নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ট্রুথ নেভার ডাই্‌জ

নিজের সম্পর্কে লেখার কিছু নেই । সাদামাটা ।

আহমেদ জী এস

পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...

আহমেদ জী এস › বিস্তারিত পোস্টঃ

ফেরাতে নেই

০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:০৯



হাসান মাহবুবকে,

[ ভালোলাগার মতো একজন গল্পকার । শব্দকল্প, রূপকল্প, বচনকল্পের রংয়ে ডুবিয়ে গাঢ় রসে লেখা গল্পের এক তুখোড় শিল্পী । তার লেখা পড়ে বুঝে গেছি, একটি সাধারন কথা কে ও কতো ধ্রুপদী ভাবে উপস্থাপন করা যায় । শক্ত গেরো লাগানো বটে তবে তা পরতে পরতে খুলে চেখে দেখার মজাই আলাদা !

হাসান মাহবুব এমোনই থাক শেষ পারানীর আগ পর্য্যন্ত, যেমন আছে তেমন ।তাই তাকে……. ]



ফেরাতে নেই

মাটিতে প্রোথিত যে জীবন প্রতীক্ষায় রত

স্বর্গ কিম্বা নরকের, যে জীবন চিতার আগুনে

ছাইপাশ হয়ে আছে, তাকে ফেরাতে নেই

পিছু ডাকে । দেখতে নেই আপাদ মস্তক তুলে

স্মৃতির ঝাপি খুলে বারেবারে উঁকিঝুকি দিতে নেই

পদচিহ্ন আঁকতে নেই, তার ফেলে যাওয়া পথে ।



যে জীবনে “সর্বনাশ”, নীল নকশা আঁকে অবিরত

ক্ষুধার্ত মাছরাঙা নিঃশ্চুপ ওৎ পেতে থাকে

হাত পাতলেই ধরা পরে অবিকল ষড়যন্ত্র,

তাকে পরতে পরতে খুলতে নেই শাড়ীর মতো ।

ধরতে নেই তার নিয়তির কাছে পরাজয়,

দুর্লভ ত্রিবেণী সঙ্গমে গড়ে ওঠা তার ঘর

সপাট খুলতে নেই জানালা কবাট যতো,

বড় বেশী ঝড়ো বাতাসে উড়িয়ে দিতে নেই

তার সোনালী সন্ধ্যা কর্পূরের মতো ।



যেখানে যেমন আছে তাকে রাখো সেখানেই ….

কপোল-কল্পনা করতে নেই , ধরতে নেই

কী কী দোষ ছিলো তার, সঘন সম্ভার

সম্ভোগে নিরত জীবনকাল তার আঁকতে নেই।

শেষ পারানীর কড়ি যদি জমে থাকে কিছু

কেড়ে নিতে নেই তারে দস্যু দু’হাত ভরে ।

মন্তব্য ২৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:১৪

তুষার আহাসান বলেছেন: হাসান মাহবুব ভাই,আমারও একজন প্রিয় ব্লগার,গল্পকার।

পোস্টে প্রথম ভাল লাগা।

০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

আহমেদ জী এস বলেছেন: তুষার আহাসান ,

আপনার প্রিয় একজনের কথাই বলেছি আমি , আমার মতো করে । ব্যক্তি হাসানকে নয় আমি গল্পকার হাসানকেই উদ্দেশ্য করে এটা লিখেছি ।
ধন্যবাদ, আপনার ভালো লেগেছে জেনে কিম্বা ঘুরিয়ে বললে বলতে হয় আপনাকে ভালো লাগাতে পেরেছি জেনে নিজেরই ভালো লাগছে ।
শুভেচ্ছান্তে ....

২| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:১৬

তুষার আহাসান বলেছেন: কবিতায় আমার আগে কেউ একজন ভাল লাগা জানালেন,২য় + টি
আমারই থাকল।

০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

আহমেদ জী এস বলেছেন: তুষার আহাসান,
আপনার এই মন্তব্যের উত্তর দিতে দেরী হলো কারন, বারবার লগ আউট আর লগ ইন এর চক্করে পড়ে যাচ্ছিলাম ।
হ্যা কেউ একজন নিভৃতচারী । ধন্যবাদ তাকেও ।

রইলো আপনার টা ...এই মন্তব্যের ঘরে "ষ্টিকি" হয়ে ।

ভালো থাকুন ।

৩| ০৩ রা জুন, ২০১৩ রাত ১০:০৫

হাসান মাহবুব বলেছেন: আপনি আমায় এমন বুঝলেন কী করে? অদ্ভুত!

০৩ রা জুন, ২০১৩ রাত ১০:২৩

আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব,

ব্যক্তি আপনাকে আমি মোটেও বুঝিনি । বোঝার কথা্ও নয় ।

তবে এটা মানেন তো লেখক তার লেখার ভেতরে তার নিজের কিছু ছাপ রেখে যায় ? বিদগ্ধজনেরা্ও বলেন এমোনটাই । এটা হতেই হয় । তাই আপনাকে যে এক্কেবারেই বুঝিনি তাই বা কি করে বলি ! বোঝায় ভুল থাকাটাকেও কিন্তু একদম উড়িয়ে দিচ্ছিনে ।

যাক , এবার বলুন - কবিতাটি কি ভালো হয়েছে ? পাতে তোলা যায় ?

৪| ০৩ রা জুন, ২০১৩ রাত ১০:২৯

হাসান মাহবুব বলেছেন: এসব বলে বাহুল্যতা করতে চাই না। আপনি বরাবরই ভালো লেখেন। আর এটা আমায় নিয়ে...

ভালো থাকুন।

০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:২৮

আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব ,

ধন্যবাদ ।

আপনিও ভালো থাকুন ......

৫| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার বলেছেন ! যথার্থ !

০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:২৯

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ অভি ,

মন্তব্যের জন্যে ধন্যবাদ ।

শুভেচ্ছান্তে .......

৬| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:৫৭

বোকামন বলেছেন:





আপনার লেখনী নিয়ে নতুন করে কিছু বলার নেই।

যেখানে যেমন আছে তাকে রাখো সেখানেই ….
কপোল-কল্পনা করতে নেই , ধরতে নেই


অনেক কিছুই বুঝিয়ে দিলেন !

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:১২

আহমেদ জী এস বলেছেন: বোকামন ,

হ্যা.. কেউ যেখানে যেমন আছে তাকে সেখানেই রাখতে হয় । নইলে সুন্দরতার স্বাদটিই চলে যায় । যেমন প্রকৃতিকে বদলাতে নেই... বড় বেশী নোংরা হয়ে যাবে সে...

ভালো থাকুন । শুভরাত্রি জানিয়ে রাখি.....

৭| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৪

অপর্ণা মম্ময় বলেছেন: পৃথিবী বিখ্যাত ছবির পোস্ট ছাড়া আপনি যে কবিতাতেও দক্ষ আমার সত্যিই জানা ছিল না !

ভালো লেগেছে প্রিয় গল্পকার কে উৎসর্গ করা কবিতাটা !

০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৯

আহমেদ জী এস বলেছেন: অপর্ণা মম্ময় ,
ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্যে ।

অবাক হয়েছেন ? সব মানুষের মধ্যেই কিছু না কিছু থাকে , তাকে খুঁজে নিতে হয় ।
ব্যস্ততার মাঝেও যদি অনুগ্রহ করে আমার ব্লগটি একবার ঘুরে আসেন তবে আপনার ভালো লাগার মতো আরো কিছু পেয়ে যেতেও পারেন । গল্প , কবিতা, উপন্যাসিকা, সমাজ সচেতনতা, রাজনীতি, রস এমোন ধরনের অনেক কিছুই পাবেন সেখানে ।

এই কবিতাটি ভালো লেগেছে জেনে প্রীত হলাম । ভালো থাকুন...

৮| ০৯ ই জুন, ২০১৩ রাত ৮:০৫

অপর্ণা মম্ময় বলেছেন: হুম সময় করে অবশ্যই দেখবো আপনার ব্লগ । আপনাকে ফেবুতে খুঁজেছিলাম এই নিকে , পাই নি ।
ভালো থাকবেন ভাইয়া

০৯ ই জুন, ২০১৩ রাত ৮:১৮

আহমেদ জী এস বলেছেন: অপর্ণা মম্ময়,

আমি ঘরকুনো মানুষ । ফেবুতে পাবেন না , ওখানে যেতে বড্ড ভয় , হাযারো লোকের ভীড় । দুঃখিত...

আপনিও ভালো থাকুন দিনমান......

৯| ১৫ ই জুন, ২০১৩ রাত ১০:০৮

আমিনুর রহমান বলেছেন:


আপনার কবিতা নিয়ে বেশী কিছু বলার নাই। এক কথায় অসাধারণ।

১৫ ই জুন, ২০১৩ রাত ১০:১২

আহমেদ জী এস বলেছেন: আমিনুর রহমান,

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্যে ।

অনেকদিন পরে আপনার দেখা মিললো । ভালো থাকুন....

১০| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৮:০১

কালোপরী বলেছেন: জীবন কারো কাছে অর্ধেক খালি গ্লাস কারো কাছে অর্ধেক পূর্ণ গ্লাস

অনেক কথা আমি বলতে পারি না

:(

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৮:৪৫

আহমেদ জী এস বলেছেন: কালোপরী ,

নির্ভর করে যিনি দেখছেন তার মানসিকতার উপর । বুদ্ধির উপরে তো বটেই । এগুলো গড়ে ওঠে কিছু অনুঘটকের উপর ভিত্তি করে । যেমন শিক্ষা ( প্রাতিষ্ঠানিক নয় ), বিচক্ষনতা , বিশ্লেষনী ক্ষমতা, নির্মোহতা ইত্যাদির সাথে খানিকটা পরিবেশ ও ।

.....অনেক কথা আমি বলতে পারি না... এই লাইনটি এখানে কেন লিখলেন ঠিক বোধগম্য নয় । হতে পারে, আপনার পোষ্টে আমার শেষ মন্তব্যটিকে লক্ষ্য করে বলেছেন ।

ধন্যবাদ মন্তব্যের জন্যে । শুভেচ্ছান্তে .....

১১| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৮:১৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অনেক ..........++++++++++++..............

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৮:৪৮

আহমেদ জী এস বলেছেন: ইরফান আহমেদ বর্ষণ ,

অনেক ধ............ ণ্য................বা............. দ ।

ভালো লাগলো আপনাকে ভালোলাগাতে পেরেছি জেনে ।
শুভেচ্ছান্তে ।

১২| ১৩ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

মাক্স বলেছেন: লেখাটি ভাল লাগল!

১৩ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

আহমেদ জী এস বলেছেন: মাক্স ,

খুশি হলুম ভালো লেগেছে জেনে ।

ভালো থাকুন । শুভেচ্ছান্তে ।

১৩| ১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

আরুশা বলেছেন: আহমেদ জি এস আমিও আপনার মতন ব্লগের বিখ্যাত লেখক হাসান মাহবুবের লেখার প্রচন্ড ভক্ত। সত্যি তার গল্পগুলো পরতে পরতে ভাজে ভাজে খুলে পড়তে হয়। আপনার শক্তিশালী কবিতাতেও সেটা উল্লেখ করেছেন। কি অপুর্ব আপনার বাক্য বিন্যাস, যতই পড়ি ততই মুগ্ধতা ঘিরে ধরে আমাকে।
এ কবিতাটিও তার ব্যতিক্রম হয়নি।অনেক অনেক সুন্দর কথার এক মালা গেথেছেন কিছু কিছু অপরূপ শব্দ দিয়ে।
হয়তো একদিন, হয়তো একদিন হেলাফেলা করে লেখা কোন কবিতার দুটি চরন আমার দিকেও ছুড়ে ফেলবেন সেই প্রত্যাশা থাকলো। ++++++্

২৭ শে মে, ২০১৪ রাত ৮:৫২

আহমেদ জী এস বলেছেন: আরুশা ,

অনেক দেরীতে আপনার এই মন্তব্যটি দেখতে পেলুম ।
সম্ভবত " অদেখা মন্তব্য"র ঘরে এটা জানান দেয়নি সামুর কোনও টেকনিক্যাল কারনে । দুঃখ প্রকাশ করছি ।

আমার লেখার মুগ্ধতা আপনাকে ঘিরে রাখে, এই বাক্যটিতে মুগ্ধ ।

লিখেছেন হয়তো একদিন, হয়তো একদিন হেলাফেলা করে লেখা কোন কবিতার দুটি চরন আমার দিকেও ছুড়ে ফেলবেন সেই প্রত্যাশা থাকলো। ..........

আপনার মন্তব্যের জবাবের জন্যে আপনাকে যে অনিচ্ছাকৃত প্রতীক্ষাতে রাখতে হয়েছে এ্যাদ্দিন তাকে পুষিয়ে দিতে চেষ্টা করবো । হেলাফেলা ভরে নয় যত্ন করে লেখা কিছু । কারো প্রত্যাশাকে অকারনে ফেরাতে নেই ..........

শুভেচ্ছান্তে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.