নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসঙ্গ শেরপা

আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে...

ফিউশন ফাইভ

উঠবোই, পাহাড়টা ওই... [email protected] fusionfactory.blogspot.com

ফিউশন ফাইভ › বিস্তারিত পোস্টঃ

টার্গেট সামহোয়্যারইন... ব্লগ : মুক্তমত প্রকাশের এই জায়গাটুকু বাঁচাতেই হবে

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২১

ঠিক এখনই যিনি হাসিমুখে নিজের দিনলিপি লিখছেন প্রথম পাতায়, তার বোঝার উপায় নেই যে, ১০০০ পিক্সেল প্রস্থের এই সামহোয়্যারইন...ব্লগের ভেতরে কী রক্তক্ষরণ চলছে এখন! এক দলের চোখ রাঙানি সামাল দিতে না দিতেই সামহোয়্যারকে লড়তে হচ্ছে আরেক দলের সঙ্গে। তাদের কেউ চেনা, কেউ অচেনা। কেউ ডান, কেউ বাম, কেউবা চরমপন্থী। তাদের সকল আক্রোশ একযোগে এসে জমা হয়েছে সামহোয়্যারইনের ওপর। যে 'ব্লগার' নামে আজ কাঁপছে বাংলাদেশ, সেই ব্লগারদের পথিকৃৎ যারা, বাংলাভাষায় কমিউনিটি ব্লগের সূচনা হয়েছিল যাদের হাতে, চেনা দুনিয়ার বাইরে মুক্তচিন্তার দরজা খুলে দিয়েছিলেন যারা, আধুনিক এই বাংলাদেশে তারাই আজ মধ্যযুগীয় এক নোংরা খেলার শিকার। স্বার্থান্বেষী সব মহলই এখন চাইছে মুক্তচিন্তার সবল এই জানালাটি বন্ধ হয়ে যাক। কারণ অনলাইন তো বটেই, এমনকি অফলাইনেও এই এখন পুরো বাংলাদেশে নিঃশঙ্ক চিত্তে মতামত প্রকাশ প্রকাশের বড়ো জায়গা এই একটিই।



সবার শত্রু, কিন্তু বিপদে সবার আশ্রয়

কী ডান-কী বাম, কী আওয়ামী লীগ-কী বিএনপি, কী আস্তিক-কী নাস্তিক, জামায়াত-শিবির চক্র তো বটেই, এমনকি সরকারেরও চক্ষুশূল হয়ে উঠেছে আমাদের এই সামহোয়্যারইন ব্লগ। ডান মনে করে সামহোয়্যারইন বাম অধ্যুষিত ব্লগ, আবার বামের ধারণা এটি ডানের আস্তানা। আওয়ামী লীগের বড়ো বড়ো নেতা সরাসরি এই ব্লগের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন নানা সময়ে, আর বিএনপি এখন স্বাধীনতা বিরোধীদের সঙ্গে সুর মিলিয়ে ব্লগই বন্ধ করে দেওয়ার আহবান জানাচ্ছে। আস্তিকরা সবসময়ই ভেবে এসেছেন সামহোয়্যারইন নাস্তিকদের প্রশ্রয় দেয়, আবার নাস্তিকরা তারও একধাপ ওপরে উঠে ঘোষণা দেন সামহোয়্যারের মডারেটররাই নাকি মৌলবাদি। মুক্তিযুদ্ধের পক্ষে সামহোয়্যারের স্পষ্ট অবস্থান সবসময়ই স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির চক্রের মাথাব্যথার কারণ। দেশের বর্তমান পরিস্থিতিতে তারা কখনো 'সাধারণ মুসল্লি' সেজে, কখনো 'ইসলামি আলেম-ওলামা' সেজে সরাসরি সামহোয়্যারইন ব্লগকে নিষিদ্ধ করার দাবিতে মিছিল-সমাবেশ-বিক্ষোভ করে যাচ্ছে। কিন্তু যখনই প্রয়োজন পড়েছে, যখনই কোনো মিডিয়ায় কেউ কথা বলতে পারেনি - প্রত্যেকেই এসে উপস্থিত হয়েছে বাংলাভাষার বৃহত্তম এই ব্লগে। ব্লগের উদারনীতির সুযোগ নিয়ে মত-পথ নির্বিশেষে প্রত্যেকেই এই ব্লগের জনপ্রিয়তাকে নিজেদের স্বার্থে কাজে লাগাতে দ্বিধা করেনি। করে যাচ্ছে এখনো।



স্বাধীনতাবিরোধীদের চক্ষুশূল সামহোয়্যারইন

ধর্মান্ধ ও ধর্মব্যবসায়ীরা গত কিছুদিন ধরে বেশ আঁটঘাট বেধে ব্লগের পেছনে লেগেছে। তথাকথিত 'আলেম সমাজের ' ব্যানারে গত শুক্রবার এরা সারা দেশেই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছিল। এটি এখন কারোরই অজানা নয় যে, শাহবাগকেন্দ্রিক গণজাগরণের নেপথ্যে যেহেতু ব্লগাররা ছিল, মূলত সেই ব্লগারদের ঘায়েল করতেই 'আলেম সমাজের ' ব্যানারে স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির চক্র ব্লগারদের চরিত্রহনন ও ব্লগ বন্ধ করার জন্য মরিয়া হয়ে উঠেছে। প্রতি ৫০ হাজার ব্লগারের মধ্যে একজন হয়তো ধর্ম নিয়ে টানাহেঁচড়া করেন, তাতে কি বাকি সব ব্লগারই ধর্মবিরোধী নাস্তিক হয়ে যান? ইউটিউবের একটি কি দুটি ক্লিপে ইসলাম ধর্মের অবমাননাসূচক বার্তা আছে, তাতে কি পুরো ইউটিউবই বন্ধ করে দিতে হবে? ইন্টারনেট জুড়ে ইসলাম ধর্মের কুৎসা গাওয়া হাজার হাজার ওয়েবসাইট আছে, তার মানে কি সব ওয়েবসাইটই বন্ধ করে দিতে হবে?



বাংলানিউজের হলদে সাংবাদিকতা

বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন বাংলানিউজ টোয়েন্টিফোরে গত ৯ থেকে ১১ ফেব্রুয়ারি টানা তিন দিন ধরে সামহোয়্যারইনের বিরুদ্ধে একের পর এক কুৎসা রচনা করা হল। আজ থেকে চার বছর আগে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহের অভিযান শুরু করেছিল যে ব্লগটি, তার বিরুদ্ধেই উল্টো অভিযোগ তোলা হল শিবির তোষণের, সার্বভৌমত্ববিরোধী কার্যকলাপের। গত ৫ ফেব্রুয়ারির শুরুতে শাহবাগে ব্যানার হাতে জনাবিশেকও হবে না উপস্থিতি, আজকের গণজাগরণ বিশেষজ্ঞ অনলবর্ষী বক্তারা-টকশোজীবী সুবিধাবাদীরা তখনো শাহবাগ থেকে বহু দূরে, কিন্তু সামহোয়্যারইন পোস্ট স্টিকি করে সেই পাঁচ তারিখেই আওয়াজ তুলেছে - 'রাজাকারের ফাঁসির দাবীতে গর্জে উঠেছে বাংলাদেশ: চল চল শাহবাগ চল।' তবু সামহোয়্যারইন নাকি শাহবাগ নিয়ে বিতর্কিত ভূমিকায়! কেবল তাই নয়, হলুদ সাংবাদিকতার নিকৃষ্ট উদাহরণ হয়ে ওঠা বাংলানিউজ এই ফাঁকে একপ্রস্থ ভয় দেখানোর চেষ্টাও করেছে সামহোয়্যারকে। বিচারের ভার ব্লগারদের হাতে।



আমার দেশের ধারাবাহিক কুৎসা

বেশ কিছুদিন ধরে স্বাধীনতা বিরোধীদের মুখপত্র হয়ে ওঠা 'আমার দেশ' ও যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর 'নয়াদিগন্ত' রীতিমতো প্রধান প্রতিবেদন-বিশেষ প্রতিবেদন সাজিয়ে সামহোয়্যারইনকে নগ্নভাবে আক্রমণ তো করছেই, সঙ্গে ধর্মান্ধদের জন্য তৈরি করে দিচ্ছে উস্কানির তাজা সব উপকরণ। গত ২০ ফেব্রুয়ারি আমার দেশের প্রধান প্রতিবেদন ছিল - ‌"ব্লগে নাস্তিকতার নামে কুত্ সিত অসভ্যতা।" মাত্র তিন জন ব্লগারের লেখালেখির ওপর ভিত্তি করে ফোলানো-ফাঁপানো ওই প্রতিবেদনে বাকি সব ব্লগারকেই 'অসভ্য' বলে ঢালাও আক্রমণ করা হয়। মজার ব্যাপার হল, ১১ ফেব্রুয়ারি বাংলানিউজ বায়বীয় সূত্রের বরাত দিয়ে অভিযোগ ফেঁদে বসে, সামহোয়্যার শিবির-তোষণ করছে। এর মাত্র নয় দিন পর ২০ ফেব্রুয়ারি জামায়াত-শিবিরের মুখপত্র 'আমার দেশ' ঠিক তার উল্টো অভিযোগ তুলে বসে। এক প্রতিবেদনে তারা উস্কানি যুগিয়েছে এভাবে - "যেখানে আওয়ামী লীগ সরকারের যৌক্তিক সমালোচনার কারণেও ব্লগ বাতিল করা হয়, সেখানে ধর্ম নিয়ে অশ্লীলতার পরও কীভাবে এরা পার পেয়ে গেছে বিকৃত মানসিকতার নাস্তিক ও আওয়ামী সমর্থিত পাণ্ডারা? কী এজেন্ডা নিয়ে সামহোয়্যারইন ব্লগ পরিচালিত হচ্ছে? শান্তির ধর্ম, মানবতার ধর্ম ইসলাম অবমাননাকারীদের ‘লালন’ করার সাহস কোথায় পেয়েছে সামহোয়্যারইন ব্লগ মালিক কর্তৃপক্ষ?"

২২ ফেব্রুয়ারিও শীর্ষ প্রতিবেদন করা হয় এই শিরোনামে - "ধর্ম ও আদালতের অবমাননা করছে ব্লগারচক্র"। যথারীতি ওই প্রতিবেদনেও মাত্র পাঁচ জন ব্লগারের কর্মকাণ্ডের জন্য বাকি সব ব্লগারের শাস্তি দাবি তো বটেই, সামহোয়্যারইনসহ বিভিন্ন ব্লগ বন্ধ করে দেওয়ার দাবিও জানানো হয়। এগুলোই নয় কেবল, গত কিছুদিন ধরে এই পত্রিকাটি ব্লগ ও ব্লগারদের বিরুদ্ধে একের পর এক কুৎসা গেয়ে যাচ্ছে, এমনকি ব্লগারদের ফাঁসি দেওয়ারও আহ্বান জানাচ্ছে। যেন বাচ্চু রাজাকারের ফাঁসির প্রতিশোধ পত্রিকাটি নেবেই নেবে! সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয় হচ্ছে, ব্লগমণ্ডলে সুপরিচিত সেই সাইবার ক্রিমিনাল চক্রটি আমার দেশের মন্তব্যের ঘরে এসে চালিয়ে যাচ্ছে সেই নোংরা কাজটি। Iam Bangladeshi নামে একটি ভুয়া ফেসবুক নিক থেকে জানার নাম ও ফোন নম্বর তুলে দিয়ে অশালীন ও অসত্য মন্তব্য শুধু ফেসবুকের বিভিন্ন গ্রুপেই নয়, করা হচ্ছে আমার দেশ অনলাইন সংস্করণের বিভিন্ন প্রতিবেদনের নিচেও।



হোয়াইট কলার 'প্রগতিশীল'

আজ থেকে চার বছর আগে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহের মতো অভিনব উদ্যোগ এই সামহোয়্যারইনই নিয়েছিল প্রথম। পাশাপাশি জনসমক্ষে সেটাকে উপস্থাপনের ভারও স্বেচ্ছায় নেয় সামহোয়্যারইন। এই সামহোয়্যারইনই প্রথম দেশ ও মুক্তিযুদ্ধবিরোধী লেখালেখির বিপক্ষে সুস্পষ্ট অবস্থান নিয়ে নীতিমালায় বিশেষ ধারা সংযোজন করে। অনলাইনে স্বাধীনতাবিরোধী অপশক্তির সঙ্গে সবচেয়ে স্নায়ুক্ষয়ী লড়াইগুলোও হয়েছে এই সামহোয়্যারইনেই। গত কয়েক বছরে প্রগতিশীল এমন কোনো আন্দোলন নেই, যেখানে সামহোয়্যারইন কিংবা তার ব্লগারদের ভূমিকা ছিল না। এমনকি তেল-গ্যাস রক্ষা আন্দোলন কিংবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি বৃদ্ধির মতো আন্দোলনেও সামহোয়্যার রেখেছে অসামান্য ভূমিকা।

তারপরও সামহোয়্যারইনকে পরীক্ষা দিতে হয় অথর্ব, মেধাহীন-মতলববাজ, সাইবার ক্রিমিনালদের কাছে। এটা এখন অনেকেরই জানা যে, স্বাধীনতাবিরোধী অপশক্তিই নয় কেবল, গণজাগরণ মঞ্চের আশেপাশেও কিছু স্বার্থান্বেষী ঘুর ঘুর করেন সামহোয়্যারের গলায় দড়ি ঝোলানোর মতলব নিয়ে। এই কদিনে কম চেষ্টা হয়নি গণজাগরণ মঞ্চ থেকে এটা বলানোর - "সামহোয়্যারইন একটি ছাগুব্লগ।" সেই চেষ্টা এখনো চলছে। যদিও এখন পর্যন্ত গণজাগরণ মঞ্চের পরিচালকদের তারা এই অপকর্মে রাজি করাতে পারেনি। পারলেই বা কী! শাহবাগ গণজাগরণের সঙ্গে সামহোয়্যারইনের সম্পর্কটা নাড়ির। ওই গণজাগরণের ভিত্তিটা গড়ে দিয়েছিল এই সামহোয়্যারইনই। এই সত্যটুকুও অনেকে অস্বীকার করতে চান। কাদের মোল্লার ফাঁসি চেয়ে শাহবাগে যখন ব্লগাররা গেলেন, সংখ্যা তখনও একেবারেই হাতেগোনা। তাদেরও বেশিরভাগই ছিলেন এই সামহোয়্যারের ব্লগার। সেই পাঁচ তারিখেই পোস্ট স্টিকি করে সামহোয়্যারইন...ব্লগ আওয়াজ তুলেছে - 'রাজাকারের ফাঁসির দাবীতে গর্জে উঠেছে বাংলাদেশ: চল চল শাহবাগ চল



জানাকে নিয়ে বিপজ্জনক নোংরামি

জানা ও আরিলকে অশালীনভাবে আক্রমণ করা হচ্ছে বারবার। তাদের শিশুকন্যাটিও ওই কুৎসিত থাবা থেকে রেহাই পাচ্ছে না। না, এ কোনো স্বাধীনতাবিরোধী চক্রের কাজ নয়। প্রগতিশীলতার মুখোশ পরে যারা ব্লগে-ফেসবুকে ঘোরাফেরা করে, নিজেকে নেতা বানানোর চেষ্টায় যারা মরিয়া, নিজের নাক কেটে যারা পরের যাত্রা ভঙ্গ করতে সিদ্ধহস্ত, তারাই নোংরা এই কাজটি করে যাচ্ছে খুব পরিকল্পিতভাবে। এর আগে এই চক্রটিই কয়েকজন নারী ব্লগারের নাম দিয়ে অশ্লীল সাইট তৈরি করে, ভুয়া ভিডিও ক্লিপ তৈরি করে ইন্টারনেটে ছেড়ে দিয়েছিল। জানাকে নিয়ে ব্লগস্পট-ওয়ার্ডপ্রেসে অশালীন সাইট খোলা হয়েছে। ছবি বিকৃত করে নানান অপপ্রচার চলেছে। কিন্তু সামহোয়্যারইন তো নয়ই, জানাও তাতে এতোটুকু দমেননি। পরিস্থিতির সুযোগ বুঝে এবার সেই চক্রটিই জানার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে উঠে পড়ে লেগেছে নতুন উদ্যমে, আরো নোংরা কৌশল নিয়ে, আরো বিপজ্জনক উপায়ে। রাতভর যে 'মুক্তিযুদ্ধ গবেষকের' মূল কাজ ইন্টারনেটে চেনা-অচেনা পর্নো ক্লিপ আপলোড করা, রগরগে চটি লেখা - তিনিও এখন বিদগ্ধ ব্লগার সেজে সামহোয়্যারকে একহাত দেখে নেওয়ার চেষ্টায় রাতদিন শ্রম দিয়ে যাচ্ছেন। চার-পাঁচদিন আগে হঠাৎই জানার মোবাইলে কিছু কল আসা শুরু হল। সেই সব কলে অশ্লীল যৌন ইঙ্গিতবহ নানা প্রস্তাব দেওয়া হতে লাগলো। পরে গুগল করে অন্তত দুটি গ্রুপের খোঁজ পাওয়া গেল, যেখানে জানার নাম ও ব্যক্তিগত ফোন নম্বর ব্যবহার করে অশ্লীল স্ট্যাটাস প্রচার করা হয়েছে। লক্ষ্য দুটি- প্রথমত জানার ভাবমূর্তিতে কালিমা লেপনের চেষ্টা, দ্বিতীয়ত সামহোয়্যারইন ব্লগটিই বন্ধ করে দেওয়া।

মহানগর গোয়েন্দা পুলিশ বলছে, জানা-আরিল দুজনেই জামায়াত-শিবির অপশক্তির হিটলিস্টে আছেন। বাংলাভাষাভাষীদের মুক্তমত প্রকাশের জায়গা করে দিয়ে দুজনেই এখন তাদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে গভীর শঙ্কায় দিনরাত কাটাচ্ছেন। বাংলা আর বাংলাদেশকে ভালোবেসে যে আরিল্ড ক্লকারহগ এবং সৈয়দা গুলশান ফেরদৌস জানা বিপুল ব্যয়ভার বহন করে বাংলাভাষায় প্রথম কমিউনিটি ব্লগটি প্রতিষ্ঠা করে ছয় ছয়টি বছর ধরে কঠিন এই বোঝা টেনে চলেছেন, লাখ লাখ বাংলাভাষীকে ব্লগমাধ্যমটির সঙ্গে প্রথম পরিচিত করিয়েছেন, সেই তারাই আজ একদিকে একদল হিংস্র পশুর রক্তচক্ষুর মুখোমুখি, অন্যদিকে প্রগতিশীলতার মুখোশ পরা আরেক দল মানসিক রোগীর নোংরা খেলার শিকার। এই দুর্বৃত্তদের হাত থেকে বাঁচাতেই হবে আমাদের প্রিয় ব্লগকে।



কেউ কি টের পাচ্ছেন, প্রিয় সামহোয়্যারের ভেতরে কী রক্তক্ষরণ চলছে!

মন্তব্য ৩১১ টি রেটিং +৮৭/-০

মন্তব্য (৩১১) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

যোগী বলেছেন: যতই ছাগুরা এখানে ল্যাদাক, নাকে রুমাল দিয়ে ওলওয়েজ সামুর সাথে আছি।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৬

ফিউশন ফাইভ বলেছেন: স্পষ্টতই সামহোয়্যারইনের প্রভাব, তার বিশাল ব্লগারসংখ্যা - বিভিন্ন মহলের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা নানাভাবে, নানা কৌশলে আক্রমণ করছে বাংলাভাষার বৃহত্তম এই ব্লগটিকে। যতো দুঃসময়ই আসুক না কেন, সামহোয়্যারইনের সঙ্গে আছি, থাকবোই।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৫

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: টের পাচ্ছি, মূল টার্গেট সামহোয়্যারইনব্লগ........

আমাদের সবার সম্মিলিতচেষ্টায় এই মুক্তচিন্তার এই ফ্ল্যাটফর্মকে বাঁচিয়ে রাখতেই হবে।

কর্তৃপক্ষকেও সচেতন হতে হবে।

আবারও বলি, কোয়ান্টিটিকে বাদ দিয়ে কোয়ালিটির ঝান্ডা তুলে ধর্তে হবে।

দেশবিরোধি ও স্বাধীনতাবিরোধি ছাগুদেরকে ঝেটিয়ে বিদায় কর্তে হবে...........

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৮

ফিউশন ফাইভ বলেছেন: গত শুক্রবারে যারা মিছিল করে সামহোয়্যারের বিনাশ চেয়েছে, তারাও নিজেদের বিষ ছড়ানোর জন্য নানা নিকে ফের সামহোয়্যারেরই আশ্রয় নেয়। দেশবিরোধি ও স্বাধীনতাবিরোধিদের স্খান এই ব্লগে নেই ঠিক, তবে সামহোয়্যারের যে বিশাল পরিধি, তাতে আপত্তিকর নিকগুলোকে শনাক্ত করা খুব সহজ কাজ নয়। দেখা যায়, এদের এক নিক নিষিদ্ধ হলেই পরক্ষণেই আরেক নিকে এসে হাজির।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৬

ফারহান ফারদিন বলেছেন: দারুন লিখেছেন। এটি স্টিকি করার দাবি জানাচ্ছি

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৮

ফিউশন ফাইভ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৯

দূর্যোধন বলেছেন: নো প্রবলেমো । অপশক্তির বিরুদ্ধে সজাগই আছি ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৯

ফিউশন ফাইভ বলেছেন: কোনো অপশক্তির কাছেই আমরা, সামহোয়্যারইনের ব্লগাররা মাথা নত করবো না।

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩০

নট ডিফাইন বলেছেন: পাচ্ছি , প্রতিনিয়তই পাচ্ছি।

সামু থাকবে , আমরাও থাকবো।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৯

ফিউশন ফাইভ বলেছেন: নেতাগিরিতে নয়, টকশোতে নয়, রাজপথে গলাবাজিতেও নয় - সামু থাকবে, আমরাও থাকবো - জনতার ভিড়ে, জনতার সারিতে।

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সামুর সাথেই আছি।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪০

ফিউশন ফাইভ বলেছেন: থাকবো আগামীতেও।

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

বিডি আইডল বলেছেন: ফিরছেন না এখও ডয়েচল্যান্ডেই??

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪০

ফিউশন ফাইভ বলেছেন: না, দেশেই আছি এখন। প্রায় তিন মাসের মতো ছিলাম বাইরে। কানাডায় আপনার কী অবস্থা?

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩

নুসরাতসুলতানা বলেছেন: সময়ক্ষেপন না করে পোষ্টটি এখনই ষ্টিকি করা হউক এবং এই ব্লগের সবার প্রতিবাদের হাতিয়ার হউক এ পোষ্টটি।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪১

ফিউশন ফাইভ বলেছেন: আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, কোনো অজুহাতেই মুক্তচিন্তার এই সবল জানালাটুকু বন্ধ করা যাবে না।

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩

অসামাজিক ০০৭০০৭ বলেছেন: প্রিয় সামুর পাশে আছি সব সময়...

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪১

ফিউশন ফাইভ বলেছেন: সুসময়ে-অসময়ে থাকবো সবসময়...

১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪

রেজোওয়ানা বলেছেন: এই অপশক্তির বিরুদ্ধ সজাগ এবং সোচ্চার আছি।

জয় বাংলা

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪১

ফিউশন ফাইভ বলেছেন: স্বাধীনতাবিরোধী অপশক্তিই নয় কেবল, সেই সব মুখোশ পরা প্রগতিশীলদের বিরুদ্ধেও সোচ্চার হওয়া জরুরি। পরিস্থিতির সুযোগে জানাকে নিয়ে এই চক্রটি যে নোংরা খেলা খেলছে, সামাজিক মাধ্যম ও ফোনে নামে-বেনামে তাকে যেভাবে হয়রানি করা হচ্ছে, সেটা রীতিমতো ফৌজদারি অপরাধের পর্যায়েই পড়ে। এই অপশক্তির বিরুদ্ধেও সজাগ থাকুন।

১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬

আরজু পনি বলেছেন:

ভালোবাসার সামহোয়্যারের সাথেই আছি...

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪২

ফিউশন ফাইভ বলেছেন: থাকবো আগামীতেও...

১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯

দায়িত্ববান নাগরিক বলেছেন: বাংলা নিউজ, আমার দেশ, মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা করা চাই।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪২

ফিউশন ফাইভ বলেছেন: এরা শ্রেফ হলুদ সাংবাদিকতার চর্চা করেছে। আমারও মনে হয়, এইসব হলদে সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত।

১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

ইনকগনিটো বলেছেন: ব্লগের সামগ্রিক চিত্রটা অনেক দেশবাসীর কাছেই পরিস্কার নয়। এক্ষেত্রে নিউজপেপার/ টিভি মিডিয়া অনেকটাই সাহায্য করতে পারে পুরো বাংলাদেশের আনাচে কানাচে ব্লগ সম্পর্কিত ভুল ধারনাগুলো পরিস্কার করার ক্ষেত্রে।

ব্লগের সাথে সম্পৃক্ত মিডিয়া এর মানুষদের সহায়তা কামনা করছি। তাছাড়া একজন ব্লগার হিসেবে, একজন বাঙালী হিসেবে সবসময় সামহোয়্যার এর পাশে আছি।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৩

ফিউশন ফাইভ বলেছেন: আপনার সঙ্গে একমত। সাধারণ মানুষের মধ্যে এমন একটি ধারণা গেঁড়ে বসেছে যে, ব্লগ মানেই ধর্ম নিয়ে টানাহেঁচড়া। অথচ লাখ-দু লাখ ব্লগারের মধ্যে হয়তো পাঁচ কি ছয়জন এই কাজটি করেন। কিন্তু তার মাশুল গুণছেন বাকি সব ব্লগার।

১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

ওই চোরা বলেছেন: সামুর সাথেই আছি


ছাগু আর নাস্তিকদের ব্যাপারে সামুর অনেক আগেই আরো বেশি কঠোর হওয়া উচিত ছিলো, বাক স্বাধীনতার নামে নাস্তিকদের যে ভাবে পশ্রয় দেয়া হয়েছে তার দায়ভার আমরা ব্লগাররা নেব কেন? দেশের বিরুদ্ধে যেমন কোন কথা উচিত নয়, তেমনি ধর্মের বিরুদ্ধেও কথা বলা উচিত নয়।


জয় সামু

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৩

ফিউশন ফাইভ বলেছেন: সামহোয়্যারের যে বিশাল পরিধি, তাতে আপত্তিকর নিকগুলোকে শনাক্ত করা খুব সহজ কাজ নয়। তবু এই সামহোয়্যার থেকে স্বাধীনতাবিরোধী ও ধর্মের অবমাননাকারী ব্লগার কি এই যাবত কম নিষিদ্ধ হয়েছে? খোঁজ নিলে হয়তো দেখা যাবে, এই সংখ্যাটি অনেক বড়ো। হয়তো বাংলাভাষী অন্য ব্লগে অতোজন ব্লগারই নেই। তবু সামহোয়্যারকে আরো সজাগ হতে হবে - এ নিয়ে দ্বিমত নেই।

১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:
হৃদয়ে সামহোয়্যার ইন ব্লগ

Click This Link


Click This Link

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৩

ফিউশন ফাইভ বলেছেন: অনেক তথ্যবহুল পোস্ট আপনার। গুড জব! এবং বুকমার্কড।

১৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩

হাসান মাহবুব বলেছেন: সাথে ছিলাম,আছি, থাকবো।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৩

ফিউশন ফাইভ বলেছেন: এমনকি না বললেও সেই আস্থা থাকতোই আপনাদের ওপর।

১৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: তথাকথিত ব্লগারদের কাদা ছোড়াছুড়ি দেখে ক্লান্ত।

সামু সামুর মতই থাকতে পারবে আশা করি।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৪

ফিউশন ফাইভ বলেছেন: কাদা ছোঁড়াছুড়ি নয়, এই যুদ্ধ মুক্তচিন্তার খোলা জানালাটি রক্ষার যুদ্ধ।

১৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭

ধূসরধ্রুব বলেছেন: সামুর সাথেই আছি যেকোন বিপদে । পোস্ট স্টিকি করা হোক

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৪

ফিউশন ফাইভ বলেছেন: সঙ্গে থাকবেন - সেই আস্থা আছে।

১৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭

মোমের মানুষ বলেছেন: সামহয়্যার ব্লগ থাকবে, কেউ একে বন্ধ করতে পারবে না, এর সাথে জড়িত লক্ষাধিক ব্লগারের ভালবাসা। তবে বর্তমান পরিস্থিতিতে সামহয়্যার কর্তৃপক্ষকে আরো কঠোর হতে হবে। ধর্ম বিদ্বেষী ব্লাগারদের নিক ব্যান করতে হবে।
সামহয়্যারের এ নিতীটির কঠিন বাস্তবায়ন চাই

"৩ঞ. বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে ।"

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৪

ফিউশন ফাইভ বলেছেন: খোঁজ নিয়ে দেখুন, এই সামহোয়্যার থেকে স্বাধীনতাবিরোধী ও ধর্মের অবমাননাকারী ব্লগার কি এই যাবত কম নিষিদ্ধ হয়েছে? হয়তো দেখা যাবে, এই সংখ্যাটি এমনই বড়ো যে, পাশের আমারব্লগ ডট কমের মোট ব্লগারসংখ্যাই হবে তার বড়জোর অর্ধেক। তবু এটা ঠিক যে, সামহোয়্যারকে সজাগ হতে হবে আরো বেশি।

২০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩

মামুন রশিদ বলেছেন: শাহবাগে উত্তাল বাংলাদেশ এবং 'আমাদের' সামহোয়্যারইন ব্লগ ।

এটা কি ধরনের অসভ্যতা ???


আমরা যারা সামহোয়্যারইন ব্লগকে ভালবাসি, যারা এই প্লাটফর্মে ব্লগিং করি, জানা-আরিল এবং সামহোয়্যারইন বিরোধী কুৎসিত প্রচারনার বিরুদ্ধে আমাদের সবার এগিয়ে আসা উচিত ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৪

ফিউশন ফাইভ বলেছেন: আপনার দুটি লেখাই ছিল সময়োচিত। পরিস্থিতির সুযোগে জানাকে নিয়ে যে চক্রটি যে নোংরা খেলায় মেতেছে, সামাজিক মাধ্যম ও ফোনে নামে-বেনামে তাকে যেভাবে হয়রানি করা হচ্ছে, সেটা রীতিমতো ফৌজদারি অপরাধের পর্যায়েই পড়ে। এই অপশক্তিকে রুখে দাঁড়াতেই হবে। আপনার সঙ্গে আমিও একমত যে, আমরা যারা সামহোয়্যারইন ব্লগকে ভালবাসি, যারা এই প্লাটফর্মে ব্লগিং করি, জানা-আরিল এবং সামহোয়্যারইন বিরোধী কুৎসিত প্রচারণার বিরুদ্ধে আমাদের সবার এগিয়ে আসা উচিত । এই বিকৃত মানসিক রোগীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাই নেওয়া উচিত।

২১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫

রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: বেপার না,সামু অলয়েস বস! সামুর সাথেই আছি!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৫

ফিউশন ফাইভ বলেছেন: আমরা সবাই আছি সামহোয়্যারইনের পাশে।

২২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

মোঃমোজাম হক বলেছেন: মুক্তমত প্রকাশের এই জায়গাটুকু বাঁচাতেই হবে

সহমত,অনেক ধন্যবাদ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৫

ফিউশন ফাইভ বলেছেন: পুরো বাংলাদেশে অনলাইন তো বটেই, এমনকি অফলাইনেও এখন নিঃশঙ্ক চিত্তে মতামত প্রকাশ প্রকাশের জায়গা একটিই - আমাদের সামহোয়্যারইন। আমাদের স্বার্থেই একে বাঁচিয়ে রাখতে হবে।

২৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০০

একজন ঘূণপোকা বলেছেন: অনেক দিন পর। খুব মিস করছিলাম আপনাকে। পোস্টে পেলাস,
























সাথে আছি থাকব। কারন আমার আমু নেই, সোনাব্লগ নেই

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৬

ফিউশন ফাইভ বলেছেন: ভিসার মেয়াদ ছিল, তাই এক মাসের জায়গায় ছিলাম প্রায় তিন মাস। এই সময়ে ঘুরেছি তিন তিনটি দেশ। সত্যি বলতে কী, আমিও আপনাদের মিস করেছি। ব্লগের সংস্পর্শ ছাড়া দুনিয়া খালি খালি লাগে!

২৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০১

শামীম সুজায়েত বলেছেন: ব্লগে নোংড়া লোকের কোন স্থান নেই, যারা এখানে নোংড়ামি করে নিজেদের হীনস্বার্থ চরিতার্থ করার চেষ্টা চালায়।
সামুতে আমার সদস্যপদ বেশি দিনের নয়, শব্দনীড় এবং চতুরমার্ত্রিকে লিখি নিয়মিত। কিন্তু এখানে এসে ভাল লাগার মাত্রাটা বেড়েছে অনেক। আপনার এই লেখা পড়তে গিয়ে জানলাম,
"বাংলা আর বাংলাদেশকে ভালোবেসে যে আরিল্ড ক্লকারহগ এবং সৈয়দা গুলশান ফেরদৌস জানা বিপুল ব্যয়ভার বহন করে বাংলাভাষায় প্রথম কমিউনিটি ব্লগটি প্রতিষ্ঠা করে ছয় ছয়টি বছর ধরে কঠিন এই বোঝা টেনে চলেছেন, লাখ লাখ বাংলাভাষীকে ব্লগমাধ্যমটির সঙ্গে প্রথম পরিচিত করিয়েছেন........... তার বা তাদের এবং সমষ্টিগত ভাবে আমাদের সবার ক্ষতি করারা চেষ্টা করে যাচ্ছে একটি শ্রেনী।
আমাদের উচিৎ সে ব্যাপারে সচেষ্ট হওয়া এবং সকল য়ড়য়ন্ত্র রুখতে ভুমিকা রাখা উচিৎ।
সর্বাত্নক পাশে থাকার অঙ্গিকার।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৬

ফিউশন ফাইভ বলেছেন: ব্লগার নামধারী যেসব অসুস্থ লোক জানা-আরিলকে নিয়ে দিনের পর দিন নোংরা খেলা খেলে যাচ্ছে, তাদের আইনের আওতায় নিয়ে আসা জরুরি। এই ধরনের অসুস্থ লোক ব্লগ তো বটেই, সমাজের জন্যও ক্ষতিকর। টকশোতে গিয়ে যতো ভালো মানুষের মুখোশই তারা পরুক না কেন, কোথাও এদের স্থান হওয়া উচিত নয়। ধন্যবাদ আপনাকে।

২৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৪

অণুজীব বলেছেন: সামহয়্যার দিয়ে শুরু সামহয়্যার দিয়েই শেষ। :)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৬

ফিউশন ফাইভ বলেছেন: অনেক দিন পর। মাঝখানে সম্ভবত নিখোঁজ হয়েছিলেন।

২৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১২

সাকিন উল আলম ইভান বলেছেন: হাসান মাহবুব বলেছেন: সাথে ছিলাম,আছি, থাকবো।

আছেন কেমন? বিদেশ ভ্রমন কেমন হইলো ?

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৭

ফিউশন ফাইভ বলেছেন: তিন তিনটি মাস আনন্দেই কেটেছে। অনেক কথা, অনেক স্মৃতি, অনেক ভালোলাগা। আপনি কেমন আছেন? শাবির অবস্থা কী?

২৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৪

আমি শুধুই পাঠক বলেছেন: এইসব অপশক্তির বিরুদ্ধে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। সকল বাধা উপেক্ষা করে সামু দৃপ্ত পায়ে এগিয়ে যাবেই।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৭

ফিউশন ফাইভ বলেছেন: সকল বাধা উপেক্ষা করে সামু দৃপ্ত পায়ে এগিয়ে যাবেই...

২৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২০

নতুন ব্লগ বলেছেন: সামু কে ধন্যবাদ। মুক্তভাবে লিখতে দেওয়ার জন্য। কিন্তু গালাগালি কেন? নাস্তিকতা নিয়ে লিখতে পারে, কিন্তু গালাগালি কেন?মডুদের বলছি, আমার লেখাটা সরিয়ে দিলেন কেনো ?
এটার কি কোন ব্যাখ্যা আছে? এভাবে চললে কিন্তু পরে ধান্ধাবাজ বলে সামু চিন্হিত হবে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৭

ফিউশন ফাইভ বলেছেন: feedback-এ মেইল করে আপনার অভিযোগ জানাতে পারেন।

২৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

ওবায়েদুল আকবর বলেছেন: ঠিক এই কথাগুলোই বলতে চেয়েছিলাম। তথ্যপ্রমাণ সহ সব প্রকাশ করে দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবার কমন এনিমি শেষপর্যন্ত সেই সামহোয়ারইনই।

যেদিন সরকার ইউটিউব বন্ধ করল বা বিটিআরসিকে দেখলাম যখন ওয়েবসাইট ও ফেইসবুক পেইজ বন্ধ করে দিচ্ছে তখনই আমার মনে আশংকা দোলা দিতে লাগল যে অবশেষে আমাদের অনলাইনের উপর আসল দুর্যোগ নেমে আসতে শুরু করেছে। এখন সরকারের ডিজিটাল ভন্ডামীর কারণে হয়ত চাইলেও মুগুড়ের বাড়ি দিতে পারছেনা কিন্তু দক্ষিণপন্থীরা আসলে যে বুলড্রোজারের তলায় পিষবে তাতে সন্দেহ নেই। এখনই উচিৎ রুখে দাড়াবার।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৭

ফিউশন ফাইভ বলেছেন: ঠিক ধরেছেন আপনি, সবার কমন এনিমি শেষপর্যন্ত সেই সামহোয়ারইনই। ডান-বাম-মধ্যপন্থী-চরমপন্থী - সবারই কমন এনিমি সামহোয়ারইনই। এখনই সময় রুখে দাঁড়াবার।

৩০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩০

হারিয়ে যাওয়া কেউ বলেছেন: সামুর সাথে ছিলাম, আছি

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৮

ফিউশন ফাইভ বলেছেন: আমরা থাকবো সবসময়ই।

৩১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

চেয়ারম্যান০০৭ বলেছেন: যে যাই বলুক না কেনো আমরা সামুর সাথেই আছি।সবাই মিলেই এসব চক্রান্তকারীদের প্রতিহত করবো।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৯

ফিউশন ফাইভ বলেছেন: জানা-আরিলকে নিয়ে যে নোংরামি শুরু হয়েছে, ব্লগের অনেকেই সে ব্যাপারে জানেন না। এ যে কী বিকৃত মানসিকতার, কী বিকৃত তার রূপ, কাছ থেকে না দেখলে বোঝা কঠিন। এই নরপশুদের প্রতিহত করা এখন সময়ের দাবি।

৩২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

ল্যাটিচুড বলেছেন: আমরা যারা মেইনষ্টিম এর পত্র পত্রিকায় লিখি না তাদের কাছে সামহয়্যার ইন বন্ধ মুক্ত জানালা। যারা এই জানালাটুকু নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত তাদের ধিক্কার জানাই।

এই পোষ্টটি স্টিকি করার দাবি জানাচ্ছি

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৯

ফিউশন ফাইভ বলেছেন: মুক্ত এই জানালা কেউ বন্ধ করতে পারবে না। কখনোই না।

৩৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮

মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: সামুদিয়েই আমার ব্লগ যাত্রা শুরু। প্রবাসীদের সামনে যখন প্রিয় মাতৃভাষায় ইন্টারনেটে লিখতাম বা পড়তাম তখন অফিসের সবাই অবাক হয়ে প্রশ্ন করতো তোমার ভাষায় নেট এ লেখা যায়? অন্যরকম ভালোলাগায় মন ভরে যেত। এখানকার সেরা সব ব্লগারদের উচ্চ মানসম্পন্ন অনেক লেখা হতে কত কি যে জেনেছি! কিন্তু অসহায় আক্রোশে এখানে দেখেছি ভিন্নমতের লোকদের উপর কর্তৃপক্ষের সমর্থনে কুতসিত ফ্যাসিবাদি আক্রমন। যার ফলশ্রুতি সোনার বাংলাদেশ ব্লগের উত্থান। এই প্রিয় ব্লগটির বিরুদ্ধে আমারও অনেক ক্ষোভ আছে তাই বলে আমি চাই না সোনার বাংলাদেশ ব্লগের মত এটিও বন্ধ হয়ে যাক। যারা ব্লগ জগতে আছেন তারা ভালো করেই জানেন সোনার বাংলাদেশ ব্লগ অতি ঠুনকো একটি অভিযোগে বন্ধ করে দেয়া হয়েছে। এটা অন্যায়। এই অন্যায়ের প্রতিবাদ জানানো উচিত ছিল সামহোয়্যার ইন এর। জুলুম যার বিরুদ্ধেই করা হোক তা জুলুম। প্রতিবাদ করা না হলে সে জুলুম নিজের উপরও আসতে পারে। জানি না এ মন্তব্যের কারণে আমার কি দশা হয়। তবুও লিখলাম। কারণ এই ব্লগটিকে আমি ভালোবাসি।

৩৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯

রাজসোহান বলেছেন:
শিরোনামটাই খুবই বাজে।

মুক্তমত; এই বালের মুক্তমতের কথা বলেই কি সামুতে শিবিরের ল্যাদানি সবসময় হালাল হয়নি?

৩৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪২

অথৈ সাগর বলেছেন:

সামুর সাথেই আছি এবং থাকব। সামু অনেক বড় একটা প্লাটফর্ম । তাই সবার চক্ষুশুল হয়ে উঠছে । সব ষড়যন্ত্র রুখে দাঁড়াব ।

৩৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬

সাইফ সামির বলেছেন:

চুল পরিমাণ কিছু হতে দিব না আমাদের প্রিয় সামহোয়‍্যার ইন...ব্লগকে! কারও শ্যেন দৃষ্টির তোয়াক্কা করি না!

সামু থেকে দৃষ্টি ফেরা অশুভ-ভণ্ড-কুচক্রীরা!

এখানে তোদের চান্স নেই! সামু চলেছে, চলছে চলবে! আছি আমৃত্যু!

৩৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬

হারিয়ে যাওয়া কেউ বলেছেন: @রাজসোহানঃ মুক্তমতের নামে ছাগুদের ল্যাদানি যেমন, সামুর জন্য ক্ষতিকর ছিলো। আপনাদের মত গোটাকয়েক মুক্তমনা গাধার কারনে সামুর ব্লগারদের নামে ইসলাম নিয়ে বিকৃত আলোচনার জায়গা হিসেবে সামুর নাম আসে। মাহমুদ ছাগু আপনাদের কয়েকজন মুক্তমনা গাধার কীর্তিকে মানুষের সামনে নিয়ে, মানুষ ক্ষেপিয়ে তুলেছে। আপনারা সুবুদ্ধি নিয়া ব্লগিং করলে, এ দশা হতোনা। ছাগুরাও সাহস পেতনা। বালের কিছু নাস্তিককে থামাতে গিয়ে ধর্মপ্রান আস্তিকদের করা ক্যাচালে ছাগুরা ফিল্ড পেয়ে গেছে।

৩৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭

গ্যাম্বলার বলেছেন: সামু'র বোঝা উচিত- "মত প্রকাশের স্বাধীনতা" কথাটা বেকুব ছাগু আর ইডিয়ট নাস্তিক এর ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না।

সামু'র সামনে যে সরকারী খড়গ অত্যাসন্ন, তার জন্য দায়ী স্বয়ং সামু ।

৩৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯

সাইফ সামির বলেছেন:

চুল পরিমাণ কিছু হতে দিব না আমাদের প্রিয় সামহোয়্যারইন... ব্লগকে! কারও শ্যেন দৃষ্টির তোয়াক্কা করি না!

সামু থেকে দৃষ্টি ফেরা অশুভ-ভণ্ড-কুচক্রীরা!

এখানে তোদের চান্স নেই! সামু চলেছে, চলছে, চলবে! আছি আমৃত্যু!

৪০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩

আহলান বলেছেন: উদোর পিন্ডি বুদোর ঘাড়ে না চাপালেই ভালো হয় ....

৪১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮

সরোজ রিক্ত বলেছেন: স্ক্রিনশটগুলো তো সামু'র। তার মানে সামুই কি নাস্তিকতার নামে ইসলাম-বিদ্বেষীদের পৃষ্ঠপোষক!! এই অভিযোগ তো উড়িয়ে দেয়া যায় না। এই ব্যাপারে সামু'র অনেক আগেই সাবধান হওয়া উচিৎ ছিল।

সামু'র সাফল্য কামনা করি।

৪২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০১

লিঙ্কনহুসাইন বলেছেন: সামুর সাথেই আছি যেকোন বিপদে

৪৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০১

বৃতি বলেছেন: আমরা সজাগ আছি, লক্ষ্যে আছি এক ।

৪৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০১

নীরব দর্শক বলেছেন: সামুর প্রতি অনেকের ক্ষোভ ছিল এবং আছে। কিন্তু এই মুহূর্তে তারা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে সেটা দেখে অবাক হয়েছি। যখন সবাই মিলে এক সাথে জামাত শিবিরের বিরুদ্ধে লড়াই করার কথা তখন এই বিভক্তির চেষ্টা নিন্দনীয়।



সামুর সাথে ছিলাম,আছি, থাকবো।

৪৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০২

নতুন বলেছেন: দেশের কিছু মানুষ দল ব্লগে কে নিষিদ্ধ করার দাবি জানায়...

চিন্তা করলে মন্তব্য করার মতন ভাষা খুজে পাইনা...

দেশের মানুষ এখনো ভাল কিছুর জন্য প্রস্তুত না....

তাদের কাছে হলুদ সাংবাদিকভরা পত্রিকাই আর টিভি চ্যানেলই ভাল....

ব্লগের প্রতি সাধারন মানুষের ধারনা বাড়াতে হবে... তবেই জামাতী মিথ্যাপ্রচারনায় মানুষ লাফাবেনা....

আসাকরবো এই অপপ্রচারে ব্লগের লাভই হবে... অনেক মানুষ ব্লগ দেখতে আসবে... মানুষ বুঝতে পারবে যে ব্লগে কি কি করা যায়? পাওয়া যায়...

৪৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৩

নুসরাতসুলতানা বলেছেন: সামুর বিরুদ্ধে অপপ্রচারে নেমে এটির ক্ষতি বা এটি বন্ধ করা যাবে বলে যারা মনে করে তারা বোকার স্বর্গে বাস করছে।

৪৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৪

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: দারুন লিখেছেন।
সবার চক্ষুশূল থেকে সামুকে বাঁচাতেই হবে। অনেক মিথ্যার জবাব দিতে হবে।

বাংলানিউজ২৪ এর জবাবে আমি লিখেছিলাম Click This Link

৪৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৭

রিমন০০৭ বলেছেন: নীরব দর্শক বলেছেন: সামুর প্রতি অনেকের ক্ষোভ ছিল এবং আছে। কিন্তু এই মুহূর্তে তারা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে সেটা দেখে অবাক হয়েছি। যখন সবাই মিলে এক সাথে জামাত শিবিরের বিরুদ্ধে লড়াই করার কথা তখন এই বিভক্তির চেষ্টা নিন্দনীয়।



সামুর সাথে ছিলাম,আছি, থাকবো।

৪৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৮

মুন্সীজী বলেছেন: সামু দুর্দান্ত স্পীডে চলবে, আমরা থাকবো সাথে । সামুকে কউ ঠেকাতে পারবে না ।

৫০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৯

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: সকল অপশক্তির বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে সজাগ এবং সোচ্চার থাকতে হবে।

সবসময় সামুর সাথে ছিলাম, আছি এবং থাকবো।

জয় বাংলা।

৫১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৯

কালো স্বপ্ন বলেছেন: ছাগু-নাস্তিক ভাই ভাই,এক দড়িতে ফাসিঁ চাই।

দারুন লেখার জন্য ধন্যবাদ।

ব্লগে ছাগু বা নাস্তিক কাউকেই চাইনা।ছাগু ও নাস্তিকদের ব্যাপারে সামুর আরো কঠোর ভূমিকা আশা করি।

৫২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১১

পরিত্রান বলেছেন: সামুর সাথেই আছি থাকবো।

৫৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১১

সাবু ছেেল বলেছেন: ভয় পাবার কিছু নেই,এগিয়ে চল।

৫৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১২

মাহবু১৫৪ বলেছেন: চিন্তা করবেন না।

সামুর সাথে আমরা আগেও ছিলাম, আছি, এবং থাকবো

৫৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১২

ব্লুম্যাজিক বলেছেন: নো ম্যটার হোয়াট, সামুর সাথে ছিলাম ,আছি এবং থাকব।

৫৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৪

মৃন্ময় বলেছেন: হুজোগে..............আর কত কান দিবি বল......???
এবার তোরা মানুষ হ"
আর কত ধর্মের চাদরে থেকে আমার মত মানুষকে ধোকা দিবি........
এখন আমি মানুষ হয়েছি,এবার আর পার পাবিনা,ঝুলতে তোকে তোদেরকে হবেই........
সামুর বিরোদ্ধে সকল অপপ্রচার রুখতে হবে,কঠিন হস্তে,,,,,,,,,,,,,,,

৫৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমরা ব্লগার এক সাথে ছিলাম এখন ও আছি।

৫৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২১

সৌম্য বলেছেন: তবে সামহোয়ার ইনেই যে সর্বোচ্চ পরিমান ছাগু ল্যাদায়, এবং মডারেটর'রা যে ক্ষীরের পুতুলের মতো বসে থাকে, এবং এসব ল্যাদানিতে বিরক্ত হয়ে অসংখ্য ব্লগার যে ব্লগ ছেড়েছে 'শুকরের সাথে সহবাস করবো না' বলে। এই কথাটা একদম ভুল নয়।

৫৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২২

রিফাত হোসেন বলেছেন: hum

৬০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৩

সায়েন্স জোন বলেছেন: সৌম্য বলেছেন: তবে সামহোয়ার ইনেই যে সর্বোচ্চ পরিমান ছাগু ল্যাদায়, এবং মডারেটর'রা যে ক্ষীরের পুতুলের মতো বসে থাকে, এবং এসব ল্যাদানিতে বিরক্ত হয়ে অসংখ্য ব্লগার যে ব্লগ ছেড়েছে 'শুকরের সাথে সহবাস করবো না' বলে। এই কথাটা একদম ভুল নয়।

৬১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৩

আশফাক সুমন বলেছেন: সরোজ রিক্ত বলেছেন: স্ক্রিনশটগুলো তো সামু'র। তার মানে সামুই কি নাস্তিকতার নামে ইসলাম-বিদ্বেষীদের পৃষ্ঠপোষক!! এই অভিযোগ তো উড়িয়ে দেয়া যায় না। এই ব্যাপারে সামু'র অনেক আগেই সাবধান হওয়া উচিৎ ছিল।

সামু'র সাফল্য কামনা করি।
-- সহমত।

৬২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৫

প্রধান দুলাল বলেছেন: সামুকে ভালবাসি । আর সামুকে ব্যবহার করে যারা শুধুই দালালী /ফালালি করে যাচ্ছে মনে প্রানে ঘৃনা করি তাদের সবাইকে ।

৬৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৫

স্বপনবাজ বলেছেন: সামুর সাথেই আছি


ছাগু আর নাস্তিকদের ব্যাপারে সামুর অনেক আগেই আরো বেশি কঠোর হওয়া উচিত ছিলো, বাক স্বাধীনতার নামে নাস্তিকদের যে ভাবে পশ্রয় দেয়া হয়েছে তার দায়ভার আমরা ব্লগাররা নেব কেন? দেশের বিরুদ্ধে যেমন কোন কথা উচিত নয়, তেমনি ধর্মের বিরুদ্ধেও কথা বলা উচিত নয়।


জয় সামু

৬৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৬

রবি_জল বলেছেন: @ ফিফা


আপনার দাবিকৃত লিংকের কথার সত্যতা না থাকায় প্রতিবাদ জানালাম ।কারণ ঐ লিংকে আপনি বলেছেন যে

"আর বিএনপি এখন স্বাধীনতা বিরোধীদের সঙ্গে সুর মিলিয়ে ব্লগই বন্ধ করে দেওয়ার আহবান জানাচ্ছে।"



কিন্তু ওখানে সমু বন্ধ নিয়ে কোন লাইন পেলাম না বি এন পির বিবৃতি থেকে।




এটাতে কেবল নিন্দা জানানো হয়েছে ধর্ম বিরোধী অশ্লীল কথা বার্তা বলাতে।


আশা করি এবার বুঝবেন। আর জাতিয়তাবাদীরা সামুতে আছে থাকবে সত বিপদেও।

৬৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৭

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
মুক্ত মত প্রকাশের অধিকার যাতে অনাধিকার চর্চায় কে প্রশ্রয় এবং পৃষ্টোপোষকতা না করে - কতো লিখলাম - উলটা বকা খাইলাম !!

প্রত্যেকটা ধর্ম গুরুত্বপূর্ণ - কোন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন মত প্রকাশকে মুক্ত মত বলতে আমার আপত্তি আছে !!

৬৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৭

যেড ফ্রম এ বলেছেন: যাক ফিরলেন!

সামহোয়ারইন নিয়ে চটি ২৪ ডট কম আর কলিকাতা ব্লগ মহলের প্রচারণা একদম নির্লজ্জতার চরম উদাহরণ ছিল। সম্ভবত কেউ তার পূর্ব শত্রুতার জের টেনে এটা ঘটিয়েছে।

আর "আমার দেশ" যা করছে তা দলীয় হাইকমান্ড আর জামাতের প্রত্যক্ষ আঙুল হেলানিতে। কারো ধর্ম নিয়ে কটাক্ষ করা ঠিক নয়। কিন্তু তারপরও তা সামুতে হয়েছে। প্রশ্ন হলো বিষয়গুলো আগে ওঠেনি কেন? কেন এই সময়ে, ঠিক এই সময়ে? কাকে বাঁচাতে?

আমি নিরপেক্ষ সমালোচক হিসেবে এটুকু বলবো আজকে যে সমালোচনা হয়েছে তা বিভিন্ন জন বিভিন্ন পরিস্থিতিতে জল ঘোলা দেখে বরশি নিয়ে বসে পরেছে। এর দায়ভার কিছুটা সামুর উপর বর্তায়।

জানা যথেষ্ট মানসিকভাবে শক্তিশালী, কর্মোদ্দমী। কিন্তু নোংরামীর একটা সীমা থাকে। উনি কী করে সহ্য করছেন আমি জানিনা। একদিকে মানসিক অত্যাচার আরেকদিকে অন্য একটি মহলের "কল্লা কাইটা ফালামু" "কল্লার দাম এত" হুমকি! কতখানি একটা মানুষ নিতে পারে??

তবু উনি আশাকরি ধৈর্য ধারণ করবেন। সুন্দর দিন আসবেই।

আর আমি একজন বাঙালী হিসেবে আরিলের কাছে ভিষণভাবে ক্ষমাপ্রার্থী। এই ভাইটা এত মমতায় বাংলাভাষার জন্য দিয়ে গেলেন, যাচ্ছেন অথচ বিনিময়ে কি পাচ্ছেন!

আবারো ওয়েলকাম ব্যাক!

অ.ট. প্রজন্ম চত্ত্বর, আমার দেশের ভূমিকা, প্রজন্ম চত্বর থেকে লাভের গুড় ঘরে তোলার প্রতিটি দলে যে খেলা চলছে তা নিয়ে একটা নির্মোহ সমালোচনা ভিত্তিক পোস্ট চাইছি।

৬৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৩

রফিক মাহমুদ বলেছেন:
আপনি হয়তো মডারেটরদের একজন। আমার একটি যথেষ্ট ভদ্র পোস্ট, যা মন দিয়ে পড়লে বোঝা যেত নাস্তিক বা আস্তিক কোনো পন্থীই নয়, যাতে শুধু নাস্তিক হওয়ার "সমস্যা" নিয়ে একটু ফান করা হয়েছিল, আপনারা নোটিশ বোর্ডে বিনা ব্যাখ্যায় মুছে আমাকে জেনারেলে নামিয়ে দিলেন।
খুবই হতাশ হলাম। সামুকে আপনি যত সাহসী বলছেন, ততখানি আর নেই।

৬৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৪

নির্বাসিত আমি বলেছেন: আমাদের সামু সবসময় আছে আমরাও এর সাথে আছি , যে সামু নিয়া কথা কইতে আইব অরে গদাম দিয়া দেশ ছাড়া করুম X( X( X(

৬৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৯

একরামুল হক শামীম বলেছেন: সামহ্যোয়ারইন ব্লগ শুরু করেছিল বলেই নিজেকে এখন ব্লগার পরিচয় দিতে পারছি। সামহ্যোয়ারইন ব্লগের মাধ্যমেই ২০০৭ থেকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার হতে পেরেছি।

৭০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪১

ভোলার ডাইরী বলেছেন: শাহবাগের গণজাগরন তৈরি করল সামু,
ফায়দা নিল আওয়ামীলিগ

৭১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫০

নুর ফ্য়জুর রেজা বলেছেন: সামুর সাথে আছি।

৭২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৩

ভোলার ডাইরী বলেছেন: তবে একটা কথা হয়তো উল্লেখ করা উচিত ছিল, সামু সরকার বিরোধী লেখা ভয় পায়। পাছে ডিবি পুলিশের হাতে গুম হতে হয় কিনা

৭৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৫

ভোলার ডাইরী বলেছেন: ট্রিবিউট টু আ হিরো ----- লং লিভ মাহমুদুর রহমান স্যার

৭৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৭

একজনা বলেছেন: যে 'ব্লগার' নামে আজ কাঁপছে বাংলাদেশ, সেই ব্লগারদের পথিকৃৎ যারা, বাংলাভাষায় কমিউনিটি ব্লগের সূচনা হয়েছিল যাদের হাতে, চেনা দুনিয়ার বাইরে মুক্তচিন্তার দরজা খুলে দিয়েছিলেন যারা, আধুনিক এই বাংলাদেশে তারাই আজ মধ্যযুগীয় এক নোংরা খেলার শিকার। স্বার্থান্বেষী সব মহলই এখন চাইছে মুক্তচিন্তার সবল এই জানালাটি বন্ধ হয়ে যাক। কারণ অনলাইন তো বটেই, এমনকি অফলাইনেও এই এখন পুরো বাংলাদেশে নিঃশঙ্ক চিত্তে মতামত প্রকাশ প্রকাশের বড়ো জায়গা এই একটিই।

৭৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৮

রাজুবিডি বলেছেন: সামুর নীতিমালা আরো কঠোর হওয়া উচিত, উগ্র পন্থী মৌলবাদী কিংবা নাস্তিক দের দমন করলে আলু পোড়া খাওয়ার সুযোগ কমে যাবে। ব্যাক্তিগত ভাবে কেউ নাস্তিক হলে কারো কিছু যায় আসেনা, কিন্তু নাস্তিকতার মানে এই নয় যে তারা একজন আস্তিক এর ধর্ম বিশ্বাস কে আঘাত করবে। এই কাজ গুলো যারা করেছে যেমন আসিফ মহিউদ্দিন, আরিফুর এদের সযত্নে লালন করেছে সামু, আস্বীকার করার উপায় নেই। সাধারন ব্লগাররা এদের কুরুচিপুর্ন লেখার প্রতিবাদ করেছে, সামু হয়ত পোস্ট ডিলিট করেছে, কিন্তু ID গুলু ব্যান করেনি। করলে আজ এই অবস্থা হতনা। বাংলা ব্লগ বলতে সবাই সামুকেই বুঝে, সামুর সাথেই আছি।

৭৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৮

rasel246 বলেছেন: সামুর সাথেই আছি।

৭৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৮

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: লড়াই করলে শত্রু আসবেই। আমরা সামুর সাথে আছি। আমাদের জয় হবেই।

৭৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৯

ডাব্বা বলেছেন: সামহয়্যার ইন ব্লগ এর যাত্রা নিরাপদ হোক এবং এর মালিকপক্ষও নিরাপদে থাকুন, প্রার্থনা করি।

এর মডারেটরদের খানিকটা আলোকিত হওয়া প্রয়োজন। মনে মনে মনকলা খেয়ে এধরনের দায়ীত্ব সুস্ঠুভাবে পালন করা যায় না।

৭৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৯

পারভেজ আলম বলেছেন: ঠিক যেসময় দরকার ছিলো সে সময়ে আপনি হাজির হয়েছেন। আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে অনলাইন একটিভিজমের সাথে রাজপথের আন্দোলনের সংযোগ এই সামহোয়ারইনব্লগ ব্যাবহার করেই শুরু। এখন পর্যন্ত সামুর ব্লগারদের ঐক্যবদ্ধ প্রয়াসে যেমন গণসচেতনতা বেরেছে, তেমনি গণমানুষের অধিকারের পক্ষে সফল আন্দোলনও হয়েছে। এই আন্দোলনে সামুর নিয়মিত ব্লগারদের নানামূখি অবদান লিস্ট করতে গেলে এইরকম কয়েকশ ব্লগ লিখতে হবে। গলাবাজি, মিথ্যাচার অথবা শো ডাউনের বদলে এখনো সামুর ব্লগাররা এই আন্দোলনের গ্রাস রুট থেকে শুরু করে থিংক ট্যাংকএর ভুমিকা পালন করছে, আন্দোলনে যেনো জনগণের সর্বোচ্চ দাবি দাওয়া থাকে, সর্বোচ্চ ফলাফল যাতে পাওয়া যায় তার জন্যে প্রতিনিয়ত নানারকম প্রতিবন্ধকতা এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করছে। যারা হঠাৎ পাওয়া ফোকাসে ধরাকে সরা জ্ঞান করছেন এবং এই সুযোগে পুরনো শত্রুতা মিটিয়ে নিতে সামুর প্রতি আক্রমন চালাচ্ছেন তাদেরকে এইসব হঠকারী কার্যকলাপের জন্যে পস্তাতে হবে। বাংলাদেশের ব্লগার এবং অনলাইন একটিভিস্টদের ঘাটি হলো সামহোয়ারইনব্লগ, এই ব্লগের উপর আঘাত আপামর ব্লগার এবং অনলাইন একটিভিস্টদের উপর আঘাত। একমাত্র ছাগু এবং কিছু আওয়ামী সাইকো ছাড়া সামহোয়ারইনের উপর কেউ আক্রমন করেনা। এদেরকে আপামর ব্লগার অনলাইন একটিভিস্ট কমিউনিটির বাইরে রেখে হিসাব করতে হবে।

৮০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৯

পরবাসী একজন বলেছেন: সামুতেই এখন ডিকটেটরশিপ চলতেছে।
কোনো লেখা তাদের মতের বিরোদ্ধে গেলেই তারা মুছে দিচ্ছে X( X( X(

৮১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০০

নোমান নমি বলেছেন: সামুর পাশে আছি,থাকবো।

৮২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০১

*কুনোব্যাঙ* বলেছেন: এদেশে কিছু করতে চাইলে যেকোন একটি দলের বা যেকোন একটি বিশেষ মতাদর্শী মানুষের হয়ে কাজ করতে হবে নইলে আপনি সবারই শত্রু। যে সমস্যাটায় এখন সামহোয়্যারইন ভুগছে। একেক পক্ষ চোখে শুধু তাদের বিপক্ষে যায় এমন লেখাই দেখছে বা দেখতে চাইছে। তাদের পক্ষের পোষ্টগুলো তারা দেখছেনা বা দেখতে চাচ্ছে না তাদের সার্থ উদ্ধারের প্রয়োজনেই! এটা দুঃখজনক। সামহোয়্যারইন ব্লগ নিয়ে ২/১টি মেইন স্ট্রিম পত্রিকার একপাক্ষিক সংবাদ পরিবেশনা অনলাইনে ইয়েলো জার্নালিজমের একটি প্রামাণিক উদাহরণ হয়ে থাকবে।

আর চর দখলের মত ব্লগ দখলের বা ব্লগে সর্দারী করার মানসিকতা নিয়ে যারা আসে এবং না পেরে আশেপাশে ঘুরঘুর করে নানা রকম কুৎসা রটায় তাদের ব্যাপারে কিচ্ছু বলার নেই। সাধারন চোখেই তাদের মানসিক অবস্থা সহজে অনুমেয়।

সামহোয়্যারেই আছি, সামহোয়্যারেই থাকব।

৮৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০২

লিন্‌কিন পার্ক বলেছেন:
ছিলাম আছি এবং থাকব !!

৮৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৪

তন্ময় ফেরদৌস বলেছেন: দূর্যোধন বলেছেন: নো প্রবলেমো । অপশক্তির বিরুদ্ধে সজাগই আছি ।

৮৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৪

শের শায়রী বলেছেন: সামুকে ভালবাসি। সাথে আছি। সাথে থাকব।

৮৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৭

মুরাদ-ইচছামানুষ বলেছেন: দেখতেছি সবকিছু। আরো দেখা যাক সামনে কি হয়...

ছাগু ল্যাদানি আর হিটখোর ধর্ম আক্রমণকারীদের বিরুদ্ধে আগেই ব্যবস্থা নিলে অনেক কিছুই হইত না।আজ সামু কঠিন অবস্থায় যদি পইড়া থাকে তাইলে এর পঞ্চাশ ভাগ সামুর নিজের হিটাকাঙ্খার জন্যই।

তবে যাইহোক, এই ব্লগটা অনেক প্রিয় একটা জায়গা।। অনেক।।

৮৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৮

বাঘ মামা বলেছেন: ব্যাক্তি দল মত ধর্মে সামুর সুবিচার শ্রদ্ধা ও নিরপেক্ষতা নিয়ে অন্তত আমার মত একজন সাধারণ ব্লগারের কোন সন্দেহ নেই।গত চার বছরে দেখেছি সামুর ন্যায় বিচার।দেখেছি অশ্লিলতার বিরুদ্ধে সামুর অবস্থান।
ধর্ম অনুভুতিতে আঘাৎ হেনেছে এমন পোস্ট ব্লগার বিরুদ্ধে অবস্থান নেয়ায় সামু তথা জানাকে অনেক আক্রমনের শিকার হতে হয়েছে কথিত প্রগতিশীল মানুষ কর্তৃক।

ধর্মের নামে ব্যবসা, অপব্যখ্যা ও অপপ্রচারের বিরুদ্ধেও সামুর অবস্থান প্রশংসনীয় ছিলো সেটা স্বীকার করতেই হবে।

এখানে যারা সুস্থ্য ব্লগিং করেন তারা কখনোই সামু কর্তৃক ভুল বিচারের সম্মুখিন হননি,আমার বিশ্বাস অবশ্যই আপনারা এই বিষয়ে আমার সাথে একমত হবেন আশা রাখি।
হয়তো কিছু কিছু সময়ে মডারেশন উপস্থিতির ফাঁকে কোন অপ্রীতিকর কিছু হলেও তা মডারেশন প্যানেলের দৃষ্টিতে আসা মাত্রই সুবিচার পেয়েছে।

সুতরাং কোন রকম হুমকি ধমকির তোয়াক্কা না করে সামুর সাথে থাকার আপ্রাণ চেষ্টা থাকবে।

সত্য ও সুন্দরের জয় অনিবার্য্য

সামুর জন্য শুভ কামনা সব সময়

৮৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১১

জাতি জানতে চায় বলেছেন: এই মুহুর্তে মুক্তমত প্রকাশের জায়গা বলার মত অবস্থানে সামু নাই। কয়েক দিন পূর্বেই একটা সাধারন হাইপোথেটিক্যাল পোস্ট সরিয়ে কয়েক ঘন্টার ব্যবধানে সেই ব্লগ বাতিল করে সামু তার অন্ধ রাজনৈতিক প্ল্যাটফর্মের রূপ প্রকাশ করেছে। একটা দৈনিক পত্রিকায় কিছু ব্লগের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবেদন থাকার মানে এই না যে সামুকে টার্গেট করা হয়েছে, যেখানে সামু নিজেই ভিন্নমতের ব্লগ বাতিল করছে। এই বিকৃত ব্লগারদের সাথে সামুর কোন যোগসাজস আছে কিনা সেটা সামুকেই পরিস্কার করতে হবে। বরং আমার দেশের রিপোর্ট গুলো পড়ে মনে হলো বাংলা ভাষার প্রথম ব্লগের স্বীকৃতিটা তারা সামুকেই দিলো! পোস্ট পড়ে খানিকটা ভাড়ামোর গন্ধ পেলাম!

৮৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১২

মাহীন jm বলেছেন: সামুর সাথে আমরা আগেও ছিলাম, আছি, এবং থাকবো

৯০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১২

সাধারণ মুসলমান বলেছেন: সামুকে চাই সবসময়। তবে ব্লগটাকে আরও ঘৃণামুক্ত ও ভদ্র চাই। ভদ্র ভাষায় মতভেদ চলতে ক্ষতি কি?

৯১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৬

আশীফ এন্তাজ রবি বলেছেন: একদম সময় উপযোগী একটি লেখা। ধন্যবাদ ফিফা।

৯২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৭

এঞ্জেল বয় বলেছেন:
আমরা বেঁচে থাকলে সামু বেঁচে থাকবেই।

৯৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৬

ইউনুস খান বলেছেন: ফিউশন ফাইভ আপনে বলেই আপনার লিখাটি দুইবার পড়ে মন্তব্য লিখছি। আমার ব্লগের শুরু সামহোয়্যারইনে। প্রায় ৪ বছর ৯ মাস এ ব্লগে লিখে যাচ্ছি। কত আবেগ, অনুভূতি আর ভালোবাসা দিয়ে শুরু হয়েছিলো আমার ব্লগযাত্রা। বিভিন্ন সময় ব্লগের বিভিন্ন কর্মকান্ডে, মডারেটরদের ভূমিকার কষ্ট পেয়েছি, রুষ্ট হয়েছি। সাময়িকভাবে ব্লগ থেকে বিরতি নিয়েছি। ব্লগে লিখা কমিয়ে দিয়েছি।

কিন্তু সামহোয়্যারইন ব্লগের প্রতি ভালোবাসা কমেনি এতটুকু। যে কেউ চাইলেই এ ব্লগ দিয়ে কতশত ভালো কাজ, সৃষ্টিশীল লিখা বা কতকিছু করাই সম্ভব। যূথবদ্ধভাবে আমরা কত কিছুইনা করেছি।

বরাবরই আমরা সাধারণ ব্লগাররা চেয়েছি ব্লগ অথরিটি তাদের নিয়ম-কাননের ব্যাপারে সজাগ থাকুক। কেউ যেনো দেশের বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে লিখতে না পারে। আবার কেউ যেনো কারো ধর্মকে খাটো না করে।

কিন্তু ইতিহাসটুকু আপনার আমার সবার জানা। বলতে না চাইলেও, মনে করতে না চাইলেও আমার অবচেতন মন বারবার বলে যায়.... শাহবাগের আন্দোলন ভিন্নখাতে কেনো চলে যাচ্ছে? কেনো সারা বাংলাদেশের আলেম সমাজকে রাস্তায় নামতে হয়েছে? কাদের কারনে শুক্রবারে ৪ জন নিহত হলো? কেনো আজকে হরতাল?

হ্যাঁ আমি জানি জামায়াত কৌশলে এ ইস্যুটা নিয়ে এদেশের ধর্মভীরুদের কৌশলে ব্যবহার করছে। এইটাতো আপনে সহ আমরা সবাই জানি। কিন্তু এ ফ্লাটফর্মটা কে তৈরী করে দিসে? আমরা যদি আমাদের নিয়ম-কানুন মেনে চলতাম তাহলে এ অবস্থার তৈরী হতোনা বলে আমার বিশ্বাস।

পরিশেষে বলবো সামহোয়্যারইনের পাশে আছি, ছিলাম, থাকবো। কয়েকজনের নোংড়ামীর কারনে আমরা এ ব্লগটাকে হারাতে চাইনা।

৯৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৯

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: সামুর সাথে ছিলাম,আছি, থাকবো।

৯৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩২

মামুন হতভাগা বলেছেন: ঠিক যতটুকু ঘৃণা করি ঠিক ততটা করি ধর্ম নিয়ে বিদ্বেষ ছড়ানো ব্লগার নামের কিছু কীটকে।সামুর উচিত উগ্রবাদী ধর্ম সমলোচক ও ছাগুদের ঝেটিয়ে বিদায় করা।
সামুর সাথে আছি থাকব।জয় আমাদের হবেই।
জয় বাংলা

৯৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩২

মামুন হতভাগা বলেছেন: ঠিক যতটুকু ঘৃণা করি ছাগুদের ঠিক ততটা করি ধর্ম নিয়ে বিদ্বেষ ছড়ানো ব্লগার নামের কিছু কীটকে।সামুর উচিত উগ্রবাদী ধর্ম সমলোচক ও ছাগুদের ঝেটিয়ে বিদায় করা।
সামুর সাথে আছি থাকব।জয় আমাদের হবেই।
জয় বাংলা

৯৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৩

হাম্বা বলেছেন: সামু আমার অনেক প্রিয় একটা ব্লগ।

শুভ কামনা ছাড়া আপাতত আর তেমন কিছুই করার ক্ষমতা নেই

৯৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৫

একজনা বলেছেন: এমন একটি পোষ্টের অভাব বোধ করছিলাম বেশ কয়েকদিন থেকেই। আমি ব্লগে শুধু পড়তেই আসি। অন্য ব্লগগুলোতে খুব একটা যাইনা একটি বিশেষ কারনে। আর তা হল বাকশীলতার মুক্ত প্রকাশ। যা অন্য ব্লগগুলোতে নেই, বলা যায় কোন না কোনভাবে একচোখা/পক্ষপাত দোষে দুষ্ট। এখানেই আসলে এই ব্লগটির সাথে অন্য ব্লগগুলোর পাথক্য। এখানে এলে পুরো বাংলাদেশের একটা স্পষ্ট অবয়ব পাওয়া যায়। সামু ব্লগটি যেন আমাদের আপামর বাংলাদেশেরই প্রতিচ্ছবি।

মোতাহার হোসেন (সম্ভবত) এর একটা লেখায় পড়েছিলাম, কোন দেশ, সেই দেশের সম্যক ব্যাপার সম্পর্কে জানতে হলে সেই দেশের লাইব্রেরীগুলোতে যাও, তাদের সংগ্রহের তালিকা দেখো এবং তা পড়ে দেশটি সম্পর্কে ওয়াকিবহাল হও। সামু ব্লগকে সামগ্রিকভাবে একটি পূুরনাঙ্গ লাইব্রেরীই মনে হয়েছে আমার।

আপনি সামুকে নিয়ে খুব গুরুত্বপূর্ণ এবং স্পষ্ট পয়েন্টগুলো তুলে ধরেছেন। সামুকে নিয়ে কোন প্রশ্ন তুললে আপনার পয়েন্টগুলোই যথেষ্ট সব অপপ্রচারের বিরুদ্ধে সামুর স্পষ্ট অবস্থান তুলে ধরবার জন্য।

পোষ্টের প্রত্যেকটি পয়েন্টের সাথে একমত পোষণ করছি এবং সামুর বিরুদ্ধে সকল অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি। প্রিয় সামুর পাশে আছি সব সময়।

৯৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫০

একজনা বলেছেন: সামুকে জানতে হলে একচোখা দৃষ্টি দিয়ে নয়, দেখতে হবে খোলা চোখে এবং মুক্ত মনে। সামুর বিরুদ্ধে সকল প্রকার নোংরামির প্রতি ঘৃণা জানাই।

১০০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫১

হাবিব০৪২০০২ বলেছেন: লেখার জবাব লেখা দিয়েই দেয়া হোক, চোখ রাঙিয়ে নয়।

মানুষের শুভবুদ্ধির উদয় হোক, স্বাধীন মত প্রকাশের জয় হোক, হলুদ সাংবাদিকতা নিপাত যাক।

১০১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫১

স্তব্ধতা' বলেছেন: ওয়েলকাম ব্যাক ফিফা।ভালো লাগলে দেখে।

-সামু যারা চালায় (জানা/অরিল), এদের ভাবনায় ভীষণ সরলতা আছে।সে সরলতার মাত্রা এতোটাই গরল যে এই রাজনৈতিক প্লাটফর্মে এরা একদম বেমানান। এটাতো সত্যি ব্লগ আর শুধুই ব্লগিং এর মধ্যে সীমাবদ্ধ নেই, এটার ব্যপ্তি এখন রাষ্ট্রীয় পর্যায়ে।তাই আরও টেকনিক্যাল থিঙ্ক ট্যাংক প্রয়োজন। এক আমার ব্লগ বা সচল ফলো করলে তাদের সঞ্চালকদের যে কূটনীতি আপনার চোখে পড়বে, সামুর সঞ্চালকরা সেদিকে নেহায়েতই শিশু।সামুকে টেকনিক্যালী আরও ষ্ট্রং হতে হবে, নতুবা, আপনাকে অনুনয় করে ফিরিয়ে এনেও সামুর আখেরে কোন লাভ হবেনা।কারন শেষ বিচারে সেই টিকে থাকবে যে আওয়াজ তুলতে পারবে।সামুর ব্যর্থতা এই খানেই।আওয়াজ তুলতে পারা ব্লগাররা সামু থেকে চলে যাচ্ছে।

-সামু যদি মনে করে নতুন ব্লগার রেজিষ্ট্রেশন আর ট্রাফিক দিয়েই সামু টিকে থাকবে, তা নেহায়েত গা-ছাড়া ভাবনা। ব্লগ রাজনীতিতে টিকে থাকতে হলে পুরোনোদের ধরে রাখতে হবে। ধর্ষনের বিরুদ্ধে একটা পোষ্ট লিখা, কিংবা গলা চড়ায় স্লোগান সর্বস্ব্ পোষ্ট দেয়া অনেক সহজ, কিন্তু পার্বত্যচট্টগ্রাম ইসু্য বা সাম্প্রদায়িকতা ইস্যু, নাস্তিকতা এই সমস্ত টেকনিক্যাল ইস্যু দক্ষতার সাথে হ্যাণ্ডেল করার মতো ব্লগার কৈ? এখন যারা ব্লগিং করে তাদের মধ্যে কয়জন বলতে পারবে জামাতের গঠনতন্ত্রে কি আছে? বা জামাতের ম্যানুফেষ্টো কি? এরা কি জানে যে জামাতের ম্যানুফেষ্টোতেই আছে, জামাত ক্ষমতায় আসলে হরতাল নিষিদ্ধ করবে (কালকে কিন্তু ছাগীয়তাবাদী হরতাল)। টেকনিক্যাল পোষ্ট দেয়ার মতো সেই ব্লগার/ব্লগপাঠকেরা কই? কিন্তু এই সামুতেই এমন ব্লগাররা ছিলেন, যারা এসব ব্যাপারে অনেক সাংবিধানিক জ্ঞান রাখতেন। সেই ব্লগাররা কৈ? আপনার কি মনে হয়না সামু পুরোনোদের থোরাই কেয়ার করে? অন্তত: যারা বিভিন্ন সময়ে সামুর মাধ্যমে বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময়ে সোচ্চার ছিলো? আপনি কেন চলে গিয়েছিলেন? সামুর এই ব্যর্থতা পীড়াদায়ক। আপনি ফিরে এসছেন, ভালো, সামনে আরও টেকনিক্যাল সময় আসছে।

এটা খুব দু:খজনক যে এই ব্লগ থেকেই ছাগল ক্ষেদানোর তড়িকা তৈরী হলো, আর এই ব্লগকেই এক গ্রুপ ছাগ-তোষক আর এক গ্রুপ 'নাস্তিক-তোষক' তকমা লাগায় দিলো। অথচ, আপনার নিশ্চয়ই খেয়াল আছে এইখানে হোসেইন এর মতো ছুপা শিবিররা মুক্তিযুদ্ধের ছবি নিয়া এ্যালবাম বানায়াও লুকায় থাকতে পারে নাই। তাই সামু টিকে থাক এই কামনাই থাকবে। কারন আমরা, যারা কোন ব্লগীয় স্বার্থনীতির সাথে জড়িত নই, তারা সামুর পাল্সটা বুঝি।কিন্তু এই পালসটাকে ছড়িয়ে দেবার জন্য যোগ্য লোক চাইতো। যোগ্য সেনা না থাকলে রাজার শক্তি কৈ থাকে? সামুর ঐ জায়গাটা পোক্ত করতে হবে। এতো কিছু বললাম একটাই কারন।সামুকে বিদায় জানানোর সময় হয়ে এসেছে আমারও।এর মধ্যে আপনি ব্যাক করলেন। ভালো থাকবেন। সামুর জন্য শুভ কামনা রইলো।

১০২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৬

বোরহান উদদীন বলেছেন:
সামু আমার মামু
আমরা সবাই ভাই ভাই
সামু তোমার ভয় নাই।

১০৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০০

বাদল দিনের গান বলেছেন: সামুর সাথে আছি, থাকবো!

১০৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১২

রঁমাকান্তকামারঁ বলেছেন: গতকিছু বছর ধরে সামু নাস্তিকদের সমাদরে লালন পালন করে গেছে। এর ফলাফল কতটা ভয়াবহ হতে পারে সেটা না যেনেই। আশাকরি সামু এখন বুঝতে পারবে তারা আসলে কতটা অবিবেচকের মত কাজ করেছে।

১০৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৮

সানড্যান্স বলেছেন: ওয়েল্কাম ব্যাক ফিফা।ভাল আছেন?দেশে না বাইরে এখনো?

সামু ছাগু পালে না, তবে নাস্তিক তোষন করে, আমরা একাধিকবার দেখেছি।

আবার এই যুদ্ধাপরাধী বিচারের দাবীতে আমরা সামুকে সবসময় সামনে দেখেছি, জানা আজকে ঠিকই বলেছেন-

ওইদিন সবচেয়ে প্রথম বিকেল চারটায় শাহবাগে জড় হন সামহোয়্যার ইন এর ব্লগার সরদ চৌধুরী, পারভেজ আলম, বাকী বিল্লাহ, তন্ময় ফেরদৌস, কাল্পনিক এবং শিপু ভাই এর মতো অনেকেই

যেহেতু যুদ্ধটা আস্তিক নাস্তিক নয়, যুদ্ধটা যুদ্ধাপরাধীর বিচার চেয়ে, তাই সামুর পাশে আছি।

১০৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩১

শামীম আরা সনি বলেছেন: সাথে আছি।

১০৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৪

নেকড়ে বলেছেন:
ফিফা, দুর্দান্ত। বরাবরের মত।

১০৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৭

মাক্স বলেছেন: সাথে আছি, থাকবো।

১০৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৪

বাঘা তেঁতুল বলেছেন: সামুর সাথে আছি ।

১১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৮

নেকড়ে বলেছেন:
মান হানির মামলা করা উচিত বলে অনে করি

১১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৯

কলাবাগান১ বলেছেন: লিখাটা সব পত্রিকায় ছাপার জন্য পাঠানো হোক

"প্রতি ৫০ হাজার ব্লগারের মধ্যে একজন হয়তো ধর্ম নিয়ে টানাহেঁচড়া করেন, তাতে কি বাকি সব ব্লগারই ধর্মবিরোধী নাস্তিক হয়ে যান? "

১১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০০

মিতক্ষরা বলেছেন: সামু ব্লগে রাজীবের খুন হওয়া নিয়ে একটি পোস্ট স্টিকি হয় যেখানে সোনার বাংলা ব্লগের বিরুদ্ধে বিষেদগার ছিল। সোনা ব্লগ বন্ধ করতে সামু ব্লগেরও তাই কিছু ইন্ধন ছিল। তাই মত প্রকাশের স্বাধীনতার দোহাই সামু ব্লগ কতটুকু দিতে পারে সেটাও একটি প্রশ্ন। সামু ব্লগ যে ইসলাম বিরোধী ব্লগারদের লালন করেছে বিভিন্ন সময় - এ অভিযোগ কি পুরো মিথ্যা?

১১৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৬

পাথরের কান্না বলেছেন: সামুর সাথে আছি। ;)

১১৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৮

যাইম জাকেরীন বলেছেন: মি সামুর নীতি এখনও বুঝলাম না। আমি শিবিরের আক্রমণে ছাত্রদলের নিহত কর্মিদের নিয়ে লিখা লিখলাম। তার পর ব্যান করে দিল। আমরা দেখলাম বাংলানিউজের প্রপাগান্ডা দেখে এক চেটিয়া ব্লক মারা হল। দেখা হল না কারা বিচার চায় বা না চায়। এই সরকারের সমালোচনা করলেই যদি জামাত হয়ে যায়, তাইলে বিএনপি পন্থিরা গেল কই? আমি প্রকাশ্যে বলেছি আমি বিএনপি সমর্থক। তারপরও ব্যান করল?
আর একটী কথা, শাহবাগে জাগরন ছিনতাই হয়ে যাচ্ছে, এটা বলেছিলাম ৪ নাম্বার দিন। তার শাস্তিও আমি পেলাম। কিন্তু এখন তো জানা আপু নিজেই স্বিকার করলেন শাহবাগের জাগরন শুরু করা ব্লগাররাই নেতৃত্ব থেকে দূরে সরে আছেন, অথচ ইমরান তেমন ব্লগ না লিখেই ব্লগার পরিচয়ে নেতা হয়ে যাচ্ছেন। এদের জন্যই রাজনীতি প্রবাশ করার সুযোগ হয়েছে

১১৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৩

একজন বাংলার ছেলে বলেছেন: if those three or four bloggers are the culprit then why the somewherein blog did not take any action against them.what it could happend if they dint blog in somewhere in blog.a person while shows his contempt to any particular religion can not be called himself an atheist but an Islam antipathetic.and they are exactly that. if you want to accuse Amar desh for the recent situation then you must have to say that somewhere in blog has created that opportunity for Amar desh.Amar desh is just indicating to the true fact and there is nothing wrong with it.people has right to know the real fact.with this issue I agree with Amardesh 100% .

১১৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৪

মেট্রো মেঘ বলেছেন: রাজাকার ও নাস্তিকদের প্রশ্রয় দেয়া না হলে সামুর সাথেই আছি।

১১৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৩

ম্যাকানিক বলেছেন: ফিফা ভাই
আমি সামুর সেই শুরু থেকেই আছি
গালাগালির কারনে বেশ কয়েকটা নিক হারায়ে এবং আইপি সহ সুলেমানি ব্যান খাওয়ার পরে এই নিকটা সারভাইভ করে আছে গত বছর তিনেক ধরে।
সামুর মডারেশন দেখে আমার নিজেরই মনে হত সামুর মড প্যানেলে রাজাকার বসে আছে অথবা বাংলাদেশ বিরোধী কেউ আছে আবার নাস্তিকদের ইসলামকে গালাগালির প্রশ্রয় দেয়া দেখে মনে হয়েছে সামুর মড প্যানেলে ইসলাম এর জাত শত্রু কেউ বসে আছেন।
কিন্তু সামুর সাম্প্রতিক অবস্থান দেখে আমি আমার দুইটা সিদ্ধান্ত থেকেই ফিরে আসছি । আসলে জানা এবং আরিল দুইজনই বাংলাদেশের প্রেক্ষাপটে একটা নিরপেক্ষ অবস্থানে থেকে সবার মত প্রকাশের জায়গা করে দিতে চেয়েছেন এবং সেইটার সুযোগ নিয়েছেন সকল পক্ষই।
তবে এই নিরেপক্ষ থাকার একটা লিমিট থাকার দরকার ছিলো একটু কিছুটা শালীন থাকার দরকার ছিলো ।এই যায়গাটায় সামু মনে হয় ঠিক বুঝে উঠতে পারেনি।
আমার ম্যাকানিকিয় প্রফেশনের ভাষায় বলতে গেলে সামুর যেখানে ব্রেক কষে থামার দরকার ছিলো সেখানে না থেমে ভুল যায়গায় থেমেছে এবং সময় সময় ভুল যাত্রি উঠিয়েছে আবার সময় সময় ভুল যায়গায় ভুল যাত্রি নামিয়েছে।
অন্য ব্লগেও দেখি আজকাল সামু রাজাকার ব্লগ বলে প্রচার করা হচ্ছে সামুতেও লিখতেন এমন ব্লগারো তার লেখায়( অন্য ব্লগে প্রকাশিত) উল্লেখ করছেন আবার সেই লেখকেরই লেখা শোভা পাইতে দেখছি সোনা ব্লগে।
আজকে নাস্তিক ব্লগ হিসেবে দেখলাম অনেকে সামুরে রিতিমত ধুইয়া ফেলতেছে
আরে ভাই নাস্তিকদের ব্লগ হইতেছে মুক্তমনা সেইখানে গিয়া দেখেন সামহয়ার ইন সেই তুলনায় একটা ছোটখাট অনলাইন বাংলাদেশ।
আমার ব্লগ সবসময় সামহয়ারের বাশ খাওয়ায় হাত তালি দেয় এই কিছিদিন আগেও আমার ব্লগের ডাক্তার আইজুদ্দিন বান্দরের কানে টেলিস্কোপ বসায়া ঠাডায়া আল্লাহ রাসুলের চৌদ্দগুষ্ঠি উদ্ধার করছে দিনের পর দিন।
ফিফা ভাই আসলে আমরা হইলাম হুজুগে জাতি আমাদের এই খাসলত এইত সহজে যাবে না।



১১৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫০

নরাধম বলেছেন:
পোস্টের সাথে একমত। উপরে ম্যাকানিকের কমেন্ট ধর্তব্য। আমি নিজে শতবার ব্যান কাইছি সামুতে কিন্তু তবুও সামুই সবচেয়ে মুক্ত ব্লগ মনে হয়েছে। মডারেটররা সাধারণ মানুষ, জানা-আরিলও, তাই তাদের ভুলভ্রান্তি থাকতেই পারে, কিন্তু অন্য অনেক ব্লগের মালিকদের মত শয়তানিতে তারা নাই মনে হয়েছে।

১১৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫২

মুক্ত মণ বলেছেন: একজন বাংলার ছেলে বলেছেন: if those three or four bloggers are the culprit then why the somewherein blog did not take any action against them.what it could happend if they dint blog in somewhere in blog.a person while shows his contempt to any particular religion can not be called himself an atheist but an Islam antipathetic.and they are exactly that. if you want to accuse Amar desh for the recent situation then you must have to say that somewhere in blog has created that opportunity for Amar desh.Amar desh is just indicating to the true fact and there is nothing wrong with it.people has right to know the real fact.with this issue I agree with Amardesh 100% .

১২০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৭

ঘুমকাতুর বলেছেন: ফিফা সাহেব কি ইচ্ছা করে বিএনপিরে খুচাইলেন? বিএনপি করো ইয়ে নিয়া পিয়ালদের মত তো টানাটানি করে না।

আপনি বলছেন,
আর বিএনপি এখন স্বাধীনতা বিরোধীদের সঙ্গে সুর মিলিয়ে ব্লগই বন্ধ করে দেওয়ার আহবান জানাচ্ছে
যে লিংক দিছেন ঐখানে কি বালা আছে?

এই বিষয়ে সরকারের সমালোচনা করে বিএনপি বলেছে, “সরকার সামান্য সমালোচনা, বিরোধী মত ও কোনো ধরনের মুক্ত চিন্তাকে বরদাস্ত করে না। সরকারের নির্দেশে বিটিআরসি ইউটিউবসহ অনেকগুলো ব্লগ ও পেইজ বন্ধ করে রেখেছে। অথচ ইসলামের বিরুদ্ধে কুৎসা ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অব্যাহত থাকছে।”



অভিযোগ করা আর আহবান করা কি এক? অভিযোগ আর আহবানে পার্থক্য না বুঝলে ভাবী সাহেবারে জিগান ;) আপনারে অনেক সম্মান করি। কিন্তু এর মানে এই না ভাঁড়ামু করলে আপনারে রেসিডেন্ট ভাঁড় কমুনা ;)


আপনি আরও বলেছেন,
আবার নাস্তিকরা তারও একধাপ ওপরে উঠে ঘোষণা দেন সামহোয়্যারের মডারেটররাই নাকি মৌলবাদি।


আপনে বস মানুষ, কইছেন যখন নিশ্চয় প্রামান আছে। একটা প্রমান দেখান। দেখাইতে পারলে খোদার কাসম কোন দিন কোন নিকে আপনারে কখনও রেসিডেন্ট ভাঁড় কমুনা




এখন আমার কথা কই, ২ বছরের বেশী সময় ব্লগে আছি। এই ব্লগ আমাকে লেখা শিখাইছে। প্রতিবাদ করতে শিখাইছে। অনেক সময় নাস্তিকদের গালি দিছি, আম্বাদের গালি দিছি আমারে মডু শাস্তি দিছে। তবে আবার সুযোগও দিছে। আমি মনে করি না সামু নির্দিষ্ট কোন গ্রুপরে সাপোর্ট দেয়। মাঝে মাঝে হয়তো স্বজন প্রীতি দেখায় তবে অন্য যেকোন ব্লগ থেকে সামু ভালো। এইজন্য ২ বছর পার করতে পারছি। সামুকে ভালবাসি :!> , এর বিপদে আপদে সব সময় সামুর পাশে আছি। আশকরি আমার ছেলেপুলেও এই ব্লগে লিখবে। তারাও আপানারে ... ডাকবে :P

১২১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৫

অপূর্ণ রায়হান বলেছেন: সামুর সাথে আছি , থাকবো । মিথ্যুকদের মিথ্যাচার আর কতদিন টিকবে ! তবে সামুকেও আরও একটু সতর্ক হতে হবে ।

+++++++++++++++++++

১২২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫০

মাহিরাহি বলেছেন: রাজাকার আর নাস্তিকদের প্রশয় দেয়াটা আর ঠিক হবে না।

দুটাই দেশ জাতি আর সামুর জন্য ক্ষতিকর।

১২৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৯

নাইট রিডার বলেছেন: সামহোয়ারইন এ ব্লগ লিখা শুরু করার প্রথম কারণ ছিল এখানে নানা মত ও পথের লোকের সমাগম। সোনা বা আমার ব্লগের মত একপেশে মনোভাব না থাকাটাই সামহোয়্যার এর প্রধান বৈশিষ্ট্য। এখন দেখা যাচ্ছে কোন মত বা পথকে সমর্থন না করাটাই সামহোয়্যার এর কাল হয়ে দাঁড়িয়েছে। হয়ত কোন একধারার ব্লগ হলে আজ সেই ধারার মানুষ বা অমানুষগুলো সামহোয়্যারের পক্ষে কথা বলত। কিন্তু ডান-বাম, আম্লীগ বিএনপি, আস্তিক-নাস্তিক যারা কিনা সামহোয়্যারে নিজের একগুঁয়ে মনোভাব প্রতিষ্ঠিত করতে পারেনি তারা আজ একযোগে এর বিরুদ্ধে বিষোধগার শুরু করেছে।

তাহলে কি সামহোয়্যার ভুল করেছে কোন একটি মতবাদের প্রচার-মাধ্যম না হয়ে? না, ভুল করেনি। সামহোয়্যারের প্রধান শক্তি হল এর দেড় লক্ষের কাছাকাছি ব্লগার; যাদের বেশীরভাগ ই সাধারণ ব্লগার। যাদের মত ও পথ হচ্ছে অন্যায়কে তুলে ধরা, প্রতিবাদ করা।এরাই সামহোয়্যারকে এগিয়ে নিয়ে গেছে, এরাই সামহোয়্যারের বিরুদ্ধে এইসব অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সামহোয়্যার সাথে আছি, সাথে থাকব।

অফ টপিকঃ সামহোয়্যারে একাউন্ট খোলার পর একটিমাত্র ব্লগকে অনুসারিত ব্লগে রেখে মনে হচ্ছিল ভুল করেছি, কারণ সেই ব্লগার আমি একাঊন্ট খোলার তিনমাস আগে তার শেষ পোস্ট করেছিল, তারপর আর কোন পোষ্ট নেই। আমার অনুসারিত ব্লগটিকে এক্টিভ করায় ধন্যবাদ।

১২৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১২

আশিকুর রহমান অমিত বলেছেন: সামুর সাথে থাকবোই থাকবো। অন্য কোথায় যাবো?
একজন ব্লগার, সামুর একজন ব্লগার অনলাইন জগতে এই পরিচয়টা তো দেয় :)
তবে অনুরোধ থাকবে নির্বাচিত পোষ্টের ব্যাপারটা। অনেক চোখে পড়ার মত পোষ্ট কিন্তু আসে নাহ এখনো!

অফটপিক ফিউশন ফাইভ কেমন আছেন আপনি? কেমন কাটল বিদেশে?

১২৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৩

বুনো বলেছেন: সামুতে ছাগুরা ল্যাদায় তা সত্য কিন্তু এইটা মিথ্যা যে তাদের জন্য ওরস্যালাইন সাপ্লাই করা হয় সামু থেকে। সামুতে ছাগুরা আসে, কারণ, এই ব্লগে রাজনীতি হয়। আর তারা ধরা পড়তে একটু দেরী হয়, কারণ যথেচ্ছ ট্যাগিং এর কারণে উপযুক্ত প্রমাণ ছাড়াই কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারে না। এই ট্যাগবাজদের আক্রমণের স্বীকার ফিফা নিজেও হইছে, এই পোষ্টে কমেন্ট দেওয়া অনেক সামু দরদী'র কাছেই ফিফা হচ্ছে কাঁঠাল পাতা খাওয়া ছাগল।

ছাগু আসবে, ল্যাদিয়ে যাবে, বাহিরে গিয়ে সামুর নামে বদনাম করবে। কিন্তু দেশের সব মানুষই তো ছাগু নয় যে তাদের কথা বিশ্বাস করবে। দাঁড়িপাল্লা সংক্রান্ত নোটিশ বোর্ডের পোষ্টে ফিফা নিজেই তো কর্নেল সামুরাইয়ের সাথে বাক তর্কে লিপ্ত হয়েছিল, কিন্তু দাঁড়িপাল্লার পোষ্টের বিরোধিতাকারী সবাই কি কর্নেল কে সাপোর্ট করেছিল? বরং ব্লগারদের সামুর প্রতি ভালোবাসার কারণেই সেই ঘটনার অপ প্রচার রোধ হয়েছিল।

ছাগুদের দৌড় কতটুকু সবাই জানে, কিন্তু অন্য যেই অপশক্তিটি সামুর বিরুদ্ধে আছে তাদের বিপক্ষে কয় জন বলতে পারবে? এরা তো প্রকাশ্যেই সব করে। পান থেকে চুন খসলে অনেকের ফেসবুকের স্ক্রিনশট এসে পড়লেও, মুরুব্বীরা আরজুপনির ফেসবুকে গিয়ে জঘন্য ভাষায় আক্রমণ করলেও সেটা ইভ টিজিং হিসেবে গণ্য করা হবে না। তাকে ছাগুনী, জানাকে ছাগ মাতা বলে স্ট্যাটাস দিলে সেখানে সামুর নুন খাওয়া ব্লগাররা গিয়ে লাইক দিয়ে সহমত জানায়। এই দুমুখোগুলারে কিছু বলার মতো সাহস কার আছে??

যা করার সামুর নিজেকেই করতে হবে। আপনি বহু কালের ব্লগার হিসেবেই জানেন সামুর সেই কোয়ালিটি আর নেই। উপরে 'স্তব্ধতা' বলে গেল এই বিষয়ে। বছর খানেক আগেও সামুতে ব্লগিং করতে অনেক কিছু জানতে হতো, এখন তো সেটার দরকার নাই। ফেসবুকের স্ট্যাটাসটা একটু আবেগ মাখিয়ে বড় করে প্রতিদিন দুই একটা পোস্ট দিতে পারলেই হিট অক্ষুণ্ণ? পরিবেশ রক্ষার্থে অনেক সিন্ডিকেটই বিদায় করা হয়েছে, সেই সাথে সামুর কোয়ালিটিরও অনেক পতন হয়েছে। যেই একমাত্র রত্ন ছিল, সেও হঠাৎ চলে গেল। এখন একটা চরম উদাসের অর্ধেক গুণ সম্পন্ন ব্লগারও সামুতে নাই। এখনি এই দিকে নজর না দিলে, ভবিষ্যতে অনেক ব্লগারই থাকবে; কিন্তু এইসবের বিরুদ্ধে বলার জন্য রেজওয়ানা, শিপু'র মত একটা নামও থাকবে না।

১২৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৯

গাজী খায়রুল হাসান বলেছেন: সামুর পাশেই ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো.

১২৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২৬

অন্ধকারের রাজপুত্র বলেছেন: সামুর সাথে আছি, ছিলাম, থাকবো !
সামুর বিরুদ্ধে সব নোংরা ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানাচ্ছি !

১২৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:০১

সাইফুল আলম শাহিন বলেছেন: সামুর সাথে আছি। তবে-
“সরকার ধর্ম নিয়ে অপমানজনক মন্তব্য বা কোনো পত্রিকা বা মিডিয়ায় এ ধরনের প্রচারণা ও প্রকাশনা চালানো সহ্য করবে না। যারা এ ধরনের মন্তব্য করেন এবং যারা পত্রিকায় এ ধরনের মন্তব্য প্রকাশ করেন তারা সমান অপরাধ করেন।” -শেখ হাসিনা

১২৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:০৭

স্বপ্নের মানুষ বলেছেন: আমি জীবনেও ইমরান ...এইছ কে দেখি নাই



পোস্ট দিয়ে পুরস্কার জিতে নিন

১৩০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৪

গধযনঁন বলেছেন: বাংলা ফ্যামিলি টপিক কনটেস্ট- পোস্ট দিয়ে পুরস্কার জিতে নিন
আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি টপিক কনটেস্ট

এখন থেকে প্রতি মাসে প্রথম ৩ জন সর্বোচ্চ পোস্ট দাতা পুরস্কার পাবেন।
http://www.banglafamily.com/index

১৩১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২৮

বাক স্বাধীনতা বলেছেন: সামহোয়্যার ইন ব্লগ'কে নিয়ে যারা মানুষকে উষকানী দিচ্ছে তারা নিজদের আঁতে ঘা লেগেছে জন্যই এমন করছে। তবে এতে কোন কাজ হবে না। সামুর পাশে আছি।

সেই সাথে এত বিশাল একটা ব্লগের মডারেশন আরও বৃহত্তর ও সার্বক্ষণিক করার দাবি জানাচ্ছি। আরও অধিক সংখ্যক মডারেটর নিয়োগ দেয়ার দাবি জানাচ্ছি এবং ব্লগের নীতিমালা অনুসারে মডারেশন পরিচালনা করার অনুরোধ জানাচ্ছি।

১৩২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৮

তোমোদাচি বলেছেন: গত ৪ বছর ধরে সামু আমার সবচেয়ে বেশী ভিজিটেড সাইট। সামু এখন আমার নিত্যদিনের সঙ্গী।
কোন অবস্থাতেই এই ব্লগ টিকে হারাতে চায় না!
সামু কে যে কোন উপায়েই হোক রক্ষা করতে হবে। সে জন্য মডারেটর, ব্লগার সকলের সচেষ্ট থাকতে হবে!!

১৩৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৮

যক্ষা_রোগী বলেছেন: মুক্ত মত জিনিস টা কি, দেখতে কেমন, কোথায় গেলে পাওয়া যাবে কেউ কি বলতে পারেন?

১৩৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৭

লেখোয়াড় বলেছেন:
সময়মত আপনার ঠিক লেখাটা আসলো।
এরকম কিছু একটা চাচ্ছিলাম।
++++++++++++++
ধন্যবাদ, ফিফা।

১৩৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৭

ছক্কা হাজী বলেছেন: এবিষয়ে আমার কিছু কথা আছে.......

১। এখন রাজাকার রা রিভার্স খেলছে। তাই যে কোনো নাস্তিকতা বাদী লেখা,
এর কাউন্টার লেখা , তাৎক্ষণিক ডিলিট করে ঐ নিক ব্যান করা হোক।
এজন্য দরকার কয়েকজন চাক্ষুষ মডারেটর।
সামহ্যোয়ার কে আমরা সৃজনশীল ব্লগ হিসেবেই জানি। দরকার হলে আমরা সরকারের উচ্চ পর্যায়ে কথা বলবো।

২। সামু যেন মহান মুক্তিযুদ্ধের পক্ষের কথা সমুন্নত রাখে। ধর্মের অবমাননা
কোনো মানুষই মানেন না, মানতে পারেন না। ধর্ম যার যার - দেশ সবার।
মুক্তমতের নামে কানো রাজাকারতন্ত্র যেন লাই না পায়।

৩। মোট কথা যে কোনো বিতর্কমূলক লেখা ডিলিট ও নিক ব্যান করা হোক।
যুক্তিনির্ভর লেখাকে প্রাধান্য দেয়া হোক। আগামী কয়েকমাস নতুন নিকের
অনুমোদন দেয়া বন্ধ রাখা হোক।

১৩৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৮

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
প্রগতিশীলতার মুখোশ পরা আরেক দল মানসিক রোগীর নোংরা খেলার শিকার। এই দুর্বৃত্তদের হাত থেকে বাঁচাতেই হবে আমাদের প্রিয় ব্লগকে।

১৩৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৪

জাবের তুহিন বলেছেন: মুক্তমনা মানে কি শুধুই ধর্ম বিরোধী কথা বলা ? আসিফ মহিউদ্দিন এর উপর হামলার পর কষ্ট পাইছিলাম । যে লেখা লেখির কারণে কারো উপর হামলা হওয়া উচিত নয় । কিন্তু পরে দেখলাম এই নিয়া মানব্বন্ধন । যেই ব্যানারে লেখা -- মুক্তমানা শব্দটা । সে যে নাস্তিক এইটা আমরা সবাই জানি । নাস্তিক হওয়া সমস্যা না । সমস্যা হইল ইসলাম বিদ্বেষী কথা বলা । আর এই কথা বইলা সে বিশিষ্ট মুক্তমনা হইয়া গেল ?? এইটা কোন বিচার ??
ইদানিং খুব বেশি পোস্ট মুছে ফেলা হচ্ছে যেগুলা মডুর মনের সাথে মিলে না । আমি নিজে ২ সপ্তাহ ধইরা ব্লক । এইগুলা কি ? আর মুক্তমনা বইলা চিল্লাইবেন এইগুলা করার পর ?কেন ? জবাব চাই ।

১৩৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৭

জননেতা বলেছেন: সামুর সাথেই আছি।

১৩৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৮

জুন বলেছেন: কেউ কি টের পাচ্ছেন, প্রিয় সামহোয়্যারের ভেতরে কী রক্তক্ষরণ চলছে!
জী পাচ্ছি ফিফা, কারণ এমন রক্তক্ষরণ আমার ভেতরেও চলছে। যে সামু দেখে আমি অবাক হয়েছিলাম যে বাংলায় নিজের মনের কথাগুলো লেখার এত সুন্দর প্ল্যাটফর্মও কি বাংলাদেশে আছে! অনেক খুশীতে লেখা শুরু করে ২১ ফেব্রুয়ারীতে তিন বছরে পা দিলাম । সেই ভালোবাসা আমার একটুও কমেনি।হয়তো বিভিন্ন কাজে নিয়মিত হতে পারি না। তারপরও সামুর ভালোবাসার টানে একবার হলেও আসি, উকি দিয়ে যাই।
সামুর সাথে আছি, সামুর সাথে থাকবো

১৪০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩১

আজমল হক (আজম) বলেছেন: এ ব্লগের সকলেই নাস্তিক, মুরতাদ, রাজাকার, ধর্মদ্রোহি, নয় ।
এক তর্ফা সকলকে বলা জ্ঞানপাপি, উগ্রপন্থিদের কাজ ।
ওই সকল ব্যক্তিদের ঘৃণা করি ।

১৪১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৪

শুভ্র গাঙচিল বলেছেন: সামুর সাথেই আছি।

১৪২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৪

princejohn বলেছেন: কোন ভাবেই সামু বন্ধ করা যাবে না।

১৪৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫১

রাহা বলেছেন: হুমমম.........
( আমার ঠিকানায় আসা যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর গুলো সব জমে আছে । লাগলে আওয়াজ দিয়েন। ...উভয় অর্থেই ;))

১৪৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৮

মুহম্মদ মুসাদ্দিক হুসাইন সাজু বলেছেন: সামুতে এত ব্যান কেন!!!
Click This Link


সামু মুক্ত-মত প্রকাশে বাধা দিচ্ছে কেন? বিপরীত মত পোষণ করলেই তাকে ব্যান করা হয় কেন?

নাস্তিকদের তো ব্যান করা হয় না!

১৪৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২২

ক্ষ্যাপা বালক বলেছেন: রাজুবিডি বলেছেন: সামুর নীতিমালা আরো কঠোর হওয়া উচিত, উগ্র পন্থী মৌলবাদী কিংবা নাস্তিক দের দমন করলে আলু পোড়া খাওয়ার সুযোগ কমে যাবে। ব্যাক্তিগত ভাবে কেউ নাস্তিক হলে কারো কিছু যায় আসেনা, কিন্তু নাস্তিকতার মানে এই নয় যে তারা একজন আস্তিক এর ধর্ম বিশ্বাস কে আঘাত করবে। এই কাজ গুলো যারা করেছে যেমন আসিফ মহিউদ্দিন, আরিফুর এদের সযত্নে লালন করেছে সামু, আস্বীকার করার উপায় নেই। সাধারন ব্লগাররা এদের কুরুচিপুর্ন লেখার প্রতিবাদ করেছে, সামু হয়ত পোস্ট ডিলিট করেছে, কিন্তু ID গুলু ব্যান করেনি। করলে আজ এই অবস্থা হতনা। বাংলা ব্লগ বলতে সবাই সামুকেই বুঝে, সামুর সাথেই আছি।

১৪৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩০

লক্ষ্যভেদী বলেছেন: যেকয়জন ব্লগার ব্লগিং এর নামে ধর্ম বিদ্বেস, ধর্মের অবমাননা করে, কথায় কথায় গালিবাজী করে আজ গোটা ব্লগারদেরই প্রশ্নের মুখোমুখি করেছেন, সাধারন মানুষের কাছে ব্লগার ও ব্লগ বিদ্বেসী করে তুলেছেন-সেই সব ব্লগারদের ব্লগ থেকে ঝেটিয়ে বিদায় করা হোক-দেখবে সামহ্যোয়ারইন ব্লগ বাংগালী ও বাংগালাভাষাভাষীর প্রানের স্পন্দন হয়ে থাকবে আজীবন।

১৪৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৫

আজমান আন্দালিব বলেছেন: সামহোয়্যারইন ব্লগ নিয়ে আজকে যে নোংরা খেলাটা চলছে তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতেই হবে। কারণ এই ব্লগটিই আমাদের স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ করে দিয়েছে। দুই চারজন নাস্তিকের কারণে ব্লগের সবাইকে ঢালাও নাস্তিক বলে রায় দেওয়ার মতো জ্ঞানপাপী এবং সুযোগসন্ধানীকে আর কোনো ছাড় নয়।

এই ব্লগেই শত শত ব্লগার আছেন যারা শিক্ষা, বিজ্ঞান, কৃষি, ধর্ম, কর্মসংস্থান, অর্থনীতি, সমাজ পরিবর্তনের নানা বিষয় নিয়ে নিরন্তর কাজ করে চলেছেন এবং দেশকে পরিবর্তনের স্বপ্ন দেখে চলেছেন। সমাজের অন্যায় অনিয়মগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন ব্লগাররা। সচেতন ব্লগারদের এই প্ল্যাটফরমকে নিয়ে প্রতিক্রিয়াশীলদের চক্রান্ত আমরা কোনোভাবেই মেনে নেব না।

প্রচলিত প্রিন্ট মিডিয়ায় যারা লিখেন তারা কোনো না কোনো এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশেই লিখেন। কিন্তু এই ব্লগে যারা লিখেন তারা নিজেদের মনের ভাবনা শেয়ার করেন। লেখা ভালো হলে সমর্থন পান, ভালো না হলে প্রতিক্রিয়া পান। প্রচলিত প্রিন্ট মিডিয়ায় এটা সম্ভব হয় না। তাই কি এই ব্লগের বিরুদ্ধে যড়যন্ত্র? আমরা এই ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেব না।

আমরা আছি আমাদের মনের কথাগুলো শেয়ার করার এই প্ল্যাটফরমটিকে রক্ষায়।

১৪৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৬

বিডিওয়েভ বলেছেন: কেউ কি টের পাচ্ছেন, প্রিয় সামহোয়্যারের ভেতরে কী রক্তক্ষরণ চলছে!
জী পাচ্ছি ফিফা, কারণ এমন রক্তক্ষরণ আমার ভেতরেও চলছে। যে সামু দেখে আমি অবাক হয়েছিলাম যে বাংলায় নিজের মনের কথাগুলো লেখার এত সুন্দর প্ল্যাটফর্মও কি বাংলাদেশে আছে!

ছাগু ল্যাদানি আর হিটখোর ধর্ম আক্রমণকারীদের বিরুদ্ধে আগেই ব্যবস্থা নিলে অনেক কিছুই হইত না।আজ সামু কঠিন অবস্থায় যদি পইড়া থাকে তাইলে এর পঞ্চাশ ভাগ সামুর নিজের হিটাকাঙ্খার জন্যই।

তবে যাইহোক, এই ব্লগটা অনেক প্রিয় একটা জায়গা।। অনেক।।

১৪৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৬

ধানের চাষী বলেছেন: সামু স্বকীয়তা বজায় রেখে চলুক এটাই চাই

১৫০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৭

ক্ষ্যাপা বালক বলেছেন: বর্তমান পরিস্থিতির দায় সামু কোনভাবেই এড়াতে পারে না।
সামু বাক স্বাধীনতার নামে ইসলাম বিরোধী যে কুরুচীপুর্ণ লেখাসমুহ প্রকাশ করেছে তার দায় দায়িত্ব অবশ্যই সামুকে নিতে হবে। আমরা বহুবার আবেদন জানিয়েছি কিন্তু সামু তাতে কর্ণপাত করেনি, অবশেষে আমরাই আমাদের প্রিয় সামু ব্লগ ছেড়ে যেতে বাধ্য হয়েছি। সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গের প্রযুক্তিজ্ঞানের দুর্বলতার সুযোগ নিয়ে সামু ধর্মানুভুতিতে আঘাত করে এমন যাচ্ছেতাই লেখা প্রকাশ করেছে যা সংবিধানের ৩৮ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন। সুতরাং আইন লংঘনের দায়ে সামু কর্তৃপক্ষকে আইনের আওতায় আনা উচিৎ। দৈনিক ''আমার দেশ'' পত্রিকার প্রকাশিত রিপোর্টটি উদ্দেশ্য প্রণোদিত কিন্তু মিথ্যা নয় এটা সামুর সকল ব্লগারই জানে। সুতরাং একজন সচেতন মুসলিম বাংলাদেশী নাগরিক হিসেবে আমি চাই সামু বিচারের আওতায় আসুক।

১৫১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪২

অ্যামাটার বলেছেন: ঠিক কী হচ্ছে, তার সঠিক তথ্য আমরা আমব্লগার জানিনা। তবে পাল্টা-পাল্টি বহুমুখি ষড়যন্ত্র যে হচ্ছে, তা আঁচ করা যায়।
ধোঁয়াসা কেটে যাক শিগগীর, সেইটাই প্রত্যাশা।

১৫২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪২

কালো ঘোড়ার আরোহী বলেছেন:
সামুর সাথে আছি,
সামুর সাথে থাকবো।

১৫৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৯

হাসান কালবৈশাখী বলেছেন: সামুর সাথেই আছি, থাকবো। কিন্তু আমার ব্লগটি বিকল অবস্থায় আছে।

১৫৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২

মহা ব্লগার বলেছেন: সামুতেই এখন ডিকটেটরশিপ চলতেছে।
কোনো লেখা তাদের মতের বিরোদ্ধে গেলেই তারা মুছে দিচ্ছে

১৫৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫

মো ঃ আবু সাঈদ বলেছেন: বল্গ যখন তার ভিন্নমতের মানুষের বল্গ বা লেখা বন্ধ করে.....

এই বল্গ আনেকের সুষ্ট শালিন বল্গ বন্ধ করেছে....

এর কোন জবাবা দিহিতা নাই...

১৫৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০০

রাজ্ু দাশ বলেছেন: সুখে দুঃখে প্রিয় সামুর সাথে আছি। আমি ব্লগ লিখি কম, কিন্তু ব্লগে সময় কাটাই বেশি। তাই আমি জানি সামুর সাথে আমার সম্পর্ক কিরকম।

যতই ঝড়-ঝাপ্টা আসুক.।।। ছিলাম, আছি, থাকবো.।।

১৫৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০১

কালা মনের ধলা মানুষ বলেছেন: সামু'কে ভালোবাসি। সামুর সাথেই আছি, থাকবো।

১৫৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৫

দূর্ভাষী বলেছেন: সামহ্যোয়ারইন ব্লগ শুরু করেছিল বলেই নিজেকে এখন ব্লগার পরিচয় দিতে পারছি। সামহ্যোয়ারইন ব্লগের মাধ্যমেই যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার হতে পেরেছি।

আজকের গণজাগরন সম্পর্কে য যাই বলুক, পথিকৃত সামহ্যোয়ারইন ব্লগ।

১৫৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৫

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: কম্পিউটার অন করে প্রথম কাজই হচ্ছে সামুতে উকি দেওয়া। লেখার হাত খুব ভালো না হলেও সময় যখন ছিল তখন লিখেছি ইদানিং সময় খুব একটা না থাকায় মন্তব্যে সিমীত থাকতে হচ্ছে। সামুর সাথে এমন একটা বন্ধনে আটকে আছি যা বলে বোঝানোর নয়। সামুর কোন প্রকার ক্ষতি কোন প্রিয়জনের অসুস্থ্যতার মতই বিচলিত করে।

জেনারেল হয়েছি, পোষ্ট ডিলিট হয়েছে সবই প্রিয়জনের শাসন হিসাবেই নিয়েছি, তাই আজও সামুর সাথে আছি ভবিষ্যতেও থাকবো। সামুর বিরুদ্ধে যে কোন অপতৎপরাত বিরুদ্ধে সোচ্চার থাকবো।

১৬০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬

কামাল পারভেজ বলেছেন: অনেক কাজ এখনো বাকি আছে, সামু কে আরো আওনেক দূর এগিয়ে যেতে হবে, ভিন্ন মত থাকা স্বাভাবিক কিন্তু তার পর ও লেখার সময় অন্যকে এত বেশি গালি গালাজ করে এরা যেটা অস্বাভাবিক। এখানে একটু মডারেট হওয়া উচিত। ব্লগের পরিবাশটা ভাল রাখার জন্য আমাদের সহনশীলতা বাড়াতে হবে।

১৬১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৮

না পারভীন বলেছেন: হাসপাতাল ২৪ ঘন্টা খোলা থাকলে যেমন ডাক্তার থাকতেই হবে
সামু ২৪ ঘন্টা খোলা থাকে বলে এর মডু ২৪ ঘন্টা থাকতেই হবে ।

৩ঞ ধারা নষ্ট করার জন্য সামুর ভিতরে অনেক ব্লগার চোখে পড়ে , যাদের কে আরও অশ্লীলতা দিয়ে প্রতিহত করার উপায় টিকে যথাযথ মনে হয় না। ৩ঞ বলে যে একটি ধারা আছে মডুদের ব্যক্তিগত মতামতের কাছে তা বিলীন হয়ে যায় ।



সুস্থ সামুর সঙ্গে আছি , থাকবো ।

১৬২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২১

কষ্ট - ১ বলেছেন: সামু বেঁচে থাক - এটা সব সময়ের চাওয়া। তবে উদ্রবাদী যেকোন লেখা বন্ধ হওয়া উচিত বলে মনে করি। যে কোন লেখা শালীনভাবে যুক্তি দিয়ে প্রকাশ করা যায়। সকল ধর্ম, বর্ণ, শ্রেণী এবং পেশার প্রতি সম্মান থাকা উচিত।
আমার ভী-ষ - ণ প্রিয় একটা ব্লগ এই সামু

১৬৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৪

আহসান হাবিব হীমূ বলেছেন: একটু উগ্রভাবেই কই, সামুর যা ব্লগার আছে তারা হিসু কইরা দিলেই অরা ভাইসা জাইবগা। তয় আমাগো সাবধান থাকতে হইব ছুপা গুলার জন্য।

১৬৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩১

নীল পেন্সিল বলেছেন: সামুর সাথে আছি, থাকব ।

১৬৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৪

অর্ফিয়াস বলেছেন: আমার মনে পড়ে আমি সামুতে অন্যমনষ্ক শরৎ এর (সম্ভবত) লেখা পড়েই প্রথম দিন সন্ধ্যায় শাহবাগ যাই। আর এখন সেই সামুকেই কিনা...............এদেশে সবই সম্ভব।

আপনারা সাহস হারাবেন না, ধৈয্য হারাবেন না প্লিজ।

১৬৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৬

ইখতামিন বলেছেন:
৪৬তম ভালো লাগা রইল.
সামহোয়্যার ইন...ব্লগের সাথে আছি. থাকবো.


অঃটঃ
বহুদিন আপনার প্রতীক্ষায় ছিলাম.
আপনাকে মিস করেছি খুব...
অবশেষে এলেন. অনেক ভালো লাগলো...

১৬৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৯

সাইলেন্সার ৭১ বলেছেন: আমি লিখি না, পড়ি, পড়ার যায়গাটা যেন বন্ধ না হয়।

১৬৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮

এেলােমেলা সব বলেছেন: সামুর সাথে আছি সাথে থাকবো সবসময়ই।

১৬৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮

আজিজ বাংলাদেশী বলেছেন: ব্লগে এখন চলছে সাইবার যুদ্ধ। এই যুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে।

জনা অপুকে ধন্যবাদ। তাকে সাহসিকতার সাথে এগিয়ে যেতে হবে। আমরা আছি সামুর সাথে।

১৭০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯

একান্ত কথা বলেছেন: সামুর সাথে আছি,
সামুর সাথে থাকবো।

১৭১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫০

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: ফিফা দারূণ লিখেছেন.....যদিও একটু একপেশে.....আজকের এই অবস্হার পেছনে যে সামুর নিজেরও কিছু দায় আছে তা বলা উচিৎ ছিল।

মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই থাকা উচিত কিন্তু তা যেন সীমার মধ্যে হয় নাহলে এমন দুঃসময় পিছু ছাড়বে না।

এই যুদ্ধে সামুর পাশেই আছি।

১৭২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯

নেক্সাস বলেছেন: বাংলা আর বাংলাদেশকে ভালোবেসে যে আরিল্ড ক্লকারহগ এবং সৈয়দা গুলশান ফেরদৌস জানা বিপুল ব্যয়ভার বহন করে বাংলাভাষায় প্রথম কমিউনিটি ব্লগটি প্রতিষ্ঠা করে ছয় ছয়টি বছর ধরে কঠিন এই বোঝা টেনে চলেছেন, লাখ লাখ বাংলাভাষীকে ব্লগমাধ্যমটির সঙ্গে প্রথম পরিচিত করিয়েছেন, সেই তারাই আজ একদিকে একদল হিংস্র পশুর রক্তচক্ষুর মুখোমুখি, অন্যদিকে প্রগতিশীলতার মুখোশ পরা আরেক দল মানসিক রোগীর নোংরা খেলার শিকার। এই দুর্বৃত্তদের হাত থেকে বাঁচাতেই হবে আমাদের প্রিয় ব্লগকে।



সামুর সাথে আছি।

আশ্রম মামা জামাত শিবিরের মতই ভয়ঙ্কর।
আশ্রম মামা গংদের কারণে আজ সারা ব্লগারদের গায়ে কালিমা।

১৭৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: পোস্ট টা পড়তে শরির কেপে উঠছে, সামুকে নিয়া এমন মিত্যসচার সত্যি দুঃখজনক।সামুর সাথে আছি।

১৭৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০০

নোবিতা রিফু বলেছেন: সামুর পাশে আছি, থাকবো সবসময়...

১৭৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০১

শাদা-অন্ধকার বলেছেন: হৃদয়ে সামহোয়্যার ইন। পাশে আছি, থাকবো সবসময়। সামু আমার চিন্তা চেতনা বদলের রুপকার। এমন কি জীবন ও বদলে দিয়েছে। সেই গল্প বলার এখনি সময়।

১৭৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪

ওরাকল বলেছেন: :( অন্য অনেকের মতই আমার ব্লগার হয়ে উঠা সামুর হাত ধরেই, তাই সামুর জন্য সব সমই একটা বিশেষ অনুভূতি কাজ করছে অনেকগুল বছর পড়েও।

সেই শুরু থেকেই অশ্লিল গালাগালি ও ইসলামকে টার্গেট করে নগ্ন হামলার জোড়াল প্রতিবাদ করে আসছি। ব্লগের ৯৯% পাঠক-লেখকই গুটিকয় ইসলাম-বিদ্বেশীর লেখনিতে কষ্ট পেয়েছে এবং শেষ আশ্রয়স্থল হিসেবে ব্লগ-মডারেটরদের নিকট প্রতিকার আশা করেছে। কিন্তু পুনপৌনিক বার আমাদের শুধু হতাশই হতে হয়েছে।

হ্যা ব্লগ হিসেবে অসখ্যা ভাল কাজে সামু প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে। এই ভূমিকার সামু যেমন প্রসংশার দাবিদার ঠিক তেমনি বছরের পর বছর ধরে মুক্ত-চিন্তার নামে পরিকল্পিত ভাবে বিশেষ একটি ধর্মকে ক্রমাগত আক্তমনকে বাধা না দিয়ে সামু যে অপরাধ করেছে তা নিশ্বই মডারেটরগন এখন হাড়ে-হাড়ে টের পাচ্ছেন। অপরাধী যত প্রিয়ই হোক তার জন্য কোন পক্ষপাতিত্ব করা উচিত নয়। সামুর জন্য শুভকামনা জানানো ছাড়া আর কোন উপায় তো নাই...........

১৭৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ক্ষ্যাপা বালক বলেছেন: বর্তমান পরিস্থিতির দায় সামু কোনভাবেই এড়াতে পারে না।
সামু বাক স্বাধীনতার নামে ইসলাম বিরোধী যে কুরুচীপুর্ণ লেখাসমুহ প্রকাশ করেছে তার দায় দায়িত্ব অবশ্যই সামুকে নিতে হবে। আমরা বহুবার আবেদন জানিয়েছি কিন্তু সামু তাতে কর্ণপাত করেনি, অবশেষে আমরাই আমাদের প্রিয় সামু ব্লগ ছেড়ে যেতে বাধ্য হয়েছি। সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গের প্রযুক্তিজ্ঞানের দুর্বলতার সুযোগ নিয়ে সামু ধর্মানুভুতিতে আঘাত করে এমন যাচ্ছেতাই লেখা প্রকাশ করেছে যা সংবিধানের ৩৮ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন। সুতরাং আইন লংঘনের দায়ে সামু কর্তৃপক্ষকে আইনের আওতায় আনা উচিৎ। দৈনিক ''আমার দেশ'' পত্রিকার প্রকাশিত রিপোর্টটি উদ্দেশ্য প্রণোদিত কিন্তু মিথ্যা নয় এটা সামুর সকল ব্লগারই জানে। সুতরাং একজন সচেতন মুসলিম বাংলাদেশী নাগরিক হিসেবে আমি চাই সামু বিচারের আওতায় আসুক।


এটা আমারো বক্তব্য। নাস্তিক নামধারী উগ্র ইসলাম বিদ্বেষীদের কুরুচীপূর্ণ লেখা প্রকাশ করতে দিয়ে, নির্বিচারে গালাগালি করতে দিয়ে সামুই এদের লালন পালন করেছে। এটা আপনি অস্বীকার করতে পারবেন ফিফা?? এদের বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছে তাদের বিরুদ্ধেই সামু ব্যবস্থা নিয়েছে, আমি নিজেই তার সাক্ষী।

তারপরেও বলি, সামুকে অনেক ভালবাসি। সামু এই পংকিলতা থেকে মুক্ত হয়ে তার শুদ্ধ রুপে ফিরে আসুক, আর হয়ে উঠুক সকল মানুষের জন্য মননশীলতা চর্চার একটি প্লাটফর্ম !

১৭৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫

প্রবাসী১২ বলেছেন: যে কোন ধর্মের প্রতি কটুক্তি, কারো লেখায় অতিমাত্রায় নোংরা গালাগালি সামুর মান ক্ষুন্ন করেছে। গুটি কয়েক ব্লগার এ কাজটি করেন। কাউকে আবার দেখেছি শুধরে যেতে। সামু আরেকটু সচেতন হলে আমাদের ভাল লাগা আরো বেড়ে যাবে। সামুর পথচলা মসৃন হউক।

১৭৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮

এস.কে.ফয়সাল আলম বলেছেন: ওয়েলকাম ব্যাক ভাইয়া।

আপনাকে এই আন্দোলনে খুবই মিস করছিলাম।

সামু যে আমার সামগ্রিক জীবনে কি পরিমাণ অবদান রেখেছে তা এখানে লিখে বোঝাতে পারব না।

সামুর সাথে ছিলাম, আছি, থাকবো।

জয়তু বাংলা ব্লগিং


++

১৮০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩

সোহাগ সকাল বলেছেন: অমি রহমান পিয়ালের নামটা পোষ্টে সরাসরি ইল্লেখ করলেই ভালো হতো। তাঁর মুক্তিযুদ্ধ বিষয়ক কাজগুলো অবশ্যই প্রশংসনীয়। তথাপি স্বাধীনতাবিরোধীদের বিপক্ষ শক্তি সামুর বিরুদ্ধে নোংরামী তারচেয়েও বেশি ঘৃনাযোগ্য।
তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা যেতে পারে।

১৮১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬

নাজির বলেছেন: সাথে আছি সাথে থাকব, প্রিয় সামু টিকে থাকুক বাংলা ব্লগের অগ্রপথিক হয়ে চিরকাল।

১৮২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬

নেক্সাস বলেছেন: মত প্রকাশের স্বাধিনতা হরণের সকল অপচেষ্টার নিন্দা জানাই। সে অপচেষ্টা যেখান থেকে যেভাবেই হোক না কেন?

১৮৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯

জাহিদ মজুমদার বলেছেন: একপেশে লেখা নিরপেক্ষতার ভান করেছেন।

আপনার পুরো পোস্টটি পড়িনি। তবুও দুটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি:
১। আধুনিক এই বাংলাদেশে তারাই আজ মধ্যযুগীয়... মধ্যযুগিয় বলতে কি বোঝাতে চাচ্ছেন। ইসলাম কি মধ্যযুগিয় ধর্ম? এসব পরিহার করুন। মধ্যযুগিয় শাসন, মধ্যযুগিয় বর্বরতা, ইত্যাদি।

২। ব্লগারদের চরিত্রহনন ও ব্লগ বন্ধ করার জন্য মরিয়া হয়ে উঠেছে।

ব্লগারদের চরিত্রহনন? আপনি নিজেও জানেন, এই আন্দোলনের অন্যতম উদ্যোক্তা নাকি অমিয় রহমান পিয়াল। নেশাগ্রস্ততার কারণে প্রথম আলো থেকে যার চাকরি চলে গিয়েছিল। আর রাজিবের কথা কি বলবো? খুঁজলে হয়তো আরো দুচারজন বেরিয়ে আসবে। চরিত্রতো তাদেরই ঠিক নেই।

আজকে সামুর এ অবস্থার জন্য সামু নিজেও আংশিক দায়ি। সামু দিনের পর দিন নাস্তিক ইসলাম বিদ্বেষীদের প্রোভাইড করে গেছে। তবুও চাই বাকস্বাধীনতার স্বার্থে সরকার এর কোনো ক্ষতি করবে না।

১৮৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৮

অদৃশ্য বলেছেন:






সামহোয়্যারইন.... বাংলার শ্রেষ্ঠ ব্লগ.... এখানে প্রাণের মেলা..... এখানে জ্ঞানের মেলা...

সামহোয়্যারইনকে ভালোবাসি
ভালোবাসি বলেই বারবার ফিরে আসি

সামহোয়্যার বেঁচে থাকুক
দৃশ্যে
অদৃশ্যে...
__________________


যারা সামহোয়্যারইনের পেছনে লেগেছে, আসলে তারা সামহোয়্যারইনকে ভয় পাচ্ছে....

কেন ?

...এর প্রমান আমরা ইতোমধ্যেই পেয়ে গেছি.... আর সামনের দিনগুলোতে এখান থেকে আরও যেসব বাঘ সিংহ গন্ডার হাতি বের হবে তাদের টেনশনেই অনেকে অস্থির হয়ে পড়েছে... তারা চায়না...

কি?

...তাদের সাজানো রাজত্বে আর কোন শক্তি তৈরী হোক... তারা কোনকালেই চায়নি.... কিছু মানুষ প্রানখুলে কথা বলুক... নিজেদের প্রানের কথাগুলো সবার সাথে ভাগাভাগি করুক... কারন তারা জানে এইসব কথার বাতাস ঘুরতে ঘুরতে একদিন সাইক্লোন হয়ে যাবে... তাদের সাজানো বাগান তছনছ হয়ে যাবে...

___________________


পরিশেষে বলি... সুস্থ আলোচনা হোক... সমালোচনা হোক... সুস্থ জ্ঞান চর্চার স্থান হোক আমাদের এই প্রিয় সামহোয়্যারইন...

কিছু নোংরা ও বিকৃত রুচির মেন্টালদের জন্য সামহোয়্যারের সবাইকে দায়ী করা কখনোই ঠিক হবে না... আর তা করা হলে খুবই অন্যায় হবে....

আমি অনেকদিন আগে এখানেই কারো ব্লগে বলেছিলাম সামহোয়্যারকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে দেয়ার ব্যাবস্থা করা প্রয়োজন... যারা লিখালিখি করতে চায়... তাদের শুরুর জন্য এর থেকে ভালো জায়গা আমার এখনো চোখে পড়েনি....

এখন সময় এসেছে সর্বস্তরের জনগনের কাছে এর বার্তা পৌছে দেয়ার...

সামহোয়্যারইন দীর্ঘজীবি হোক... প্রার্থনা


শুভকামনা...

১৮৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯

সায়েম মুন বলেছেন: এই ব্লগই বাংলা ব্লগের সূতিকাগার। এখান থেকেই যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন দেখেছি। এখান থেকেই শুরু হয়েছিল ধর্ষনের বিরুদ্ধে সোচ্চার আন্দোলন। তেল, গ্যাস নিয়া চক্রান্তের বিরুদ্ধে আন্দোলন। জাগ্রত ব্লগার অসহায় শীতার্ত, বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। সর্বোপরি শাহবাগ আন্দোলন। রাজকারের ফাঁসির জন্য আন্দোলন। তার সূচনাও এই ব্লগের ব্লগারদের মাধ্যমে। এই বিষয়গুলো কিছু ব্লগারের চোখে আংগুল দিয়া দেখাইতে হয়। তারা শুধু খুঁজে কে কখন কার লুঙ্গির গিট ধরে টান মারলো। তারা কোন আন্দোলনে নাই। মাঠে নাই। আছে শুধু সার্বক্ষণিক গ্যাঞ্জাম লাগার ধান্দায়। লুঙ্গির গিট টানা পাবলিকের সংখ্যা হাতে গোনা কয়েকজন। সেই কয়েকজনের জন্য তারা পুরো ব্লগ সমাজের মূখে চুনকালি মাখাতে দ্বিধা করে না। এই দুই ধরনের ব্লগার সামুর জন্য ক্ষতিকর। এখানকার খেয়ে দেয়ে পেট মোটা করে। আবার কোলাব্যাঙের মত এই ব্লগের বিরুদ্ধেই কথা বলে। তাদেরকে সামু থেকে বিতারিত করলে সামুর স্বর্নালী দিন আসবে বলে বিশ্বাস।

১৮৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১২

শিক্ষানবিস বলেছেন: আমি এক সময় মনে করতাম মত্যিই ব্লগটি স্বাধীন মত প্রকাশের প্লাট ফরম। কিন্তু এখন মোহ কেটেছে। এখন আমার কাছে স্পষ্ট, কর্তৃপক্ষের রাজনৈতিক মতের বিপক্ষে কেহ মত দিলে তার রক্ষা নেই। তবু সামহোয়ারকে ভালবাসি। তার দীর্ঘজীবন কামনা করি। তার দ্বারা অনেক উপকৃত হয়েছি। তাকে বাচানোর জন্য যা কিছু করতে হয়, রাজী।

আর একটি আবেদন, প্রতি মাসে ব্যান করা ব্লগারদের তালিকা দেখতে চাই। কোন ব্লগারকে -হোক ইসলামপন্থী বা নাস্তিক- ব্যান করা সমর্থন করি না।

১৮৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩

সঞ্জয়ওঝা বলেছেন: সামুর সাথে আছি এবং থাকব।

১৮৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬

স্বপ্নকথন বলেছেন: লেখাটা পড়ে কেমন চমকে উঠলাম। এই কয়দিনে অনেক কিছুই শুনলাম,দেখলাম।সমস্যা অনেক আছে,তেমনি ভালো আছে তার চেয়ে বেশি। আসলেইতো, তাইবলে সামহোয়্যার কে কেন অস্তিত্ব সংকটে পড়তে হবে! যা করার,করেছে নির্দিষ্ট শ্রেণীর মানুষ। এদের জন্য আমাদের ব্লগ কেন বন্ধ হবে?!! সোচ্চার প্রতিবাদ রইলো।

শুভকামনা তোমার জন্য,সামু।

১৮৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫

আমিনুর রহমান বলেছেন: ঠিক সময়ে আপনার উপস্থিতি দেখে ভালো লাগলো।


দারুন লিখেছেন। সামু একটি নির্দলীয় নিরপেক্ষ এবং বাংলা ব্লগিং এর সবচেয়ে বড় প্লাটফর্ম। এত বড় একটা প্লাটফর্মের বিপক্ষে অনেকেই কথা বলবে সেটাই স্বাভাবিক। কিন্তু নোংরামি কখনই সহ্য করা হবে না। আর কারা এইসব নোংরামী করছে তা সব ব্লগারই জানে। তাই সকলের কাছে অনুরোধ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। সামুর প্রতি কৃতজ্ঞতা জানানোর সময় এসেছে এখনই।


সামুর সাথেই আছি এবং থাকবো।

১৯০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৩

আমিনুর রহমান বলেছেন: সামুকে জানতে হলে একচোখা দৃষ্টি দিয়ে নয়, দেখতে হবে খোলা চোখে এবং মুক্ত মনে। সামুর বিরুদ্ধে সকল প্রকার নোংরামির প্রতি ঘৃণা জানাই।
--------------- ব্লগার একজনা ।

১৯১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩

জহির উদদীন বলেছেন: সামহোয়্যারইন এর পাশে আছি তবে আল্লাহ ও মহানবী (সঃ) কে কুটক্তিকারী নাস্তিকদেরকে সামহোয়্যারইন-এ ব্লক বা প্রবেশ নিষেধ করতে হবে......
সামুর সাথেই আছি এবং থাকবো।

১৯২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮

আলামিনস্টাইন বলেছেন: আমি কোনদিন এই আস্তিকতা আর নাস্তিকতার প‌্যাচালের মধ্যে ছিলাম না। ছিলাম তাদের এই বেহুদা ত্যানা পেচানোর মধ্যেও।

মুক্ত ব্লগ হিসেবেই ব্লগকে ভাবতে ভাল লাগে যেখানে আমি আমার চিন্তার বিকাশ করতে পারি। আবদ্ধ ঘরে শত সোনা থাকলে তাতে স্বাধীনতার স্বাদ ভোগ করা যায় না। সামুর এই রক্তক্ষরণের জন্য দায়ী আমরাই। দায়ী আমাদের মানসিকতাই...দায়ী আমাদের নীচতা আর অজ্ঞনতা।

এরকম আমরা আর কতদিন থাকবো বলতে পারবেন। সস্তা খ্যাতি আর বির্তকের লোভে তিলে তিলে নষ্ট করতে বসেছি আমাদের নিজেদের কন্ঠস্বরকে। আর কতদিন নিজে পায়ে আমরা নিজেরাই কুড়াল মারবো?

১৯৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: রাতভর যে 'মুক্তিযুদ্ধ গবেষকের' মূল কাজ ইন্টারনেটে চেনা-অচেনা পর্নো ক্লিপ আপলোড করা, রগরগে চটি লেখা - তিনিও এখন বিদগ্ধ ব্লগার সেজে সামহোয়্যারকে একহাত দেখে নেওয়ার চেষ্টায় রাতদিন শ্রম দিয়ে যাচ্ছেন।

আয় হায়- কস্কি মমিন!!!!!! আহালে- বেচারা...

জেজের নেশা অখনো কাটেনাইক্যা মনে অয়!

তাই যাই দেখে তাতেই সেই চেতনা খুজে পায়।

ধিক!

সামুর পাশে সামুর সকল সাধারন ব্লগার।
যারা নেতা খেতা হবার খায়েশ রাখে না। কিন্তু আমজনতার মতোই সত্যে উজ্জিবীত।
ভালবাসায় উজ্জিবীত্।

তোমার ভয় নেই সামু- আমরা প্রতিবাদ করতে জানি।

১৯৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৪

s r jony বলেছেন: এই সময়ে আপনার উপস্থিতি দেখে ভালো লাগলো।

সাথে আছি।

১৯৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১১

রিয়ান৯১১ বলেছেন: সামুর সাথে আছি, থাকবো।

১৯৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ব্লগ এবং ব্লগারদের বিরুদ্ধে ইসলামি দলগুলোর ব্যানারে যারা আন্দোলন করছেন , আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি,আন্দোলনকারীদের শতকরা ৯৮ ভাগই ব্লগ সম্বন্ধে কোন ধারণা রাখেন না ।

ব্লগাররা ধর্মকে কটুক্তি করে লেখালেখি করেন তারা শুধু এই অংশই জানেন । অথচ এই একজন ব্লগারের ধর্মবিদ্বেষী লেখার বিরুদ্ধে যে হাজার হাজার ব্লগার এর প্রতিবাদ করেন ঐ একই ব্লগিং প্ল্যাটফর্মে সেই বিষয়ে তারা অবগত নন । অথবা নিজেদের স্বার্থেই হয়তো মাহমুদুর রহমানের মতো লোকেরা এই বিষয়টি তাদের জানান নি

সামুর পাশে আছি,থাকবো সব সময় ।

১৯৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২১

আজাদ আল্-আমীন বলেছেন: এটা ঠিক যে সামু নাস্তিকদের অনেক বেশী প্রশয় দিয়েছে। ইসলাম, নবী (সাঃ) একমনকি মহান আল্লাহ্ নিয়ে কুৎসিত কথা বার্তা সমৃদ্ধ কিছু লেখা সামুতে দেখেছি। এখন এসব লেখা আছে কি না আমি জানি না।
সামুকে ভালোবাসি তাই সামু বন্ধ হোক চাই না। সামু কোন ধর্মকে আঘাত কারী পোস্ট, কমেন্ট ইত্যাদি কঠোর হস্তে দমন করলে কোন অপশক্তি সামু বন্ধ করতে পারবে না।

১৯৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৮

দুরন্ত-পথিক বলেছেন: লেখা একপেশে হয়ে গেছে।

১৯৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩

সাইফ হাসনাত বলেছেন: সামহোয়্যারকে অবশ্যই বাচাতে হবে। সরকারের দালালী না করা মানেই এখন সরকারের শত্রু হয়ে যাওয়া। আর বাংলানিউজ২৪ পোর্টালের মতো সরকারের পা চাটা নিউজ এজেন্সিদের থুথু দিতে হবে। এই পোর্টালটির কারণে সাধারণ নেটিজেনরা আমাদের ব্লগ সম্পর্কে অনেক বাজে ধারণা পেয়েছে।

যা হোক, সামহোয়্যারইনকে আমাদের রক্ষা করতে হবে। মুক্তমত প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যমকে কখনোই খুন হতে দেওয়া চলবে না।

২০০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২

রানিং ফ্ল্যাশ বলেছেন:





সামুকে ভালোবাসি.. প্রিয় সামু ভালো থাকুক সর্বদা...




২০১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩

সাহিদা আশরাফি বলেছেন: সামুর সাথে আছি, থাকবো।

২০২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪

জানপরী বলেছেন: প্রগতিশীলতার মুখোশ পরে যারা ব্লগে-ফেসবুকে ঘোরাফেরা করে, নিজেকে নেতা বানানোর চেষ্টায় যারা মরিয়া, নিজের নাক কেটে যারা পরের যাত্রা ভঙ্গ করতে সিদ্ধহস্ত, তারাই সামহোয়্যারইন... ব্লগ এর বিরুদ্ধে, সামহোয়্যারইন... ব্লগ কে হেয় প্রতিপন্ন করার জন্য কাজ করে যাচ্ছে খুব পরিকল্পিতভাবে। বিশেষ করে বাংলানিউজ২৪.কম মনে হয় সামহোয়্যারইন এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে। মুক্ত মত প্রকাশের জায়গা হিসাবে সামুর পাশে থাকব।

২০৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১

আকাশ মাহমুদ০০৭ বলেছেন: মুক্তমত প্রকাশের এই জায়গাটুকু এটা মনে হয় আমার জন্য ঠিক বলেন নাই কারন কিছুদিন আগে আমার ব্লগ খানা স্থগিত করা হয়েছে কি কারনে বা কেন কোন অপরাধে তা আমার জানা নেই , এখন আমি আর আমার ব্লগে জেতে পারছিনা। সামুর কর্তৃপক্ষকে একটু নজর দেবার জন্য অনুরোধ জানাচ্ছি।

২০৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১

অর্ণব আর্ক বলেছেন: সায়েম মুন বলেছেন: এই ব্লগই বাংলা ব্লগের সূতিকাগার। এখান থেকেই যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন দেখেছি। এখান থেকেই শুরু হয়েছিল ধর্ষনের বিরুদ্ধে সোচ্চার আন্দোলন। তেল, গ্যাস নিয়া চক্রান্তের বিরুদ্ধে আন্দোলন। জাগ্রত ব্লগার অসহায় শীতার্ত, বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। সর্বোপরি শাহবাগ আন্দোলন। রাজকারের ফাঁসির জন্য আন্দোলন। তার সূচনাও এই ব্লগের ব্লগারদের মাধ্যমে। এই বিষয়গুলো কিছু ব্লগারের চোখে আংগুল দিয়া দেখাইতে হয়। তারা শুধু খুঁজে কে কখন কার লুঙ্গির গিট ধরে টান মারলো। তারা কোন আন্দোলনে নাই। মাঠে নাই। আছে শুধু সার্বক্ষণিক গ্যাঞ্জাম লাগার ধান্দায়। লুঙ্গির গিট টানা পাবলিকের সংখ্যা হাতে গোনা কয়েকজন। সেই কয়েকজনের জন্য তারা পুরো ব্লগ সমাজের মূখে চুনকালি মাখাতে দ্বিধা করে না। এই দুই ধরনের ব্লগার সামুর জন্য ক্ষতিকর। এখানকার খেয়ে দেয়ে পেট মোটা করে। আবার কোলাব্যাঙের মত এই ব্লগের বিরুদ্ধেই কথা বলে। তাদেরকে সামু থেকে বিতারিত করলে সামুর স্বর্নালী দিন আসবে বলে বিশ্বাস।

২০৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩

ভুদাই আমি বলেছেন: সামু থেকেই ব্লগিং শুরু। সামুর সাথে আছি, থাকবো।।


যারা আজ বড় আস্তিক সেজেছেন, নিজেকে বড় ধার্মিক ভাবছেন তাদের বলছি। এই ব্লগে হাতে গোনা ২-৫ জন ব্লগার নাস্তিকতার নগ্ন লেখা প্রকাশ করতে পারে। ২-৫ জনের জন্য তো সব ব্লগারকে নাস্তিক বলতে পারেন না।

আপনারা কেমন ধার্মিক যে এই ২-৫ জনকেই আল্লাহর রাস্তায় ফেরত আনতে পারেন না?

আমাদের প্রিয় নবী কারিম (সঃ) ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন এমন এক সময়ে যখন দুনিয়া ছিল কাফির আর নাস্তিকদের ভরপুর। তিনি কি তখন নাস্তিক বলে কাউকে জবাই করেছিলেন?


মাথায় টুপি, মুখে ছোট দাড়ি আর মুখে নাড়ায়ে তাকবির বললেই ইসলামীমনা হওয়া যায় না। হাওয়ার গা ভাসানোর চেয়ে কিছু শেখার মধ্যেই রয়েছে চরম সর্থকতা।।

২০৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬

ক্ষুদ্র খাদেম বলেছেন: সাথে ছিলাম, সাথে আছি, আর সাথে থাকব সামুর
কেউই দমাতে পারবে না আমাদের

সব কথার শেষ কথা " একতাই বল "

২০৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১

দ্যা আহমেদ মামুন বলেছেন: সামুতে যেমন ইসলাম বিরোধী ব্লগার আছে।
আবার ইসলামের পক্ষেও অনেকে লিখে।


তবে নাস্তিক আসিফ মহিউদ্দিন যেমন ল্যাপটপ পায় ইসলামের পক্ষে লিখে কেউ পায় না।

২০৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬

আহমেদ চঞ্চল বলেছেন: সামু আমার/আমাদের সেই শৈশবের হারানো উঠোন, জায়নামাযের মতই পবিত্র এক টুকরা জমিন। ।।।

সামুতে আছি, থাকবো সবসময়।।।।।।

২০৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬

টাইলুং বলেছেন: সামু একটা খোলা মাঠের মতো। যে কেউ এখানে আসতে পারে, বসতে পারে কিন্তু পাকনামি করলে সোজা গদাম খেয়ে খোঁয়াড়ে যাবে।

২১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

শামীম 776 বলেছেন: কিছু নিয়ম কানুন মানলে সামহোয়্যারইন এর কোন সমস্যা হবে না।

২১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬

আলমগীর_কবির বলেছেন: এ-ব্লগের জানালা খোলা রাখতে আমরা রাস্তায় নামব।

ধর্ম ভিত্তিক রাজনীতি ও নাস্তিকতা-বিষয়ে পড়তে নিচের লিংকের যে কোন একটিতে ক্লিক করুন।
Click This Link
Click This Link

২১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮

খান মেহেদী ইমাম বলেছেন: ভাই সামুকে অনেক ভালবাসি। এবং আমি একটা ব্লগই ব্যব্যহার করি তা হল সামু। কিন্তু সামু নাস্তিকদের লিখতে দিক তাতে আমার কোন প্রব্লেম নাই কিন্তু ইসলাম বিদ্বেষী লেখা প্রকাশ করা ঠিক না। কারন এদেশ এর ৮০% লোক মুসলমান এখানে ইসলাম বিদ্বেষী লেখা লিখলে বিতর্কিত হতে হবে। আর আমরা চাই না সামু বিতর্কিত হক।

২১৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

আমি বোকা মানুষ বলেছেন: সামুর পাশে ছিলাম, আছি, থাকবো।



কিছু আহাম্মক ব্লগার আছে সামুতে ব্লগিং করে সামুর বদনাম করে অন্য ব্লগে বা ফেবুতে এদের খুজে এদের নিকগুলো ব্যন করা হোক।

২১৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: সামুর পাশে আছি,থাকবো সব সময় ।

২১৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২

মাঞ্জু বলেছেন: সামু শুধু জামাতিদের টার্গেট না । কিছু আাওয়ামীলীগারেরও টার্গেট ।X((
জানা ও অরিলকে নিয়ে করা অশ্রব্য গালাগাল। মডু নীরব ।

২১৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩

মোঃ নুর রায়হান বলেছেন: কিন্তু আমার মনে হয় সামুতে মতপ্রকাশ করার সীমা আছে। এই ব্লগে আমার পোস্টকে মুছে দেয়া হয়েছিল যেটা আমি থাবা বাবাকে (বিরুদ্ধে!!!) নিয়ে লিখেছিলাম।
এখন আপনি কী বলবেন?
এই ব্লগ কি মত প্রকাশের স্বাধীনতা রাখে?

২১৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬

রিনকু১৯৭৭ বলেছেন: আমরা সকলেই বাকস্বাধীনতায় বিশ্বাসী। নিজের মতামত প্রকাশ করা বা অন্যকে নির্ভয়ে বলাটাই হলো বাকস্বাধীনতা। তবে মনে যা আসবে তাই লিখবো বা বলবো অন্যকে আঘাত দিয়ে সেটা আবার বাকস্বাধীনতার সংগায় পরেনা। যে কয়টি ব্লগ রয়েছে আমি মনে করি সামু হলো সবচেয়ে নিরপেক্ষ একটি ব্লগ। বহু ব্লগ আছে যারা সরাসরি কোন লেখা পোস্ট করতে দেয় না। মডেরেটরের মাধ্যমে যাচাই-বাছাই হয়। সেই ক্ষেত্রে সামু অন্যরকম। আর বিভিন্ন জনার বিভিন্ন ধরনের মতামত করার সুযোগ তৈরীর ব্যবস্থা রয়েছে বিধায় আজ সামুকে পড়তে হচ্ছে নানান ঝামেলায়, সামুকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেক ব্লগ রয়েছে, নাম না হয়ই বললাম, এরা ইচ্ছা মতো আজেবাজে মন্তব্য করে বেড়ায় একটি নির্দিষ্ট ধর্মের ওপর, কৈ সেই ব্লগের বিরুদ্ধেতো কোন কিছু শুনতে দেখি না!!!

২১৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫

মিজান মল্লিক বলেছেন: এই রক্তক্ষরণ বন্ধ করতে হবে। মুক্তমত প্রকাশের এই জায়গাটুকুকে বাঁচাতেই হবে। তোমার আরোগ্য কামনা করি হে সামু। আশা করি, সব ঠিক হয়ে যাবে।

২১৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: সামুর সাথে ছিলাম, আছি, থাকবো।

জয়তু বাংলা ব্লগিং

২২০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪

ম্যঙ্গোপিপল বলেছেন: এই লেখার প্রতিটি বর্ণের সাথে এক মত। আমরা সামুর সাথে আছি। ওরা পারবেনা। ওরা অনেক চেস্টা করছে। মত প্রকাশের জায়গায়, সামু কে অবশ্যে সারথানশি গ্রুপ এর কাল থাবা থেকে মুক্ত রাখতে হবে।

আমি ভিন্ন একটা কথা বলতে চাই। এখন যে, সিলেক্টেড ব্লগ। এই টা কে সিলএক্ট করে । এই সিলেকশানের কারনে, সামু তে এখন একটা এলিট শ্রেণি সৃষ্টি হয়েছে।

সামুর একটা বিশিষ্ট আছে। সামু তে আসলে, বাংলাদেশ কি ভাবছে বোঝা যায়। কিন্তু সামু এখন জে সিলেক্টেড পেজ করেছে, তাতে সামু কিন্তু এখন একটা সিলেকশান প্রসেসে চলে আসছে ওভার ওল। ফলে সামুর মোডারেটার এর পারসনাল ভিউ হয়ে পড়েছে, সামুর মুল চরিত্র।

একটা জিনিষ খেয়াল রাখবেন। যখন উভয় পক্ষ আপনার সমালোচনা করবে তখন বুঝবেন , আপনি ঠিক পথে আছেন।
প্রেসার গ্রুপের চাপে পড়ে সামু যদি তার নিরপেক্ষ চরিত্র হারায় তো আমাদের যাওয়ার কোন জায়গা থাকবেনা।
সামু ইতিমধ্যে বধ্য হয়ে গেছে। এ থেকে সামু মুক্ত হোক।
আমরা সামুর সাথে আছি।

২২১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬

সত্য কথায় যত দোষ ! বলেছেন: সামুর ভাল-মন্দ সবই আমাদের। সামুর সাথে ছিলাম, আছি, থাকবো।

২২২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭

সুখী চোর বলেছেন: এ কথাটা অস্বীকার করার কোন উপায় নেই যে সামহোয়্যার বাংলাদেশের সবচেয়ে নিরপেক্ষ প্লাটফরমের একটি। সামুতে লেখা পড়ি অনেক দিন থেকেই. তাই এই প্লাটফরমটা বন্ধ হলে সবচেয়ে ক্ষতি হবে নিরপেক্ষ মনের ব্লগারদের। কিন্তু আজ যে সামুর এই রক্তক্ষরন তার জন্য সামু যে কিছুটা দায়ী সে কথা অস্বীকার সে করতে পারবে না। ছাগু এবং বিকৃত মস্তিস্কের ধর্ম বিদ্বেষী পোকাগুলোকে আশ্রয় দেয়া হয়েছে এই সামুতে। ওগুলোকে ছেটে ফেললে কি এমন ক্ষতি হতো তা আমার জানা নেই। সামহোয়্যারে সবচেয়ে বড় সমস্যা যেটা, তা হলো ট্যাগিং। কারো লেখা মতের সামান্য অমিল হলেই শুরু হয় ট্যাগিং এর নোংরা খেলা। মডারেটররা হচ্ছে আমার দৃষ্টিতে ব্লগটির সেনা বাহিনী। কিন্তু সেই সেনারা যখন কে অরিজিনাল ছাগু আর কে ধর্মবিদ্বেষী তাকে ডিটেক্ট করে ডাইরেক্ট ব্যান করে না বা ব্যান করতে ব্যার্থ হয়, তখন নিজেকে বড় অসহায় মনে হয়।

প্রজন্ম চত্বরের যে ফসলটুকু আমরা আনতে চেয়েছি দেশের জন্য, দেশের মানুষের জন্য, সেটা শেষ দিকে দেশের সাধারন মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারনে ব্যার্থ প্রায়। জানি না এখন কি হবে।

আমি মনে করি বাক স্বাধিনতা জরুরী, কিন্তু তার সীমারেখা থাকা দরকার সেটা দেশীয় আইনের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, তেমনি ব্লগেও।এটা ছাড়া আমাদের জাতি কোন দিন এর এক হতে পারবে না।কখনোই না।কষ্মিনকালেও না।

সামহোয়্যারের সাথে আছি, থাকবো সবসময়।সকল অপপ্রচারের দাঁত ভাঙ্গা জবাব দিতেই হবে।

২২৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮

মাঞ্জু বলেছেন: সরি। লিংকটা ভুল ছিল।

View this link

২২৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০

পাব্লিক বলেছেন: সামুকে ভালবাসি, সামুর সাথে আছি, সাথে থাকবো।

২২৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১

রায়হান ৪২২ বলেছেন: সামুর পাশে আছি, থাকবো

২২৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫

তানিয়া হাসান খান বলেছেন: সামুর নিজের মান নিজেকেই রাখতে হবে। কোন অশ্লীল আর ধর্ম ‍নিয়ে (সকল ধর্ম ) কটূক্তি করা পোষ্ট রিমুভ করতে হবে তাৎক্ষণিক। আর অতি মাত্রায় যারা এমন পোষ্ট দিতেই থাকবে তাদেরকে ব্যান করতে হবে সাথে সাথে। এমন দুচারটি শাস্তি চলতে থাকলে । যারা করে তারা আশা করি উৎসাহ হারাবে বা আর ঝামেলায় জড়াতে চাইবেনা। অন্তত কিছুটা দমে যাবে।
অশ্লীলতার কোন সীমা নাই। সামু এটা দমন না করতে পারলে এটা ছাড়িয়ে সামুকেই নোংরা করবে।
সাথে আছি। থাকব ইনশাল্লাহ।
আশা করি, রক্তক্ষরণ বন্ধ হবে, সব ঠিক হয়ে যাবে।

২২৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫

ইংলা বলেছেন: রাতভর যে 'মুক্তিযুদ্ধ গবেষকের' মূল কাজ ইন্টারনেটে চেনা-অচেনা পর্নো ক্লিপ আপলোড করা, রগরগে চটি লেখা - তিনিও এখন বিদগ্ধ ব্লগার সেজে সামহোয়্যারকে একহাত দেখে নেওয়ার চেষ্টায় রাতদিন শ্রম দিয়ে যাচ্ছেন।


+++++

২২৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৮

কাঙাল মামা বলেছেন: অফিশিয়ালি ঢাকদোল পিটিয়ে কাগজে কলমে ব্লগ বেচে দিতে বলেন। ব্লগ মালিক হবে অন্যকেউ, কিন্তু এডমিন ও ম্যানেজিং প্যানেলে থাকবে জানা-আরিলরাই। এতে করে উনারা কিছুটা হলেও নিরাপদ থাকবেন।

২২৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪১

কর্ণেল সামুরাই বলেছেন: আজ থেকে বহু আগে এই বিষয়ে আমি যখন ব্লগকে সতর্ক করেছিলাম তখন এই ফিফাই আমাকে হিযবুতি ট্যাগ দেবার চেষ্ঠা করেছিল। না, আমি কিছু করিনি। ব্লগ ও জানার আপার অনুরোধে আমি ফরগিভ এন্ড ফরগেট নীতি অনুসরণ করেছি। কিন্তু ঠিক সে কাজটিই করলেন আমার দেশের মাহমুদুর রহমান যার আশঙ্কা আমি করেছিলাম।

আপনি যেদিন খুব বক্ বক্ করেছিলেন এগুলোতে ব্লগের কিছু এসে যায় না, আজ কথার সুর পাল্টালেন কেন? কে ঠিক ছিল আর কে ভুল ছিল তা আঙ্গুল দিয়ে দেখাতেই বহুদিন পর ব্লগে লগইন করলাম।

ব্লগের বিরুদ্ধে সব অভিযোগ থাকেনা যদি ব্লগ এর বিতর্কিত কন্টেন্টগুলো সরিয়ে দেয়। সেটা না করে হুদাই চিল্লা চিল্লি করে লাভ কি? ব্লগ নিরপেক্ষ থাকুক, অন্যের অনুভূতিকে শ্রদ্ধা জানাতে শিখুক, সবাই ভাল থাকবে।

২৩০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২

জিহাদ ৭০০৭ বলেছেন: অপশক্তির অপকর্মের প্রতিবাদ জানাই। অন্যায়ের কাছে মাথা নত নয়।

২৩১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

কাকচক্ষু বলেছেন: সহমত

২৩২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মনের কথা গুলো প্রকাশ করেছেন ফিফা। তবে এমনটা হচ্ছে কারন, ক্ষমতালোভীরা যারা আছেন, তারা বুঝেছেন ব্লগের শক্তি কি হতে পারে। অনলাইন কমিউনিটির শক্তি কত বড় হতে পারে। নানা উছিলায় এই দিকে তো আঘাত আসবেই। এতো জানা কথা।

আমি খুবই লজ্জার সাথে দেখেছি, এক শ্রেনীর বিশেষ মানুষ আছেন যারা যে পাতে খান, সেই পাতেই তারা বজ্য ত্যাগ করেন। এই ধরনের মানুষ থেকে সামুকে দূরে থাকতে হবে।

আমরা সকলেই সচেতন আছি এবং যার যার ব্যক্তিগত অবস্থান থেকে সকল মিথ্যে প্রপাগান্ডা বন্ধ করার চেষ্টা করছি।

সামুর যে কোন প্রয়োজনে আছি। কে কি বলল না বলল তাতে কিছুই যায় আসে না।

২৩৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০

মাথাল বলেছেন: পাশেই আছি, থাকব।

২৩৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

রিনকু১৯৭৭ বলেছেন: ফাজলামির যথেষ্ট হয়েছে! আর সহ্য করা যায় না। এখলি কিছু না করতে পারলে কখনই কিছু করা হবেনা। সকলে জয়েন করুন : Click This Link

২৩৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

জাওয়াদ তাহমিদ বলেছেন: একটা বড় সমস্যা হল দেশের বেশিরভাগ মানুষ এর ই ব্লগ সম্পর্কে ধারনা নেই বা থাকলেও ভাসা ভাসা।

২৩৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

জাতির নানা বলেছেন:
সাথে আছি...........................

২৩৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: আশা করছি সব রকম অপপ্রচার সত্যেও আমাদের এই মুক্ত মত প্রকাশের পথকে কেউ বাধা গ্রস্থ করবে না ।

২৩৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

রাতুল_শাহ বলেছেন: ছিলাম, আছি, থাকবো

সামু টিকে থাকবে তার মত করে।

২৩৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

আশীষ কুমার বলেছেন: শুধু এই একটি ব্লগই নিয়মিত পড়ি। আপনার প্রতিটি কথাই সত্য। আমি ব্লগার হয়েছি সামুতে এসেই। কিন্তু সামুর মডারেশনে স্বচ্ছতা আনা দরকার। বারবার ব্লগারদের এই দাবীকে সামু এড়িয়ে যাচ্ছে।

কিছু সুনির্দিষ্ট দাবী বহুবারই উচ্চারিত হয়েছে। কিন্তু কেউ কর্ণপাত করেননি।

শুধু মত প্রকাশের অধিকার আছে বলেই যে কেউ যা খুশি তা বলতে পারবেন না। খেয়াল রাখতে হবে তাতে অন্যের ক্ষতি হচ্ছে কিনা। একজনের বিরুদ্ধে বললে তার ক্ষতি হবেই, কিন্তু সেটা সত্যিই 'সত্য বলা' হচ্ছে কিনা তা দেখা মডারেশনের দায়িত্ব। মিথ্যা বানোয়াট ইতিহাস লেখা হলে তা রেখে দেয়া হচ্ছে কি শুধু মত প্রকাশের স্বার্থে??

ইচ্ছা করেই কি শুধু ক্যাচাল বাঁধিয়ে রাখা হয় না এ ব্লগে??

কেন আস্তিক নাস্তিক ক্যাচাল চলতে দেয়া হয়?? কেন বিকৃত রুচির মন্তব্যগুলো ডিলিট করা হয় না?? মত প্রকাশের এতই যখন স্বাধীনতা তখন মডারেশন প্যানেল রাখারতো দরকার হয় না।

এটাকে মত প্রকাশের স্বাধীনতা বলে না। এটাকে বলে বিকৃত মত প্রকাশের স্বাধীনতা। এর মাধ্যমে এখন প্রোগাপান্ডা চলে। এর মাধ্যমে এখন ভুল ইতিহাস শিখানো হয়। শিক্ষা দেয়া হয় নোংরামি।

আশা করছি সামু এসব ঠিক করবে। ৫ বছর কাটিয়ে দিলাম এখানে। গত দেড় বছর ধরে শুধু দেখছি এই ব্লগ পড়তির দিকে...

শুভ কামনা সামুর জন্য। শুভ বুদ্ধির উদয় হোক।

২৪০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

কানা ফকীর বলেছেন: জাত ধর্ম বর্ন নির্বিষেশে সামুর সাথে।

২৪১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

আল মামুন ১৯৮৭ বলেছেন: সামুর বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে, এগুলোকে প্রতিহত করতে হবে। এটা একটা মুক্তমনা, স্বাধীন ও নিরপেক্ষ প্লাটফর্ম হিসেবে সকলের ভালবাসা অর্জন করেছে, তাই কেউ একে ঠেকাতে পারবেনা ইনশাআল্লাহ।

তবে আমার একটা পরামর্শ হচ্ছে সামুর উচিত অতি আস্তিক বা অতি নাস্তিকদের সর্বদা পর্যবেক্ষনে রাখা যাতে এরা ব্লগে নোংরামী ছড়াতে না পারে। গুটি কয়েক উগ্রবাদী আস্তিক ও নাস্তিকের কারনে সামুকে আমরা হারাতে বসেছি।

কেউ নাস্তিকতার আড়ালে বিশেষ কোন ব্যক্তি ও ধর্মের যেন কুৎসা রটাতে না পারে, আবার কেউ অতি আস্তিকতার আড়ালে কোন নোংরামী যাতে না ছড়াতে পারে সে দিকে আমাদের সকলের খেয়াল রাখা উচিত।

সামু সর্বদা স্বাধীনতা ও নিরেপেক্ষতার পক্ষে বলে একে ভালবাসি, যতদিন এভাবে থাকবে ততদিন সামুকে কেউ হারাতে পারবেনা।

আর যারা জানাপু ও অরিল ভাইয়ার নামে নোংরা ছড়াচ্ছে তাদেরকে ধিক্কার জানাই, ইসলাম কখনো এভাবে কারো নামে মিথ্যাচার ও নোংরা ছড়ানো সমর্থন করেনা।

২৪২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

পরিবেশ বন্ধু বলেছেন: আমরা আমাদের লেখালেখির বা মতপ্রকাশের একমাত্র অত্যাধুনিক
স্বাধীন মাধ্যম টিকে , হ,,য,ব,র,ল রাজনীতির উদ্ধে নিয়ে আসার
ভাবনা থাকতে হবে সকলের ।

আমরা মুক্ত , আমরা স্বাধীন
নহে কোন দল , নহে মাথানত
এক হয়ে এস সবে
মিথ্যা অন্যায় করি প্রতিহত ।

আর রাজনীতি যদি করতেই হয় তবে তা যেন ব্লগার পরিচয়ে না হয়ে
ব্যক্তি কেন্ত্রিক হয় ।
সাবধান সময়ের সাথে জীবনের অবমুল্যায়ন বা প্রতিভাকে ভুল
সিদ্ধান্তে অন্ধকারে টেলে দেওয়া , আত্মহত্যার শামিল ।

২৪৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

আল মামুন ১৯৮৭ বলেছেন: @ আ শী ষ বলেছেনঃ শুধু মত প্রকাশের অধিকার আছে বলেই যে কেউ যা খুশি তা বলতে পারবেন না। খেয়াল রাখতে হবে তাতে অন্যের ক্ষতি হচ্ছে কিনা। একজনের বিরুদ্ধে বললে তার ক্ষতি হবেই, কিন্তু সেটা সত্যিই 'সত্য বলা' হচ্ছে কিনা তা দেখা মডারেশনের দায়িত্ব।


একেবারেই সত্য কথা, এ ব্যাপারে মডুদের আরো সতর্ক হতে হবে। তবেই সামু আরো ভালবাসা অর্জন করবে।

২৪৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

বাংলাদেশী দালাল বলেছেন: মন্তব্যর কোনো জবাব নাই কেন

২৪৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

বাংলাদেশী দালাল বলেছেন: জহির উদদীন বলেছেন: সামহোয়্যারইন এর পাশে আছি তবে আল্লাহ ও মহানবী (সঃ) কে কুটক্তিকারী নাস্তিকদেরকে সামহোয়্যারইন-এ ব্লক বা প্রবেশ নিষেধ করতে হবে......
সামুর সাথেই আছি এবং থাকবো।

২৪৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১১

জানজাবিদ বলেছেন: সামুর সাথে আছি।

২৪৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৯

এম হুসাইন বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মনের কথা গুলো প্রকাশ করেছেন ফিফা। তবে এমনটা হচ্ছে কারন, ক্ষমতালোভীরা যারা আছেন, তারা বুঝেছেন ব্লগের শক্তি কি হতে পারে। অনলাইন কমিউনিটির শক্তি কত বড় হতে পারে। নানা উছিলায় এই দিকে তো আঘাত আসবেই। এতো জানা কথা।

আমি খুবই লজ্জার সাথে দেখেছি, এক শ্রেনীর বিশেষ মানুষ আছেন যারা যে পাতে খান, সেই পাতেই তারা বজ্য ত্যাগ করেন। এই ধরনের মানুষ থেকে সামুকে দূরে থাকতে হবে।

আমরা সকলেই সচেতন আছি এবং যার যার ব্যক্তিগত অবস্থান থেকে সকল মিথ্যে প্রপাগান্ডা বন্ধ করার চেষ্টা করছি।

সামুর যে কোন প্রয়োজনে আছি। কে কি বলল না বলল তাতে কিছুই যায় আসে না।




সহমত!

২৪৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩১

শেরজা তপন বলেছেন: কোন বিশেষ স্বার্থন্বেষী কুচক্রী মহলেল প্ররোচনায় সামু বন্ধ হয়ে যাবে ভাবতেই পারিনা!! সামু আমাদের এখনকার প্রাত্যহিক জীবনের অংশ বিশেষ...
সামুর সাথে আছি সবসময়।

২৪৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪১

রুদ্র মানব বলেছেন: সামুর সাথে আছি এবং থাকবো । কিন্তু সামুকেও আমাদের ভাললাগার মূল্য দিতে হবে ।

ব্লগ থেকে নাস্তিকদের ও ইসলাম বিদ্বষী লেখা সরিয়ে দিতে হবে । সোনার বাংলা ব্লগের ছাগু ব্লগাররা যাতে সামুতে আশ্রয় না পায় সেদিকেও লক্ষ রাখতে হবে । ব্লগ ছাগুমুক্ত রাখার প্রতি নজর দিতে হবে ।

২৫০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪

রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: এতোদিন কোথায় ছিলেন বনলতা সেন?
-------------

ফিফা ভাই, আমাদের দুর্ভাগ্য; দ্রুত খবর পেতে বাংলানিউজের মতো লেখাচোর হলুদ সাংবাদিকদের রিপোর্ট আমাদের পড়তে হয়। আমার দেশের মতো বেহায়া একটা পত্রিকা আমাদের সমাজে প্রভাব বিস্তার করতে সক্ষম। আমাদের দুর্ভাগ্য, জামাত শিবিরকে, তাদের মিডিয়াকে এখনো আমাদের তোয়াজ করে চলতে হয়।

আমাদের পূর্বপুরুষেরাই আমাদের মাথার উপর এই খড়গ চাপিয়ে দিয়ে গেছেন। তারা বেচে থাকলে হয়তো দেখতেন, কি রক্তক্ষরণ চলছে আমাদের বুকে!!

আর হ্যা, সামুকে নিয়েও কিন্তু অভিযোগের শেষ নেই। এখন ধোয়া তুলসীপাতা সাজার চেষ্টা করলেও গত ছয় বছর ব্লগে থেকে কম দেখিনি।

২৫১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪

শব্দহীন জোছনা বলেছেন:
সামহোয়্যারের ভেতরে যে রক্তক্ষরণ চলছে তা বোঝা যাচ্ছে কিন্তু এই
রক্তক্ষরণ বন্ধ করার উপায় কি?

শুধু সজাগ থেকে সমর্থন জানানো-ই কি যথেষ্ট ? ? ! !

২৫২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮

সাদনান সারওয়াত বলেছেন: এদের বিবেক কি এদেরকে একটুও পোড়ায় না?

২৫৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫১

পুলক ঢালী বলেছেন: সামু মত প্রকাশের প্ল্যাটফর্ম কে কোন মত প্রকাশ করবেন সেটা ব্লগারদের স্বাধীনতা কে কোন প্রতিক্রিয়া জানাবেন সেটাও ব্লগারদের স্বাধীনতা আমরা এই স্বাধীনতা ভোগ করতে চাই তাই সামুর সাথে আছি সাথে থাকবো ।

২৫৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৭

তাইনূর বলেছেন: সামুর সাথে আছি এবং থাকব ,জয় বাংলা ।

২৫৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪

স্পেলবাইন্ডার বলেছেন: অবশেষে জার্মানীতে ইন্টারনেট সংযোগ গেল। অবশ্য ফিফার পোস্ট জার্মানী থেকেই দিতে হবে এমন কথা নেই! =p~

২৫৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪১

ঈশান মাহমুদ বলেছেন: বছর তিনেক আগে আমি যখন সামুতে ঢুকি, তখন সামুর অনেক ’বিখ্যাত’ ব্লগারকে দেখেছি গালিগালাজ আর খিস্তিখেউর ছাড়া কথাই বলতে পারতেন না। গালিগালাজকে তারা মোটামুটি শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। আরেকটি জিনিস আমি লক্ষ্য করি কারো মতের সংগে অমিল ঘটলেই তারা রীতিমতো সিন্ডিকেট করে অশ্লীল ভাষা আর ট্যাগিং করে ঐ ব্যক্তিকে রীতিমতো নাস্তানাবুদ করে ছাড়তো। আমি একবার এক ব্লগারের অশালীন ব্যক্তি আক্রমনের প্রতিবাদ করলে আমাকে ‘ছুছিল’ ট্যাগ দিয়ে দূরে গিয়া মরার উপদেশ দেয়া হয়।
আমার মনে তখন প্রশ্ন জাগতো, যে ব্লগের স্বত্ত্বাধিকারী একজন মহিলা, সেখানে এতো অবাধে অশ্লীলতা আর নোংরামির চর্চা হয় কিভাবে !


আজ স্বয়ং জানাকে নিয়েও অশানীল এবং নোংরা অপপ্রচার চালানো হচ্ছে। কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না। অশ্লীলতা, অসভ্যতাকে প্রশ্রয় দিলে সেটা একদিন প্রশ্রয় দানকারীকেও গ্রাস করবে-এটাই স্বাভাবিক। তবে আশার কথা হলো, সামুতে এখন গালিগালাজ’ খিস্তিখেউর অনেক কমে গেছে।

শেষ কথা হলো মত প্রকাশের স্বাধীনতার জন্য যে কোন পরিস্থিতিতে সামুর পাশে আছি।

২৫৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

উপদেশ গুরু বলেছেন: সামুর সাথে সবসময় আছি এবং থাকবো।

তবে সামুর মডারেশন আরো ভালো হবে বলে আশাকরি।

২৫৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৬

বিডি আইডল বলেছেন: পয়েন্ট টু বি নোটেডঃ

১. পোষ্টকারী কোন মন্ত্যবের কমেন্ট করেন নাই
২. পোষ্ট স্টিকি হবার ১২ ঘন্টারও কম সময়ে নন-স্টিকি হয়েছে

২৫৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৪

সোলায়মান আশরাফ বলেছেন: সামু কত নীরিহ ব্লগারকে কোন তদন্ত ছাড়াই কেবল এ টিমের অভিযোগের ভিত্তিতে ব্যান করেছে তার কোনো হিসাব নেই। আমার পরিচিত একজন ব্লগার যিনি এক বছর কোনো পোস্টটি দেনটি তার নিকটাও ব্যান করা হয়েছে কিছু ব্লগারের অভিযোগের ভিত্তিতে! যাদের কারণে অসংখ্য ব্লগারের মনে কষ্ট দিয়েছে তারাই এখন সামু ধ্বংসের নীলনকশা চালিয়ে যাচ্ছে। সামু তার ভুলগুলো শুধরে নিয়ে ব্লগ জগতে মর্যাদা নিয়ে টিকে থাক এ কামনা করি।

২৬০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২২

আয়না বাবা০০৭ বলেছেন: সবসময় সামুর পাশে আছি। চটি লেখক সামুর আলোয় আলোকিত হয়েছে ঠিকই কিন্তু ওর কালো ছায়া দিয়ে সামুর কোন ক্ষতি করতে পারবে না। কারণ ব্লগার বানানোর কারখানা সামু ওর চক্রান্ত নস্যাত করার মত হাজার হাজার ব্লগার ইতোমধ্যে তৈরী করছে।

২৬১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯

স্বপনচাষী বলেছেন: সামুর সাথে আছি,থাকতে চাই; মডুদের আরো স্বচছতা চাই ।

২৬২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৮

নেকড়ে বলেছেন:
এই পোস্ট ফিফা লিখে নাই। ১০০ % নিশ্চিত হয়েই একথা বলছি।

২৬৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৭

সাদা-কালো বলেছেন: সামুর মাধ্যমে জানা আপা যে নিরব বিপ্লব ঘটিয়ে যাচ্ছেন, তার জন্য তাকে বিপ্লবি সালাম। ৭১ এর চেতনাধারী সকল ব্লগার ভাইদেরকে বিপ্লবি সালাম।

পোস্টের জন্য ধন্যবাদ। হলুদ সাংবাদিকতা নিপাত যাক।

২৬৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫০

সাদা-কালো বলেছেন: সামুর মাধ্যমে জানা আপা যে নিরব বিপ্লব ঘটিয়ে যাচ্ছেন, তার জন্য তাকে বিপ্লবি সালাম। ৭১ এর চেতনাধারী সকল ব্লগার ভাইদেরকে বিপ্লবি সালাম।

পোস্টের জন্য ধন্যবাদ। হলুদ সাংবাদিকতা নিপাত যাক।

২৬৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০৩

ফ্রীডম@মিডনাইট বলেছেন: No matter what, will stay with 'somewhere'- This platform to express thoughts, opinions must be upheld free from suppression of any kind from any quarter.

২৬৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৩

ফারহুম বলেছেন: প্রিয় সামুর সাথে আছি এবং থাকব ইনশাআল্লাহ্‌...

পোস্টে ++

২৬৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১

জুল ভার্ন বলেছেন:
আপনার পোস্টের সাথে শতভাগ সহমত জানাই। আপনারমত লক্ষ লক্ষ ব্লগারদের একই প্রত্যাশা সামুর কাছে। এই প্রত্যাশা পূরণেই আমি, আপনি এবং “অজস্র আমরা” প্রচেষ্টা চালাচ্ছি দীর্ঘদিন যাবত। গত ছয় বছরে আমি বিভিন্ন ভাবে সমালোচিত হয়েছি, আলোচিত হয়েছি-সামুতে সুন্দর একটা পরিবেশে ভিন্নমতকে শ্রদ্ধা জানিয়ে নিজের মত প্রকাশের স্বাধীনতা/অধিরকার রক্ষায়। এই প্রত্যাশা পূরণেই আমি সামুর সামুর অনেক সমালোচনা করে মন্তব্য করি-যার জন্যই আমি শেষ পর্যন্ত কয়েকজন চিনহিত ব্লগারদের দ্বারা বিভিন্ন ট্যাগিং এর শিকার হয়েছি বারবার। একই কারনে বেশ কয়েকবার সামুতে লেখা লেখি বন্ধ করেছি। কখনও ব্যাক্তি ব্লগার হিসেবে কর্তিপক্ষের সহানুভূতি পেয়েছি-কখনও পাইনি। তারপরেও বারবার সামুতে ফিরে আসি-সামুর প্রতি অনেক ভালোবাসার টানে।

আমাদের প্রিয় সামু তথা সুস্থ্য ধারার ব্লগারগন আজ সত্যিই এক কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে-যার জন্য দায়ী মাত্র ১৫/২০ জন চিনহিত সুবিধাবাদী, সুযোগ সন্ধানী ব্লগার।সেই চিনহিত সুবিধাবাদী, সুযোগ সন্ধানী ১৫/২০ জন বিতর্কিত ব্লগারদের মধ্যে আজ সামুর কঠিন সময়ে, ব্লগারদের দূঃসময়ে একজনকে ছাড়া আর কাউকে সামুর মাঠে, সামুর পাশে দেখছিনা! নিশ্চয়ই সামু কর্তিপক্ষ বুঝবেন-“পোষা প্রানী শিকারী হয়না”! পোষা প্রানীরা আক্রান্ত হলে রুখে দাড়ায়না বরং দৌড়ে পালায়। সামুর পোষা ব্লগারেরাও পালিয়েছে।

কিন্তু সামুর প্রান অজস্র সাধারন ব্লগার আজও সামুর পাশে আছেন এবং সব সময় সামুর সাথেই থাকবেন। অজস্র সাধারন ব্লগাগনই সামুকে রক্ষা করবে সকল অপশক্তি মোকাবেলা করে। সামু হোক সকল সুস্থ্য চিন্তা ধারার, সত, শৃজনশীল লেখক-পাঠকদের তীর্থ স্থান।

সকল ব্লগারদের কাছে একটা মিনতি-ব্লগের পরিবেশ নিয়ে অন্তত জানা-আরিলদের যেনো আমরা কখনোই বিব্রত নাকরি। কারন, সামহ্যোয়ারইন ব্লগ ওনাদের দ্বিতীয় সন্তান-অন্তত কেউ কারো সন্তানের অকল্যাণ চাননা। ওনাদের অনেক শ্রম আর ত্যাগের বিনিময় আমরা বাংলা ভাষায় প্রথম ব্লগিং করার সুযোগ পেয়েছি, দুনিয়ার সকল বাংলা ভাষা ভাষীদের একই প্লাটফরমে একত্রিত হয়ে মুক্তবুদ্ধির চর্চার পথের সন্ধান পেয়েছি। ভাষা আন্দোলনের শহীদের এবং ভাষা আন্দোলন সংশ্লিষ্ট সকলকে যেমন আমরা “ভাষা সৈনিক” অভিধায় অভিহিত করে সম্মান দেই-তেমন বাংলা ভাষায় ব্লগিং এর পথিকৃত হিসেবে আমরা সব সময়ই যেনো জানা-আরিলদের সম্মান করেতে সচেষ্ট হই।

সামু বেঁচে থাকুক লক্ষ লক্ষ বাংলাভাষাভাষীর মুক্তবুদ্ধি চর্চার আলোক বর্তিকা হয়ে।

২৬৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

সফদার ডাকটার বলেছেন: জানা-আরিলকে নিয়ে অনলাইনে যারা নোংরামী করে, তারা গোপনে নয় প্রকাশ্যেই করে

২৬৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২১

সফদার ডাকটার বলেছেন: ভাঁড় বাইজু'র ফেবু লিংক চেক করেন । সাথে চটি শিয়াল, কুশান্ত আর তাদের আমু গেলমান ।

২৭০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪

ডাইস বলেছেন: রাতভর যে 'মুক্তিযুদ্ধ গবেষকের' মূল কাজ ইন্টারনেটে চেনা-অচেনা পর্নো ক্লিপ আপলোড করা, রগরগে চটি লেখা - তিনিও এখন বিদগ্ধ ব্লগার সেজে সামহোয়্যারকে একহাত দেখে নেওয়ার চেষ্টায় রাতদিন শ্রম দিয়ে যাচ্ছেন।//

আক্রমনের জন্য শেষে সোনা ব্লগ থেকে পয়েন্ট ধার করা লাগল! ইটস মেক সেন্স...দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ছাগু এন্ড সুশীল

২৭১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫

রাজর্ষী বলেছেন: সামুর সাথে ছিলাম,আছি, থাকবো।

২৭২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৬

kisuna বলেছেন: বিশাল এক পোস্টের সারমর্ম হল পিয়ালের বিরুদ্ধে বিষোদগার। বেশ বেশ। আর সামুতে যে ছাগলের চাষ হয় সেইটা প্রথম পৃষ্ঠা দেখলেই বোঝা যায়। বাক স্বাধীনতার নামে এদেরকে জায়গা দেয়া মানে এদের অক্সিজেন নিতে দেয়া।

২৭৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫

সফদার ডাকটার বলেছেন: Click This Link

২৭৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

হা...হা...হা... বলেছেন: আসিফ, আরিফুর চক্র সামুতে প্রশ্রয় পেয়েছিল এ সত্যটুকু কি করে অস্বীকার করি?

এরপরও মত প্রকাশের এই মাধ্যমটি বন্ধ হয়ে যাক তা চাইনা। শুধু চাই নীতিমালার যথাযথ প্রয়োগ।

২৭৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৬

ভুল উচ্ছাস বলেছেন: ব্যক্তিগত ভাবে আমি আইজুর পোষ্টে গিয়ে প্রতিবাদ করে এসেছি। আমি সামুর বিরুদ্ধে যেকোনো নোংরা প্রোপাগান্ডার তীব্র নিন্দা জানাই, জানি অনেক সেলিব্রেটিই এই সামুর তৈরি যারা এখন ফেবুতেও একটিভ এবং অন্যান্যা ব্লগেও আছেন তারাই তাদের সেই ব্লগকে জনপ্রিয় করার জন্যে চেষ্টা করছেন, অথচ এখনো আমি বলতে পারি শাহাবাগের এই আন্দোলনে সব থেকে বড় ভুমিকা পালন করেছে সামু ব্লগের ব্লগাররা, সামুর ব্লগাররা না থাকলে ওইটা জীবনেও কেউ করতে পারতো না যার কন্ট্রোল রুমে আজ বসে আছে কিছু সুবিধাবাদী পাবলিক।

সামুর সাথে আছি এবং থাকবো। সামুর শত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এরকম চমৎকার একটা প্ল্যাটফর্ম মিস না করে সেই চেষ্টা করে যাবো আমরা। আসুন আজ সবাই এক হই, আমরা এক থাকলে, সামুর ব্লগাররা হাত মেলালে কারো সাধ্য নাই সামুকে হুমকির মুখে ফেলবে।

২৭৬| ০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

মৃত্যুঞ্জয় বলেছেন: সামু ছিল, আছে এবং থাকতে হবে, আমার বিশ্বাস আমরা সব ব্লগার এই ব্যাপারে একমত

২৭৭| ০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

খিয়ারি বলেছেন: প্রতিক্রিয়াশীল চক্রটি বাংলাদেশকে পেছনে ফেরৎ নিয়ে যেতে চায়।

সামু এগিয়ে চল। আমরা আছি এই সামুতেই।

২৭৮| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:২০

আমি তুমি আমরা বলেছেন: আপনার ব্লগে ২৭০০০ তম কমেন্ট করলাম :)

২৭৯| ২২ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:২৪

গেঁয়ো ভূত বলেছেন: এই পোস্টে আমার আগে ২৭৮ জন ব্লগার কমেন্ট করে বলেছিলেন "সামুর সাথেই আছি" তারা সবাই কোথায় আছেন কেমন আছেন জানিনা। আপনারা ফিরে আসুন প্লীজ, সামু আপনাদের ফিরে আসার জন্য অধীর প্রতীক্ষায় চেয়ে আছে। প্লীজ ফিরে আসুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.