![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ। সবাই তো আর মানুষ হতে পারে না।মানব গর্ভে জম্মিলেই কি মানুষ হওয়া যায়?
মেয়েটি রিক্সায় করে যাচ্ছিল।
হঠাৎ মেয়েটির চোখে চোখ পড়ল আপনার।
ব্যস,হয়ে গেল আপনার।
ওই মেয়েটার প্রেমে পড়ে গেলেন আপনি।
এরকমটা এখন হয়েই থাকে।যুগটাই যে এরকম।এখন কাউকে এক নজর দেখে ভাল লাগা মানেই "ক্রাশ" আইমিন ভালবাসা!!
পৃ্থিবীতে অনেক কিউট মেয়ে আছে।যাদেরকে দেখা মাত্রই ভাললাগে।ভালবাসতে ইচ্ছে করে!!
তাই বলে কি আপনি এক এক করে সবার প্রেমে পড়বেন!!?
হ্যা,আপনি পড়তেই পারন।
কিন্তু ওটা আপনার ভালবাসা না;ওটা আপনার চরিত্রের উয়িক জোন!!
ভালবাসা জিনিসটাই জানি কেমন যেন!!
কারও কোন কথা শোনে না।
যখন আসার তখন এমনিতেই আসে...
আবার যখন আসবে না তখন সারাদিন কান্নাকাটি করলেও আসবে না।
এইটা একটা অসাধারন অনুভুতি।যে অনুভুতিটা আপনাকে ভাবতে বাধ্য করবে আপনার ভালবাসার মানুষটার জন্য আপনি সব কিছু করতে পারেন!!
কিন্তু আপনি ওই মানুষটার জন্য চাইলেও অনেক কিছু করতে পারবেন না।
এটা আপনার অক্ষমতা নয়।সব মানুষ সব কিছু করতে পারে না।
আচ্ছা,আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি আপনার ভালবাসার মানুষটার জন্য কি করতে পারবেন?
কি উত্তর দিবেন আপনি?
আমি জানি আপনি হয়ত বলবেন , ওর জন্য আপনি সাত-সমুদ্র তের নদী পাড়ি দিতে পারেন...
খুজে আনতে পারবেন একশ একটি নীলপদ্ম...
আপনাকে অতকিছু করতে হবে না।
শুধু ভালবাসার মানুষটার মুখে একটু হাসি রেখে দিবেন সারা জীবনের জন্য।
কি পারবেন না?
আমি জানি আপনি পারবেন।
আপনাকে পারতে হবে যে...
ভালবাসার মানুষটার মুখে একটু হাসি ফোটাবার জন্য আপনাকে বেশি করতে হবে না।
শুধু সকাল বেলা ঘুম থেকে উঠে ভালবাসি বলে কপালে একটা চুমু খেলেই চলবে।
অফিস টাইমে ফোন দিয়ে রান্নার খোজ-খবর নিলে ওনার কাছে আপনিই হয়ে পৃ্থিবীর সবচাইতে বেস্ট হ্যাজব্যান্ড!!
আর রাতের বেলায় কি করতে হবে সেটা আপনাকে না বললেই চলবে!!
আপনার মুখে গভীর আবেগে বলা ভালবাসি শব্দটাই ওনার সারাদিনের ক্লান্তি মুছে দেওয়ার জন্য যথেষ্ট।
সত্যিকারের ভালবাসা কারো জীবনে আপনা আপনি চলে আসে না।
ভালবাসার অভ্যেস করে নিতে হয়।
ভাল থাকুন আপনি।
ভাল রাখুন আপনার ভালবাসার মানুষটিকে।
অভ্যেস করুন মানুষটিকে ভালবাসার...
একটু আধটু অভিমান তো থাকবেই।
থাকাটাই ন্যাচারাল।
অভিমানটাকে বাড়তে দিবেন না।
জানেনতো, এই অভিমানটাই একসময় ঘৃনা হয়ে দাড়ায়...
মুছে ফেলুন অভিমান।
হাত বাড়িয়ে নিন ভালোবাসার নীল রজনীগন্ধা...
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৮
রাজিউল ইসলাম বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৭
মনিরুজ্জামান শুভ্র বলেছেন: বাহ ... খুব ভাল লাগলো।