নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অত্যন্ত সহজ কিসিমের মানুষ...জীবনটাকে সহজভাবে দেখতেই পছন্দ করি...

ফুয়াদের বাপ

সাদা মনের মানুষ...

ফুয়াদের বাপ › বিস্তারিত পোস্টঃ

কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২-ফাইনাল ম্যাচ - আর্জেন্টিনা vs ফ্রান্স

১৮ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৭

কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২-ফাইনাল ম্যাচ - আর্জেন্টিনা vs ফ্রান্স
=========================================

বিশ্বের কোটি কোটি দর্শকের অনেক অপেক্ষার ইতি হবে আজ আর্জেন্টিনা বনাম ফ্রান্সের মধ্যেকার ফাইনাল ম্যাচের মাধ্যেমে। কে জিততে পারে কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ এই প্রশ্ন মাথার ভেতর ঘুরছে।

বাস্তবতার নিরিখে অনুমান করার চেষ্টা করি -
১) গ্রুপ পর্বের পার্ফমেন্স - দুই দলই দুই ম্যাচ জিতে সমান পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ান হয়েছিল। এখানে শক্তিমত্তা সমানে সমান।


২)নকআউট পর্বের পার্ফমেন্স - নকআউট পর্বে আর্জেন্টিনা হারিয়েছে অষ্ট্রেলিয়াকে ২-১ গোলে (রাউন্ড-১৬), নেদারল্যান্ডকে ৪-৩ গোলে-পেনািল্ট (কোয়ার্টার ফাইনাল), ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে (সেমিফাইনাল) পক্ষান্তরে নকআউট পর্বে ফ্রান্স হারিয়েছে পোল্যান্ডকে ৩-১ গোলে (রাউন্ড-১৬), ইংল্যান্ডকে ২-১ গোলে (কোয়ার্টার ফাইনাল), মরক্কোকে ২-০ গোলে (সেমিফাইনাল)। এখানেও দুই দলের শাক্তিমত্তা প্রায় সমানে সমান।


৩) তারকা খেলোয়াড় - দুই দলেই দুইজন বড় তারকা আছে যারা যে কোন মুহুর্তে ম্যাচের ফলাফল নিজের করে নেবার মতো যাদুকরী শক্তি আছে। আর্জেন্টিনার আছে লিউনেল মেসি আর ফ্রান্সের আছে কেলিয়ান এমবাম্পে।


৪) ডিফেন্স ও আক্রমন ভাগ - আর্জেন্টিনার ডিফেন্সের চাইতে ফ্রান্স এর ডিফেন্স তুলনামূলক বেশি শক্তিশালি মনে হয়। পক্ষান্তরে ফ্রান্সের আক্রমন ভাগের চাইতে আর্জেন্টিনার আক্রমনভাগ বেশি শক্তিশালি মনে হয়।

৫) গোলকিপার - দুই দলের গোলকিপারই অস্বাধারন খেলেছে গ্রুপ পর্ব থেকে সেমি ফাইনার পর্যন্ত। তবে আর্জেন্টিনার গোলকিপারকে তুলনামূলক এগিয়ে রাখবো। খেলা কোনভাবে পেনাল্টি শটে গেলে গোলকিপার পরীক্ষায় আর্জেটিনা জিতার সম্ভ্যাবনা আছে।

বাঘে-সিংহে তুমুল লড়াই দেখার প্রত্যাশা করছি। কাপ যার ঘরেই যাক ফুটবলের বিজয় দেখার অপেক্ষায় বিশ্ববাসী।

- ছবি সবগুলোই অর্ন্তজাল থেকে সংগ্রহ করা।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তথ্য উপাত্ত সহ আপনার বিশ্লেষণ আমার মতে ঠিক আছে। আজকের ম্যাচ হলো এনি বডি'স গেইম। একটা ল অব এভারেজ বলে কথা আছে। ইংল্যান্ড-ফ্রান্স মুখোমুখি খেলায় আগের দুইবার ইংল্যান্ড জিতেছিল, এবার জিতেছে ফ্রান্স। এবার দেখুন, ফ্রান্স-আর্জেন্টিনার ফলাফল।

ওভারঅল
Played: 12
Argentina wins: 6
France wins: 3
Draw: 3

বাকিটা একটা লিংক থেকে কপি-পেস্ট করলাম।

Argentina vs France Head-to-Head record in the World Cup

Argentina and France met for the first time in the group stages of the 1930 World Cup in Uruguay. Argentina won the match 1-0 courtesy of a Luis Monti strike in the 81st minute, that led to an early exit for France.

Both sides met again in the 1978 World Cup, that was being hosted in Argentina. It was yet another group stage match, where Argentina beat France 2-1 to knock it out of the tournament.

The last time both the sides met was in the Russia World Cup in 2018. It was a Round of 16 match, where France edged out a 4-3 win.

বিশ্বকাপে ৩ ম্যাচ খেলেছে। আর্জেন্টিনা ২টা, ফ্রান্স ১টা ম্যাচ জিতেছে। সমান হওয়ার জন্য এবার ফ্রান্সের জেতার পালা :)

তবে, আমি রিপিট করি, এটা এনি বডি'স গেইম। কেউ কারো চাইতে কম না। দিনের খেলায় যারা বেটার খেলবে, কাপ যাবে তাদের ঘরেই।

শুভ কামনা থাকলো একটা দুর্দান্ত ফাইনালের জন্য।

১৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৩১

ফুয়াদের বাপ বলেছেন: গতকালকের ফাইনাল ম্যাচ যতটা প্রত্যাশা করেছিলাম তার চাইতে অনেক গুণ বেশি উপভোগ্য ছিল। বিশ্বসেরার হাতে বিশ্বকাপ সত্যিই অসাধারন সৌন্দর্য্য। গতকাল সত্যিই ফুটবলের বিজয় হয়েছে। এমবাম্পের কাছ থেকে যেমন খেলা দেখতে চেয়েছিলাম তার চাইতেও বেশি দিয়েছে। তার দ্বিতীয় গোলটা গতকাল ফাইনালের সেরা গোল আমার মতে। এতো পাওয়ার ছিল শটে যে গোলকিপার গতির সাথে গোল সেইভ করতে পারেনি।

২| ১৮ ই ডিসেম্বর, ২০২২ রাত ৮:১৬

সোনাগাজী বলেছেন:



ঢাকার রাস্তায় গাড়ীঘোড়া এখনো চলছে?

৩| ১৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:০১

জুল ভার্ন বলেছেন: বিশ্ব ফুটবলে বাংলাদেশের অবস্থান তলানীতে। তারপরও ফুটবল নিয়ে, স্পেশালি বিশ্বকাপ ফুটবল নিয়ে বাংলাদেশের মতো এমন উন্মাদনা খোদ আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেনেও নাই। মজার ব্যাপার হচ্ছে- ফেসবুকের অনেক ফুটবল বোদ্ধাই পেনাল্টি কে বলে পেলান্টি, টাইব্রেকারকে বলে ট্রাইব্রেকার- ওরা অনেকেই জানেনা বিশ্বমানচিত্রে আর্জেন্টিনা, পর্তুগানের অবস্থান কোথায়! সেইসব ফুটবল বোদ্ধাদের উন্মাদনা সত্যিই অবাক করে!

১৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৩৮

ফুয়াদের বাপ বলেছেন: একটা সময় ছিল যখন এশিয়ার মধ্যে বাংলাদেশ ফুটবল অস্বাধারন খেলতো। সম্ভ্যবত তৃতীয় শ্রেনীতে পড়ি যখন প্রথমবারের মতো ফুটবল প্রেমে রং কিনে কাঠের জানালায় মোহামেডানের পতাকা এঁকেছিলাম। যে দেশে ফুটবল বলতে এতোটা ক্রেজি সেই দেশের ফুটবল এতো তলানীতে তা মানতে কষ্ট হয় বৈকি। সাকিব আল হাসানের বাবা ছিলেন ফুটবলার, চেয়েচিলেন ছেলেও যেনো ফুটবলার হয়। স্রোতের টানে জানের জান সাকিব আল হাসান একন ক্রিকেটের প্রান। ফুটবলের জোয়ার থাকলে হয়তো ফুটবলার সাকিব, মাহমুদুল্লাহদের পেতাম।

৪| ১৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৪৪

রাজীব নুর বলেছেন: বাংলাদেশ বিশ্ব্বকাপ জিতলে দেশের মানুষ যত খুশি হতো, আর্জেন্টিনা জিতাতেও সেই খুশি হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.