![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মানুষ,এই পরিচয়ে জন্ম নিয়েছি,তাছাড়া পরিচয় দেয়ার মত বিশেষ কোন গুনাবলি আমার মধ্যে নেই...!এখনো বলার মত কিছু অর্জন করতে পারিনি, আর করতে যে পারব, সে সম্ভাবনাও নেই_______
রাতের নিঝুম আঁধার ফুরিয়ে প্রভাতের রাঙ্গা আলো ফুট
উঠার কথা ছিল। সমজতার বাঁধন ছিঁড়ে সবুজের বুকে
নেমে এলো দ্যা গ্রেট রেড স্পটের মতো মহা প্রলয়ংকরী
ঝড়! দিয়ে গেলো হুংকার, শুনিয়ে গেলো বজ্রের গর্জন।
করে দিয়ে গেলো লন্ডভন্ড, তছনছ, ছিন্নভিন্ন। তারপরও
প্রত্যাশা ছিল রোদ ঝলমল করা একটা সুন্দর দিনের।
প্রত্যয় ছিল স্বর্নালী রোদ মাখা শান্ত বিকেলের। প্রতিক্ষা
ছিল লাজে রাঙা গৌধূলীর। কিন্ত শুধু অপেক্ষায় থেকে
থেকে কেটেছে কত প্রহর! ফুরায়নি আজো প্রতিক্ষার প্রহর,
আসেনি সেই কাংঙ্খিত ভোর।
©somewhere in net ltd.