নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো আধারির মানুষ আমি , আলো আধারিতেই ডুবে থাকি।

রাজিউল ইসলাম

আমি মানুষ। সবাই তো আর মানুষ হতে পারে না।মানব গর্ভে জম্মিলেই কি মানুষ হওয়া যায়?

রাজিউল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

একজন ভালোমানুষ......

২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৪১

প্রত্যেক মানুষের দুইটা সত্ত্বা থাকে।

ভালো সত্ত্বা আর খারাপ সত্ত্বা।

মানুষ নিজের ভেতরের ভালো সত্ত্বাটাকে প্রকাশ করার জন্য সবসময় আকুলি বিকুলি করে।

কিন্তু নিজের খারাপ সত্ত্বাটাকে প্রকাশ করার জন্য কাউকে কোন কষ্ট করতে হয় না।
এটা আপনা আপনি তার স্বরুপ প্রকাশ করে।

জীবনে বড় মাপের মানুষ হতে হলে এই খারাপ সত্ত্বাটা থাকা জরুরী।

ভুল বুঝবেন না।
একটা গল্প বলছি শুনুন...

"বিশ্ব বাজারে অর্থনৈতিক মন্দা চলছিল তখন।
বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ জি কে চেস্টারটন এক নতুন ধরনের অর্থনৈতিক মতবাদ দিয়েছিলেন।
জর্জ বার্নাড শ তার এই মতবাদকে খবরের কাগজে নিন্দা করেছিলেন।
চেস্টারটন এর কোন প্রতিত্তর করেন নি।
ঐতিহাসিক হিতোইরে বেলাক এজন্য তার সমলোচনা করেছিলেন।
জবাবে চেস্টারটন বলেছিলেন-প্রিয় বেলাক,আমি তো আমার জবাব দিয়ে দিয়েছি।হাজারো বুদ্ধিমান লোকের কাছে নিরবতা অসহ্য জবাব।"

অতএব,সমলোচনা গায়ে মাখবেন না।
উপেক্ষা করুন।
যে জিনিসটা আপনি পেতে পারেন না তাকে অবহেলা করুন।

আপনার ভালো সত্ত্বাটা এই কাজে বাধা দেবে।

এজন্যই আপনার খারাপ সত্ত্বা থাকা জরুরী।

মনে রাখবেন,সমলোচনা হলো চুলকানির মত।
উপেক্ষা করুন।
আপনা আপনি সেরে যাবে।
চুলকাতে যাবেন না।
ঘা হয়ে যাবে...

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৬

SwornoLota বলেছেন:
"মনে রাখবেন,সমালোচনা হলো চুলকানির মত।
উপেক্ষা করুন।
আপনা আপনি সেরে যাবে।
চুলকাতে যাবেন না।
ঘা হয়ে যাবে...।"

গ্রেট!! ++++

২৪ শে জুলাই, ২০১৬ সকাল ১০:২৪

রাজিউল ইসলাম বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আশা করি রিয়াল লাইফে এই কথাগুলি মনে রাখবেন আপনি।।

২| ২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৩

কানিজ রিনা বলেছেন: খারাপ সত্ব্যা ঝেরে ফেলে, ভাল স্বত্যা
ডানা মেলে।

২৪ শে জুলাই, ২০১৬ সকাল ১০:২৯

রাজিউল ইসলাম বলেছেন: ইচ্ছে গুলো ডানা মেলুক,
নীল রংয়ের আকাশে।

স্বপ্ন গুলো উড়ে বেড়াক
পাখির পালক বেয়।

৩| ২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:০৬

রাকীব হাসান বলেছেন: ভাললাগা থেকে শেয়ার দিলাম

২৪ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৩০

রাজিউল ইসলাম বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪| ২৩ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

সিগনেচার নসিব বলেছেন: খুব সুন্দর বলেছেন

২৪ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৩১

রাজিউল ইসলাম বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.