নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অত্যন্ত সহজ কিসিমের মানুষ...জীবনটাকে সহজভাবে দেখতেই পছন্দ করি...

ফুয়াদের বাপ

সাদা মনের মানুষ...

ফুয়াদের বাপ › বিস্তারিত পোস্টঃ

ফাগুনের আগুন লেগেছে...

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১০



ফাগুনের আগুন লেগেছে শিমুলের ডগায়-কৃষ্ণচুড়ায়, হলুদাভাব বিচ্ছুরিত হচ্ছে সরিষা-গাঁধায়, সূর্য্যমুখি উঁকি দিয়ে দেখছে স্বচ্ছ নীল আকাশ, শিউলি - সিলিভিয়া-ডালিয়ারা হাসছে আপন সৌন্দর্যে...

হৃদয় হরনী কোকিলের বিরামহীন কুহুতান, চড়ুইয়ের কিচিরমিচির কিংবা ঘাপটি মেরে থাকা ঘুঘুর ডাক শীতল করে দেয় ক্লান্ত পথিকের অস্থির প্রান...

মরুপ্রবাসে এসে ঋতুজুড়ে দেখি তাতিয়ে থাকা তপ্ত ধূ ধূ বালি আর নিরস প্রকৃতি...

এমতাবস্থায়, মন ভালো হয়ে গেলো বাড়ির পাশে দাম্মাম কেন্দ্রিয় বিচারলয়ের পাদদেশে কনক্রিট ভেদ করে প্রস্ফুটিত রূপে ফুটে থাকা বনফুল দেখে...

শুভ হোক সকলের বসন্তের প্রতিটি ক্ষন...

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:২৭

মিরোরডডল বলেছেন:




কংক্রিট ভেদ করে ফুটে ওঠা একটা বনফুল দেখে আপনার মন ভালো হয়ে গেছে ।
এটা জেনে আমার ভালো লাগছে । কতো অল্প ক্ষুদ্র ছোট একটা কিছুও মানুষের মন ভালো করে দিতে পারে ।


১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০৪

ফুয়াদের বাপ বলেছেন: ঠিক বলেছেন। সুন্দরের ব্যাখ্যা দেওয়া দুষ্কর। ধবল ত্বকে কেউ সুন্দরকে খুঁজে আমি খুঁজি মনে। বুর্জখলিফায় কেউ দেখে রঙের আলোকবৃষ্টি আমি দেখি কি অপুরুপ বনফুলের সৃষ্টি...

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:২৮

মিরোরডডল বলেছেন:

বনফুল আমার সবসময় প্রিয় ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০৪

ফুয়াদের বাপ বলেছেন: আমারও...ধন্যবাদ ফিরতি মন্তব্য করায়

৩| ২৩ শে মে, ২০২১ দুপুর ১২:০৭

খায়রুল আহসান বলেছেন: দাম্মাম কেন্দ্রীয় বিচারালয়ের পাদদেশে কংক্রিট ভেদ করে ফুটে ওঠা একটা বনফুল দেখে যেমন আপনার মন ভালো হয়ে গেছে, ঠিক তেমনি মেলবোর্নের ড্যান্ডিনং রেঞ্জ সফরকালে একটি বাগানে হাঁটার সময় পাথরের বুক চিড়ে ফুটে ওঠা একটা হাসিমুখ ফুল দেখে আমিও মোহিত হয়েছিলাম। পরে এ নিয়ে একটি কবিতাও লিখেছিলাম, কবিতাটি দেখতে পাবেন এখানেঃ
কবিতাঃ ধূসর কাঠিন্যে শুভ্রতার হাসি

পোস্টে প্রথম ভাল লাগাটি (+) রেখে গেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.