নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ট্রুথ নেভার ডাই্‌জ

নিজের সম্পর্কে লেখার কিছু নেই । সাদামাটা ।

আহমেদ জী এস

পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...

আহমেদ জী এস › বিস্তারিত পোস্টঃ

বড্ড দেরী করে ফেলি সবখানে............

২২ শে মার্চ, ২০১৯ দুপুর ১:২১



বড্ড দেরী করে ফেলি সবখানে............


দেরী করে ফেলি, বড্ড দেরী করে ফেলি-
হাতের নাগাল থেকে সটকে যায় সব খবরের ট্রেন,
ষ্টেশনে পড়ে থাকি আমি একা।
গুটিকয় হ্যাংলা মেয়েমানুষ আর
ন্যাংটো ক’টা ছেলে ডাষ্টবিন খুঁটে খুঁটে কি যেন দেখে,
চকচকে চোখে চায়, ক্ষুধারা ঝিলিক দেয় ?
আমি সে ঝিলিক বুঝতে পারিনে, বড্ড দেরী করে ফেলি।

আমি নাগরিক সভ্যতা জড়ানো বাসটির খোঁজ করি,
হায়.... সে বাসে উঠতেও বড্ড দেরী হয়ে যায়!
মুঠি থেকে পিছলে যাওয়া শিংঙিমাছের মতো
বাসটিও পিছলে যায় বারবার।
মৃত্তিকার জঠর থেকে সব পৌরানিকতা নিয়ে
বাসটি দূরগামী হয় কালের সর্পিল পথে,
শুধু ফেলে রাখা আমায় নিয়ে
রাস্তায় ঠায় দাঁড়িয়ে থাকতে হয় জীবনভর!

ঐ রিক্সায় বুঝি ঠাস বুনটের শাড়ী গায়ে কবিতা যায়,
আমি দুদ্দার দৌঁড়ে যাই কবিতাকে ধরবো বলে
বড্ড দেরী হয়ে যায় আবারও।
রিক্সাটা ফসকে যায় চোখ থেকে
ফসকে যায় কবিতার শরীরও-
আমি শুধু দেরী করে ফেলি, বড্ড দেরী করে ফেলি সবখানে............


[ বিশ্ব কবিতা দিবস উপলক্ষ্যে সহব্লগার' ল 'এর পোস্টটি দেখে মনে হলো বড্ড দেরী হয়ে গেছে দিনটাকে ধরতে। একে তো কবিতায় বিরাগ মানুষ, আর উপরে ব্লগে ব্লগারদের উপস্থিতির খরা, সব মিলিয়ে কবিতার দিনটাকে নিয়ে খেলবে কারা !
তাই - ছিন্ন পাতার সাজাই তরণী একা একা করি খেলা………]

মন্তব্য ৫৪ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৯ দুপুর ১:৫২

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২২ শে মার্চ, ২০১৯ দুপুর ১:৫৮

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,




চৈত্রের খরার মাঝেও আপনার মন্তব্যটি প্রথম বৃষ্টির মতো মনে হলো!

২| ২২ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৪৪

শায়মা বলেছেন: বুঝেছি বুঝেছি... রিক্সায় আনমনা বালিকার পিছে কবিতাটাই ধরতে দেরী হয়েছে তোমার ভাইয়া !!!!!

২২ শে মার্চ, ২০১৯ রাত ১০:৩৯

আহমেদ জী এস বলেছেন: শায়মা,




ঠিক তাই!
কি করবো বলুন? ব্লগের পথ ঘাট যে খানাখন্দে ভরা। পথ ঘাটে যেখানে এতোই খোঁড়াখুড়ি, এতো এতো ব্যারিকেড সেখানে রিক্সার পেছনে পেছনে দৌঁড়ুতে গিয়ে হাপ ধরে যায়! নাগালে পাওয়ার আগেই থেমে যেতে হয় পথের ব্যারিকেডে ধাক্কা খেয়ে ।
এমন বিরান পথেও আনমনা বালিকা তাই নির্বিধায় হাত ফসকে যায়। কবিতাকে বিনুনির মতো করে যে বালিকার দীঘল চুল সাজিয়ে দেবো তাতেও যে বড্ড দেরী হয়ে যায়................

৩| ২২ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:১৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:




:)

২২ শে মার্চ, ২০১৯ রাত ১১:০৯

আহমেদ জী এস বলেছেন: সৈয়দ তাজুল ইসলাম,



লিখতে গেলেই যে আটকে যায় সব কথারা। ফোটেনা ঠিকঠাক। তাই তো লিখতে দেরী হয়ে যায় বারবার.................

৪| ২২ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৫০

মুক্তা নীল বলেছেন: শ্রদ্ধেয়,
অনেক ভালো লেগেছে আপনার কবিতা ও শিরোনাম।
কবি ও কবিতা একে অপরের স্বওা। একজন কবির কবিতা সৃষ্টি হয় একান্ত ভেতর থেকে । কতটা আপনার আপন কে বের করে আনেন, আমাদের জন্য -- যার অবস্থান বিস্তৃত।

বড্ড দেরী করে ফেলি সবখানে......আর আফসোস করবেন না। সব কিছুই হয়তো একদিন হারিয়ে যাবে,
সৃষ্টি কখনও না যাবে ভুলে, না যাবে ছেড়ে ।

২২ শে মার্চ, ২০১৯ রাত ১১:৪০

আহমেদ জী এস বলেছেন: মুক্তা নীল ,



ব্লগের বর্তমান হালচালে নাজেহাল হয়ে, ব্লগে ঢোকার ধকলটুকু সইয়ে অনেক লেখাই দেখতে , অনেকের অনেক কথাই শুনতে বড দেরী হয়ে যায় আজকাল; সে কথাই বলতে চেয়েছি শিরোনামে। সবাই যেন এই অনিচ্ছাকৃত দেরীটুকুর জন্যে ক্ষমা করে দেন , এই প্রচ্ছন্ন ইঙ্গিতও আছে এখানে।
সৃষ্টি হয়তো কখনও যাবেনা ছেড়ে কিন্তু সৃষ্টি কি কিছু করে যাবার সুযোগ এখানে আছে তেমন ? এই হাহাকারও আছে কবিতায়।

মন্তব্যে ভালো লাগা।
শুভেচ্ছান্তে ।

৫| ২২ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৫৪

বলেছেন: ফসকে যায় কবিতার শরীর -- তবুও জীবনভর চলে সাধনা।

শক্তিমান এ কবির শক্তিশালী কবিতায় কি মন্তব্য করি।।।


২২ শে মার্চ, ২০১৯ রাত ১১:৫৫

আহমেদ জী এস বলেছেন: ল,



আপনার লেখাটির প্রতিপাদ্য নিয়েই গড়ে উঠেছে এই অকালের কবিতাটির শরীর। এই লেখার পরিচালক কিন্তু আপনিই।

কি যে দিনগুলো ছিলো ব্লগে! এখন সব কিছুই কেমন যেন ফসকে ফসকে যায়। মন নড়ে তো হাত নড়েনা, হাত নড়ে তো মন চলেনা!
যে ধকল সয়ে আমরা এখনও ব্লগিং করে যাচ্ছি তা শুধু সামুতে আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়ে আছি বলে। এই যেমন আপনিই এখানে এসেছেন দুবার, তাতো ব্লগিং এর প্রতি একধরনের ভালোবাসা থেকেই! আপনার হয়তো এখানে আসতে কোনও বাধা নিষেধ নেই কিন্তু আমাদের এখানে যে ১৪৪ ধারা জারী করা আছে......................

মন্তব্যে একরাশ মুগ্ধতা।
শুভ সকাল।

৬| ২২ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৫৮

বলেছেন: তুমি বড্ড বেখেয়ালি!
সময়ের ঘোড়দৌড়ে শামিল হওনি সবান্ধবে
কোষগুলি ভাইরাসে আক্রান্ত হয়নি প্রযুক্তির বিষমজ্বরে।

ষষ্ঠী মধু আহরণে আজও বৈরাগী তোমার মৌমাছি মন,
সময় বদলায় প্রতিক্ষণ তবুও স্বভাবটা প্রগাঢ় সনাতন,

বিষমিশ্রিত সমাজের কাদাজলে দেখি তোমার অবহেলিত দূর্দশা।
তবুও অনড় অবস্থায় বর্ণিল পথে চলে তোমার সেকেলে আদর্শ।

প্রসন্ন চিত্তে অবলোকন করো শহুরে উদ্যোক্তার অলঙ্করন মাত্রা,
যান্ত্রিক আওয়াজের যাতাকলে চলে তোমার বিলাপ যাত্রা।

বেখেয়ালি ষ্টেশনে দাঁড়িয়ে সভ্যতার পতন দেখো
সকাল দুপুর,
বাহারী প্ররোচনায় রাহুগ্রস্ত হয়নি ছিন্ন পাতার তরণী শুনে কির্তন নূপুর।

বড্ড আনকোরা ও বেখেয়ালি তুমি
হয়ে আছো প্রতিদিনের কবিতা সরস।


আপনার উদ্দেশ্য কটি চরণ!!!

২৩ শে মার্চ, ২০১৯ রাত ১২:৩৪

আহমেদ জী এস বলেছেন: ল,




আপনার নিবেদনটি মাথায় ঠেকালুম।

আমাদের মৌমাছি মনটা আজও বৈরাগী। যে মনটা কাদাজল ঘেটে ঘেটেও সামুর পথে হাঁটতে চায় বিবাগী হয়ে!
সময় বদলায় প্রতিক্ষণ তবুও আমাদের স্বভাবটা প্রগাঢ় সনাতন। সময় হয়তো বেখেয়ালী করেছে সত্য কিন্তু প্রতিদিনের কবিতার মতো সরেস-সচেতন হয়ে উঠবোই একসময়। রা্হুগ্রস্থ চাঁদেরও তো রাহু কেটে যায় যেমন একসময়, তেমন করেই..........

৭| ২২ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:২৬

ম্যাড ফর সামু বলেছেন: আমিও তো সবকিছুতেই বড্ড দেরি করে ফেলি! ভালো লাগলো ভাই আপনার কবিতার প্রতিটি পঙতি।

২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:২১

আহমেদ জী এস বলেছেন: সামুপাগলা০৭,




একটা কথা আছেনা- আগে গেলে বাঘে খায়, পিছে গেলে সোনা পায় ?
তাই মাঝে মাঝে দেরি করে ফেলা ভালো। :P

৮| ২২ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৩৭

জুন বলেছেন: আপনার কবিতাগুলো এমন সুমধুর শব্দরাজি দিয়ে পাটে পাটে সাজানো থাকে আহমেদ জী এস, যখন ধীরে ধীরে তার ভাজ খুলে পড়তে থাকি তখন মন্তব্য দিতে আমার বড্ড দেরী হয়ে যায়। শিং মাছের মত পিছলে যায় সময় নামে ঘড়ির কাটা। ভীষণ দেরী হয়ে যায় কিছু বলতে।
অনেক ভালোলাগা রইলো কবিতা দিবসের অনিন্দ্য কবিতায়।
+

২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৫২

আহমেদ জী এস বলেছেন: জুন,




বাহ.......... বেশ পাটে পাটে সাজিয়ে আমার লেখা দিয়েই আমায় আটকে দিলেন!
মন্তব্য দিতে আপনারই শুধু কেন, আমাদেরও বড্ড দেরী হয়ে যায়! ব্লগের চড়াই উৎরাই পেরিয়ে কারো পোস্টে উঠতে বড় দম লাগে। দিনের বেলা কিছুতেই ব্লগের দরজা জানালা খুঁজে পাইনে। সন্ধ্যেবেলা ঘরে ফিরে আলো জ্বেলে তাকে খুঁজে ফিরতে হয়।
তাই আপনার এমন অনুপম মন্তব্য দেখতে গিয়ে আমার ঘড়ির কাটাও পিছলে গিয়েছে একটা পুরো দিন।

মন্তব্যে হাযারটা লাইক দেয়ার অপশান থাকলে তাই-ই দিতুম।
শুভেচ্ছান্তে।


৯| ২২ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫

সুমন কর বলেছেন: মাঝে মাঝে দেরি করা খারাপ নয়.....দেরি না হলে এমন সুন্দর কবিতা পেতাম না।

২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

আহমেদ জী এস বলেছেন: সুমন কর,



দেরী কি আর সাধে হয় ! হয়, ব্লগের পথে এতো এতো ব্যারিকেডের জন্যে।

এই খরার দিনে মন্তব্যের জন্য ধন্যবাদ।

১০| ২২ শে মার্চ, ২০১৯ রাত ৯:১১

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা দিবসে এক কবির আহ্বানে আর এক কবির ছন্দের তালে দোলায়িত মনের প্রতিচ্ছবি। সুন্দর কবিতা ।

শ্রদ্ধা ও শুভকামনা জানবেন।

২৩ শে মার্চ, ২০১৯ রাত ৮:২২

আহমেদ জী এস বলেছেন: পদাতিক চৌধুরি,



দারুন মন্তব্য - এক কবির আহ্বানে আর এক কবির ছন্দ।

কবিতা দিবসে এক কবি তার কবিতায় যা বলে গেছেন তারই প্রতিধ্বনি করছে আরেক কবি (?)।

১১| ২২ শে মার্চ, ২০১৯ রাত ৯:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: তবু দেরী অনুভূত হলো!
আমার যে দিন চলেই গেল- এ কবিতায় দিলো স্মরণের গালে চাপর
হায়! কবি ও কবিতা!

মত প্রকাশের রুদ্ধদ্বারে মাথা ঠুকে মরে! সময়!
"কবিতায় আর কি লিখব
যখন বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ" -
লাইনগুলো চোখে জ্বালা ধরায়
বড় বেশি স্বার্থপরতায় আমরা রক্ত ঝড়াতে!
পাকা হিসেবীর মতো- ভাগ্যিস একাত্তরের বীর
করেনি নিকেশ, জীবেনর পাওয়া না পাওয়ার
আজো তবে অধরা রয়ে যেত স্বাধীনতা!

এখনো বা ধরতে পেরেছি কই?
গুম খুন ব্যান নিজ গৃহে পরবাসী
তবুও জাগে না চেতনা! লোভি বেঁচে থাকার আশায় মন
খোঁজে কোন কল্পিত রাহবার
এসে মুড়ির মোয়ার মতো স্বাধীনতা টুকু
ধরিয়ে দেবে বুঝি হাতে!

কবিতায় নেই দ্রোহ
নেই আগুন ধরানো আবেগ
কেবল মিনমিনে আত্মগ্লানি আর পরাজয়ের সাতকাহন!

জাগো কবি ! জাগাও কবিতায়
জাগরনের রাজুপুত্তুরের মতো বজ্র কন্ঠের উদাত্ত আহবানে-
তোমাদের যার যা আছে তাই নিয়ে ঝাপিয়ে পড়ো!
রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব!
দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ!
ভাঙাও কবি আর কবিতার ঘুম!

ঈগলের নখর ছিড়ে খুড়ে খাক স্বৈরাচার
অন্যায় জুলুম আর অত্যাচারীর লোভী চোখ
মুক্তির সোনালী ঈগল বয়ে আনুক -
স্বাধীনতা, গণতন্ত্র আর মুক্তির লাল সূর্য
আঁধার অমানিশা কাটিয়ে।





২৩ শে মার্চ, ২০১৯ রাত ১০:০৫

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু,




মন্তব্যের এমন কারুকাজে কবি আর কবিতার ঘুম গেলো ভেঙে।

জেনে রাখুন - কবিতায়ও থাকে দ্রোহ, বুঝে নিতে হয়। কবিতাও ধরায় আগুন চৌদিকে, ভেঙে ফেলে লৌহকপাট।

মন্তব্যের কবিতায় ++++++++

১২| ২২ শে মার্চ, ২০১৯ রাত ৯:১৮

আকতার আর হোসাইন বলেছেন: সুন্দর হয়েছে তারপরেও।

২৪ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭

আহমেদ জী এস বলেছেন: আকতার আর হোসাইন,




ধন্যবাদ মন্তব্যের জন্যে।

১৩| ২২ শে মার্চ, ২০১৯ রাত ১০:৫৬

রাকু হাসান বলেছেন:
সত্যিই সব কিছুতে বড্ড দেরি করে ফেলি । কবিতা পড়ার পর বেশ কিছু ভাবলাম । আমিও দেখছি সব কিছুতে দেরিই করে ফেলি ।

২৪ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯

আহমেদ জী এস বলেছেন: রাকু হাসান,




কবিতা পড়ার পর কিছু ভেবে ভেবে কি পেলেন?
আমিও মনে হয় উত্তর দিতে দেরী করে ফেললুম!

শুভেচ্ছান্তে।

১৪| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ১২:৪৫

প্রামানিক বলেছেন: গুরু, আপনার কবিতার তুলনা নাই। অনেকের চেয়ে আপনার কবিতা ব্যতিক্রম। পড়লেই বোঝা যায় আপনি কি বলতে চেয়েছেন। খুব ভালো লাগল।

২৪ শে মার্চ, ২০১৯ রাত ৮:১৩

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,



যে কোনও লেখা হোক কবিতা কিম্বা গল্প কিম্বা ফিচার, যদি বোঝাই না যায় তবে লিখে লাভ কি?
খুব ভালো লাগলো মন্তব্যে কথাগুলো।

মন্তব্যে প্লাস ও শুভেচ্ছা।

১৫| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ১:১৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক কথাই বলে দিলেন কবিতায়, কেনো এই দেরী তা কিন্তু বলেননি। সহসায় পাওয়ার চেয়ে দেরী করে পাওয়াই যেনো মধুর হয়ে থাকে।

২৪ শে মার্চ, ২০১৯ রাত ৯:১৩

আহমেদ জী এস বলেছেন: মাহমুদুর রহমান সুজন,



কেনো এই দেরী তাও কিন্তু বলেছি ভাবে সপ্তমীতে ।

ব্লগের পথ ঘাট যে খানাখন্দে ভরা। পথ ঘাটে এখানে এতোই খোঁড়াখুড়ি, এতো এতো ব্যারিকেড যে কিছু নাগালে পাওয়ার আগেই থেমে যেতে হয় পথের ব্যারিকেডে ধাক্কা খেয়ে বা গর্তে পড়ে! ব্লগের বর্তমান হালচালে নাজেহাল হয়ে, ব্লগে ঢোকার ধকলটুকু সইয়ে অনেক লেখাই দেখতে , অনেকের অনেক কথাই শুনতে বড দেরী হয়ে যায় আজকাল; সে কথাই অনুক্ত হয়ে আছে শিরোনামে। তাইতো খবরের ট্রেন, নাগরিক সভ্যতার বাস, কবিতার শরীর হাত ফসকে যায়..........

কিছু কিছু পাওয়া কিন্তু নগদ নগদ ভালো, চিত্তমনোহর।

শুভেচ্ছান্তে ।

১৬| ২৩ শে মার্চ, ২০১৯ সকাল ৮:০৯

চাঁদগাজী বলেছেন:

কিছু মানুষ কিছুতেই ঠিনায় পৌঁছাতে পারে না, যখন পোঁছে, তখন সেখানে কাউকে খুঁজে পায় না

২৪ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪০

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী,




চমৎকার বলেছেন। ফিলোসোফিক্যাল।

১৭| ২৩ শে মার্চ, ২০১৯ সকাল ৯:২৬

সোহানী বলেছেন: ঘুম ঘুম চোখে পড়লাম তাই অর্ধেক বুঝছি অর্ধেক বুঝি নাই। কাল আবার ঘুম ছাড়া চোখে পড়ে মন্তব্য করবো।....

২৪ শে মার্চ, ২০১৯ রাত ১০:০৫

আহমেদ জী এস বলেছেন: সোহানী,



হা...হা...হা...
মমতাজের একটা গান আছে --- "আমার ঘুম ভাঙাইয়া গেলো রে মরার কোকিলে.."।
তা কোনও মরার কোকিলে কি এখনও আপনার ঘুম ভাঙাইয়া যায় নাই ? :|

অপেক্ষায় রইলুম, ঘুম ভেঙে কি বুঝেছেন সে মন্তব্যখানি দেখার জন্যে। :P

১৮| ২৩ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৫৮

শায়মা বলেছেন: কি আর করা ভাইয়া......

রিক্সা বালিকাকে কবিতায় না ধরতে পারো......বিনোদ বেনী বাঁধার তরে সখীগনকে না হয় ডেকেই আনো .... :)

২৪ শে মার্চ, ২০১৯ রাত ১০:৪২

আহমেদ জী এস বলেছেন: শায়মা,




সখীদের পাবো কই যে ডাকবো - আয় সবে সহচরী হাতে হাতে ধরি ধরি, নাচিব.....????? ;)
আর ডাকলেই তারা আসবে কেন ? তাদের আর কোনও কাম নাই ????????????? :( :((

১৯| ২৩ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:০৮

নীল আকাশ বলেছেন: গুরু,
বড্ড আমিও দেরী করে ফেললাম আপনার কবিতা পড়তে।

বড্ড দেরী হয়ে গেল জীবনটা শুরু করতে
ফুটন্ত গোলাপের আশায় দৌড়ে যেয়ে দেখি
অগণিত মানুষ ছুটে চলছে গন্তব্যহীন
কাঁটা বিছানো পথে রক্তাক্ত হয় আবেগ
বেদনার রোদে শুকিয়ে গেছে গোলাপের সৌরভ
স্মৃতির ধুলামাখা রাস্তায় এখানে সেখানে
জমে আছে নোংরা জলের পুষ্কনি।


আপনার এই চমৎকার কবিতাটা পড়ার পর কেন যেন হুট করেই কিছু লিখতে ইচ্ছে করল।

ধন্যবাদ এবং শুভ কামনা রইল!!


২৫ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

আহমেদ জী এস বলেছেন: নীল আকাশ,



আপনার এই চমৎকার কবিতাটা পড়ার পর কেন যেন হুট করেই কিছু লিখতে ইচ্ছে করল।
নিঃসন্দেহে আপনার এমন মন্তব্যটি আমার এই কবিতাটির উপলব্দির প্রতি আপনার কবি মনের আস্থারই প্রকাশ।

আপনার কবিতাটিও চমৎকার হচ্ছিল কিন্তু শেষের শব্দটি "পুষ্কনি" তার আবেগটাকে অনেকটা ক্ষুন্ন করেছে বলে মনে হলো। ঐ শব্দটির বদলে "পুকুর" বসিয়ে দেখুন অর্থের ভেতরে একটা দ্যোতনা এসে যাবে। ফালতু মনে হবেনা।

ধন্যবাদ এবং শুভ কামনা আপনার জন্যেও রইলো।
ভালো থাকুন।

২০| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ৮:১৮

মাহমুদুর রহমান বলেছেন: বড্ড দেরী করে ফেলি সবখানে............



কোন সন্দেহ নেই।কবিতাটি চমৎকার লাগলো।

২৫ শে মার্চ, ২০১৯ রাত ৮:৪৩

আহমেদ জী এস বলেছেন: মাহমুদুর রহমান,



জবাব দিতে অনিচ্ছাকৃত দেরী হয়ে গেলো আমারও।
মন্তব্যের জন্যে ধন্যবাদ।

২১| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ৮:৩০

মলাসইলমুইনা বলেছেন: আহমেদ জি এস ভাই,

slow and steady wins the race !

এই বড্ডো দেরিতে করা কবিতার সুন্দর কাব্য আয়োজনে ধন্যবাদ বলতে আমিও বড্ডো দেরি করে ফেললাম মনে হচ্ছে চব্বিশ ঘন্টা মানে পুরো এক দিন ! বড্ডো দেরী করে ফেলা কবিতাতেও কবিতা দিবসের ভালোবাসা অর্ঘ্য নিবেদন ভালো হয়েছে ।সময় মতো লেখা সুন্দর কাব্য কথায় সাজানো অন্য সব কবিতার মতো বড্ড দেরী করে ফেলা এই কবিতায়ও ভালো লাগা।

২৫ শে মার্চ, ২০১৯ রাত ৯:০৬

আহমেদ জী এস বলেছেন: মলাসইলমুইনা,




কিন্তু ঐ একটা ঘটনার পরে কত হাযারবার যে খরগোশ জিতেছে তার কথা কেউ বলেনা! :||

বরাবরের মতোই ছন্দময় মন্তব্য, বাক্য সুষমায় মোড়ানো।
মন্তব্যে প্লাস +++++

২২| ২৫ শে মার্চ, ২০১৯ সকাল ৮:১৪

সোহানী বলেছেন: বড্ড দেরী বলে কিছু নেই সব কিছুরই সমাধান আছে। চেস্টা করে সমাধানে আসতে হবে নতুবা মাইনাস করতে হবে নেক্সট চেস্টা।

যাহোক, হ্যাংলা মেয়েমানুষ কিংবা ন্যাংটো টোকাই কিংবা রাজসিংহাসনে বসা রাজমাতা সবারই পেটের ধান্ধা। সবার পেটেই ক্ষুধা ঝিলিক দেয়। সবাই তা নিজ জায়গা থেকেই খাদ্যের সন্ধান করে সেটা ডাস্টবিন কিংবা রাজকীয় ডাইনিং।

আর গন্তব্যে পৈাছানোর সে বাস !! একটা ধরতে না পারলে আরেকটা........ কোন না কোনভাবেই পৈাছানো যাবেই।

আর কবিতা!!!!!!!!! ধুর্ এটা কোন সমস্যা??? কত কবিতা চারপাশে...... একটা ফসকালে আরেকটা ;) ;)


২৫ শে মার্চ, ২০১৯ রাত ৯:৩৭

আহমেদ জী এস বলেছেন: সোহানী,



সব কিছুরই সমাধান থাকলেও কোনও কোনও সমাধান তৎক্ষনাৎ হয়ে যায়, কোনও কোনও সমাধান বড্ড দেরীতেও হয়। ;)

কিন্তু সময়ে বাস না এলে মনে হয় আগুন লাগিয়ে দেই সারা পৃথিবীতে!

হ্যাঁ কবিতা যেন রেষ্টুরেন্টের পরোটা, চাইলেই গরম গরম ভেজে দেয়া যায়!!!!!! :( নইলে রুটি-তন্দুরী তো আছেই। একটা না একটা খাওয়াই যায়। :P

ঘুম ছাড়া চোখের এই মন্তব্যের জবাব লিখতে লিখতে এখন পেটে ক্ষুধা ঝিলিক দিচ্ছে- পেটের ধান্ধাটা সেরে আসি আগে। :D

২৩| ২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৪৮

নীলপরি বলেছেন: বড্ড দেরী করে ফেলি সবখানে............
-- এই শিরোনামটি আমার ক্ষেত্রে একেবারে প্রযোজ্য । এখানেও দেরী করে ফেললাম পড়তে । তবে এখানে দেরী করে কবিতার সাথে মন্তব্য ও প্রতিমন্তব্যগুলো পড়তে ভালো লাগলো । দেরীর এই ফলাফলটা বেশ ভালো হোলো । :)

বিলম্বিত কবিতা দিবসের শুভেচ্ছা রইলো

২৬ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৩৫

আহমেদ জী এস বলেছেন: নীলপরি,



বড্ড দেরী করে ফেললেও লাভটা হয়েছে আমার, দীর্ঘ একটি মন্তব্য পেয়েছি !
বড্ড দেরী করে ফেলি সবখানে......এই শিরোনামটি মনে হয় অনেকের ক্ষেত্রেই প্রযোজ্য। ব্লগে তাদের বিচরন দেখা যায় বটে কিন্তু কারো লেখায় মন্তব্য করতে দেরী করেই ফেলেন অজান্তে!

হোলির রঙিন শুভেচ্ছা।

২৪| ২৬ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৪০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

দেরি করে যে আসে, ইচ্ছে করে তাকে ভালবাসি।

২৬ শে মার্চ, ২০১৯ রাত ৮:৫৮

আহমেদ জী এস বলেছেন: সৈয়দ তাজুল ইসলাম,




দেরিতে হলেও মন্তব্য করতে যে আসে, ইচ্ছে করে তাকে ভালবাসি।

২৫| ২৬ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৪৭

সায়ন্তন রফিক বলেছেন: অনবদ্য।

২৭ শে মার্চ, ২০১৯ রাত ৮:৩৫

আহমেদ জী এস বলেছেন: সায়ন্তন রফিক,



আপনার উপস্থিতি ভালো লাগলো।

মন্তব্যের জন্যে ধন্যবাদ।

২৬| ২৯ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৪৫

ডঃ এম এ আলী বলেছেন: আমিও বড্ড দেরী করে ফেলি সবখানেে
এই অনিন্দ সুন্দর কবিতাটি পাঠেও
হল যে অসম্ভব দেরী বিবিধ কারণে
জাতে জাতে মিলে গেল প্রিয়ের কোণে।

জানি একদিন শেষ হবে আপনার এ দেরীর পালা
যেদিন অবসান হবে পৃথিবীর ব্যস্ত সব রঙ্গমালা
সকল মানবের অমোহনীয় কন্ঠ একই সাথে হবে রুদ্ধ,
কবির মনের কাগজে লেখা হবেনা আর কোন হতাশার কাব্য।

রিক্সায় চড়া কারো ছায়া হয়ে রবে কেবল প্রাপ্তির অনুভবে ,
অনিন্দ্য সুন্দর এ ধরণি ফিরবে তার আসল স্বভাবে
সেদিন আপনার সকল দেরীর পালা শেষ হবে নিমিশে
আমার শিহরণের প্রতিটি স্পন্দনে সে কামনাই রবে মিশে ।

নিরন্তর শুভেচ্ছা রইল

২৯ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৫৪

আহমেদ জী এস বলেছেন: ডঃ এম এ আলী,




চমৎকার....চমৎকার.......চমৎকার!
হ্যাঁ......... একদিন না একদিন অনিন্দ্য সুন্দর এ ধরণি ফিরবে তার আসল স্বভাবে।

ব্লগের এই ক্রান্তি কালে, অনেকদিন পরে আপনার দেখা মিলতে ভালো লাগলো। ভালো আছেন তো?

২৭| ১৮ ই মে, ২০১৯ রাত ৯:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন: কমেন্ট করতে বড্ড দেরী হয়ে গেল যে :P

সুন্দর কবিতা ++

১৮ ই মে, ২০১৯ রাত ১০:২৫

আহমেদ জী এস বলেছেন: আর্কিওপটেরিক্স,




তাতে কি !
মানুষ তো ! বড্ড দেরী করে ফেলতেই পারে মাঝে মাঝে B-) ..............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.