![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভূ-প্রকৃতি
পৃথিবীর উষ্ণতম স্থান কোনটি?
দালোল, দেনাকিল ডিপ্রেসন, ইথিওপিয়া (বার্ষিক গড় তাপমাত্রা ৯৩.২ ডিগ্রি ফারেনডাইট বা ৩.৪৪ ডিগ্রি সেন্টিগেড)।
পৃথিবীর শীতলতম স্থান কোনটি?
প্লাটু স্টেশন, এন্টার্কটিকা (বার্ষিক গড় তাপমাত্রা ৫৬.৭ ডিগ্রি সেলসিয়াস)।
পৃথিবীর আর্দ্রতম স্থান কোনটি?
মসিনরাম, আসাম ভারত।
বার্ষিক গড় বৃষ্টিপাত কত?
১১,৮৭৩ মিলিমিটার বা ৪৬৭৪ ইঞ্চি।
পৃথিবীর শুষ্কতম স্থান কোনটি?
আতাকামা মরুভূমি, চিলি।
পৃথিবীর শুষ্কতম (জনবসতিপূর্ণ) স্থান কোনটি?
আসওয়ান, মিশর (বার্ষিক বৃষ্টিপাত ০.০২ মি.মি)
পৃথিবীর আর্দ্রতম (জনবসতিপূর্ণ) স্থান কোনটি?
বুয়েনা ভেনতিয়আ, কলম্বিয়া (বার্ষিক বৃষ্টিপাত ২৬৭ ইঞ্চি বা ৬৭৮১.৮০ মিলিমিটার)
বৃহত্তম মরুভূমি কোনগুলি?
উষ্ণমন্ডলীয়: সাহারা, উত্তর আফ্রিকা, উপকূলীয়: আতাকামা, চিলি, নাতিশীতোষ্ণ: গোবি মরুভূমি, চীন-মঙ্গোলিয়া।
পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি?
কাম্পিয়ান হ্রদ, আয়তন ৩,৭১,০০০ বর্গ কি.মি.।
পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
বৈকাল হ্রদ, গভীরতা ৫,৩১৫ ফুট বা ১৬২০ মিটার।
মহাদেশ ও দেশ
পৃথিবীতে মহাদেশ কতটি ও কি কি?
৭টি। এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া এবং এন্টার্কটিকা।
পৃথিবীর আয়তনে বৃহত্তম মহাদেশ কোনটি?
এশিয়া: ৪ কোটি ৪৫ লাখ ৭৯ হাজার বর্গ কি.মি.।
আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি?
রাশিয়া (১,৭০,৭৫,২০০ বর্গ কি.মি. বা ৬৫,৯২,৭৬৮.৮৭ বর্গমাইল।
জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম মহাদেশ কোনটি?
এশিয়া
পৃথিবীর জনসংখ্যায় বৃহত্তম দেশ কোনটি?
চীন
পৃথিবীর আয়তনে বৃহত্তম মুসলিম দেশ কোনটি?
কাজাখস্তান (২৭,১৭,৩০০ বর্গকিমি)।
পৃথিবীর জনসংখ্যায় বহত্তম মুসলিম দেশ কোনটি?
ইন্দোনেশিয়া।
পৃথিবীর আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ কোনটি?
ভ্যাটিকান সিটি; আয়তন ০.৪৪ বর্গকিমি বা ০.১৭ বর্গমাইল।
পৃথিবীর সর্বশেষ স্বাধীন দেশ কোনটি?
দক্ষিণ সুদান। (৯ জুলাই ২০১১)
পৃথিবীর সর্বাধিক স্বাধীন দেশ কোনটি?
আফ্রিকা মহাদেশে (৫৪টি)।
পৃথিবীর উত্তরের নগরী কোনটি?
হ্যামারফাস্ট (নরওয়ে)।
পৃথিবীর দক্ষিণের নগরী কোনটি?
পুয়োর্তো উইলিয়াম (চিলি)।
পৃথিবীর প্রাচীনতম দেশ কোনটি?
সানমারিনো; ৩০১ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত?
পৃথিবীর উচ্চতম রাজধানী কোনটি?
লাপাজ (বলিভিয়ার রাজধানী)
জনসংখ্যা
পৃথিবীর মোট জনসংখ্যা কত?
৭২৪ কোটি(+)।
পৃথিবীর বেশি ঘনবসতিপূর্ণ দেশ কোনটি?
মোনাকো।
পৃথিবীর কত ঘনবসতিপূর্ণ দেশ কোনটি?
মঙ্গোলিয়া
পৃথিবীর সর্বোচ্চ মুদ্রাস্ফীতির দেশ কোনটি?
জিম্বাবুয়ে।
পৃথিবীর সর্বাধিক শিশু মৃত্যুহারের দেশ কোনটি?
সিয়েরালিওন।
পৃথিবীর সর্বোচ্চ গড় আয়ুর দেশ কোনটি?
জাপান
পৃথিবীর সর্বাধিক ব্যবহৃত ভাষা কোনটি?
মন্দারিন (চীনা); শতাধিক কোটি মানুষ এটি ব্যবহার করে।
পৃথিবীর বৃহত্তম রাজধানী শহর (জনসংখ্যায়) কোনটি?
টোকিও (জাপান)
পৃথিবীর বৃহত্তম নগর (জনসংখ্যায়) কোনটি?
টোকিও (জাপান)।
https://www.facebook.com/generalknowledgeclubbd/
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪
সামিউল ইসলাম বাবু বলেছেন: একটা ভালো উদ্দ্যোগ। নিয়মিত প্রত্যাশা করছি।