নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা অশুদ্ধ মানুষ !

ফোজাইল ইমন

আমিই জাতি, জাতিই আমি

ফোজাইল ইমন › বিস্তারিত পোস্টঃ

অভিজিৎ দার স্বরনার্থে মুক্তমনা দশ লাইন !

০১ লা মার্চ, ২০১৫ সকাল ৯:১৫

"ডিয়ার অভিজিৎ দা, হ্যাপী নরক বাস...!



বিঃদ্রঃ আমি একটা স্বাধীন দেশের নাগরিক, আমার নিজস্ব মত প্রকাশের পূর্ণ অধিকার আছে। আমি কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নই, আমাকে হুদাই জামাত-শিবির ট্যাগ দিতে যাবেননা। আমি শুধু নিজের চিন্তায় অভিজিতের মৃত্যুটা যথাযথ মনে করছি তাই প্রেম-বিরহ অথবা মশকরা বা আত্মতুষ্টি যেকোনো কারণে উপরের লাইনটা লিখলাম।



-অবশেষে আমিও একজন মুক্তমনা, যা মন চাইলো তাই লিখলাম আর মুক্তমনা মানেই তো কারো তোয়াক্কা না করে যা ইচ্ছা তাই বকে যাওয়া! যেমনটা অভিজিৎ দা রা করেছিলেন, করেননি আল্লাহ, রাসূল, ইসলাম বা সমাজের তোয়াক্কা। আজকে আমি শুধু শোকাহত কিছু মানুষের তোয়াক্কা করলাম নাহ...!!



সুশিল হইলে নিজ দায়িত্বে দূরুত্ব বজায় রাখুন... :-/

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৫ সকাল ১০:০৭

নীল আকাশ ২০১৪ বলেছেন: অভিজিৎ, তোমার জন্য দেশের মাটিতে প্রথমবার গণজাগরণ মঞ্চের ব্যানারে ইসলাম বিদ্বেষী মিছিল হল, তাও আবার পুণ্য নগরী সিলেটে। শয়তান তোমাকে নরকের সর্বনিম্ন স্তরে নিয়ে যাক - এই কামনাই করি।

০২ রা মার্চ, ২০১৫ রাত ১২:৪৩

ফোজাইল ইমন বলেছেন: আল্লাহতালা কখনোই সীমালঙ্ঘন কারীদের পছন্দ করেননা, এই পরিণতির কারণ সেটাও হতে পারে...

২| ০১ লা মার্চ, ২০১৫ সকাল ১০:২৮

প্রবাসী১২ বলেছেন: আপনি ভুল বলেছেন। যা ইচ্ছা তাই বকে যাওয়াকে মুক্তমনা বলেনা। মুক্তমনা হলো ইসলাম নিয়ে শুধুমাত্র ইসলাম নিয়ে কটুক্তি করা।

০২ রা মার্চ, ২০১৫ রাত ১২:৪৬

ফোজাইল ইমন বলেছেন: হয়তো একটু ভুল হয়ে গেল! কিন্তু আমার মনে হয় আমি ঠিকই আছি শুধু পাল্টে গেছে মুক্তমনার তারিফটা, যেটা অভিজিৎ দারা করেছিলেন... :-)

৩| ০১ লা মার্চ, ২০১৫ সকাল ১১:৩৫

আরণ্যক রাখাল বলেছেন: ভাল| আপনি মুক্তির সংগাই পাল্টে দিলেন! এবার আপনি ১৪০০ বছর আগে লেখা বইয়ে মুক্তি খুজুন| শুভ কামনা আগাম

০২ রা মার্চ, ২০১৫ রাত ১২:৪৭

ফোজাইল ইমন বলেছেন: ১৪০০ বছর আগের বইয়েই তো আমাদের মুক্তি লেখা...

৪| ০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১:৪২

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: আপনাদের মতো লোক যে বেহেসতে থাকবে, সেখানে যাওয়ার চেয়ে নরকে যাওয়া বরং অনেক ভালো... সেই হিসেবে নরকেই বরং ভালো থাকবেন অভিজিত।

০২ রা মার্চ, ২০১৫ রাত ১:০২

ফোজাইল ইমন বলেছেন: সেজন্যই "হ্যাপী নরক বাস বলে আলবিদা দেয়া...

৫| ০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১:৪৪

কাফের বলেছেন: নাস্তিকদের বিরুদ্ধে আপনি আপনার মুক্ত মত প্রকাশ করতেই পারে সে ক্ষেত্রে কোনো নাস্তিক আপনার কল্লা কাটতে আসবে না।
অথচ একজন অভিজিৎ সামান্য মত প্রকাশের দায়ে কি নির্মমতার শিকার হতে হলো।
যদিও নির্মম ভাবে হত্যা হওয়া একটা মানুষকে নিয়ে যে ভাবে মশকরা করলেন সেটা কোনো মানুষের মানবিক বৈশিষ্ঠের মধ্যে পরে না, তার উপর আপনি আবার সম্ভবত পালন করেন বিশ্বের শ্রেষ্ঠ শান্তির(!) ধর্ম!

০২ রা মার্চ, ২০১৫ রাত ১:১৬

ফোজাইল ইমন বলেছেন: একজন অভিজিৎ কখনোই সামান্য মত প্রকাশ করেননি, উস্কানিতে অস্কার থাকলে সেটা পাবার পূর্ণ যোগ্যতাই যোগ্য ছিলেন এই মহান..! যেমন কর্ম তেমন ফল, সম্ভবত শ্রেষ্ঠ শান্তির ধর্ম পালন করি বলেই উস্কানোটা শিখিনি, স্রেফ দাদাদের দেখে এইটুকু শেখা..
ওনিই দেখিয়ে গেলেন তথাকথিত থিঙ্কার বনা.. :/

৬| ০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১:৪৯

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: "আমি একটা স্বাধীন দেশের নাগরিক, আমার নিজস্ব মত প্রকাশের পূর্ণ অধিকার আছে।"

- নিজের অধিকার সম্পর্কেতো ভালোই সচেতন, কিন্তু এই অধিকারতো অভিজিতেরও ছিলো, তাইনা? তাকে কোপানোর অধিকারতো ছিলোনা কারো... আত্মতৃপ্তি আপনি পেতেই পারেন, আপনাদের পাছায় লাত্থি খাওয়া দেখে আমরা যেমন পাই।

০২ রা মার্চ, ২০১৫ রাত ১:২২

ফোজাইল ইমন বলেছেন: পাছায় লাথি না খেলে কেউ অযথাই বক বক করেনা, সেইম আপনার মত বিনা ওয়াজাহ বাকবাকম। আপনি মহান...

৭| ০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৩:১৬

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: অভিজিতের লেখাতেই আপনাদের মতো মানুষের সম্পর্কে বলা হয়েছে-

".....প্রথমোক্ত দলভুক্তদের নিয়ে আমার নতুন করে বলার কিছু নেই। কারণ তারা যুক্তি মানেন না, জবাব দিতে চান অস্ত্রে কিংবা সহি উপায়ে কল্লা ফেলে দিয়ে। তারা মনেই করেন ধর্ম এবং ধর্মপ্রচারকদের বিন্দুমাত্র সমালোচনা কেউ করলে তাকে মেরে ফেলার স্বর্গীয় অধিকার তাদের আছে। তারা যদিও বাস করছেন আধুনিক একবিংশ শতকে, কিন্তু দেখে মনে হয় নিজেদের বিবেক, বুদ্ধি এবং মনন জিম্মি রেখে এসেছেন সেই সপ্তম শতকে। এদের নিয়ে কিছু লেখার কোন অর্থ হয় না। কারণ জিহাদ এবং কতলের বাইরে তারা চিন্তা করতেই অক্ষম।"

http://mukto-mona.com/bangla_blog/?p=44188

৮| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১:১৯

রামন বলেছেন: আপনাদের মত বিবেক শুন্য লোকদের অভিজিত হত্যার নিন্দা না জানালে কিছুই আসে যায় না৷ গর্তে মুখ না লুকিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখুন। আজ বিশ্ববাসী কিভাবে অভিজিতের আত্মার শান্তি কামনা করছে, তারা কতটুকু আবেগ প্রবন হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্র্রতি সমবেদনা জানাচ্ছে। বিশ্বের নামী দামী প্রত্রিকাগুলোতে অভিজিতের ছবি ছাপিয়ে পাশাপাশি ইসলামী মৌলবাদী/ কট্টরপন্থীদের একযোগে ধীক্কার জানাচ্ছে। এমনেই আপনারা কোনঠাসা হয়ে গিয়ে কাপুরষোচিত হত্যার নেশায় মেতে উঠেছেন। মনে রাখবেন পৃথিবী ছোট হয়ে আসছে আপনাদের জন্য। আগামীতে আপনাদের পরিচয় তুলে ধরার সেই শক্তিটুকু অবশিষ্ট থাকবে না৷

০২ রা মার্চ, ২০১৫ রাত ২:১৭

ফোজাইল ইমন বলেছেন: মিডিয়া সেই কবেই রং পাল্টে হলুদ হয়ে গেছে, চাপ্টার ক্লোজ। আর "আজকে আমি মুক্তমনা হয়ে শুধু শোকাহত কিছু মানুষের তোয়াক্কা করবনা বলেই "উপরের লাইনটা লিখেছিলাম। তাতেই ফুটন্ত পানিতে চোনা পরল..!

যখন কথিত থিঙ্কাররা একটা ধর্ম, জাতি আর তাদের সৃষ্টিকর্তাকে নিয়ে ঠাট্টায় মেতে উঠে আর আপনাদের মত বিবেকবান মানুষগুলো নিরবে মজা লুটে হাতেতালি দেন তখন ওদিকের বিবেকবান মানুষগুলোও বিবেকহীন হয়ে পরার কথা..

জয় থিঙ্কারস :-(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.