নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা অশুদ্ধ মানুষ !

ফোজাইল ইমন

আমিই জাতি, জাতিই আমি

ফোজাইল ইমন › বিস্তারিত পোস্টঃ

লেখতে গিয়ে একটু সুশিল হইলাম, এমনিতে আমিও কিন্তু বাঙ্গালী... :)

০৩ রা মে, ২০১৪ রাত ৮:১৮

বাংলাদেশিরা একটু বেশি-ই নীতিবান ! যার দরুন আজ আমরা বিশ্বের কাছে মেরুদণ্ডহীন হয়েই রইলাম -দেখুন নীতিবানদের নৈতিকতা........ :(



-সিড়ি দিয়ে নিচে নামছিলাম। চোখে পরে সিড়ির কর্নারে রাখা ঝুড়িটা। গায়ে লেখা "এখানে থু থু ফেলুন। এটা থু থু ফেলার জন্য, সেটা লেখাটা না পড়লেও বুঝা যাবে। কারণ, পাবলিক থু থু স্বস্থানে না ফেলে পাত্রের আশেপাশে ফেলতেই বেশি স্বাচ্ছন্দ বোধ করে... :)



-নতুন রঙ করা দেয়ালে লেখা "এখানে পোস্টার লাগানো নিষেধ। যদিও শুধু "পোস্টার লাগানো নিষেধ, এইটুকুই আমার চোখে পড়ছে। ধরে নিলাম "এখানে" শব্দটা হয়তো রঙ্গীন হারবাল পোস্টারের নিচেই চাপা পড়েছে... :p

(অথচ বিপরীত সাইটের নোংরা দেয়ালটা খালি পরে ছিল)



#বাহ ! কি মচৎকার দেখলাম। সারাদিন হাজার হাজার মানুষের চোখে পরবে, কিন্তু কারো ভাবার টাইম নাই। সবার-ই আপনা স্বপ্না আপনা মানি..... :(

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৪ রাত ১১:৪৬

নতুন বলেছেন: সারাদিন হাজার হাজার মানুষের চোখে পরবে, কিন্তু কারো ভাবার টাইম নাই।

২| ০৩ রা মে, ২০১৪ রাত ১১:৪৯

ডার্ক ম্যান বলেছেন: এইদেশে নিয়মটাই সবচেয়ে বড় অনিয়ম

৩| ০৩ রা মে, ২০১৪ রাত ১১:৫৮

বাংলার ঈগল বলেছেন: প্রকাশ্যে সিগারেট খেলে যেন কত জরিমানা? কয়জন দিয়েছে? আর পুলিশ নিজে সিগারেট খেতে খেতে কত আদায় করেছে আজ পর্যন্ত?

এদেশে ক্ষমতাই সব! এদেশে টাকাই সব! এদেশে অন্যায়ই সব!!!

৪| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ১০:২৭

ফোজাইল ইমন বলেছেন: ডার্ক, আসলে আমরা অনিয়মটাকেই নিয়ম করে নিয়েছি, পরিবর্তনের প্রয়োজন।

৫| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:১৩

ফোজাইল ইমন বলেছেন: #বাংলার ঈগল ভাই এসব বললেই সুশিল ট্যাগ খাইতে হইবো :/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.