![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কে যে বারবার অন্ধকারে হারিয়ে আবার আলোতে ফিরে আসি
মাথার উপর ফ্যান ঘুরছে ,তাকিয়ে আছি ফ্যানের দিকে ,বুঝতে চেষ্টা করছি তিনটি পাখার অবস্থান ।আমার কাজ নেই তাই এখন পাখা গুনি ।জীবন আমার সাথে প্রতারনা করছে বার বার ।এখন আমার প্রতারিত হওয়ার কিছু নেই ,তাই জীবন আমাকে প্রতারিত করার কিছু না পেয়ে হতাশা দিয়ে জীবনকে পুর্ন করে গেছে ।আমি এখন পুরোপুরি হতাশ যেখান থেকে আসলে আশার কোন আলোই দেখা যায় না ।তাই পাখার দিকে তাকিয়ে আছি ,কোথা থেকে যেন ভেসে আসছে একটা গান তুমি কি সারা দিবে আবারো কি সারা দিবে ।হ্যা আমিতো সারা দিতেই চাই ,হতাশা কাটাতে চাই ,বেচে থাকতে চাই ঐ হাস্যউজ্জল শিশুটির মতো ।হেরে যেতে চাই আনন্দ আর সফলতার কাছে ।ব্যার্থতার কাছে নই ।মাঝে কিছুদিন এক মেয়ের সাথে কথা হতো তার সাথে সম্পর্কের আর কোন কারন ছিল না একটু খানি আনন্দময় সময় কাটানো কিন্তু সেও চলে গেলো আর বলে গেল ব্যার্থরা হয় একঘেয়েমি আর বিরক্তিকর তাদের কাছে কেউ থাকেনা ।আসলেই কেউ আমার সাথে নেই সবাই আমাকে ছেড়ে চলে যায় কিন্তু কেন চলে যায় ! অন্তু শুয়ে শুয়ে ভাবছে ।সে ভাবুক ভাবতেই থাকুক গুনতে থাকুক পাখা আমাদের কি ? বরং আমরা একটু অন্য জায়গা থেকে ঘুরে আছি ।
কোন এক সকালে মেয়েটি দেখেছিল ছেলেটিকে তার পর প্রতিদিনই ছেলেটিকে তার বাড়ির সামনে দিয়ে যেতে দেখে তাকে এতো ভালো লেগেছিল যে সে ছেলেটি কি ভাববে না বুঝেই তাকে বলে ফেলে তাকে তার ভালো লাগার কথা ।এই মেয়েটিও ছিল জীবন নিয়ে হতাশায় নিমজ্জিত এক ব্রোকেন ফ্যামেলির মেয়ে ।সেও তার জীবনকে আনন্দময় করতে ছেলেটিকে বেছে নিয়েছিল ।তাদের নিয়মিত কথা চলতো ,ভালো লাগা ,ভালোবাসা ,কষ্ট ,আবেগের কথা সব ।একদিন ছেলেটিও তার জীবন থেকে হারিয়ে যায় ।তারপর মেয়েটি এতো হতাশা আর দুঃখ পেয়েছিল যে সে একটি সিদ্ধান্ত নিয়ে ফেলে ।এক বিকেলে সে অত্মহত্যা করে ফেলে ।
এখন কোনটি ভালো সিদ্ধান্ত ছেলেটির হতাশার ভিতর থেকে দুর্বিষহ জীবন নাকি মেয়েটির হতাশা আর দুঃখ বয়ে বেড়ানোর চেয়ে আত্মহত্যার সাহসী সিদ্ধান্ত তা ঘুমন্ত আমি বুঝতে পারে নি ।
০৫ ই জুন, ২০১২ বিকাল ৫:২১
ঘুমন্ত আমি বলেছেন: সবার ই মনে হয় এরকম একটা সময় যায় !
২| ০৫ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:১১
বেঈমান আমি বলেছেন: নিজের কাহিনি নাকি?
০৫ ই জুন, ২০১২ রাত ১০:০৩
ঘুমন্ত আমি বলেছেন: নিজের কাহিনী নয় তবে খুব কাছ থেকে দেখা দুটি ঘটনা ! তবে আমার মনে হয় জীবনের একটা পর্যায় হতাশা থাকেই ।
৩| ০৫ ই জুন, ২০১২ রাত ১১:৪৮
মামুন হতভাগা বলেছেন: কিছু বলবনা,কস্ট টা বুঝি
০৬ ই জুন, ২০১২ সকাল ৯:১৩
ঘুমন্ত আমি বলেছেন: জীবনে একটা সময় নাকি হতাশা গ্রাস করে ফেলে এটাই স্বাভাবিক ।কিন্তু এই সময়টা আসলেই খুব ভয়ংকর ।
৪| ০৬ ই জুন, ২০১২ রাত ১২:৩৭
চেয়ারম্যান০০৭ বলেছেন: কাহিনি কি মিয়া?
০৬ ই জুন, ২০১২ সকাল ১১:৪২
ঘুমন্ত আমি বলেছেন: হতাশ ক্রমেই মানুষকে গ্রাস করছে কিন্তু ঠিক কিভাবে তা প্রতিহিত করা যায় মানুষ তা জানে না !একজন অনেক ভালো ভালো কথা বলে কিন্তু সেই তিনিই যখন হতাশায় নিমজ্জিত হয় সেই কথা তার ক্ষেত্রেই কাজে লাগে না !
৫| ০৬ ই জুন, ২০১২ রাত ১২:৩৮
চেয়ারম্যান০০৭ বলেছেন: +
০৬ ই জুন, ২০১২ দুপুর ১:০৭
ঘুমন্ত আমি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
৬| ০৬ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:৩৩
শায়মা বলেছেন: হতাশ হলে চলবেনা!!
০৬ ই জুন, ২০১২ রাত ৯:৫৫
ঘুমন্ত আমি বলেছেন: হতাশ হলে চলবে না সেটা তো জানি !কিন্তু হতাশা যখন একজনকে গ্রাস করে তখন আর কোন ইন্সপায়ার কথাই কাজে লাগে না ।
৭| ০৬ ই জুন, ২০১২ রাত ৮:৫৩
ভিয়েনাস বলেছেন: আত্মহত্যা করার জন্য সাহস দরকার সেটা সবার থাকেনা...
০৬ ই জুন, ২০১২ রাত ১০:০১
ঘুমন্ত আমি বলেছেন: হ্যা অত্মহত্যা করার সাহস সবার থাকে না । মাঝে মাঝে সেটাও একটা ভয়ংকর সমস্যা ।
৮| ০৬ ই জুন, ২০১২ রাত ১০:১৯
শোশমিতা বলেছেন: মানুষের জীবনে কখনও কখনও অনেক কঠিন সময় আসে তখন হতাশা ঘিরে ধরে।এবং সহসা নেতিবাচক ভাবনার সাগরে ডুবিয়ে অকাল মৃত্যু ডেকে আনে ..
তাই আমাদের জীবন থেকে হতাশা দুর করতে হবে।
০৬ ই জুন, ২০১২ রাত ১১:২৭
ঘুমন্ত আমি বলেছেন: বলা যত সহজ ,হতাশা কাটানো বাস্তবে কি তা এতো সহজ ? না সহজ নয় বলেই অনেকে হতাশায় নিমজ্জিত নিজের জীবনের ইতি টানছে !
৯| ০৭ ই জুন, ২০১২ দুপুর ১২:০৬
তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে বলেছেন:
কখনও মনকে হতাশায় গ্রাস করে ফেললে "লা হাওলা ওয়ালা ক্যুয়াতা ইল্লা বিল্লাহ" এই দোয়াটা পড়া উচিত । সৎ চিন্তা , সৎ কর্ম এবং একমনে শান্ত হয়ে আল্লাহ্র সাহায্য প্রার্থনা করলে হতাশা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
সবার হতাশা কেটে গিয়ে মন ভালো হয়ে যাক ইনশাল্লাহ।
০৭ ই জুন, ২০১২ বিকাল ৪:০২
ঘুমন্ত আমি বলেছেন: সবার হতাশা কেটে মন ভালো হয়ে যাক । ধন্যবাদ খুব সুন্দর একটা মন্তব্য করা জন্য ।আপনার মন্তব্যে প্লাস ।
১০| ০৮ ই জুন, ২০১২ রাত ১২:১৩
মাহমুদা সোনিয়া বলেছেন:
০৮ ই জুন, ২০১২ দুপুর ২:১৫
ঘুমন্ত আমি বলেছেন: ব্যার্থতা ,বেদনা কিংবা হতাশা সবগুলো একে অন্যের পরিপুরক ।একবার কেউ হতাশায় পড়লে ব্যার্থতা আর বেদনা এমনভাবে তাকে আকড়ে ধরে যে সে আর হতাশার বৃত্ত থেকে বের ই হতে পারে না ।
১১| ১০ ই জুন, ২০১২ রাত ২:৩৫
সাইফুলহাসানসিপাত বলেছেন:
কোণ সিদ্ধান্ত যে ঠিক কোনটা যে ভুল বলা কঠিন। তবে অবশ্যই আত্মহত্যা টা সঠিক সিদ্ধান্ত হতে পারেনা ।
১১ ই জুন, ২০১২ রাত ১০:২৩
ঘুমন্ত আমি বলেছেন: আত্মহত্যা সঠিক সিদ্ধান্ত না ।কিন্তু চরম হতাশা নিয়ে বেচে থাকা আর না থাকা কিন্তু একই কথা ।
১২| ১৪ ই জুন, ২০১২ রাত ২:৪৬
রাতুল_শাহ বলেছেন: কি বলমু????
১৪ ই জুন, ২০১২ দুপুর ২:১৫
ঘুমন্ত আমি বলেছেন: যখন ব্যার্থতা আর হতাশা আসে তখন আসলে বলার কিছুই থাকে না ।তখন জীবনকেই দুর্বিষহ মনে হয় ।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০১২ বিকাল ৩:১৪
একাকী বালক বলেছেন: উমমম। কি আর বলব। নিজেরও এমন টাইম যাচ্ছে।