নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ট্রুথ নেভার ডাই্‌জ

নিজের সম্পর্কে লেখার কিছু নেই । সাদামাটা ।

আহমেদ জী এস

পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...

আহমেদ জী এস › বিস্তারিত পোস্টঃ

প্রতীক্ষা

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২২



প্রতীক্ষা

প্রতীক্ষা যে ভীষন কষ্টের - কেবল পুড়ে যাওয়া,
আমি বোঝানোর জন্যে এ কথা -
নীলিমাকে প্রতীক্ষায় রেখেছি গেল কাল সারাদিন ।
তার নীলে মাখা চোখ জলে উঠেছিলো ভরে, হৃদয়ের তারে
বেজেছিলো করুন রাগিণী বেহালার ।
শিথিল চরণ, জলভরা চোখ নিয়ে জানালার গ্রীলে
মাথা রেখে নীলিমা দাঁড়িয়েছিলো অনেকক্ষন ।
সোনার বরন রঙ তার, এতোটুকুতেই হয়ে গিয়েছিলো জন্ডিসে ভোগা সেই রোগিনীর মতো;
যাকে দেখতে গিয়েছিলাম হাসপাতালে নীলিমা আর আমি
বিষন্ন বিকেলে একদিন ।

বেতসলতার মতোন শরীর তার যখন নিরাবরণ
ভেজা কাপড় ছাড়তেই সকালের স্নান সেরে,
দারুন তৃষ্ঞায় শুকিয়ে গেল ঝরনার জল ।
জানালায় বসে থাকা চড়ুইটি গেল লজ্জায় উড়ে ।
ধুঁপছায়া রঙ শাড়ীর আঁচল মাটিতে লুটিয়ে সে যখন বারান্দায় এসে দাঁড়ালো খোলা চুলে,
বুক তার মৌ-মৌ, গন্ধে ।
অকৃপন হাতে ঢেলেছে কী এক সুগন্ধি শঙ্খের মতো সাদা বুকে,
যেখানে গোলাপী বৃন্তের নীচে একটা কালো তিল আছে তার ।
সেই থেকে নীলিমা প্রতীক্ষায় ছিলো,
আমায় ভাসিয়ে নিয়ে যাবে বলে, এক মন খারাপের দেশে ।
আমি কথা রাখিনি ।

নীলিমা জানেনা, প্রতীক্ষা কী ভীষন কষ্টের ।
এক মা যখন ঘরে ফেরার প্রতীক্ষায থাকে ছেলের,
ছেলে জানে কি, কী গভীর উৎকন্ঠায় কাটে মা’য়ের সারাটি দিন !
সন্ধ্যারাত গড়ালে মধ্যরাতে,
মা’য়ের বুকের মাঠে লম্বমান হতে থাকে অমঙ্গলের ছায়া ।
মা’য়ের ছেলেটি ফিরে এলে অসময়ে ঘরে
নিরব প্রার্থনায় হাটু গাড়ে
জননী এক ।
বলে ছেলে, “মা তুমি এতো সকালেই বুড়ো হ’য়ে গেলে ?”
মা জানে, কী নীলাভ হয় শরীর আশঙ্কায় প্রতীক্ষার সময় গেলে চলে ।

নীলিমা জানেনা-
দীর্ঘ প্রতীক্ষার পরেও যখন বৃষ্টি আসেনা,
মাঠ ফেটে চৌচির হয়ে যায় কষ্টে।
দীর্ঘ প্রতীক্ষার পরেও যখন চাঁদ ফোটেনা আকাশে,
আকাশ কালো মুখে বসে থাকে সারাক্ষন ।
দীর্ঘ প্রতীক্ষার পরেও যখন সময়ে আসেনা বাস,
মনে হয় আগুন লাগিয়ে দিই সারা পৃথিবীতে ।

নীলিমা জানেনা প্রতীক্ষা কত কষ্টের তাই
নীলিমাকে প্রতীক্ষায় রেখেছি গেল কাল সারাদিন ।

নীলিমা শিখে রাখো -
প্রতীক্ষা ভীষন কষ্টের কেবল পুড়ে যাওয়া,
সময়ের নদীতে ব্যথার নীল তরী বাওয়া ।




মন্তব্য ৩৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১০

জুন বলেছেন: প্রতীক্ষা ভীষন কষ্টের
অসহ্য যন্ত্রনাময় ...নিলীমারা কোনদিন বুঝলো না কাউকে প্রতীক্ষায় রাখলে সে কি বেদনায় ক্লিষ্ট হয় নিরন্তর।
খুব ভালোলাগলো আপনার কবিতা আহমেদ জীএস।

অটঃ আমি এক ধৈর্য্যহীনা নারী ।আমাকে কেউ প্রতীক্ষায় রাখলে আমার অসম্ভব রাগ হয় সে যেই হোক ।

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৯

আহমেদ জী এস বলেছেন: জুন,
ব্যাপারটি একতরফা ভাবলেন কেন ? নীলু বাবুরাও তো নীলিমাদের মতো বুঝতে না ও পারে , প্রতীক্ষা কতো কষ্টের ।
আসলেই নীলিমারা বোঝেনা .....নীলু বাবুরা যতোটুকু বোঝে ।

আর , আপনি ধৈর্য্যহীনা কে বললো ? যে হারে ঘুরছেন দেশ-বিদেশ লম্বা সময় নিয়ে আর ধৈর্য্য ধরে তার সচিত্র কথামালা তুলে ধরছেন আমাদের চোখের সামনে , কে বলবে আপনি ধৈর্য্যহীনা ? ধৈর্য্যের প্রথম প্রাইজটাতো আপনার আঁচলেই ওঠা উচিৎ ।

কবিতাটি ভালো লেগেছে জেনে খুশি হলাম ।

শুভেচ্ছান্তে -

২| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪০

সুপান্থ সুরাহী বলেছেন:
আহ প্রতীক্ষা !

তোর জন্মটাই আজন্ম অস্থিরতা!

কবিতায়+

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৩

আহমেদ জী এস বলেছেন: সুপান্থ সুরাহী ,

হুমম.... এই যেমন অস্থিরতা আমার, আপনাদের একটা দু'টো মন্তব্য এলো কিনা তার জন্যে !

প্লাশ দিয়েছেন বলে সেটা কাটলো ।
ধন্যবাদ ।

৩| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১০

স্বপনবাজ বলেছেন: অসাধারণ লিখেছেন ! মুগ্ধ পাঠ !

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৯

আহমেদ জী এস বলেছেন: স্বপনবাজ,

স্বপনবাজরা তো স্বপ্নই দেখে । একটি সুন্দর স্বপ্নের জন্যে তাদেরকেও প্রতীক্ষায় থাকতে হয় ।

মুগ্ধতার জন্যে আপনার অনুভবটাই আসল । সেটা দেখে ভালো লাগলো ।

শুভেচ্ছান্তে ।

৪| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩৮

নাজিম-উদ-দৌলা বলেছেন: ভাল হয়েছে। শুভকামনা জানবেন।

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৩

আহমেদ জী এস বলেছেন: নাজিম-উদ-দৌলা,

ধন্যবাদ ভালো লাগার জন্যে । আপনাদের এমোন ভালোলাগা আমার লেখাগুলোকে আরো ঋদ্ধ করবে ।

শুভকামনা আপনার জন্যে ও ।

৫| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪৩

স্বাধীনচেতা মানবী বলেছেন: একরাশ ভালো লাগা +++++

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৮

আহমেদ জী এস বলেছেন: স্বাধীনচেতা মানবী,

সকালবেলাতেই আপনার একরাশ প্লাস পেয়ে আমারো ভালো লাগলো ।

আসলেই নীলিমারা বোঝেনা ....

ভালো থাকুন ।

৬| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৩

নেট পাগলা বলেছেন: অসাধারণ +++++++

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪০

আহমেদ জী এস বলেছেন: নেট পাগলা ,

এই প্লাসগুলোই একটি লেখাকে অসাধারণ করে । লেখককে করে খুশি । খুশি হয়েছি আপনার এই ছোট্ট মন্তব্যে ও ।

ভালো থাকুন ।

৭| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৯

হাসান মাহবুব বলেছেন: চমৎকার। খুব ভালো লাগলো।

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৮

আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব ,

আপনাদের ভালো লাগছে জেনে আমারো ভালো লাগলো ।
আসলে কি জানেন, লিখি মনের গরজে ! পাঠক মন্তব্য করেন লেখাকেই, এটা আমার বিশ্বাস । লেখক তার আমেজটুকুই পায় মাত্র।
তাই আপনাদের মন্তব্যগুলোতে অনেক কথাই লিখে ফেলি আন্তরিক ভাবেই ।
নিয়ত ভালো থাকুন

৮| ২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

মুনসী১৬১২ বলেছেন: শব্দ ঘোর..

চমৎকার লাগলো

২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

আহমেদ জী এস বলেছেন: মুনসী১৬১২,

অনেকদিন পরে দেখা মিললো আপনার । ভুলে ছিলেন ?

শব্দ ঘোর.. ? নাকি প্রতীক্ষার শঙ্খলাগা ঘোর ?

অনেক ধন্যবাদ আপনাকে । ভালো থাকুন আর সাথেই থাকুন .....

৯| ২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

বোকামন বলেছেন:


সম্মানিত লেখক,
কিছু প্রতীক্ষা মধুর...
তবে চিরকাল প্রতীক্ষায় থাকা মানুষগুলোর জন্যে প্রতীক্ষার রঙ রঙীন নয়...

আপনার পোস্টে ভালোলাগা রেখে গেলাম ...
আপনার মঙ্গল কামনা করছি।

২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

আহমেদ জী এস বলেছেন: বোকামন,

কে বলেছে, চিরকাল প্রতীক্ষায় থাকা মানুষগুলোর জন্যে প্রতীক্ষার রঙ রঙীন নয়... ?

প্রতীক্ষা যদি হৃদয়ের গভীর ক্রন্দন হয় দেখবেন, তাতেও রং আছে । সবচেয়ে আলাদা , সব রং ছাপিয়ে উজ্বল আর এক রং ।

আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হয়েছি ।
আপনার শুধু মঙ্গলই কামনা করছিনে, কামনা করছি আপনার জীবন নতুন রংয়ে ভরে যাক.....

১০| ২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

shfikul বলেছেন: ভালো লেগেছে।শুভ কামনা জানবেন।

২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৭

আহমেদ জী এস বলেছেন: shfikul ,
আপনার মন্তব্যের উত্তর দিতে দেরী হলো এই কারনে যে, কাল রাত থেকে তিন তিন বার আপনার মন্তব্যটি লিখেও প্রকাশ করতে পারিনি । আউট হয়ে যাচ্ছিলাম বার বার । দুঃখিত ।

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ।

শুভকামনা আপনার জন্যে ও ।

১১| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৪

অদৃশ্য বলেছেন:




সুন্দর হয়েছে লিখাটি... ভালোলাগা জানিয়ে গেলাম...


শুভকামনা...

২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৪

আহমেদ জী এস বলেছেন: লেখক বলেছেন: অদৃশ্য ,

ভালোলাগা জানিয়ে গেলাম..
মানে, বলেই অদৃশ্য হয়ে গেলেন !
এখোন আমি আপনাকে " শুভেচ্ছা " কি করে জানাই ?

যাক আকাশের ঠিকানায় দিলাম । যদি পেয়ে যান কোনদিন !

ভালো থাকুন এবং সাথেই থাকুন ....

১২| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৯

অপর্ণা মম্ময় বলেছেন: প্রথমে ভেবেছিলাম গল্প পড়ছি বুঝি । লেখাটা পড়ে মনটা কেমন খারাপ লাগছে ! কেমন যেন এক বিষণ্ণতা ! অনেকটা এমন -

বসন্তজ্বরে জেগে থাকা পূর্ণিমা তুমি,
বুকের কাছটায় লেগে থাকা এক টুকরো
সবুজ । শিরায় শিরায় বেঁধে নাও ভোরের আভা,
লুপ্ত হোক ভাসমান তরল আগুন।
ভীষণভাবে কাঁপতে কাঁপতে মরে যাওয়াকেই
জীবন বলে – জেনেছিলাম একদিন , যেমন করে
অনুভব করেছিলাম প্রতীক্ষা কাকে বলে !

শুভেচ্ছা আপনাকে।

১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

আহমেদ জী এস বলেছেন: অপর্ণা মম্ময় ,

হা...হা...হা ... আপনি এই কবিতায় বিষন্নতা খুঁজে পেলেন !
এখানে তো তীব্র ভালোবাসায় মাখানো অভিমানের সুরই বেজেছে শুধু , যেমন এখানে দেয়া আপনার কবিতায়ও রয়েছে -

ভীষণভাবে কাঁপতে কাঁপতে মরে যাওয়াকেই
জীবন বলে – জেনেছিলাম একদিন ......


মনে নেবেন না কিছু ,এমোন হলে একটা কথা বলি - আপনার রূপকল্প সুন্দর , শব্দ বাছাই ও । কিন্তু আমার মনে হয়, মাঝেমাঝে বাক্য পরম্পরাতে আরো খানিকটা যত্ন নেয়া প্রয়োজন । আপনি একজন সাহিত্য রসিক বলে কথাটি বলা ।

ভালো থাকুন আর আনন্দে .....

১৩| ১১ ই জুন, ২০১৩ রাত ৮:১৪

অপর্ণা মম্ময় বলেছেন: আপনি যা বোঝাতে চেয়েছেন সেটা আমি বুঝি নাই আমার ব্যর্থতা ! আমি হয়েছি বিষণ্ণ :(

আপনার পরামর্শ মনে থাকবে বাক্যের প্রতি ।
আপনিও ভালো থাকবেন ।

১১ ই জুন, ২০১৩ রাত ৯:৪৫

আহমেদ জী এস বলেছেন: অপর্ণা মম্ময়,

আপনাকে বিষন্নতায় ঢেকে দেয়ার জন্যে দুঃখিত ।

পরামর্শ প্রসঙ্গে আপনার এই কবিতাটি দিয়েই উদাহরন দিচ্ছি ।
আমি আসলে যেটা বোঝাতে চেয়েছি তা হ'লো এই - ( একটু হয়তো বড় হবে উত্তর ! ক্ষতি কী ! )

বসন্তজ্বরে জেগে থাকা পূর্ণিমা তুমি,
বুকের কাছটায় লেগে থাকা এক টুকরো
সবুজ যেন ।
অথবা
বুকের কাছটায় লেগে থাকা এক টুকরো
জমিনের মতো
শিরায় শিরায় বেঁধে নাও ভোরের আভা,
লুপ্ত হোক ভাসমান তরল আগুন।

এইখানে এক একটি লাইনের সাথে আর একটার যোগ বোঝা যায় । আমি শেষেরটার পক্ষে ।
অবশ্য একজন কবিকে আমি ডিক্টেট করতে পারিনে কখোনই। কবি সব সময়ই স্বাধীন তার বক্তব্যে ।



ভীষণভাবে কাঁপতে কাঁপতে মরে যাওয়াকেই
তাই জীবন বলে – জেনেছিলাম একদিন , যেমন করে
অনুভব করেছিলাম প্রতীক্ষা কাকে বলে !

উপরের তিন লাইন ঠিক আছে । যদি তাই শব্দটি বসান তবে ভালো হয় । এবারেও বোঝাতে পেরেছি কিনা ঠিক বুঝে উঠতে পারছিনে।

ভালো থাকুন....শুভেচ্ছান্তে ।

১৪| ১১ ই জুন, ২০১৩ রাত ১১:৪১

অপর্ণা মম্ময় বলেছেন: আপনার করা কবিতার সম্পাদনা আমারটার ক্ষেত্রে অনেক বেশী সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে :)

১২ ই জুন, ২০১৩ সকাল ৯:০০

আহমেদ জী এস বলেছেন: অপর্ণা মম্ময়,

আপনি কিছু মনে করেননি দেখে খুব ভালো লাগছে ।

তবুও বলি, একজন কবিকে আমি ডিক্টেট করতে পারিনে কখোনই। কবি সব সময়ই স্বাধীন তার বক্তব্যে ।

ভালো থাকুন আর সুখে......

১৫| ০৭ ই মে, ২০১৬ সকাল ৮:২৬

রুদ্র জাহেদ বলেছেন: প্রতীক্ষা কখনো মধুর কখনো অসহনীয় কষ্টের।কবিতা খুব ভালো লাগল

০৭ ই মে, ২০১৬ রাত ৮:৫৫

আহমেদ জী এস বলেছেন: রুদ্র জাহেদ ,




প্রতীক্ষা তখনই মধুর যখন অবসান হয় । আর অসহনীয় কষ্টের তখনই যখন প্রতীক্ষার শেষ হয়না ।
ধন্যবাদ মন্তব্যের জন্যে ।
শুভেচ্ছান্তে ।

১৬| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ১:০৮

সোহানী বলেছেন: ও মাই গড! এতো সুন্দর কবিতা মিস করেছি......

হাঁ এটিই সত্যিকারের প্রতীক্ষার অনুভূতি। প্রতীক্ষা সবসময়েই অসহনীয় ওটা বাসের জন্য হোক বা মানুষের জন্য হোক।

নাহ্ এবার কবিতার বই বের করতেই হবে দেখি সেটা ইন্দুরে খাক না মানুষ না পড়ুক :-B

১৯ শে মার্চ, ২০১৭ রাত ৮:৪৩

আহমেদ জী এস বলেছেন: সোহানী ,



দেয়া লিংক ধরে এই লেখাতে আসতে বেশি একটা প্রতীক্ষা করেন নি । :P

চেষ্টা করেছি সত্যিকারের প্রতীক্ষার অনুভূতি ফুঁটিয়ে তুলতে । সেটা ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।

বারে........ ! কবিতা লিখলুম আমি আর কবিতার বই বের করবেন আপনি ????? B:-)

১৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৬

শিখা রহমান বলেছেন: আপনার কবিতাটা পড়ে আরেকটা খুব প্রিয় কবিতা মনে পড়ে গেলো, রফিক আজাদের "প্রতীক্ষা।"

"আমি বন্ধু, পরিচিত-জন, এমনকি- শত্রুর জন্যেও
অপেক্ষায় থেকেছি,
বন্ধুর মধুর হাসি আর শত্রুর ছুরির জন্যে
অপেক্ষায় থেকেছি-

কিন্তু তোমার জন্য আমি অপেক্ষায় থাকবো না,
-প্রতীক্ষা করবো।
‘প্রতীক্ষা’ শব্দটি আমি শুধু তোমারই জন্যে খুব যত্নে
বুকের তোরঙ্গে তুলে রাখলাম,
অভিধানে শব্দ-দু’টির তেমন কোনো
আলাদা মানে নেই-
কিন্তু আমরা দু’জন জানি
ঐ দুই শব্দের মধ্যে পার্থক্য অনেক,
‘অপেক্ষা’ একটি দরকারি শব্দ—
আটপৌরে, দ্যোতনাহীন, ব্যঞ্জনাবিহীন,
অনেকের প্রয়োজন মেটায়।
‘প্রতীক্ষা’ই আমাদের ব্যবহার্য সঠিক শব্দ,
ঊনমান অপর শব্দটি আমাদের ব্যবহারের অযোগ্য,
আমরা কি একে অপরের জন্যে প্রতীক্ষা করবো না ?"

আপনি সত্যিকারের প্রতীক্ষা কবিতায় ফুটিয়ে তুলেছেন। ‘প্রতীক্ষা’ শব্দটি আপনার কবিতার জন্যেই জন্যে খুব যত্নে
বুকের তোরঙ্গে তুলে রাখলাম।

ভালো থাকবেন প্রিয় কবি। শুভকামনা।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৯

আহমেদ জী এস বলেছেন: শিখা রহমান ,



রফিক আজাদের মতো স্বনামধন্য কবির কবিতা তুলে দিয়ে যে সম্মান আমায় দোখিয়ে গেলেন তাতে কৃতজ্ঞ ।
আসলেই "অপেক্ষা" আর "প্রতীক্ষা"য় দুস্তর তফাৎ । "অপেক্ষা" তোলা থাকে গৃহী বা গৃহিনীর জন্যে আর "প্রতীক্ষা"র বীজ বোনা হয় বুকের গভীরে থাকা কারো জন্যে ।

লিংক ধরে এতো পুরোনো লেখায় এসে মন্তব্য করাতে আপনিও আমাকে "প্রতীক্ষা"য় রাখেন নি !
ভালো থাকুন আর সুখে ।


১৮| ২১ শে জুন, ২০১৯ বিকাল ৪:৩৯

মুক্তা নীল বলেছেন:
শ্রদ্ধেয় ,

কিছু কিছু প্রতীক্ষা আছে যা কখনো ফুরোবার নয় , আবার কিছু কিছু প্রতীক্ষা আছে মধুর অবসান হয় প্রাপ্তিতে । প্রতীক্ষা শব্দটির পুরোপুরি সার্থকতা পেয়েছে এ কবিতাটিতে ।
এই কবিতাটি আমি প্রিয়তে নিয়ে নিলাম।
অনেক শুভকামনা জানবেন।

২১ শে জুন, ২০১৯ রাত ১০:০৬

আহমেদ জী এস বলেছেন: মুক্তা নীল ,



কিছু কিছু প্রতীক্ষা আছে যা কখনো ফুরোবার নয় , আবার কিছু কিছু প্রতীক্ষা আছে মধুর অবসান হয় প্রাপ্তিতে ।
হয়তো.................

অশেষ ধন্যবাদ এসে পড়া ও মন্তব্য করে যাওয়াতে।
কৃতজ্ঞ লেখাটিকে প্রিয়তে নেয়ার জন্যে।
শুভেচ্ছান্তে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.