নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা অশুদ্ধ মানুষ !

ফোজাইল ইমন

আমিই জাতি, জাতিই আমি

ফোজাইল ইমন › বিস্তারিত পোস্টঃ

এত ফুটবল বিশেষজ্ঞের দেশ ফুটবলকে কি দিল !??

১৫ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:২৪

বাংলাদেশী ফুটবল ফ্যানরা সাধারণত দুই ভাগে বিভক্ত। আন্তর্জাতিক পর্যায়ে ব্রাজিল - আর্জেন্টিনা, আর ক্লাব পর্যায়ে রিয়াল- বার্সা...

আমরা জানি ব্রাজিল দলের বর্তমান তারকা তরুণ নেইমার জুনিয়র, আর আর্জেন্টিনাইই আছে সুপারস্টার লিও মেসি। এবং আমার কাহিনীর টুইস্ট এখান থেকেই.. :)

মেসি-নেইমার দুজনেই বর্তমানে বার্সেলোনাই একসাথে খেলে, যার জন্য আমাদের তরুণ ফুটবল বিশেষজ্ঞের কিছুটা দ্বিধায় পরে গেছে। বিশেষ করে ফেসবুকে যারা বাবার দেয়া হাত খরচ বাচিয়ে মেগাবাইট কিনে ব্রাজিল- আর্জেন্টিনা ফুটবল পেজ নিয়ে মেসি-নেইমারদের গুষ্ঠি উদ্ধারে ব্যস্ত থাকতো !

-ব্রাজিল পেজে সারাদিন মেসিকে নিয়ে ট্রোল চলে আর আর্জেন্টিনা পেজে নেইমারকে।
সেইম এই সূত্র আর টপিক যেন নেইমারের বার্সা গমনে আরো হাস্যকর আর ফ্রী বিনোদনের খোরাক হয়ে উঠিল ! :p

কাহিনীঃ
গতকাল লা লিগায় বার্সা বনাম গেটাফে ম্যাচটি ড্র হল। যেখানে তুলনামূলক ছোট দলের সাথে মুল্যবান দু পয়েন্ট হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল থেকে চার পয়েন্ট পিছিয়ে পরল মেসি-ইনিয়েস্তারা। মাঠে ছিলনা ব্রাজিলীয় নেইমার। নেইমার বিহীন বার্সার ড্র করা মানেই ফুটবল বিশেষজ্ঞ ব্রাজিল পেজ এডমিনদের টপিক পাওয়া !

পরদিন সকালে কয়েকটা ব্রাজিল পেজে বার্সার নেইমারের গুরুত্ব নিয়ে ইয়া বড় কয়েকখণ্ড পোস্ট দেখলাম। এবং সেসব পোস্টে মেসি ফ্যানদের কিছু অনাকাঙ্ক্ষিত কমেন্ট !!


বাংলাদেশের বার্সা কমিউনিটি পুরোটাই প্রায় মেসি ফ্যানদের দখলে। ফেসবুক ভিত্তিক বাংলা বার্সা পেজ-গ্রুপ গুলোতে প্রায় ৯৫% পোস্টই আপডেট হয় মেসিকে নিয়ে। মাঝে মাঝে মনে হয় বার্সা একটা দল নয়, মেসি একটা প্লেয়ার.. ! :/

কিছুদিন আগে একজনকে বলতে শুনলাম যে, সে বার্সা গ্রুপে নেইমারকে নিয়ে পোস্টানোই গ্রুপ এডমিন নাকি তাকে বিনা নোটিশেই ব্যান করে দিল ! এটা কিভাবে সম্ভব এত বড় বড় ফুটবল বিশেষজ্ঞের দ্বারা ??

আমি দ্যাম শিউর মেসি বার্সা ত্যাগ করলে বা অবসরে গেলে ৮০% বাংলাদেশী বারসা সাপোর্টারস বার্সা ছেড়ে দেবে ভুলে যাবে। তাদের মাঝে আর কাউকে গালি দেবার আবেগ থাকবেনা। একচুলি ওরা ফুটবল ফ্যান না, ফুটবলকে ঝগড়া বা বিতর্কএর টপিক হিসাবে ব্যাবহার করা হচ্ছে ..


এবারের ব্যালন ডি অর ও কতিপয় ফুটবল বিশেষজ্ঞের আবিস্কার-

নুয়র - মেসি - রোনালদো। এখানে নুয়রকে কেউ জরাবেনা, কারণ ও ব্রাজিল্টিনা বা মাদ্রিলোনার কেউ নাহ। মেসিভক্তদের দাবী এবার ওটা ওদের বসই পাবে, কারণ ওনি বিশ্বকাপে দলকে একাই ফাইনালে নিয়ে গেছেন এবং গোল্ডেনবল পেয়েছেন!

রোনালদো ফ্যানদের দাবী, নাহ ব্যালন ডি অরটা আমাদের বসই পাবে। ওনি গতবছর ইউসিএল জিতছেন, বেস্ট স্কোরার হয়ছেন, লা লিগা বেস্ট প্লেয়ার হয়ছেন এবং ইদানিং সবাইকে ছাড়িয়ে এখনো লা লিগার টপ স্কোরার !


এবার শুরু হ্যাট্ট্রিক বিশ্লেষণ .. !! :)

কিছুদিন আগে মেসি-রোনালদো দুজনেই ঘন ঘন কয়েকটা হ্যাট্ট্রিক করল।
মেসিভক্ত কুল মেসির হ্যাট্ট্রিককে পিউর আর রোনালদোর হ্যাট্ট্রিককে হাফ পিউর হিসবে গণনা শুরু করল ! তাদের মতে হ্যাট্ট্রিক দুই প্রকার ..

১/ পিউর: যে হ্যাট্ট্রিকে কোন পেনাল্টি বার হেড গোল নেই।

২/হাফ পিউর: যে হ্যাট্ট্রিকে কোন পেনাল্টি বা হেড গোল হয়..

............................................................................

>এবার আপনারাই বলুন এরা ফুটবল বিশেষজ্ঞ না বিশেষ অজ্ঞ !! :)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:৫৬

খেলাঘর বলেছেন:

বলার জন্য বলা

১৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩৩

ফোজাইল ইমন বলেছেন: আপনার অনেএএএক অর্থবহ মন্তব্যটা বুঝার যোগ্যতা আমার এখনো হয় নাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.