নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো আধারির মানুষ আমি , আলো আধারিতেই ডুবে থাকি।

রাজিউল ইসলাম

আমি মানুষ। সবাই তো আর মানুষ হতে পারে না।মানব গর্ভে জম্মিলেই কি মানুষ হওয়া যায়?

রাজিউল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

ছেঁড়া পাঁপড়ি অথবা অতিমানবীর গল্প (২য় কিস্তি )

১৫ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

-আপনি আবার আমাকে ফোন করেছেন?

-যাই হোক চিনতে পেরেছেন তাহলে!!?

-চিনতে পারবো না কেন?আমি খুব সহজে কাউকে ভুলি না।তার উপর তখন যেভাবে......

-তখন যে ভাবে মানে?কি করেছি আমি?

-তখন যেভাবে কথা বলছিলেন যেন আমি আপনার খুব কাছের মানুষ!!

-আমি আপনাকে আমার কাছের মানুষ ভাবলে দোষ কোথায়?

-তা আপনি ভাবতেই পারেন।কিন্তু আমি তো আপনাকে চিনি না।আর......

-আর?

-আর আমি অপরি্চিত মানুষের সাথে বেশীক্ষন কথা বলি না...

-পরিচিত মানুষের সাথে অনেকক্ষন কথা বলেন তাইতো?

-সেটা আপনাকে কে বলেছে?

-এইযে এইমাত্র আপনিই বললেন...

-আমি আবার কখন বললাম?আচ্ছা,আপনি সেই তখন থেকে বকবক করছেন কি চান বলুন তো?

-কিচ্ছু চাই না...

-ওকে ফোন রাখুন

-একটা কথা ছিলো...

-আবারো!!আচ্ছা,বলুন...

-স্যরি

-ফর হোয়াট?

-তখনকার ব্যবহারের জন্য...

-ইটস ওকে।ফোন রাখুন...

-আমি কিন্তু রাতে আবারো ফোন করবো...

ফোনটা কেটে দেয় ঈশা।
সে জানে শাহিদ নামের ছেলেটা রাতে আবারো ফোন করবে।
ছেলেরা এমনই হয়।


আচ্ছা,রাতে কখন ফোন দিবে ছেলেটা?
হিমেল যখন ফোন দেয় তখন যদি দেয়!!?
সে তখন দেখা যাবে।
আগে তো ফোনটা দিক...

তবে আর যাই হোক ছেলেটা কিন্তু খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারে।
দেখতে কেমন হবে ছেলেটা?
হিমেলের মত শ্যামলা হবে কি নাকি গায়ের রংটা একটু উজ্জল হবে?
এই টাইপের ছেলেদের আবার ভাব বেশী হয়।

আর ভাবতে পারে না ঈশা।
হিমেলের মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে।
ছেলেটা প্রচন্ড ভালোবাসে ওকে।
পাগলের মত ভালোবাসে।
ওর মত একটা ছেলে যে কেন ওকে এতটা ভালবাসে ওটা আজও ওর কাছে একটারহস্য।
অবশ্য ঈশাও কম ভালোবাসে না ওকে।
এইতো গত পরশু রিকশায় পুরো শহর একসাথে ঘুরেছে ওরা।
খুব ভালো লেগেছে ওর।
রিকশায় ঘুরাটা না ,কেউ কিচ্ছু বলার সাহস করে নি এজন্যই ভালোলাগাটা...

সোহানের সাথে ঘুরলে প্রায়ই কিছু না কিছু বাজে কমেন্ট হজম করতে হয় ওকে......
এইটাই বুঝি ওর নিয়তি।
আর সোহানটাও না কেমন জানি!!
কাউকে কিচ্ছু বলে না।
এই ধরনের ছেলের সাথে কি ঘোরা যায়?
তবে সোহানের অনেক টাকা আছে।না চাইলেই অনেক কিছু কিনে দেয় এইটাই ওর বড় এ্যাডভান্টেজ!!

(চলবে)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.