নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অত্যন্ত সহজ কিসিমের মানুষ...জীবনটাকে সহজভাবে দেখতেই পছন্দ করি...

ফুয়াদের বাপ

সাদা মনের মানুষ...

ফুয়াদের বাপ › বিস্তারিত পোস্টঃ

কোরবানীর দিলাম কিন্তু ত্যাগের শিক্ষা কি নিলাম!!!

০২ রা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪০



দাম নির্ধারণ ও রপ্তানির ঘোষণা দেওয়ার পর কোরবানির পশুর চামড়ার দামের বিপর্যয় ঠেকানো গেল না। রাজধানীতে গরুর চামড়া আকারভেদে ১৫০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। ছাগলের চামড়ার দাম ২-১০ টাকা।

অবাক হয়ে সংবাদটা পড়লাম আর ভাবলাম কোথায় গেল আমাদের কোরবানীর শিক্ষা! ছোট বেলা থেকে এটা শুনেই বড় হয়েছি যে কোরবানীর পশু জবাই করার সাথে সাথে নিজের ভেতরের বদ গুণগুলোকেও জবাই করে দাও। ধূয়ে মুছে সাফ হয়ে যাক হৃদয়ের যত ঝঞ্জা-ঝামেলা।

কোরবানীর চামড়া বা তার অর্থ মূলত গরীবদের হক্ক। আমাদের দেশের প্রেক্ষপটে এতিমখানাগুলোই চামড়া/টাকা সংগ্রহ করে। আর এই থেকে প্রাপ্ত অর্থ দিয়েই প্রায় পুরো বছর সারা দেশে হাজার হাজার এতিম/গরীব খেয়ে পড়ে-বেঁচে থাকে।

চামড়ার এই সিন্ডিগেট সরাসরি ঐ এতিম/গরিবদের পেটে লাথি মারার মতো।

সরকারের কাছে আন্তরিক অনুরোধ সাহেদ/সাবরিনাদের যেভাবে আইনের আওতায় এনেছেন তেমনি এতিম/গরীবদের পেটে লাথি মারা সিন্ডিকেটের গডফাদারদেরও মুখোশ খুলে দিন।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০২০ রাত ১১:২৭

ঢুকিচেপা বলেছেন: অল্প কথায় খুব সন্দর লিখেছেন।
এবারে মনে হয় সবচেয়ে বেশী ক্ষতি হয়ে গেল।

ধন্যবাদ।

০৯ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪০

ফুয়াদের বাপ বলেছেন: ধন্যবাদ প্রিয় ঢুকিচেপা...

২| ১৫ ই আগস্ট, ২০২০ সকাল ৯:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমরা শিক্ষা নেই না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.