নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং হচ্ছে যা ইচ্ছা লেখা আমার কবিতার খাতা ।ওহ নো ! ব্লগিং হচ্ছে যা ইচ্ছা লেখা আমার কীবোর্ডের খোচা:P

আমি কে যে বারবার অন্ধকারে হারিয়ে আবার আলোতে ফিরে আসি

ঘুমন্ত আমি

আমি কে যে বারবার অন্ধকারে হারিয়ে আবার আলোতে ফিরে আসি

ঘুমন্ত আমি › বিস্তারিত পোস্টঃ

এই শুনছেন এই ! প্লিজ শুনুন ! ! ! (ফিরে আসুন ব্লগে সবাই )

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৬

ব্লগের উপর দিয়ে অনেক ঝড় যাচ্ছে এবং যাবে কিন্তু এখন আমাদের উচিত্‍ মেধা ,মনন এবং সৃষ্টিশীলতা দিয়ে অস্থির সময়ে অস্থির ব্লগিং জগতকে সমৃদ্ধ করা ,গালিগালাজ বাদ দিয়ে এবং ধর্ম কটাক্ষ করাকে বাদ দিয়ে সব রকম লেখা পোষ্ট করা উচিত ।রাজনিতী ,সমাজনিতী ,অর্থনিতী ,গল্প ,কবিতা ,ঠাট্টা কিংবা নিজের একান্ত চিন্তা ভাবনা ।এক্ষেত্রে পুরোনো ব্লগারদের ফিরে আসার এবং বেশী বেশী লেখার অনুরোধ জানাচ্ছি ।যাতে নতুনরা ব্লগিং এর ভুল সংজ্ঞা না পায় ।যাতে তারা বুঝতে পারে কি অসাধারধ দিন আমরা কাটিয়েছি ধর্মকে আঘাত না করেই ।আমরা ব্লগিং করেছি ধর্মকে ব্যাবহার না করেই । কত অসাধারন আড্ডাই না হয়েছে রাতের পর রাত এই ব্লগে ,কত অসাধারন লেখা যে লেখা হয়েছে এই ব্লগে ,স্মৃতির টানে লেখা শুরু করুন আবার সব পুরনো ব্লগাররা ,আপনাদের ওপর নির্ভর করছে এই ব্লগের সফলতা কিংবা ধ্বংস।সবাই এগিয়ে আসুন ।ব্লগ জগতকে করুন সমৃদ্ধ ।

মন্তব্য ২৭ টি রেটিং +১/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৮

প্রধান দুলাল বলেছেন: সহমত

২| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

ঘুমন্ত আমি বলেছেন: ধন্যবাদ ।ফিরে আসুক সব পাখিরা ,কলতানে ভড়ে উঠুক সামু ।

৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

মামুন হতভাগা বলেছেন: ছিলাম,আছি,থাকব :)

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২২

ঘুমন্ত আমি বলেছেন: সহমত।ছিলাম,আছি,থাকব ,ফিরে আসুক সব পাখিরা ,কলতানে ভড়ে উঠুক সামু।

৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Cilam,Aci,Thakbo,
Kiser voye vagbo.

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৫

ঘুমন্ত আমি বলেছেন: সহমত।ছিলাম,আছি,থাকব ,ফিরে আসুক সব পাখিরা ,কলতানে ভড়ে উঠুক সামু।

৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

মনিরা সুলতানা বলেছেন: গিয়াসলিটন বলেছেন: Cilam,Aci,Thakbo,
Kiser voye vagbo. :-* :-* :-* :-* :-* :-* :-*




সহমত

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৭

ঘুমন্ত আমি বলেছেন: সেটাই তো।

৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

দি সুফি বলেছেন: আমি থাকলেই কি, আর না থাকলেই কি! কোনো পার্থক্য নাই।
তবে ধর্মবিরোধী লেখা-লেখি যেন বন্ধ হয় বা বন্ধ করা হয়। এই কামনা রইল।

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৮

ঘুমন্ত আমি বলেছেন: না । আমাদের সবাইকে থাকতে হবে।

৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

এই ব্লগের সত্যিকার জিয়নকাঠি গল্প আর কবিতা পোস্ট :)

৮| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৫

ঘুমন্ত আমি বলেছেন: সেটাই ।কিন্তু তা পুরোনো ব্লগার ছাড়া সমৃদ্ধ সম্ভব না ।তাই সবাইকে ফিরে আসার অনুরোধ করেছি ।

৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:১০

বাংলাদেশী দালাল বলেছেন: নির্বাচিত পোস্ট গুলা দেখেন!
সব এক রকমের।
মডুদের সাধারণ পোস্ট পরার সময় নাই।


ধন্যবাদ আপনার পোস্টের জন্য।

১০| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৭

ঘুমন্ত আমি বলেছেন: @ দেশী একমত ।তবে মডুরা আমাদের লেখা নির্বাচিত করুক আর নাই করুক আমরা লিখে যাবো মনের আনন্দ ।ব্লগকে বানিয়ে নিবো যা ইচ্ছা তাই লেখা আমার কবিতার খাতা ।

১১| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২০

হাসান মাহবুব বলেছেন: আমি তো আছিই আপনি থাকছেন তো?

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৩

ঘুমন্ত আমি বলেছেন: আমিও আছি । আমরা সবাই মিলেই গড়ে তুলবো একটি সুনদর ব্লগ।

১২| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৪

digitalpagla বলেছেন: সামু সুবিধাবাদি.. তার কর্মকান্ডেই বোঝা যাচ্ছে।
স্বর্নার স্টিকি পোষ্ট গেলো কই?
সামু তোমার ভবিষ্যত খুব খারাপ্।

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৬

ঘুমন্ত আমি বলেছেন: সামুর ভবিষ্যত হয়তো খুব খারাপ্।তবে তেমন যেনো না ঘটে সে জন্য আমাদের কাজ করতে হবে।

১৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শুভ নববর্ষ ১৪২০ ।

১৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শুভ নববর্ষ ১৪২০ ।

১৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৮

ঘুমন্ত আমি বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা

১৬| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৪

সকাল রয় বলেছেন:
ফিরে এলেম

১৭| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩১

ঘুমন্ত আমি বলেছেন: অসংখ্য ধন্যবাদ সকাল রয় ।ভালো থাকুন ব্লগ নিয়ে ।

১৮| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:০২

আমি সুফিয়ান বলেছেন: ফিরে তোঁ আসলাম, আপনি কই?!! B:-)

১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৩

ঘুমন্ত আমি বলেছেন: আমি আছি আশেপাশেই

১৯| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম......

১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৫

ঘুমন্ত আমি বলেছেন: লিখতে থাকুন মনের সুখে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.