নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...
কোন এক রাতবিহারিনীকে ...............
হায় রে , ফুলি !
কেন পথে নেমে এলি, এ কোন সন্ধ্যাবেলা
চোখে বিষাদের হলুদ কাজল মেখে
দুঃখের মলিন গাত্রাবাস খুলে রেখে
নিশীথে চড়ালি গতরে সুবাস নির্জলা !
কাকে দেখাবি বিগতা শরীরের এ ঢেউ
কার বাহু বিস্তারে আয়াসে দিবি ধরা
বুকের গহীন কন্দরে এতো যে খরা
তারে কি কখনো দুহাতে তুলে নেবে কেউ ?
কেন সঁপে দিলি প্রকাশ্যে জীবন যৌবন,
আজন্ম আদরিনী মাটিগন্ধ খসালি
পিষ্ট স্তনে ভিন দেশী আঘ্রান মাখালি
চোখজল ঠেলে রেখে কাটালি আজীবন ?
ব্যাধিগ্রস্থ পিশাচের দঙ্গলেরই ভীড়ে
আজো খুঁজিস দুখী মুখখানি পিতার ?
ভায়ের আদল, শতছিন্ন সংসার ?
জানি , এই ক্লেদ-নগর নিছে সব কেড়ে ।
ভুলেছিস কি , পুকুরের সেই শান্ত জল
কাঁধের চকিত দর্প , অকারন হাসি
কৈশোরের নির্ঝরিনী ঝরা সর্বনাশী
গতরের মূর্ছায় কাঁপা ফুল, কী দোদুল ?
মনে পড়ে , সুগন্ধা নদীর ঢেউ উত্তাল
বিবসনা নারকেল ছায়ার দুপুর,
পুঁইয়ের বীচি রাঙা পায়ের নুপূর
কলশব্দে হেসে ওঠা ঐ মাটির ফাটল ?
এখানে নরকের ক্ষুধা দাউদাউ জ্বলে
কুকুর কুন্ডলী সহবাসে রাতভর,
দেহ ছেনে আনিস মুখের আহার
কি কুক্ষনে, এই বুঝি ছিলো তোর কপালে ?
হায় রে , ফুলি !
শুধু তোরেই বলি-
নামুক ঘুম, শান্তি তোর গহীন শয়নে
শান্তি, মনের গভীরে । অচেনা প্রহরে
জেগেছিস নির্ঘুম রাত , এই শহরে
ভালো থাকিস সব ভুলে আপন ভুবনে ।
০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫০
আহমেদ জী এস বলেছেন: ধ্রুবক আলো ,
প্রথম হয়েছেন । চা নয়, একটা লাইন দিচ্ছি --
আজি এ শ্রাবনে প্রথম কদমকলি .........................
২| ০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:২৮
বিজন রয় বলেছেন: শুভসকাল।
০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০২
আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,
নির্ঘুম রাতের নিঃষ্পেষণের পরে আলাদা দিনের শুরুতে " শুভসকাল" শুনতে যে কারো ভালো লাগার কথা !!!!!!
আপনাকেও "শুভসকাল .................."
৩| ০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:২৯
মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর হয়েছে কবিতা। প্লাস +++
০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১২
আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,
ধন্যবাদ কবিতাটি পড়া ও তাতে "প্লাস" দেয়াতে ।
ভালো থাকুন , সাথেই থাকুন ।
৪| ০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩০
ব্লগ সার্চম্যান বলেছেন: অসাধারন লেখা ।
আমিও মাঝে মাঝে কবিতার টেরাই মারি কিন্ত পারিনা কবিতা লেখতে ।
০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৭
আহমেদ জী এস বলেছেন: ব্লগ সার্চম্যান ,
মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
তবে কবিতাকে ভয় পাবার কিছু নেই । ব্যাখ্যাতীত এক সন্ধ্যেয় অব্যক্ত কথাগুলোর শ্রুতিময় রূপই হলো কবিতা । ইন্দ্রিয়সমূহের বিপুল ও সচেতন বিস্তারে অদৃশ্যকে দেখে দেখে, অশ্রুতকে শুনে শুনে , সব গরল আত্মসাৎ করেই কবিতা লিখতে হবে ।
ভালো ভালো কবিদের কবিতা পড়ুন । দেখবেন , কবিতার একটা আধটা ফুল ফুঁটে উঠেছে আপনার মন বাগানে ধীরে ধীরে ।
শুভেচ্ছান্তে ।
৫| ০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩০
ধ্রুবক আলো বলেছেন: অসাধারণ কবিতা +++
অচেনা প্রহরে
জেগেছিস নির্ঘুম রাত , এই শহরে
ভালো থাকিস সব ভুলে আপন ভুবনে ।
খুব চাপা একটা কষ্ট রয়েছে কবিতায়!!
০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৪
আহমেদ জী এস বলেছেন: ধ্রুবক আলো ,
ঠিক ধরেছেন । কিছু কিছু জীবনের কথা তুলে ধরতে চেয়েছি , যা প্রতিক্ষন আমাদের চোখের সন্মুখে থেকেও ধরা পড়েনা । এসব জীবনে শুধু কষ্টই আছে , আনন্দের ছিঁটেফোঁটাও নেই ।
আবারও এসে মন্তব্য করার জন্যে ধন্যবাদ ।
৬| ০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩২
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভালো লাগা রইলো।
০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫২
আহমেদ জী এস বলেছেন: নুরুন নাহার লিলিয়ান ,
এটা যে আপনার ভালো লেগেছে তা জেনে খুশি হলুম ।
অনেকদিন পরে এলেন ।
শুভেচ্ছান্তে ।
৭| ০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৯
করুণাধারা বলেছেন: ফুলির অতীত আর বর্তমান জীবনের ছবি এতটাই দরদ দিয়ে এঁকেছেন যে পড়া শেয করে ফুলির জন্য মনে দুঃখবোধ জাগল। আপনার সাথে মিলিয়ে আমিও বলি-
নামুক ঘুম, শান্তি তোর গহীন শয়নে
শান্তি, মনের গভীরে । অচেনা প্রহরে
জেগেছিস নির্ঘুম রাত , এই শহরে
ভালো থাকিস সব ভুলে আপন ভুবনে ।
০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১৮
আহমেদ জী এস বলেছেন: করুণাধারা ,
হ্যা ....কারও কারও অন্ধকার জীবনের চালচিত্র আঁকতে চেয়েছি । যাদের দেখে ঘৃনায় মন বিষিয়ে ওঠে আমাদের সহসাই তাদের জীবনেও যে থাকে না-পাওয়ার বেদনা, সংসার ভেঙে যাবার হাহাকার, জীবন -যৌবন সব খুঁইয়ে ফেলার অভিশাপ ; সে কথাই লিখতে চেয়েছি । তাই অনাহূত, অযাচিত, অনারাধ্য, অমোচনীয় কলঙ্কভাগীদের জন্যে কিছু করতে আমরা পারি আর না পারি, একটু দরদ না হয় থাকলো !!!!!
মন্তব্যে ধন্যবাদ ।
ভালো থাকুন । শুভেচ্ছান্তে ।
৮| ০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৪
মোস্তফা সোহেল বলেছেন: একজন রাতের মেয়ে নিয়ে এত সুন্দর করে লেখা যায়! তা আপনার কবিতা না পড়লে বুঝতেই পারতাম না।
কবিতা পড়ে আমার মনের ভেতরে যে অনুভুতি হয় তা আমি বেশিরভাগ সময়ই লিখে প্রকাশ করতে পারিনা।
তাই কবিতা পড়ে ওই এতটুকুই বলতে পারি, খুব ভাল লেগেছে।তবে এই সামান্য কথা বলে ভাল লাগে না।
মন যেন ভরে না, না বলা কথারা মাথায় ঘুরপাক খেতে থাকে। সে এক অসস্তিকর ব্যপার বলতে পারেন।
ফুলি ভাল থাকুক সব ভুলে আপন ভুবনে এই কামনায় করি।
ফুলিরা বুঝি সব কিছু ছেড়ে আপন ভুবনে ফিরে গেলেই ভাল থাকে।
০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৩
আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,
রাতের মেয়েরা তো রাতের রজনীগন্ধা ,সুগন্ধ ছড়িয়েই যায় ! কারো জলসা ঘরের বেলোয়ারী ঝাঁড়, নিশি ফুরোলেই যাকে চায়না কেউ আর ! এমন কিছু জীবনের কথা তুলে ধরতে চেয়েছি , যা প্রতিক্ষন আমাদের চোখের সন্মুখে থেকেও অধরা । এসব জীবনে শুধু কষ্টই আছে , আনন্দের ছিঁটেফোঁটা নেই । নেই প্রাপ্তি , নেই সুদূর কোনও আশা !
অনুভবের গভীরতা থাকলে পরে ফুলি নামের কোনও এক রাতবিহারিনীর জন্যে এমন শুভকামনাই মন্তব্যে উঠে আসে ।
অজস্র ধন্যবাদ আপনাকে আবারও এখানে এলেন বলে ।
শুভেচ্ছান্তে ।
৯| ০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৮
ঠ্যঠা মফিজ বলেছেন: কবিতা বুঝি কম । তবে ভালো লেগেছে ।
০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২০
আহমেদ জী এস বলেছেন: ঠ্যঠা মফিজ ,
ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।
ধন্যবাদ, কবিতা না বুঝলেও মন্তব্য করার জন্যে ।
শুভেচ্ছান্তে ।
১০| ০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১৪
বিজন রয় বলেছেন: সূর্যের নতুন আলোতে শিশির হতে চাই না, শুভসকালের শুভবার্তা দিয়ে যে অলংকার আমায় দিলেন, তা সহৃদয়ে স্থান দিয়ে আমি বলে যাচ্ছি............. এখানে আমি আবার আসবো......... এখানে আমার আবার আসতেই হবে..........
ফুলি'দের মুখে যে আমাদের হাসি ফোটাতেই হবে...............
০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫৯
আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,
এমন মন্তব্যে লা-জওয়াব !
আসুন ...........
মোর ব্লগের উন্মুক্ত বিজন ঘরে,
আসুন ফিরে বারে বারে -
সেথা পথ চেয়ে আছে কোনও এক ফুলি
না যান যেন তারে কখনও ভুলি.............
১১| ০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১৬
নতুন নকিব বলেছেন:
'ফুলি' গন সামাজিক অবক্ষয়েরই প্রতীক। আমাদের কৃতকর্মের ফসল। পাপের প্রমান। কবিতায় দ্রোহ আছে। বরাবরের মতই অবিচারের বিরুদ্ধে, শোষন বঞ্চনার বিপক্ষে প্রতিবাদের ঢেউ আছরে পরে হৃদয় তটে।
ভাল থাকুন, প্রিয় কবি।
০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১৮
আহমেদ জী এস বলেছেন: নতুন নকিব ,
সুন্দর বলেছেন ----- 'ফুলি' গন সামাজিক অবক্ষয়েরই প্রতীক।
তবে সে অবক্ষয় হাযারো অবিবেচনা, অসাধুতা, অব্যবস্থা আর অনাগ্রহের মিথস্ক্রিয়ার ফল যার সংগঠক আমরা সবাই ।
মন্তব্যে হাযারো ধন্যবাদ ।
শুভেচ্ছান্তে ।
১২| ০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:২২
নীলপরি বলেছেন: নামুক ঘুম, শান্তি তোর গহীন শয়নে
শান্তি, মনের গভীরে । অচেনা প্রহরে
জেগেছিস নির্ঘুম রাত , এই শহরে
ভালো থাকিস সব ভুলে আপন ভুবনে ।
লাইন গুলো খুবই মর্মস্পর্শী । কবিতা অসাধারণ লাগলো । ++++
শুভকামনা ।
০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪০
আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,
ভালো লাগলো একলাইনের বক্তব্যটুকু । ফুলিকে পাঠকের কাছে নিয়ে যেতে চেয়েছি, তা যে পেরেছি আপনার মন্তব্যে বোঝা গেলো তা ।
প্লাস দেয়াতে ধন্যবাদ ।
শুভেচ্ছান্তে ।
১৩| ০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৬
শাহরিয়ার কবীর বলেছেন:
নামুক ঘুম, শান্তি তোর গহীন শয়নে
শান্তি, মনের গভীরে । অচেনা প্রহরে
জেগেছিস নির্ঘুম রাত , এই শহরে
ভালো থাকিস সব ভুলে আপন ভুবনে ।
কবিতা খুব সুন্দর হয়েছে +++
শুভ কামনা রইলো,ভাই।
১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৫
আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,
যেটুকু তুলে আনলেন তা-ই ছিলো এক রাতবিহারিনীর জন্যে শুভকামনা, যা সে কোনওদিন পায়নি কারো কাছ থেকে ।
মন্তব্যে অসংখ্য ধন্যবাদ ।
শুভেচ্ছান্তে ।
১৪| ০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:১২
মৌমুমু বলেছেন: খুব সুন্দর লিখেছেন ভাইয়া।
শুভকামনা রইল।
ভালো থাকবেন।
১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৩
আহমেদ জী এস বলেছেন: মৌমুমু ,
মন্তব্যে ধন্যবাদ ।
শুভকামনা আপনার জন্যেও..................
১৫| ০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৮
সুমন কর বলেছেন: চমৎকার। ভালো লাগা রইলো। প্লাস।
১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩০
আহমেদ জী এস বলেছেন: সুমন কর ,
বরাবরের মতোই সাথে থেকে অনুপ্রানিত করার জন্যে ধন্যবাদ ।
শুভেচ্ছান্তে ।
১৬| ০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবিতায় বিড়ম্বনা নারীদের চলমান জীবন গাঁথা লিখা হয়েছে। শেষের কয়েক লাইন ছিল মনে ধরারমত।
১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪১
আহমেদ জী এস বলেছেন: শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) ,
তেমন একখানা মন থাকলে পরেই কিছু কিছু কষ্টের বাস্তবতা মনে ধরে ।
মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
১৭| ০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১৯
ভুয়া মফিজ বলেছেন: কবিতা সাধারনতঃ আমার মাথার উপর দিয়ে যায়, তবুও পড়ে বোঝার চেষ্টা করি। আপনার কবিতা হৃদয় ছুঁয়ে গেল, মনকে বিষাদগ্রস্ত করে দিলো। ফুলিরা ভালো থাকতে পারে না, তবু ওদের জন্য শুভকামনা।
১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৭
আহমেদ জী এস বলেছেন: ভুয়া মফিজ ,
আপনার অকপট স্বীকারোক্তি ভালো লাগলো । আমার কবিতায় অনর্থক শব্দের জাঁকজমক থাকেনা , থাকেনা জটিল শব্দের জটাজাল । নেহাতই আটপৌড়ে সব শব্দরা থাকে । বাক্যে থাকে অর্থ যাতে পাঠক সহজেই কবিতার রসে ডুব দিতে পারেন । তাই হয়তো এই কবিতাটি আপনার মাথার উপর দিয়ে যায়নি - ফুলিদের জন্যে ব্যথিত হতে পেরেছেন । ওদের শুভকামনা করেছেন ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
শুভেচ্ছান্তে ।
১৮| ০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৯
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার।
১০ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১১
আহমেদ জী এস বলেছেন: অনন্য দায়িত্বশীল আমি ,
আমার ব্লগে আপনার প্রথম পদচারণাকে স্বাগতম ।
ধন্যবাদ মন্তব্যের জন্যে ।
শুভেচ্ছা জানবেন ।
১৯| ০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৩
আখেনাটেন বলেছেন: ফুলিরা এভাবেই স্নিগ্ধ-কোমল সবুজ ছেড়ে অাসে। থাকে না পাওয়ার বেদনা। একরাশ হতাশা আর সাগরসম কষ্ট। দিন যায়। মাস যায়। বছর অাসে। সবুজ কিংবা কংক্রিটের জঞ্জাল কোথাও ফুলিদের জন্য ভালবাসা অপেক্ষা করে না। এভাবে না পাওয়ার বেদনা নিয়ে এক ফুলি চলে যায়, তার স্থান নেয় আরেক ফুলি।
তাই 'সব ভুলে আপন ভুবনে' ফুলিদের ভালো থাকা কি অাদৌ সম্ভব? রাষ্ট্রযন্ত্র কি তাদের সব ভুলে থাকতে দেবে?
হৃদয় ছুঁয়ে যাওয়া কবিতা। একরাশ ভালোবাগা কবিতায়। সাথে ততটায় ব্যথিত ফুলিদের দুর্দশায়।
১০ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫১
আহমেদ জী এস বলেছেন: আখেনাটেন ,
যুগ যুগ ধরে উত্তর বিহীন একটি প্রশ্ন রাখলেন । মানুষ-সমাজ-রাষ্ট্র আর মোহ-কাম-লোভ মিলিয়ে একটা মিথস্ক্রিয়া যুগের পর যুগ ফুলিদের জন্ম দিয়ে গেছে । এ থেকে পরিত্রানের পথ জানা নেই আমার । শুধু জানি, ফুলিরাও মানুষ । একটু সহানুভূতি, একটু ভালোবাসা, একটু স্নেহ ওরা পেতেই পারে ।
খুব ভালো লাগলো আপনার মন্তব্য ।
শুভেচ্ছান্তে ।
২০| ০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পরিপূর্ণ কবিতা। কবিতার প্রশংসা আমার মতো অজ্ঞেয় মাথা থেকে যথার্থ বের হবে না, তবে, অনেক অনেক মুগ্ধতা ফুলির সাথে কথোপকথন ও আশীর্বাদ। কৃতজ্ঞতা রইল কবিতায়।
রাতবিহারিনীদের কপলে সুখ আর অন্তরে স্বস্তিকর শান্তি কামনায়।
শুভকামনা ভাই আপনার জন্য
১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৬
আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ,
যে আন্তরিকতার সাথে রাতবিহারিনীদের সুখ - স্বস্তি কামনা করলেন , তা যেন বাতাসে ভেসে তাদের কাছে পৌঁছে যায় ।
শুভকামনা রইলো আপনার জন্যেও ।
২১| ০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১০
সেলিম আনোয়ার বলেছেন: বেশ হয়েছে ।শব্দালংকারে ছন্দে ভাবের দ্যুতনায় চমৎকার ।
১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২০
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
মন্তব্য ভালো লাগলো । সুখকর ।
শুভেচ্ছান্তে ।
২২| ০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৯
চাঁদগাজী বলেছেন:
সকল সম্পদ কেড়ে নিয়ে গেছে সামান্য কয়েকজন মিলে, এখন শেষ ভরসা পুরানো দেহখানি
১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪২
আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,
চমৎকার বলেছেন, আপনার সহজাত কথনের মতোই চৌকস ।
সে পুরোনো দেহখানিও এই যেন ঝরোঝরো ঝরে - পুষ্টিহীন , জৌলুস বিহীন । সে দেহের উপরেও লোভী চোখ যেন রবিঠাকুরের জমিদারের মতোই বলে যায় ----
" বুঝেছো উপেন !
এই জমিখানিও লইবো কিনে ..."
শুভেচ্ছান্তে ।
২৩| ০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫
সনেট কবি বলেছেন: খুব সুন্দর হয়েছে কবিতা।
১০ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫০
আহমেদ জী এস বলেছেন: সনেট কবি ,
কবি বলেই হয়তো সুন্দর লেগেছে আপনার কাছে !
অজস্র ধন্যবাদ এমন মন্তব্যের জন্যে ।
২৪| ০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
ওমেরা বলেছেন: রাতবিহারিনীদের নিয়ে হৃদয়ছোঁয়া কবিতা খুব ভাল হয়েছে । ধন্যবাদ ভাইয়া ।
১০ ই আগস্ট, ২০১৭ রাত ১১:২৯
আহমেদ জী এস বলেছেন: ওমেরা ,
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ , কবিতাটি যে হৃদয় ছুঁয়ে গেছে তা জানানোর জন্যে ।
শুভকামনায় ..........
২৫| ০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
জেন রসি বলেছেন: কলেজে পড়ার সময় প্রথম ঢাকা শহরে আসি। রাতে শহর ঘুরব এমন এক রোমান্টিক ইচ্ছা তার আগে থেকেই ছিল। যেহেতু বন্ধনহীন জীবন রাতে শহর দেখার জন্য বের হতাম। একদিন রাতে দেখলাম লাইন ধরে কিছু মানুষ দাড়িয়ে আছে। ব্যাপারটা বুঝার জন্য কাছে গেলাম। দেয়ালের ওপাশে উদ্যান। দেখলাম একজন একজন করে দেয়াল টপকে যাচ্ছে। যখন দেয়ালের ওপাশ থেকে কিছু মেয়ে নামল আমি তখন বুঝতে পারলাম কি হচ্ছে। সে সময় আমি প্রচণ্ড এক ধাক্কা খেয়েছিলাম। কি নির্লিপ্ত সবাই! আমি ভেবেছিলাম রাতে ঘুরে ঘুরে লুম্পেন প্রলেটারিয়াতদের জীবন দেখব। দেখেছি রাতের শহর এক অদ্ভুত কালোবাজারে পরিনত হয়। আর যারা আমাদের মা, বোন, বন্ধু কিংবা প্রেমিকা হতে পারত তারা কি এক অদ্ভুত নির্লিপ্ততায় পণ্য হয়ে যায়। আমরা অর্থনীতি, সমাজ কাঠামো নিয়ে একের পর এক থিসিস পড়ি আর লিখে যাই!
কবিতায় প্লাস।
১০ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৪
আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,
প্রথমেই দুঃখ প্রকাশ করছি যে, ভুলে আপনার মন্তব্যের জবাব স্কীপড হয়ে গেছে অনিচ্ছাকৃত ভাবে ।
জীবন থেকে শেখা একটা গল্পের মতো সত্য তুলে আনলেন ।
কি নির্লিপ্ত সবাই! আপনার এই লাইনটিতে লুকানো হাহাকারের আবেদনটিই আমার এ্ই কবিতার সত্য । রাতবিহারিনীদের জীবনে এই নির্লিপ্ততা শুধু পশুদের জৈবিক চাহিদারই ভিন্ন রূপ । সেখানে সরবতা, উচ্ছলতা, আবেগময়তার কোনও ঠাঁই নেই ।
আমি জানিনে - অর্থনীতি, সমাজ কাঠামো নিয়ে একের পর এক থিসিস আমরা কেনই বা পড়ে যাই আর পড়েই বা কি করি !!!!!!!
এ নিয়ে দীর্ঘ আলোচনা হতে পারে তবে ব্লগের পরিসরে এবং পরিবেশে তা বোধহয় সম্ভব নয় ।
শুভেচ্ছা রইলো রাতের ।
২৬| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০১
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বিষাদমাখা কাব্য! মন ছুঁয়ে গেলো।
১০ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০৯
আহমেদ জী এস বলেছেন: অনিকেত বৈরাগী তূর্য্য ,
সম্ভবত আমার ব্লগে আপনি প্রথম এলেন । স্বাগতম ।
সুন্দর ও অনুপ্রানিত করা মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
শুভেচ্ছান্তে ।
২৭| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০৭
রূপক বিধৌত সাধু বলেছেন: ভাবনাটা বিরহের!
১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৮
আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,
ভাবনাটা বিরহের শুধু নয়, এক ফুলির জীবনেতিহাস ও বটে !
মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
২৮| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১৬
প্রামানিক বলেছেন: চমৎকার কাব্য কথামালা। খুব ভালো লাগল। ধন্যবাদ জী এস ভাই।
১১ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২৬
আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,
অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যে ।
ভালো থাকুন নিরন্তর ।
শুভেচ্ছান্তে ।
২৯| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এখানে নরকের ক্ষুধা দাউদাউ জ্বলে
কুকুর কুন্ডলী সহবাসে রাতভর,
দেহ ছেনে আনিস মুখের আহার
কি কুক্ষনে, এই বুঝি ছিলো তোর কপালে ?
ফুলি ও কবিতা এখানে মূর্ত হয়ে উঠেছে। অসাধারণ কবিতা। হ্যাটস অফ।
১১ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫৯
আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,
একজন কবিতজ্ঞের কাছ থেকে এমন মন্তব্য প্রশ্নাতীত ভাবে মনহরণকারী ।
শুভেচ্ছা জানবেন । ভালো থাকুন অহর্নিশ .............
৩০| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসাধারণ লিখেছেন কবি!
১১ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫১
আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ,
কবি হলুম আবার কবে থেকে ?
অসাধারণ মন্তব্যে ধন্যবাদ ।
৩১| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৩০
নীল আকাশের সাদা মেঘ বলেছেন: সুন্দর অাপনার কিবতার ভাষা চমৎকার
১১ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪৫
আহমেদ জী এস বলেছেন: নীল আকাশের সাদা মেঘ ,
আমার ব্লগে স্বাগতম । দেখুন ঘুরে ফিরে সবটা ।
মন্তব্যে ধন্যবাদ ।
শুভেচ্ছা রইলো ।
৩২| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৫৯
নব জৈব রসায়নবিদ বলেছেন: ধন্যবাদ লেখক...**
১১ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০৩
আহমেদ জী এস বলেছেন: নব জৈব রসায়নবিদ ,
ধন্যবাদ আপনাকেও ।
স্বাগতম আমার ব্লগে ।
শুভেচ্ছান্তে ।
৩৩| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ১:৪০
ডঃ এম এ আলী বলেছেন:
অসাধারণ কথামালায় রচিত কবিতা ।
পাঠে মুগ্ধ ।
কেন সঁপে দিলি প্রকাশ্যে জীবন যৌবন,
আজন্ম আদরিনী মাটিগন্ধ খসালি
পিষ্ট স্তনে ভিন দেশী আঘ্রান মাখালি
চোখজল ঠেলে রেখে কাটালি আজীবন ?
প্রিয়তে গেল ।
শুভেচ্ছা রইল ।
১১ ই আগস্ট, ২০১৭ রাত ১১:২২
আহমেদ জী এস বলেছেন: ডঃ এম এ আলী ,
উদ্ধৃত লাইনগুলোর কোনও জবাব নেই ফুলিদের কাছে । যা আছে তা এক দীর্ঘশ্বাসের গল্প ।
প্রিয়তে নিয়েছেন জেনে কৃতজ্ঞ ।
মন্তব্যের আন্তরিকতায় ধন্য ।
শুভেচ্ছান্তে ।
৩৪| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:১২
জুন বলেছেন: আজো খুঁজিস দুখী মুখখানি পিতার ?
ভায়ের আদল, শতছিন্ন সংসার ?
রাতবিহারীনি ফুলিদের অন্তরের গোপন কৌটায় লুকিয়ে রাখা দুঃখ কষ্ট আর আশাহীন জীবন নিয়ে ধুকে ধুকে মরা প্রান ভোমরাটিকে আলগোছে কবিতায় তুলে এনেছেন কি সহজাত নৈপুন্যে আহমেদ জী এস!
পুঁইয়ের বীচি রাঙা পায়ের নুপূর যে পুইয়ের বীচি ডলে দুঃখী পিতার সংসারে প্রাক কিশোরী বেলায় একসময় মনের উল্লাসে আলতা পরেছিল ফুলি, ঠোট রাঙ্গিয়েছিল। আজ সেই নগরনন্দিনী পেটের তাগিদে নিতান্ত অনিচ্ছার এক জীর্ন শরীরে পেচিয়ে রাখা সস্তার ঝিকিমিকি শাড়ী আর উদ্ভট সাজে সেজে টিমটিমে আলোয় পারা খসে যাওয়া আয়নায় সস্তা দরের লিপস্টিক রাংগানো ঠোটে খুজে ফেরে কি সেই ছোটবেলার পুইয়ের বীচিকে ?
অনাবদ্য ।
+
১১ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৩
আহমেদ জী এস বলেছেন: জুন ,
আপনার এই অসাধারণ, অনবদ্য , অনন্য, অতলষ্পর্শি মন্তব্যটি ঠিক ছুঁয়ে গেছে যেন কবিতার প্রান ভোমরাটি ।
নগরনন্দিনীদের পুঁইয়ের বীচিতে রাঙানো আরেক জীবনের গল্পটি বলে গেলেন কি অপরূপ নান্দনিকতায় সাজিয়ে !
এটা এই কবিতায় অলঙ্কার হয়ে রইলো ।
মন্তব্যে আপনার প্রশ্নের উত্তর আমার জানা নেই । জানতে সাধ হয় খুব , খুব সাধ হয় ............... নিতান্ত অনিচ্ছার এক জীর্ন শরীরে তারা কি পেঁচিয়ে রাখে কোন গোপন দিনের স্বপ্নসাধ !
অজস্র অজস্র শুভেচ্ছা রইলো আপনার জন্যে ।
শুভ রাত্রি ।
৩৫| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:১৪
তানুন ইসলাম বলেছেন: লেখার গাঁথনি টা মজবুত! অসাধারণ বললে ও কম বলা হবে ,অন্ত হীন শুভেচ্ছা রইল ।
১২ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩৩
আহমেদ জী এস বলেছেন: তানুন ইসলাম ,
আমার ব্লগে প্রথম এসেই মুগ্ধতার একটি মন্তব্য করে গেলেন । অজস্র ধন্যবাদ আপনাকে ।
ভালো থাকুন , সাথেই থাকুন ।
শুভেচ্ছান্তে ।
৩৬| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫০
বিলিয়ার রহমান বলেছেন: এবিবিএ রাইম স্কিমে লেখা দারুণ একটা ছন্দবদ্ধ লেখা!
প্লাস!
১২ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫২
আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,
দুর্দান্ত পঠনের চোখ আপনার । হ্যা.. কবিতাটি ঐ স্কিমেই লেখা । আরও একটু খেয়াল করলে দেখবেন , প্রতিটি স্তবক
১৫ -
১৪ -
১৪ -
১৫ - মাত্রায় / অক্ষরে লেখা ।
অফুরন্ত শুভেচ্ছা এমন গুণী মন্তব্যের জন্যে ।
৩৭| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৮
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: খুব সুন্দর
১২ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২৩
আহমেদ জী এস বলেছেন: এই মেঘ এই রোদ্দুর ,
মেঘের ফাঁকে এক টুকরো রোদ্দুরের মতোই মিষ্টি লাগলো ছোট্ট এই মন্তব্যটি ।
শুভেচ্ছান্তে ।
৩৮| ১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৭
তৌফিক বলেছেন: অনেক ভাল লাগলো। খুব সুন্দর আর সাবলীল ছন্দে উপলব্ধির ঘটনায় ঠাসা একখান খাসা কবিতা।
১২ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৬
আহমেদ জী এস বলেছেন: তৌফিক ,
ভালো লাগলো আপনাকে আমার ঘরে দেখে ।
সুন্দর মন্তব্যটির জন্যে কৃতজ্ঞ ।
শুভেচ্ছান্তে ।
৩৯| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩৭
সোহানী বলেছেন: অসধারন।
প্রতিটি ছন্দেই আর্তনাদ.... তারপর প্রার্থনা... "ভালো থাকিস সব ভুলে আপন ভুবনে "। ।
কবিতা কম বুঝি এবং যথারীতি এড়িয়ে চলিকিারন যা বুঝি না তা নিয়ে মন্তব্য করা উচিত নয়। তারপর ও জী ভাই বলে মনো+যোগ দিয়ে পড়লাম।
১২ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৪
আহমেদ জী এস বলেছেন: সোহানী ,
খুব ভালো লাগলো আন্তরিক এই মন্তব্যখানি । কবিতা এড়িয়ে চলেন, তারপরেও আমার কবিতাটি পড়ে মন্তব্যও করলেন ।
সম্মানিত বোধ করছি । কৃতজ্ঞ ।
তবে, এই কবিতায় তেমন কোনও সঙ্গতিহীন জটিল শব্দ নেই ( আমার কবিতাতে তেমনটা থাকেও না ।), অসমাপ্ত ভাব ও নেই যা মাথা খাঁটিয়ে বুঝে নিতে হয় । একেবারে সাদামাটা গল্প আছে এতে , বুঝতে প্রানপাত করার কোনও প্রয়োজন নেই ।
আমার মনে হয় কবিতায় তেমন কোনও জবরদস্ত ব্যাকরণ থাকতে নেই । জীবনের ধুলোময় পথে পথে যে অফুরান কাদামাখা শব্দ আর কথারা ছড়িয়ে আছে তাকে সাফসুঁতেরো করে দু'হাতের অঞ্জলীতে তুলে নৈবেদ্য সাজালেই কবিতা হয় ।
৪০| ১১ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:২৫
উম্মে সায়মা বলেছেন: নামুক ঘুম, শান্তি তোর গহীন শয়নে
শান্তি, মনের গভীরে । অচেনা প্রহরে
জেগেছিস নির্ঘুম রাত , এই শহরে
ভালো থাকিস সব ভুলে আপন ভুবনে ।
অসাধারণ ছন্দময় কবিতা। অনেক অনেক ভালো লাগা আহমেদ জী এস ভাই।
১২ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩৬
আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা ,
সুন্দর একটি মন্তব্যের জন্যে অজস্র ধন্যবাদ ।
শুভেচ্ছান্তে ।
৪১| ১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৪
সামিয়া বলেছেন: অসাধারণ অসাধারন !! তবে প্রেম সত্য ভালোবাসা সত্য। সমস্ত প্রেমিক সত্য।। সবটা শারীরিক মোহ তো নয়।।
কিছু ফুলিরা বিপদে পড়ছে প্রেমিক পরিনত হচ্ছে পিশাচে এটা ফুলিদের বোকামী।।
১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
আহমেদ জী এস বলেছেন: ইতি সামিয়া ,
প্রেমের সার্বজনীনতাই সত্য যদি তেমন প্রেম হয় নিকষিত কাঞ্চনসম !
প্রেম বোকামী নয় । ফুলিরা পরিস্থিতির শিকার । সমাজ তাদের বেরুনোর সব পথ রূদ্ধ করে রাখে বলেই গৃহহীন হয়েও আজীবন তারা অজানা এক গৃহে বন্দীই থেকে যায় । এ থেকে উত্তরণ নেই তাদের ।
অশেষ ভালোলাগা আপনার এই সমৃদ্ধ মন্তব্যে ।
ভালো থাকুন । শুভেচ্ছান্তে ।
৪২| ১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৫
শায়মা বলেছেন: ফুলির জন্য ভালোবাসা ভাইয়া!
ফুলিরা আর একটু বুদ্ধিমতী হয়ে উঠুক!
১৩ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৭
আহমেদ জী এস বলেছেন: শায়মা ,
সব ফুলিদের ভালোবাসতে পারাটা সবাই পেরে ওঠেনা । আপনাকে ধন্যবাদ এ কারনে । কিন্তু অনেকেরই নাক কুঞ্চিত হয়ে ওঠে ফুলিদের নামে । যাদের নাক কুঁচকে ওঠে তাদের মনে ফুলিদের জন্যে একটুখানি হলেও সহানুভূতির ইঞ্চিখানেক জায়গা যাতে হয়
সে গল্পই বলেছি কবিতায় ।
ফুলিরা ফুলি হয়ে গেলে বুদ্ধিমতী হয়ে লাভ নেই বরং ফুলি হয়ে ওঠার আগে তেমনটা হতে পারলে ভালো হয় ।
মন্তব্যে ধন্যবাদ ।
শুভেচ্ছান্তে ।
৪৩| ১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪০
জাহিদ অনিক বলেছেন: হায় রে , ফুলি ! - এটাই একটা কবিতা
১৩ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩৬
আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক ,
চমৎকার বলেছেন । শুধু কবিতাই নয় হায় রে , ফুলি ! উচ্চারণটাই মনে হয় একটা উপাখ্যান .................
শুভেচ্ছান্তে ।
৪৪| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২৫
মৌমুমু বলেছেন: অসাধারন!! খুব সুন্দর লিখেছেন ভাইয়া।
শুভকামনা অনেক।
ভালো থাকবেন।
১৩ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫৭
আহমেদ জী এস বলেছেন: মৌমুমু ,
আবারও ফিরে এসে মন্তব্য করাতে খুশি হয়েছি ।
ভালো থাকুন আপনিও ।
৪৫| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৬
কথাকথিকেথিকথন বলেছেন:
এ কোন যৌবন ?
যা দিয়ে জন্ম তা দিয়ে ক্ষয়
যাকে বলি সুখ তাকেই বলি বিস্বাদ
কেউ খোঁজে সুরু পথ আর কেউ খোঁজে বক্ষ
হৃদয় নিয়ে সততা, এতো এক মিথ্যা ।
কবিতায় শব্দের ঝংকার চমৎকার । ভাল লেগেছে ।
১৩ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩০
আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,
উত্তর হয়না এমন এক জিজ্ঞাসা রেখে গেলেন মন্তব্যে ।
মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
শুভেচ্ছান্তে ।
৪৬| ১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:০৬
বিজন রয় বলেছেন: এখানে আমার আবার আসার কথা ছিল...............
প্রাচীণ (অ)সভ্যতার নিয়ামক এখনো মানুষের ঘাড়ে চেপে বসে আছে। এটা কোন দিন নামবে বলে আমার মনে হয় না। তাই ঘৃণ্য সমাজ 'ফুলি'দের তৈরী করে, আর পরিশেষে ওই ফুলিদেরকেই তারা দায়ী করে। কই সমাজের পুংলিঙ্গদের তো ফুলি হতে হয় না!!!!!
বহুযুগের আগের ফুলিদেরকে সেই পুংকেশরেরা নতুনরূপে ভোগ করছে, কিন্তু আমরা তাদেরকে পারিনি নতুনভাবে উপলব্ধি করতে। এই নিয়তি থেকে বের হয়ে আসার পথ যেহেতু আমাদের জানা নেই, তবে শেষ পর্যন্ত আমাদের উচিত ফুলিদেরকে অনন্ত "মানুষ"রূপে সন্মান দেওয়া।
পুরানো বিষয়টাকে নতুন করে লিখেছেন কবিতার মাধ্যমে, তবে আমরা যেহেতু ফুলিদেরকে এইভাবে চিনি, তাই ফুলিদের চেয়ে সমাজে যারা ফুলিদের তৈরী করে বা ফুলিদের ভোগ করে তাদের পশুত্ব নিয়ে বেশি বেশি লেখা জরুরী। বারে বারে এভাবে ফুলিদেরকে কেন্দ্রীয় চরিত্র বানানোর চেয়ে সেই নরপশুদের সামনে আনা জরুরী।
কবিতায় যেহেতু অনেকেই সেই গৎবাঁধা, মুখস্থ প্রশাংসা করেছে তাই আমি আর ওপথে গেলাম না।
হে হে হে .....
১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১১
আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,
আবারও এসে চমৎকার কিছু কথা বলেছেন । যেহেতু প্রাচীণ (অ)সভ্যতার নিয়ামক নিয়তি মানুষের ঘাড় থেকে নামানোর পথ জানা নেই বলেছেন তাই কোনটি যে সঠিক পথ, প্রশ্ন থেকেই যাবে ।
ফুলিদেরকে এইভাবে যেমন চিনি আমরা তেমনি করে নরপশুদেরও সামনে আনা জরুরী বলেছেন । তা কি নেই এই কবিতায় ? দেখুন এই লাইনটিতে -----
ব্যাধিগ্রস্থ পিশাচের দঙ্গলেরই ভীড়ে
আজো খুঁজিস দুখী মুখখানি পিতার ?
ভায়ের আদল, শতছিন্ন সংসার ?
জানি , এই ক্লেদ-নগর নিছে সব কেড়ে ।
এতেও যদি না হয় তবে ব্যাধিগ্রস্থ পিশাচদের নিয়ে আর একটি লেখা লিখতে হয় । তবে তাও যে লিখিনি তা নয় । সুবিধার্থে লিংকটি দিলুম ---
“প্রেমবধ”[link||view this link]
সমাজ সংস্কারক নই বলে নরপশুদের সামনে আনার সোজাসুজি রাস্তা বাৎলে দেয়া আমার মতো ছা-পোষার পক্ষে অসম্ভব একটা কিছু । আপনি সাথে থাকলে ভিন্ন কথা ! ফুলিদের কেন্দ্রীয় চরিত্র না বানিয়ে নরপশুদের ঐ চরিত্রে বসনোর জন্য কেউ না কেউ অবশ্যই আছেন কোথাও না কোথাও । তারা সাড়া দেবেন আশা করি ।
গৎবাঁধা না হোক , গৎবিহীন কিছু প্রশংসা করে যেতেন ! তাহলে একটা পথ পেয়ে যেতুম আমি । হা........হা..........হা........
৪৭| ১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:০৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার কবিতা চমৎকার হয়েছে।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৬
আহমেদ জী এস বলেছেন: দেশ প্রেমিক বাঙালী ,
ভালো লাগলো আপনার প্রশংসাটুকু ।
ভালো থাকুন আপনিও আর সাথেই থাকুন ।
শুভেচ্ছান্তে ।
৪৮| ১৩ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০০
সোহানী বলেছেন: কবিতায় তেমন কোনও জবরদস্ত ব্যাকরণ থাকতে নেই । জীবনের ধুলোময় পথে পথে যে অফুরান কাদামাখা শব্দ আর কথারা ছড়িয়ে আছে তাকে সাফসুঁতেরো করে দু'হাতের অঞ্জলীতে তুলে নৈবেদ্য সাজালেই কবিতা হয় ।............ওয়াও
সবার দ্বারা হয় না........... থাকতে হয় মনের চোখ+দেখার চোখ+কবিতার মগজ............ যে শব্দ জী ভাই তুললে কবিতা হয় সে শব্দ আমি সাজালে কাকের সঙ্গীত হয়........হাহাহাহা
১৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১২
আহমেদ জী এস বলেছেন: সোহানী ,
তেমনি আপনি ভাত রাঁধলে যেটা ঝরঝরে ভাত হবে , তা আমি রাঁধলে লটর-পটর জাউ হয়ে যাবে । এটাই বলতে চাচ্ছেন তো ?
মানলুম ।
আসলে কচুগাছ কাটতে কাটতে যেমন ডাকাত হওয়া যায় তেমনি মনের চোখকে শান দিতে দিতে , দেখার চোখকে খোলা রাখতে রাখতে, মগজটাকে খাটাতে খাটাতে কবি থেকে সবি হওয়া যায় ।
ফিরতি মন্তব্যে ভালো লাগা ।
শুভেচ্ছান্তে ।
৪৯| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৩৫
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পাকাপোক্ত ভাব প্রকাশ।
১৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৪
আহমেদ জী এস বলেছেন: মোহাম্মাদ আব্দুলহাক ,
ভাব যদি পাকাপোক্ত ভাবেই প্রকাশ করা না গেলো তবে লেখা তো লেখা নয় !!!!!!!!!!!!!
যেমন কতকগুলি শব্দ সাজিয়ে গেলেই "বাক্য" হবেনা, ভাব প্রকাশিত হলেই তবে "বাক্য" বলা হবে । ব্যাকরণের কথা ।
মন্তব্যে ধন্যবাদ । শুভেচ্ছান্তে ।
৫০| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৪৭
আলো_ছায়া বলেছেন: অনেক ভালোলাগা রেখে গেলাম ভাই।
ভালো লাগলো কবিতা।
১৫ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫০
আহমেদ জী এস বলেছেন: আলো_ছায়া ,
আমার ব্লগে প্রথম পা রাখার জন্যে শুভেচ্ছা ।
কবিতাটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো । ধন্যবাদ ।
৫১| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩০
সোহানী বলেছেন: হায় আল্লাহ..... আমার রাঁধা ভাত খেলে আপনি জীবনের তরে ভাত খাওয়াই ছেড়ে দিবেন.............হাহাহাহাহা
ও ভালো কথা... আমার গাছে দারুন টমেটুর ফলন হয়েছে.... মরিচ এখনো বেশী আসেনি। ফুল শুরু হয়েছে........
১৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯
আহমেদ জী এস বলেছেন: সোহানী ,
বুঝেছি , একবেলা ভাত খাওয়াতে হতে পারে এই ভয়ে এত্তো কথা ।
যাকগে ... টমেটোর টক পেলুম , মরিচের ঝাল দেখার আশায় ।
আপনার বাগানে টমেটো উছলে পড়ুক , মরিচের ফুলে ছেঁয়ে যাক গাছ ।
ভালো থাকুন । শুভেচ্ছান্তে ।
৫২| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৭
কথাকথিকেথিকথন বলেছেন:
সত্যি কী এই প্রশ্নের উত্তর নেই ? যৌবন এক বহুরুপী, যার আঁড়ালে আবডালে সুখ আছে, যন্ত্রণা আছে, হিংস্রতা আছে । মনুষ্যত্ব একটি পরিমাপক, সেখানেই সব খেলা- সে হয়তো যাবে সুখে, নয়তো যন্ত্রণায়, নয়তো হিংস্রতায় । শেষেরটিতে মনুষ্যত্ব বিপরীতে অবস্থান করে ।
১৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২৭
আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,
৪৪ নং মন্তব্যে যে প্রশ্ন রেখেছিলেন তার আসলেই কোনও সঠিক উত্তর নেই । এর উত্তর ব্যক্তি, সময় , প্রেক্ষিত সম্পর্কিত । তাই উত্তর হবে ভিন্ন ভিন্ন ।
যেমন ডাষ্টবিনের খাবারটুকুও খেতে পারলে কারও সুখ হয় । আবার খাওয়া তো দূর, একথা চিন্তায় আনলেও অনেকেরই বিস্বাদ লাগে । কিন্তু একই ব্যক্তি একটি নির্দিষ্ট বিষয়ে একাধারে সুখ ও বিস্বাদ বলবেন না নিশ্চয়ই ।
আপনার মন্তব্য কবিতার সাথে সরাসরি সম্পৃক্ত নয় তবুও ভেতরের লুকানো মনুষ্যত্বের সাথে কিছুটা যায় বটে । কিন্তু "যৌবন" এর সাথে কবিতার কোনও সম্পর্ক নেই । তাই যৌবন নিয়ে কিছু বলার নেই ।
তবে একথা ঠিক -- "মনুষ্যত্ব একটি পরিমাপক .." । কিসের পরিমাপক ? মানুষের । এর পরিমাপ করতে গেলে আগে জানতে হবে " মানুষ " কাকে বলে , কি , কেমন ! লম্বা বিষয় ............
মন্তব্য ভালো লাগলো খুব ।
ভালো থাকুন । আর সুখে থাকুন ।
৫৩| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
খুব সুন্দর হয়েছে, বিশেষ করে শেষাংশ।
উপভোগ করলাম, জী এস ভাই
১৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১০
আহমেদ জী এস বলেছেন: মাঈনউদ্দিন মইনুল ,
খুব ভালো লাগলো আপনাকে দেখে ।
মন্তব্যেও ভালোলাগা ।
শুভেচ্ছান্তে ।
৫৪| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২৬
কথাকথিকেথিকথন বলেছেন:
মানুষ হচ্ছে মনুষ্যত্বের ধারক। প্রাণ তো অন্যান্য জীব, জানোয়ার, পোকা, মাকড়, বৃক্ষেরও থাকে ।
১৮ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩২
আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,
ধন্যবাদ , ঠিকই বলেছেন ।
আবারও এসে এই যে বলে গেলেন, তা ভালো লাগলো ।
৫৫| ১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:১১
লেখোয়াড়. বলেছেন: কেমন আছেন?
১৮ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩০
আহমেদ জী এস বলেছেন: লেখোয়াড়. ,
অনেক দিনের পরে । এখানে দেখে ভালো লাগলো ।
কেটে যাচ্ছে দিন যেমন যায় রোজ !
আপনি ভালো তো ? আশা করি আবার ডুব দেবেন না ।
৫৬| ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দেহ ছেনে আনিস মুখের আহার
কি কুক্ষনে, এই বুঝি ছিলো তোর কপালে ? চমৎকার একটি কবিতা পড়লাম।
২২ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৫
আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন বলেছেন ,
আবারও এসে চমৎকার বলাতে কৃতার্থ ।
হ্যা ... ফুলিদের তো দেহ ছেনে ছেনেই দু'মুঠো মুখের অন্ন জোগাতে হয় !!!!!!!
নইলে কি আর সাধে তাদের দেহখানাকে ছেনে নিতে দেয় ?
শুভেচ্ছান্তে ।
৫৭| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কবিতা পড়ে মন পড়ল বাউলের কথা, গান গেয়ে বাউল চলে যায়।
আপনি কেমন আছেন?
২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৮
আহমেদ জী এস বলেছেন: মোহাম্মাদ আব্দুলহাক ,
হ্যা... বাউলেরা গান গেয়ে চলে যায় । যেমন চলে যায় ফুলিদের লোকেরা ! পিছে ফিরে চায়না আর। বাউলের গানের রেশ যেমন থেকে যায় তেমনি থেকে যায় ফুলিদের দীর্ঘশ্বাসের শব্দও !!!!!!!
ভালো আছি আপনাদের দোয়ায়।
শুভেচ্ছান্তে ।
৫৮| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি ভাই, আপনাদের কাছ থেকে এমন কিছুই আশা করি। আপনেদের দেখেইতো শিখব।
নিশ্চয় ভুল করেছি, দয়া করে ক্ষমা করবেন।
২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৬
আহমেদ জী এস বলেছেন: মোহাম্মাদ আব্দুলহাক ,
কেন .... কেন ? ভুল কিসের ?
কোনও ভুল হয়নি । আমি তো আপনার ঐ মন্তব্যটাকে ঘিরে খানিকটা ফিলোসফি করার সুযোগ পেলুম ।
এমন একটা সুযোগ দেয়াতে তো আপনার ধন্যবাদই প্রাপ্য । অসংখ্য ধন্যবাদ ....................
৫৯| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি- অসাধারন এই কবিতা সময়মত চোখে পড়েনি বলে...
যাতনার প্রকাশে যাতনা বোধ এলো মোগ্ধতা সাথে লয়ে! লেখনির মুন্সিয়ানা যাতনাকে যেন আরো গভিরতর করে ফুটিয়ে তুলেছ।
ফুলিদের জন্য অনেক কাঁদতাম একসময়! অসহায় আত্মসমপর্ণে এখন ভুলে থাকতে চাই!
ছা-পোষা জীবনের অসহায়ত্ব কুড়ে কুড়ে খায়!
কবিতার স্বপ্নগুলো খেলত মনের কোনে- ঘর হবে, সংসার হবে, ভাই বোন সন্তানের আদরে ফুলিরাও হাসবে- - -
স্বপ্নগুলো স্বপ্নই রয়ে গেল... অধরা.......
কবিতায় ৩৫ তম +
২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬
আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,
মনের কোনে যে স্বপ্নেরা খেলা করে তা স্বপ্নের মতোই আলো -আঁধারিতে ভরা, অধরা । তাই স্বপ্নগুলো স্বপ্নই রয়ে যায় ।
হ্যা ........... এরই নাম জীবন !
উপলব্দিমূলক মন্তব্যে ধন্যবাদ ।
শুভেচ্ছান্তে ।
৬০| ২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:২৭
চাঁদগাজী বলেছেন:
প্রতিটি কিশোরীর হৃদয়ে ঘুমিয়ে আছে আগামীকালের মানব সভ্যতা
২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮
আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,
মোলায়েম বাস্তবতার একটি মন্তব্য । ধন্যবাদ ।
হ্যা ........... একজন মা-ই পারেন নম্র সভ্যতা গড়ে দিতে ।
শুভেচ্ছান্তে ।
৬১| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪১
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক দিন পর আপনার কবিতা পড়লাম, ভাল লাগেছে
২৮ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩০
আহমেদ জী এস বলেছেন: তামান্না তাবাসসুম ,
ভালো লাগলো জেনে যে , আপনি আমার এই কবিতাটি পড়েছেন । অসংখ্য ধন্যবাদ ।
আমার ঘরে আরও কবিতা আছে , ইচ্ছে হলে দেখে আসতে পারেন ।
শুভেচ্ছান্তে ।
৬২| ৩১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৭
হাসান মাহবুব বলেছেন: ইরাম কোবতে লেইকপার পারি না, তাই লেকি না
৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব ,
এমন মন্তব্যের আড়ালে একটা প্রচ্ছন্ন ভালোলাগা , আপনার নিকের ছবিতে চাকুটির মতোই ঝিলিক দিয়ে গেলো যেন !
৬৩| ১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:১২
খায়রুল আহসান বলেছেন: আপনার কবিতাটি পড়েঃ
সমব্যথী মন,
কাঁদিছে নয়ন,
তাহার কারণ,
ফুলিদের যৌবন
নরকের জীবন।
ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে জেন রসি এর ২৪ নং মন্তব্যটা ভাল লেগেছে।
১৭ ই মার্চ, ২০১৮ রাত ৮:২৮
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,
ছন্দময়তার সাথে যা বলেছেন তা জীবনেরই নিরেট কিছু সত্য ।
আপনার মন্তব্যের "সমব্যথী মনটা"র জন্যে জেন রসির মন্তব্যের সত্যটুকুর সাথে আখেনাটেন এর মন্তব্যটুকুও যোগ করে দিলুম : ফুলিরা এভাবেই স্নিগ্ধ-কোমল সবুজ ছেড়ে অাসে। থাকে না পাওয়ার বেদনা। একরাশ হতাশা আর সাগরসম কষ্ট। দিন যায়। মাস যায়। বছর অাসে। সবুজ কিংবা কংক্রিটের জঞ্জাল কোথাও ফুলিদের জন্য ভালবাসা অপেক্ষা করে না। এভাবে না পাওয়ার বেদনা নিয়ে এক ফুলি চলে যায়, তার স্থান নেয় আরেক ফুলি।
ধন্যবাদান্তে ।
৬৪| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৫
স্রাঞ্জি সে বলেছেন: ফুলিদের জীবনগুলো বিভীষিকাময়। এদের জীবনকাল আমাকে ব্যথিত করে তোলে।
কি নিষ্ঠুর শিশ্নদ্ধারী।
কবিতায় ফুলিদের জীবন চিত্র নিখাদ ভাবে ফুটে উঠেছে।
৩১ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৩
আহমেদ জী এস বলেছেন: স্রাঞ্জি সে ,
ব্যাধিগ্রস্থ পিশাচের দঙ্গলের নিষ্ঠুরতাই ফুলিদের পিষ্ট স্তন আরও পিষ্ট করে দিয়ে যায় । এমনই জীবন তাদের !
আপনার ব্যথার মতো ব্যথিত হয়ে তাই আমিও বলেছি - ভালো থাকিস সব ভুলে আপন ভুবনে ............
৬৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৭
রাকু হাসান বলেছেন: স্যার,
আপনি চমৎকার লিখেন । লিংক দিয়ে সুন্দর একট কবিতা পড়ার সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা ।
প্রত্যেকটি লাইন শব্দ আবেগে ছোঁয়া দিলো । তাহলে তো আপনার ব্লগ বাড়িতে মাঝে মাঝে খোঁজ নিতে হবে
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৭
আহমেদ জী এস বলেছেন: রাকু হাসান ,
মন্তব্যে ভালোলাগা ।
কোনও লেখা চমৎকার হয় পাঠকের মন ও মননের পাঠে । তার দেখার চোখ সুন্দর বলেই লেখাকে তিনি সুন্দরই দেখেন ।
মাঝে মাঝে নয়, আমার ব্লগবাড়ীতে অবাধ হোক আপনার যাতায়াত ।
শুভেচ্ছান্তে ।
৬৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪০
তারেক ফাহিম বলেছেন: নজসু ভাই'র পোষ্টে লিংক যুক্ত না থাকলে, এত্ত সুন্দর শব্দ চয়নের কবিতাটি মিস হয়ে যেত।
পুলিদের জন্য কেউ ভাবে না।
পুলিরা বুদ্ধিমতি নয়
৬৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫৪
আহমেদ জী এস বলেছেন: তারেক ফাহিম,
নজসু র পোষ্টে দেয়া লিংক ধরে এখানে এসেছেন এবং মন্তব্য করেছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ।
শুভেচ্ছান্তে।
৬৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৯
নজসু বলেছেন:
অতৃপ্ত লোলুপ পুরুষদের রোষানলের কারণে
ফুলিরা আজকে রাত জাগা পাখি।
ফুলিরা নিজেদের পেটের ক্ষুধা মেটাতে অন্যদের মনের ক্ষুধা মেটায়।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১১
আহমেদ জী এস বলেছেন: নজসু ,
কৃতজ্ঞতা, লিংক ধরে এখানে এসে সুন্দর একটি অনুভবের মন্তব্য করে যাওয়াতে।
ভালো থাকুন।
৬৯| ১১ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১৩
ডঃ এম এ আলী বলেছেন:
এই অসাধারন কবিতাটি আরো একবার এসে পাঠ করে ভাল লাগা রেখে গেলাম ।
শুভেচ্ছা রইল
১১ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৫১
আহমেদ জী এস বলেছেন: ডঃ এম এ আলী,
আবারও এসে এই কবিতাটি পাঠ করে গেলেন, সে আপনার মহানুভবতা। কৃতজ্ঞ।
শুভেচ্ছা আপনার জন্যেও।
৭০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:০৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: দারুণ কবিতা! রাতবিহারিনী ফুলির কাহিনী বিষণ্ণতায় আক্রান্ত করে। আপনার কবিতাগুলো তো অন্যরকম! এতদিন মিস করেছি ভেবে আফসোস লাগছে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪৭
আহমেদ জী এস বলেছেন: সম্রাট ইজ বেস্ট,
কৃতজ্ঞ, লিংক ধরে এখানে এসে দেখে যাওয়ার জন্যে।
সাহিত্য তো শুধু গল্প-কবিতা- উপন্যাসই নয়, একটা জীবনবোধও। চেষ্টা থাকে জীবনের ছবি আঁকার; প্রতিদিনের ছবি, মনের ভেতরের ছবি, অবদমিত আকাঙ্খার ছবি। সব সব।
একটি অন্য ধারার কবিতার লিংক দিচ্ছি, আফসোসে পড়তে হবেনা মনে হয় -- এই পুড়ার চক্ষে বড়ই পাপ রে বাজান ! বড়ই পাপ …
©somewhere in net ltd.
১| ০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:২৬
ধ্রুবক আলো বলেছেন: প্রথম