নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো আধারির মানুষ আমি , আলো আধারিতেই ডুবে থাকি।

রাজিউল ইসলাম

আমি মানুষ। সবাই তো আর মানুষ হতে পারে না।মানব গর্ভে জম্মিলেই কি মানুষ হওয়া যায়?

রাজিউল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

|-) |-) রেইনবো B:-/ B:-)

১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৬

দিন দিন কেমন জানি অদ্ভুত হয়ে যাচ্ছি...
নিজেকেই চিনতে পারি না আজকাল!!

দাড়ি গুলো দিন দিন আরো বড় বড় হয়ে যাচ্ছে...
মাঝে মধ্যে নিজেকে সেই প্রস্তর যুগের মানুষ মনে হয়!!

আর অনুভুতি!!
সে তো সেই কবেই হারিয়ে গেছে এখন ও বুঝতেই পারি নি।

খারাপ থাকতে থাকতে কখন যে ভাল থাকার অনুভুতিটুকুও হারিয়ে গেছে মনে করতে পারি না...

এখন ও মন খারাপ হলে একা একা ছাদে যাই।
আকাশ দেখি...
পুরাতন কথাগুলা মনে করে একা একা হাসার চেষ্টা করি!!
হাসি...

ক্লাশ নাইনে পড়ার সময় আমার একটা বান্ধবীর প্রেমে পড়েছিলাম!!
ঠিক প্রেমে পড়া না বলে বরং ওটাকে ভাল লাগত বলাটাই মনে হয় ঠিক হবে...
তখন ওইটাকে ভালবাসা মনে করে ভুল করেছিলাম।

বড্ড জেদী ছিলাম আমি আর অনেক বেশী পাগল ও!!!
পাগলামীটা মাত্রা ছাড়িয়ে যেতে পারত কিন্তু কপাল ভাল ছিল বলে সেই যাত্রায় রক্ষা পেয়েছিলাম।

কিন্তু সবচাইতে অবাক ব্যাপার কি জানেন?
ইন্টারমিডিয়েটের ক্লাস শুরুর পর মেয়েটার কথা আমার মনেই হত না!!
কোন বন্ধু যদি ভুল করে মেয়েটার কথা মনে করিয়ে দিত তখন প্রচন্ড মেজাজ খারাপ হত।

হয়ত রাগারাগিও করতাম!!

কত সহজে মানুষ বদলে যায়।তাই না?
আর বদলে যাওয়াটাই তো ন্যাচারাল।
সব ভাল লাগা তো আর ভালবাসা না......।।

কাল মূড অফ ছিল।
ছাদে একা একা বসে আকাশ দেখছি।

মাথার ভিতরের পাগলামি গুলো নতুন করে বাসা বাধছে।
ভিতরের পোকাগুলা স্মৃতির জাবর কাটছে...
কেমন যেন অদ্ভুত একটা নষ্টালজিকতা!!

কিচ্ছু ভাবি নি।
সোজা ফোন দিয়েছিলাম সবচাইতে কাছের মানুষটাকে।

অই আবার আমার চাইতে বেশী নষ্টালজিক!!
পাগলীটা "দেবদাস" দেখছিল।

বলল-"দোস্ত,পারুর মত কোন দেবদাস যদি আমাকে ভালবাসত"!!
আমি ওরে কি বলব?
আমি তো নিজেই পারু খুজতেছি...

নিমিষেই কেটে গেছিল মন খারাপের মেঘটুকু।
মনে হল-"আর যাই হোক পৃথিবীতে এমন কেউ আছে যে এখনো ভালবাসা পায় নি!!আমি তো আর যাই হোক ভালবাসার গন্ধটুকু পেয়েছি...!!"

আসলে মন খারাপের ব্যাপারগুলো আপেক্ষিক হয়।
অন্যের সাথে নিজের তুলনা করুন।
মন খারাপের ভাবটুকু কেটে যাবে।

বেশী ভাবতে যাবেন না।
মন খারাপের কীটগুলো আপনাকে পাগল বানিয়ে ছাড়বে...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.