নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লকডাউন!!! চলছে লকডাউন!!!
বড়লাটরা ঘরে দেখে মুভি
আর, পথশিশুর বুকে-পেটে
ছুটছে ক্ষুধার আগুন।
লকডাউন!!! চলছে লকডাউন!!!
সরকারী কর্মীর নাকে তেল-চোখে ঘুম
অন্যদের ঘুম-আরাম-হারাম
হেঁটে হেঁটেই চাকরী বাঁচান।
লকডাউন!!! চলছে লকডাউন!!!
কলকারখানা-গার্মেন্টস চালু
শিশুকানন-বিদ্যালয় বন্ধ
যেন ওখানেই করোনার ফাগুন।
লকডাউন!!! চলছে লাকডাউন!!!
উচ্চবিত্ত বিশ্রামে কাটায় দিন
মধ্যেবিত্ত অর্থে হিসেব কষে
নিন্মবিত্ত কর্মহীন তালু হুতাশন।
০১/০৭/২০২১
০৪ ঠা আগস্ট, ২০২১ বিকাল ৫:২৭
ফুয়াদের বাপ বলেছেন: আন্তরিক ধন্যবাদ বেড়াতে আসার জন্য
©somewhere in net ltd.
১| ০১ লা জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:২৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: কমেন্ট দেখে ফুয়াদের বাপের বাড়ি চলে এলাম।
ভালোলাগা রেখে গেলাম