![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলতে চলতে হারিয়ে যাওয়া, সে থেকেই নতুন পথের শুরু!...
নিঃসন্দেহে আপনারা জনবহুল দেশে জন্মনিয়ন্ত্রণ করার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করছেন, সচেতন নাগরিকগন এ বিষয়টিতে অবগত । কিন্তু দিনে দিনে প্রতিযোগিতা করে কেন অসচেতনতার পরিচয় দিচ্ছেন তাতে আমি অবাক না হয়ে বরং হতবাকই হচ্ছি ।
একটা ফার্মেসীতে গেলে লক্ষ্য করলে দেখা যাবে যে, একটা কোম্পানি আরেকটা কোম্পানির সাথে পাল্লা দিয়ে প্যাকেটের ওপরে খোলামেলা চিত্র দিয়ে ক্রেতাদের আকর্ষণ করার চেষ্টা করছে । অনেকটা ইন্ডিয়ান বডি-স্প্রে কোম্পানির মতো বিজ্ঞাপন!
মনে করুণ, আপনি আপনার ছোট সন্তান বা ভাই কে ফার্মেসীতে পাঠালেন ওরস্যালাইন বা গ্যাসটিকের ট্যাবলেট নিয়ে আসতে, সে ফিরে এসে যদি ঐ চিত্রের বর্ণনা দিয়ে যদি আপনার কাছে জানতে চায় ওরা কি করছিল বা ওটা দিয়ে কি করে তাহলে আপনি কি উত্তর দিবেন???
কোম্পানি গুলোর দৃষ্টি আকর্ষণ করছি, ক্রেতা কে আকর্ষণ করতে, জ্ঞান দান করতে প্রয়োজনে প্যাকেটের ভিতরে একটা প্রসপেক্টাস দিয়ে দিন । কিন্তু দয়াকরে প্যাকেটের বাইরে অশালীন, উগ্র চিত্র ব্যাবহার বন্ধ করুণ । এতে করে আপনার আমার সন্তান, ছোট ভাই স্কুলে না গিয়ে অশালীন ভাবনায় মত্ত হবে না, প্রশ্ন করে ভ্যাবাচেকাও করবে না ।
ধন্যবাদ!
২| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০০
ক্যাতর আলী বলেছেন: আমার মিতে কইছে খুবই ইন্টারেস্টিং!
৩| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১০
পীরবাবা বলেছেন:
৪| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩০
আমি মুক্তবাতাস বলেছেন: ব্যাপারটি আমি গুরুত্বপূর্ণ ভাবেই তোলে ধরেছি ।
ধন্যবাদ কমেন্ট করার জন্য!
৫| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৪
কানা দাজ্জাল বলেছেন: ভাই, জাইঙ্গার প্যাকেটের উপর ফুল প্যান্টের ছবি অথবা ব্রা-এর প্যাকেটে সেমিজের ছবি দিলে ওই জাইঙ্গা অথবা ব্রা কি কেউ কিনবো????
৬| ২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:১৫
ডার্ক ম্যান বলেছেন: সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে কনডম গুলার নাম
৭| ২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১২
মাথা ঠান্ডা বলেছেন: এই গুলির দাম বৃদ্ধির প্রতিবাদ জানা্চ্ছি।
৮| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪২
আমি মুক্তবাতাস বলেছেন: কানা দাজ্জাল,
আন্ডার গার্মেন্টস আর কনডম? উদাহরণটা রিলিভেন্ট হল না! যেখানে একটি বাচ্চা আন্ডার গার্মেন্টস এর ব্যাবহার জানতে চাইলে আপনি বলতে পারবেন যে এটা জামা-প্যান্টের ভিতর পড়া হয় সেখানে কনডম এর ব্যাবহার নিয়ে আপনার কি উত্তর হবে?
ভাবুন, সে যদি হয় আপনার সন্তান অথবা ছোট ভাই? বিষয় টা গুরুত্ব দিয়ে বিচার করুণ, এটা মজা করা বা নেয়ার জন্য পোস্টটির উদ্দেশ্য নয় ।
ধন্যবাদ ।
৯| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৮
রুদ্র জাহেদ বলেছেন: সঠিক প্রস্তাব
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৩
প্রিয় জন বলেছেন: খুবই ইন্টারেস্টিং!