নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ট্রুথ নেভার ডাই্‌জ

নিজের সম্পর্কে লেখার কিছু নেই । সাদামাটা ।

আহমেদ জী এস

পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...

আহমেদ জী এস › বিস্তারিত পোস্টঃ

“ননেট” - ইচ্ছাবৃত্ত কবিতা !!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০০



[ মুখবন্ধ : কবিতায় “সনেট” না হয়ে “ননেট” কি ও কেন তা বুঝতে হলে অবশ্যই আপনাকে এটা পড়তে হবে । ]

কবিতা লেখার নাকি অনেক আইন আছে । কিন্তু যদ্দুর জানি, এই আইন ভাঙার তেমন কোনও ফাইন নেই । ফাইন আদায়কারী কোনও কর্তৃপক্ষও নেই মনে হয় । তাহলে কবিতা লিখতে বসলেই ঐ সব আইনের বা ব্যাকরণের ঝৈ-ঝামেলায় পড়ে আপনার মাথার চুল ছিড়তে হবে কেন ?

তাহলে শুনুন ---আমাদের নাগরিক দিনগুলো কি রাষ্ট্রীয় সংবিধান অক্ষরে অক্ষরে মেনে চলে ? চলেনা । তা হলে কবিতা লিখতে গেলে কবিতার সংবিধান লাইন বাই লাইন কেন মানতে হবে ? আর সংবিধান মানেই তো আইন কানুন । আর এই আইন কানুন প্রণয়ন তো বিশেষ গোষ্ঠীকৃতই হয় । মানুষেই করে । এই লিখিত সংবিধানের বাইরে কি পৃথিবীতে আর কোনও আইন নেই ? সবাই-ই তো যার যার মতোই আইন বানায় , তাইনা ? এই যেমন, ব্লগের আইন হলো অশ্লীল মন্তব্য করলে ব্যান খেতে হবে । এই আইন ব্লগ কর্তৃপক্ষের বানানো, জাতীয় সংসদ বানিয়ে দেয়নি । দেয়ালে আইন লেখা থাকে - “এখানে পেসাব করিবেননা । করিলে ১০টাকা জরিমানা” । এটা পাবলিকের বানানো আইন । সুতরাং আইন তো যে কেউ বানাতে পারে তার প্রয়োজন অনুযায়ী ! না কি পারেনা ?

তাই কবিতা বোদ্ধারা কবিতাকে নিয়ম কানুনের ফাঁসের দড়িতে কষে বেঁধে যতোই সনেট, অমিত্রাক্ষর, অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত ইত্যাদির শূলে চড়িয়ে দিতে চান , কেউ কেউ তো তা না ও চাইতে পারেন ! কবিতা বোদ্ধারা যদি আইন বানাতে পারেন, তবে অ-বোদ্ধারা তা পারবেননা কেন ? কৃষকটি কি কৃষিবিদ্যার বই পড়ে পড়েই চাষাবাদ করে ? সে চাষাবাদ করে তার নিজের মতো করে । কৃষিবিদ্যার বইয়ের মতো চাষ করেনি বলে তার উৎপাদিত ধান থেকে কি চাল হবেনা ? হবে এবং তাতে ভাত ও হবে ! সেই ভাত খেয়ে আপনার গায়ে-গতরে জোরও হবে ! কবিতা লিখতে জোশ পাবেন !

আমিও তাই নিজের মতো করে ইচ্ছাবৃত্তের ঢংয়ে এই ননেট বানালুম । নয় লাইনের কবিতা । প্রতি লাইনে নয়টি অক্ষর দিয়ে সাজানো। সনেটের আট লাইনের বদলে ছয়টি লাইন নিয়ে সাজানো হয়েছে প্রথম স্তবক এবং ছয় লাইনের বদলে তিন লাইন নিয়ে শেষ স্তবক।

( আমার মতো ন-কবিরা এবার জোরসে তালিয়া বাজাতে পারেন ।)


" তুমি আর নেই সে তুমি......"

তোমার আমার সকাল
ও মিষ্টি রোদের বিকাল
একসাথে আর রয়না ।
কখন কোথায় হারায়
সে অন্য মনের পাড়ায়
দুঃখ যে আর সয়না ।

যেদিন এমনি করেই
ঐ গেলে হারিয়ে ঝড়েই
দেখাই তো আর হয়না ।

মন্তব্য ১০৮ টি রেটিং +২৭/-০

মন্তব্য (১০৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ১ম ৬ লাইন ভাল লেগেছে। নতুনত্বের জন্য অভিনন্দন।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৯

আহমেদ জী এস বলেছেন: মোঃ মাইদুল সরকার ,




প্রথম মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
ননেট ভালো না লেগে উপায় নেই ! নতুনত্বের স্বাদই আলাদা ............. ;)

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪২

শামছুল ইসলাম বলেছেন: জোশ লাগছে কথা গুলা "কৃষকটি কি কৃষিবিদ্যার বই পড়ে পড়েই চাষাবাদ করে ? সে চাষাবাদ করে তার নিজের মতো করে । কৃষিবিদ্যার বইয়ের মতো চাষ করেনি বলে তার উৎপাদিত ধান থেকে কি চাল হবেনা ? হবে এবং তাতে ভাত ও হবে ! সেই ভাত খেয়ে আপনার গায়ে-গতরে জোরও হবে ! কবিতা লিখতে জোশ পাবেন !"

ননেটের প্রবক্তাকে একরাশ শুভেচ্ছা ।

আমার কবিতা লেখার হাত নেই, নইলে এক্ষুণি লিখে ফেলতাম একটা ননেট ।

দারুণ হয়েছে বাংলার প্রথম ননেট ।


১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৩

আহমেদ জী এস বলেছেন: শামছুল ইসলাম ,



আদাব আরজ, সালাম
সব আপনাকে দিলাম ।
লিখতে পারেন আপনি
মনে যা আসে তখন-ই.................. :D

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন লেখা
দারুন পিচ্চি কবিতা
খুব সুন্দর

শুভেচ্ছা কবিকে

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০২

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি ,




ধন্যবাদ লেখাটি পড়ে সুন্দর বলাতে ।
খুব একটা খারাপ হয়নি মনে হয় !!!!!!!
শুভেচ্ছান্তে ।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৯

সেলিম আনোয়ার বলেছেন: ননেট এ নয় লাইন থাকবে আর ৩, ৬, ৯ নম্বর লাইনে মিল আছে। প্রথম তিন লাইনের দুটি শেষে মিল আছে ।
সব গুলো অক্ষরবৃত্ত অনুযায় নয় মাত্রার হয়নি। একটু ত্রুটি দেখা গেল । ;)

তবু এটি প্রথম ননেট হিসেবে ইতিহাস হলো ।
প্রথম স্বার্থক ননেনেট কবিকে সেটি জানার অপেক্ষায় থাকলাম । :)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,





আরে মিয়া , এটা কি আপনার ইঞ্জিনিয়ারিংয়ের লে-আউট যে একটু এদিক ওদিক হলে চলবেনা , ধ্বসে পড়বে ? :)
আবার অক্ষরবৃত্ত টানলেন কেন ? বলেছিই তো --- ইচ্ছাবৃত্ত কবিতা । ইচ্ছে মতো লেখার কবিতা । সবাই যাতে লিখতে পারে তার ফর্মূলা দিলুম ফ্রিতে ।

এটুকু ভালো করে খেয়াল করুন --
কবিতা বোদ্ধারা কবিতাকে নিয়ম কানুনের ফাঁসের দড়িতে কষে বেঁধে যতোই সনেট, অমিত্রাক্ষর, অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত ইত্যাদির শূলে চড়িয়ে দিতে চান , কেউ কেউ তো তা না ও চাইতে পারেন ! কবিতা বোদ্ধারা যদি আইন বানাতে পারেন, তবে অ-বোদ্ধারা তা পারবেননা কেন ?
এরকম একটা আইন হলো - ইচ্ছাবৃত্ত :P

এমন ইতিহাসের স্বাক্ষী রইলেন কিন্তু আপনি । প্রথম ননেট কবি আমি ছাড়া আর কেউ না । :-B B:-)

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১০

সেলিম আনোয়ার বলেছেন: ছবি খুব ভাল হয়েছে ।+

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,




ছবি এই নবিসের আঁকা । প্লাসের জন্যে ধন্যবাদ ।

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ননেট হ্যহ হ্যহ

সকাল দুপুর বিকেল
ব্যস্ততায় রইলে দূরে
কাছে যে আমার আসো না,
চুপটি করে কাছে এসে
আমায় নিয়ে ডিঙি করে
অথৈ জলে আর ভাসো না,

সেই গেলে আর এলে না
আগের মত এসে তুমি
মনক্ষেতে প্রেম চাষো না।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি ,




সুন্দর একটি ননেট হয়েছে । স্বীকার করুন আর না করুন, আপনার আগের অনেক কবিতার চেয়ে ভালো হয়েছে । খাটুনি কম , কথা বলা কম ............. কিন্তু ভাবের ঘোর বেশি ।
শুভেচ্ছান্তে ।

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৩

বিলিয়ার রহমান বলেছেন: ননেট পড়ে তালিয়া বাজিয়ে গেলাম!:)


আর ননেটের স্রস্টার জন্য অবশ্যই শুভকামনা!:)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,




তালিয়া শুধু আপনিই বাজিয়ে গেলেন ! তালু ব্যথা করার জন্যে সমবেদনা রইলো । :((

আর ননেটের স্রস্টার জন্য অবশ্যই শুভকামনা করবেন এটা তো ভদ্রতা । :P

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৪

ধ্রুবক আলো বলেছেন: ননেটের জয় হোক।
জয় ননেট।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৭

আহমেদ জী এস বলেছেন: ধ্রুবক আলো ,



জয় হোক বাবা ননেট
আর চলবেনা সনেট ......................... :P

৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:




মুগ্ধ ভাই পড়ে ননেট
সনেট আইন বুঝি-না।
ছন্দরীতি কবু না-মিলে
তবু গড়ি নাম কবিতা।
না'ই হলো মেনে নিয়ম
মুগ্ধ থাকি ভাব প্রকাশে।

ভাব-জলে দিলে সাঁতার
সেথা কী নিয়ম আবার!
মন বাঁধে কোন শিকলে।

অনেক ভালো একটা ফরমেট সৃষ্টি করেছেন, নতুনত্বে কৃতজ্ঞতা রাখেই হয়। ভালোবাসা রইল 'ননেট'-এ।

কিন্তু সনেটের চেয়েও আপনার ননেট সৃষ্টিকরণ কঠিন মনে হচ্ছে, ভাব শেষ হওয়ার আগেই শব্দ মাত্রার সমাপ্তি ঘটে।
আপনার সৃষ্টিতে অমরত্ব বুঝতে পারছি। কবিতা'র জগতে নতুন ধারার সংযোজক হিসেবে অমর হয়ে থাকুন।
শুভকামনা আপনার জন্য সবসময়।


১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৩

আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ,



হা.........হা...........হা.......... কবিতা'র জগতে নতুন ধারার সংযোজক হিসেবে অমর হয়ে থাকবো আমি ? এই অ-কবি ? এই সাইচ্চে !!!!!!!!! :|

ভাব শেষ হওয়ার আগেই শব্দ মাত্রার সমাপ্তি ঘটবে কেন ? অল্প শব্দে যদি ভাব না আনতে পারেন তবে আপনি কেমন কবি ? :P
যেমন এই দুটি শব্দ --- তুমি আমার । এর চেয়ে বিশাল ভাবের কবিতা আর কটা আছে জগতে ?????????

১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১২

মোস্তফা সোহেল বলেছেন: সনেট থেকে যদি ননেট ভাল হয় তবে ননেটই ভাল।
আমার কাছে কবিতা কবিতায়। যা পড়ে মনে সুখ সুখ অনুভুত হবে। মনে আবেগ আসবে।দুঃখ দুঃখ ভাব আসবে।
কবিতাকে নির্দিষ্ট রেখায় বন্দি করার কি কোন যৌক্তিকতা আছে?
নাকবি বা যারা কবিতাকে ভাগ করতে চাই তাদের বলতে ইচ্ছে করছে-

তুমি বুঝবে কি আর
তুমি তো নও কবি
কবিতা হল
মনের প্রতিচ্ছবি।


ভাইয়া ননেট খুব ভাল লেগেছে। নিয়মিত ননেট পেশ করে যান আমাদের জন্য।
আমি কোন এক সময় চেষ্টা করব চনেট,পনেট না হয় ছনেট লেখার জন্য।
দোয়া করবেন।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৯

আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,




কবিতাকে নির্দিষ্ট রেখায় বন্দি করার কোন যৌক্তিকতা নেই বলেই তো আপনাদের জন্যে কবিতার সকল শেকল ছিঁড়ে ফেলার কথা বললুম । তবে আপনার কথা মতো কবিতা যেন মনের প্রতিচ্ছবি ই হয় । অন্যথা হলে শেকল ছেঁড়ার গান গেয়ে লাভ নেই । যে ভাবেই শেকল ছিঁড়ুন না কেন তা যেন ঠুংঠাং শব্দ তোলে মনের ভেতরে । শেকলের টুকরো গুলো যেন শুধু আবর্জনাই না হয় ।

যা খুশি তাই-ই লিখতে পারেন । ৪ অক্ষরে "চনেট" ; ৫ অক্ষরে "পনেট" ; ৬ অক্ষরে " ছনেট " :D
সনেট তো সবাই লেখে । আমরা ভিন্ন কিছু লিখি ।

আমি খাজাবাবা না যে আমার দোয়ায় কাজ হবে । কলমে চারটা ফুঁ দিয়ে লেখা শুরু করুন । লেখা এক জায়গায় থামবেই । #:-S

১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৯

ভ্রমরের ডানা বলেছেন:







আইন ভাঙতে গিয়ে নতুন আইন তৈরি করেছেন... ভাল লাগল এই নব ননেট....

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩১

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,




আইন ভাঙতে গিয়ে আমি কোনও নতুন আইন তৈরি করিনি । আমার মতো করেছি । আপনাদের সবাইকেও নতুন আইন তৈরী করতে বলেছি । আমরা বলিনা, পরিবর্তিত পরিস্থিতিতে আইনের সংশোধন দরকার ? তবে তা যেন বে-আইনী কিছু না হয় । মানে বিদ্যমান আইনের পাশাপাশি অন্য ধরনের আইন যা বিশৃঙ্খলা তৈরী করবেনা । পুরোনো আইনে লিখতে হলে লিখবেন , মানা নেই । কিন্তু এই নিজের নিজের আইন হলে নিজেদের কবিতাগুলো একটি সভ্য হবে , এই আর কি ! :(

১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৮

ডঃ এম এ আলী বলেছেন:
ননেট এবং এর পটভুমিকার সাথে কবিতা বিচারের মানদন্ড প্রভৃতি প্রসঙ্গে তাত্বিক কথামালা ভাল লেগেছে।
এই লেখা ও নব রূপে ননেট কবিতাটির সঠিক মুল্যায়ন করার সাধ্য আমার নেই । তাই কবি গুরুর ভাষা ও ছন্দ কবিতা হতে কয়েক চরণ উদ্ধৃত করে তুলে দিলাম নীচে , কবিতাটির বিষয়ে এর চাইতে ভাল কোন কথা বলবার অবকাশ আমার নাই।

নব ছন্দ ; বেদনায় অন্তর করিয়া বিদারিত
মুহূর্তে নিল যে জন্ম পরিপূর্ণ বাণীর সংগীত ,
তারে লয়ে কী করিবে , ভাবে মুনি কী তার উদ্দেশ —

...........................................................।

কবিতার বাক্য ও ছন্দ দিবে নব নব সুর ,
অর্থের বন্ধন হতে তারে নিয়ে যাবে বহু দূর
ভাবের স্বাধীন লোকে , পক্ষবান্‌ অশ্বরাজ-সম
উদ্দাম-সুন্দর-গতি — সে আশ্বাসে ভাসে চিত্ত মম ।


তেমনি আমার চিত্তেও ভাসতেছে কবিতার নব রুপ,
কামনা করি আপনারই হাত ধরে কবিতার নব রূপের
হোক বিকাশ। বাংলার সনেটের প্রবক্তা মধুকবি যেমন
প্রবল শক্তিমান রামায়নের রাম বন্ধনার প্রতিকুলে গিয়ে
রাবন বন্দনা করে রচেছিলেন মেঘনাদ বধ মহাকাব্য ।
সমুদ্রের বুকে পাথর ফেলে রাম তার বাহিনী নিয়ে
সাগর পারি দিয়ে লঙ্কাপুরী করেছিলেন লন্ডভন্ড,
তার প্রেক্ষিতে প্রাসাদ চুড়ায় দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়ে
রাবন মহা দু:খে বলেছিলেন
কি মালে পড়েছ গলে , ধিক শত ধিক তব পরে ।
তেমনি ভাবে সনেটের প্রকৃতি দেখে উঠে আসা
ননেট আরো কঠিন কাব্য চেহারা নিয়ে
মেলে তুলুক তার উর্ধবাহু বিশ্ব চরাচরে ।

কবিতা সহ লেখাটি প্রিয়তে গেল ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৮

আহমেদ জী এস বলেছেন: ডঃ এম এ আলী ,




যে উপমাসমূহ দিয়ে মন্তব্যটি সাজালেন তার যোগ্য কি এই ননেট লেখক ? এই ননেট লেখকের ভাগ্যে যা পাওনা তা মধুকবিই রাবনের মুখে বলিয়েছেন ---- " কি মালে পড়েছ গলে , ধিক শত ধিক তব পরে ।" মনে হয় সনেটের কবি ভবিষ্যত দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে আগে ভাগেই ঐ লাইনটি লিখে রেখে গেছেন ।

মনে হয় এরকম একটা সন্দেহ কবিগুরুর ও ছিলো মনে মনে, তাই প্রশ্ন রেখে গেছেন --- "তারে লয়ে কী করিবে , ভাবে মুনি কী তার উদ্দেশ —"
উদ্দেশ্য সহজ -
মুহূর্তে নিল যে জন্ম সুরের পরে চড়ায়ে সুর
অর্থের বন্ধন হতে তারে নিয়ে যাবে বহু দূর


ননেট আরো কঠিন কাব্য চেহারা নিয়ে নয় , সহজ সরল শব্দ ঝংকারে কুলুকুলু বয়ে যাবে স্বচ্ছ সলিলা বরুণার মতো ।

জ্ঞানগর্ভ এই মন্তব্যের যোগ্য উত্তর হয়তো দিতে পারিনি কিন্তু চেষ্টার ত্রুটি ছিলোনা এটুকু জানি । প্রিয়তে নিয়ে রেখে গেলেন ঋনী করে ।
শুভেচ্ছান্তে । ভালো থাকুন আর সুস্বাস্থ্যে ।

১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩২

চাঁদগাজী বলেছেন:


যে কবিতা সুখপাঠ্য, মানুষের হৃদয়ের কথা প্রকাশ করে, মানুষের কথা বলে, মানুষের চিন্তা-ভাবনাকে ধারণ করে, সেই কবিতা বেঁচে থাকবে!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২২

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,



চমৎকার বলেছেন এবং সত্যটাই বলেছেন কবিতা সম্পর্কে ।

তবে আমার এই ননেট সুখপাঠ্য হয়েছে কিনা জানিনে তবে এতে মানুষের কথা নেই । আছে আমাদের দু'জনার কথা । মানুষের চিন্তা-ভাবনাকে ধারণ করেনি, শুধু নিজের চিন্তাই আছে । তাই এ কবিতা বেঁচে থাকার কথা নয় ।

১৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: ভাইজান, আপনার প্রশ্নগুলো খুব যৌক্তিক। কথায় আছে না, ‘শব্দ চাষ করলে ভাষা হয় না’’। আর পুরাতন গান নতুন গানের মত হয় না! এখন কঠিন শব্দ দিয়ে কবিতা লিখলে কেউ আর পড়ে না ! আর যারা পড়েন তারা পুরাতন; তাদের শব্দ ভান্ডার বেশি । যাদের জন্য সৃষ্টি করা হয় তারাই যদি তা সঠিক মূল্যয়ন না করে; তাহেল বিষয়টা কেমন হয়ে যায় না । সবাই চায় সহজ শব্দের কবিতা! ছন্দের মিল বা কবিতা লেখার সঠিক নিয়ম-কানুন থাক আর না, থাক । এই হল আধুনিক কবিতার অবস্থা। আইন-কানুন না বানিয়ে; নাই মামার চেয়ে কানা মামা ভালো ! :P কথাটাই মূল্যবান।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৪

আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,




ভালো বলেছেন । তবে একটু দ্বিমত করি । কানা মামা তখনই ভালো যদি কানা মামা দেখতে সুশ্রী হন ।

কবিতায় কঠিন কিম্বা সহজ শব্দ ব্যবহার বড় কথা নয় , কবিতাকে অর্থবহ হয়ে মনকে ছুঁয়ে যেতে পারাটাই বড় । শব্দগত অর্থের চেয়েও দূরাগত অর্থ ধরা দিয়ে যেতে হবে কবিতায় । শব্দগুলো হবে মুখোশ , লেখার ষ্টাইলটা হবে মুখশ্রী ।
আধুনিক কবিতার অবস্থা নিয়ে আক্ষেপ করার কিছু নেই । আধুনিক কবিতা নিত্যই ভাঙছে আবার গড়ছেও । সেটা তেমন হাতে পড়লে তবেই !

১৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

শায়মা বলেছেন: ননেট!

আমিও লিখবো দনেট, তনেট, চনেট, পনেট!!!!!!!:)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৫

আহমেদ জী এস বলেছেন: শায়মা ,




ব্লগে লেখায় সবাই স্বাধীন । আপনিও বা পরাধীন থাকবেন কেন ? লিখুন কে মানা করেছে ? :D
দশ অক্ষরে " দনেট" ; তিন অক্ষরে " তনেট" ; চার অক্ষরে " চনেট" ; পনেরো অক্ষরে " পনেট" এইভাবে শত অক্ষরে " শনেট" লিখলেই বা কে মারতে আসছে আপনাকে ??????? :P :-*

১৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

গুলশান কিবরীয়া বলেছেন: বাহ!! এই প্রথম ননেট পড়লাম ।

:D বেশ লাগলো , বেশ বেশ !!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১৭

আহমেদ জী এস বলেছেন: গুলশান কিবরীয়া ,




অনেক দিনের পরেই
এলেন বাহবা করেই
উড়ুন শুভেচ্ছা ঝড়েই ।
( একটি ননেট মন্তব্য ;) )

১৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কবিতার উঠুন এখন আমি লেখোয়াড় । এটা মেনে তারপর অন্য কথা । ;)

ইচ্ছ্বাবৃত্ত নিয়ে আছেন ।

আমি কিন্তু সব বৃত্ত শেষ করে নতুন বৃত্ত রচনা করবো ।পেন্টোনেট থেকে শুরু করবো হেক্সোনেট হেপ্টোনেট........ !:#P

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫০

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,




ইচ্ছ্বাবৃত্ত নিয়েই আছি
আপনাদের কাছাকাছি । ( ননেট ষ্টাইল :D )

পেন্টোনেট ..হেক্সোনেট তো লিখবেনই আরো আধূনিক ফোর-জি-নেট ; থ্রী-ডি-নেট এবং এখনও যা কেউ লিখে উঠতে পারেনি সেই " ফেবুনেট " ও লিখুন । :-P

বৃত্তের কোন শুরু ও শেষ নেই । যেখান থেকে শুরু করুন না কেন শুরুটা একসময় শেষের কাতারে পড়ে যেতে পারে, জ্যামিতিক নিয়মেই । তাই ঘুরে ফিরে আসতে হবে ননেটেই । :(

১৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

কথাকথিকেথিকথন বলেছেন:




বিখ্যাত কোম্পানীর নামের সাথে মিলিয়েই নিজের কোম্পানীর নাম দিলেই কী পণ্য ভাল হয়ে যাবে। ভোক্তা কিঞ্চিৎ ধোঁকা খাবে বৈকি কিন্তু ঠিকই বুঝে যাবে এটা 'বাটা' নয় 'রাটা' !! ( একটি রসিক কমেন্ট )

আপনার উদ্ভাবন প্রশংসনীয় । এই যুগের কবি লেখকেরা আগের যুগের ল্যাজেন্ডদের ধারাই ধরে রাখতে উচ্চমাত্রায় বিশ্বাসী নতুন কিছু সৃষ্টি ব্যাতিরেকে ! তাই প্রথমে আপনাকে সাধুবাদ ।

প্রথম ননেটকাব্য চমৎকার হয়েছে ।

এবার আমার কথা বলি, আমি কবিতা লেখার ক্ষেত্রে নিয়ম ভাঙ্গাকেই আইন করে নিজের মনের সংসদে পাশ করে নিয়েছি !!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২১

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,



আরে.... "এতোক্ষনে অরিন্দম কহিলা বিষাদে .." । :(

আপনাদের জন্যেই তো শেকল কাটার কথা বলেছি । এই যেমন আপনি স্বগর্বে ঘোষনা দিলেন ---"আমি কবিতা লেখার ক্ষেত্রে নিয়ম ভাঙ্গাকেই আইন করে নিজের মনের সংসদে পাশ করে নিয়েছি !! " এর চেয়ে আর কি শেকল ভাঙার গান আছে ?
তবে ভাঙতে গিয়ে যেন "শব্দদূষন" না হয় .................. :P !:#P

আর ব্রান্ডিং ? যাদের চোখ নেই তারা 'বাটা' কে 'রাটা' নয়তো " রাটা" কে "বাটা"ই পড়বে । তাহারা "চোখ থাকিতেও অন্ধ "। তাদের জন্যে "আপচুছ" - :) [ একটি বেরসিক প্রতিমন্তব্য ]

১৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

জুন বলেছেন: “ননেট” - ইচ্ছাবৃত্ত কবিতা"
আপনার পোষ্টের শিরোনাম পড়েই যথেষ্ট আশ্বস্ত হোলাম আহমেদ জী এস ;)
আপনার মত একজন জ্ঞ্যানী লোক যখন বলেছেন তখন আর চিন্তা কি !
পোষ্ট পড়ে যা বুঝলাম তা হলো এখন আর আমাকে কোন বৃত্তর ভেতর বন্দী থাকতে হবেনা :`>
আমিও নিশ্চিন্তে কবিতা লিখে চলবো । তখন কি আমার সেই ননেটে আপনি অসাধারন অসাধারন বলে আসবেন কি B-)
অসাধারন স্যাটায়ার ধর্মী লেখায় ভালোলাগা জানিয়ে গেলাম ।
+

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৭

আহমেদ জী এস বলেছেন: জুন ,




সাধে কি আর আপনাকে বলি , বিদুষী ! একেবারে কলেজেয় হাত দিলেন , স্যাটায়ার বলে ।
আসলে এখানে এতো এতো কবিতার ভীড়ে খেই হারিয়ে যায় , কোনটা কবিতা হলো, কোনটা শুধু শব্দের আওয়াজ হলো , এটা ভেবে ভেবে ।
এসব বললে হয়তো অনেকেই কষ্ট পাবেন , কেউ কেউ রেগেও যেতে পারেন । তাই ভাবলুম, কষ্ট না পেয়ে , রেগে না গিয়ে সবাই যাতে নিজের মতো করে " কবিতা " লিখতে পারেন সে কারণে কবিতার কঠোর আইনগুলো এড়িয়ে নিজের আইনে কবিতা লিখতে পারার এই ফর্মূলা দিলে ক্ষতি কি ?
আর এর মানে এই নয় যে, আইন ভেঙে যে নতুন আইন বানাবেন তা এমন -- " ফুটপাথে হাটা নিষেধ । ফুটপাথ ইজারা দেওয়া হইয়াছে । এই ফুটপাথে হাটা আইনত দন্ডনীয় অপরাধ " । তাইতো কিছু প্রতিমন্তব্যে আমি এমনটাও বলেছি যে , যে ভাবেই শেকল ছিঁড়ুন না কেন তা যেন ঠুংঠাং শব্দ তোলে মনের ভেতরে । শেকলের টুকরো গুলো যেন শুধু আবর্জনাই না হয় । --- " শব্দগুলো হবে মুখোশ , লেখার ষ্টাইলটা হবে মুখশ্রী । " -------- " তবে ভাঙতে গিয়ে যেন "শব্দদূষন" না হয় ..."
ইত্যাদি ।
বোঝাতে পেরেছি কি ?

এবার আসি আপনার কবিতা লেখা প্রসঙ্গে । আপনাকে কে রাখতে পারে বৃত্তবন্দী করে ? আপনি নিজেই তো বৃত্ত ভেঙে সারা পৃথিবী চষে বেড়াচ্ছেন ! বৃত্ত ভেঙে কবিতার ভূবনেও না হয় এবার চষে বেড়াতে শুরু করলেন । :P

কি যে বলেন ????? নিশ্চিন্ত থাকুন , আপনার কবিতার চাষ করা পোস্টে টনকে টন "অসাধারন অসাধারন" এর সার ঢেলে দিয়ে যাবো যাতে কবিতার ফলন ভালো হয় । " অসাধারন" এর বাইরেও যদি আর কিছু থাকে তবে তা ও বলুন । দিয়ে আসবো সেটাও । তবে এটাও মাথায় রাখতে হবে , "অসাধারন অসাধারন" এর সার অতিরিক্ত হয়ে গেলে ফসল মরে যেতে পারে । তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না । :( :(( :-P

বৃত্ত ভেঙে ইতিহাস খুঁড়ে তুলে আনবে নতুন নতুন কবিতা, এমন এক আগামীর ইবনে বতুতা কবিকে ব্লগে স্বাগতম । :)

২০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সকালে তিনবার চেস্টা করেও কমেন্ট করতে পারিনি। এইক্ষনে ননেটে ভাল লাগা জানিয়ে গেলাম।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫৬

আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ,




ইচ্ছে থাকলে উপায় হয় ... :P
তবে "একবার না পারিলে দেখো শতবার" এর পরীক্ষায় আপনি পাশ । :D

"ভাল লাগা জানিয়ে গেলাম।" না বলে যদি "ভাল লাগা জানিয়ে গেনু।" ( নয় অক্ষরে ) বলতেন তবে বুঝতুম সত্যি সত্যিই ননেটকে ভালোলাগা দিতে পেরেছেন । B-))

২১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভালালাগা।

+ + +

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

আহমেদ জী এস বলেছেন: শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) ,



প্লাসে ৩৩% ধন্যবাদ ।
ননেট কবিতায় ৯টি প্লাস হবার কথা । দিয়েছেন মাত্র ৩ টি । তাই মার্ক কাটা গেলো । :P

২২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩০

সোহানী বলেছেন: ( আমার মতো ন-কবিরা এবার জোরসে তালিয়া বাজাতে পারেন ।.... তাহলে যারা ক, খ, গ, ন, স কবি না তারা কি তালিয়া বাজাবে না!!!! ;) ....... তারপরও তালিয়া বাজালাম কিছু না হয়েই।

কবিতা বোদ্ধারা যদি আইন বানাতে পারেন, তবে অ-বোদ্ধারা তা পারবেননা কেন ?........ সহমত টু দা পাওয়ার ইনফিনিটি। তাইতো এরশাদ আংকেল ও একজন জগৎ বিখ্যাত কবি :P (অফ টপিক: তবে জাতির কাছে প্রশ্ন, উনি এখন কবিতা লিখেন না কেন??? মনে হয় একমাত্র সুখে থাকলেই উনার কবি প্রতিভা উদয় হয় B-)) )

তবে আপনার ননেট আইডিয়া কিন্তু খুবই ভালোলেগেছে..... আচ্ছা ডিম রান্না করে খান, সিদ্ধ করে খান, অমলেট করে খান বা পোস করে খান.... খেতে পারলেই হলো। শুধু আসল কথা খেতে ভালো হয়েছে কিনা ...... বা গিলা যাচ্ছে কিনা..... তাই নয় কি?? যেভাবেই লিখেন সেটা যদি গিলা যায় সেটাই কবিতা.......... (কবিকূল যেন মাইন্ড না করে বসে...)

"আকাশে উড়িছে পাখি
ভাতে পড়ে মাছি" .............. জাতীয় কবিতা না হলেই হলো। :#)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৫

আহমেদ জী এস বলেছেন: সোহানী ,



হা...হা.... সবাই-ই তালিয়া বাজাতে পারবেন , কারণ এই আইন তো পাশ করিনি যে , ন-কবি ছাড়া তালিয়া আর কেউ বাজাতে পারবেন না । :D
পোস্টের কুসুমখানি তুলে এনেছেন । তাই ডিমের কথা মনে পড়েছে আপনার । :#) ডিম উপকারী সন্দেহ নেই কিন্তু গিলতে তো হবে ! একদম ঠিক বলেছেন ।

আপনার মন্তব্যের উপসংহার যা, তেমনটাই আমি উপরে সহ-ব্লগার জুন কে করা প্রতিমন্তব্যে বলে এসেছি । অনুগ্রহ করে দেখে নিলে এক আঙুলে টাইপ করার কষ্ট থেকে রেহাই মিলবে আমার ।

আসলে কবিতা হলো সাহিত্যের রাজমুকুটটি । সেটাকে সে ভাবেই সাজাতে হয় ।

অনেক ধন্যবাদ, রসে ভরা অথচ সলিড ; এমন মন্তব্যের জন্যে ।

২৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৮

সচেতনহ্যাপী বলেছেন: সবছেড়ে তাহলে ননেট নিয়েই পড়লেন =p~ ।। তারপরও যথারীতি গুরুগম্ভির আলোচনা মাঝে মাঝে চাটনি মানে রসিকতা।। এটাই কিন্তু ব্লগের প্রানভোমরা।।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৭

আহমেদ জী এস বলেছেন: সচেতনহ্যাপী ,




এমনটা না হলে যে ব্লগীয় সময়গুলো পানসে পানসে হয়ে যেতো ।
ব্লগের প্রানভোমরাকে বাঁচাতে চাইলে এখন থেকেই ননেট লেখা শুরু করুন । :)

২৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: প্রস্তাবনা আর উদ্দ্যেগ সফল হউক আপনার ননেট পড়ে হাত তালিয়া। আপনি হউন ননেটের জনক।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫১

আহমেদ জী এস বলেছেন: মাহমুদুর রহমান সুজন ,



তা , একটা দু'টো মেডেল টেডেল পাওয়া যাবে তো ? #:-S


মাহমুদুর রহমান
বাবা-মায়ে ডাকে সুজন
এভাবেই হোক সৃজন ..............( ননেটীয় ) :P

তবে এরকম কবিতা হলে .... বুঝতেই তো পারছেন কি হবে ? :-B

২৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৩৫

জাহিদ অনিক বলেছেন: বাহ!!! জীএস ভাইয়া দারুণ


বাংলায় ননেট কবিতার জনক হিসেবে আপনার নামটা তাহলে ইতিহাসে জ্বলজ্বল করে রইবে। (আই এম নট কিডিং)

যদি সত্যি সত্যি ননেট কবিতা টিকে থাকে তবে আপনি অবশ্যই তার মর্যাদা পাবেন।

শায়মা আপুর মন্তব্য, চাঁদগাজী সাহেবের মন্তব্য আর কবিতা লেখার নাকি অনেক আইন আছে । কিন্তু যদ্দুর জানি, এই আইন ভাঙার তেমন কোনও ফাইন নেই লাইনে ভাললাগা।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৩

আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক ,




টিকবেনা মানে ? আপনারা সবাই যদি রোজ অর্ধেক করেও একটা ননেট লেখেন তবেই তো টিকে থাকবে জোরসে ! ;) #:-S
কবিতাইন ভাঙার তেমন কোনও ফাইন নেই বলেই তো আর কারো চকিদারীও নেই । মনপ্রান ভরে দেদারসে লেখার এই সুযোগ আর কেউ করে দেবেনা । মনে রাখবেন । :`> B:-/ =p~
এর পরেও আমার নাম ইতিহাসে জ্বলজ্বল না করে যায় কই ??????????????? :| (আই এম নট কিডিং ঠ্যু... :-P )

২৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫২

উম্মে সায়মা বলেছেন: আহমেদ জী এস ভাই, তালিয়া দিলাম। আপনার ননেট থেকে অনুপ্রাণিত হয়ে এখন আমার মত সব অকবিরাও নতুন নতুন ছন্দের উদ্ভাবক হয়ে যাবে B-)
বেশ ভালো লাগল আপনার ইচ্ছাবৃত্ত কবিতা.... শুভ কামনা।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৯

আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা ,




হুমমমমমমমম .... ননেট লেখা চালিয়ে যান সবাই । দেখছেন না , উপরে জাহিদ অনিক বলেছেন -- যদি সত্যি সত্যি ননেট কবিতা টিকে থাকে তবে আপনি অবশ্যই তার মর্যাদা পাবেন। :( আপনারা না লিখলে আমি যাবো কই ???? :(( :((

ভালো লাগলো আপনার মন্তব্য ।

২৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৩৪

ফয়সাল রকি বলেছেন: ননেট ব্যাপারটা মন্দ হয়নি।
কবিতা ভাল হয়েছে।
+++

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৮

আহমেদ জী এস বলেছেন: ফয়সাল রকি ,




তিনটে নয় হবে নয়টি প্লাস । ননেট পড়ে তবে কি বুঝলেন ?????? :D

ভালোলাগা মন্তব্য ও প্লাসে ।

২৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫২

মলাসইলমুইনা বলেছেন: আমার যা ইচ্ছে করবো আমি কবিতায়
কে আবার জাতিসংঘের ভয় দেখায় ?
অক্ষরবৃত্ত কিছু মানিনা
ইচ্ছাবৃত্ত ছাড়া জানিনা
কিছু, ননেটেই কবি আমার প্রাণ জুড়ায়

ছন্দে অছন্দে চলুক ননেট | আবিস্কারক, ননেট কবিকে ধন্যবাদ |

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৮

আহমেদ জী এস বলেছেন: মলাসইলমুইনা ,




হা.......হা........হা......... আপনার নামের মতোই হোক উল্টা , হোক পাল্টা , বোঝে যেন সবাই ঝালটা ! :)
কবিতার ঝাল বোঝানোর জন্যেই ননেট আবিষ্কার ।
এখন থেকে কেউ কাউকে আর জাতিসংঘের ভয় দেখাবে না । লিখুন ননেটে , বাঁচুন ননেটে .............। :P /:) :-*

২৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩২

মলাসইলমুইনা বলেছেন: কবি আহমেদ জী এস আর শায়মার আলোচনায় উদবুদ্ধ হয়ে আমার আবিষ্কৃত নতুন ফর্মে লিখলাম শূন্যনেট মানে শূন্য অক্ষরে | পাঠকবৃন্দ নিচের লেখাটা কেমন হলো জানাবেন :

................
................
................
...............

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৫

আহমেদ জী এস বলেছেন: মলাসইলমুইনা ,




থিয়রী দিলুম আমি , আর পাঠকবৃন্দ নিচের লেখাটা কেমন হলো জানাবেন কেন ? :|| ওটা তো জানাবো আমি !!!! ;)
ওটা হয়নি । শেষের লাইনে "শূন্য" কম আছে । সব লাইনে সমান সংখ্যক "শূন্য" হতে হবে । আরও প্রাকটিস করতে হবে । লেগে থাকুন ...... :P

৩০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৩

মনিরা সুলতানা বলেছেন: তালিয়া বাজিয়ে একাত্মতা ঘোষণা করলাম জী এস ভাই !!
ননেটে ভালোলাগা ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৯

আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা ,



একাত্মতা ঘোষণা করলেই হবেনা , ননেট লিখতে হবে ।
দেখছেন না , উপরে জাহিদ অনিক বলেছেন -- যদি সত্যি সত্যি ননেট কবিতা টিকে থাকে তবে আপনি অবশ্যই তার মর্যাদা পাবেন। :( আপনারা না লিখলে ননেট টিকে থাকবে কি করে আর মর্যাদাই বা হবে কি করে ? ???? :((

৩১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৪২

সচেতনহ্যাপী বলেছেন: ব্লগের প্রানভোমরাকে বাঁচাতে চাইলে এখন থেকেই ননেট লেখা শুরু করুন । কথা শুনে শুধু সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা, রক্ষা চাই।। আর কিছু না!!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১২

আহমেদ জী এস বলেছেন: সচেতনহ্যাপী ,


.............শুধু সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা, রক্ষা চাই।। আর কিছু না!!

আভি তো সোঁচো, কিউ এঁহা
বাঁচকে তু যায়েগে ক্যঁহা ? ( হিন্দি ননেট ) :P :D

বাঙলা , উর্দু , ইংরেজী, আরবী , ফার্সি যে ভাষাতেই হোক , এমনকি দু'চারটে ভাষা মিলিয়ে না হয় ননেট লিখে চলুন এবং সচেতন ভাবে হ্যাপী থাকুন । !:#P :)

৩২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৫

স্নিগ্ধ শোভন বলেছেন: ভাই ননেটের বিশ্লেষণ পড়ে অমি আবেগপ্রবণ হয়ে পড়েছি! এই পোষ্টটি তিন চার বছর আগে কেন দিলেন না আপনি। দিলে হয়তো নিজের ভিতর লুপ্ত প্রতিভা হয়তে এতদিনে ছড়িয়ে দিতে পারতাম। নিয়মের মার প্যাঁচে পড়ে হারিয়ে গেছে কতজন তার কোন হিসেব নেই।

ননেটে একঝাক ভালোলাগা।
বেশ ভালো আছেন আশাকরি!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৯

আহমেদ জী এস বলেছেন: স্নিগ্ধ শোভন ,



কফি খাইয়ে ( ? ) আড্ডা দিয়ে সেই যে গেলেন , তো গেলেনই । আর দেখা মিললোনা । এটা শোভনীয় হয়নি । :(
যাক, এই যে এলেন অনেক দিনের পরে তাতে আবার স্নিগ্ধ বাতাস বইলো ।
সময় কোনও অজুহাত নয় , এখনই সময় ননেট লেখার । নইলে আবার হারিয়ে যাবেন অন্য ধরনের কবিতার মারপ্যাঁচে । :P
ননেটে থাকুন , ননেটে বাঁচুন ----- ন'টা পাঁচটার পরে বসে পড়ুন ননেটের চাদরে । প্রতিভা বিকশিত হবেই । :-P

হ্যা, ভালো আছি । আপনার দীর্ঘদিনের অদর্শন কাটিয়ে এই যে আবার উঁকি দিলেন তাতে বুঝতেই হয় - ভালো আছেন ।
ভালো থাকুন আর .........................

৩৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

প্রথমে মুখবন্ধ করেই মুখ বন্ধ করে পড়তে শুরু করলুম...
সংবিধান প্রণেতাদের ‘মুখবন্ধ’ করার জন্যই হয়তো বইয়ের সম্মুখ পাতায় এটি থাকে।

তারপরের অংশকে ভূমিকা অথবা ‘নতুন সংবিধান’ বলা যেতে পারে... সেটিও পড়ে নিলাম।

তারপর ‘প্রয়োগ’ অংশটি পড়লাম। তা অনবদ্য। রয়না সয়না হয় না... মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে।
ননেট দারুণ হয়েছে!

আহমেদ জী এস ভাই... জিনিয়াস। এখন থেকে আহমেদ জিনিয়াস ভাই।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৩

আহমেদ জী এস বলেছেন: মাঈনউদ্দিন মইনুল ,



ওয়াও....ওয়াও............... লা জওয়াব ! মন্তব্যের ঢংটা ইউনিক । 'প'য়ে 'ল' আকারে 'স' = ++++++++++++
উল্টো জিনিয়াস খেতাবটা আপনারই প্রাপ্য হয়ে গেলো ।
"রয়না সয়না হয় না ... মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে " এমন কথা কয়না । তাতে মাথা ধরলে মাথা ব্যথা যায়না B-)

৩৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৬

নাসরীন খান বলেছেন: ননেট হাহাহা। ভালো লাগলো কবিতা।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩০

আহমেদ জী এস বলেছেন: নাসূেবষ্ট ,




স্বাগতম আমার ব্লগে ।
ভালো যদি লেগেই থাকে তবে ননেটে থাকুন , ননেটে বাঁচুন !!!!!!! ট্রাই করে দেখতে পারেন , বিফলে মূল্য ................ পরেরটুকু যেন কি ? :( :D

৩৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৪

শাহেদ খান বলেছেন: চমৎকার কনসেপ্ট! নতুন ধারা সৃষ্টির নিরীক্ষা ভাল লাগলো!
আমিও তবে একটু চেষ্টা করে ননেট ইতিহাসে যুক্ত হয়ে যাইঃ

মানুষেরা সব সমান? -
কে করবে আজ প্রমাণ!
সর্পভয়ে মারছো কেঁচো;
এই মানুষের হাতেই
ঘোরতর সব রাতেই
তুমিই জানো কী দেখেছো!

লড়াই ছিলই হবার
সুযোগটা নাও এবারঃ
তুমি বরং অস্ত্র বেঁচো!

ননেট’টার নাম দিলাম ‘বিশ্বনেতৃবৃন্দের প্রতি’

কেমন আছেন, আহমেদ ভাই? সবসময়ের শুভকামনা!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৯

আহমেদ জী এস বলেছেন: শাহেদ খান ,



চমক একটি নয় দু'দুটো । প্রথমে আপনার প্রায় হারিয়ে যাওয়া নামটি দেখে আর শেষে ননেটটি দেখে ।

চমৎকার এবং চমৎকার একটি ননেট । হা............ননেট ইতিহাসে যুক্ত হয়ে গেলেন ।
ননেট লেখা আসলে সহজ যতোখানি ততোখানিই কঠিন । কম শব্দে , কম বাক্যে একটি বিষয়ের পুরোটা তুলে আনা, কম জটিল নয় । তাতে আপনি উৎরে গেছেন সাবলীলতায় ।

এতোদিন কোথায় ছিলেন , শাহেদ খান !!!!!! সোচ্চার গলা তুলে এই যে ফিরে এলেন , ভালো লাগলো খুউব ।
শুভেচ্ছান্তে ।

৩৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৫

সুমন কর বলেছেন: আমিও ন-কবি, ননেট পড়ে জোরসে তালিয়া বাজিয়ে গেলাম....দারুণ।

শুরুর কথাগুলোও ভালো বলেছেন।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২১

আহমেদ জী এস বলেছেন: সুমন কর ,




শুধু তালি বাজিয়ে গেলে হবেনা । ন-কবিদেরও ননেট লেখার জন্যে কলম ধরতে হবে । B:-/ তবেই না ন-কবিদেরও একটা নিজস্ব সাম্রাজ্য গড়ে উঠবে কবিতার ................. :D

৩৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৯

নাদিম আহসান তুহিন বলেছেন: ননেটের ইংরেজি প্রতিশব্দ কি হবে?
ননেট →nonet→no net


ননেট এর জন্য আপনাকে শীঘ্রই নবেল দেওয়া হইবেক।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৬

আহমেদ জী এস বলেছেন: নাদিম আহসান তুহিন,




"ননেট" এক আদি-অকৃত্রিম শব্দ , এর কোনও প্রতিশব্দ নেই । বাঙলা অর্থ - যেমন খুশি । হিন্দীতে - য্যায়সেহি চলতে রাহো । উর্দুতে - এ্যায়সে চলো য্যায়সে চলো ..... :P


"নবেল" নিতে যাইতে পারমুনা । মোর ঠ্যাংগে ব্যাতা । সুইচারল্যান্ঠ অনেক দূর । হেয়ানে কি রিসকা যায় ? রিসকা না গ্যালে মোর যাওয়া সোম্ভাব না !!!!! B:-/ B-)

৩৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৬

শাহেদ খান বলেছেন: আহমেদ ভাই, আমার অবস্থা অনেকটা সেই ছেলেবেলায় পড়া রিপ ভ্যান উইঙ্কেলের মত। কী এক ঘড়ঘড় শব্দ শুনতে শুনতে ঘুমে অচেতন হয়ে পড়ি এই সোশ্যাল মিডিয়া থেকে। চেষ্টা করব আবার থিতু হতে।

নিয়মিত এই অনিয়মিত যোগাযোগটা থাকবে নিশ্চয়ই সবসময়। শুভেচ্ছা আর প্রার্থনা!

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৮

আহমেদ জী এস বলেছেন: শাহেদ খান ,




ধন্যবাদ আবারও এসেছেন দেখে ।
অনিয়মিত নয় নিয়মিত ভাবেই নিয়মিত থাকুন ।
শুভেচ্ছান্তে ।

৩৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০২

প্রামানিক বলেছেন: নতুন আবিষ্কার ননেটের জন্য হাত তালি দিতে ইমো পেলাম না তাই নাচানাচি।
স্লোগান হবে -- - -
জী এস ভাই এগিয়ে চলেন
আমরা আছি বা নাই আপনার সাথে
নতুন আবিষ্কার ননেটের জন্য হাত তালি দিতে ইমো পেলাম না তাই নাচানাচি।
স্লোগান হবে -- - -
জী এস ভাই এগিয়ে চলেন
আমরা আছি বা নাই আপনার সাথে


৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪১

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,




দিলেন কি যে এক নাড়া
এজন্যে আপনারে ছাড়া
সামনে এগোই কিভাবে ?
সবাই যদি আসে পিছে
ননেট লেখা নয় মিছে
দিনেরা এভাবেই যাবে !

হাসিলে চলিবেনা ভাই
ননেট ছাড়া গতি নাই
ননেটই সবাই খাবে !

[ ননেটীয় মন্তব্য ] B-)

৪০| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১১:১৩

চাঁদগাজী বলেছেন:


ননেট হয়তো ছড়ার ভার বইতে পারবে, এর থেকে বেশী কিছু বহন করতে পারবে বলে মনে হয় না।

০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১০:০৮

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,




হা হা হা সবাই তো সনেট লেখেন যেটা আবার আমি পারিনা । তাই ননেটের চেষ্টা । দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি ! এতে সনেটের কাছাকাছি যাওয়াও হলো আবার ছড়া লেখাও হলো । একঢিলে দুই পাখি । :D
ঠিকই বলেছে আপনি । তবে ননেট ছড়ার ভারটুকু ঠিকমতো বইতে পারলেই হলো ।

৪১| ০৩ রা অক্টোবর, ২০১৭ সকাল ৮:২৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ননেট!!






" তুমি আর নেই সে তুমি......"

তোমার আমার সকাল
ও মিষ্টি রোদের বিকাল
একসাথে আর রয়না ।
কখন কোথায় হারায়
সে অন্য মনের পাড়ায়
দুঃখ যে আর সয়না ।

যেদিন এমনি করেই
ঐ গেলে হারিয়ে ঝড়েই
দেখাই তো আর হয়না ।
----------- ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:২৯

আহমেদ জী এস বলেছেন: দেশ প্রেমিক বাঙালী ,



ননেট যে ভালো লেগেছে, মন্তব্যে পুরো ননেটটি তুলে দেয়াই তার প্রমান ।

আপনিও ভালো থাকুন দিনভর।
শুভেচ্ছান্তে ।

৪২| ০৩ রা অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩৮

মিরোরডডল বলেছেন: niyom vangar niyom
excellent hoyeche :-)
very innovative

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৯:০২

আহমেদ জী এস বলেছেন: MirroredDoll ,




"এই শিকল পড়ে
শিকল তোদের করবো রে বিকল ...." ষ্টাইলে লেখা ।
বাঙালী নিয়ম ভাঙবে না তো ভাঙবে কারা ? দেখছেন না চতুর্দিকে অনিয়মের ছড়াছড়ি ?

মন্তব্য ও আমার ঘরে চরণচিহ্ণ রেখে যাওয়ার জন্যে ধন্যবাদ ।

৪৩| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১১:১৮

নায়না নাসরিন বলেছেন: হে হে হে ভাইয়া আমিও ননেট লেখবো :-B +++++++++

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১০:০৯

আহমেদ জী এস বলেছেন: নায়না নাসরিন ,




অনেকদিন পড়ে ।
তা লিখুন আমরাও একটু পড়ি আপনার লেখা ননেট ............... :P

৪৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৬

গেম চেঞ্জার বলেছেন: ননেট!

হাঃ হাঃ হাঃ

এই কয় পংক্তি লিখতে এত মুখবন্ধ! ;)


আছেন কেমন?

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১১:২১

আহমেদ জী এস বলেছেন: গেম চেঞ্জার ,



এই কয় পংক্তি লিখতে এত মুখবন্ধ! ;)

জ্বী এতো মুখবন্ধ লাগে । মুখ বন্ধ করতে হবেতো ? বন্ধই যখন করতে হবে তখন তা ভালোভাবেই করা উচিৎ । ঠিক কিনা ? :D
আর ভালোভাবে মুখ বাধতে হলে লম্বা লম্বা রশি লাগে । তাই এত্তো এত্তো কথার রশির প্যাঁচ দিয়ে মুখ বন্ধ করতে হোল । :(

ভালো যে আছি, তা এইরাম মন্তব্যেই প্রমানিত কিনা ?

অনেকদিন পরে আপনাকে দেখে ভালো লাগলো । তা শত ব্যস্ততার ভেতরেও নিশ্চয়ই ভালো আছেন ।!
ভালো থাকুন দিনভর , বছর জুড়ে ।

৪৫| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৪

নীলপরি বলেছেন: আমি কবিতার ব্যকরণ বুঝি না । আপনার পোষ্ট পড়ে অনুপ্রাণিত হলাম । “ননেট” - ইচ্ছাবৃত্ত কবিতা -- ধারাটি প্রবর্তন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ স্যর ।

শুভকামনা ।

১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




নোটিফিকেশান আসেনি বলে আপনার মন্তব্যটি দেখা হয়নি এবং হয়নি তার জবাব দেয়াও । দুঃখিত ।
বলেছি তো , ননেট হলো কবিতার ব্যকরণ থেকে বেড়িয়ে এসে ইচ্ছামতো কবিতা লেখা । যার যেমন ইচ্ছে লিখবেন । ধারাটি প্রবর্তন করেছি হয়তো :( তবে এই ধারাটি বহমান রাখা আপনাদের কর্তব্য । :P
আগামীতে আপনিও এর চর্চা করেছেন , এমনটা যেন দেখতে পাই ............. ;)

শুভকামনা আপনার জন্যেও ।

৪৬| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:১৫

জেন রসি বলেছেন: জোরসে তালিয়া বাজালাম। :)

২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:২৮

আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,



দুঃখিত জবাব দিতে দেরী হয়ে গেলো ।
আপনার হাতে তালিয়ার শব্দ ঝংকারের মতো লাগলো ।

৪৭| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:১৬

নিশাত১২৩ বলেছেন: ননেট লেখাই দেখছি সহজ। প্রাক্টিস করবো ভাবছি :)
অনেকদিন পর এলাম। আছেন কেমন?

২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৪

আহমেদ জী এস বলেছেন: নিশাত১২৩ ,



ননেট লেখা যতোই সহজ , ততোই কঠিন আপনার দেখা পাওয়া । তবুও এই যে উঁকি দিয়ে গেলেন তাতেই কৃতার্থ ।

হ্যাঁ......... ননেটে প্রাকটিস করুন । কারন আপনার কবিতা প্রীতি আছে অনেকখানি যার দেখা মিললো আপনার করা একটিমাত্র পোস্টেই ।

আছি , চলে যাচ্ছে - যেমন যায় দিন !
ভালো থাকুন । শুভেচ্ছান্তে ।

৪৮| ২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন:
বলবো যত মন কথা
বুঝবে প্রিয়া সে ব্যাথা
ভাংতে গিয়ে সনেটিয়
আনলে ভায়া ননেটিয়
সেইতো রইল ফেরই
আটের বদলে নয়ই!

ইচ্ছাবৃত্ত হল কি?
ভাবেরই গলায় দড়ি
দেইন ভাই ক্ষেমা করি! ;) :P

হা হা হা। আপনার ননেটিয় লিখতে গিয়ে নয় বার উষ্টা খাইছি :P
এত গোনা গুনতি করে ভাব প্রকাশ, আর বন্ধুকের মূখে কমান্ডারের আদেশ অনুযায়ী ভালবাসা একরকম!!! :-/

ইচ্ছেবৃত্ত ও যদি মাত্রায় বান্ধা রইল তবে আর ইচ্ছের দাম রইল কই??? ;)

ব্যতিক্রমি ভাবনা পোষ্টে ভাললাগা।

২০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,




নয় বার উষ্টা খেতে হবে বলেই তো নামখানা তার ননেট ;) । আটের বদলে নয় হয়েছে । চৌদ্দর বদলেও নয় । এটাই প্রথা ভাঙা, ইচ্ছেমতো । সনেট তো সব্বাই লিখতে পারে । নামিয়ের দিতে পারে গরম গরম কিন্তু ননেট লিখতে পারে কয়জনা :( ? এই যেমন আপনিই তো বললেন - "ননেটিয় লিখতে গিয়ে নয় বার উষ্টা খাইছি" । কতো কষ্ট , তাই না ? :P

ইচ্ছেবৃত্ত ও যদি মাত্রায় বান্ধা রইল তবে আর ইচ্ছের দাম রইল কই ?
কেন কেন ইচ্ছের দাম থাকবেনা কেন ? ৮ আর ১৪ কে ঝেড়ে ফেলে , মানে সবার ইচ্ছেয় ওখানে বন্দি না থেকে নিজের ইচ্ছেমতো ৯ ষ্টাইলে লিখলেন ! নিজের ইচ্ছাকেই তো দাম দেয়া হলো তাতে ।
অবশ্য আপনি ইচ্ছে করলেই দশ অক্ষরে " দনেট" ; তিন অক্ষরে " তনেট" ; চার অক্ষরে " চনেট" ; পনেরো অক্ষরে " পনেট" এইভাবে শত অক্ষরে " শনেট" লিখলেই বা কে মারতে আসছে আপনাকে ??????? লিখুন ইচ্চৈমতো - ইচ্ছেবৃত্ত ঢংয়ে । :)


৪৯| ২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৩

আখেনাটেন বলেছেন: নতুনত্বের স্বাদে ননেটীয় শুভেচ্ছা।


চারিদিকে ছড়িয়ে পড়ুক ননেটের জয়যাত্রা।

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৪

আহমেদ জী এস বলেছেন: আখেনাটেন ,



এখানে সেখানে এতো এতো সনেটের ছড়াছড়ি দেখে একটু নবযাত্রা করা আর কি !
তা যেন জয়যাত্রায় পরিনতি লাভ করে এমন আশা জাগানীয়া মন্তব্যে ধন্যবাদ ।

শুভেচ্ছান্তে ।

৫০| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর কবিতা

২১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ,




ধন্যবাদ । তবে এটা শুধু কবিতাই নয় ননেটীয় কবিতা , ছড়ার গন্ধ মাখানো ।

৫১| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৯

খায়রুল আহসান বলেছেন: কবিতার নতুন ধারা
দেখে সবাই মাতোয়ারা।
ননেট ননেট ননেট
নতুন ধারার সনেট!
জিএস ভাই এর কাম,
দিলেন এ নতুন নাম!

ননেট বড়ই সুন্দ
বিমোহিত হয় অন্তর
তাই লিখছি নিরন্তর।
:) :) :)

৫২| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২১

খায়রুল আহসান বলেছেন: আগেরটায় সামান্য ভুল ছিল, একটা অক্ষর বাদ পড়ে গিয়েছিল। তাই আবার দিলামঃ

কবিতার নতুন ধারা
দেখে সবাই মাতোয়ারা।
ননেট ননেট ননেট
নতুন ধারার সনেট!
জিএস ভাই এর কাম,
দিলেন এ নতুন নাম!

ননেট বড়ই সুন্দ
বিমোহিত হয় অন্তর
তাই লিখছি নিরন্তর।

:) :) :)

আগেরটা মুছে দিবেন প্লীজ।

৫৩| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৬

খায়রুল আহসান বলেছেন: আগের দু'টোয় সামান্য ভুল ছিল, একটা অক্ষর বাদ পড়ে গিয়েছিল। তাই আবার দিলামঃ

কবিতার নতুন ধারা
দেখে সবাই মাতোয়ারা।
ননেট ননেট ননেট
নতুন ধারার সনেট!
জিএস ভাই এর কাম,
দিলেন এ নতুন নাম!

ননেট বড়ই সুন্দর
বিমোহিত হয় অন্তর
তাই লিখছি নিরন্তর।
:) :) :)


আগের মন্তব্য দুটো মুছে দিবেন প্লীজ।

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪২

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,




ওয়াও ........... এইতো কতো সহজে বিমোহিত হওয়ার মতোই চমৎকার একটি ছড়া-কবিতা লিখে ফেললেন । এটায় কিন্তু আপনার হাত খুলেছে বেশ ।

আপনি নিশ্চয়ই জানেন , কিছু কিছু জিনিষের "আর্টিফ্যাক্ট " অমূল্য ? আপনার উপরের দুটো মন্তব্যও তেমনি। ওগুলো তো আর পাওয়া যাবেনা কখনও । গড়তে গিয়ে একটুখানি কিছু খসে গেছে তাতেই এর মূল্য বেড়ে গেছে অনেক অনেক । সেগুলো মুছে ফেললে যে অঙ্গহানি ঘটবে লেখাটির !

শুভেচ্ছান্তে ।

৫৪| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৪

ইসিয়াক বলেছেন: ভাবছি একটা “ননেট” লিখবো ।
পোষ্টটা খুব ভালো লেগেছে।
শুভকামনা রইলো।

০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৮

আহমেদ জী এস বলেছেন: ইসিয়াক,




ব্লগে তো হরহামেশা কবিতা, ছড়া লিখছেনই। এবার না হয় "ননেট" এ হাতখড়ি হোক। :D

শুভকামনা আপনার জন্যেও।

৫৫| ০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৮

নার্গিস জামান বলেছেন: নতুন দুয়ার খুলে দিলেন:)
অনেক কৃতজ্ঞতা :)

০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৬

আহমেদ জী এস বলেছেন: নার্গিস জামান,




সে দুয়ার খুলে মাঠ বন পেড়িয়ে উড়ে যাক সোনালী কবিতার চিল.................

মন্তব্যের জন্যে অজস্র ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.