![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মানুষ,এই পরিচয়ে জন্ম নিয়েছি,তাছাড়া পরিচয় দেয়ার মত বিশেষ কোন গুনাবলি আমার মধ্যে নেই...!এখনো বলার মত কিছু অর্জন করতে পারিনি, আর করতে যে পারব, সে সম্ভাবনাও নেই_______
কাউকে ভালবাসলেই যে তাকে
সারাজীবনের জন্য পাশে পেতে
হবে, সংবিধানে এমনতো কোন
কথা নেই..
'
অথবা আপনার ভালবাসার মানুষ
সারা জীবন আপনার পাশে থাকবে
এমনতো কোন লিখিত সংবিধানও
নেই..
'
চাইলেতো আর সবকিছু পাওয়া
যায়না,পাওতেই সব সুখ খুঁজতে
নেই,কিছু সুখ না পাওয়াতেই খুঁজে
নিতে হয়..
'
অথবা এমনওতো হতে পারে যে
কিছু মানুষ আমাদের হৃদয়েই
থাকবে সব সময়, কিন্তু ভাগ্যে
নেই..
'
জীবনে সবকিছু পেতে নেই,থাকনা
কিছু না পাওয়া,না পাওয়া দিয়েও
মাঝে মাঝে জীবনটাকে পূর্ন করে
নিতে হয়..
'
কিছু বিষাদ মেঘ হোক মনের
আকাশে, কিছু কষ্ট হোক না
নোনা জল _______
©somewhere in net ltd.