নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসঙ্গ শেরপা

আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে...

ফিউশন ফাইভ

উঠবোই, পাহাড়টা ওই... [email protected] fusionfactory.blogspot.com

ফিউশন ফাইভ › বিস্তারিত পোস্টঃ

পরবর্তী আঘাত আসার আগেই আসুন জেনে নেই ভার্চুয়াল যুদ্ধে ব্লগারের অস্ত্রগুলোর নামধাম

০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

গতকাল ১ এপ্রিল থেকে বাংলাদেশ থেকে আমারব্লগ ডট কমের এক্সেস বন্ধ করে দেওয়া হল। যদিও বিটিআরসি কিংবা সরকারের দায়িত্বশীল কেউ এ নিয়ে মুখ খোলেনি এখন পর্যন্ত। তবু এটা নিশ্চিত যে, আমারব্লগ সরকারি কোপানলে পড়েছে। মূল টার্গেট নিশ্চিতভাবেই আমাদের এই সামহোয়্যারইন... ব্লগ - অনলাইন কি অফলাইনে বাংলাদেশে মুক্তমত প্রকাশের সবচেয়ে বড়ো প্লাটফর্ম। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সময় হয়তো আর নেই। হয়তো যে কোনো সময়ই আমরা হারাতে পারি আমাদের এই প্রিয় ব্লগটিকে। কিন্তু লাঠিয়ালরা জানে না, ব্লগারদের অভিধানে 'পরাজয়' বলে কোনো শব্দ নেই।

ইন্টারনেট এমনই এক জিনিস, যেখানে মানুষের মুখ কারো পক্ষেই বন্ধ করা সম্ভব নয়। কিছু ব্যতিক্রম ছাড়া দুনিয়ার কোনো সরকার কিংবা সংস্থাই কোনো বিশেষ ওয়েবসাইট বন্ধ করতে পারে না। বড়জোর কোনো দেশ থেকে কেবল ব্লক করে দেওয়া যায়। সেক্ষেত্রে বাকি বিশ্বে ওই সাইটটি বরাবরের মতোই সচল থাকবে। শুধু ওই দেশটির ইন্টারনেট ব্যবহারকারীরা সাইটটি দেখবে না। তবে এরও নানান ওষুধ এখন ওয়েবজুড়ে সহজলভ্য, যেগুলো প্রয়োগ করে সহজেই ব্লকড হওয়া ওয়েবসাইট স্বচ্ছন্দে ব্রাউজ করা যায়। যেমন ইউটিউব বাংলাদেশে এই মুহূর্তে ব্লকড। কিন্তু সামান্য কৌশল খাটিয়ে অনেকেই সহজে ইউটিউবের সেবাগুলো উপভোগ করছেন।



আসুন জেনে নেই ভার্চুয়াল যুদ্ধে ব্লগারের অস্ত্রগুলোর নামধাম-



অবাক করা ব্রাউজারের নাম 'টর'

টর ব্রাউজার ইনস্টল করার প্রয়োজন হয় না। কম্পিউটারের যে কোনো ড্রাইভ কিংবা পেনড্রাইভ থেকেও এটি চালানো যায়। মজিলা ফায়ারফক্স এতে বিল্টইন থাকে। এটি ব্যবহার করার জন্য যা যা করতে হবে-

● উইন্ডোজ এক্সপি, ভিস্তা, সেভেন কিংবা এইট ব্যবহারকারীরা http://www.torproject.org/ সাইটে গিয়ে টর ব্রাউজারের সর্বশেষ সংস্করণটি ডাউনলোড করে নিন। ম্যাক কিংবা লিনাক্স ব্যবহারকারীরাও আলাদা আলাদা ডাউনলোড লিংক ওই একই সাইটে পাবেন।

● ডাউনলোড করা জিপ ফাইলটিকে আনজিপ করুন। এবার Start Tor Browser-এ ক্লিক করুন।

● Vidalia Control Panel টর সার্ভারের সঙ্গে সংযোগ স্থাপন না করা পর্যন্ত অপেক্ষা করুন। সেটি হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে ফায়ারফক্স ব্রাউজার চালু হয়ে যাবে। "Congratulations. You are using Tor."- এমন একটি বার্তা আপনি দেখতে পাবেন। এটি ব্যবহার করে আপনি যতোক্ষণই আপনি ইন্টারনেট ব্যবহার করুন না কেন, আপনার আসল আইপি কেউই শনাক্ত করতে পারবে না।

● এরপরও যদি ইনস্টল করতে সমস্যা হয়, তাহলে এই নির্দেশনাগুলো দেখুন। অথবা ভিডিও ক্লিপটি দেখুন।



গুগল ট্রান্সলেশনের ছোট্ট কৌশল

গুগল ট্রান্সলেশন সার্ভিসে ছোট্ট একটি কৌশল খাটিয়েও আপনি ব্লকড হওয়া যে কোনো সাইট স্বচ্ছন্দে ব্যবহার করতে পারবেন। সেখানকার প্রথম ঘরে যে ভাষাই সিলেক্ট করা থাকুক না কেন, সমস্যা নেই। আপনি কেবল দ্বিতীয় ঘরে (যে ভাষায় অনুবাদ চান) ভাষা হিসেবে 'বাংলা' সিলেক্ট করে তার ঠিক নিচের ইউআরএল-এ ক্লিক করুন। বাংলাভাষার সাইটই বাংলা অনূদিত হয়ে আপনার সামনে হাজির হবে! :)

একই কৌশল খাটাতে পারবেন বিং ট্রান্সলেটরেও



ওয়েবে-ডেস্কটপে প্রক্সিফাই

প্রক্সিফাই খুব কাজের একটি প্রক্সি সাইট। কেন কাজের সেটি দেখতে হলে ক্লিক করুন এই লিংকে। এটি ব্যবহার করে যে কোনো ব্লকড ওয়েবসাইট আপনি দেখতে পাবেন। কম্পিউটারে ছোট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করেও প্রক্সিফাই ব্যবহার করতে পারেন সহজেই। বিস্তারিত দেখুন এখানে



প্রক্সি সাইট দিয়ে ব্রাউজ করুন ব্লকড হওয়া সাইট

ব্লকড হওয়া যে কোনো সাইট স্বচ্ছন্দে ব্রাউজ করতে পারবেন নিচের যে কোনো প্রক্সি সাইট থেকে। প্রতিটি সাইটেরই ওপরে-নিচে কিংবা মাঝখানে ওয়েব ঠিকানা লেখার একটি ঘর পাবেন। সেখানে কাঙ্ক্ষিত ওয়েবসাইটের ঠিকানা লিখে পাশে ক্লিক করলেই ব্যস!

পেইজওয়াশহাইড আইপি এড্রেসহাইড মাই অ্যাসঅ্যানোনিমাউস কুভিয়াট্রাই ক্যাচ মিওয়েব ফর প্রক্সিফ্রি প্রক্সি সার্ভারবেটার প্রক্সিস্পাই সার্ফিংজেন্ড প্রক্সিপ্রক্সি ব্রাউজিংপ্রক্সসেইফবুম প্রক্সিজেডফ্রিজপ্রক্সি সার্ভারনিউ আইপি নাউমাইড মি হেয়ার জেন্ড টুঅ্যানোনঅ্যানোন আরআর্মি প্রক্সিবরাত প্রক্সি

মাইড মাইক্রোক্সিলিমিট কিলারনুইপআওয়ার প্রক্সিপ্রক্সরিওপ্রক্সিবাডি সাইটসার্ফটেক্সাসপ্রক্সিআনব্লকডআনব্লকপ্রাইভেক্স



প্রক্সি সাইটের আরো তালিকা পাবেন এখানে



মজিলা ফায়ারফক্স যারা ব্যবহার করেন, তারা এই লিংকে গেলে প্রচুর অ্যাডঅনসের খোঁজ পাবেন।



বৃদ্ধাঙ্গলী দেখান সফটওয়্যারে-ভিপিএনে

হটস্পটশিল্ড সফটওয়্যারটি ইনস্টল করে আপনি ব্লকড হওয়া যে কোনো ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন। উইন্ডোজ, ম্যাক, আইওএস, অ্যান্ড্রয়েড - সবই সমর্থন করে এই সফটওয়্যার। ফ্রি ভার্সন ইচ্ছেমতো ব্যবহার করা যায়, তবে বিজ্ঞাপন দেখাবে।

বিনামূল্যের এরকম আরো কিছু কাজের সফটওয়্যারের মধ্যে রয়েছে -

টানেলবিয়ারআল্ট্রাসার্ফপ্রাইভেট

এছাড়া প্রক্সপিএন -এ একাউন্ট তৈরি করেও ভিপিএনের মাধ্যমে একই কাজ সম্ভব। এতে বেসিক একাউন্ট একেবারেই ফ্রি।



নিজেই তৈরি করে নিন নিজস্ব প্রক্সি সাইট

আপনার যদি নিজস্ব সাইট থাকে, তাহলে পিএইচপিতে লেখা একটি ছোট্ট স্ক্রিপ্ট ব্যবহার করে নিজেই বানিয়ে নিতে পারেন একটি প্রক্সি সাইট। গ্লিপ নামের ওয়েবসাইটটিই গড়ে উঠেছে দেশে দেশে ইন্টারনেট সেন্সরশিপের প্রতিবাদে এবং ইন্টারনেট ব্যবহারকারীদের নিরাপদ ব্রাউজিংয়ের কথা মাথায় রেখে। জেনে হয়তো অবাক হবেন, নিজস্ব প্রক্সি সাইট তৈরির ছোট্ট এই স্ক্রিপ্টটি এই যাবত ৬ লাখ ৩৫ হাজার বার ডাউনলোড করা হয়েছে। ব্যক্তিগত ব্যবহারের জন্য এটি একদম ফ্রি। বিস্তারিত দেখুন এখানে আর স্ক্রিপ্ট ডাউনলোড করুন এখান থেকে



বোকা বানান মোবাইল ব্রাউজারকে

ডেস্কটপ পিসিতেই মোবাইল ব্রাউজারকে বোকা বানিয়েও আপনি ব্লকড হওয়া ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন। যেমন গুগল মোবাইলে একটি কৌশল খাটিয়ে ব্যবহার করুন ব্লকড হওয়া সাইট। আপনার ব্রাউজারের এড্রেস বারে এই লাইনটি লিখুন-

www. google.com/gwt/n?u=www.somewhereinblog.net



সামহোয়্যারইনের ইউআরএলের জায়গায় অন্য যে কোনো সাইটের ইউআরএল বসাতে পারেন। কিন্তু তার আগে অবিকল [ www. google.com/gwt/n?u= ] এই লাইনটি থাকতেই হবে তৃতীয় বন্ধনী ছাড়া।



গুগল ক্যাশের সদ্ব্যবহার

মোটামুটি চালু প্রায় সব ওয়েবসাইটের সর্বশেষ অবস্থার একটি কপি গুগল তাদের আর্কাইভে জমা করে রাখে। বাংলাদেশ থেকে কোনো ওয়েবসাইট দেখা না গেলে গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে ব্লক করা সাইটের ইউআরএল বা লিংকটি পেস্ট করুন। সার্চ ফলাফলে যা আসবে, তার প্রতিটির পাশে Cached নামে একটি ছোট্ট লিংক দেখবেন। সেখানে ক্লিক করে ব্লক করা সাইটের সর্বশেষ অবস্থাটি দেখার সুযোগ পাবেন। যেহেতু গুগল ঘন ঘন আপডেট করে পৃষ্ঠাগুলো, তাই আপডেটেড হোমপেইজটিই দেখতে পাবেন সংশ্লিষ্ট সাইটের। তবে এক্ষেত্রে কেবল হোমপেইজটিই দেখা যাবে, বাকি পৃষ্ঠাগুলো নয়।



এছাড়া যে কোনো ওয়েবসাইটের পুরেনো আর্কাইভ দেখার জন্য আর্কাইভ ডট অর্গের সাহায্য নিতে পারেন।

মন্তব্য ১১৩ টি রেটিং +৯১/-০

মন্তব্য (১১৩) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর তথ্য বহুল পোস্ট
সময়ে কাজে লাগবে
ধন্যবাদ

০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

ফিউশন ফাইভ বলেছেন: এই তথ্যগুলো ছড়িয়ে দিন চারদিকে।

২| ০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

আমিনুর রহমান বলেছেন: sabbas ...... amader mukh bondho hote dibo na ......

০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

ফিউশন ফাইভ বলেছেন: সরকারি লাঠিয়ালরা যতোই গায়ের জোর খাটাক না কেন, ব্লগারদের অভিধানে 'পরাজয়' বলে কোনো শব্দ নেই।

৩| ০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

ফ্রিঞ্জ বলেছেন: tor ব্যাবহার করতাম ইউটিউব এর জন্য।
গুগল ট্রান্সলেটর ব্যাবহারের আইডিয়া টা দারুন!

০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

ফিউশন ফাইভ বলেছেন: ইউটিউব ব্যবহারের জন্য টর ব্যবহারের প্রয়োজন নেই। আপনি শ্রেফ এই ঠিকানায় ক্লিক করে দেখুন ইউটিউব খোলে কিনা!

৪| ০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

সিদ্ধার্থ. বলেছেন: আপনেও পারেন । :D
আপনাদের মতো এত আশাবাদী মানুষেরা বেচে বর্তে আছে বলেই হয়ত স্বাধীনতা থাকবে ।
যাই হোক ,বাংলাদেশের পরিবেশ আমার তো খুব গোলমেলে লাগছে ।
পোস্টে ভালোলাগা ।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:০০

ফিউশন ফাইভ বলেছেন: ইন্টারনেট এমনই এক জিনিস, যেখানে মানুষের মুখ কারো পক্ষেই বন্ধ করা সম্ভব নয় - এই সত্য সরকার ও মৌলবাদিরা যতো সহজে বুঝবে ততোই তাদের জন্য মঙ্গল।

দয়া করে তথ্যগুলো ছড়িয়ে দিন সবখানে।

৫| ০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

princejohn বলেছেন: চমৎকার হয়েছে, দয়া করে সর্বত্র ছড়িয়ে দেই সকলে

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:০০

ফিউশন ফাইভ বলেছেন: প্লিজ সবখানে ছড়িয়ে দিন।

৬| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:০৩

তামিম ইবনে আমান বলেছেন: চলেন সবাই মিল্যা ধুমায়া ইসলামরে গালি দিই এখন। কোন ভয় নেই।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:০৯

ফিউশন ফাইভ বলেছেন: কেউ দিতে চাইলে আসলে তার মুখ বন্ধ করার উপায় নেই। যারাত ভাবছেন ওয়েবসাইট ব্লক করে, ব্লগারকে রিমান্ডে নিয়ে ইসলামের অবমাননা বন্ধ করা যাবে, তারা আছে বোকার স্বর্গে। তাতে বরং অবমাননামূলক লেখালেখির সংখ্যা আরো বাড়ার আশঙ্কাই বেশি।

ইসলামকে অবমাননাসূচক লেখালেখিকে উপেক্ষা করুন, প্রয়োজনে তাদের বর্জন করুন - সেটিই একমাত্র সমাধান। আপনি মানেন বা না মানেন, ইন্টারনেট এমনই এক জিনিস যেখানে মানুষের মুখ কারো পক্ষেই বন্ধ করা সম্ভব নয়। কখনোই নয়। ধন্যবাদ।

৭| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:০৬

মামুণ বলেছেন: খ্যাঙ্কস । সোজা প্রিয়তে ।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৪

ফিউশন ফাইভ বলেছেন: তথ্যগুলো ছড়িয়ে দিন দয়া করে।

৮| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:১১

নষ্ট শয়তান বলেছেন: ভাল জিনিস দিছেন কিছু জানতাম কিছু জানতাম না।

গুড জব ব্রো

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৬

ফিউশন ফাইভ বলেছেন: ধন্যবাদ। দয়া করে তথ্যগুলো ছড়িয়ে দিন।

৯| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:১৫

কয়েস সামী বলেছেন: আমারব্লগ ডট কমের এক্সেস বন্ধ করে দেওয়া হয়েছে? নাকি আমার ব্লগ নিজেই বন্ধ ঘোষনা করেছে? কনফিউশন। ব্লগের প্রথম পাতার ডানে একটা নিউজ দেখে এই কনফিউশন।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৮

ফিউশন ফাইভ বলেছেন: এক্সেস বন্ধই করা হয়েছিল। পরে আমরা যেটুকু জেনেছি, সরকারি ব্লকের আশঙ্কায় আমারব্লগ কর্তৃপক্ষ আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল। সেই প্রস্তুতি পরে তার 'ভিন্ন উপায়ে' ব্লগটি আবার চালু করে থাকতে পারে। আজকে দেখলাম, ব্লগার গ্রেপ্তারের প্রতিবাদে তারা ঘোষণা দিয়ে ব্লগটি বন্ধ রেখেছে।

১০| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:১৮

ভরযুক্ত অপদার্থ বলেছেন: ভালো জিনিস :)

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৮

ফিউশন ফাইভ বলেছেন: তথ্যগুলো ছড়িয়ে দিন প্লিজ।

১১| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:১৯

সোহাগ সকাল বলেছেন: সামু যদি বন্ধ হয়ে যায়, তখন সামুর যত ব্লগার এবং পাঠক আছি, তাঁরা এর বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াবো? কোথায় মিলিত হবো? করনীয় কাজ কী? আর সামু যাতে বন্ধ হয়ে না যায়, একারনে এখনই আমাদের কিছু করার আছে কি?

এসব নিয়ে এখনই একটা বিস্তারিত দিক-নির্দেশনা চাচ্ছি সিনিয়র ব্লগার অথবা সামু কর্তৃপক্ষের কাছ থেকে।

আমরা কোনোভাবেই সামুকে হারাতে চাইনা।।

আশা করছি আমার মন্তব্যটা সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করবে।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৪১

ফিউশন ফাইভ বলেছেন: কাজের কথাই বলেছেন। এ বিষয়ে আমি ব্লগ কর্তৃপক্ষেরই দৃষ্টি আকর্ষণ করবো। আশা রাখি, তারা ভবিষ্যৎ করণীয় সম্পর্কে ব্লগারদের অবহিত করবেন শীঘ্রই।

১২| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:২১

লিন্‌কিন পার্ক বলেছেন:
দুর্দান্ত ! ++

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৪২

ফিউশন ফাইভ বলেছেন: দয়া করে তথ্যগুলো ছড়িয়ে দিন আশেপাশে।

১৩| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:২৩

কাফের বলেছেন: দেশের কি অবস্থা, মনে হইতাছে আফগানিস্থান বা পাকিস্থানে বাস করছি!
কাজের পোষ্ট দিছেন
অনেক ধন্যবাদ

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৫

ফিউশন ফাইভ বলেছেন: মনে হচ্ছে, এই বাংলাদেশ এখন স্পষ্টভাবেই পেছনের দিকে হাঁটছে। মনে হচ্ছে, এই বাংলাদেশ আফগানিস্তান কিংবা পাকিস্তান হতে বোধহয় খুব বেশি দেরি নেই।

১৪| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন সব অস্ত্র!

ডার্ক ওয়েবের কথা শুনছি!!! বিষয়টা কি আসলেই তেমন-আমাদের টোটাল ওয়েব সারফেস মাত্র!
আর ডার্ক ওয়েব হল সাগরের গভির তলদেশের মত!!!

প্রিয়তে নিলাম।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৬

ফিউশন ফাইভ বলেছেন: অস্ত্রগুলো ছড়িয়ে দিন পরিচিতজনদের মাঝে, আপনার আশেপাশে।

১৫| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৩০

দিবা স্বপ্ন বলেছেন: বর্তমান সময়ের জন্য খুবই কার্যকরী একটি পোস্ট। অর্ধ শিক্ষিত রাজনীতিবিদরা যেভাবে ব্লগারদের টার্গেট বানাচ্ছে তাতে ব্লগারদের এইসব টেকনিক খাটানো ছাড়া উপায় নেই।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৮

ফিউশন ফাইভ বলেছেন: সুবিধাবাদী সরকার, মূর্খ আমলা, অর্ধশিক্ষিত রাজনীতিবিদ আর ধর্মব্যবসায়ী মোল্লাদের টার্গেট এখন ব্লগাররা। এদের সকলেই বাক-স্বাধীনতার শত্রু।

১৬| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৯

আলিমুজ্জামান বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন সব অস্ত্র! -------সহমত

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৯

ফিউশন ফাইভ বলেছেন: প্লিজ ছড়িয়ে দিন তথ্যগুলো।

১৭| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৫১

এস বাসার বলেছেন: কোন কারনে সামু বন্ধ হয়ে গেলে আমার পোস্টগুলোকে কিভাবে নিজের কাছে সংরক্ষন করতে পারবো?

কোন টিপস?

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:০২

ফিউশন ফাইভ বলেছেন: পোস্ট নিজের কাছে সংরক্ষণ করা বা ব্যাকআপ নেওয়ার জন্য অনেক উপায় আছে। কপি-পেস্ট করে ব্লগস্পটে নিয়ে যেতে পারেন। আবার সবগুলো পোস্টই মাইক্রোসফট ওয়ার্ড ফরম্যাটে সেইভ করে নিতে পারেন। সামহোয়্যারেই তার বিল্টইন ব্যবস্থা আছে।

তবে নিজেদের অস্তিত্বই যেখানে বিপন্ন হওয়ার অবস্থা, সেখানে লেখা সংরক্ষণ করে কী হবে?

১৮| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:০১

ইলুসন বলেছেন: পোস্ট দেয়ার জন্য ধন্যবাদ। অনেক কাজে লাগবে এই পোস্ট।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:০৩

ফিউশন ফাইভ বলেছেন: আপনাকেও ধন্যবাদ। তথ্যগুলো ছড়িয়ে দিন প্লিজ।

১৯| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:০৭

রওনক বলেছেন: আমি অলরেডি ব্লগস্পটে আপ করে দিয়েছি।
http://zazabormon.tk/

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২১

ফিউশন ফাইভ বলেছেন: যে কোনো কারণেই হোক, সেটি খুঁজে পেলাম না।

২০| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:০৮

ওবায়েদুল আকবর বলেছেন: বাহ আপনার এই পোস্টে দেখলাম বাকস্বাধীনতায় বিশ্বাসী নয় এমন ব্লগাররাও কৃতজ্ঞতা জানিয়ে যাচ্ছেন!! আপনার গর্ভিত হওয়া উচিৎ।

ফিফা এই দিনের আশংকা আমরা করতাম মনে আছে নিশ্চয়ই। কিন্তু সেটা যে এমন আচমকা এসে হাজির হবে ভাবিনি। ব্লগে এখন ডাম্বলডোর আর ভল্ডেমর্টের বাহিনীর যুদ্ধাবস্থার মত পরিস্থিতি শুরু হয়েছে। একদিকে হোয়াইট ম্যাজিক আরেকদিকে ডার্ক ম্যাজিক। এরচেয়ে বেশী কিছু বলাও এখন অনিরাপদ। দেশে থাকি তো!!!

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৫

ফিউশন ফাইভ বলেছেন: কেন মনে থাকবে না বলুন? ঠিক এরকমই এক পরিস্থিতি যে আসবে, সেটি সবসময়ই আমাদের আশঙ্কার মধ্যে ছিল। এটাও ঠিক যে, সেটা যে এমন আচমকা এসে হাজির হবে ভাবিনি কখনো। সত্যিকার অর্থে এখন বদ্ধঘরে চলছে বিড়াল প্রহারের উৎসব। কিন্তু সেটা যে ঝুঁকিপূর্ণ - এই ধারণা অনেকের মধ্যেই নেই।

২১| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:০৯

রওনক বলেছেন: এমন পোস্টে + না দিয়া উপায় আছে!

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৫

ফিউশন ফাইভ বলেছেন: ধন্যবাদ।

২২| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:১৭

বাংলাদেশের আইডল বলেছেন: আমার ব্লগ দেখতে পাচ্ছি

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৬

ফিউশন ফাইভ বলেছেন: আমারব্লগের বিষয়টি সম্পর্কে একটা ধোঁয়াশার মধ্যে আছি। আসলে কী ঘটেছে বা কী ঘটছে - সে সম্পর্কে ওই ব্লগের কর্তৃপক্ষই কোনো স্পষ্ট ধারণা দিচ্ছেন না বা দিতে পারছেন না।

২৩| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:২১

মাটির পিঞ্জিরা বলেছেন: আমার ব্লগ বন্ধ .।.।.। Just Rubish ...........

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৭

ফিউশন ফাইভ বলেছেন: ইন্টারনেট এমনই এক জিনিস, যেখানে মানুষের মুখ কারো পক্ষেই বন্ধ করা সম্ভব নয়।

২৪| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:২৩

~মাইনাচ~ বলেছেন: শুধুমাত্র আমার ইন্টারনেক কানেকশনে যদি কোন সাইট ব্লক থাকে ;) (এই মনে করেন, সামু, ফেবু, ইউটিউব, প্রথম আলু, আমারদেশ) এগুলো কি প্রক্সি দিয়ে খুলতে পারব??? একটু যদি জানাতেন বড় উপকার হয়।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৮

ফিউশন ফাইভ বলেছেন: ওপরের পদ্ধতিগুলো ব্যবহার করেই সেটি পারবেন আশা করি।

২৫| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:২৪

মাটির পিঞ্জিরা বলেছেন: আমি জানিনা আওয়ামী লীগ কি রাজনীতি করছে .।.।। তবে এই মুহূর্তে আমি তাদের কাজে হতাশ .....।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৩

ফিউশন ফাইভ বলেছেন: আওয়ামী লীগ ভোটের রাজনীতিতে নেমেছে।

২৬| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:২৭

মাক্স বলেছেন: ঠিক এইটারই দরকার ছিল এখন।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৪

ফিউশন ফাইভ বলেছেন: তথ্যগুলো ছড়িয়ে দিন। আমাদের মুখ বন্ধ নেই, আমরা বলতে পারি।

২৭| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:২৯

ওবায়েদুল আকবর বলেছেন: যেসব ব্লগাররা লেখা সংরক্ষণের জন্য চিন্তায় আছেন কিন্তু আশংকা করছেন সরকারি হেনস্থার শিকার হতে পারেন তাদের জন্য বলছি নিজেদের ব্লগের কোন কপি নিজেদের হার্ডড্রাইভে রাখবেননা। কস্ট করে আপনার লেখাগুলো পিডিএফ বা ওয়ার্ড ফাইলে সেভ করে কোন ফাইল শেয়ারিং সার্ভারে ব্যাকআপ রাখুন। ফাইল শেয়ারিং সাইটগুলোর মধ্যে রেপিড শেয়ার , রেপিডগেটর , মিডিয়াফায়ার এগুলো ভালো ।

সাবধান থাকুন আপনার সহব্লগার সম্বন্ধেই। হয়ত কোন কথাকাটাকাটি, মনোমালিন্য বা মতাদর্শের পার্থক্য থেকেই আপনার সহব্লগার আপনার নামে সত্য বা মিথ্যা দুই অভিযোগই করে বসতে পারে আমাদের করিতকর্মা পুলিশ অফিসার বা ডিবি পুলিশের কাছে। অনেকেই স্ক্রিনশট নিয়ে ঘুরছে এবং যথাসময়ে পুলিশে ইনফর্ম করবে এমন হুমকিও দিতে দেখলাম। কাজেই সময় থাকতঐ সাধূ সাবধান। কারণ ব্যাক্তিগত শত্রুতার খায়েশ মেটানোর জন্য পুলিশি ঝামেলায় ফেলার মত জনপ্রিয় পদ্ধতি ব্যাবহার থেকে বাংলার মানুষ কিভাবে নিজেদের সংবরণ করে নিবে। সামনে তো ঈদ আসতেছে তাদের জন্য।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৭

ফিউশন ফাইভ বলেছেন:
দ্বিতীয় প্যারাটি খুবই গুরুত্বপূর্ণ। সবারই এদিকে দৃষ্টি দেওয়া উচিত।
ব্লগের এই বিপদের সুযোগে অনেকেই চাইছে, কাউকে ফাঁসিয়ে দিয়ে ব্যক্তিগত শত্রুতা উদ্ধার করতে। সুতরাং সাবধান ব্লগার!

২৮| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪১

আশিকুর রহমান অমিত বলেছেন: ফিফা রকস

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৭

ফিউশন ফাইভ বলেছেন: ধন্যবাদ। তথ্যগুলো আশেপাশে ছড়িয়ে দিন।

২৯| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৫১

বাংলাদেশের আইডল বলেছেন: শ্রদ্ধেয় ফিফা , ব্লগাররা শান্তিকামী । তাদের ভিন্নপথ শিখাবেন না , যেগুলো দিয়ে ভবিষ্যতে আমার প্রিয় বাংলাদেশের বিরুদ্ধে তুলকালাম কিছু ঘটাতে সাহায্য করে ।

প্রিয় বাংলাদেশ ব্লগারদের বিরুদ্ধে অন্যায় কিছু করেনি ।

৩০| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৪

জুল ভার্ন বলেছেন: প্রিয় ফিফা ভাই, ঘুমাতে যাচ্ছিলাম-এক ব্লগার বন্ধু ফোন করে আপনার এই মহতী পোস্টের কথা জানালো-সাথে জিজ্ঞেশ করলো-এই পোস্টের মাযেজা কি? ইহা কি কোনো অশণী সংকেত??

আমি বললাম-পোস্ট নেদেখে, নাপড়েতো কিছু বলতে পার্ছিনা!

পোস্ট পড়েছি-কিন্তু কি রিপ্লাই দেব? আপনার পোস্ট পড়ে শুধু একটা কথাই বলছি-এইনা হলে আপনার নিক "ফিউশন ফাইভ" হবে কেন!!! সত্যি আপনি জিনিয়াসদেরও জিনিয়াস!!!

এবার আপনার কাছে আমার একটাই প্রশ্নঃ- এই পোস্ট কি প্রিয়তে রাখবো নাকি কপি করে অন্যত্র নিয়ে রাখব?

৩১| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:২৪

ডক্টর এক্স বলেছেন: গ্রেট পোস্ট, গ্রেট টাইমিং। থ্যাংকিউ।

৩২| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩২

রুদ্র মানব বলেছেন: ব্লগ বন্ধ কইরা কইরাও ব্লগারদের লিখা বন্ধ করে সম্ভব না ।

এই প্রতিটা ব্লগাররাই একেকটা আগুনের গোলা ।

চমৎকার পোস্ট । জয় বাংলা ।

৩৩| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: এটাই দরকার ছিল! শেয়ার্ড!

৩৪| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৫০

আরজু পনি বলেছেন:

ব্লগকে নিয়ে এতো আবেগী কখনো হইনি! কতবার ভেবেছি ব্লগিং আর করবো না, কখনো পোস্ট ড্রাফটে নিয়ে গেছি সব, কখনো কমেন্ট অপশন বন্ধ করে রেখেছি আবার কখনো দিনের পর দিন ব্লগে লগইন হতাম না। কিন্তু আজ সত্যিই মনে হচ্ছে আমি ব্লগিং করি আর না করি, কথা বলার এই মুক্ত জায়গাটুকু বেঁচে থাকুক কারো কাছে মাথা নত না করে।

খুবই মনের জোর বাড়িয়ে দেয়া একটা পোস্ট। প্রিয়তে তো নিবই, সাথে গুগল প্লাসে কপিপেস্টও করতে হবে।

৩৫| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:০৯

মোঃমোজাম হক বলেছেন: ফিফা ভাই,আমিতো আপনার দেয় পদ্ধতি দিয়ে সেই ব্লগে ঢুকবো কিন্তু খোদ ব্লগই যদি আমার ব্লগের মতো ব্লগড হয়ে অচল হয়ে থাকে তবে কি হবে?

প্রয়োজন হচ্ছে ব্লগের স্বাধীনতা , নয় কি? :)

৩৬| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:১৩

সেলিম আনোয়ার বলেছেন: ২৪তম ভাললাগা প্রিয়তে নিলাম।

৩৭| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:১৪

সেলিম আনোয়ার বলেছেন: আরজুপনি বলেছেন:

ব্লগকে নিয়ে এতো আবেগী কখনো হইনি! কতবার ভেবেছি ব্লগিং আর করবো না, কখনো পোস্ট ড্রাফটে নিয়ে গেছি সব, কখনো কমেন্ট অপশন বন্ধ করে রেখেছি আবার কখনো দিনের পর দিন ব্লগে লগইন হতাম না। কিন্তু আজ সত্যিই মনে হচ্ছে আমি ব্লগিং করি আর না করি, কথা বলার এই মুক্ত জায়গাটুকু বেঁচে থাকুক কারো কাছে মাথা নত না করে।

খুবই মনের জোর বাড়িয়ে দেয়া একটা পোস্ট। প্রিয়তে তো নিবই, সাথে গুগল প্লাসে কপিপেস্টও করতে হবে।

দারুণ কমেন্ট আমার প্রিয় আরজুপনি

৩৮| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:২৩

মামুন রশিদ বলেছেন: আপনার পোস্ট ডাউনলোড কইরা রাখলাম । এখন আর পায় কেডা ;) ;)

৩৯| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৬

নোবিতা রিফু বলেছেন: আমাদের সামু থেকে দূরে রাখতে পারবে না কেউই, সোজা আঙ্গুলে না হইলে ব্যাকা আঙ্গুলে সামু চালামু... নো চিন্তা... :#>

৪০| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কাজের জিনিষ!! জয় বাংলা!! কণ্ঠ রোধ করতে দেব না।

৪১| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫২

বিডি আইডল বলেছেন: এ বড় খারাপ সংকেত

৪২| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৩

এম হুসাইন বলেছেন: ফ্যান্টাসটিক!
+++++++++++

৪৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:১৯

মাগুর বলেছেন: কৃতজ্ঞতা জানুন ফিফা। বাকস্বাধীণতা নিয়ন্ত্রণ করার এই হাস্যকর প্রচেষ্টা দেখে চরম বিরক্ত!

আপনার এই পোস্ট সকল ব্লগারের কাজে দিবে। ধন্যবাদ আপনাকে।

৪৪| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ২:১১

ঘর কুনো বলেছেন: ইসলাম বিদ্বেষীদের *ছা বাঁচাতে ভালো কাজে দিবে ফিফার এ পোস্ট।

৪৫| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ২:২১

অক্টোপাস পল বলেছেন: কাজে লাগবে। প্রিয়তে নিচ্ছি। কেমন আছেন ফিফা?

৪৬| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ২:৩৮

সন্দীপ হালদার বলেছেন: আপনার লেখাটা পড়ে একটা গান মনে পড়ে গেল। নজ্রুলের,
"এই শিকল পড়া ছল আমাদের শিকল পড়া ছল,
এই সিকল পড়ে শিকলরে আমরা করবোরে বিকল"

রাজনৈতিক ভন্ড দল গুলো যতই আমাদের শিকল পড়াতে চায় না কেন আপনার মত আরো অনেকে শিকল ভাঙ্গার উপায়টা ও ধরিয়ে দিবে। ধন্যবাদ আপনাকে।

৪৭| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:০২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: DNS হাইড করার কি কোন উপায় আছে ?

৪৮| ০৩ রা এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩৬

আশিক মাসুম বলেছেন: +++ পোস্ট প্রিয়তে।

৪৯| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৩

তোমোদাচি বলেছেন: আশিক মাসুম বলেছেন: +++ পোস্ট প্রিয়তে। =p~ =p~

প্রিয়তে নিয়ে কোন লাভ নেই, সামু গেলে প্রিয়ও যাবে ;)

আপনার পোষ্ট টা পিসি তে কপি করে রাখলাম!
দুঃসময়ে কাজে দিবে, আশা করি অতটা দুসসময় কখনও আসবে না!

সামু বেচে থাকবে আমাদের মাঝে চিরকাল!!

৫০| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৫

তোমোদাচি বলেছেন: আচ্ছা ভাই, আমার পোষ্ট গুলো পি ডি এফ করে রাখার একটা সহজ উপায় বলেন না, অনেক কষ্টে লেখা পোষ্ট গুলো, সব পিসিতে রাখি ও নাই B:-)

৫১| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৪

আলুমিয়া বলেছেন: পিডিএফ করার সহজ উপায় হল ক্রোম ব্যাবহার করা। ক্রোমে গিয়ে প্রিন্ট সেখান থেকে ডেস্টিনেশন অপশনে গিয়ে -সেভ এজ পিডিএফ। হয়ত কাজে লাগতে পারে।

৫২| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৬

স্পাইসিস্পাই001 বলেছেন: +++++++ ........... প্রিয়তে.....

ধন্যবাদ ..... ভাল থাকবেন....

৫৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৩

আহমেদ সাব্বির পল্লব বলেছেন:

আশাবাদী সুন্দর সকালের জন্য

কিন্তু ঝড়ের রাতের জন্যও প্রস্তুত..... /:)

৫৪| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৪

ঢাকাইয়া০০৭ বলেছেন: সময়োপযোগী পোস্ট, লেখককে ধন্যবাদ ।

৫৫| ০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৮

গোলাপি রাজকন্যা বলেছেন: কাজের জিনিস!

৫৬| ০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৫

প্রেম_হীন_পথিক বলেছেন: ভাই, প্রিয়তে নিয়ে লাভ কি? সামু গেলে প্রিয়ও যাবে, তাই কপি করে ডেস্কটপে রাখলাম। দেখি কতদুর যাওয়া যায়।

৫৭| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৫

এস এম নাদিম মাহমুদ বলেছেন: ভীত সন্ত্রস্ত সামু পরিবার। আসিফকে নিয়ে গেছে। কখন যে ফিফাকে নেন সেটা খোদায় জানে। সবচেয়ে বড় কথা হলো স্বাধীন মতপ্রকাশের কুণ্ঠারোধ করার নামে মাত্র অপকৌশল। এক কোটি জামাতির সমর্থনের জন্য সরকার যদি ১৬ কোটির সমর্থন নিতে চায় তাহলে তো আর করার কিছু নেই। এখন বলতেই হয়ে নে বাবা নাকে তেল দিয়ে ঘুমা

৫৮| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৯

মৃন্ময় বলেছেন: ভাল পোস্ট

৫৯| ০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

আব্দুল মোমেন বলেছেন: আপনেরে হাজার কোটি সেলাম।

৬০| ০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

মনুআউয়াল বলেছেন: চমৎকার তথ্য বহুল পোস্ট
আপনাকে অনেক অনেক
ধন্যবাদ

৬১| ০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

রোড সাইড হিরো বলেছেন: দারুণ আইডিয়া। পোস্ট প্রিয়তে নিলাম + কপি করে রাখলাম পিসিতে...

৬২| ০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

বিডি আমিনুর বলেছেন: চমৎকার

৬৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

মনজুরুল হাসান বলেছেন: কাজের জিনিস! পোষ্টে +++++

৬৪| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৬

জাহিদ হাসান বলেছেন: পোষ্ট প্রিয়তে গেল । সাথে ++++++++++++++++++ ।

লিংকঃ- কেন এই কন্ঠরোধের চেষ্টা? কেন কেড়ে নেওয়া হচ্ছে আমাদের কলম ? জবাব চাই জবাব দাও

৬৫| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:১১

ইউসুফ আলী রিংকূ বলেছেন: কাজের পোস্ট +++++

অনেকে বিভিন্ন ব্লগে ও ফেবু তে সামুর বিরুদ্ধে অপপচার চালাচ্ছে

সামু বন্ধের পায়তারা করছে সামুর মডারেসন নিয়ে প্রশ্ন আজে বাজে মন্তব্য করছে ...........!!!!!!!!!!!




৬৬| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:২৩

আহসান হাবিব হীমূ বলেছেন: তাইলে কি ধইরা নিতে হইব সামুর লাইন ও যাই যাই করতাসে।

৬৭| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:২০

তাল্‌হা বলেছেন: ৩ নং কমেটের রিপ্লাই এ লিঙ্ক টা আসে নাই।

৬৮| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৩

ৎঁৎঁৎঁ বলেছেন: এরকম একটা পোস্ট খুব দরকার ছিল। +++++++++++


অশেষ কৃতজ্ঞতা ।

৬৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ২:৩০

রায়ান ঋদ্ধ বলেছেন: Desh ke jara football banayalichhe tader lej kortoner somoy aschhe............ ar amader hatiya hochhe internet!!!... :D

৭০| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৭

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: আলুমিয়া বলেছেন: পিডিএফ করার সহজ উপায় হল ক্রোম ব্যাবহার করা। ক্রোমে গিয়ে প্রিন্ট সেখান থেকে ডেস্টিনেশন অপশনে গিয়ে -সেভ এজ পিডিএফ। হয়ত কাজে লাগতে পারে।

রাইট

৭১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪০

কালো ঘোড়ার আরোহী বলেছেন: ধন্যবাদ চমৎকার একটি পোস্টের জন্য।

৭২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

নিশাত শাহরিয়ার বলেছেন: কাজের জিনিস গুলা একসাথে পেলাম। ধন্যবাদ ভাই! :)

৭৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৩

ধারালো কাঠপেন্সিল বলেছেন: বহুত শুকরিয়া ------------ মারহাবা মারহাবা ।। ;) ;)

৭৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৬

আসফি আজাদ বলেছেন: কাজের জিনিস...সংগ্রহে রাখলাম। ধন্যবাদ।

৭৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনার পষ্ট পড়ে একই সাথে আতকিত এবং আশাবাদী হলাম। ব্লগের সবগুলো পোষ্ট এখন কপি করে রাখতে হবে, সাথে সাথে বিকল্প ব্যবস্থাগুলোর সাথেও পরিচিত হতে হবে এখন।

সরকারি লাঠিয়ালরা যতোই গায়ের জোর খাটাক না কেন, ব্লগারদের অভিধানে 'পরাজয়' বলে কোনো শব্দ নেই।

অবশ্যই তাই।

৭৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০১

রৌহান খাঁন বলেছেন: প্রিয়তে

৭৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

কামরুল আলম চাদপুরী বলেছেন: আমিও প্রিয়তে

৭৮| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৪

ততততততততততততততত বলেছেন: প্রিয়তে এবং প্লাস।

+

অনেক ধন্যবাদ। :)

আস্তে আস্তে এপ্ল্যাই করবো। B-)

৭৯| ১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

নিষ্‌কর্মা বলেছেন: সময়োপযোগী পোস্ট। ধন্যবাদ। সোজা প্রিয়তে।

৮০| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৩

প্রতাপ অভি বলেছেন: খুবই উপকৃত হলাম ভাই ।

৮১| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫৩

এন এফ এস বলেছেন: হুম ভালো লাগলো অনেকেই উপকৃত হবে এই পোস্ট থেকে ।

৮২| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৮

লিযেন বলেছেন: কামের জানিস মনে হইতাচে।

৮৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৫

বাংলার ঈগল বলেছেন: ধন্যবাদ জানিয়ে ছোট করবো না, কিন্তু অনেক অনেক ধন্যবাদ। :-/

৮৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩৮

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: জানা ছিল অনেক কিছুই তবু রেখে দিলাম

৮৫| ২৩ শে মে, ২০১৪ রাত ৮:৪০

প্রকৌশলী নির্ভিক রাইডার বলেছেন: প্রিয়তে চোখ বুজে ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.