নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো আধারির মানুষ আমি , আলো আধারিতেই ডুবে থাকি।

রাজিউল ইসলাম

আমি মানুষ। সবাই তো আর মানুষ হতে পারে না।মানব গর্ভে জম্মিলেই কি মানুষ হওয়া যায়?

রাজিউল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

একজন ভালোমানুষ......

২৫ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

মানুষ দুই প্রকার।
ভালো মানুষ আর খুব ভালো মানুষ।
পৃথিবীটা অনেক নিষ্ঠুর হতে পারে কিন্তু এই নিষ্ঠুর পৃথিবীতে খারাপ মানুষ বলে কোন কিছুর অস্তিত্ব নেই।

প্রত্যেক মানুষই কারো না কারো কাছে সৎ।
হয়ত তার কোন শ্রদ্ধাভাজন ব্যক্তির কাছে....
কিংবা কোন আপনজনের কাছে।

কোন ব্যক্তি কতটূকু সৎ এইটা কেবল মাত্র তার খুব কাছের মানুষই বলতে পারে।

পৃথিবীতে কাউকে আগে ভাগেই খারাপ ভাববেন না।
আগে তার সাথে ভালো ভাবে মিশুন;
তার চরিত্রের ভালো দিক গুলোকে বুঝতে শিখুন।
যদি তার চরিত্রে কোন খারাপ দিক থেকে থাকে তাহলে তাকে বুঝতে চেষ্টা করুন।
সম্ভব হলে তাকে সংশোধন করার চেষ্টা করুন।

তারপর ভাবুন-
তিনি ভালো মানুষ নাকি খুব ভালো মানুষ?

আমার বিশ্বাস আপনি আপনার উত্তর পেয়ে যাবেন....

আর একটা কথা....
বন্ধু আর বান্ধবী এই দুইটা সম্পুর্ন আলাদা জিনিস।

বান্ধবীকে বন্ধুর সাথে মেলাতে যাবেন না।

তাহলে ভুল করবেন।

বন্ধু আর বান্ধবীকে আলাদা আলাদা করে বুঝতে শিখুন।
তাহলেই হয়তো জীবনে সফলতা আসবে।

আর একখান কথা....
নিজেকে বুঝুন।
না বলতে শিখুন।
না বলতে না পারাটা কোন ভালো কাজ নয়।
বরং এটা এক প্রকার দুর্বলতা....

আসুন নিজের এই অক্ষমতাকে পরিত্যাগ করি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.