নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অগোছালো জীবনে কিছু সুখ পেয়ে ভেবেছিলাম বুঝি সব পেয়ে গেছি!কিন্তু ভুলে গিয়েছিলাম যে জলের উপর রাতের চাঁদটা কেবল ক্ষণীকের!বহু বসন্ত এসে চলে গেছে জীবন থেকে, নিজেকে চেনার বা বোঝার সময় হয়নি!আজ কেউ একজন চোখে আঙ্গুল দিয়ে ভুল গুলো ধরিয়ে দিলো!আর না, শুধরে ফেলব

Fokroul Hasan

আমি একজন মানুষ,এই পরিচয়ে জন্ম নিয়েছি,তাছাড়া পরিচয় দেয়ার মত বিশেষ কোন গুনাবলি আমার মধ্যে নেই...!এখনো বলার মত কিছু অর্জন করতে পারিনি, আর করতে যে পারব, সে সম্ভাবনাও নেই_______

Fokroul Hasan › বিস্তারিত পোস্টঃ

একাকিত্ব....।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

"যত যাই বলো, দিনশেষে তোমার জীবনে অল্প কয়েকজন মানুষই তোমার আপন ... অল্প কয়েকজন মানে নিতান্তই হাতেগোণা কয়েকজন !!

হ্যাঁ, তোমার সাথে অনেক মানুষের পরিচয় থাকতে পারে, অনেক মানুষের সাথে তোমার ওঠাবসা থাকতে পারে ... অনেক লিংক, অনেক কানেকশন ... অনেকে তোমাকে দেখলে সালাম দেয়, তেল মারে, প্রশংসা করে কিংবা আড্ডা দেয় !!

কিন্তু দিনের শেষে এই বিশাল জনগোষ্ঠীর কাছে গিয়ে তুমি শান্তি পাবা না ... তীব্র মন খারাপের সময়, ডিপ্রেসনের সময়, বিপদের মূহুর্তে, কাজের বেলায় পাশে পাবা ঐ 'হাতেগোণা' অল্প কয়েকজনদের কাউকেই ... ট্রাস্ট মি !!

ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, স্বভাবে মিশুক হওয়ার কারণে কিংবা অনেকের সাথে যোগাযোগ থাকার জন্য আমার বন্ধুবান্ধবের সংখ্যা নেহায়েত কম না ... জীবনে অনেকের সাথে মিশছি, অনেক ধরণের মানুষ দেখছি..
রাতের পর রাত ক্লান্তিহীনভাবে কথা বলার মানুষ, বিকালে চায়ের দোকানে বসে আড্ডা দেয়ার মানুষ, গেম খেলার মানুষ, ফাজলামো করার মানুষ !!

ক্ষুদ্র একটা মূহুর্তে নির্দিষ্ট কাউকে খুব আপন মনে হয় ...... গল্প করতে ভালো লাগে, কথা বলতে মধুর লাগে ....... কিন্তু সময় গড়ালে দেখা যায়, মানুষটা আসলে আপন না .......
একটা নির্দিষ্ট স্বল্প সময়ের জন্য সে খুব আপন ছিল, এখন আর তার কোন খোঁজ নেই !!

দিনের পর দিন সে তোমাকে সময় দিতো ... এখন হয়তো অন্য কাউকে সময় দিচ্ছে ... তুমি তাকে Constant ভেবেছিলে ... সে তোমাকে Time Pass ভেবেছে ... এটাই তেতো সত্যি ... তুমি মানো আর নাই মানো !!

অনেকে এই স্বল্প সময়ের 'আপন মনে হওয়া' মানুষ পেয়ে সত্যিকারের আপন মানুষ কে ভুলে যায় ... শেষমেশ সে আসলে সবকিছুই হারিয়ে ফেলে !!

মেসেজে ''Take Care" বলার মানুষের অভাব নেই ... সত্যিকারের Care করার মানুষের খুব অভাব ... সত্যিকারের আপন মানুষকে চিনে রাখো !!

আপন মানুষ চেনা যায় বিপদের সময়ে ... আপন মানুষ চেনা যায় প্রচন্ড ডিপ্রেসনের সময়ে ... যখন কেউ থাকে না, তখন পিঠে একটা ভরসার হাত রাখে আপন মানুষটা ... তাকে খুঁজতে হয় না ... সে চলে আসে ... কিভাবে কিভাবে জানি চলে আসে !!"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.