![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ। সবাই তো আর মানুষ হতে পারে না।মানব গর্ভে জম্মিলেই কি মানুষ হওয়া যায়?
ঐ দিনটার কথা মনে আছে তো তোমার?
আমার কিন্তু স্পষ্টভাবে মনে আছে ঐ দিনটার কথা!
ত১১ই ফেব্রুয়ারী।
সোমবার।
ঐ দিনটাতেই তো প্রপোজ করেছিলাম তোমাকে।
বড় মামার বিয়ে ছিল ঐদিন।
তুমি এসেছিলে নানু বাড়িতে।
বাংলাদেশ আর জিম্বাবুয়ের খেলা চলছিল তখন।
প্রচন্ড খেলাপাগল হওয়া সত্ত্বেও আমি ছুটে গিয়েছিলাম নানুবাড়িতে।
হয়তো তোমার টানে...
কিংবা অন্য কোন কারনে..
ক্লাশ টেনে পড়ি আমি তখন..
তুমি সেভেনে।
মামার জন্য বউ আনতে যেতে বেরিয়েছি ঠিক তখনি তুমি প্রকাশ করেছিলে তোমার আবেগটার কথা.....
তোমার সাথে জুই ছিল সেদিন..
বলেছিলে-"আচ্ছা ভাইয়া,যদি কোনদিন দুইটা মেয়ে তোমাকে পছন্দ করে ফেলে তাদের একজনের নামের শেষে যদিA এবং আরেকজনের I থাকে তাহলে তুমি কাকে বেছে নিবা?"
খুব খারাপ ছাত্র ছিলাম না আমি।
তোমার ইঙ্গিতটা বুঝে নিতে খুব একটা কষ্ট হয় নি আমার।
উত্তর দিয়েছিলাম A।
কারন A দিয়েই তো...
তারপর আমার এক কাজিনের বুদ্ধিতে ঐ বিয়ের আসরেই খাবার টেবিলে আমি প্রপোজ করেছিলাম তোমাকে।
একটু বিষম খেয়েছিলে তুমি।
মুচকি হেসেছিলে...
লজ্জায় দুহাত দিয়ে ঢেকেছিল মুখটা।
আমি পেয়ে গেছিলাম আমার উত্তরটা।
বল নি ভালবাসি।
কিন্তু দুজনে জানতাম তো ভালবাসি ভালবাসি...
তোমার আমার মাঝখানে ছিল অনেক দুরত্ব!!
ভীষন দুরত্ব!!!
আমাদের খুব বেশী দেখা হত না।
মাসে একদিন খুব বেশী হলে দুদিন।
কিন্তু ওই দুইদিনের দেখাটাই আমাদের জন্য ছিল অনেক কিছু...
তুমি প্রচন্ড ভালবাসতে আমাকে।
তোমার প্রতিদিনের রিকশা ভাড়া বাচিয়ে আমার জন্য একটা পাঞ্জাবী কিনেছিলে তুমি।
সবুজ কালারের পাঞ্জাবীটা...
জান,পাঞ্জাবীটা এখনও আমি যত্ন করে রেখেছি।
কিন্তু তুমি নাই...
পাঞ্জাবীটার সবুজ রং আজ শুধু শুন্যতায় ভরা।
তোমার হাত ধরে হাটার অনুভুতিটুকু আমি হারিয়ে ফেলেছি।কিন্তু আজও চোখ বন্ধ করলে আমি তোমাকে দেখতে পাই।
জান তো,তোমার ওই চুলের গন্ধটা আমি আজও ভুলতে পারি নি।
রাতে একলা বসে থাকলে তোমার আজগুবি স্বপ্নগুলোর কথা মনে পড়ে আমার।
আমি তখন একা একা হাসি!!
তোমার অপারেশনের দিনটাতে তুমি শক্তভাবে আমার হাতটা ধরে রেখেছিলে...
মুচকি হেসে বলেছিলে-"হারিয়ে যাব না তো আবার!!"
আমি বলেছিলাম-"ধুর পাগলি!!কিচ্ছু হবে না।আমি আছি না।
হুম্ম।
আমি তো আছিই।
শুধু তুমি নেই।
চারিদিকে খালি শুন্যতা।
আমার জন্য চিন্তা করিও না।
ভাল আছি আমি।
ভাল থেকো তুমিও।
ভাল থাকুক ভালবাসা...
৩১ শে আগস্ট, ২০১৬ রাত ২:২১
রাজিউল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৫
তানজীর আহমেদ সিয়াম বলেছেন: দারুন
৩১ শে আগস্ট, ২০১৬ রাত ২:২২
রাজিউল ইসলাম বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০১৬ রাত ২:১১
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: গল্প দারুন লিখেছে!