![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উঠবোই, পাহাড়টা ওই... [email protected] fusionfactory.blogspot.com
গুগলই সম্ভবত নিজেদের কাজের স্বচ্ছতা রাখতে ট্রান্সপারেন্সি রিপোর্ট প্রকাশের সাহস দেখিয়েছিল প্রথম। কবে কোন্ দেশের সরকার ও সংস্থা বিশেষ কোনো তথ্য মোছা কিংবা বিশেষ কোনো ইউজারের ব্যক্তিগত তথ্য জানতে চেয়ে গুগলের কাছে অনুরোধ পাঠিয়েছে, তার সবই বিস্তারিতভাবে উল্লেখ করা আছে সেই ট্রান্সপারেন্সি রিপোর্টে। এই ধারায় গত বছর থেকে টুইটারও ট্রান্সপারেন্সি রিপোর্ট প্রকাশ করা শুরু করে। এর বাইরে নিশ্চয়ই আরো কেউ না কেউ প্রকাশ করে থাকতে পারে। কিন্তু দক্ষিণ এশিয়ায় কোনো সামাজিক গণমাধ্যমের মধ্যে সামহোয়্যারইন... ব্লগই সম্ভবত প্রথম ট্রান্সপারেন্সি রিপোর্ট প্রকাশ করলো। ইংরেজিতে প্রকাশিত সেই রিপোর্টের সারসংক্ষেপ বাংলায় তুলে ধরা হল এখানে। তাতে দেখা যায়, ক্ষমতায় আসার পর বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সামহোয়্যারইন... ব্লগ কর্তৃপক্ষের কাছে ব্লগারদের বিভিন্ন পোস্ট মোছার অনুরোধ এসেছে চারবার। মানহানির অভিযোগে মোট ২৮টি পোস্ট মুছে ফেলার অনুরোধ জানানো হয় সরকারি দলের পক্ষ থেকে। এর মধ্যে অভিযোগের ভিত্তি থাকায় ১১টি পোস্ট মোছা হয়, বাকি ১৭টি পোস্ট বহাল থাকে। অন্যদিকে ২০০৯ সাল থেকে এ যাবত আমারব্লগ কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে মন্তব্য মোছা, পোস্ট মোছা ছাড়াও একজন ব্লগারের একাউন্ট ব্লক করে দেওয়ার দাবি জানিয়ে মেইল করে সামহোয়্যারইন কর্তৃপক্ষের কাছে।
পরবর্তীতে প্রয়োজন অনুসারে এই ট্রান্সপারেন্সি রিপোর্ট হালনাগাদ করা হবে।
মে ২০০৯
মানহানির কারণ দেখিয়ে আমারব্লগ ডট কমের পক্ষ থেকে সামহোয়্যারইনে প্রকাশিত তিনটি মন্তব্য মুছে দেওয়ার দাবি জানানো হয়।
কর্তৃপক্ষের অবস্থান : কোনো মন্তব্য মোছা হয়নি।
আগস্ট ২০১০
আমারব্লগ ডট কমের সহযোগী প্রতিষ্ঠান [link|http://e-bangladesh.org|]ই-বাংলাদেশ ডট অর্গ কপিরাইট লঙ্ঘনের অভিযোগে সামহোয়্যারইনে প্রকাশিত একটি ছবি মুছে দেওয়ার অনুরোধ জানায়।
কর্তৃপক্ষের অবস্থান : ওই ছবিটি মুছে দেওয়া হয়।
জানুয়ারি ২০১১
কপিরাইট লঙ্ঘনের অভিযোগে marions-kochbuch.de নামের একটি ওয়েবসাইট সামহোয়্যারইনে প্রকাশিত একটি ছবি মুছে দেওয়ার অনুরোধ জানায়।
কর্তৃপক্ষের অবস্থান : ওই ছবিটি মুছে দেওয়া হয়।
আগস্ট ২০১১
আবারও সেই marions-kochbuch.de! কপিরাইট লঙ্ঘনের অভিযোগে ওই ওয়েবসাইটটি সামহোয়্যারইনে প্রকাশিত একটি ছবি মুছে দেওয়ার অনুরোধ জানায়।
কর্তৃপক্ষের অবস্থান : ওই ছবিটি মুছে দেওয়া হয়।
এপ্রিল ২০১১
বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সামহোয়্যারইনে প্রকাশিত মোট ১০টি 'মানহানিকর' পোস্ট মুছে দেওয়ার দাবি জানানো হয়।
কর্তৃপক্ষের অবস্থান : মোট ৮টি পোস্ট মোছা হয়, অভিযোগের ভিত্তি না থাকায় বাকি ২টি পোস্ট বহাল থাকে।
মে ২০১১
এক মাস মাথায় বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আবারও সামহোয়্যারইনে প্রকাশিত মোট ১৮টি 'মানহানিকর' পোস্ট মুছে দেওয়ার দাবি জানানো হয়।
কর্তৃপক্ষের অবস্থান : মোট ৩টি পোস্ট মোছা হয়, অভিযোগের ভিত্তি না থাকায় বাকি ১৫টি পোস্ট বহাল থাকে।
জুলাই ২০১১
মানহানির কারণ দেখিয়ে আমারব্লগ ডট কমের পক্ষ থেকে সামহোয়্যারইনে প্রকাশিত একটি পোস্ট মুছে দেওয়ার দাবি জানানো হয়।
কর্তৃপক্ষের অবস্থান : অভিযোগের ভিত্তি থাকায় ওই পোস্ট মুছে দেওয়া হয়।
জুলাই ২০১১
মানহানির কারণ দেখিয়ে আমারব্লগ ডট কমের পক্ষ থেকে সামহোয়্যারইনের একজন ব্লগারের একাউন্ট ব্লক করে দেওয়ার দাবি জানানো হয়।
কর্তৃপক্ষের অবস্থান : অভিযোগের ভিত্তি থাকায় কোনো একাউন্ট ব্লক করা হয়নি।
জুলাই ২০১১
বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সামহোয়্যারইনে প্রকাশিত মোট ১টি 'মানহানিকর' পোস্ট মুছে দেওয়ার দাবি জানানো হয়।
কর্তৃপক্ষের অবস্থান : অভিযোগের ভিত্তি না থাকায় পোস্টটি মোছা হয়নি।
অক্টোবর ২০১১
কপিরাইট লঙ্ঘনের অভিযোগে world-guides.com নামের একটি ওয়েবসাইট সামহোয়্যারইনে প্রকাশিত ২টি ছবি মুছে দেওয়ার অনুরোধ জানায়।
কর্তৃপক্ষের অবস্থান : ওই ২টি ছবি মুছে দেওয়া হয়।
জানুয়ারি ২০১২
কপিরাইট লঙ্ঘনের অভিযোগে world-guides.com নামের একটি ওয়েবসাইট সামহোয়্যারইনে প্রকাশিত ৪টি ছবি মুছে দেওয়ার অনুরোধ জানায়।
কর্তৃপক্ষের অবস্থান : ওই ৪টি ছবিই মুছে দেওয়া হয়।
জানুয়ারি ২০১৩
বছরের শুরুতেই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সামহোয়্যারইনে প্রকাশিত মোট ১টি 'মানহানিকর' পোস্ট মুছে দেওয়ার দাবি জানানো হয়।
কর্তৃপক্ষের অবস্থান : অভিযোগের ভিত্তি না থাকায় পোস্টটি মোছা হয়নি।
২২ মার্চ ২০১৩
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) পক্ষ থেকে পাঠানো এক ইমেইলে ধর্মবিরোধী কিংবা রাষ্ট্রবিরোধী লেখালেখির অভিযোগে সামহোয়্যারইন ব্লগের মোট চার জন ব্লগারের একাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিতে বলা হয়। এছাড়া ওই অ্যাকাউন্ট ব্যবহারকারীদের সম্পর্কে ব্যক্তিগত বিস্তারিত তথ্য (আইপি এড্রেস, লোকেশন, ইমেইল, মোবাইল নম্বর এবং ব্যক্তিগত নাম) পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে বিটিআরসির কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
কর্তৃপক্ষের অবস্থান : সেই চারটি একাউন্ট বন্ধ করা নিয়ে কর্তৃপক্ষের অবস্থান এরকম-
১. আসিফ মহিউদ্দিন : তার একাউন্টটি এর আগেও একবার স্থায়ীভাবে বন্ধ করা হয়েছিল একই অভিযোগে। তবে পরে জাতীয় স্বার্থ ও নানান সামাজিক আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণ এবং বিশেষ ভূমিকা বিবেচনায় আবারও খুলে দেয়া হয়।
২. আইনস্টাইন : বেশ কিছুদিন আগেই এই ব্লগারকে লগইন ব্যান করা হয় ধর্ম বিকৃতি ও অশ্লীলতার অভিযোগে।
৩. দাড়িপাল্লা : গত বছরের সেপ্টেম্বর থেকে এই একাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ধর্ম-অবমাননার সুনির্দিষ্ট অভিযোগে।
৪. চিকন কালা : সম্প্রতি মধ্যরাতে ধর্ম-অবমাননামূলক একটি লেখা পোস্ট করে অল্প সময়ের মধ্যেই তা ড্রাফট করে নেয় এই ব্লগার। অতীতেও সে একই কাজ করেছে যার ফলে সে সবার নজরে তেমন আসেনি।
একাউন্টগুলো বন্ধ করা হলেও বিটিআরসির নির্দেশ অনুসারে কোনো ব্লগারেরই কোনো কনটেন্ট বা অন্য কোনো ব্যক্তিগত তথ্য সরবরাহ করা হবে না বলে জানিয়ে দেয় সামহোয়্যারইন... ব্লগ কর্তৃপক্ষ।
(চলবে...)
ব্যাকআপ কপি
২৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫২
ফিউশন ফাইভ বলেছেন: নোটিশবোর্ড বা ব্লগ কর্তৃপক্ষ কিন্তু ইতিমধ্যে এটা বলে দিয়েছে। হয়তো খেয়াল করেননি। এই হলো লিংক। এই লেখা হলো ওই রিপোর্টের সংক্ষেপিত বাংলা তর্জমা।
২| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: গুরুত্বপূর্ণ পোস্ট..বাকবস্বাধীনতার বিরুদ্ধে সরকারের অবস্থানকে ধিক্কার জানাই
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:০১
ফিউশন ফাইভ বলেছেন: এটা বিস্ময়কর যে, অনলাইনে সাধারণ সমালোচনাও সরকার সহ্য করতে পারছিল না।
৩| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৮
কলাবাগান১ বলেছেন: বিনপি কি ব্লগ পড়ে না???
ব্লগের স্বচ্ছতা এবং তার স্ট্যান্ড কে অভিনন্দন
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৩
ফিউশন ফাইভ বলেছেন: ব্লগে স্বচ্ছতা রাখার এই চেষ্টাকে হ্যাটস অফ!
৪| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৮
তিক্তভাষী বলেছেন: ইন্টারেস্টিং!!!
ট্রান্সপ্যারেন্সী রিপোর্টে ঐ আওয়ামী তৎপরতা আমারও নজরে এসেছে।
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩০
ফিউশন ফাইভ বলেছেন: ইন্টারেস্টিং তো বটেই!
৫| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৮
শয়ন কুমার বলেছেন: ঐ স্টুপিট চারটার বিরুদ্ধে আইনী একশন নিতে ব্লগ কর্তিপক্ষের উচিৎ সরকারকে সহযোগিতা করা
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:২২
ফিউশন ফাইভ বলেছেন: কোনো ব্লগই ব্লগারের ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ করতে পারে না।
৬| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৬
দলছুট শুভ বলেছেন: ধন্যবাদ ব্লগ কর্তৃপক্ষের বিষয়টা ক্লিয়ার করা খুবই জরুরি ছিল।
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৩
ফিউশন ফাইভ বলেছেন: এরকম স্বচ্ছতা এই সময়ে খুবই জরুরি ছিল। আশা করি, আগামী দিনেও তা অব্যাহত থাকবে।
৭| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৩
বিডি আইডল বলেছেন: আওয়ামী লীগের এইসব অভিযোগের বাইরেই সরকার বিরোধী একাধিক পোষ্ট মোছা হয়েছে সামু থেকে। আমার নিজেরই একাধিক পোষ্ট সরানো হয়েছে।
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৫
ফিউশন ফাইভ বলেছেন: ব্লগারদের অভিযোগের ভিত্তিতেও নিশ্চয়ই অনেক পোস্ট মোছা হয়েছে। বিভিন্ন সময়ে ব্লগ কর্তৃপক্ষের জবানিতে জেনেছি, অভিযোগের ভিত্তি থাকলে মাত্র এক অভিযোগেই সংশ্লিষ্ট পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। আবার ভিত্তি না থাকলে ১০০ অভিযোগেও কর্ণপাত করা হয় না।
৮| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৪
মামুন রশিদ বলেছেন: ওয়েলকাম ।
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৬
ফিউশন ফাইভ বলেছেন: ধন্যবাদ।
৯| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৮
tanbir10 বলেছেন: ট্রান্সপারেন্সি রিপোর্ট পুরোপুরি কি ট্রান্সপারেন্ট ?
হলে ফেব্রুয়ারী র হিসাব নেই কেন ?
৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:৫৮
ফিউশন ফাইভ বলেছেন: কোন্ ফেব্রুয়ারি? ট্রান্সপারেন্সি রিপোর্টের বিষয়টি আমাদের এখানে একেবারেই নতুন একটি ধারণা। তবু গুগলকে অনুসরণ করে সামহোয়্যারইন কর্তৃপক্ষ একটি নমুনা দাঁড় করিয়েছে। দিনে দিনে নিশ্চয়ই তা আরো সমৃদ্ধ হবে। সাধারণ ব্লগার হিসেবে আমার ধারণা, বিশেষ স্পর্শকাতর বিষয়গুলোই স্থান পেয়েছে সংক্ষিপ্ত ওই রিপোর্টে। তুলনামূলক কম গুরুত্বপূর্ণ অনুরোধগুলো হয়তো বাদও যেতে পারে। ব্লগ কর্তৃপক্ষই ভালো বলতে পারবেন।
১০| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৬
বাক স্বাধীনতা বলেছেন: আজকে একজন ব্লগার দুই নেত্রীর নাম উল্লেখ করে তাদের মেনোপেজ নিয়ে কুরুচিপূর্ণ কমেন্ট করেছে; রিপোর্ট করেছি।কাজ হয় নাই।
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৩:০০
ফিউশন ফাইভ বলেছেন: সামহোয়্যারে সার্বক্ষণিক নজরদারির অভাব রয়েছে। পুরোপুরি ভর্তুকিতে পরিচালিত একটি ব্লগে সার্বক্ষণিক নজরদারি করার মতো লোকবল নিয়োগও অনেক কঠিন কাজ। তবু আমার মনে হয়, অভিযোগের ভিত্তি থাকলে মডারেটররা নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। ধন্যবাদ।
১১| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫২
দায়িত্ববান নাগরিক বলেছেন: অনেক ধন্যবাদ ট্রানপারেন্সি রিপোর্ট সাধারন ব্লগারদের দেখার সুযোগ করে দেয়ার জন্য।
বাকস্বাধীনতার উপর হস্তক্ষেপ বন্ধ কর !
জামাত শিবির নিষিদ্ধ কর !
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৩:০১
ফিউশন ফাইভ বলেছেন: এই ট্রান্সপারেন্সি রিপোর্ট বাংলাব্লগে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
বাকস্বাধীনতার উপর হস্তক্ষেপ বন্ধ কর !
জামাত শিবির নিষিদ্ধ কর !
১২| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৯
আলতামাশ বলেছেন: ব্লগার দাড়িপাল্লার বিরোদ্ধে অভিযোগ সে এখনও ধমাধম নিকে ব্লগিং চালিয়ে যাচ্ছে, তাছাড়া ব্লগার পরিবানুও ধর্মকে আক্রমণ করে কমেন্ট করেছে কয়েকটি পোস্টে ।
তাদের বিরোদ্ধে কি কোন পদক্ষেপ নেওয়া হবে?
এই পোস্টের খুবই প্রয়োজন ছিল বলে আমি মনে করি।
সামুর বিষয়ে আরেকটা অভিযোগ করা হয় যে যারা ধর্মকে আক্রমণকারী পোস্টে বা কমেন্টে রিপোর্ট করেন, রিপোর্ট করার কারণে তাদেরকে ব্যান করা হয়। এই অভিযোগটির সত্যতা জানতে চাই যদিও আমি ভুক্তভোগি নই।
ধন্যবাদ
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৩:০৩
ফিউশন ফাইভ বলেছেন: সুনির্দিষ্ট অভিযোগ থাকলে মডারেটরকে অভিযোগ করুন এখনই। নিশ্চয়ই তারা পদক্ষেপ নেবেন।
আর সামহোয়্যারের বিষয়ে যে অভিযোগ, সে ব্যাপারে ব্লগ কর্তৃপক্ষ বা মডারেটররা ভালো বলতে পারবেন। আমি আপনার মতোই একজন সাধারণ ব্লগার।
১৩| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৪
তামিম ইবনে আমান বলেছেন: চোরের মনে পুলিশ পুলিশ
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৩:০৪
ফিউশন ফাইভ বলেছেন: অথবা এভাবেও বলা যায়, পুলিশের মনে চোর চোর!
১৪| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:১২
স্বপ্নরাজ বলেছেন:
ভাইজান আপ্নেদের ট্রান্সপেরেন্সির প্রশংসা না করে উপায় কি?
আপনার স্টিকি পোস্টে আপনি বলেছেন ,
স্মরণাতীতকালে এমন দুঃসময় আর এমন মহাদুর্যোগ আর আসেনি, বাংলা ব্লগমণ্ডল এখন যার মুখোমুখি দাঁড়িয়েছে। ব্লগার—এই মুহূর্তের বাংলাদেশে সবচেয়ে আলোচিত চরিত্র, সবচেয়ে দুর্ভাগাও। সরকারি হিসেবেই সংখ্যায় তারা প্রায় আড়াই লাখ।
মজার ব্যাপার হলো এই রকম একটা ঘোরতর আহ্বানেও আপনার আড়াই লাখ ব্লগার(যারা কিনা বিরাট দুর্যোগের মুখোমুখি!) থেকে মাত্র ৩৫ জন আপনার পোস্টে লাইক দিছে কাল থেকে যা আপনার পোস্টে নিয়ে লেখা স্টিকি ছাড়া পোস্টগুলোর লাইকের কাছাকাছি.....
কি মনে হয় আপনার? আপনার বিবেক কি ব্যখ্যা দিচ্ছে এর?
আপনাদের তথাকথিত ট্রান্সপ্যারান্সি এতোদিন রাজনৈতিক নেতাদের ট্রান্সপ্যারান্সির মতোই ছিল, আমব্লগাররা এইটা বোঝে অনেক আগে থেকেই - সেটা বোঝেনতো?আপনার স্টিকি পোস্টের কমেন্টগুলোয় মেসেজটা পরিস্কার।
এরপরও রাজনৈতিক নেতাদের মতো বলবেন ব্লগাররা গর্জে উঠেছে এর বিরুদ্ধে, তাইতো?
হে... হে....
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৩:২৭
ফিউশন ফাইভ বলেছেন: দুনিয়ার কোথাও কিন্তু লাইক কিংবা মন্তব্যের সংখ্যা দিয়ে কোনো আন্দোলনকে পরিমাপ করা হয় না। এই ব্লগে সর্বাধিক লাইক পাওয়া পোস্টটি হল উইন্ডোজ সেটআপ বিষয়ক টুকিটাকি টিপস নিয়ে। বুঝতেই পারছেন, 'লাইক' জিনিসটা যতোটা মার্ক জুকারবার্গের ব্যবসাপাতির জন্য গুরুত্বপূর্ণ, অ্যাকটিভিজমের জন্য ঠিক ততোটা নয়। কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগে প্রথম দাঁড়িয়েছিল হাতেগোণা ১০ কি ১৫ জন ব্লগার। বাকি ব্লগাররা ব্লগে বসে খাইসি-দাইসি-ঘুরসিতে ব্যস্ত, কেউবা টিপ্পনী কাটায়। হাতেগোণা ওই ব্লগাররা শাহবাগে শিখাটি জ্বেলে দিয়েছিল কেবল। আর আজ সেই শাহবাগ বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।
ব্লগাররা যদি বুঝতে না পারেন, কী বিপদ তাদের সামনে ঘনিয়ে আসছে। ব্লগারদের কেউ যদি নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করায় স্বচ্ছন্দ বোধ করেন এবং ঘনিয়ে আসা এই বিপদে বিকৃত আনন্দ লাভ করেন। তাতে ক্ষতি কিন্তু তার নিজেরই। কারণ ওই বিপদের মুখোমুখি তারাই কিন্তু হবেন। তবু ব্যাপারটি এমন নয় যে, দলে দলে ব্লগারদের লাইক পাওয়ার জন্য আমরা বসে আছি। আমরা আমাদের কাজ করে যাচ্ছি।
ব্লগারদের বিপদ নিয়ে টিপ্পনী আপনি কাটতেই পারেন। আপনার এই বাক-স্বাধীনতা রক্ষার জন্যই আমরা লড়ছি।
১৫| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৯
আরজু পনি বলেছেন:
ধন্যবাদ আপনাকে ট্রান্সপারেন্সি রিপোর্টের লিংকটা শেয়ার করার জন্যে।।
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৩:২৮
ফিউশন ফাইভ বলেছেন: আমার ধারণা, বাংলা ব্লগের ইতিহাসে এটি বিবেচিত হবে মাইলফলক হিসেবে।
১৬| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৯
রুদ্র মানব বলেছেন: গুরুত্বপূর্ণ পোস্ট । ট্রান্সপারেন্সি রিপোর্টের লিংকটা শেয়ার করার জন্যে ধন্যবাদ ।
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৩:২৯
ফিউশন ফাইভ বলেছেন: আপনাকেও ধন্যবাদ। সর্বক্ষেত্রেই চাই ট্রান্সপারেন্সি।
১৭| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:১৯
আমিনুর রহমান বলেছেন: ধন্যবাদ সামু ট্রান্সপ্যারেন্সী রিপোর্টে্র জন্য এবং অবশ্যই ফিফাকে অশেষ ধন্যবাদ অপপ্রচারের মুখে ঝাঁটা মারার জন্য
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩০
ফিউশন ফাইভ বলেছেন: ধন্যবাদ আমিনুর। আমাদের লড়াই আমাদেরকেই লড়তে হবে।
১৮| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:২৪
ধমাধম বলেছেন: জামাত শিবিরের পক্ষ থেকে কোন অনুরোধ নাই?
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩২
ফিউশন ফাইভ বলেছেন: এটা আমার কৌতূহল ছিল শুরুতে। কিন্তু পরে মনে হল, ব্লগমণ্ডলে জামায়াত-শিবিরের যতো এজেন্ট ছড়িয়ে ছিটিয়ে আছে, তারাই দলের হয়ে অনুরোধের কাজটি প্রতিনিয়ত করে যাচ্ছে ব্লগ কর্তৃপক্ষের কাছে।
১৯| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:২৮
মিত্রাক্ষর বলেছেন: সামু কর্তিপক্ষকে অনেক ধন্যবাদ। আশা করি তারা তাদের বর্তমান সিদ্ধান্তে আগামীতেও অটল থাকবে।
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩২
ফিউশন ফাইভ বলেছেন: আমারও সেই একই আশা।
২০| ৩০ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৩৮
সরকার৮৪ বলেছেন: জুলাই ২০১১
মানহানির কারণ দেখিয়ে আমারব্লগ ডট কমের পক্ষ থেকে সামহোয়্যারইনের একজন ব্লগারের একাউন্ট ব্লক করে দেওয়ার দাবি জানানো হয়।
কর্তৃপক্ষের অবস্থান : অভিযোগের ভিত্তি থাকায় কোনো একাউন্ট ব্লক করা হয়নি।
ফিফা পুরা গেছে।
আচ্ছা জিয়া বা খালেদা জিয়া নিয়ে আপত্তিকর মন্তব্য করা বা পোস্ট করা ব্লগারের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন মনে করে কেন সামু?
২১| ৩০ শে মার্চ, ২০১৩ ভোর ৫:০২
সরকার৮৪ বলেছেন: খালেদা ও ফালু লিখে সার্চ দিয়া দেখেন এই ব্লগে বিরোধী দলীয় নেত্রী নিয়া কি ধরনের অসভ্যতা হয়। সেগুলা রিপোর্ট করলেও দিলেট করা হয় না। কেন? এই গুলা আপত্তিকর মনে হয় না? কেন এই ব্লগে জিয়া খালেদা জিয়ার নামে পোস্ট নির্বাচিত করা হয়? নিরপেক্ষ মডু জিয়া স্বাধীনতার ঘোষক না এমন পোস্টে প্লাস দিবে প্রিয়তে নিবে?
২২| ৩০ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৩৯
রবি_জল বলেছেন:
আমি বুঝিনা ফিফা , সামুর কোন আপত্তিকর পোস্ট বা কমেন্ট নিয়ে যখন সামুর সাধারণ ব্লগার'রা আপত্তি বা রিপোর্ট করে তখন সামুর মডারেশন কি করে? এই ট্রান্সপারেন্সি রিপোর্ট নিয়ে আপনি পোস্ট দিলেন যাতে কেবল আওয়ামীলীগ আর তাদের সমমনা দলীয় একটি ব্লগের আপত্তির গুরুত্ব নিয়ে ( অথবা ভীত হয়ে) কিন্তু আমরা সাধারণ সামু বাসিরা এতদিন এতো এতো রিপোর্ট করেও কোথাও কোথাও কিন্তু মোটেও ট্রান্সপারেন্ট মডারেশন পায়নি। কেন পাইনি?? আমরা আওয়ামীলীগ করিনা বা আমরা আওয়ামীলীগের কেউ নয় বলে???
নাকি আমরা "আমার ব্লগের" ব্লগার নয় বলে???
এসব নিয়ে আপনাকেও নীরব দেখি কেন? ট্রানপারেন্সি রিপোর্টে সাধারণ ব্লগারদের অভিযোগের গুরুত্ব আওয়ামীলীগ দল থেকে কম কেন? নাকি সামুও আওয়ামীলীগের চাদরেই মোড়া ?? !! নিরপেক্ষতা কি তাদের খুশিতেই হয়??
আমাদের অভিযোগের বিচার করাতো দুরের কথা অভিযোগ কারীকেই নির্মূল করা হয়েছে বহু বার।
আর ব্লগে খালেদা বা জিয়াকে নিয়ে করা অনেক আপত্তিকর পোস্ট বা মন্তেব্যের বিরূদ্ধে শত রিপোর্ট করেও কাজ হয়না কেন? তখন ফিফা'রাই বা কোথায় ঘুমায়??
ঐ সব আজে বাজে পোস্টের ছবিগুলো এখানে আর দিলাম না দেখার জন্য লিংকটা দিলাম আপনাকে এই পোস্টের ২০৯ নং কমেন্টে দেখেন।
তাই বলি যে,
সামুর মডারেশন ভুয়া ।
ভুয়ার পরে একটা "না" যোগ কোরার মত লোক সামুতেই ৫ জন পাবেন না ।
কারা আছেন আওয়াজ দেন
একটা কথা খুব পরিষ্কার যে, দিনে দিনে সামু তার বন্ধু হারাচ্ছে- যারা আসলে সামুতেই ব্লগিং করতো।
তাই ব্লগার তৈরিতে সামুর যেমন অবদান ছিল এখন ব্লগার নির্মূলেও সামুর সম অবদান দেখতে পাচ্ছি।
তবে এখন জাতীয়তাবাদী ব্লগার নির্মূলে সামুর অবদান জাতি কোনদিনও ভুল্বেনা । দেশে হাম্বার ফলন বৃদ্ধির যে প্রকল্প সামু হাতে নিয়েছে তাতে সামু এবার বাকশাল ক্যাটাগরিতে ( নতুন) নোবেল পাবেই পাবে।
সবাই সামুর জন্য প্রার্থনা করি বলেন আমিন !
সামুর মডারেশন ভুয়া ।
ভুয়ার পরে একটা "না" যোগ কোরার মত লোক সামুতেই ৫ জন পাবেন না ।
কারা আছেন আওয়াজ দেন
একটা কথা খুব পরিষ্কার যে, দিনে দিনে সামু তার বন্ধু হারাচ্ছে- যারা আসলে সামুতেই ব্লগিং করতো।
তাই ব্লগার তৈরিতে সামুর যেমন অবদান ছিল এখন ব্লগার নির্মূলেও সামুর সম অবদান দেখতে পাচ্ছি।
তবে এখন জাতীয়তাবাদী ব্লগার নির্মূলে সামুর অবদান জাতি কোনদিনও ভুল্বেনা । দেশে হাম্বার ফলন বৃদ্ধির যে প্রকল্প সামু হাতে নিয়েছে তাতে সামু এবার বাকশাল ক্যাটাগরিতে ( নতুন) নোবেল পাবেই পাবে।
সবাই সামুর জন্য প্রার্থনা করি বলেন আমিন !
২৩| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৫০
বিডি আইডল বলেছেন: রিপোর্ট!
যাদের কাছ থেকে শুনেছেন, তাদের থেকে শুনে কাইন্ডলি আমাকে জানাবেন ২৫শে ফ্রেব্রুয়ারীতে দেয়া আমার এই পোষ্টটি সরিয়ে আমাকে জেনারেল করা হয়েছিলো কেন?
ব্লগে ব্লগে পেইড লীগার ব্লগারদের পর সংসদে শেখ সেলিম এবং এখন বিডিনিউজ
২৪| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৭
tanbir10 বলেছেন: -কোন্ ফেব্রুয়ারি?
=জি, এই ফেব্রুয়ারী ২০১৩
-সাধারণ ব্লগার হিসেবে আমার ধারণা, বিশেষ স্পর্শকাতর বিষয়গুলোই স্থান পেয়েছে সংক্ষিপ্ত ওই রিপোর্টে। তুলনামূলক কম গুরুত্বপূর্ণ অনুরোধগুলো হয়তো বাদও যেতে পারে।
=থাবা বাবার ব্লগ মুছে ফেলার (আমার কথা না , বিভিন্ন পোস্টে কমেন্ট এ ব্লগাররাই বলেছেন ) ঘটনা কম গুরুত্বপূর্ণ বা 'বিশেষ স্পর্শকাতর বিষয় নয়' বলে তো মনে হয় না ।
২৫| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫৭
সাইবার অভিযত্রী বলেছেন: কোন গালাগালি নয়, আসিফের উগ্র সাম্প্রদায়িক উষ্কানীমুলক কাজের যৌক্তিক বিরোধীতা করার জন্য, সামুর ভুমিকার সমালোচনার জন্য রাতুলবিডি , রাতুলবিডি ২ , রাতুলবিডি ৩ , রাতুলবিডি৪ , ব্যান / বোতল বন্দী!
A post on this by ratulbd : সামুর ট্রান্সপারেন্সী না কন্সপারেসী ?
২৬| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৭
নেক্সাস বলেছেন: অভিযোগের ভিত্তি থাকলে মাত্র এক অভিযোগেই সংশ্লিষ্ট পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। আবার ভিত্তি না থাকলে ১০০ অভিযোগেও কর্ণপাত করা হয় না।
হাসলাম
তা ফিফা অভিযোগের ভিত্তিটা কি আপেক্ষিক?
২৭| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৭
ShusthoChinta বলেছেন: ফিফার মতো সুশীল ব্লগার আমার জন্মে আর দ্বিতীয়টা দেখিনাই! এমন ভাব করে যে সামু পুরাপুরি ট্রান্সপারেন্ট,একেবারে দুধে ধোয়া,মডারেশনে যদি কিছু গাফলতি ঘটে থাকে তা শুধুই লোকবল সংকটের কারণে!
আচ্ছা তাইলে কি আপনি ব্লগারদের ফিডার খাওয়া পাবলিক মনে করেন নাকি? লোকবল কম হওয়াই যদি একমাত্র কারণ হয় তাইলে যখন আসিফ বা আরিফুরের কর্মকান্ডের সমালোচনা জাস্ট শুধু সমালোচনা করার দায়ে অসংখ্য ব্লগারকে ব্যান করার ব্যাখ্যাটা কী? আর আসিফ,আরিফুররা বছরের পর পর বছর এতো এতো কুরুচিপূর্ণ কান্ড করে যাওয়ার পরও ব্যান তো হয়ই না বরং স্বনামে একই গতিতে পূর্ণোদ্যমে তাদের কাজ চালিয়ে গেছে! এটাই তাহলে আপনাদের ট্রান্সপারেন্সি তাই না! বাহ্ বাহ্,এই না হলে সুশীলতা! আমার দেখা সেরা ব্লগীয় চুশীল হলেন এই শ্রদ্ধেয় ব্লগার ফিউশন ফাইভ ওরফে ফিফা!
২৮| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৪
আশিকুর রহমান অমিত বলেছেন: এই কথা কি অস্বীকার করতে পারেন আপনেরা, কিছু ধর্মবিদ্বেষী লিখার বিরুদ্ধে শত শত রিপোর্ট করে মডারেটর রা মুছে ফেলেননি। আসিফ মহিউদ্দীন কিছু কিছু লিখার ভাষা ছিল অত্যন্ত জঘন্য কিন্তু সেদিকে হিটের আশায় কিনা ব্লগ কতৃপক্ষ বিন্দুমাত্র কর্নপাত দেখায়নি। আজ সরকারী নির্দেশের ফলে ব্যান করা হল।
আমার ব্যক্তিগত মতামত, ব্লগ বাতিল বা পোষ্ট ডিলিট করে হোক মাস ব্লগারের অভিযোগে।
২৯| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪০
Rain_in_Sydney বলেছেন: I commenced my writing in Samu with an Islamic article titled as “Virtues al-Fatihah” and I have been banned from the blog saying “you have been banned because of a breach of regulations of the blog”. It made me clear that this blog does not like Islamic post so my perspective is it’s a joke when you someones talks about transparency report of this blog.
৩০| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৯
গিড়ীবাজ বলেছেন: আমার মনে হয়-সামু কর্তিপক্ষকে যদি বলা হতো সামু ব্লগে আওয়ামী বিরোধী ব্লগার যারা আছে তাদের নাম জানানো হোক-তাহলে সামুর বর্তমান মডারেটর এবং সামু মালিক কর্তিপক্ষের চাইতেও ৯৯ ধাপ বেশী এগিয়ে মডারেশন প্যানেল গোষ্ঠী সকল আওয়ামী বিরোধী ব্লগারদের পাকড়াও করে স্বরাস্ট্র মন্ত্রী ও ছাত্র লীগের হাতেই তুলে দিতো। সমস্যা হয়েছে আসিফ মহিউদ্দীনকে নিয়ে! আসিফ মহিউদ্দীনকে ব্যান নাকরলে আজ আপনি এই পোস্ট দিতেননা।
৩১| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২২
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: নেক্সাস বলেছেন: অভিযোগের ভিত্তি থাকলে মাত্র এক অভিযোগেই সংশ্লিষ্ট পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। আবার ভিত্তি না থাকলে ১০০ অভিযোগেও কর্ণপাত করা হয় না।
হাসলাম
তা ফিফা অভিযোগের ভিত্তিটা কি আপেক্ষিক?
আমারও হাসি পেল,
এখানে কোন পক্ষ কার বিরুদ্ধে অভিযোগ কর্ছে সেটাই মুখ্য, অন্য কিছু না।
৩২| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৭
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: দুই প্রশ্নের দুই রকম জবাব খুবই হাস্যকর মনে হলো, প্রশ্ন কিন্তু একিই ছিল মনে হয়।
৩৩| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০২
ধ্রুব মহাকাল বলেছেন: যত আপত্তি সবতো দেখি বাকশালীদের ।জাতীয়তাবাদীদেরতো কোন আপত্তি থাকতে নেই ।কারণ তাদের নিজস্ব ব্লগ নেই বা তাদের সরকার ক্ষমতায় নেই । বাহ মডারেশন বাহ ।বাকশাল জিন্দাবাদ ।জাতীয়তাবাদীদের ব্যান মোবারক
৩৪| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৮
ক্লান্ত কালবৈশাখি বলেছেন: আশা করি এ ধরণের স্বচ্ছতা অব্যহত থাকবে।
৩৫| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩১
জুল ভার্ন বলেছেন:
“ব্রুটাস তুমিও!” শেক্সপিয়ারের লেখনীর বদৌলতে ছুরিকাহত সিজারের শেষ উক্তির সঙ্গে বিশ্বব্যাপী সকল পাঠক মোটামুটি পরিচিত।
ব্লগে ফিউশন ফাইভ আমাদের প্রিয় ফিফা ভাই-যার লেখার অজস্র ভক্তের মধ্যে আমিও একজন। মূলত আমি আপনার লেখা শুধু পড়িনা বলা যায় গ্রোগ্রাশে গিলে খাই। কিন্তু আপনার এই পোস্ট এবং বর্তমান স্টিকি পোস্ট দেখে ভাবতেই পারছিনা সামহোয়্যারইন ব্লগ বর্তমান অবস্থার পূর্বা-পর বিষয়গুলো সম্পর্কে আপনি অবগত কিনা! তাই করুণা করেই বলতে ইচ্ছা করছে-ফিফা ভাই-আপনিও!
৩৬| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: বাংলা ব্লগ এর একটি পূর্ণাঙ্গ নীতিমালা তৈরি হোক যেখানে প্রতিটি টার্ম উল্ল্যেখ থাকবে এবং প্রতিটি নিষিদ্ধ বিষয় কি এবং কেন, সঠিকভাবে ব্যাখ্যা করে সরকার এবং ব্লগ কর্তৃপক্ষদের সর্বসম্মতিক্রমে হোক এটি।
এতে কনফিউশন দূর হয়ে যাবে অনেক। তবে নাস্তিকতা নিয়ে লেখা, দেশ বা সরকার এর সমালোচনা কখনই নিষিদ্ধ কিছু হতে পারে না, বরং ব্যাক্তিআক্রমণ, হুমকি, ধর্মবোধকে আঘাত করে কিছু লেখা বা কুরুচি পূর্ণ কিছু যা সমাজের উপকার নয় বরং ক্ষতি করে, তা বর্জনে সবাই একটি "নির্দিষ্ট" নীতিমালা ফলো করলে এই ধরনের সমস্যা সামনে কম ফেস করতে হবে বাংলা ব্লগকে।
"সবাই জাতীয় এই নীতিমালা মেনে চলতে বাধ্য থাকবে, তবে বাক স্বাধীনতা যেন নিশ্চিত হয়!! সাথে নিশ্চিত হয় বাক দায়িত্বশীলতা"
কারন আর যাই হোক, থাবা বাবাকে টার্গেট করে সোনা ব্লগে দেওয়া পোস্টটি বাক স্বাধীনতার উদাহরন হতে পারে না, যেমন পারেন নবি রাসুলকে গালাগালি করে দেওয়া লেখাটি।
৩৭| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
গেমার বয় বলেছেন: স্টিকি হৌক !!! :-< :-< :-< :-<
৩৮| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
স্বপ্নরাজ বলেছেন:
@হে হে...... দারুন জবাব দিছেন যাই হোক। লাইকের কম যদি আপনার পোস্ট না সমর্থনের মাপকাঠি না হয় তাহলে মন্তব্যগুলো রেট করুন....... মাইনাস বাটনটি আপনারা কেন উঠালেন?এই কারনেই তো নাকি? বর্তমান রাজনৈতিক নেতাদের মতো একটা পোস্ট দিয়ে ঢালাও ভাবে সেটা সাধারন ব্লগারদের প্রাণের দাবী বলে চালিয়ে দেবেন....... হাহা..... আপনার পোস্টের কন্টেটের সাথে সাধারন ব্লগারদের বেশীরভাগেরই অনেক দ্বিমত আছে সেটা আপনি কি হলে বুঝবেন?..... ওহহো আপনিতো আবার বর্তমান রাজনৈতিক নেতাদের ফলো করছেন... কিছুতেই বুঝবেন না।
আমি টিপ্পনী কেটেছি সামুর মডারেশন নিয়ে .....আর বিপদের কথা বলছেন?
যে আইনে ডাকাত জেলে যায় সেই আইনের অপব্যবহারে আবার ভাল মানুষও জেলে যায়.... সেই জন্য কেউ আইনটা বাতিল করতে বলেনা.....
আমরা সরকারের এই আইনের অপপ্রয়োগের বিরুদ্ধে নিশ্চয়ই বলব। কিন্তু ধর্মকে কুৎসিতভাবে আক্রমন করে আপনাদের চোখের মনি বনে যাওয়াদের ব্লগ বাতিল করাকে আইনের সঠিক প্রয়োগই বলব আমরা।
ভাল থাকুন।
৩৯| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
তেলাপোকা বলেছেন: আমার ব্লগের অবস্থান দেখে মজা পাইলাম। ওরা চাইলেই "আমার" এর জায়গায় "আম্লীগ" লাগাইতে পারতো। মুখোশ রাখার কি দরকার? আমরাতো জন্মলগ্ন থেকেই জানি "আমার ব্লগ" কি জিনিস
৪০| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
তেলাপোকা বলেছেন: দিকভ্রান্ত*পথিক' ভাইকে বলছি। আমি এই জীবনে সোনার বাংলা ব্লগ এ যাই নাই। এমনিতেই কয়েক বছর থেকে ব্লগ দুনিয়ায় আমার আসা হয় না। তবে ওখানে যদি কেউ "থাবা বাবা" নিয়ে কোন পোষ্ট দিয়ে থাকে তবে বিবেচনা স্বাপেক্ষে সেই ব্লগারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যেত (যদি অভিযোগ প্রমাণিত হয়)। গুটিকয়েক ব্লগারদের জন্য আস্ত একটা ব্লগ সাইট এভাবে বন্ধ করে দিতে পারেনা। মনে রাখবেন, আজকে এই ব্লগ আছে কিন্তু এ ঘটনার জন্য এটাও একদিন হাওয়া হয়ে যেতে পারে। খড়গ নামার আগেই সকল ব্লগার ভাইদের এক হতে হবে। এরকম পরিস্থিতি আমরা আরও একবার সম্মুখীন হয়েছিলাম; ঐ সময়ে ক'টাই বা ব্লগ সাইট ছিলো? সামু ঐ সময়টা পার করতে পারছে একনিষ্ঠ ব্লগার অবস্থানের কারনেই। আজ আপনারাই কিছু ব্লগার দলীয় কারনে বিভাজনের পথে আছেন। দলবল নির্বিশেষে সবাইকে এক হতে হবে। প্রয়োজনে রাজপথেও নামতে হবে।
ফিউশন ভাইকে ধন্যবাদ না দিয়ে পারছি না।
৪১| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
নাজিম-উদ-দৌলা বলেছেন: এর কোনও মানে হয়না! সরকারের এই বিষয়ে হস্তক্ষেপ মোটেও কাম্য নয়।
৪২| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৪
ধ্রুব অন্যকোথাও বলেছেন: বাংলাদেশি গণতন্ত্র বলে কথা
৪৩| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ট্রান্সপিরেসি রিপোর্টটা শেয়ার করার জন্যে ধন্যবাদ।
৪৪| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৭
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: শস্যের মধ্যেই দেখছি ইদানিং ভূত লুকিয়ে থাকছে ।
হায়রে এ টিম,হায়রে আমার ব্লগ ! যা খেইল দেখাইলা ...
যাই হউক আশা করি এ টিমের মিথ্যে প্রচারণায় যারা সামু নিয়ে হতাশায় ভোগছিলেন ইদানিং,তারা আবার ট্র্যাকে ফিরত আসবেন ।
৪৫| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:২৮
আমি তুমি আমরা বলেছেন: এই চারটা ছাগলের জন্য সরকার সামুর লাখ দেড়েক ব্লগারের ওপর খড়্গহস্ত???
৪৬| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:০৬
হা...হা...হা... বলেছেন: ফিউশন ফাইভ নামক ব্লগটি ব্লক করা হচ্ছে না কেন? সামুকে অনুরোধ করি ফিউশন ফাইভ ব্লগটি ব্লগ করা হোক এবং ব্লগারের সকল তথ্য উন্মুক্ত করে দেয়া হোক।
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৮
টিভি পাগলা বলেছেন: এই কথা গুলো আপনি না বলে নোটিশবোর্ড বললে ভালো হতো না?
ধন্যবাদ