![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ। সবাই তো আর মানুষ হতে পারে না।মানব গর্ভে জম্মিলেই কি মানুষ হওয়া যায়?
আজকাল আমি বাজারে খুব কম যাই।কম বলতে একদমই কম।আগে বাড়িতে বসে বসে বোরিং লাগলে বাজারে যেতাম।বন্ধুদের সাথে আড্ডা দিতাম।কিন্তু আজকাল আর বাজারে যাই না।ওই সময়টা নদীর পাড়ে একা একা বসে থাকি...
আজকেও যেতাম না।কিন্তু যেতে হল।সমাপ্তি ফোন দিয়েছিল বাজারে আসার জন্য।আমার সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে আমি এইটারে প্রচন্ড ভয় করি।একবার যদি মহারানীর রাগ হয় তাহলে আর রক্ষা নাই!!
অনেক্ষন আড্ডা দিলাম।মানুষ পাচজন।আমি,শমু,খোকন স্যার,নাজমুল আর অনিকদা।
সমাপ্তিকে অটোতে উঠিয়ে দিতে হবে।আমি জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছি।ওর জন্য অপেক্ষা করছি।একজোড়া চোখে চোখ আটকে গেল আমার।কি জানি অদ্ভুত একটা মায়া লুকিয়ে আছে ওই চোখ জোড়ায়!!যে মায়াটার জন্য মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকা যায় সারাদিন।ওই গভীর চোখে চোখ রেখে কাটিয়ে দেওয়া যায় পুরোটা জীবন।
আমি কতক্ষন ওভাবে মাঝরাস্তায় দাঁড়িয়ে ছিলাম,ঠিক মনে নাই আমার।হুশ ফিরে পেলাম শমুর ডাকে...
-কি রে কতক্ষন ধরে ডাকছি শুনছিস না?কি দেখছিস ওই দিকে ওমন করে তাকিয়ে?
-কই না তো!!তুই এতক্ষন কোথায় ছিলি?
-আমি সেই তখন থেকে তোর সামনে দাঁড়িয়ে আছি!!কিন্তু তুই তো আকাশ দেখছিস......
-হুম্ম
-হুম্ম কি?সত্যি করে বলত তুই কি দেখছিলি?তুই ওই মেয়েটাকে দেখছিলি তাই না?
-কোন মেয়েটা?
-ওই যে সবুজ কালারের জামা পড়া মেয়েটা...
-ধুর!!আমি ওকে দেখতে যাব কোন দুঃখে?তুই আমার পাশে আছিস না!!দ্যা মোস্ট বিউটিফুল লেডি ইন দিজ ওয়াল্ড।আমি তোকে দেখব...
-হইছে আর তেল দিতে হবে না।চল এখন...
আমি আর পারছি না।মেয়েটাকে খুজছি অনেকক্ষন ধরে।কোথায় গেল মেয়েটা?আমাকে যে খুজে পেতে হবে ওকে।কত কথা আছে মেয়েটার সাথে!!
আমি ক্রাশ খাইছি মেয়েটার উপরে।বেশ বড় সর একটা ক্রাশ!! ক্রাশ খেয়েছি মেয়েটার ঐ সবুজ জামাটার উপরে।ক্রাশ খেয়েছি মেয়েটার ওই দুটি চোখের উপরে!!মেয়েটার হাতের মেহেদীটুকু বার বার চোখের সামনে ভেসে উঠছে...
কি করব আমি?
আমি কি চলে যাব?
মেয়েটার সাথে কি আর কোনদিন দেখা হবে না?
আমি ওর আশা ছেড়ে দিয়েছি।এখন একটা অটোর সামনে বসে আছি।মুডটা যে কখন অফ হয়ে গেছে কিচ্ছু বুঝতে পারি নি।কিচ্ছু ভাল লাগছে না।মাথা নিচু করে বসে আছি অটোটাতে।
ব্যাক মিররে চোখটা পড়তেই চমকে উঠলাম।এও কি সম্ভব?মেয়েটা আমার অটোতে বসে আছে!!আর আমি ওরে সারা দুনিয়া খুজে আসলাম!!
ওর চোখের দিকে তাকাতে পারছিলাম না।আয়নাতে লুকিয়ে লুকিয়ে দেখছিলাম।মাথাটা ঘুরছে আমার।একটা সিগারেট ধরালাম।আমি সিগারেট খুব একটা খাই না।কিন্তু আজ কেন জানি খেতে ইচ্ছে করছে।বুকের ভিতরে কে জানি হাতুড়ি দিয়ে শব্দ করছে...
আচ্ছা,কেন এমন হচ্ছে?
আমি কি মেয়েটার প্রেমে পড়ে গেছি?
অসম্ভব।এত তাড়াতাড়ি কি কারো প্রেমে পড়া যায়?
আমি মেয়েটার হাত ধরে হাটতে চাই।ওর চোখের ভিতরে সারা জীবনের জন্য হারাতে চাই।স্নিগ্ধ বিকেলে ওর কপালের উপরে উড়ে আসা চুলগুলো দু হাতের আলতো ছোয়ায় সরিয়ে দিতে চাই।এক ছাদের উপরে ভিজতে চাই...
সবার সব সাধ পুরন হয় না।জানি হয়ত আমার এই ইচ্ছে গুলো ইচ্ছেই থেকে যাবে। কিছু সাধ থাকুক না এভাবে নিজের মত করে...
©somewhere in net ltd.