![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ এর জাতীয় ফুল কী?
সাদা শাপলা
ভুটান এর জাতীয় ফুল কী?
ব্লু পপি
চীন এর জাতীয় ফুল কী?
সানফ্লাওয়ার
কানাডা এর জাতীয় ফুল কী?
ম্যাপল লিফ
ইরান এর জাতীয় ফুল কী?
টিউলিপ
মিশর এর জাতীয় ফুল কী?
বন্য অর্কিড
যুক্তরাজ্য এর জাতীয় ফুল কী?
গোলাপ
ফ্রান্স এর জাতীয় ফুল কী?
আইরিস
মালদ্বীপ এর জাতীয় ফুল কী?
গোলাপ
বেলজিয়াম এর জাতীয় ফুল কী?
লাল পপি
ভারত এর জাতীয় ফুল কী?
পদ্মফুল
ইরাক এর জাতীয় ফুল কী?
গোলাপ
কাজাখস্তান এর জাতীয় ফুল কী?
লিলি
সিরিয়া, তিউনিসিয়া এর জাতীয় ফুল কী?
জেসমিন
তুরস্ক, আফগানিস্তান এর জাতীয় ফুল কী?
টিউলিপ
যুক্তরাষ্ট্র এর জাতীয় ফুল কী?
গোলাপ
আর্জেন্টিনা এর জাতীয় ফুল কী?
কেইবো
অস্ট্রেলিয়া এর জাতীয় ফুল কী?
সোনালি ওয়াটাল
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১১:১৫
মানবী বলেছেন: বাংলাদেশের জাতীয় ফুল শুধু শাপলা বললে ভুল হবে, আমাদের জাতীয় ফুল সাদা শাপলা।
আর ইরানের জাতীয় ফুল গোলাপ আর টিউলিপ দুটোই হবে মনে হয়, নিশ্চিত নই।
৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১১:২৬
সাধারন জ্ঞান(বাংলাদেশ ও আন্তর্জাতিক) বলেছেন: আপনার মুল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ। এখানে যে তথ্যগুলো দেওয়া হয়েছে তার কিছু কিছু ভুলও থাকতে পারে। ভুল হতে দয়া করে মার্জনা করবেন। আমি যতটুকু জানি তাই জানিয়েছি। আমার জানার মধ্যে ভুল থাকতেই পারে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩৪
মানবী বলেছেন: আমার নিজের লেখা প্রতিটি বাক্যে্ অঘুনিত ভুল থাকে সুতরাং মার্জনা চাইবার কিছু নেই।
তবে বাংলাদেশের জাতীয় ফুলটা সঠিক ভাবে লেখার অনুরোধ রইলো। আমি ১০০% নিশ্চিত হয়ে বলছি এটা সাদা শাপলা, শুধু শাপলা নয়।
ভালো থাকুন।
৫| ০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:১৯
সাদা মনের মানুষ বলেছেন: জানলাম, ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১১:১৩
মানবী বলেছেন: সাধারন জ্ঞানের সুন্দর প্রশংসনীয় উদ্যোগ।
আসলে দেশ হিসেবে কানাডার কোন জাতীয় ফুল নেই তবে এদেশের দশটি প্রভিন্সের প্রত্যেকের নিজ নিজ নির্দিষ্ট ফুল আছে!
ম্যাপল লিফ ম্যাপাল গাছের পাতা, কোন ফুল নয় :-)
ধন্যবাদ পোস্টের জন্য।