![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ। সবাই তো আর মানুষ হতে পারে না।মানব গর্ভে জম্মিলেই কি মানুষ হওয়া যায়?
আজ সেই বিশেষ দিন।
তোমার সাথে আবার ও আমার দেখা হবে...
সব কিছু শুরু হয়েছিলো যখন তুমি ছিলে মোবাইলে বিপ বিপ করে জ্বলতে থাকা একটি সবুজ
বাতি।
শুধুমাত্র একটি আওয়াজ!!
ডিজুসের দু টাকায় সারারাত কথা যে হাজারো অদেখা প্রেমের জন্ম দিয়েছিল
তার মধ্যে আমরাও ছিলাম।
তবে আমাদের প্রেমটা অদেখা থাকে নি...
কলেজ ফাকি দিয়ে একশ আট কিলোমিটার পথ পাড়ি দিয়ে আড়াই ঘন্টা পর যখন কুমিল্লা পৌছালাম তখন তুমি বিশ্বাস করতে পারছিলে না ঢাকা থেকে একটা ছেলে তোমার সাথে দেখা করতে চলে এলো!!
এরপর আরও তিন ঘন্টা অপেক্ষার পর তুমি এসেছিলে মাত্র পাচ মিনিটের জন্য!!
কিন্তু ওই পাচ মিনিটই যথেস্ট ছিল আমার বাকিটা জীবনটা তোমার সাথে যুক্ত করতে...
আমরা বড় হলাম।
সাথে সাথে আমাদের প্রেমটাও...
তুমি ঢাকায় আসলে...
আর আমরা কাটাতে শুরু করলাম আমাদের জীবনের সবচাইতে সুন্দর সময়টুকু...
তখন বলতে গেলে প্রায়ই প্রতিদিন দেখা হত।
আর এখন চাইলেও দেখা করা যায় না!!
আমরা রিকসায় প্রচুর ঘুরেছি...
তুমি বলতে আমি রিক্সার ডান পাশে বসলে তোমার জন্য আমার কাধে মাথা রাখতে সুবিধা হয়।
রিকশার চাকা ঘুরত।
আর তুমি চোখ বন্ধ করে আমার কাধে মাথা রাখতে আর আমার নিজেকে দুনিয়ার সব চাইতে সুখি মানুষ মনে হত।
কতই না ভালবাসতে তুমি আমাকে!!
আচ্ছা,তুমি এখন যার সাথে আছ তাকেও কি তুমি একই রকম ভালবাস?
ভালবাসতাম আমিও তোমাকে।
মনে আছে,একবার প্রচন্ড গরমে তুমি হিট স্ট্রোক করলা...
তোমাকে অজ্ঞান দেখে আমার যে কি অবস্থা হয়েছিল?
তুমি অল্প কিছুক্ষনের মধ্যে সেরে উঠলেও আমাকে ঠিক করতে তোমার অনেক সময় লেগেছিল...
উত্তরা থানা কি কখনো ভুলতে পারব আমরা?
অই থানার সামনে তুমি আমাকে প্রথম বারের মত কিস করেছিলা...
তোমার সাহসও ছিল বটে!!
ভীতু তো ছিলাম আমি...
তাই সময় থাকতে তোমাকে পেতে পারি নি...
মনে আছে,
কুলার রোডের আইল্যান্ডের উপর কুয়াশার চাদর আলাদা করেছিল তোমাকে আর আমাকে।
তখন আমাদের শরীর যতটা কাছে ছিল; মন ছিল তার চেয়েও কাছে।
এখন সবকিছুই দুরে।
বহুদুরে...
অন্যদের মত আমাদের মাঝেও ঝগড়া হত।
তবে শেষের দিকে ঝগড়াটা একটু বেড়েই গিয়েছিল।
তুমি বিয়ের কথা বলতে আর আমি ভাবতাম ক্যারিয়ারের কথা।
বলতাম,বিয়ের জন্য তো বাকি জীবন পড়েই আছে...
তোমার কথা,বিয়ের জন্য তোমার পরিবারের চাপের কথা আমি ভাবতাম না।
অনেক সেলফিস হয়ে গেছিলাম।
অনেক বেশী!!
শেষ যে দিন তোমার সাথে আমার কথা হল , সে দিন আমার জ্যাকেটটা বুকে জড়িয়ে ধরে প্রচুর কেদেছিলে তুমি।
কিন্তু জানতো আমি না কিছুই করতে পারছিলাম না।
এরপর পাচটি বছর কেটে গেল।
আজ তোমার সাথে আমার আবারো দেখা হবে।
অবাক হই এটা ভেবে যে তোমার জামাই এখনো কিভাবে তোমাকে তোমার এক্স-বিয়ফ্রেন্ডের সাথে দেখা করতে দেয়!!?
আমি হলে কিন্তু জীবনে দিতাম না।
ওই যে তুমি চলে এসেছ।
হাতে বরাবরের মত গোলাপফুল।
ফুলগুলো আস্তে করে আমার কবরের উপর রাখলে...
এখন যদিও এই কবরটা আর আমার না!!
গত পাচ বছরে এখানে প্রায় দশজনকে দাফন করা হয়েছে.....
যাই হোক,তোমার কান্না শুরু হয়েছে।
জানি তোমার কান্না আরো বাড়বে।
বাড়তেই থাকবে...
সেদিন এ্যাক্সিডেন্টের পর হাসপাতালে যখন আমি নিজের শেষ নিঃশ্বাসগুলো গুনছিলাম...
তুমি আমার জ্যাকেটটা বুকে জড়িয়ে ধরে এভাবেই কাদছিলে।
পাগলের মত কাদছিলে...
আমি খুব ছোটবেলায় তলস্তয়ের একটা উক্তি পড়েছিলাম...
উনি বলেছিলেন-"অতীত বা ভবিষ্যত বলে কিছু নাই।
কিছু করার থাকলে এখনি করতে হবে।
ভালবাসতে হলেও এখনি ভালবাসতে হবে।
ভবিষ্যত একটা মরিচীকা।
এখন আমার খুব মনে হয়,যখন তুমি আমার সামনে ছিলে তখন কেন আরেকটু ভালো করে দেখলাম না!!
অনুভব করলাম না!!...
তলস্তয়ের উক্তিটা আমি শুধু আমি শুনেছিলাম।
ধারন করতে পারি নি।
আসলে আমরা কেউই পারি না...
©somewhere in net ltd.