নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো আধারির মানুষ আমি , আলো আধারিতেই ডুবে থাকি।

রাজিউল ইসলাম

আমি মানুষ। সবাই তো আর মানুষ হতে পারে না।মানব গর্ভে জম্মিলেই কি মানুষ হওয়া যায়?

রাজিউল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

ম্যাডাম;আমরা ভালো আছি!!

০২ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭



এত্ত গুলা মানুষের ভোগান্তি!!
দিন যে কিভাবে কাটছে এইটা শুধু মাত্র ঐ মানুষ গুলাই জানে!!

জি ,হ্যা আমি গাইবান্ধার মানুষ গুলোর কথা বলছিলাম।
বন্যা কবলিত ওই সব মানুষগুলোর কথা বলছিলাম...

প্রতি বাড়িতে বাড়িতে পানি ঢুকে গেছে।
পানি কমার কোন লক্ষন নাই!!

যে হারে পানি বাড়তেছে সেই হিসেবে আগামী সাত দিনে গাইবান্ধার বন্যা কন্ডিশনের কোন উন্নতির কোন লক্ষন নাই।

আমি গাইবান্ধায় থাকি বলেই যে গাইবান্ধার কথা বলছি সে রকম কিন্তু কোন কথা নাই।
আমি গাইবান্ধার মানুষ গুলোর ভোগান্তি নিজ চোখে দেখেছি...
তদের জন্য আমার কস্ট হচ্ছে।

আমি জীবনে বন্যা দেখিনি।
কারন আমার বাড়ি উত্তরাঞ্চলের সব চাইতে উচু জায়গাগুলোর একটি নীলফামারীতে।
আমি বন্যার ভয়াবয়তা বুঝি না।

দেখি নি ঐসব ক্ষুধায় কাতর বাচ্চাগুলোর কান্না!!
মায়ের ব্যথাভরা আহাজারি...
বাবার বুক ফাটা অসহায় মাখানো চাহনি...

আমি এগুলা কোনদিন একসাথে দেখি নি...
হয়ত আপনারাও দেখেন নি...

জানি, দেখলে আপনারাও ভুলতে পারবেন না।

এগিয়ে আসুন এইসব মানুষ গুলার সাহায্যে।
হয়ত আপনার ওই বাড়িয়ে দেওয়া ওই হাতটার দিকে তাকিয়ে আছে হাজারো মানুষ।

আমি জানি আমাদের প্রধানমন্ত্রী হাসিনা ম্যাডাম বলবেন-"আমরা সুখী দেশের নাগরিক।আমরা ভাল আছি।"

হুম্ম, ম্যাডাম আমরা ভাল আছি।
গলার পানিটা নাকে উঠলে তো একটু কস্ট হয়ই কিন্তু তারপরে তো সব ঠান্ডা।তাই না?

আমাদের কথা আপনার না ভাবলেও চলবে শুধু জানাজার পর আসিয়েন...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.