্যপূর্ণ ফায়সালা করবার জন্যই। আল্লা মহান বিচারক। হে আঁধার মুখমন্ডল ! বল। তোমাদের মধ্যে যারা প্রজ্ঞা বিনয় আর হেকমতের সাথে রাসুলের উম্মতদের একই মোহনায় জমায়েতের হাঁক দিবে পাশাপাশি অন্যান্য মহামানবদের অনুসারীদের আহবান করবে তারা যেন নিজ নিজ মহামানবদের সঠিকমর্মে অনুসরন করে। তবে আল্লা তাদের সকলকে মাহদী হিসেবে কবুল করবেন ইনশাল্লা। কেননা আল্লা লোভ হিংসা সংযত নিয়ন্ত্রিত কলবুস সলীম বান্দার সাথে আছেন। তুমি আরও বলে দাও যে - তোমাদের নিজেদের এবং পরষ্পর জাতি গুলোর মধ্যে জিঘাংসার লড়াই আর আল্লা দেখতে চান না - স্রেফ কলবুস সলীমে উন্নত হওয়ার লড়াইটাই দেখতে চান। বল। যারাই আল্লা পরকালে বিশ্বাসী এবং সৎ কাজের প্রতিযোগী এবং শুধু মাত্র সৎ কাজের প্রতিযোগি সকলের জন্য সুসংবাদ !
২| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৯
ময়না বঙ্গাল বলেছেন: সালাম নিবেন ভাই । কোথায় কাহিনী করলাম । এখানে যে ইতিহাস এবং তথ্য উপাও তুলে ধরা হয়েছে তা দালিলিক । আপনি কোন ইসলামের ইতিহাসবিদ এবং হাদীস শাস্ত্রবিদকে দ্বারা গরজ থাকলে সিওর হতে পারেন । বরকত হোক নতুন ভাইয়ের ।
৩| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৭
রাজীব নুর বলেছেন: কিছুই বুঝলাম না। আরব্য রজনীর মতোন লাগলো।
০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৭
ময়না বঙ্গাল বলেছেন: ভাই রাজীব নুর নিম্নে লেখাটির একটা অংশ দেয়া হলো -এখন একটু দয়া করে বলবেন যে, এখানে কোথায় আরব্য রজনীর কাল্পনিকতা আছে । সামনে মতবিনিময়ে টাইম চাই ভাই ।
হে কথাকয় যে পাখী তার নামধারী ! বিভ্রান্তি দুর করার জন্য সকলকে জানিয়ে দাও যে, তোমরা যে কিছু জাল হাদীসের খপ্পড়ে পড়ে বল, ইমাম মেহেদীর আগমনের কথা আল্লপাক দুনিয়াবাসীকে আকাশ থেকে হাঁক ছেড়ে জানাবেন! বল। আল্লা কোন নবী-রসুলকেই যেখানে প্রমানের জন্য আকাশ থেকে হাঁক মারার প্রয়োজন বোধ করেননি সেখানে মাহদী সম্পর্কে এ ধরনের কথা উর্বর মস্তিষ্ক প্রসূত। বল। আল মাহাদী তারাই যারা প্রচারের প্রধান টার্গেট এবং কর্তব্য হিসেবে শুধু ঐক্যের বীজ বপনকারী হিসেবে চেষ্টা তদবির চালাবে। তারা নবুয়তি আদর্শে অনুপ্রানিত হয়ে যুগের দাবী অনুযায়ী উদারতা প্রজ্ঞা হেকমত সহযোগে নিজের গন্ডি থেকে শুরু করে বিশ্বময় তাওহীদের বাণী হাইলাইট করার পাশাপাশি কলবুস সলীমের প্রতি আহবান আবেদন জানাবে স্রেফ নিজেরা যাতে বিশুদ্ধচিত্তের দিক থেকে যোগ্যতর পজিশনে উন্নত হতে পার। তোমরা নিজেরা শুধু আলোকিত হয়ে পৃথিবীকে হেদায়েতের আলোকবর্তিকার সাথে পরিচয় করিয়ে দাও। আল মাহাদী ব্যত্তি বিশেষ নয় সমষ্টি বিশেষই। বল। আল্লা পথ প্রদর্শনের হর্তাকর্তা
৪| ০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০২
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: কিছুই বুঝতে পারলাম না।
০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৩
ময়না বঙ্গাল বলেছেন: অনন্য দায়িত্বশীল আমি ভাই সালাম নিবেন । নিম্নে লেখাটির একটি চুম্বক অংশ দেয়া হলো । এখন বলুন দয়া করে যে, লেখার অংশটির কোথায় বুঝতে আপনার কষ্ট হলো । সামনে মত চিন্তা বিনিময়ে টাইম চাই ভাই ।
'তোমাদের মুসলমান সমাজের কিছু ব্যক্তির ধারণা কি এই যে- ইমাম মেহেদী আগমনের মাধ্যমে পৃথিবীর সকলকে হেদায়েতের নূর গলাধঃকরণ করে দিবে। ঐ গুঁড়ে বালি। কেতাব সমূহতেই যেখানে নবীরসুলগণকে বারবার সম্বোধন করে বলা হয়েছে তোমরা তো স্রেফ সত্যের আহবানকারী। বল। আল্লাই একমাত্র হেদায়েতের মালিক !'
৫| ০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫
জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: মুসলমানদের কুসংস্কার যে কোন পর্যায়ে গেছে তা বলার অপেক্ষা রাখে না। একজন ইমাম মাহদী নাকি আসবেন, যার হাতে সবাই মুসলমান হবে! আবার ঈসা (আ) নাকি আকাশে বেঁচে আছেন, বিনা খাদ্যপানিতে!!! আবার শেষযুগে মুসলমানদের সাথে নাকি সব ধর্মের মানুষের লড়াই হবে, যারা ইমাম মাহদীর হাতে মারা যাবে। আবার ইমাম মাহদী নাকি বনে-জঙ্গলে শূকর মেরে বেড়াবেন। তো মুসলমানরা একজন খুনীর অপেক্ষা করছে না কসাইয়ের এটা বোঝা কষ্টকর। জঙ্গিবাদ মুসলমানদের মধ্যে কেন সবচেয়ে বেশী এটা বুঝতে হবে।
০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩০
ময়না বঙ্গাল বলেছেন: সালাম নিবেন জাহাঙ্গীর কবীর নয়ন ভাই । সত্যি বলতে কী আপনার মন্তব্যটিই আমার মন্তব্য । এটিকে বেসিস করে কিছু ইতিহাস এবং কিছু স্বীকৃত জাল হাদীসের রেফারেন্স দিয়ে এবং একটি গঠনমূলক আহবান রেখে প্রবন্ধটি লেখার চেষ্টা করেছি । ভুল ক্রুটি হলে আল্লা মাফ করুন । সামনে মত চিন্তা বিনিময়ে টাইম দিবেন ইনশাল্লা । সকলের বরকত হোক ।
৬| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:০১
নাঈমুর রহমান আকাশ বলেছেন: আপনি প্রকৃত ইমাম মাহদী ও প্রকৃত মসীহ মাউদ (আ) এর অনুসন্ধানে আছেন কি? আপনার জানার জন্য আমি দুটো ওয়েবসাইটের লিংক দিচ্ছি। এগুলোতে যান, প্রকৃত সত্য যাচাইয়ের চেষ্টা করুন।
www.ahmadiyyabangla.org
www.alislam.org
আপনি আমার ব্লগেও বহু তথ্য পেতে পারেন। আল্লাহ আপনাকে সঠিক পথ কুঁজে পেতে ও সত্য ইমাম মাহদীকে চিনতে সাহায্য করুন। আমীন।
৭| ০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৬
ময়না বঙ্গাল বলেছেন: সালাম নিবেন নাইমুর রহমান আকাশ ভাই । আমি ইমাম মেহেদী নিয়ে যে স্টাডি করেছিলাম তার আলোকেই প্রবন্ধটি লেখা । আমি যা বুঝেছি তা হলো ইমাম মেহেদী সংক্রান্ত প্রচলিত কথা বার্তা ইসলামী ডকুমেন্ট বিবর্জিত । আপনার দেয়া সাইটই এক সময় দেখবোো । আপনার সবার প্রতি ভালোবাসা আমাকেও স্পর্শ করলে নিজেকে ধণ্য মনে করব । আপনার বরকত হোক ।
৮| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৫
ইমরান আশফাক বলেছেন: সাহিত্যচর্বন বাদ দিয়ে সহজ বাংলায় পোস্ট দেন তথ্যের উৎস বা লিন্কসহ। আমাদের বুঝতে ও মন্তব্য করতে সুবিধা হবে।
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৯
নতুন বলেছেন: বাস্তবে ফিরে আসুন.... কাহিনি থেকে বাইরে আসুন...