নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...
চাই কাঁচের চুড়ি, চুলের ফিতা
আলতা-স্নো-পাউডার । রকমারী
পুঁতিরমালা, বাহারী লতাপাতা ?
নেই -
আমি শুধু ভালোবাসা ফেরি করি ।
তালা-চাবি সারাবেন, তালা-চাবি ?
সুটকেস, আলমারী, দরজার ?
নিমিষেই খুলে দেব তার সবি ।
পারিনা -
শুধু ভালোবাসার বন্ধ দুয়ার ।
চাই বেলোয়ারী ঝাড়, জানালার
পর্দা রঙীন, বাতায়নে বাহারী
ফুলদানী যতো ঘর সাজানোর ?
নেই-
তাই শুধু ভালোবাসা ফেরি করি ।
( দ্বাদশাক্ষরী কবিতা )
[ বাসন্তী শুভেচ্ছা সহ ভালোবাসা দিবসের ভালোবাসা সবাইকে ....... ]
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৪
আহমেদ জী এস বলেছেন: আটলান্টিক ,
প্রথম মন্তব্যে বসন্তের প্রথম দিনের শুভেচ্ছা ।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৭
অয়ি বলেছেন: তৈজসপত্রের ভালবাসা । দ্বাদশাক্ষরী কবিতা কি জিনিস ? আপনাকে ফাল্গুন শুভেচ্ছা ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৮
আহমেদ জী এস বলেছেন: অয়ি ,
হা...হা...হা.... দেখুন ভালবাসার ফেরিওয়ালার কাছে কিন্তু কোনো তৈজসপত্র নেই , ভালোবাসা ছাড়া ।
"দ্বাদশাক্ষরী কবিতা" কবিতা মানে যে কবিতার সব লাইনগুলো বারো অক্ষরে লেখা হয় ।
মন্তব্যে ধন্যবাদ ।
বসন্ত সকালের শুভেচ্ছা ।
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
ফাল্গুনের শুভেচ্ছা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১০
আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর ,
মন্তব্যে ধন্যবাদ ।
ফাগুনের দামাল শুভেচ্ছা আপনাকেও ।
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৬
মোস্তফা সোহেল বলেছেন: বসন্তের এই প্রথম দিনে খুলে যাক ভালবাসার বন্ধ দুয়ার। কবিতায় অনেক ভাল লাগল ভাইয়া।
আপনাকেও বসন্ত ও ভালবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৪
আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,
হ্যা.... খুলে যাক ভালবাসার সব বন্ধ দুয়ার যদি সে ভালোবাসা " ভালোবাসা "ই হয় ।
প্রথম ফাগুনের নম্র শুভেচ্ছা আপনাকে ।
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৮
অয়ি বলেছেন: কবিতা কি তবে জমিজমা যে মাপজোপ দিয়ে সীমানা নির্ধারন করতে হবে ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৮
আহমেদ জী এস বলেছেন: অয়ি ,
হয়.... হয় .....! কবিতার যে কতো মাপজোক , কতো দলিল-দস্তাবেজ ! অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, সনেট, অমিত্রাক্ষর, পয়ার ইত্যাদি হাযারো কিসিমের জমিজমা আছে কবিতার । মহারথীরা এভাবেই কবিতার জমি রেজিষ্ট্রি করে দিয়ে গেছেন ।
তেমন কবিতা হলো হৃদয়ের জমিজমা । কে কেমন করে সে জমিতে ফসল ফলাবে , তা যার যার ব্যাপার । বোঝানোর জন্যে এই
একখানা লিংক দিলুম - নিঃসঙ্গী বর্ণমালা
৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৩
রাজীব নুর বলেছেন: শুভ বসন্ত।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৮
আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর ,
শুভ বসন্ত। শুভ বসন্ত। শুভ বসন্ত।
৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৯
নিউ সিস্টেম বলেছেন: আগে জানা ছিলনা এইভাবে ফেরিওআলা সেজে বসন্তের আগমনকে শুভেচ্ছা জানাতে হয়।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৭
আহমেদ জী এস বলেছেন: নিউ সিস্টেম ,
জ্বী , এটা একটা নিউ সিস্টেম ।
বসন্তের আগমনকে জানিয়ে দিতেই ফেরিওআলা সাজতে হবে ।
আমার ব্লগে বাসন্তী স্বাগতম ।
৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: 'ভালবাসার ফেরিওয়ালারা' ভাই, নির্দয় মানুষদের কিছু ভালবাসা গছাতে পারেন কিনা দেখেন
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ,
হা.... হা..হা... গছানো যাবে ! যাবেনা কেন ? ১টা ভালোবাসা কিনলে ৩টা ফ্রি । এতেও কি গছানো যাবেনা ?????
বাসন্তী সন্ধ্যার শুভেচ্ছা ।
৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৬
তারেক_মাহমুদ বলেছেন: শুভ বসন্ত
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
আহমেদ জী এস বলেছেন: তারেক মাহমু৩২৮ ,
বসন্ত বাতাস বয়ে যাক আপনারও শরীর-মন জুড়ে ।
১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫০
আখেনাটেন বলেছেন: বাসন্তীয় কবিতার রঙে রঙিন হল ভালোবাসা।
এই রঙটা যদি সমাজের উঁচু-নিচু সবার মনেই সমানভাবে রাঙিয়ে দিত তাহলে কতই না ভালো হত।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৯
আহমেদ জী এস বলেছেন: আখেনাটেন ,
ভালোবাসা চিরকালই রঙিন যদি তেমন ভালোবাসা হয় ।
সমাজের উঁচু-নিচু সবার মনেই ভালোবাসা কি করে সমানভাবে রঙ মেখে যাবে ? এ জগতে ভালোবাসা বলেই যে কিছু নেই ! সবই যে দেনা-পাওনায় জড়ানো ...................
বসন্ত বাতাসের শুভেচ্ছা ।
১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৬
কামরুননাহার কলি বলেছেন: ফেরিওয়ালার কবিতাটি তো হেব্বি হয়েছে। দারুন ভালোবাসার ফেরিওয়ালা ভাইয়া।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪১
আহমেদ জী এস বলেছেন: কামরুননাহার কলি ,
ভালো লাগলো আপনার মন্তব্য ।
বাসন্তী শুভেচ্ছা রইলো ।
১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৯
ভাইরাস-69 বলেছেন: 'ভালবাসার ফেরিওয়ালারা' ভাই
আপনার কবিতাটি বেশ কয়েকবার মনোযোগ দিয়ে পড়লাম। আসলে মানুষের প্রতি ভালবাসা হৃদয়ের শুদ্ধতা,
এটি একটি চিন্তার মৌলিক দিক।প্রতিটি জীবন ধারার মধ্যে নিজেকে নিজে রাজা-বাদশা না ভেবে,
নিজে তুচ্ছ ভেবেও মানুষেক ভালবাসা যায়।
আপনার জন্যও বসন্ত ও ভালবাসা দিবসের শুভেচ্ছা রইল।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৬
আহমেদ জী এস বলেছেন: ভাইরাস-69 ,
খুব চমৎকার করে ভালবাসাকে সংজ্ঞায়িত করেছেন । হৃদয়ের শুদ্ধতা ।
হ্যা ............. মানুষকে তো কতোভাবেই ভালোবাসা যায় যদি তেমন একটা হৃদয় কোনো মানুষের থাকে ।
বসন্তের প্রথম যামিনীর শুভেচ্ছা ।
১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৪
মনিরা সুলতানা বলেছেন: শুদ্ধতম জিনিস ই ফেরি করেন আপনি !
ফাল্গুন শুভেচ্ছা ভাইয়া ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৭
আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা ,
অজান্তেই একটা সত্যি বলে ফেলেছেন । চেষ্টা করি সবাইকে শুদ্ধতম কিছু দিতে, যার যেমন প্রাপ্য ।
আপনার এই মন্তব্যটি পড়ে আমার নিজের অনেক আগের লেখা একটি উপন্যাসিকার কথা ঝট করে মনে পড়ে গেলো ।
লিংক দিলুম দেখে নিতে পারেন --- শুদ্ধতম পরকীয়া (উপন্যাসিকা) খন্ডিত ভাবে আছে । সব পর্বে লিংক দেয়া নেই । তখন লিংক দিতে জানতুম না । একটু খুঁজে নিয়ে পড়তে হবে ।
ফাগুনের আগুন শুভেচ্ছা আপনাকেও ।
১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৪
অয়ি বলেছেন: তাহলে তো কবিতার জমিতে হালের বলদ, দুই পয়সার মজুর, সার, কীটনাশকও ব্যবহার হয় । খরা, অতিবৃষ্টিতে কি ফসলের ক্ষতি হয় ?
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৫
আহমেদ জী এস বলেছেন: অয়ি ,
হ্যা............ তা তো লাগেই । কবিতার জমিতে যেমন কামলা দেবেন, ফসলও হবে তেমন । খরা, অতিবৃষ্টিতেই শুধু নয় বেশি যত্ন নিলে , ভুল জমিতে ভুল ফসলের বীজ লাগালেও ক্ষতি হয় ।
কোন জমিতে হালের বলদ , কোন জমিতে দুই পয়সার মজুর , কোন জমিতে কেমন কীটনাশক লাগাতে হবে তারও বয়ান আছে আমার কাছে । এখানে লাঙ্গল দিন , মাটি ফুঁড়ে উঠে আসতে পারে আপনার প্রশ্নের সব উত্তর ---- কবিতার গুষ্টি-জ্ঞাতি .....
অনেক মজা হলো আপনার সাথে । আর নয় ! শুভেচ্ছান্তে ।
১৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৭
কুঁড়ের_বাদশা বলেছেন:
ভালোবাসার ফেরিওয়ালার ভাইয়ের কাছে সবসময় বিনামূল্যে ভালবাসা চাই
কবিতা পড়িয়া আমি মুগ্ধ!
ফাল্গুন শুভেচ্ছা ভাইয়া....
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৪
আহমেদ জী এস বলেছেন: কুঁড়ের_বাদশা ,
বিনামূল্যে ভালবাসা চাই ? জানেন তো, বাকীর আরেক নাম ফাঁকি ? আর বিনামূল্যে খেতে হয় ঝাঁকি । বিনামূল্যে ভালবাসা হলো " ঘরকা মুরগী দাল বরাবর.." । বিনে পয়সায় তো , কোনও মূল্য নেই । ওতে কোনও আঠা থাকেনা । আজকাল পয়সা দিয়ে ওটা কিনতে হয় । যার পকেটের জোর বেশী ওটা ততো বেশী ফেবিকলের মতো আটকে থাকতে চায় ।
এমন নিদারূন সত্য কথায় " বেমুগ্ধ " হবেন না !
ফাগুনের অফুরান শুভেচ্ছা আপনাকেও ।
১৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৮
হাসান মাহবুব বলেছেন: বসন্তের সন্ত, আপনাকে শুভেচ্ছা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৮
আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব ,
চলে যাওয়ার পথে প্রথম বসন্ত রাতের শুভেচ্ছা রইলো আপনার জন্যেও ।
১৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৯
রানার ব্লগ বলেছেন: ভালো জিনিস ফেরি করছেন আশা করি দিনে দিনে আপার উন্নতি হোক।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৯
আহমেদ জী এস বলেছেন: রানার ব্লগ ,
দিনে দিনে উন্নতি তো হতেই হবে, আনপ্যারালাল আর এক্সট্রাঅর্ডানারী প্রোডাক্ট ফেরি করছি যে !
দ্য অনলি ওয়ান অব ইটস টাইপ ...................
১৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৫
করুণাধারা বলেছেন: দ্বাদশাক্ষরী কবিতা! জীবনে প্রথম পড়লাম। আপনার নিজস্ব উদ্ভাবন?
কবিতা পড়ে খুব ভাল লাগল। সবাই যদি এভাবে ভালবাসা ফেরি করে বেড়াত!!
এই কবিতা পড়ে মনে পড়ল, বিংশ শতাব্দীতে যখন চিঠির মাধ্যমে ভালবাসা জানাতে হত তখন তরুনদের মাঝে একটা কবিতা খুব কমন ছিল:
রিক্ত আমি নিঃস্ব আমি দেবার কিছুই নাই
আছে শুধু ভালবাসা দিয়ে গেলাম তাই।
বাসন্তী শুভেচ্ছা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৩
আহমেদ জী এস বলেছেন: করুণাধারা ,
এধরনের কবিতা আপনি হয়তো আগেও পড়েছেন কিন্তু খেয়াল করেন নি । কবিতায় প্রতিটি লাইনে নির্দিষ্ট সংখ্যক শব্দের ব্যবহার অনেক অনেক পুরোনো ধারা ।
সবাই যদি এভাবে সকল ধরনের ভালবাসা ফেরি করে বেড়াতে পারতো তবে বেশ হতো । কিন্তু তা যে কখনও হবার নয় ! এখন সব ধরনের ভালোবাসাই গীভ এ্যান্ড টেক এর মাঝে আটকে আছে । বিশুদ্ধ ভালোবাসা নেই কোথাও ।
আমাদের ছেলেবেলায় বড় ভাইদের মুখে এই গানটি চলতো খুব---
" একটা গান লিখো আমার জন্য
না হয় আমি তোমার কাছে
ছিলেম অতি নগণ্য ..... "
হয়তো তারা লিখতেনও কিন্তু তা নীল কাগজে ভর করে কারো কোমল ভীরু হাতে পড়তো কিনা তা দেখার বা জানার সৌভাগ্য হয়নি ।
বাসন্তী শুভেচ্ছা আপনার জন্যেও রইলো ।
১৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৭
কথাকথিকেথিকথন বলেছেন:
নেই , অতঃপর ভালোবাসা ! ফেরি জুড়ে হরেক রকম ভালবাসা- শনপাপড়ির ভালবাসা, কটকটির ভালবাসা, মজারখানার ভালবাসা !!
বসন্তের ফাল্গুনী শুভেচ্ছা ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪২
আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,
কে বলেছে ভালোবাসা নেই ? সবখানেতেই ভালোবাসা থাকে । যারা শনপাপড়ি, কটকটি ভাগাভাগি করে খায় সেখানেও তো থাকে কিছুনা কিছু ভালো বাসা । তবে ফুচকা ও চটপটি খাওয়ার ভালোবাসা চোখে পড়ে বেশী । ঐ সব ছোটখাটো ভালোবাসা ক্ষনিকের হলেও ভালোবাসা তো ! বড় ভালোবাসা সবাই এ্যাফোর্ড করতে পারেনা !
ভালোবাসা দিবসের বসন্ত লাগুক আপনার প্রানেও .....................
২০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৮
পার্থ তালুকদার বলেছেন: কবিতা একটু কমই বুঝি । তার উপর আবার দ্বাদশাক্ষরী !!
আপনার লিখার জোর অনেক বেশী। লিখুন আরো বেশী করে।
বাসন্তী শুভেচ্ছা।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৩
আহমেদ জী এস বলেছেন: পার্থ তালুকদার ,
অনেক ভালো লাগার একটি মন্তব্য । ধন্যবাদ ।
বাসন্তী শুভেচ্ছা আপনাকেও । সাথেই থাকুন ।
২১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫১
সামিয়া বলেছেন: এক কথায় অসাধারণ।।
প্রিয়তে নিলাম ভাইয়া।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৯
আহমেদ জী এস বলেছেন: সামিয়া ,
মন্তব্যে আপ্লুত । প্রিয়তে নেয়ায় কৃতজ্ঞ ।
আর এক্ষনে ভালোবাসা দিবসের শুভেচ্ছা ........................
২২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৩
জাহিদ অনিক বলেছেন: শুধু ভালোবাসা ফেরি করা-
এইভাবে দুয়ারে দুয়ারে ঘোরা--
অথচ ভালোবাসা চাইনা অনেকেরই- চাই শুধু রেশমি চুরি, বেলোয়ারী -- বদ্ধতালা কেউ খুলে দিতে পারছে না।
অনেকদিন পরে কবিতা দিলেন, হলদে খামের শুভেচ্ছা
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২০
আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক ,
কবিতা নয় অনেকদিনের পরেই লেখা দিলুম ।
তাহলে বলতে চান এরকম জিনিষ কারো দরকার নেই ? আমার ব্যবসাটি মাঠে মারা যাবে ?
কিন্ত সব মানুষই যে ভেতরে ভেতরে গুমরে গুমরে মরে একটুখানি সত্যিকারের ভালোবাসার জন্যে ! বুকের গহীন কোঠরে সে যে তালা মরে রাখে তাকে সংগোপনে । হায় ! সে বদ্ধ তালা যদি কেউ খুলে দিতে পারতো !!!!!!!!!!!!
ভালোবাসা দিবসের শুভেচ্ছা রইলো ।
২৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪২
তারেক ফাহিম বলেছেন: ফাল্গুনের শুভেচ্ছা জানবেন।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩২
আহমেদ জী এস বলেছেন: তারেক ফাহিম ,
আজকের দিনে শুধু ফাল্গুনের প্রতিশুভেচ্ছাই নয় সাথে ভালোবাসা দিবসের অফুরান ভালোবাসাময় শুভেচ্ছাও জানবেন ।
২৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
মিরোরডডল বলেছেন: I need some - will you sell it to me?
kidding:-)
your writing in one word "Awesome"
love it
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৪
আহমেদ জী এস বলেছেন: MirroredDoll ,
নো কোয়েশ্চেন ! দিস প্যাকেজ ইজ ফর এ্যাডাল্টস অনলি । নট ফর কীডোজ ।
ফর কীডস , দেয়ার আর বেবী প্যাকেজ ঠ্যু.................... ওয়ান্না সাম ?
ভালো লাগলো রসের মন্তব্যটি ।
ভালোবাসা দিবসের শুভেচ্ছা নিন ।
২৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৯
উম্মে সায়মা বলেছেন: অনেকদিন পর পোস্ট দিলেন আহমেদ জী এস ভাই। অসাধারন!
দিনশেষে বেচাকেনা কেমন হল জানাবেন
বসন্তের শুভেচ্ছা!!
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৮
আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা ,
জ্বী, আনেকদিন পরে লেখা দিলুম । লেখা তো আছে অনেক । কোনটা দিই, কি দেই এটা ভেবে ভেবে কখন যে সময় পেরিয়ে গেছে খেয়াল ছিলোনা ।
বেচা কেনা আর হলো কই ? আজকাল নাকি ভালোবাসা কেউ চায়না । এমনকি ফ্রিতেও না । সবাই নাকি ভালো বাসা , ভালো ফুচকা , ভালো চটপটি, ভালো গিফট চায় ।
আজকের দিনে বসন্ত শুভেচ্ছার সাথে সাথে ভালোবাসা দিবসের শুভেচ্ছাও রইলো ।
২৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০২
সৈয়দ ইসলাম বলেছেন:
বাসন্তী শুভেচ্ছা গ্রহণ করিয়া প্রকাশ করিলাম আপনার দ্বাদশাক্ষরী কবিতার প্রতি ভালবাসা। কবিতাকে আরেকটু রস দিলে নিষ্কাম প্রেম পেয়ে যেতেন।
শুভকামনা থাকলো আপনার জন্য।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০০
আহমেদ জী এস বলেছেন: সৈয়দ ইসলাম ,
আমার ঘরে এই বুঝি প্রথম এলেন ! বাসন্তী আমেজে আপনাকে বরণ করে নিলুম ।
এর চেয়ে রস ? রসে নিষ্কাম হয় না , ভিজে যায় সব । কাম নাচায়নি এমন মানুষ আপনি খুঁজে পাবেন না । নিষ্কাম প্রেম জগতে মেলা ভার !
কবিতা ভালো লাগার জন্যে ধন্যবাদ । ভালোবাসা দিবসের শুভেচ্ছা রইলো ।
২৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১০
প্রামানিক বলেছেন: শেষ পর্যন্ত আপনি ভালোবাসার ফেরিওয়ালা হইলেন। তবে কবিতাটি খুব জোস হয়েছে। ধন্যবাদ আহমেদ জীএস ভাই, বসন্তের শুভেচ্ছা রইল।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,
কি করবো বলুন ? একটা কিছু করে তো খেতে হবে , না কি ? আজকাল এই ভালোবাসাবাসিই নাকি সব জায়গাতে তাই কাষ্টমার বেশী হবে ভেবেই এই লাইনে নামলুম ।
আপনার জন্যেও আছে বসন্ত আর ভালোবাসার ফুল ...................
২৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১২
ডঃ এম এ আলী বলেছেন: ফাগুনের প্রথম দিনে কবিতাটি মন প্রাণ ছুয়ে গেল ।
কবিতার কথামালায় স্মৃতি চলে যায় অনেক দুর
সেই কতকাল আগে কোন এক বাংলা সিনেমায়
দেখেছিলাম নায়করাজ রাজ্জাক কাধে ভার বয়ে
ফোরিওয়ালা সেজে গান গেয়ে নায়িকার পছন্দের
আয়না, কাকুই ,চিরুনী হাতের চুরী নায়িকার বাড়ীর
আঙ্গিনায় ঘুর ঘুর করে নিত্যদিন বিক্রয় করছিলেন ।
শুধু কি তাই ভালবাসার সম্পর্কে মনে পরে
আরো একটি বাংলা গানের কথা
কিছু কিছু মানুষের জীবনে
ভালবাসা চাওয়াটাই ভুল
সারাটা জীবন ধরে দিতে হয়
শুধু সেই ভুলের মাশুল
বেধে ছিল যে এই বুকে ঘর
সেই তুলেছে বুক ভাঙা ঝড়
যে আশা ছিল সপ্নে আমার
সত্যি হয়ে উঠলো না আর
কিছু কিছু মানুষের অন্তর
হয়ে যায় খেলার পুতুল
ইউটিউবে শুনতে পারেন সে গানটি
https://www.youtube.com/watch?v=kA4VMXv55T0
ভালবাসার ফেরী অনেকের অন্তরে তাই তুলতে পারে হরেক পদের ঝর ।
অনেক অনেক ধন্যবাদ, ফাগুনের আগুন ঝরা দিনে
ভালবাসা দিনের শুভক্ষনে ভাল একটি কবিতা আমাদেরকে
ভালবেসে উপহার দেয়ার জন্য ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
আহমেদ জী এস বলেছেন: ডঃ এম এ আলী ,
লা-জওয়াব মন্তব্য ।
কিছু কিছু মানুষের জীবনে
ভালবাসা চাওয়াটাই ভুল
আপনার দেয়া গানের এই কথাগুলোর চেয়ে কঠিন সত্য আর কিছু নেই ।
কবিতায় মন ছুঁয়ে গেছে বলে কবিতার জন্মটি সার্থক হলো বুঝি !
বসন্ত আর ভালোবাসার নরম পরশ ঘিরে থাকুক আপনার চারিধার ..............
২৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৮
চাঁদগাজী বলেছেন:
প্রকৃতি মানুষের মনে প্রশান্তি আনুক এই সুন্দর ঋতুতে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৭
আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,
সুন্দর প্রার্থনা করেছেন এই ভরা বসন্তে ।
বাসন্তী শুভেচ্ছা জানবেন ।
৩০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৯
সোহানী বলেছেন: ননেট সনেট বাদ দিয়ে দ্বাদশাক্ষরী !!!!!!!
অয়ি বলেছেন: কবিতা কি তবে জমিজমা যে মাপজোপ দিয়ে সীমানা নির্ধারন করতে হবে ।.......হাহাহাহা সুপার লাইক!!!
যেভাবে ভালোবাসার আকাল পড়েছে, কিছু ভালোবাসা ফেরি টেরি করে যদি দেশের মানুষগুলারে ওই মুখো করা যায় আর কি। সবাইতো ভালোবাসতেই ভুলে গেছে। দলাদলি হানাহানি কামড়াকামড়ি করতে করতে ভালোবাসার সংঙ্গাই পালটে গেছে।
যাকগা.... আদার ব্যাপারির জাহাজের খবর নিয়ে লাভ কি??
ফাগুন+ভালোবাসা দিবসের শুভেচ্ছা... । জী ভাইয়ের জীবন ভরে উঠুক অনাবিল ফাগুনের বাতাসে, কানায় কানায় পূর্ণ হোক সত্যিকারের ভালোবাসায়..........
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৭
আহমেদ জী এস বলেছেন: সোহানী ,
ভালোবাসারা আজকাল আর জলে-স্থলে বাঁশী বাজায় না । বাজায় সিট্টি । অকালে ভেসে গেছে ভালোবাসার সব জমিজমা ।
ভালোবাসা ফেরি টেরি করে দেশের মানুষগুলোকে ভালোবাসা মুখো করা কারো কম্ম নয় । মানুষজনের স্বভাব যা হয়েছে তাতে সব বেঁচেটেচে খেয়ে ফলবে !
আপনার জী ভাইয়ের জন্যে নির্মল প্রার্থনাটুকু ভালো লাগলো ।
ভালোবাসা দিবসের শুভেচ্ছা রইলো ।
৩১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাসন্তি শুভেচ্ছা কবি
বাহ! দারুন কাব্য।
মুঠো মুঠো প্রেম ফেরি করে
চলে যাব অবশেষে, অবেলা
লাভ ক্ষতির নেই হিসেব
এ যে ভালবাসা! হৃদয় খোলা!
++++
ডঃ এম এ আলী ভাইয়ের উল্লেখ করা গানটি- আহা! ভাঙ্গা হৃদয়ের করুন আক্ষেপ !
ভাল লাগার গান
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫২
আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,
আপনার কবিতার কিছু লাইন ঘুরিয়ে বলি --
এ যে ভালবাসা ! হৃদয় ভাঙার খেলা
শেষ হয়ে যায় অবশেষে, অবেলা !
"ডঃ এম এ আলী" র গানটি আসলেই অসাধারণ ।
ভালোবাসাময় বাসন্তী শুভেচ্ছা ।
৩২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০২
শায়মা বলেছেন: হায় হায় !!!!!!!
ভাইয়া তুমি ভালোবাসতে পারো না!!!!!
বিশ্বাস করতে পারলাম না!!!!!!
যাইহোক বসন্তের শুভেচ্ছা!!!!!
দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি
বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে জানি
তবু তো ফাল্গুন রাতে এ গানের বেদনাতে
আঁখি তব ছলছলো এই বহু মানি......
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৯
আহমেদ জী এস বলেছেন: শায়মা ,
শায়মা বলেছেন: হায় হায় !!!!!!! B:-)
ভাইয়া তুমি ভালোবাসতে পারো না!!!!!
হা..........হা...........হা..........ভালোবাসতে পারলে কি কেউ আর সাধ করে ভালোবাসার ফেরিওয়ালা হয় ? তার তো ভালোবাসার সুপারমল দেয়ার কথা !!!!!!
বসন্তের গানখানি তো দিয়ে গেলেন কিন্তু কানে কানে শোনাবে কে ? না শোনালে তো আঁখি ছলছলো হবেই ....
তবু তো ফাল্গুন এর এই দ্বিতীয় রাতে আপনাকে বসন্তের ফিরতি শুভেচ্ছা জানানো গেলো !!!!!!!
৩৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৫
মলাসইলমুইনা বলেছেন: আহমেদ জি এস ভাই , ভালোই ফেরি হলো মনে হলো ভালোবাসা এই বসন্তে | আমার কানেও যেন এলো ফেরিরওয়ালার ডাক !!!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৬
আহমেদ জী এস বলেছেন: মলাসইলমুইনা ,
হাযার মাইল দূর থেকেও ফেরিওয়ালার ডাক আপনার কানে গেলো ? তা হলে বুঝতেই হয় ভালোবাসার ডাক কতো তেজস্বী , সনিক বুমের মতো দিগন্ত প্রসারী !
তা কানে যখন ভালোবাসার ডাক গেলোই তখন দু'চারটে ভালোবাসা কিনলে হতো না ? আমার ফেরিও একটু চাঙা হতো ।
বসন্তের দোলা লাগুক আপনার প্রানেও ।
৩৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৫
ওমেরা বলেছেন: হরেক রকম ফেরিওয়ালার ডাক শুনেছি এমন আজব ফেরিওয়ালার ডাকতো কখনো শুনিনি ।ভাইয়া অলিতে - গুলিতে সাবধানে ডাকবেন কিন্ত মানুষজন আবার ঝাড়ু, খন্তা নিয়ে বের হতে পারে ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৭
আহমেদ জী এস বলেছেন: ওমেরা ,
হুমমমমমম আজব তো বটেই । এরকম ভালোবাসা সবাই ফেরী করতে পারেনা ।
অলিতে গলিতে ডাকলে মানুষজন ঝাড়ু, খন্তা নিয়ে বের হয়ে আসবে মানে ? বরং উচ্চস্বরে ডাকলে তবেই দেখবেন, হ্যামিলনের বংশীওয়ালার পেছনে পেছনে যেমন ছেলে-বুড়ো সবাই ছুটে এসেছিলো তেমনিই পাড়া-মহল্লার যতো নারী-পুরুষ, তরুন-তরুনী, কিশোর - কিশোরী আছে তারা ভালোবাসার ফেরিওয়ালার পেছনে ছুটে এসে লাইন লাগাবেই ফুচকা - চটপটি খেতে খেতে। হালের দিনকালের দস্তুর এমন-ই ..............
৩৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৮
বিজন রয় বলেছেন: এই ছা-পোষা ব্লগারের শুভেচ্ছা।
মরমে পশিল বাসন্তী মোর!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৮
আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,
মরমে পশুক বাসন্তী ভোর
সে রঙেই শুদ্ধ হোক প্রান মোর.............
একজন ছা-পোষা ব্লগারের প্রতি আরেক ছা-পোষা ফেরিওয়ালার শুভেচ্ছা ।
৩৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০২
রূপক বিধৌত সাধু বলেছেন: সংসারে ভালোবাসার বড় অভাব! ভালোবাসা ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,
যে রকম ভালোবাসা মানুষ ভেতর থেকে চায় , সংসারে তেমন ভালোবাসার হয়তো বড়ই অভাব ! সংসারেও ভালোবাসা থাকে তবে তা থাকে অনেকটা দেনা পাওনায় জড়িয়ে ।
ভালোবাসা ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে............ নির্মল, বিশুদ্ধ ভালোবাসা ।
৩৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৯
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া চমৎকার প্রতি মন্তব্য আর লেখার লিঙ্ক এর জন্য ।
পড়া শেষে ফিরছি ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা ,
আবার এসেছেন দেখে ভালো লাগলো । পড়া শেষে আবার না হয় একবার ফিরে আসুন ।
শুভেচ্ছান্তে ।
৩৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫২
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও বাসন্তী শুভেচ্ছা ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৭
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
বিলম্বিত বাসন্তী শুভেচ্ছা আপনাকেও ।
৩৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৩৩
অন্তরন্তর বলেছেন: শুদ্ধ ভালবাসার যে আকাল পরেছে তাতে ভালবাসা ফেরি না করে উপায় নেই। আপনার বিজনেস দেখি জমজমাট। লাইনের শেষে এসে দাঁড়ালাম যদি কিছু অবশিষ্ট থাকে তা নেবার। শুভ কামনা।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৯
আহমেদ জী এস বলেছেন: অন্তরন্তর ,
কি যে কন ... ভালোবাসা আজকাল কেউ কেনেনা , পথেঘাটে বেশুমার পাওয়া যায় ফ্রি তে । ব্যবসা মন্দা । ভাবছি এখন "ফেবু"র ফেরি করা যায় কিনা !
লাইনের শেষে দাঁড়ানোর দরকার নেই । বেচতে পারি নাই একটাও ভালোবাসা । ঝুঁড়িতে যা আছে বেবাকটি আপনাকে দিলুম ।
৪০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:২৭
ধ্রুবক আলো বলেছেন: শুধু ভালোবাসা ফেরি করি! এই এক জীবন খুব ছোট ভালোবাসার জন্য!
ফাল্গুনের শুভেচ্ছা।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৭
আহমেদ জী এস বলেছেন: ধ্রুবক আলো ,
যথার্থ বলেছেন - এক জীবন খুব ছোট ভালোবাসার জন্য ! তেমন ভালোবাসা যেমন জীবন জীবন ধরে বয়ে চলে , তেমনি তাকে ধরতে হলে লক্ষ জীবন চাই ।
বাসন্তী শুভেচ্ছা আপনাকেও ।
৪১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৩
সুমন কর বলেছেন: এমন ফেরিওয়ালা তো সবাই দুয়ারে দুয়ারে চাইবে................হাহাহাহা
সুন্দর এবং দারুণ হয়েছে। সকালটা শুরু হলো আপনার কবিতা দিয়ে। ধন্যবাদ।
শুভ সকাল।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০০
আহমেদ জী এস বলেছেন: সুমন কর ,
না কেউ চায়নি । সবাই আগে থেকেই ভালোবাসা পকেটে- হ্যান্ডব্যাগে নিয়ে ঘুরছে ।
বেচা বিক্রী তো হয়-ই নি বরং এখন ভাবছি গলা ছেড়ে গাইবো কিনা --- ভালোবাসা মোরে ভিখারী করেছে.............
তা সকালটা নিশ্চয়ই আপনার ভালোবাসাময় হয়েছে ?
মন্তব্যে ধন্যবাদ ।
শুভরাত্রি ।
৪২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩২
বিজন রয় বলেছেন: বারোয়াড়ি বাজারে যাবো।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২০
আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,
হে....হে....হে........... বারোয়ারী বাজারে এই স্পেসাল মাল পাবেন না । ভালোবাসার সর জ্বাল দিয়ে দিয়ে খাঁটি ভালোবাসা । বারোয়ারী বাজারে বারোয়ারী ভালোবাসা মিলবে , ওতে দুধ নাই শুধু পানি আর পানি ; তা ও বুড়িগঙ্গার !!!!!
৪৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম ভাই, সাথে বসন্তদিনের বৃক্ষলতার মতো রঙিন ভালোবাসা ও শুভেচ্ছা।
শুভকামনা জানবেন সবসময়।
প্রতি বছর ঘুরেফিরে আসে বসন্ত,
দেখি কতো রঙবেরঙ ভালোবাসা দিবসে;
হাতে হাতে ফুল আর পোষাকে নতুনত্ব,
মুখে এক গাল মিষ্টি হাসির রেশ লেগেই থাকে।
আমি অবাক চোখে আপেক্ষীক সময় যতো
পার করি ভালোবাসা নামের নিরামিষ ভোজে;
যেমনটি আগেও ছিলাম যেমনি ছিল বন্ধুত্ব
রয়ে যায় সবকিছু, রয়ে যাই ঠিক তেমনিভাবে।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৩
আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ,
চমৎকার ভাব আপনার কবিতায় । সবকিছুই বদলে গেছে শুধু আমি রয়ে গেছি আগের মতো ।
আপনাকেও বসন্তদিনের রঙিন ভালোবাসা ও শুভেচ্ছা।
৪৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৯
শিখা রহমান বলেছেন: কবিতা ভালো লেগেছে। ফাল্গুনী শুভেচ্ছা।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪২
আহমেদ জী এস বলেছেন: শিখা রহমান ,
কবিতা ভালো লেগেছে জেনে প্রীত হলুম ।
সুদূরের বসন্ত বাতাস ধেয়ে যাক আপনার আঙিনায় ।
৪৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
নূর-ই-হাফসা বলেছেন: সুন্দর কবিতা । দারুন লাগলো ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১১
আহমেদ জী এস বলেছেন: নূর-ই-হাফসা ,
বিশেষ দিনে কবিতাটি পড়ার জন্যে ধন্যবাদ ।
শুভেচ্ছান্তে ।
৪৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
খায়রুল আহসান বলেছেন: সুনিপুণভাবে, সুলিখিত একটি দ্বাদশাক্ষরী কবিতা, যা আজকের দিনের জন্য যথোপযুক্ত। দিনশেষে ফেরিওয়ালার লাভ ক্ষতি যাই হউক, ভালবাসা তো ছড়িয়ে পড়বে চারিদিকে!
বড় ভালোবাসা সবাই এ্যাফোর্ড করতে পারেনা (১৯ নং প্রতিমন্তব্য) - ভাল বলেছেন!
ভালবাসার কবিতায় ভাল লাগা + +
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২২
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,
আজকের দিনের জন্য যথোপযুক্ত । তাই কি ? তেমন ভালোবাসা আজ তিস্তার মতো শুকিয়ে গেছে । এককালের পদ্মার মতো উন্মত্ততা নেই আজ ভালোবাসায় ! হঠাৎ হঠাৎ যদি তেমন ভালোবাসার দেখা মেলে তবে সবাই-ই তা গ্রহন করতে পারেনা কেবলমাত্র নষ্ট মানসিকতার কারনে ।
মন্তব্যে ভালোলাগা ।
অফুরন্ত শুভেচ্ছান্তে ।
৪৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫২
জুন বলেছেন: ছোটোবেলায় ধোপাদের কাপড়কাচার শব্দ শুনতেন তিনি বাড়ির পিছনে, তাঁর কানে লেগে ছিল সেই তাল, আর ছিল লোকমুখের স্পন্দের উপর ভর করার সাহস, কথার চালগুলি ভালো করে লক্ষ করবার ইচ্ছে। ভেবেছিলেন, লিখতে হবে ঠিক তেমন করে, যেমনভাবে কথাবার্তা বলে লোকে, ছন্দকে তুলে আনতে হবে কেবল সেইখান থেকে। আর, ঠিক সেখান থেকে তুলতে পেরেছেন বলেই বাংলা অক্ষরবৃত্তে একটা স্বাভাবিক বাচন তৈরি হয়ে গেছে তাঁরই কবিতার পথ ধরে।’ অক্ষরবৃত্ত ছন্দের মাত্রারীতিতে তিনি যে প্রায় বৈপ্লবিক এক বদল এনে দিয়েছেন, তা নিয়ে সুভাষ উত্তর দিচ্ছিলেন শঙ্খের প্রশ্নের, বলছিলেন, বিশ্লেষণ করা ছন্দজ্ঞানের দরকার হয় না কবির, দরকার হয় কেবল বোধময় ছন্দজ্ঞানের।
সেদিন একটি পত্রিকায় পড়লাম বিখ্যাত কবি সুভাষ মুখোপাধায়কে নিয়ে কিছু কথা । তার থেকে কিছুটা তুলে দিলাম আপনার
দ্বাদশাক্ষরী কবিতায় যাতে ছন্দ আছে সুর আছে তাল আর সাথে লয়ও আছে । সুভাষ এর মতই তাই বলতে হয় ‘লেনিন যেন চেঁচিয়ে চেঁচিয়ে বললেন,/ শতাব্দী শেষ হয়ে আসছে—/ একটু পা চালিয়ে, ভাই, একটু পা চালিয়ে।।’ আপনিও লিখতে থাকুন আপনার নিজস্ব লেখনীতে ভালোবাসার ফেরীওয়ালার মতই সব অসামান্য কাব্য সমাহার একটু পা চালিয়ে, ভা্ই, একটু পা চালিয়ে---/ শতাব্দী যে শেষ হয়ে আসছে।
ফাল্গুনের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিয়ে গেলাম আমার অপটু হাতে আঁকা ছবিটি দিয়ে।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৯
আহমেদ জী এস বলেছেন: জুন ,
এমন জ্ঞানগর্ভ মন্তব্য করে উত্তর দেয়া আমার জন্যে কঠিন করে দিয়ে গেলেন । যে সাহিত্যধীরাজদের পাশে আমাকে বসিয়ে দিয়েছেন অবলীলায় , তা আপনার মহানুভবতা ।
একটু পা চালিয়ে, ভাই, একটু পা চালিয়ে। বললেও আপনার মন্তব্যের যথাযোগ্য প্রতিমন্তব্য করতে গিয়ে বারে বারে পা থেমে যাচ্ছে । কি থেকে কি বলি !
কবিতার দিকপালেরা তো কতো নিষেধের বেড়াজালে নব্য শখের কবিদের আটকে রাখতে চেয়েছেন। কতো প্রকরণের চাল -ই না তারা চেলেছেন ! কিন্তু শখের কবিদের যে তেমন চালের হাতেখড়ি নেই । তারা যাবেন কই ? তাই তো মাঝে মাঝে কবিতা নিয়ে হা-ডু-ডু খেলতে ইচ্ছে করে । এমন বেয়াড়াপনা ইচ্ছে থেকেই এই কবিতাটি ফেরী করতে লেগেছিলুম ।
তবে কবিতার দিকপালদের সাথে বেয়াদপী করে এটা বলি - সাহিত্যের কোনও ব্যাকরণ থাকতে নেই । জীবনের ধুলোময় পথে পথে যে অফুরান কাদামাখা শব্দ আর কথারা ছড়িয়ে আছে তাকে সাফসুঁতেরো করে দু'হাতের অঞ্জলীতে তুলে নৈবেদ্য সাজানোই , সাহিত্য । আর কবিতা হলো সাহিত্যের রাজমুকুটটি । ভাবকে শব্দ ও ছন্দে গেঁথে যদি মালা বানানো যায় তবে তাই-ই কবিতা হয়ে উঠবে । কবিতা হলো স্প্রীংয়ের খাটের মতো , বসলেই দোলা দিয়ে যাবে ।
সময় শেষ হয়ে আসছে অথচ পা যে বারে বারে থেমে থেমে যাচ্ছে জবাব দিতে গিয়ে । এ কি বিষম দায়ে ফেললেন আমাকে !
তারচে' বরং যেতে যেতে আপনার অপটু হাতের আঁকা ছবিটি সম্পর্কে কিছু বলে যাই । লেখা - কথা বা ছবি যদি অন্তরিকতার , ভালোবাসার , সহমর্মিতার ছোঁয়ায় ভিজে ওঠে তবে তার অবয়বে যে অপরূপ হিরন্ময় দ্যুতি খেলে যায় , আপনার সামান্য দুটি পাতার মাঝে রঙিন ফুলটি তেমনিই বিদ্যুত চমক নিয়ে খেলে গেলো এই অধমের প্রানে।
কোকিলা বসন্তের শুভেচ্ছা আপনাকেও । শুভ রাত্রি ।
৪৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫১
জেন রসি বলেছেন: বসন্তের শুভেচ্ছা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৩
আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,
ওয়াও... জেন রসি তাহলে ভালোবাসার ফেরিওয়ালার ডাক শুনতে পেয়েছে ?
বাসন্তী শুভেচ্ছা আপনাকেও ।
৪৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৪
বিজন রয় বলেছেন: বারবণিতায় সবাই আসে!!!!
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,
"বারবণিতায় সবাই আসে !!!!" এই বক্তব্যটি স্পষ্ট নয় । "বারবণিতা" একধরনের পেশাজীবি নারীদের বিশেষণ ।
"বার" এ সবাই আসতে পারে । আসতে পারে "বনিতা"দের কাছেও কিন্তু "বারবণিতায় সবাই আসে " কথাটি কেমন কেমন হয়ে গেলোনা ?
৫০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২১
ধ্রুবক আলো বলেছেন: দ্বাদশাক্ষরী কবিতা
কবিতার ধরণ নিয়ে একটা পোষ্ট দিন, অনুরোধ জ্ঞাপন করলাম।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
আহমেদ জী এস বলেছেন: ধ্রুবক আলো ,
কবিতার ধরন নিয়ে হালকা পাতলা অনেক কথাই আমি বলেছি আমার কিছু লেখাতে এবং আমার পোস্টের প্রতিমন্তব্যে , আপনাদের বিভিন্ন পোষ্টের মন্তব্যে ।
কবিতা সম্পর্কে আমার সোজাসাপ্টা ধারণা উপরে সন্মানিতা ব্লগার জুনকে দেয়া প্রতিমন্তব্যেই আছে । আপনাকে সেখান থেকেই তুলে দিলুম এই ---
" কবিতার দিকপালেরা তো কতো নিষেধের বেড়াজালে নব্য শখের কবিদের আটকে রাখতে চেয়েছেন। কতো প্রকরণের চাল -ই না তারা চেলেছেন ! কিন্তু শখের কবিদের যে তেমন চালের হাতেখড়ি নেই । তারা যাবেন কই ? তাই তো মাঝে মাঝে কবিতা নিয়ে হা-ডু-ডু খেলতে ইচ্ছে করে । এমন বেয়াড়াপনা ইচ্ছে থেকেই এই কবিতাটি ফেরী করতে লেগেছিলুম ।
তবে কবিতার দিকপালদের সাথে বেয়াদপী করে এটা বলি - সাহিত্যের কোনও ব্যাকরণ থাকতে নেই । জীবনের ধুলোময় পথে পথে যে অফুরান কাদামাখা শব্দ আর কথারা ছড়িয়ে আছে তাকে সাফসুঁতেরো করে দু'হাতের অঞ্জলীতে তুলে নৈবেদ্য সাজানোই , সাহিত্য । আর কবিতা হলো সাহিত্যের রাজমুকুটটি । ভাবকে শব্দ ও ছন্দে গেঁথে যদি মালা বানানো যায় তবে তাই-ই কবিতা হয়ে উঠবে । কবিতা হলো স্প্রীংয়ের খাটের মতো , বসলেই দোলা দিয়ে যাবে । "
কোনোদিন যদি তেমন লেখার যোগ্যতা অর্জন করি তবে আপনার অনুরোধ রাখতেও পারি ।
শুভেচ্ছান্তে ।
৫১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪০
কথাকথিকেথিকথন বলেছেন:
ভালবাসার ফেরি পূর্ণ থাকুক আমি তা চাই নে !
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,
বলেছেন যে, ভালবাসার ফেরি পূর্ণ থাকুক তা আপনি চান না । ঠিকই বলেছেন । ফেরী পূর্ণ হলে ডুবে যেতে পারে । তাতে একূল ওকূল , দুকূলই যাবে !
৫২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালোবাসা লাগছে।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৩
আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ,
ভালোবাসা লাগে না , ভালোবাসা আসে !
অনেকদিন পরে । শুভেচ্ছা জানবেন ।
৫৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫০
নীলপরি বলেছেন: ভালোবাসা যদি দুয়ারে ডাকও দেয় , তবে তাকে নেওয়ার যোগ্যতা ক'জন রাখে । দাম নয় মর্যাদা দেওয়ার যোগ্যতা ক'জনের আছে ?
কবিতা ভালো লেগেছে ।
শুভকামনা
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৭
আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,
মানুষ "ভালোবাসা" আর "মোহ"কে গুলিয়ে ফেলে । সমস্যাটা এখানেই ।
এই পাপের সংসারে, যেখানে ক্ষুধা আছে , সন্তান আছে , আছে মারাত্মক যৌন আকর্ষন, সেখানে ক’জন পারে সব সময় মনের কথা স্পষ্ট করে উচ্চারণ করতে বা উচ্চারিত তেমন কথা বুঝতে ? মন কি সজনে গাছের আঠা, যে ঘরে এনে সেঁটে দিলেই নিশ্চিন্দি ?
তাই তো বড় ভালোবাসাকে অনেকেই "এ্যাফোর্ড" করতে পারেনা । এই বাক্যটি আমি উপরে ১৯ নম্বর মন্তব্যের জবাবেও বলেছি ।
৭/৮ বছর আগে লেখা কবিতা । কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।
শুভকামনা আপনার জন্যেও রইলো ।
৫৪| ০৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৫
মনিরুল ইসলাম বাবু বলেছেন: সহজ ও সুন্দর
০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০১
আহমেদ জী এস বলেছেন: মনিরুল ইসলাম বাবু ,
ধন্যবাদ কবিতাটি পড়ার জন্যে ।
ভালোবাসা আসলেই সহজ ও সুন্দর যদি তেমন একটি মন থাকে কারো।
৫৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১০
স্রাঞ্জি সে বলেছেন: ভাইয়া______ ভালোবাসার ফেরিরা কি ভালবাসার অতল গহ্বরে ডুবে যেতে পারে। নাকি ফেরি জীবন ডিঙিয়ে ডিঙিয়ে কষ্টের ছায়ার পথ মাড়ি দেয়। বাহারী রঙের ছোঁয়ায় সব কি হারিয়ে যেতে থাকে শেষ নিঃশ্বাসের সাথে পাঞ্জা লড়তে লড়তে।______
আগুন রাঙা ফাগুনের একরাশ শুভেচ্ছা নিবেন ভাইয়া।_____
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৮
আহমেদ জী এস বলেছেন: স্রাঞ্জি সে,
আপনার মন্তব্যে দু' ধরনের জবাব হতে পারে-
১- ভালোবাসার ফেরিওয়ালারা নিজেরা ভালোবাসার অতলে ডোবেনা, তার ডোবায়। যারা সেই ভালোবাসা কেনে তারা কষ্টের পথ পাড়ি দিতে দিতে ভালোবাসার গহীন অরণ্যে হারায়।
২- ভালোবাসার অতল জলে যিনি ডোবেন, তিনিই অকাতরে ভালোবাসা বিলোতে পারেন। পারেন কষ্টের ছায়াপথ মাড়িয়ে বাহারী রঙের ছোঁয়ায় কারো ভুবন রাঙাতে।
কাব্যিক মন্তব্যে ভালোলাগা।
প্রথম ফাগুনের নিশিরাতের ঘোর লাগা শুভেচ্ছা আপনাকেও।
©somewhere in net ltd.
১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৬
আটলান্টিক বলেছেন: 'ভালবাসার ফেরিওয়ালারা' বাহ অসাধারণ একটা শিরোনাম