![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ। সবাই তো আর মানুষ হতে পারে না।মানব গর্ভে জম্মিলেই কি মানুষ হওয়া যায়?
মেয়েটির হাত ধরে রেললাইনের মাঝখান দিয়ে হেটে যাওয়াটা ছেলেটার গেইম প্লান ছিল!!
ট্রেনের হুইসেলে চমকে উঠা মেয়েটার ছেলেটার বুকে মুখ লুকানো টাও নাকি গেইম ছিল.....
ছাদ থেকে তিন তলার সিড়িটা ছেলেটির কোলে করে নামার সময়টাতে দুজনের মুগ্ধ দৃষ্টিটাও নাকি "ওদের" গেইম ছিল...
সকলের রাগী চাহনিকে এড়িয়ে , লোক-চক্ষুর আড়ালে নিজের সমস্ত নারী লজ্জাকে পিছনে ফেলে রাত তিনটার সময় ছেলেটার ছাদে দেখা করাটাও নাকি "মেয়েটার" একটা গেইম ছিল!!!
সারাটা দিন মেয়েটার সাথে এক বিছানায় শুয়েও শুধুই গল্প করে কাটিয়ে দেওয়াটাও নাকি "ছেলেটার" গেইম প্লান ছিল!!
হাত ধরে অলস দুপুরে বসে থাকার সময় নিজেদের ছেলে-মেয়েদের নাম গুলো ঠিক করাটাইও নাকি "ওদের" গেইম ছিল!!
রগচটা,বেপরোয়া ছেলেটার মেয়েটার প্রেমে পড়ে শান্ত-শিষ্ট হয়ে যাওয়াটাও নাকি "ছেলেটার" গেইম প্লান ছিল!!
ছেলেটার বুকে মাথা রেখে করুন দৃষ্টিতে ছেলেটার চোখে চোখ রেখে "এভাবে সারা জীবন পাশে থাকবেতো?" জানতে চাওয়াটাও নাকি "মেয়েটার" একটা গেইম ছিল!!!
মেয়েটার হাতে আংটি পড়ানোর পর দুজন দুজনকে জড়িয়ে ধরে কান্নাটাও নাকি ওদের অভিনয় ছিল...
ছেলেটাকে জড়িয়ে ধরে ওই দুই ঠোটে ঠোট রেখে নিজেকে ছেলেটার হাতে ছেড়ে দেওয়াটাও নাকি মেয়েটার গেইম ছিল!!
মেয়েটার কোলে মাথা রেখে আকাশের দিকে চোখ রেখে ভবিষ্যতের স্ব্প্ন দেখে মেয়েটার কানে কানে "উয়িল ইয় ম্যারি মি" বলে কপালে একটা চুমু একে দেওয়াটাও নাকি ছেলেটার একটা নাটক ছিল!!
আচ্ছা,তাহলে ভালবাসা কোনটা?
ভালবাসা তাহলে কি শুধু শাবানা -আলমগীর আর রাজ্জাক-কবরীর সিনেমার গল্পতেই সীমাবদ্ধ...
নাকি কিছু অবশিষ্ট আছে?
নাকি সেগুলোও আবার পারিবারিক ষ্টীম রোলারে চ্যাপ্টা হয়ে আছে......
২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:০০
রাজিউল ইসলাম বলেছেন: হুম্ম।কঠোর বাস্তবতা!!
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০১৬ রাত ৩:২৫
বাসারাট বলেছেন: কোঠোর বাসটোব