![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলতে চলতে হারিয়ে যাওয়া, সে থেকেই নতুন পথের শুরু!...
বলি_
তোমাকে চাই ।
তুমি কাছে এলে ।
আবারও বললাম_
তোমাকে চাই ।
তুমি দু'হাত টেনে তোমার কোমরে বাঁধলে ।
পুনঃ বললাম_
উহু, তোমাকে চাই ।
তুমি শরীরের সব লজ্জা ফেলে দিলে ।
রাগান্বিত হয়ে বললাম_
আমি, তোমাকে চাই ।
তুমি হা করে চোখের দিকে তাকিয়ে থাকলে ।
তারপর বলেছি_
এইতো তোমাকে পেয়েছি; কি অবুঝ তুমি তোমার মন ।
তুমি কেবল হা করেই তাকিয়ে থাকলে ।©
২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩২
আমি মুক্তবাতাস বলেছেন: হা হা হা হোক সবিতাই না হয়
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫২
মাহবুবুল আজাদ বলেছেন: কি সুন্দর
২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৩
আমি মুক্তবাতাস বলেছেন: ধন্যবাদ আজাদ ভাই!
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৬
হাসান বিন নজরুল বলেছেন: হুম সবিতাই বটে!