নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো আধারির মানুষ আমি , আলো আধারিতেই ডুবে থাকি।

রাজিউল ইসলাম

আমি মানুষ। সবাই তো আর মানুষ হতে পারে না।মানব গর্ভে জম্মিলেই কি মানুষ হওয়া যায়?

রাজিউল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

রংচটা ক্যানভাস

২৪ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৫১


আমি ওই মেয়েটাকে ভালবাসি।
ভালবাসি মানে ভালবাসি!!
এক্কেবারে সিরিয়াস অবস্থা...
আচ্ছা,মেয়েটাও কি আমাকে ভালবাসে?

মেয়েটাকে আমি প্রথম দেখেছিলাম একটা নাচের প্রোগামে।
নাচছিল মেয়েটা...
ওর পুরো শরীরটা যেন প্রজাপতির মত উড়ছিল!!
ওর প্রতিটা মুভ যেন আমি হা করে গিলছিলাম।

এমনিতে আমি খুব ভাল ছেলে।গান-বাজনার প্রতি তেমন কোন ঝোক নেই বললেই চলে।কিন্তু সেদিনের পর কেমন যেন একটা অদ্ভুত চেঞ্জ এলো আমার মধ্যে।
আমি গান শুনতে শুরু করলাম...

ওই চোখ জোড়ার দিকে তাকানো মাত্রই আমি যেন ওর হয়ে গেছি।
ওর সবচাইতে যে জিনিসটা আমার ভাল লাগত ওইটা হল ওর ভ্রু-জোড়া।
আমি ওই চোখের দিকে তাকিয়ে থাকতাম আর ভাবতাম একটা মেয়ে কিভাবে এত্ত সুন্দর হতে পারে!!

খুব কষ্ট পেয়েছিলাম ওই দিন যেদিন শুনেছিলাম মেয়েটার নাকি বয়ফ্রেন্ড আছে!!
ইচ্ছে করছিল ওর বয়ফ্রেন্ডটার দেখা পাইলে কেটে টুকরা টুকরা করে চাড়ালকাঠা নদীটায় ভাসিয়ে দেই।

অনেকক্ষন থেকে শুধু মেয়েটা মেয়েটা করে বকবক করে যাচ্ছি...
আচ্ছা,ওর তো একটা নাম আছে।তাই না?
কি নাম দেওয়া যায় ওর?
আচ্ছা,আমি না হয় এখন থেকে ওকে নীলা বলেই ডাকব।

আমি কখনও বিশ্বাস করি নাই নীলার বয়ফ্রেন্ড আছে।নিন্দুকের কত কিছুই না বলে!!
আচ্ছা,আপনারাই বলুন যে মেয়েটার বয়ফ্রেন্ড আছে ওই মেয়েটার চোখে মুখে কি এতটা সরলতা থাকে?

ওর ফোন নাম্বারটা ম্যানেজ করতে খুব বেশী কষ্ট করতে হয় নি আমাকে।
খুব ভয় ভয় করে ফোন দিছিলাম ওকে।
কোন কথা বলতে পারি নাই।
শুধু চুপটি করে ওর চিল্লাচিল্লি শুনে ফোনটা কেটে দিছিলাম।

পরের দিন আমার সব সাহসগুলিকে একখানে করে আরেকবার ফোন দিয়েছিলাম ওকে।তার আগেরদিন খুব সম্ভবত আরিফের কাছ থেকে আমার নাম্বারটা শিওর হয়েছিল ও।

-হ্যালো।অপু...
-হুম্ম,নীলা।কেমন আছ?
-ভাল।কিন্তু কাল ওভাবে ফোনটা কেটে দিলে ক্যান?
-সব গুলো সাহস ফুরিয়ে গিয়েছিল।অনেকগুলো সাহস একখানে আজকে আবার ফোন দিছি...
-হা হা হা।আমাকে ভয় পাওয়ার কি আছে?আমি কি বাঘ না ভাল্লুক!?

আমি ঠিক মত কোন মেয়ের সাথে কথাই বলতে জানি না।মেয়ে পটানো তো দুরের কথা।কিন্তু কেন জানি এই মেয়েটার সাথে কথা বলার সময় আমার মুখে কবিতা চলে আসত!!
হয়ত নীলার প্রতি আমার মুগ্ধতার আবেশ বেশী হওয়ার কারনে কিংবা হত পারে ওর একটু আধটু প্রশয় পেতাম এইজন্য।

আমাদের রিলেশনটা কি নাম ছিল আমি জানতাম না।
শুধু জানতাম ওর সাথে কথা না বললে আমার কিচ্ছু ভাল লাগত না।
হয়ত ওরও ভাল লাগত না আমাকে ছাড়া।
মাঝে মাঝে আমাকে ফোন দিয়ে ওর ফুপিয়ে কান্নাটা আমি এখন ও চোখ বন্ধ করলে শুনতে পাই।

কোন একদিন হাটতে হাটতে আমি ওকে বলেছিলাম আমার স্বপ্নগুলোর কথা...
বলেছিলাম...

"স্নিগ্ধ বিকালের হালকা বাতাসে উড়ে আসা চুলগুলো হাতের আলতো ছোয়ায় সরিয়ে দিতে চাই..."

"বৃষ্টির দিনে একসাথে এক ছাতার নিচে ভিজতে চাই"

বলেছিলাম "খোপার মাঝে একটা লাল গোলাপ গুজে দিতে চাই।"

"তোমার ওই নিচের ঠোটটার মাঝে আমার ঠোটটা ভিজাতে চাই।"

শুনে শূধু ওর চোখ দিয়ে দুই ফোটা জল গড়িয়ে পড়েছিল!!
ওখান থেকে পালিয়ে গিয়েছিল!!

পরের দিন একটা ফোন এসেছিল নীলার নাম্বার থেকে।
খুব ভয় পেয়েছিলাম।
কি জানি কি বলে মেয়েটা?

-হ্যালো
-বল
-অপু,তুমি কই?
-কেন?
-আমাদের বাসায় চোলে এস।আজকে তোমার ইচ্ছে পুরনের দিন...

নিজেকে পৃথিবীর সব চাইতে সুখি মানুষ মনে হয়েছিল ওই দিন।ওর চোখে যে দেখেছিলাম প্রাপ্তির ছোয়া...

তার পরের দিন পেয়েছিলাম পৃথিবীর সব চাইতে বড় আঘাতটা।
ওই মেয়েটা হারিয়ে গিয়েছিল আমার লাইফ থেকে।

শুধু একটা ফোন কল!!
শুধু একটা ফোন কলই বদলে দিয়েছিল আমার লাইফটাকে!!

-হ্যালো,অপু
-হুম্ম,বল
-একটা কথা ছিল...
-বল
-আমি চাই না তোমার সাথে আমার রিলেশনটা আর বাড়াতে...
-কি বল এইসব!!
-হুম্ম।ঠিকই শুনছ...
-কিন্তু কেন?
-আমি চাইছি না এই রিলেশনটা আর বাড়াতে।আর কোন প্রশ্ন কর না।আর আমার ভাল চাইলে কোনদিন ফোন দিও না প্লিজ...

তারপর ফোনটা কেটে গিয়েছিল।
আমি আর কোনদিন ওকে ফোন দেই নি...
ওর ভাল চাই যে!!

হ্যা,মেয়েটাকে আমি ভালবাসি।
কিন্তু মেয়েটা আমাকে ভালবাসে তো...

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:১৪

মার্কো পোলো বলেছেন: ভাই, খুবই ইমোশনাল হয়ে গেলাম। আহা! কতই না মায়া-রস মিশিয়ে লিখেছেন। খুব ভাল লাগলো।

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২৫

রাজিউল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই।
আবেগটা এমনিতেই এসে গেছে!!

২| ২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:১১

মোঃ রবিউল্লাহ বলেছেন: ভালবাসার মধ্যে কোন সন্দেহ রাখা ঠিক না.................।

৩| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২৭

রাজিউল ইসলাম বলেছেন: শুধু ঠিক না নয়।
রাখা উচিত না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.