![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলতে চলতে হারিয়ে যাওয়া, সে থেকেই নতুন পথের শুরু!...
ঢাকায় এসে লাল-নীল নিয়ন বাতির রঙে নিজেকে এভাবে রাঙিয়ো না যাতে তুমি ভুলে যাও যে তুমি একটি গ্রামের বা মফস্বলের ছেলে/মেয়ে । কারণ তোমাকে মনে রাখতে হবে যে, যখন তুমি আড্ডাবাজিতে টাকা উড়াচ্ছ, অযথা শপিং এ ব্যস্ত ঠিক ঐ মুহূর্তেই তোমার বাবা অথবা ভাই জমিতে কাজ করছে, চাকুরীর ডেস্কে মহা ব্যস্ত কিংবা বিদেশে কষ্ট করছে তোমার টিউশন ফি ও খরচ দিবে বলে ।
পাবলিক প্লেজ অথবা ভার্সিটির ক্যাম্পাস গুলোর সামনে গেলে অবাক লাগে, মনে হয় সব জমিদারের পুত্র/কন্যা! এদিকে প্রতি সেমিস্টারে সাবজেক্ট রিটেক, ক্রাশ তো চলছেই আরও চলছে প্রেমের রেস । কিন্তু হায়, পরিবার কতো আশা, কতো স্বপ্ন নিয়ে তোমাকে ঢাকা পাঠিয়েছে ।
মেজাজ খারাপ হয় যখন দেখি, মেয়েরা শালীনতা হারিয়ে রূপ-যৌবন চর্চার লড়াইয়ে নামে । অন্যদিকে ছেলেরা বেকুব মাস্তান, প্রেম-পুরুষ, অর্থসংস্থানের নেতা হয় ।
তাই বলছি এসব ছাড়ো, নিজের অবজেক্টিভ কে সাকসেস করো আর পরিবারের প্রতি সুদৃষ্টি রাখো ।
২| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২৫
যক্ষা_রোগী বলেছেন: আড্ডা মারে সত্য! বাট টিএসসি অথবা কার্জন হলে উগ্র ড্রেস আপের ললনা ওবং প্রেমলীলায় আক্রান্ত কাপলদের ৯৯% হইল বাইরের! আমি বেশ কয়েকবার তাদের ধরেছি, এবং প্রত্তেকবার ই ছিল ভার্সিটির বাইরের!
৩| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪০
আমি মুক্তবাতাস বলেছেন: ধন্যবাদ, মোঃ মোশাররফ হোসাইন ।
কমেন্ট টা ভাল লাগল । আসলে বাস্তবতা বুঝার জন্য যে বুদ্ধি-বিবেক থাকা দরকার তা কিন্তু পাঠ্য বইয়ে বাধাই থাকে না । জব মার্কেটে পা দিলে সব টের পাবে!
৪| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪২
আমি মুক্তবাতাস বলেছেন: ধন্যবাদ, যক্ষা_রোগী । আপনি ঢাকা ভার্সিটি থেকে একটু বাইরে আসেন, ধরেন রবীন্দ্র সরবোর, প্রাইভেট ভার্সিটি তাহলে ব্যাপারটা আরও একটু খোলসা লাগবে ।
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১৭
মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: দুনিয়া অনেক কঠিন হয়ে যাচ্ছে। টি এস সির বারান্দায় ফার্স্ট ইয়ার কাটালে জুতার তলা ক্ষয় হবে।