![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মতলববাজি খতম করি বিবেকদন্ড বহাল করি
প্লেটোর মতে-যথার্থ দার্শনিক হলেন তিনি, যিনি কেতাবী মতবাদের সীমা অতিক্রম করে বাস্তব জীবনের সাথে স্থাপন করবেন এক নিকট নিবিড় যোগসূত্র । যার প্রচেষ্টা হবে চিন্তা ও কাজের মধ্যে সমন্বয় সাধন । যথার্থ দার্শনিকের লক্ষ্য বস্তু হবে চলমান অভিজ্ঞতার জগতের উর্ধ্বে যে নিশ্চল নির্বিকার চিরন্তন সত্তা রয়েছে তার সুনির্মল জ্ঞান । সত্যের প্রতি তার থাকবে যতটুকু আকর্ষন, মিথ্যার প্রতি থাকবে ততটুকু অবজ্ঞা । দৈহিক ভোগ বিলাসের প্রতি থাকবে তাঁর বিতৃঞ্চা, আর আধ্যাত্মিক পরিশুদ্ধির প্রতি থাকবে বিশেষ লক্ষ্য । তিনি হবেন পরম সাহসী । মিথ্যার আবরণ থেকে সত্যকে মুক্ত করার সংগ্রামে তিনি স্বীকর করবেন যে কোন ত্যাগ ।
২| ২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ২:২৭
রাজীব নুর বলেছেন: এটা ব্লগিং নয় ভাইজান।
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৪২
শেরজা তপন বলেছেন: আপনার পোস্টগুলো ফেসবুকীয় টাইপ হয়ে যাচ্ছে...