নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা অশুদ্ধ মানুষ !

ফোজাইল ইমন

আমিই জাতি, জাতিই আমি

ফোজাইল ইমন › বিস্তারিত পোস্টঃ

আবেগহীনের কাছে আবেগময় সমাধান আশা করাই তোর অপরাধ !

২০ শে জুন, ২০১৫ রাত ১১:০৪

তোর দাদ মুক্তিযোদ্ধা ছিলোনা, বাবা সরকারি দলের বড় কোন নেতাও না আর মামাটাও বড় কোন সরকারি কর্মকর্তা না। তোর হবো ফাদার ইন লও সরকারি চাকরিজীবী ছাড়া কন্যাদান করবেননা। ওনি নিজের মত একটা একজন সরকারি চাকরিজীবী খুঁজছেন ওনার দুলালীর জন্য। ওনি জানেননা যে তোর মত একটা পিত্র পয়সায় পোদ্দারি করা ছোকরা ওনার মেয়েকে ভালোবেসে ফেলেছিলো, জানলে হয়তো অলরেডি একবার হার্টের ডাক্তার দেখিয়ে আসতেন।

তুই মাত্রই ইন্টার সেকেন্ড ইয়ারে, আর ও ফাস্ট ইয়ার। তোর তো বুদ্ধিও হয়তো পরিপক্ব হয়নি। শুনছিলাম কি উঠলে যেন মানুষ পরিপূর্ণ বুদ্ধিমান আর বুদ্ধিমতী হয়। হু, আক্বল দাঁত! তোর আক্বল দাঁত উঠছে? নাহ ভাল করে উঠেনি তো, এগুলো বিশ প্লাস হলে নাকি পূর্ণতা লাভ করে। তার মানে তুই এখনো বুদ্ধিমানই হসনি।

জীবনটা অনেক কঠিন, রবীন্দ্রনাথের 'আমাদের ছোট নদীর মত! বাঁকে বাঁকে চলে। জীবনের ব্যাপারে ছোট থেকে ছোট সিদ্ধান্তটা অনেক ভাবনার ফল হওয়া চায়। আগে ভালমন্দ বুঝার মত বড় হ তো..

তোর ছোট একটা সরকারি চাকরি করার মত যোগ্যতা আছে, কিন্তু সার্টিফিকেট নাই। ভালো টাইপিং পারিস, দক্ষ গ্রাফিক ডিজাইনারও বলা যেতে পারে। কিন্তু ওটা দিয়ে সর্বোচ্চ কোন বেসরকারি অফিসের কাজ পেতে পারিস। আর গ্রাফিক ডিজাইনার হিসাবে কোন প্রেস বা পত্রিকায় ভালো সেলারির কাজ পাওয়া যেতে পারে, কিন্তু জেএসসি আর এসএসসির সার্টিফিকেট দিয়ে কেউ পার্মানেন্টলি কোন জব পেয়েছে বলে মনে হয়না। আর তোর কিনা সরকারি চাকুরী পাবার জন্য এপ্লিকেশন রেডি করার তাড়া!?

বড্ড বেশি হয়ে গেলো না? তোর আবেগের প্রশংসা করছি আমি, আর ওই রিটায়ার্ড সরকারি চাকরের মেয়ের প্রতি তোর ভালোবাসার জন্য প্রশংসার চেয়ে বেশি কিছু থাকলে ওটা..

-ডেডিকেটেড টু বঙ্গোপসাগর সমান আবেগ আর প্রশান্তমহাসাগরের মত কাউকে ভালোবাসা একটা পাগল..

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৫ ভোর ৫:৪১

জ্বিনল্যান্ডের জ্বিন বলেছেন: বাহ! সুন্দর লিখা। @সেভেন আপ

২১ শে জুন, ২০১৫ সকাল ১০:৫৪

ফোজাইল ইমন বলেছেন: সেভেন আপ..!? o.O

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.