নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নবাজ মানুষ ছাড়া স্বপ্ন দেখা সম্ভ্যব না। আমাদের চারপাশে আত্বকেন্দ্রিক স্বপ্ন দেখার মানুষের অভাব নাই। কিভাবে নিজের অর্থবৈভব/খ্যাতি/আত্বমর্যাদা বৃদ্ধি করা করা যাবে তাই নিয়ে অবিরাম স্বপ্ন দেখে অধিকাংশ মানুষ।
সমাজে কিছু সাদা মনের স্বপ্নবাজ মানুষ আছে যারা স্বপ্ন দেখে অন্যের মুখে হাসি ফুটানোর। তেমনই এক স্বপ্নবাজ সংগঠনের সংবাদ পড়লাম প্রথম আলো পত্রিকায়। সেচ্ছাসেবী এই সংগঠনের নাম "স্বপ্ন নিয়ে"। হুম, স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে "স্বপ্ন নিয়ের" স্বপ্নবাজরা। সমাজের চারপাশে অসহায় পা হারানো মানুষের মুখে হাসি ফুটানোর স্বপ্ন দেখে ওরা। প্রথমে খুঁজে বের করে পা হারানো মলিন মুখের মানুষগুলিকে, তারপর শুরু হয় চেষ্টা কিভাবে ঐ মলিন মুখে হাসি ফুটানো যায়। সমাজের সজ্জন বিত্তবানদের দ্বারে দ্বারস্ত হয়ে তাদের সহযোগীতা নিয়ে সাভারের সিআরপি’র মাধ্যমে এই কৃত্রিম পা সংযোজনের ব্যবস্থা করে।
দাড়িয়ে সম্মান জানাই স্বপ্ন নিয়ে’র প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান, পরিচালক (প্রশাসন) মীর তানভীর আহমেদ এবং সদস্য মো. রাকিব কে। সম্মান জানাই সিআরপির কৃত্রিম পা সংযোজন বিভাগের প্রধান এস এম ইমরান সোয়েব।
দোয়া করি যেন "স্বপ্ন নিয়ে" এগিয়ে যায় বহুদূর...
Prothom Alo News...
©somewhere in net ltd.
১| ২২ শে জুলাই, ২০২০ বিকাল ৪:১৯
রাজীব নুর বলেছেন: ''স্বপ্ন নিয়ে'' এরা ভালো কাজ করছে। এদের জন্য অনেক শুভ কামনা।