নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...
সেকাল
প্রতীক্ষায় ছিলে জানি, অশ্রু ছলছল চোখে
জানালার পাশে ।
আমাকে দেখার আশে উৎকন্ঠা মেখে
দাঁড়িয়েছিলে, পাছে এসে ফিরে যাই
এই ভয়ে ।
নিমন্ত্রন ছিলো পড়ন্ত বিকেল বেলা
যেন আসি চা খেতে, তোমার হাতে
বানানো পকৌড়া আর নিম্কির সাথে,
দু’জনে পাশাপাশি, হাতে হাত রাখি ।
কি করবো বলো, খুব যে কাজ ছিলো
সারাদিন । নিমন্ত্রন রাখিনি বলে
যদি অপরাধ করে থাকি কোনও ভুলে,
ক্ষমা করে দিও ।
আর একদিন আসবো নিমন্ত্রনে,
কথা যে ছিলো অনেক, তোমার সাথে সঙ্গোপনে ।
একাল
বিকেলে চা খেতে যাবো কথা ছিলো, রাইট ?
স্যরররর…..রি, যাওয়া হয়নি ।
মেইনলি সেই সকাল থেকে এক ভীষন আর্জেন্ট কাজে
আটকে ছিলাম সন্ধ্যা অবধি ।
জানি রেগে আছো, এক্সকিউজ চাই ।
লিসেন ! এবার আসল কথাটি শোনো,
যে ছেলেটি এই চিঠি নিয়ে যাবে
তাকে দু’শ টাকা দিয়ে দেবে
আমার পকেট এখোন গড়ের মাঠ ।
আর, চা খেতে ? হ্যা, আসবো আরেকদিন, ওকে !
ছবি - ইন্টারনেট থেকে।
[ দায় স্বীকার: ব্লগার আখেনাটেন এর পোস্টকৃত "ট্রিলজি কবিতার চাষবাস" কবিতাটির সম্পুরক হিসেবে এই কবিতা যুগল দিতে হলো।]
১৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬
আহমেদ জী এস বলেছেন: ঠাকুরমাহমুদ ,
হা...হা...হা... বৈঠা যখন ধরে ফেলেছেনই তাহলে বলতেই হয়, যাবেন ভবনদী পার....
প্রথম মন্তবের জন্যে অসংখ্য ধন্যবাদ ।
২| ১৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫
স্রাঞ্জি সে বলেছেন:
হা হাহাহা চাষবাসের লাঙল দেখি ভালই চলতেছে।____ ___যে যাই হোক সবাই পালাতে চাই, যদি কামডা সুযোগ মত করতে না পারে। যদি প্রেমিকা সুযোগ না দেয়। তাহলে লম্বা অজুহাতের লিস্টের শেষ নাই প্রেমিকদের ।_____
একাল সেকালের বৈঠা কি ধরতে পারলাম। ____
১৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮
আহমেদ জী এস বলেছেন: স্রাঞ্জি সে,
না বৈঠা ধরতে এখনও পারেননি। অজুহাতের লিষ্ট ধরানো হয় একালে। সেকালে অজুহাত ছিলোনা বলেই কি মোলায়েম কবিতার ক্ষমা চাওয়ার লাইনটি।
তবে হ্যা, কবিতা হলো উচ্চফলনশীল তাই চাষাবাদের লাঙ্গল তো ভালো চলারই কথা!
৩| ১৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৩
আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,
কোনটা সুন্দর ? পোস্টের ছবি না কবিতা ? কবিতা হলে, সেকালেরটা না একালেরটা ?
৪| ১৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৩
আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর ,
৫| ১৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০১
চাঁদগাজী বলেছেন:
পড়ালেখা-জানা বাংগালীরা সবকিছু পদ্যে বলতে চান, গদ্য হচ্ছে চাষীদের ভাষা
১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩২
আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,
পড়ালেখা-জানা বাংগালীরা সবকিছু পদ্যে বলতে চান কারন পদ্য বলা সহজ এবং চাষ করা লাগেনা, এমনিতেই হয়। এখন লেখাপড়া সহজ ও লেখাপড়ার চাষ নাই তো তাই ।
আর গদ্য হচ্ছে চাষীদের ভাষা কারন গদ্য চাষ করতে হয় । কষ্টকর । লেখাপড়ায় কোনও কষ্ট নাই, হাতের ছাল ওঠেনা।
৬| ১৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৭
মনিরা সুলতানা বলেছেন: কবিতার একাল - সেকাল !
দুই কালের, কবিতা' ই কালউত্তীর্ণ হয়েছে ভাইয়া।
কিন্তু প্রশ্ন হচ্ছে , আর কতকাল !!
কতকাল, শুধু মেয়েরাই অপেক্ষা করে যাবে ?
শেষকালে হোক ছেলেদের অপেক্ষার
১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৬
আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা,
মন্তব্যের প্রথম অংশটুকুর জন্যে অশেষ ধন্যবাদ।
পরের অংশটুকুর জন্যে বলি - মেয়েরা যে ধৈর্যের প্রতীক! তারা যে কোমল মনের! সে তুলনায় ছেলেরা অনেক অনেক পেছিয়ে।
তবে প্রতীক্ষা করতে জানে, এমন ছেলের দেখাও পাবেন হঠাৎ কখনও কখনও।
শেষকালে হোক ছেলেদের অপেক্ষার - শেষকাল পর্যন্ত যেতে হবেনা, একালেই মেয়েরা ঐ স্তরে পোঁছে গেছে। দশজনকে অপেক্ষায় রেখে এগারো নম্বরের সাথে পিজ্জা হাটে....
৭| ১৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন:
কবিতার কি দোষ বলো কবি
সময়ের সাথে বদলে যায় সবি!
স্বপ্ন চাওয়া আবেগের প্রকাশ
ওগো জানু থেকে সোয়ামী , হাবি!
সময়ের পারাপার
হয় গুটি ক'জনার
আবেগ প্রকাশিতে মন
ব্যকুল সবার।
আবার, একাল হবে সেকাল
সময়ের ফেরে
লিখবে কোন কবি এমন
নতুন করে
১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৯
আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু,
আবার, একাল হবে সেকাল
সময়ের ফেরে
লিখবে কোন কবি এমন
নতুন করে
অমন সেকেলে কবিতা লিখতে কি বিদ্রোহ করতে ইচ্ছে হয়না ? লিখেই ফেলুন না হয়, তখন " আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছো মোর কবিতাখানি ..." সার্থক হয়।
৮| ১৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৫
ল বলেছেন: দায় স্বীকার কবিতায় যুগপোযোগী চাষাবাদ।
গদ্যে পদ্যে জীবনের যত গান।
মুগ্ধতা কবি।
১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫০
আহমেদ জী এস বলেছেন: ল,
হা...হা... কবিতা তো এখন চাষযোগ্য পণ্য! এখন দেখার বিষয়, তা উন্নতমানের কিনা নাকি পঁচা জিনিষে ফরমালিন মিশিয়ে তাজা করন প্রকৃয়ায় বাজারজাত হয়েছে!
মন্তব্যে কবিও মুগ্ধ!
১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫২
আহমেদ জী এস বলেছেন: ল,
দুঃখিত, "প্রকৃয়া" হবে " প্রক্রিয়া"। টাইপো হয়েছে।
৯| ১৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩
নীল আকাশ বলেছেন: শুভ সন্ধ্যা,
ছবি কঠিন হয়েছে। আমি মুগ্ধ হয়ে প্রথমে কিছুক্ষন ছবিটাই দেখেছি আগে.....
একাল সেকাল পড়ে খুব ভাল লাগল, কিন্তু উত্তরকাল তো লিখলেন না
উত্তর কালের কিন্তু অপেক্ষায় থাকলাম
ধন্যবাদ আর শুভ কামনা রইল!
১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৩
আহমেদ জী এস বলেছেন: নীল আকাশ,
শুভসকাল।
খুঁজে খুঁজে এনে ছবিটা একারনেই দিয়েছি যাতে আমরা বুঝতে পারি, একালের সবই মিষ্টতা হারিয়ে কান ঝালাপালা সুরের নিনাদ হয়ে গেছে। আর অন্যদিকে সেকালের বেহালার ছড়ে যে মধুরতম মিষ্টি ঝরে ঝরে পড়ে, তা যিনি শুনেছেন তিনিই একমাত্র হৃদয়ে অনুভব করতে পারবেন।
আর উত্তরকাল ? উত্তরকাল বুঝতে হলে একটা বাস্তব উদাহরন দিচ্ছি --- ঘরের বাসন কোসন সব এক জায়গায় করে টেবিলে রাখুন। এর পরে একটি দু'টি করে বাসনগুলো মেঝেতে বা দেয়ালে ছুঁড়তে থাকুন আর তার শব্দের সাথে মিলিয়ে যা খুশি গাইতে থাকুন কোষ্টকাঠিন্যের মতো পায়ুপথ বন্ধ করে। এতে যে সুর লহরী সৃষ্টি হবে তাই-ই উত্তরকাল - উত্তোরোত্তরকালের চরিত্র হবে।
১০| ১৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯
একাল-সেকাল বলেছেন: সেকালঃ
কাগজের ক্ষেতে লাঙলের মত
চষে যেত সে কলম,
লাইনের পর লাইন,
একালঃ
ইলেকট্রিক ডিভাইস আজ হয়েছে সে ক্ষেত,
আর আঙুল পেয়েছে লাঙলের স্বাদ,
চষে যায় সে ফাইলের পর ফাইল।।
১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪১
আহমেদ জী এস বলেছেন: একাল-সেকাল,
কবিতার একাল-সেকাল নিয়ে আপনার কবিতাও দারুন হয়েছে।
চষে যায় সে ফাইলের পর ফাইল।। অসাম.....
মন্তব্যে ধন্যবাদ আর আমার ঘরে প্রথম পা দেয়াতে স্বাগতম।
শুভেচ্ছান্তে ।
১১| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৯
সুমন কর বলেছেন: হাহাহাহা...........মজার হয়েছে।
১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৩
আহমেদ জী এস বলেছেন: সুমন কর,
কেমন মজা? বললেন না তো...
১২| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৫
প্রামানিক বলেছেন: একাল সেকাল দারুণ কবিতা
গুরু বলে কথা
প্রেমের কবিতা সদাই সচল
হোক না যথাতথা।
১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৭
আহমেদ জী এস বলেছেন: প্রামানিক,
প্রেমের কবিতা সদাই সচলিত
এই কথা ঠিকই সত্য প্রমানিত!
১৩| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৪
পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা ব্লগে কবিয়ালের লড়াই আমাদের পরম উপভোগের বিষয়।
চাষবাস' এর একাল সেকাল পড়ে মুগ্ধ হলাম। অভিনন্দন দুই কবিবরকে। ++
শুভকামনা জানবেন।।
১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৬
আহমেদ জী এস বলেছেন: পদাতিক চৌধুরি,
হে...হে.. এটা মোটেও কবিয়ালদের ফাটাফাটি কোনও লড়াই নয়, বরং কবিদের "হয়াল" দেয়া! অর্থাৎ একজনের সুরে আর একজনের গলা মেলানো।
অভিনন্দনের জন্যে ধন্যবাদ।
শুভকামনা রইলো আপনার জন্যেও।
১৪| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৪
জুন বলেছেন: আহমেদ জী এস,
দর্পনে ভালোই ফুটিয়ে তুলেছেন কবিতার একাল সেকাল। খুব মজা করেই তুলে ধরেছেন দুটি কালের পার্থক্য। এবার দেখা যাক ট্রিলজীর লেখক মহান ফারাও আখেনাটেন কি বলে
+
২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৮
আহমেদ জী এস বলেছেন: জুন,
মজা আর কই হলো ? পরকালের কবিতাটা বাদ পড়ে গেছে ।
আর মহান ফারাও আখেনাটেন বলবে কবে ? মন্তব্য করে সেই যে কোথায় ছিটকে গেছে কে জানে!
১৫| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১১
অপু দ্যা গ্রেট বলেছেন:
এ কাল ও সেকাল দারুন মিলেছে ।
সত্যি কথা । আমাদের এখন সব কিছুতেই মিক্সড । ভেজাল ছাড়া আমাদের চলেই না ।
২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৪
আহমেদ জী এস বলেছেন: অপু দ্যা গ্রেট,
ফরমালিন তো সেজন্যেই আছে যাতে ভেজালও তাজা থাকে দীর্ঘদিন।
১৬| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৮
জাহিদ অনিক বলেছেন:
হায় কবিতা ! হায় কবি ! হায় পাঠক !
২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৩
আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক,
এ তো দেখি মহরমের মাতম তুললেন, ঠিক যেন " হায় হাসান! হায় হোসেন! " এর মতো....
১৭| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা দারুণ বুঝিয়েছন, একদম বাস্তব যেন তাই মনে হয়! আগেকার দিনে অনেক মহব্বত ছিল লেখা কিংবা প্রেমে, এখন কোনটাতেই তেমনটা উপস্থিত নেই। আধুনিকতার ছোঁয়া লেগে অতি আধুনিক হয়ে রসহীন কেমন যেন অস্বস্তি অনুভব হয়।
ভালো লাগলো আপনার মিল অমিলের তফাৎ তুলে ধরা কবিতাদ্বয় পড়ে, পার্ফেক্ট বুঝিয়েছেন এক্কেরে।
২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৫
আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন,
সেকালে প্রেম ছিলো, ভালোবাসাও ছিলো।
একালে লোভ আছে, "লভ" নেই। মোহব্বত বার্গার কিং এর টেবিল পর্যন্ত.............
শুভেচ্ছান্তে।
১৮| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০০
রাফা বলেছেন: ভবিষ্যতকালটাও যুক্ত হলে ভালো হইতো।
দু‘কাল নিয়ে কবিতা ভালো হইছে।
ধন্যবাদ,আ.জি.এস।
২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২১
আহমেদ জী এস বলেছেন: রাফা,
ভবিষ্যত কালটিই শুধু নয়, ব্লগার শায়মা পরকালটাও যুক্ত করে দিয়েছেন!
প্রতি-ধন্যবাদ আপনাকেও।
১৯| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৩০
শায়মা বলেছেন: ভাইয়া কবিতার সেকাল একাল হলো
কিন্তু.......
কবিতার পরকাল
বিকালে চা খাইতে যাইবার কথা ছিলো
কিন্তু যাওয়া হইলো না
তড়িঘড়ি করিয়া রাস্তা পার হইতে গিয়া
আমার ভবলীলা সাঙ্গ হইয়াছে.....
জানি তোমায় নিয়ে আর
কবিতা লেখা হইবেক না বলিয়া
রাগিয়া যাইতে পারো
তাই পরকালে বসিয়া এই কাব্য রচনা.....
আর চা খাইতে আসা হইবেনা কখনও .....
২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৬
আহমেদ জী এস বলেছেন: শায়মা,
হা.......হা........... চা খাইতে কি করিয়া আসিবেন ? পরকালে গিয়া ঠেকিয়াছেন, গিলমানেরা কি আপনাকে চা খাইতে আবার ইহকালে ছাড়িয়া দিবেক? কভী নঁহী... উল্টো আপনাকে শরাবন তহুরা খাওয়াইয়া বুঁদ করিয়া রাখিবেক। রাস্তা পার হইতে গিয়া ঠ্যাং ভাঙিয়া যাওয়ায় তখন না পারিবেক নাচা, না পারিবেক গানা।
তা পরকালে কাব্য রচনা করিলেন কি করিয়া ? ল্যাপি আর মোবাইল পাইলেন কৈ? আর ভবলীলা সাঙ্গ হৈলে এই বেহেশতি কাব্য নাজিল কি পেত্নীর কর্ম বলিয়া ধরিয়া লইতে হইবেক? জানি, একালে বা সেকালের জন্মে কবিতা লিখিতে না পারিলেও পরের জন্মে পারিবেক শিওর। পারিতেই হইবেক.............
আসলে উইটি একটি মন্তব্য করেছেন কাব্যের আদলে। চমৎকার হয়েছে সবটুকু। আমার এই কবিতা পোস্টের এটুকু নব্য সংস্করন।
অজস্র ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন আর আনন্দে !
২০| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৩:৫৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: একালের কবিতাটাই ভালো লেগেছে।
২১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৩
আহমেদ জী এস বলেছেন: জুনায়েদ বি রাহমান,
একালের মানুষ যে তাই একালের কবিতাটাই ভালোলাগার কথা!
ভালোলাগার জন্যে ধন্যবাদ।
২১| ১৯ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৪:২০
জুনায়েদ বি রাহমান বলেছেন: আপনার সেকাল-একাল এবং শায়মা আপুর পরকাল মিলিয়ে তিনকালের 'জগাখিচুড়ি'
কথা ছিলো আজ দেখা হবে পকৌড়া, নিমকি আর
চায়ের নিমন্ত্রণে
আসতে পারিনি!
কি করবো বলো? আটকে পড়েছি যে অফিসের কাজে।
সরি.. সরি বেবি... ইমেডিয়েটলি যেতে হবে শহরের বাইরে।
ফিরতে লেট হবে মেবি,
সো অপেক্ষায় না থেকে ভুলে যেও সবি-
২১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৫
আহমেদ জী এস বলেছেন: জুনায়েদ বি রাহমান,
সেকাল-একাল এবং শায়মার পরকাল মিলিয়ে তিনকালের 'জগাখিচুড়ি'তে আপনিও একটু পাঁচফোড়ন মিশিয়ে গেলেন যে!
সে পাঁচফোড়নের গন্ধ লেগে রইলো এই মন্তব্যের ঘরে!
২২| ১৯ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৪৯
নষ্টজীবন® বলেছেন: দারুণ পোস্ট,
২১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫
আহমেদ জী এস বলেছেন: নষ্টজীবন®,
আমার একালের ব্লগ ঘরে স্বাগতম।
আমার ঘরে আপনার এই প্রথম মন্তব্যের জন্যে ধন্যবাদ।
২৩| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৮
কিরমানী লিটন বলেছেন: শোষিতের বাণীগুলো
কবিতার ধ্বনি
সেই কাল- এই কাল
সব কালে-শুনি।
দুঃখ- সুখের বাণী
একাল- সেকাল,
কবিতার কূলে এসে
ভীড়ে মহাকাল।
সনাতন- উপশীরা
সেকাল একাল
কবিতার দাবী হোক
বিশুদ্ধ সকাল।
শ্রদ্ধাভাজন আহমেদ জী এস ভাইয়া
আপনার সেকাল- একাল কবিতার হাহাকার আকালের- নান্দনিক আহাজারি শুনে ছুটেএসে- উপরে আমার কয়েক ছত্র কাব্য প্রতিভা প্রদশর্নের সুযোগটাকে- হাতছাড়া করলাম না।
কবিতায় +++±+++
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৪
আহমেদ জী এস বলেছেন: কিরমানী লিটন,
দুঃখ- সুখের বাণী
একাল- সেকাল,
কবিতার কূলে এসে
ভীড়ে মহাকাল।
দারুন একটি বক্তব্য। কবিতা, কালের রথে চড়ে নিত্যই উধাও হয় । যেতে যেতে সে শুনিয়ে যায় কাল আর মহাকালের বানী। আসলে কবিতা তো কালেরই স্বাক্ষী!
সুন্দর কবিতাটির জন্যে প্লাস +++++
২৪| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৮
নীল আকাশ বলেছেন: @ আর উত্তরকাল ? উত্তরকাল বুঝতে হলে একটা বাস্তব উদাহরন দিচ্ছি --- ঘরের বাসন কোসন সব এক জায়গায় করে টেবিলে রাখুন। এর পরে একটি দু'টি করে বাসনগুলো মেঝেতে বা দেয়ালে ছুঁড়তে থাকুন আর তার শব্দের সাথে মিলিয়ে যা খুশি গাইতে থাকুন কোষ্টকাঠিন্যের মতো পায়ুপথ বন্ধ করে। এতে যে সুর লহরী সৃষ্টি হবে তাই-ই উত্তরকাল - উত্তোরোত্তরকালের চরিত্র হবে। - একদম ঠিক বলেছেন, রিমিক্স করে করে আগের ভালো গান গুলিও এভাবে নষ্ট করেছে যে, মনে হয় এদের মাথা ধরে .........
চমৎকার প্রতি মন্তব্যের জন্য ধন্যবাদ।
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৩
আহমেদ জী এস বলেছেন: নীল আকাশ,
ধন্যবাদ আপনাকেও উত্তরকালটাকে ঠিক ঠিক বুঝতে পেরেছেন বলে।
২৫| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৭
নীলপরি বলেছেন: বোঝার চেষ্টা করলাম । সুন্দর লিখেছেন । উপস্থাপনা খুব ভালো লাগলো ।
+++++
শুভকামনা
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৭
আহমেদ জী এস বলেছেন: নীলপরি,
বোঝার চেষ্টা করলেন , কিন্তু বোঝেননি মনে হলো!
খুব সহজ, বুঝতে তেমন দাঁত ভাঙার দরকার নেই । সেকালের আবেগ আর একালের আবেগের সমীকরণ।
প্লাসের জন্যে কৃতজ্ঞ।
শুভেচ্ছান্তে।
২৬| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মহাকবি আখেনাটেনের সম্পূরক হিসেবে একশ'তে একশ' হয়েছে। তবে শায়মাপুর কমেন্টটা যোগ করলে একশ'তে একশ' দশ হয়েছে।
শুভকামনা জী এস ভাই।
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৫
আহমেদ জী এস বলেছেন: সম্রাট ইজ বেস্ট,
শুভকামনা আপনার জন্যেও বেশী নম্বর দেয়াতে। পক্ষপাতিত্ব ঠিক না ...
২৭| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৭
কাওসার চৌধুরী বলেছেন:
@ আগামী,
তিনদিন হলো হোয়াটসঅ্যাপে দেখা, সরাসরি।
এখন আর শুধু গভীর চাহনী কিংবা কালো ঘন চুল
দেখার সময়, আগ্রহ একদম নেই। ধৈর্য; এটাও চুলোয় গেছে।
এজন্য ডাইরেক্ট চাঁদের দেশে ক্যামেরার লেন্স ঘুরেছে,
গত দু'দিন। আগ্রহের কামুক মনটা ছটফট করছে।
বাতচিত; উচিৎ-অনুচিত! অনেক হয়েছে। আর কত?
এবার কিন্তু দেখা হওয়ার পালা। কোথায়? কবে? কখন?
কোন পার্ক কিংবা সস্তা রেস্তোরায়! বড্ড সেকেলে-ওল্ড ফ্যাশন ।
চল যাই লিটনের ফ্লাট কিংবা নির্জন কোন মোটেলে।
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২২
আহমেদ জী এস বলেছেন: কাওসার চৌধুরী,
একেবারে উত্তরাধুনিক কবিতা।
কবিতায় প্লাস ++++
২৮| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৬
হাবিব বলেছেন: আমি কেমন করে মন্তব্য করি গো বন্ধু..........
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৬
আহমেদ জী এস বলেছেন: হাবিব স্যার,
মন্তব্য না পারেন গন্তব্যের কথা বলুন। মন্তব্য না করে কোথায় নিয়ে যেতে চান ?
২৯| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫১
নজসু বলেছেন:
ভালো লাগা।
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৪
আহমেদ জী এস বলেছেন: নজসু,
৩০| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৭
শিখা রহমান বলেছেন: আপনার একাল আর সেকালের কবিতার তুলনা দারুণ হয়েছে। দুটোর মধ্যে একালের কবিতাটাই বেশী ভালো লাগলো।
পোস্টটা মজা করে দেয়া হলেও চিন্তার খোরাক জোগায়।
শুভকামনা মন্তব্যের যাদুকর!! ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৪
আহমেদ জী এস বলেছেন: শিখা রহমান,
" পোস্টটা মজা করে দেয়া হলেও চিন্তার খোরাক জোগায়। "
সেকালের আবেগ আর একালের আবেগের সমীকরণ। সেকাল কিভাবে পাল্টে পাল্টে গিয়ে অস্থির একালে ঢুকে যায়, তারই আভাস দেয়া। পোস্টের ছবিটা তারই মেটাফোর(মেট্যাফ্যার)
আপনিও থাকুন কবিতায় আর ভালোবাসায়।
৩১| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫১
আখেনাটেন বলেছেন: হা হা হা
আপনার পোস্টে পরে আসছি মহাকবির ভাষ্য নিয়ে।
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৮
আহমেদ জী এস বলেছেন: আখেনাটেন,
ভাবলুম, পরে আসার কথা বলে কেটে পড়লেন বুঝি!
কিন্তু দেখছি দাপটের সাথেই এসেছেন নীচে ................
৩২| ১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২০
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা ! ঘটনা হলো কবিতার একাল সেকাল দুইটাই একজন কবিই লিখলো !!
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৮
আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন,
হা...হা...সেই একজন কবিই সেকালের বয়সে সেকালের কবিতা, আর একালের বয়সে একালের কবিতা লিখেছে! এতো বুদ্ধি আপনার এ্যাদ্দিন কোথায় ছিলো ?
৩৩| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৪
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ঘটনা হল। যাহা ঘটনা তাহা না
।যাহা রটে, কিছুতো বটে
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৫
আহমেদ জী এস বলেছেন: আব্দুল্লাহ্ আল মামুন,
কিইবা রটিয়াছে আর কিইবা বটিয়াছে ?????????????
মাথার উপর দিয়ে গেলো!
৩৪| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৭
সোহানী বলেছেন: এইটা কিছু হইলো ... জী ভাইয়ের পোস্টু দেইখা ছুইটা আইলাম আর আইসা দেখি রিপোস্ট। ভা্ইয়া আপনার লিখাতো মুখস্থ....হাহাহা
যাক, এইবার নাট ভাই কি উত্তর দেয় তা দেখি।
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০০
আহমেদ জী এস বলেছেন: সোহানী,
এইটাতে অনেক কিছু হৈয়াছে ! কি না হৈয়াছে ? শীতের দ্যাশে থাকিয়া মগজে ফ্রষ্টবাইটের আক্রমনে আপনার মগজের তার ছিঁড়িয়া স্মৃতিশক্তি লোপ পাইয়াছে, ইহা প্রমান হৈয়াছে। আমার লেখা যে মুখস্ত করিতে পারেন নাই এখন তাহাও পরিস্কার ফকফকা হৈয়াছে! এইটা আবার কবে, কোথায়, কখন, কিভাবে আমি পোস্টাইয়াছি ম্যাডাম ? রিপোস্ট হৈলো কেম্মে? হের মানে আন্নেও "রাজীব নুর" এর বহিন হৈছেন, না পড়িয়াই মন্তব্য করিয়াছেন! হা...হা....হা...হা....হা....
এবার আপনার নাট ভাইও উত্তর দিয়াছেন বাট সেটাও কি কিছু হৈলো!
খুশি হলুম আপনার জী ভাইয়ের পোস্টে দেখে ছুটে আসছেন জেনে। এতোখানি আন্তরিকতায় ও ভালোবাসায় দায়বদ্ধ হয়ে রইলুম।
শুভেচ্ছান্তে।
৩৫| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৭
আখেনাটেন বলেছেন:
একাল নিয়ে ওক্কে। এখন সেকালকে
বিকেলে চা খেতে যাবো কথা ছিলো, রাইট ?স্যরররর…..রি, যাওয়া হয়নি। মেইনলি সেই সকাল থেকে এক ভীষন আর্জেন্ট কাজে আটকে ছিলাম সন্ধ্যা অবধি । জানি রেগে আছো, এক্সকিউজ চাই ।!
পরকাল সরি উত্তরকালে রূপান্তর করলে ক্যামন দেখায়:
অমাবস্যার তিথিতে রেড টি'র নিমন্ত্রণ; হার্ডওয়্যারে গণ্ডগোল কিংবা বলতে পারো আলঝেইমার। ফলাফল 'হে হে হে'। জানি, এ অপরাধ; ক্রোধান্বিত বিচ্ছুর লেজে পাড়া দিয়ে কোন মহাপুরুষ, কবে জোছনার আলোতে অবগাহন করেছিল?.......
২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫২
আহমেদ জী এস বলেছেন: আখেনাটেন,
মনে হচ্ছিলো বোধহয় ঢাকার জ্যামে আটকা পড়েছেন! তাই আসতে দেরী হচ্ছে!
আবার এসেই তো দিলেন প্যাঁচ লাগিয়ে! এমন উত্তরকালের রূপান্তরের জবাব দিতে তো আমারই হার্ডওয়্যারে গণ্ডগোল হয়ে ক্রাশ করার অবস্থা। ছিঃ ... ছিঃ... ভাববেন না যে আমি একালের ক্রাশ খাওয়ার কথা বলছি। এরা সব নাদান....
এ ক্রাশ, আখেনাটেনের দেশের সুন্দরী শ্রেষ্ঠা ক্লিওপাত্রার মমি হাতখানি (মোমের নয় কিন্তু) বগলদাবা করে আগ্নেয়গিরি-উত্তপ্ত কাপুচিনো ইসোফ্যাগাসে রিফিল করার ইনভাইটেশানটা পাইনি বলে । তাই মিশরীয় তপ্ত লু-হাওয়া হার্টের কোনাকাঞ্চিতে যে ষ্টাইলে স্যাড এর জ্যাম (নট স্যাডিজম) লাগিয়ে দিয়েছে তাতে উত্তরকাল ছেড়ে পরকালে ল্যান্ডিং করলেও মহাপুরুষ হওয়া ইম্পসেবল কারন পোড়ার চক্ষে যে পাপ তা জোছনার আলোতে নাইয়েও সার্ফ এক্সেলের মতো সে পাপ ক্লিন করা যাবেনা। জানি, পরকালে এই ক্রাইমের ভারডিক্ট, ক্রস-ফায়ার। কি আর করা,আলঝেইমার এর পেসেন্ট সেজে তৎক্ষনাত সব ফরগেট করতে হবে.....
৩৬| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫১
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, কবিতার একাল সেকাল নিয়ে এমন চমৎকার একটা কবিতা লেখার জন্য। আর ক্যাপশন ছবিটা তো যা বলার তা বলেই দিচ্ছে!
ভাবতে ভাল লাগছে, আমি এ কালের কবি কিন্তু সেকালের মানুষ; ভাবনা ধ্যান ধারণাও সেকালেরই আছে।
৯ নং প্রতিমন্তব্যে উত্তোরোত্তরকালের চরিত্র হবে বলে যে কথাগুলো বলেছেন, তা পড়ে হাসি আটকে রাখতে পারলাম না। সেই সাথে শায়মা'র চমৎকার মন্তব্যটাও দারুণ উপভোগ্য হয়েছে।
আর কিরমানী লিটন এর তাৎক্ষণিক কবিতাটাও খুব ভাল লেগেছে।
সব মিলিয়ে, কবিতার একাল সেকাল নিয়ে একটি উপভোগ্য কবিতা আর মন্তব্যে প্রাণবন্ত আলোচনায় প্লাস রেখে গেলাম। + +
২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৯
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,
ভালো বলেছেন, একালের কবি কিন্তু সেকালের মানুষ!
কবি দিব্যদ্রষ্ঠা, সে কালের গন্ডিতে বোধহয় আটকে থাকেনা!
আর উত্তোরোত্তরকালের চরিত্র যা লিখেছি তা কি টের পাচ্ছেন না ? সে দুঃখেই তো কবিতার একাল সেকাল নিয়ে বসতে হলো!
প্লাস দেয়াতে ধন্যবাদ, ধন্যবাদ মন্তব্যের জন্যেও।
শুভেচ্ছান্তে ।
৩৭| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৪
সেলিম আনোয়ার বলেছেন: শীতের রাতে এক কাপ চা ভালো জিনিস মনে করিয়ে দিলেন।
অন্তত চায়ের উষ্ণতা প্রাণে ঘুমোতে পারবো....
২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪০
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,
একালের লোকজন চা খায়না, খায় কফি নয়তো কাপুচিনো।
শীতের রাতে শীতল ঘুম নামুক আপনার চোখে......
৩৮| ২২ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৭
নজসু বলেছেন:
প্রিয়,
দুটো ছবি দ্বারা আমি একাল আর সেকালের প্রেমের চারটে করে লাইন লিখবো করে ভেবেছিলাম।
জসীম উদ্দীন
আমার বাড়ি যাইও ভোমর,
বসতে দেব পিঁড়ে,
জলপান যে করতে দেব
শালি ধানের চিঁড়ে।
নির্মলেন্দু গুণ
আমি বলছি না ভালোবাসতেই হবে , আমি চাই
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,
শুধু ঘরের ভেতর থেকে দরোজা খুলে দেবার জন্য ।
বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত ।
২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৮
আহমেদ জী এস বলেছেন: নজসু,
যাক ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে পড়েছিলেন বলেই প্রথম মন্তব্য পিছলে গেছে!
আপনার আগের মন্তব্যের উত্তরে যে ছবি দিয়েছে তার গূঢ় অর্থ হলো একই সুরে গাওয়া! একখানেতেই বসবাস।
দু'জনেই দু'কালের কিন্তু বাজিয়েছেন কবিতার বাজনা-ই!
৩৯| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫৭
সোহানী বলেছেন: আস্তাগফিরুল্লাহ....... এইটা কি হইলো। হুম বুঝলাম মগজে ফ্রষ্টবাইটের আক্রমনের স্বীকার!! আমার স্মরণশক্তি নিয়ে একটু বেশীই ওভার কনফিডেন্স। ইয়ে মানে এখন মাইনাস ৩৮ তাই মনে হয় জট পাকায়ে গেছে। কিন্তু সত্যি বললাম, আধুনিক কবিতার শেষ কিিটি লাইন আমি পড়েছি।
আপনি আমারে রাজিব নুরের বইন বানালেন.........হাহাহাহাহা আমি খুশি। এমন প্রতিথযশা মানুষের বইন হতে পারাতো বিশাল ব্যাপার। রাজিব নুর কি বলে দেখি........
২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৬
আহমেদ জী এস বলেছেন: সোহানী,
হা...হা... জটই শুধু নয় ভজঘটও বাঁধিয়ে ফেলেছেন।
আধুনিক কবিতার শেষ কিিটি লাইন আমি পড়েছি।
তার মানে সবটা পড়েন নি। শেষের ক'টা লাইন পড়েছেন শুধু।
অবশ্য মাইনাস ৩৮য়ে পড়বেনই বা কি করে? দাঁতকপাটি লেগে পড়তে গিয়ে তো কিছু লাইন বাদ পড়তেই পারে! নো টেনশান! রুম হিটার অন করে দিন মগজে ফ্রষ্টবাইটের আক্রমন অফ হয়ে যাবে।
আবারও আসার জন্যে ধন্যবাদ।
ভালো থাকুন। শুভেচ্ছান্তে।
৪০| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০০
আরোগ্য বলেছেন: সেকালের কবিতাগুলো রসে টসটস করে আর একালের কবিতা যেন শুষ্ক তেজপাতা।
সেকাল একাল লড়াইয়ে ভালোলাগা।
২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪০
আহমেদ জী এস বলেছেন: আরোগ্য,
চমৎকার তুলনা হয়েছে সেকাল আর একালের কবিতার।
কবিতাটি ভালো লাগায় ধন্যবাদ।
৪১| ২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৯
কথাকথিকেথিকথন বলেছেন:
কম বুদ্ধি নিয়ে চলাফেরা করি, তাই হয়তো খেয়ালে নজর পড়ে নি !
তবে কী কবির মন সময়ের সাথে পরিশিথিলযোগ্য !!
২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫০
আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন,
কবির মন সময়ের সাথে, সময়ের আগে , সময়ের পরেরও রথে নিত্য উধাও। কবি সর্বগামী।
৪২| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০২
নীলপরি বলেছেন: আপনি দেখছি সিরিয়াসলি নিয়েছেন কথাটা স্যর । আমার মন্তব্যটাই বোধহয় ঠিক হয়নি ।অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমি সরি । আর ,আপনি তো পাঠকের জন্য কবিতা লেখেন । সেভাবে তো বুঝেছিই ।
তবে , সামুতে কবিতার গ্রামার নিয়ে মাঝে মধ্যে হইচই হয় । সেই গ্রামার বোঝার কথা বলতে চেয়েছি । আপনার এই পোষ্টে বললেও এই কবিতাটাই নির্দিষ্ট ছিল না । কথাটা সামগ্রিক ভাবে ছিল ।
আশাকরি , মনে কিছু করবেন নাহ ।
আবারো বলি যে আমি দুঃখিত
শুভকামনা
২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৪
আহমেদ জী এস বলেছেন: নীলপরি,
মোটেও সিরিয়াসলি নিইনি, হালকা চালে নিয়ে হালকা রসে জবাব দিয়েছি। আপনি যে কবিতার একাল সেকাল বোঝার চেষ্টা করছেন, সেটা বুঝতে পেরেই তো লিখেছি - সেকালের আবেগ আর একালের আবেগের সমীকরণ।
আবেগটা হলো ভাষায় আর অনুরাগে। সেকালের আবেগের ভাষার কোমলতা আর একালের আবেগের ভাষার খাঠখোট্টা দিকটার তুলনা করেছি। একালে কবিতায় অনুরাগ নেই, যা আছে তা কঠিন বাস্তবের গরল। সেকালে অনুরাগ কল্পনার ডানা মেলতো যেখানে বাস্তবের ছায়া খুব একটা পড়তোনা। এটাই ছিলো উদ্দেশ্য।
বলেছেন - সামুতে কবিতার গ্রামার নিয়ে মাঝে মধ্যে হইচই হয় । সেই গ্রামার বোঝার কথা বলতে চেয়েছি ।
তা হয় বৈকি। আমিও করি, তবে গ্রামারের দিকে আঙুল তুলিনে কারন আমার মনে হয় কবিতার কোনও গ্রামার নেই। এ কথা অনেক জায়গাতে লিখেছিও আমি। গ্রামারের বদলে আমি সহজবোধ্য অর্থযুক্ত শব্দ ( তা যতো জটিলই হোকনা কেন) আর বক্তব্যের পারস্পারিকতার কথা বলি। কারন লাইনে লাইনে পারস্পারিকতা না থাকলে কি বলা হলো কবিতায় তার আগামাথা খুঁজে পাওয়া ভার হয়ে পড়ে। কথার বুনোটটি ঠাস হতে হবে। ছেঁড়াখোঁড়া-অসংলগ্ন বক্তব্য দিয়ে একটা দূর্বোধ্য লাইন হয়তো দাঁড় করানো যেতে পারে, তবে তা কবিতাকে মোটেও গৌরবান্বিত করেনা।
যেমন খানিক আগে আপনার পোস্টকৃত "পাথরের বুকে শুধু চিড় থেকে যায় " কবিতাটিতে লাইনগুলোর পারস্পারিকতা আছে বেশ। বক্তব্য ছেঁড়াখোঁড়া নয়, ধারাবাহিক। অনেক জটিল কবির মতো অনর্থক জটিলতা নেই শব্দে আর বয়ানে। এটা কবিতা। হোক সহজ, সরল কিন্তু একটা সুন্দর কবিতাই হয়েছে বলবো। এমন ধারার কবিতায় সব শ্রেনীর পাঠকই সাচ্ছন্দ বোধ করবেন।
যাই হোক আপনার দুঃখিত হবার কিছু নেই বরং লজ্জা আমারই , ঐ প্রতিমন্তব্যের হালকা চটুলতা ঠিক বোঝাতে পারিনি আপনাকে।
শুভকামনা আপনার জন্যেও।
৪৩| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৬
নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো উত্তরটা ।
শুভকামনা নিয়েছি আর আপনাকেও শুভকামনা
২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮
আহমেদ জী এস বলেছেন: নীলপরি,
মন্তব্যটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলুম।
শুভরাত্রি।
৪৪| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: একরাশ মুগ্ধতা!!!
৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৩
আহমেদ জী এস বলেছেন: বোকা মানুষ বলতে চায়,
মুগ্ধ হয়ে করা মন্তব্যের জন্যে ধন্যবাদ।
ভালো থাকুন।
৪৫| ৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৯
সিগন্যাস বলেছেন: শুরুতে ভেবেছিলাম টিউশনি নিয়ে কবিতা লিখছেন যেখানে ছাত্রী তার স্যারের অপেক্ষায় আছে। শেষে বুঝলাম ব্যাপারটা আলাদা। কবিতাগুলোর মধ্যে প্রথমটাই ভালো লেগেছে। বাকিগুলো কেমন যেন খাপছাড়া খাপছাড়া লাগলো। যেমন দশো টাকা চেয়ে চিঠি পাঠানো ব্যাপারটা কেমন যেন লেগেছে। যায়হোক প্লাস দিয়েছি।
৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৬
আহমেদ জী এস বলেছেন: সিগন্যাস,
হাসালেন ! শুরুটি পড়ে যদি প্রথমেই মনে হয় "ছাত্রী তার স্যারের অপেক্ষায় আছে" তবে বুঝতে হবে আপনি টিউশানী করে বেড়ান!
শেষেরটা খাপছাড়া খাপছাড়া লাগারই কথা। ওটা যে একালের কবিতা! তাই একালের কবিতায় অনুরাগ থাকার কথা নয়, থাকার কথা নয় কবিতার নম্র আমেজও, নিরেট আবেগহীন ভাবে সোজা সাপটা চাওয়াটাই থাকার কথা। একালের খাপছাড়া মানসিকতার দস্তুর অমনটাই! একালের কবিরা কাঠখোট্টা-ই!
আসলে সেকালের আবেগ আর একালের আবেগের সমীকরণ নিয়েই কিন্তু লেখাটি।
ধন্যবাদ মন্তব্যের জন্যে।
৪৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:২৫
উম্মে সায়মা বলেছেন: সবসময়ই ওল্ড ইজ গোল্ড
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৫
আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা,
হ্যা....ওল্ড ইজ গোল্ড...................
প্রথম বসন্ত রাতের শুভেচ্ছা।
৪৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৭
অন্তরন্তর বলেছেন: আহা সেকাল। সেই কবি কবিতা কত ছন্দ, মসৃণ এবং মোলায়েম। পড়লে পড়তেই ইচ্ছে হতো, এখনো হয়। একাল চলছে একরকম। ভবিষ্যৎ কি হবে জি এস ভাই বলতে পারছি না। শুভকামনা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৩
আহমেদ জী এস বলেছেন: অন্তরন্তর,
ভবিষ্যতের কথা না ভাবাই ভালো।
আমরা তো প্রায় সবাই-ই মনে হয় ব্লগে প্রকাশিত কবিতাই দেখি, ইদানিং কালের প্রতিষ্ঠিত কবিদের কবিতা হয়তো দেখাই হয়না আমাদের। সেগুলোও আধুনিকতার ভুল পরশে ব্লগের কবিতাগুলোর মতোই অছান্দিক, কর্কশ, অমোলায়েমই মনে হবে হয়তো। এটা যুগযন্ত্রনার বালাই।
বসন্তের প্রথম রাতটির শুভেচ্ছা।
৪৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৬
খায়রুল আহসান বলেছেন: কবি সর্বগামী - চমৎকার বলেছেন এ কথাটা, ৪১ নং প্রতিমন্তব্যে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২৬
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,
হা....হা... "কবি সর্বগামী" কথাটি ঠিক তবে চরিত্রে "নিম্নগামী" না হলেই বাঁচোয়া!
বসন্ত রাতের শুভেচ্ছা।
৪৯| ১৯ শে জুন, ২০১৯ রাত ১২:২৫
মুক্তা নীল বলেছেন:
শ্রদ্ধেয় ,
সেকাল -একাল কবিতাটি প্রতীক্ষার পালা বুঝি আর শেষ হয় না।
সেকাল--মায়া ভরা দারুন আবেগ আছে এই প্রতীক্ষার মাঝেও।
আর একাল পড়ে হাসছি যেন একালেরই প্রতিচ্ছবি তুলে ধরেছেন
সবশেষে আদৌ কি প্রতীক্ষার অবসান হয় এদের থেকে ?
ধন্যবাদ ও শুভরাত্রি ।
অ,টা : "কি দোষে "কাহিনী কাব্যতে আমি মন্তব্য
করেছিলাম । আমার মনে হয় নোটিফিকেশন সমস্যা হয়েছে।
আমার ব্লগ বাড়িতে এই মন্তব্যটি নেই।
১৯ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৪১
আহমেদ জী এস বলেছেন: মুক্তা নীল,
প্রতীক্ষার পালা বুঝি আর কেন শেষ হবে না? এই তো বেশ অনেক প্রতীক্ষা শেষে এখানে এলেন! পালা শেষ!
এসেই যে মন্তব্য করলেন তাতে মুগ্ধতাই বাড়লো। পাঠক যদি এমন বিশদ করে লেখার প্রতি তার মনোভাব ব্যক্ত করেন তাতে যিনি লেখেন তিনি অনুপ্রানিত হন, নিজের প্রতি আস্থার জায়গাটি বাড়ে তার।
প্রতীক্ষা আসলে যে কী ভীষন কষ্টের তা বোঝাতে আমি আপনাকে এই লিংকটি দিলুম---প্রতীক্ষা কবিতা ভালোবাসেন বলেই।
অঃটঃ- আসলেই ব্লগের নোটিফেকেশান সহ কিছু কিছু বিষয়ে কারিগরী ত্রুটি রয়েছে। সে কারনেই হয়তো অমনটা হয়েছে। আমার বেলাতেও তাই। "কি দোষে "যে এমনটা হলো!!!!!!!!!
©somewhere in net ltd.
১| ১৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩১
ঠাকুরমাহমুদ বলেছেন: প্রথমে বিভ্রান্ত হতে গিয়ে কবিতার বৈঠা অবশেষে ধরতে পেরেছি ! একাল সেকাল চমৎকার বিশ্লেষেন।