নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো আধারির মানুষ আমি , আলো আধারিতেই ডুবে থাকি।

রাজিউল ইসলাম

আমি মানুষ। সবাই তো আর মানুষ হতে পারে না।মানব গর্ভে জম্মিলেই কি মানুষ হওয়া যায়?

রাজিউল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

ছেড়া পাঁপড়ি অথবা অতিমানবী (১ম কিস্তি )

১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪১

-হ্যালো

-হুম্ম।কেমন আছ?

-জি ভালোই আছি।কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না.....

-কি বলছ!!?এত্ত তাড়াতাড়ি ভুলে গেলে?

-দেখুন আমি আপনাকে চিনতে পারছি না।পথ চলতে গেলে তো অনেকের সাথেই দেখা হয়।কিন্তু কয়জনের কথা মনে থাকে বলুন...

-হুম্ম।কথাতো ভালোই শিখছো দেখছি...

-দয়া করে আপনি একটু চুপ করবেন।আমি এখন ফোন রাখব...

-আমি শাহিদ

-শাহিদ!!কে?

-নামটাও ভুলে গেছো!!

-তখন থেকে কি আবোল তাবোল বকছেন!!আমি আপনাকে চিনি না আপনি বুঝতে পারছেন না?

-না পারছি না।বুঝিয়ে বল...

-ধ্যাত্তেরি

ফোনটা অফ করে রেখে দেয় ঈশা।
কিছুদিন ধরে শুরু হয়েছে এই যন্ত্রনাটা।
যখন ত্তখন অপরিচিত নাম্বার থেকে হুটহাট করে ফোন আসে...

এর অবশ্য একটা ভালো দিকও আছে।
ইদানিং নিজেকে সুন্দ্রী ভাবতে শুরু করেছে মেয়েটা।

বড় আপু বলে-"মেয়েদের ফোনে বারবার রং নাম্বার থেকে ফোন না আসলে বোঝাই যায় না মেয়েটা বড় হয়েছে..."

তার ফোনে এখন ঘন ঘন আননোন নাম্বার থেকে ফোন আসছে।
তারমানে সেও এখন বড় হয়ে গেছে!!

আয়নার সামনে দাড়িয়ে বারবার নিজের দিকে তাকাতেও যেন অন্য রকম একটা নেশা লাগে চোখে...

কলেজ থেকে হেটে ফেরার সময় যখন ছেলেরা ওর দিকে তাকায় তখন নিজেকে হিন্দি ফিল্মের আলিয়া ভাট মনে হয় ওর...

কলেজের ছেলেরাও যেন যাচ্ছেতাই।
খালি ড্যাবড্যাব করে তাকিয়ে থাকে।
মনে হয় যেন খেয়েই ফেলবে।

তবুও কেন জানি ওই চাহনি গুলো গিলতে ভালোই লাগে ওর।
চাহনি গুলোর মধ্যেও কেন জানি ভালবাসি ভালবাসি ভাব আছে...

ঈশা জানে ওই শাহিদ নামের ছেলেটা আবারো ফোন দিবে ওকে।
এই কয়েকদিনে আর যাই হোক অন্তত এটা বুঝে গেছে সে...

রাতের খাবারের পর বই ধরে বসাটাই অলিখিত নিয়ম।
কিন্তু মনটা যেন আজ সব নিয়ম ভাংতে চাচ্ছে।
কারও সাথে কথা বলতে ইচ্ছে করছে।

কিন্তু কাকে ফোন দেওয়া যায়?
হিমেলকে নাকি সোহানকে!

সোহানটা ইদানিং বড্ড বেশি বাড়াবাড়ি শুরু করেছে ...
কাল সিনেমা দেখার বায়না করেছিল।

এও কি সম্ভব?

তারচেয়ে বরং হিমেলকে ফোন দেওয়াই বেটার হবে...

ফোনের কথা মনে পড়তেই যেন ফোনটা বেজে উঠলো।
সেই নাম্বারটা আবারও...

মনের ভিতরে সব রাগ যেন উথলে উঠে ঈশার।
ফোনটা আছাড় দিয়ে ভেঙ্গে ফেলতে ইচ্ছে করছে।
আর যাই হোক ওই বেয়াদব ছেলেটার ফোন ধরবে না ও...

(চলবে)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৭

বিজন রয় বলেছেন: ছেড়া পাপড়ি অথবা অতিমানবী

ছেঁড়া, পাঁপড়ি হবে। দয়া করে শিরোনামে ওই দুটি শব্দ ঠিক করে দিন।

শুভকামনা।

২| ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৭

রাজিউল ইসলাম বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আর আপনার প্রতিও থাকলো শুভ কামনা।
ভালো থাকুন আপনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.