|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 আহমেদ জী এস
আহমেদ জী এস
	পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...
 
    
রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষে করা এক ভিক্ষুক আমাদের গালে যেন একটি থাপ্পড় দিয়ে গেলেন। আমাদের অনেক  সুবোধ মানুষের গালভরা কথন, এই ক্রান্তিকালে অসহায় মানুষদের প্রতি ফেসবুক, ব্লগ, টুইটার নামের সামাজিক মাধ্যমগুলোতে তাদের লোক দেখানো আহাজারিকে এক ৮০ বছরের মানুষ কি নজিরবিহীন ভাবে তার শীর্ণ বুড়ো আঙুলখানা দৃঢ়তার সাথে  তুলে দেখিয়ে দিয়ে গেলেন স্বপ্ন কখন, কোথায় বিক্রি করতে হয়। 
এগিয়ে আসা মৃত্যুভয়কে ঠেলে ৮০ বছরের এই ভিক্ষুক ভিক্ষেবৃত্তি করে জমানো টাকা তুলে দিলেন সরকারের ত্রান তহবিলে। ত্রান দিতে আসা স্বেচ্ছাসেবকদের বললেন -আমার ত্রান লাগবেনা। আমি ভিক্ষা করে একটি ঘর বানানোর জন্য গত দু’টি বছর ধরে তিল তিল করে ১০ হাজার টাকা জমিয়েছি। আমি বুড়ো মানুষ , আমার মতো মানুষেরা এখন যেখানে খেতে পাচ্ছেনা সেখানে আমি ঘর দিয়ে কি করবো!  এ টাকা আমি ত্রাণ তহবিলে দিতে চাই।
তুলেও দিলেন তার ঘামে ভেজা, ময়লা টাকার বান্ডিলটা মানুষেরই কল্যানে।
আমি বা আমরা যা পারিনি সেই পারাটাই পেরে গেলেন শেরপুর উপজেলার গান্দিগাঁও গ্রামের নাজিম উদ্দিন। উপজেলার নির্বাহী কর্মকর্তার হাতে শেষ সম্বল ১০ হাজার টাকা তুলে দিয়েছেন তিনি। নিজের শেষ স্বপ্নটাকে বিক্রি করে কিনতে চেয়েছেন কিছু অভুক্ত মানুষের মুখের হাসি। 
  ভোরের কাগজ থেকে
 ভোরের কাগজ থেকে 
 
সুশীল সমাজের আমরা কোথায় ? ফেসবুকের কথা আমি জানিনে কিন্তু  ব্লগেও দেখিনি এই বৃদ্ধ মানুষটিকে নিয়ে এক আধ লাইনের কোনও লেখা। জনপ্রতিনিধিরা সব জায়গায় ঢুঁ মারার জন্য এ পর্যন্ত যে খ্যাতি অর্জন করেছেন তারাই যখন আজ কোন মাঠেই নেই সেখানে আমাদের মতো দু’চার টাকা ভিক্ষে দেয়ার লোকদের কিইবা করার আছে? স্বল্প কিছু বিত্তবান সেলফিওয়ালাদের সেলফি তোলার হয়তো হিড়িক আছে, ঐ পর্যন্তই! 
কিন্তু করার ছিলো অনেক কিছু। করিনি। কয়েক হাযার টাকা দেয়ার মতো সামর্থ্য আছে কয়েক লক্ষ মানুষের। কিন্তু একজন “নাজিম উদ্দিন” মানসিকতার মতো কোনও মানসিকতার সঞ্চয় হয়নি তাদের আজো । 
নাজিম উদ্দিন, আপনাকে এই অক্ষমের সশ্রদ্ধ সালাম, অন্তরের সকল নিষ্কলুষ ভালোবাসা...............
কৃতজ্ঞতাঃ  নেট ও  ভোরের কাগজ পত্রিকা। 
 ৬৯ টি
    	৬৯ টি    	 +১৯/-০
    	+১৯/-০  ২৩ শে এপ্রিল, ২০২০  সকাল ১১:০৫
২৩ শে এপ্রিল, ২০২০  সকাল ১১:০৫
আহমেদ জী এস বলেছেন: মোঃ মাইদুল সরকার,
ধন্যবাদ প্রথম লাইক আর মন্তব্য করাতে।
ব্লগে কতো ধরনের লেখাই তো গত দু'দিন ধরে দেখছি কিন্তু এই অসামান্য খবরটি নিয়ে কারো লেখাই দেখতে পাইনি বলে কষ্ট লেগেছে। সে কষ্ট থেকেই আমার এই লেখা। 
আমার নিজের অক্ষমতা নিয়ে আমি নিজেই হেরে গেছি এক ভিক্ষুক নিজাম উদ্দিনের কাছে তাই আমার এই স্বীকারোক্তি।
২|  ২৩ শে এপ্রিল, ২০২০  সকাল ১১:০৪
২৩ শে এপ্রিল, ২০২০  সকাল ১১:০৪
জুন বলেছেন: @নাজিমউদ্দীন আমার সালামটুকুও গ্রহণ করুন।  সত্যি আপনার মত মহত হৃদয়ের পরিচয় 
এদেশে কজন দিতে পারে জানি না।  আপনার কাছে এই দশ হাজার টাকাই চোরদের কাছে কয়েক কোটি টাকা যা দেবার মত বিশাল হৃদয় তাদের নেই। 
আহমেদ জী এস লগ না হয়েই ব্লগের বারান্দায় ঘুরে বেড়াচ্ছিলাম।  আপনার পোস্ট দেখে কিছু না বল্লে নাজিমউদ্দীনের প্রতি অসন্মান দেখানো হতো।   
+
  ২৩ শে এপ্রিল, ২০২০  দুপুর ১:৫০
২৩ শে এপ্রিল, ২০২০  দুপুর ১:৫০
আহমেদ জী এস বলেছেন: জুন,
ব্লগের বারান্দায় গত দু'দিন ধরে কতো কিসিমের লেখাইতো দেখেছি, করোনাকে নিয়ে আমাদের কি কি করা উচিৎ-ত্রান কিভাবে বিলি হবে- সমাজের উচ্চশ্রেনী কিভাবে এগিয়ে আসবেন-এই সংকটকালে ঘরে বসে বসে কে কি করছেন এমন সব  কথা নিয়ে ইনিয়ে বিনিয়ে কতোজনেই তো বলে গেলেন কিন্তু এমন একখানা খবরের দেখা পাইনি কোথাও। 
তাই আপনার মতোই এ খবরটি নিয়ে কিছু না বল্লে নাজিমউদ্দীনের প্রতি অসন্মানই দেখানো হতো বলে এই পোস্টের সূচনা যদি কেউ এ থেকে কিছু শিক্ষা নিতে পারেন। 
আমরা যে কতো বড়াই-ই না করি অথচ একজন ভবঘুরে ভিখিরি চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেলেন আমাদের বড়াইগুলো কতো ঠুনকো, কতোই না অন্তঃসার শূন্য। 
লাইক দেয়ার জন্যে ধন্যবাদ। 
শুভেচ্ছান্তে। 
৩|  ২৩ শে এপ্রিল, ২০২০  সকাল ১১:৪৫
২৩ শে এপ্রিল, ২০২০  সকাল ১১:৪৫
সাজিদ উল হক আবির বলেছেন: সশ্রদ্ধ সালাম নাজিমুদ্দিন সাহেবের প্রতি। আজ নামাজে বিশেষভাবে দোয়া করবো ইনশাআল্লাহ, এই মহৎ হৃদয় মানুষটির সর্বোপরি কল্যানের জন্য। আপনাকেও ধন্যবাদ, আহমেদ সাহেব, এই খবরটি আমাদের সাথে শেয়ার করার জন্যে।
  ২৩ শে এপ্রিল, ২০২০  দুপুর ২:০০
২৩ শে এপ্রিল, ২০২০  দুপুর ২:০০
আহমেদ জী এস বলেছেন: সাজিদ উল হক আবির,
ধন্যবাদ এমন নিরস একটি পোস্টে এসে মন্তব্য করে গেছেন বলে। 
হয়তো এটা তেমন কোনও খবরই নয় অনেকের কাছে কিন্তু এই একফালি ঘটনার ভেতর  "মানুষ" নামের কিছু মানুষ এখনও যে বেঁচে আছে সেটা উঠে এসে আমাদের চেতনার গালে  একটা থাপ্পড় দিয়ে গেলো যেন  মনে হয়!
৪|  ২৩ শে এপ্রিল, ২০২০  দুপুর ১২:২৩
২৩ শে এপ্রিল, ২০২০  দুপুর ১২:২৩
সাইন বোর্ড বলেছেন: উনি সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, টাকা থাকলেই সবাই মানুষ হতে পারেনা ।
  ২৩ শে এপ্রিল, ২০২০  দুপুর ২:১৭
২৩ শে এপ্রিল, ২০২০  দুপুর ২:১৭
আহমেদ জী এস বলেছেন: সাইন বোর্ড,
খাঁটি কথা -   টাকা থাকলেই সবাই মানুষ হতে পারেনা । 
আমাদের চেতনার গালে নিজামউদ্দিন একটা থাপ্পড় দিয়ে গেলেন যেন মনে হয়!
৫|  ২৩ শে এপ্রিল, ২০২০  দুপুর ১২:৪২
২৩ শে এপ্রিল, ২০২০  দুপুর ১২:৪২
নেওয়াজ  আলি বলেছেন: 
  ২৩ শে এপ্রিল, ২০২০  দুপুর ২:২২
২৩ শে এপ্রিল, ২০২০  দুপুর ২:২২
আহমেদ জী এস বলেছেন: নেওয়াজ আলি,
নিদারূন এক সত্যকে দেখিয়ে দিয়ে গেলেন।
৬|  ২৩ শে এপ্রিল, ২০২০  দুপুর ১২:৫৪
২৩ শে এপ্রিল, ২০২০  দুপুর ১২:৫৪
রাফা বলেছেন: শতভাগ দান করার মত কলিজা জিবনেও হবেনা ৯৯.৯৯% মানুষের। আহারে দুনিয়া । ইউটিউবে দেখলাম সরলতা।
ধন্যবাদ,আ.জী.এস।
  ২৩ শে এপ্রিল, ২০২০  দুপুর ২:৩৩
২৩ শে এপ্রিল, ২০২০  দুপুর ২:৩৩
আহমেদ জী এস বলেছেন: রাফা,
পয়সা বানাতে কলিজা লাগেনা, পয়সা মানুষের কাজে লাগাতে কলিজা লাগে। আর শতভাগ দান করা তে তো কলিজার সাথে হৃদয়ও (অনুভব) লাগে, লাগে চোখ.............
৭|  ২৩ শে এপ্রিল, ২০২০  দুপুর ১২:৫৬
২৩ শে এপ্রিল, ২০২০  দুপুর ১২:৫৬
রাফা বলেছেন: https://youtu.be/QynTwM6sYcg দেখুন মানুষটিকে।
  ২৩ শে এপ্রিল, ২০২০  বিকাল ৫:৩৯
২৩ শে এপ্রিল, ২০২০  বিকাল ৫:৩৯
আহমেদ জী এস বলেছেন: রাফা,
 ইউটিউব লিংকটি সংযোজন করে ভালো করেছেন। অনেকেই হয়তো এ খবরটি রাখেন নি। 
ধন্যবাদ।
৮|  ২৩ শে এপ্রিল, ২০২০  দুপুর ২:০৭
২৩ শে এপ্রিল, ২০২০  দুপুর ২:০৭
মেটালক্সাইড বলেছেন: সুশীল সমাজের আমরা কোথায়?
এর মাঝে লুকিয়ে আছে কুৎসিত সত্য আর উত্তর।
আপনার লেখাটিকে শ্রদ্ধা জানিয়ে প্রিয়তে রাখলাম, আশা করি, চাপা পড়ে যাওয়া টুকরো কিছু সত্য তুলে ধরার প্রচেষ্টা অব্যাহত রাখবেন।
  ২৩ শে এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:০২
২৩ শে এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:০২
আহমেদ জী এস বলেছেন: মেটালক্সাইড,
একজন তেমন দরদী মনের মানুষের মন্তব্য, যে মন এমন দৃষ্টান্তে নাড়া খেয়ে যায়। 
আমরা সুশীল সমাজের লোকেরা যে কতো বড়াই-ই না করি অথচ একজন ভবঘুরে ভিখিরি চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেলেন আমাদের বড়াইগুলো কতো ঠুনকো, কতোই না অন্তঃসার শূন্য।
প্রিয়তে নেয়ার জন্যে অশেষ ধন্যবাদ। 
ভালো থাকুন আর নিরাপদে।
৯|  ২৩ শে এপ্রিল, ২০২০  দুপুর ২:২৪
২৩ শে এপ্রিল, ২০২০  দুপুর ২:২৪
জুন বলেছেন: করোনা নিয়ে আমরা যখন ব্লগের পাতায় ঝড় তুলছি তখন মানব দরদী নাজিমুদ্দিনের কথা আমরা আর কেউ লিখতে বসিনি, লিখিনি তার অসামান্য দানের কথা। উনাকে ব্লগের পাতায় তুলে আনার জন্য আপনাকেও জানাই স্যালুট আহমেদ জী এস। মন্তব্যের সুন্দর একটি উত্তরের জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
  ২৩ শে এপ্রিল, ২০২০  রাত ৮:৪৮
২৩ শে এপ্রিল, ২০২০  রাত ৮:৪৮
আহমেদ জী এস বলেছেন: জুন,
আবারও এসে মন্তব্য করে কৃতজ্ঞ করে রাখলেন।
১০|  ২৩ শে এপ্রিল, ২০২০  দুপুর ২:৪৪
২৩ শে এপ্রিল, ২০২০  দুপুর ২:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: শ্রদ্ধেয় নাজিমুদ্দিন আপনাকে অশেষ কৃতজ্ঞতা।
আহমেদ জী এস,
আপনাকেও অনেক ধন্যবাদ চমৎকার একটি পোষ্ট শেয়ার করার জন্য।
  ২৩ শে এপ্রিল, ২০২০  রাত ১০:৩৯
২৩ শে এপ্রিল, ২০২০  রাত ১০:৩৯
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,
নাজিমুদ্দিন এক ক্রান্তি কালের পথপ্রদর্শক।
গরীবদের নিয়ে এমন সব লেখা তেমন কেউ একটা পড়েনা। ধন্যবাদ, আপনি পড়েছেন এবং মন্তব্য করেছেন।  
১১|  ২৩ শে এপ্রিল, ২০২০  বিকাল ৪:২৩
২৩ শে এপ্রিল, ২০২০  বিকাল ৪:২৩
রাজীব নুর বলেছেন: নিউজটা আজ টিভিতে দেখলাম। গ্রেট। অনেকের এই ভিক্ষুকের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত।
  ২৩ শে এপ্রিল, ২০২০  রাত ১০:৫৫
২৩ শে এপ্রিল, ২০২০  রাত ১০:৫৫
আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর, 
বড্ড দেরী করে ফেলেছেন দেখতে! 
আমাদের মতো সুশীলদের চেতনার গালে নিজামউদ্দিন একটা থাপ্পড় দিয়ে গেলেন  মনে হয়!
১২|  ২৩ শে এপ্রিল, ২০২০  রাত ৮:৫৭
২৩ শে এপ্রিল, ২০২০  রাত ৮:৫৭
শের শায়রী বলেছেন: আহমেদ ভাই, মহামারীর অন্ধকার অমানবিকতার পাশে এই সব মানবিকতা সব সময়ই বাতিঘর হয়ে জ্বলবে। নাজিম চাচাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ সালাম।
  ২৪ শে এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:৫৩
২৪ শে এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:৫৩
আহমেদ জী এস বলেছেন: শের শায়রী,
সেই বাতিঘরের খবর কয়জনেই বা রাখে!  
সেলিব্রিটিদের কিছু এদিক সেদিক হলেই ব্লগে মোটামুটি ঝড় বয়ে যায় অথচ আমার এই পোস্টের আগে এমন বাতিঘরের আলো কারো চোখেই কেন যে পড়েনি, তা বুঝিনি।  
অবাক লেগেছে, আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা যেখানে ত্রাণের সামগ্রী চুরি করে ধরা খাচ্ছেন সেখানে আর একজন ভিক্ষুক ভিক্ষে করে তার জমানো সর্বস্য  নিঃস্বার্থভাবে দান করে দিচ্ছেন, এমনটা কারো নজরে কেন পড়েনি...
১৩|  ২৩ শে এপ্রিল, ২০২০  রাত ৯:৪৩
২৩ শে এপ্রিল, ২০২০  রাত ৯:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: তবুওকি লজ্জ্বা হবে? 
শেয়ার বাজার লুটে খাওয়া
ক্যাসিনোর থরে থরে বান্ডিলওয়ালা
ঘুষ খেয়ে করা আলীশান প্রাসাদ মালিক
ওয়াজ করে কামানো লাখপতি মোল্লা
কিংবা বিবৃতিবাজ মানবতাবাদীদের!!!!  
সত্যি সকলের প্রতি বৃদ্ধঙ্গুলিই দেখালেন বটে। কোরআনের সেই আয়াতটা মনে পড়লো-
" সম্পদের আসক্তি তোমাদের মোহাচ্ছন্ন করে রেখেছে, যে পর্যন্ত না তোমরা কবরে উপস্থিত হও।"
প্রকৃত ভিআইপি জনাব নাজিমের প্রতি সশ্রদ্ধ অভিবাদন।
  ২৪ শে এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৭:৩২
২৪ শে এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৭:৩২
আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু,
মন্তব্যে আগেই লাইক দিয়ে রেখেছি (ভালো লাগলোতে টিক)।একাধিক দেয়ার সুযোগ থাকলে তাই-ই দিতুম। 
যাদের যাদের কথা বললেন, তাদের কারো ল্জ্জা হবেনা। কারন "লজ্জা" শব্দটি তাদের অভিধানে নেই। হয়তো বোঝেই না লজ্জা কি জিনিষ, কিভাবে বেআব্রু করে দেয়! 
জনাব নাজিমউদ্দিন শুধু বৃদ্ধাঙ্গুলিই আমাদের দেখান নি,  সপাটে একটি চড়ও বসিয়ে গেছেন গালে...............
১৪|  ২৩ শে এপ্রিল, ২০২০  রাত ১১:১১
২৩ শে এপ্রিল, ২০২০  রাত ১১:১১
করুণাধারা বলেছেন: নাজিম উদ্দিন যেন এক আয়না, আমরা তার মাধ্যমে নিজেদের দেখে নিতে পারলাম! 
আপনাকে ধন্যবাদ, এই মহান মানুষটিকে ব্লগে নিয়ে আসার জন্য। সবসময় যখন অমানবিকতার গল্প শুনছি, তখন এই কাহিনী মন ভালো করে দিল।
  ২৪ শে এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৭:৫৬
২৪ শে এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৭:৫৬
আহমেদ জী এস বলেছেন: করুণাধারা,
জনাব নাজিমুদ্দিন আসলেই একটি মানবতার গল্প লিখে গেছেন, শীর্ণবুকের পাজর থেকে উঠে আসা এক দায়বোধের গন্ধ মাখিয়ে।  
কিন্তু আমার  অবাক লেগেছে, আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা যেখানে ত্রাণের সামগ্রী চুরি করে ধরা খাচ্ছেন সেখানে আর একজন ভিক্ষুক ভিক্ষে করে তার জমানো সর্বস্য নিঃস্বার্থভাবে দান করে দিচ্ছেন, এমনটা কারো নজরে কেন পড়েনি! 
হয়তো সর্বহারাদের নিয়ে এমন সব গল্প তেমন কেউ একটা জানতেও চায়না...........
১৫|  ২৩ শে এপ্রিল, ২০২০  রাত ১১:৩০
২৩ শে এপ্রিল, ২০২০  রাত ১১:৩০
কথার ফুলঝুরি! বলেছেন: উনার খবর দেখেছি আমি । পরবর্তীতে প্রধানমন্ত্রী উনাকে ঘর ও মুদির দোকান দিয়ে দিয়েছেন বা দিবেন । 
পৃথিবীতে যতই বিবেকহীন খারাপ মানুষ থাকুক ভালো মানুষের সংখ্যাও কম নয় । ভালোবাসা, মমতা বিবেক এসব এখনও আছে বলেই টিকে আছে পৃথিবী ।
  ২৪ শে এপ্রিল, ২০২০  রাত ৮:৩২
২৪ শে এপ্রিল, ২০২০  রাত ৮:৩২
আহমেদ জী এস বলেছেন: কথার ফুলঝুরি!   
হ্যা.....ভালোবাসা, মমতা বিবেক এসব এখনও আছে বলেই টিকে আছে পৃথিবী ।
১৬|  ২৪ শে এপ্রিল, ২০২০  রাত ১২:২৭
২৪ শে এপ্রিল, ২০২০  রাত ১২:২৭
নতুন বলেছেন: ভিক্ষা করে জমানো ১০০০০ টাকা দান করেছেন। লজ্জা লাগছে আমরা কি করতে করেছি?
  ২৪ শে এপ্রিল, ২০২০  রাত ৯:১২
২৪ শে এপ্রিল, ২০২০  রাত ৯:১২
আহমেদ জী এস বলেছেন: নতুন ,
টাকার অংকটিই বড় নয়, বড় হোল তিনি  তিল তিল করে জমানো তার সর্বস্যটুকুই দিয়ে দিয়েছেন। 
আমরা কিছুই করিনি, একজন নিজামউদ্দিনের কাছে আমরা কঠিন ভাবে হেরে গেছি.....................
১৭|  ২৪ শে এপ্রিল, ২০২০  রাত ১২:৪৮
২৪ শে এপ্রিল, ২০২০  রাত ১২:৪৮
মা.হাসান বলেছেন: যারা স্বপ্ন দেখতে ভুলে গেছি, নাজিম উদ্দিন তাদের নতুন করে স্বপ্ন দেখার প্রেরণা দিয়ে গেলেন। 
বাইবেলে এক জায়গায় আছে, যিশু মানুষের কাছ থেকে দান গ্রহণ করেছিলেন।  একজন বৃদ্ধা মহিলা সামান্য কিছু সঞ্চয় যিশু কে দান করলেন।  সবার দান গ্রহণ শেষে যীশু বললেন আজকে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি দান করেছে এই বৃদ্ধা মহিলা।  সবাই আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন- তা কি করে সম্ভব ? যীশু বললেন - তোমরা সবাই দিয়েছো তোমাদের যা উদ্বৃত্ত আছে তা থেকে।  এই বৃদ্ধা দিয়ে দিয়েছে তার সর্বস্ব।
  ২৪ শে এপ্রিল, ২০২০  রাত ৯:৩৮
২৪ শে এপ্রিল, ২০২০  রাত ৯:৩৮
আহমেদ জী এস বলেছেন: মা.হাসান,
আপনি তো আবার অংক ( স্ট্যাটিষ্টিকস ) ভালো বোঝেন। নিজামউদ্দিন দিয়েছেন তার সর্বস্ব। যদি বিলগেটস তার সর্বস্ব দিয়ে দিতেন তবে তার অংকটি কতো হোত ? 
বিলকে বাদ দিন, আমাদের দন্ডমুন্ডের কর্তারা কেউ একজনও যদি তার সর্বস্ব দিয়ে দিতেন তবে তার পরিমান কতোজন নাজিমউদ্দিনের সমান হোত? 
ছোট্টকালের মৌখিক অংক। সোজা......  
 
আপনার দেয়া বাইবেলের উদাহরণটি থেকে এই অংকটির জন্ম।   
 
১৮|  ২৪ শে এপ্রিল, ২০২০  রাত ১:২০
২৪ শে এপ্রিল, ২০২০  রাত ১:২০
ব্লগার_প্রান্ত বলেছেন: এই মহান মনের মানুষটির কথা জানা ছিলো না। এরাই আমাদের বাংলাদেশের পবিত্র সন্তান।
  ২৪ শে এপ্রিল, ২০২০  রাত ১০:১১
২৪ শে এপ্রিল, ২০২০  রাত ১০:১১
আহমেদ জী এস বলেছেন: ব্লগার_প্রান্ত,
হ্যা.... কোনও ধনকুবের নয়, কোনও সুশীলও নয়, এইসব দিন আনা দিন খাওয়া মানুষগুলোই মনে হয় দেশের পবিত্র সন্তান।
১৯|  ২৪ শে এপ্রিল, ২০২০  ভোর ৫:১৮
২৪ শে এপ্রিল, ২০২০  ভোর ৫:১৮
সোহানী বলেছেন: প্রিয় জী ভাই, আসলে আমাাদের বিবেচনাবোধ যা কিছু আছে তা চারপাশের চাপে সিমেন্ট এর মতো শক্ত হয়ে গেছে। তাইতো সমাজের অবিেবেচকবোধ সম্পন্ন মানুষগুলোর উল্লাস বেড়েই চলছে।
নাজিম উদ্দিন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কি করা উচিত। তারপরও যদি কিছু বুঝি............
খুব মন খারাপ নিয়ে দেশের চিন্তায় অস্থীর থাকি। আপনি কি কোন ডিউটিতে আছেন? করোনা হাসপাতালে ডাক্তারদের জন্য যে নিয়ম করেছে তা শুনে প্রচন্ড আতংকে আছি। দেশের ডাক্তারাইতো দেখি সবচেয়ে বেশী বিপদে আছে।
  ২৫ শে এপ্রিল, ২০২০  রাত ৮:৪৯
২৫ শে এপ্রিল, ২০২০  রাত ৮:৪৯
আহমেদ জী এস বলেছেন: সোহানী,
অনেকেই হয়তো বলবেন, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা কিন্তু নিরবিচ্ছিন্ন যেসব ঘটনা অহরহ আমরা দেখতে পাই তার মাঝে এরকম একটি ঘটনাই আমাদের চোখে আঙুল দিয়ে কিছু দেখিয়ে যেতে, বুঝিয়ে দিতে চায়। আপনার কথামতোই বলি- তারপরও যদি কিছু বুঝি............
না সোহানী, আমি বর্তমানে এ্যাকটিভ চিকিৎসা পেশায় জড়িত নই। চিকিৎকসকদের জন্যে আপনার উৎকন্ঠা, মানবিক।
সারা পৃথিবীর ডাক্তারাই তো আসলে বেশী বিপদে আছেন। তবুও এই বিপদ মাথায় নিয়ে আমাদের চিকিৎসা সেবার প্রতিটি স্তরের লোকজনই  সাধ্যমতো সেবা দিয়ে যাচ্ছেন। সরকার তাদের স্বাস্থ্যঝুঁকির যথাসম্ভব নিরাপত্তা দিতেও কার্পন্য করছেন না। যেহেতু সম্পদ সীমিত, সংগঠনের অভাব, পরিকল্পনায় দোটানা ভাব আছে তাই সবটা আপাতঃ বিশৃংখল মনে হলেও তা সুসংহত হবে তাড়াতাড়িই, এমনটা আশা করা যায়।
ভালো থাকুন, নিরাপদে থাকুন।
২০|  ২৪ শে এপ্রিল, ২০২০  সকাল ১০:২৭
২৪ শে এপ্রিল, ২০২০  সকাল ১০:২৭
রাজীব নুর বলেছেন: সবার মন্তব্য গুলো পড়তে আবার এলাম।
  ২৫ শে এপ্রিল, ২০২০  রাত ৯:০১
২৫ শে এপ্রিল, ২০২০  রাত ৯:০১
আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,
ভালো করেছেন। অকর্মা হয়ে ঘরে বসে থাকার চেয়ে এও ভালো.............. 
২১|  ২৪ শে এপ্রিল, ২০২০  সকাল ১০:৫৮
২৪ শে এপ্রিল, ২০২০  সকাল ১০:৫৮
মনিরা সুলতানা বলেছেন: সত্যিই নাজিম উদ্দিন এর মত মানুষগুলো আমাদের  স্বপ্ন দেখায়, আশা জাগায়।
ধন্যবাদ শেয়ার করার জন্য। 
  ২৫ শে এপ্রিল, ২০২০  রাত ৯:৫৫
২৫ শে এপ্রিল, ২০২০  রাত ৯:৫৫
আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা,
একজন নিজামউদ্দিনের কাছে আমরা কঠিন ভাবে হেরে গেছি.....................
মন্তব্যের জন্যে ধন্যবাদ। 
ভালো থাকুন, নিরাপদে থাকুন।
২২|  ২৪ শে এপ্রিল, ২০২০  সকাল ১১:১৯
২৪ শে এপ্রিল, ২০২০  সকাল ১১:১৯
পদাতিক চৌধুরি বলেছেন: 
পৃথিবীটা এখনো শেষ হয়ে যায়নি। বিপদের দিনেই মানুষ চেনা যায়। রত্ন যেখানেই থাকুক সে তার প্রকৃতি তুলে ধরবেই। 
অন্তরের স্যালুট নাজিম উদ্দিন মহাশয়কে।  আপনার মহৎ উদ্দেশ্য যেন সার্থকতা লাভ করে। মানব সভ্যতা যেন চলমান বিপদ থেকে উদ্ধার হয়। 
আপনাকে ধন্যবাদ সুন্দর এবং প্রচার বিবর্জিত ঘটনাটি শেয়ার করার জন্য।
শুভেচ্ছা নিয়েন।
  ২৭ শে এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৭:২৪
২৭ শে এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৭:২৪
আহমেদ জী এস বলেছেন: পদাতিক চৌধুরি,
মন্তব্যের জন্যে ধন্যবাদ কিন্তু দুঃখিত দেরীতে প্রতিউত্তর করতে হলো বলে। 
পৃথিবীর সবটাই আসলে শেষ হয়ে যায়নি। এর পরতে পরতে কিছু আলোর ঝলকানি আছে বলেই পৃথিবীটা এখনও অনেক সুন্দর।
২৩|  ২৪ শে এপ্রিল, ২০২০  সকাল ১১:৫২
২৪ শে এপ্রিল, ২০২০  সকাল ১১:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কী বলবো বা লিখবো, বুঝতে পারছি না। আসলে বাকরুদ্ধ। নজিমউদ্দিন সাহেবের এই দৃষ্টান্ত সভ্য সুশীল গোষ্ঠীর গালে জোরসে একটা চপেটাঘাত। আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা যেখানে ত্রাণের সামগ্রী চুরি করে ধরা খাচ্ছেন, আর একজন ভিক্ষুক নিজের জমানো টাকা নিঃস্বার্থভাবে দান করে দিচ্ছেন। 
আল্লাহ নজিম উদ্দিন সাহেবকে উত্তম প্রতিদান দিন।
  ২৭ শে এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৭:৪৭
২৭ শে এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৭:৪৭
আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, 
প্রতিমন্তব্য দিতে দেরী হলেও "লাইক" দিয়ে গেছি মন্তব্য দেয়ার সাথে সাথে। 
শীর্ণ দেহের একজন নিজামউদ্দিনের কাছে আমরা কিন্তু কঠিন ভাবেই হেরে গেছি.....................
  ২৭ শে এপ্রিল, ২০২০  রাত ৮:৫৮
২৭ শে এপ্রিল, ২০২০  রাত ৮:৫৮
আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই,
আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি ( হয়তো জেনেও থাকবেন ইতিমধ্যে ) মাননীয় প্রধানমন্ত্রী এই সর্বস্ব দান করে দেয়া মানুষটির জন্যে জমি-বাড়ী আর উপার্জনের জন্যে দোকান করে দেয়ার নির্দেশ দিয়েছেন, আপনি যেমনটা তাঁর জন্যে প্রত্যাশা করেছেন।
যোগ্য ও উত্তম প্রতিদান।
২৪|  ২৪ শে এপ্রিল, ২০২০  দুপুর ১:২৪
২৪ শে এপ্রিল, ২০২০  দুপুর ১:২৪
পুলক ঢালী বলেছেন: সুন্দর, শিক্ষনীয় এবং সমাজের সামর্থবান মানুষকে চপেটাঘাতও বটে। দীনদরিদ্র একজন বিশাল মনের মানুষকে সম্মান না জানিয়ে উপায় নেই নাজিমুদ্দিনক ভাইকে স্যালুট। এই মানুষগুলি সহজ সরল সাধারন, কোন প্রত্যাশা রেখে দান করেননি। ছবি দেখে বুঝা যায় তার আন্তরিকতা, যেখানে অনেকেই প্রচার, সেলফী, ক্যামেরা ইত্যাদিতে চেহারা দেখাবার জন্য দান খয়রাত করছেন, যারা নিচ্ছেন তারাও চেহারা দেখাচ্ছেন ফলে প্রিপ্ল্যান্ড আয়োজন বুঝা যায়। সহজ সরল মানুষের সাথে আমরা ভদ্রলোকদের পার্থক্যই এখানে।
এমন একটি বিষয়কে সবার অগোচরে হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে এখানে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব জী এস ভাই। ভাল থাকুন। 
(অ:ট: আপনার কপাল পোড়ায় আমার ৩৫ নং কমেন্টটা ডিলিট করে দেবেন প্লীজ ঐ কমেন্ট অপ্রয়োজনীয়।)
  ২৭ শে এপ্রিল, ২০২০  রাত ৮:২৮
২৭ শে এপ্রিল, ২০২০  রাত ৮:২৮
আহমেদ জী এস বলেছেন: পুলক ঢালী,
প্রতিমন্তব্য দিতে দেরী হলেও মন্তব্য দেয়ার সাথে সাথেই "লাইক" দিতে দেরী করিনি।
ছবি দেখে বুঝা যায় তার আন্তরিকতা, যেখানে অনেকেই প্রচার, সেলফী, ক্যামেরা ইত্যাদিতে চেহারা দেখাবার জন্য দান খয়রাত করছেন, যারা নিচ্ছেন তারাও চেহারা দেখাচ্ছেন ফলে প্রিপ্ল্যান্ড আয়োজন বুঝা যায়। সহজ সরল মানুষের সাথে আমরা ভদ্রলোকদের পার্থক্যই এখানে।
 
আপনার এমন কথা এখনকার বাস্তবের অপ্রিয় সত্যটাই তুলে ধরেছে। 
ভালো থাকুন। সুস্থ্য থাকুন।
( আপনার অনুরোধ রক্ষিত হয়েছে। )
২৫|  ২৪ শে এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৭:০৮
২৪ শে এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৭:০৮
মিরোরডডল  বলেছেন: সোশাল মিডিয়াতে সেইভাবে একটিভ নেই বলে এই নিউজ দেখা হয়ে উঠেনি । আপনার লেখাতেই জানলাম । থ্যাংকস এতো সুন্দর দৃষ্টান্ত নিয়ে পোষ্ট দেবার জন্য । 
ভদ্রলোক অনেক বড় মনের একজন মানুষ । বিষয়টা যেন আবার এমন না হয় যে কিছুদিন সোশাল মিডিয়া আর নিউজে ওনাকে নিয়ে খুব লেখালেখি হোল তারপর কোন একসময় আবার হারিয়েও গেলো ।  সরকার অথবা লোকাল কমিউনিটির উচিৎ ওনার জন্য একটা সিকিউরড লাইফের ব্যবস্থা করা যেন এই ৮০ বছর বয়সে ওনাকে ভিক্ষাবৃত্তি পেশা কন্টিনিউ করতে না হয় ।  হি মাস্ট ডিসার্ভ আ কম্ফোরটেবল লাইফ ইন হিজ এইজ ।
  ২৭ শে এপ্রিল, ২০২০  রাত ৮:৫৬
২৭ শে এপ্রিল, ২০২০  রাত ৮:৫৬
আহমেদ জী এস বলেছেন: মিরোরডডল,
 মন্তব্য দেয়ার সাথে সাথেই "লাইক" দিতে দেরী করিনি যদিও প্রতিমন্তব্য হোল দেরীতে। 
আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি ( হয়তো জেনেও থাকবেন ইতিমধ্যে ) মাননীয় প্রধানমন্ত্রী এই সর্বস্ব দান করে দেয়া মানুষটির জন্যে জমি-বাড়ী আর উপার্জনের জন্যে দোকান করে দেয়ার  নির্দেশ দিয়েছেন, আপনি যেমনটা তাঁর জন্যে প্রত্যাশা করেছেন। 
যোগ্য প্রতিদান।
ভালো থাকুন আর সুস্থ্য।
২৬|  ২৪ শে এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৭:২৯
২৪ শে এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৭:২৯
মুক্তা নীল বলেছেন: 
শ্রদ্ধেয় ভাই , 
আমাদের দেশে এমন মানুষ আছে শ্রদ্ধায় ও গর্বে বুকটা 
ভরে উঠছে নাজিমুদ্দিন এর জন্য । আর উনাকে নিয়ে
লেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
ভালো থাকুন।
  ২৭ শে এপ্রিল, ২০২০  রাত ১০:১৬
২৭ শে এপ্রিল, ২০২০  রাত ১০:১৬
আহমেদ জী এস বলেছেন: মুক্তা নীল,
নাজিমউদ্দিনের মতো লোকেরা আছেন বলেই পৃথিবীটা এখনও সুন্দর।
প্রতিমন্তব্য দিতে দেরী হলেও মন্তব্য দেয়ার সাথে সাথেই "লাইক" দিতে কিন্তু দেরী করিনি।
সাথে থাকার জন্যে ধন্যবাদ।
ভালো থাকুন, নিরাপদে থাকুন।
২৭|  ২৪ শে এপ্রিল, ২০২০  রাত ৯:১৭
২৪ শে এপ্রিল, ২০২০  রাত ৯:১৭
সেলিম আনোয়ার বলেছেন: মানবিকতার বাতিঘর শ্রদ্ধেয় নাজিমুদ্দিন ,
ভিক্ষা বৃত্তি করে কাটে তার প্রতিদিন,
ঘর নেই বাড়ি নেই নেই কোন ঠিকানা
পথে ঘাটে মানুষের কাছে চেয়ে চেয়ে
বৃদ্ধ বয়সে জমেছে তার টাকা দশ হাজার,
সবটাই করে দিলেন দান সে এক অভাবনীয় ঘটনা
তথাকথিত জনপ্রতিনিধি যখন
ত্রাণ চুরির উৎসবে উঠেছে মেতে
 তাই নিয়ে মিডিয়া তোলপাড়
ভিক্ষুক নাজিমুদ্দিন তখন  যেন 
সবচেয়ে বড় ত্রাতা অভাগা দেশটার,
হয়ে দরিদ্র মানুষের অন্নদাতা,
কোভিড নাইনটিন কতো কিছুই দেখালে
ভিআইপির নৈতিক স্খলন আর দরিদ্রের  মহানুভবতা।
  ২৮ শে এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৭:০৭
২৮ শে এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৭:০৭
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,
খুব খাঁটি কথাটিই বলেছেন ---
কোভিড নাইনটিন কতো কিছুই দেখালে
ভিআইপির নৈতিক স্খলন আর দরিদ্রের মহানুভবতা। 
মন্তব্য দেয়ার সাথে সাথেই "লাইক" দিতে দেরী করিনি যদিও প্রতিমন্তব্য করছি দেরীতে।
২৮|  ২৭ শে এপ্রিল, ২০২০  রাত ৮:২০
২৭ শে এপ্রিল, ২০২০  রাত ৮:২০
ভুয়া মফিজ বলেছেন: নাম না জানা এমন অনেক নাজিমউদ্দিন আছেন, যারা কাজ করে চলেছেন সবার অগোচরে। উনাদের জন্য স্যালিউট। আমরা যেখানে আমাদের সবকিছু ঠিক রেখেও তেমন কিছুই করি না, সেখানে উনাদের এমন কাজের জন্য এ'ছাড়া আর করার কি আছে? কতোবড় কলিজা হলে একজন মানুষ তার সর্বস্ব দিয়ে দিতে পারে!!!
  ২৮ শে এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৭:৫৪
২৮ শে এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৭:৫৪
আহমেদ জী এস বলেছেন: ভুয়া মফিজ,
"কতোবড় কলিজা হলে একজন মানুষ তার সর্বস্ব দিয়ে দিতে পারে!!!" লাখ টাকা দামের প্রশ্ন।
এই প্রশ্নে একজন নিজামউদ্দিনের কাছে আমরা কঠিন ভাবে হেরে গেছি।
২৯|  ২৮ শে এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:০৯
২৮ শে এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:০৯
মলাসইলমুইনা বলেছেন: নাজিম উদ্দিন, আপনাকে এই অক্ষমের সশ্রদ্ধ সালাম, অন্তরের সকল নিষ্কলুষ ভালোবাসা...............
 
আহমেদ জী এস ভাই, 
এছাড়া আর কিছুর বলার নাই ।
  ৩০ শে এপ্রিল, ২০২০  রাত ৮:০৬
৩০ শে এপ্রিল, ২০২০  রাত ৮:০৬
আহমেদ জী এস বলেছেন: মলাসইলমুইনা,
হ্যা.... আমার / আমাদের মতো অক্ষমদের আর কিইবা বলার থাকে!!!!!!!!!!!
শুধু শ্রদ্ধা আর ভালোবাসাই জানাতে পারি।
৩০|  ৩০ শে এপ্রিল, ২০২০  রাত ২:৫২
৩০ শে এপ্রিল, ২০২০  রাত ২:৫২
ওমেরা বলেছেন: এই অল্পটাকা জমা করতেও নাজিম উদ্দীনের অনেক কষ্ট হয়েছে অনেক সময় লেগেছে । অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে তিনি এই টাকা জমা করেছেন ঘর করার জন্য। সেটাই উনি দান করে দিলেন।
ইয়া আল্লাহ দুনিয়ার এই ক্ষনস্থায়ী ঘর ত্যাগের বিনিময়ে আপনি উনাকে জান্নাতে একটা ঘর দিয়েন। 
নাজিম উদ্দিন আমাদের জন্য অনুপ্রেরনা, তাকে আমাদের সামনে নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
  ০২ রা মে, ২০২০  রাত ৮:০৪
০২ রা মে, ২০২০  রাত ৮:০৪
আহমেদ জী এস বলেছেন: ওমেরা,
অনেক অনেক বড় কলিজা হলে পরে, একজন মানুষ তার সর্বস্ব এভাবে দিয়ে দিতে পারে!
নাজিম উদ্দীনের জন্যে আপনার প্রার্থনা বড়ই মানবিক।
ধন্যবাদ আপনাকেও সুন্দর একটি মন্তব্যের জন্যে। 
৩১|  ০২ রা মে, ২০২০  সকাল ৭:২০
০২ রা মে, ২০২০  সকাল ৭:২০
জাফরুল মবীন বলেছেন: অর্থ,জ্ঞান ও ক্ষমতা মানুষকে বড় করে না।একজন মানুষ প্রকৃত মানুষ হয় তার মনের বিশালতার জন্য,মানবতার কল্যাণে নিজের সবকিছু বিলিয়ে দেওয়ার মানসিকতার জন্য।
  ০২ রা মে, ২০২০  রাত ৮:৪৯
০২ রা মে, ২০২০  রাত ৮:৪৯
আহমেদ জী এস বলেছেন: জাফরুল মবীন,
অর্থ,জ্ঞান ও ক্ষমতা মানুষকে বড় করে না........................মানসিকতার জন্য। 
বড় বেশী প্রচলিত সত্য। কিন্তু সে সত্যের দেখা মেলে কচিৎ এবং তাও অপ্রচলিত - অপ্রত্যাশিত ভাবে।
মন্তব্যের জন্যে ধন্যবাদ। 
শুভেচ্ছান্তে। ভালো থাকুন, থাকুন নিরাপদে। 
৩২|  ১১ ই মে, ২০২০  রাত ৩:২৩
১১ ই মে, ২০২০  রাত ৩:২৩
শুভ্রনীল শুভ্রা বলেছেন: ওঁরা ধনী না কিন্তু বড়লোক !!
  ১৩ ই মে, ২০২০  সন্ধ্যা  ৭:৪৭
১৩ ই মে, ২০২০  সন্ধ্যা  ৭:৪৭
আহমেদ জী এস বলেছেন: শুভ্রনীল শুভ্রা ,
হ্যা তাই! ওরা সম্পদে ধনী নয়তো বটেই, বলতে গেলে একেবারেই হতদরিদ্র কিন্তু হৃদয়টা তাদের অনেক বড়!
ধন্যবাদ মন্তব্যের জন্যে। 
এই করোনা কালে সুস্থ্য থাকুন।
৩৩|  ১৫ ই মে, ২০২০  রাত ৯:৫০
১৫ ই মে, ২০২০  রাত ৯:৫০
সোহানাজোহা বলেছেন: নাজিম উদ্দিন - এই হতদরিদ্র মানুষটি সমগ্র দেশের মানুষের বিবেক নাড়া দিতে পেরেছেন কিনা জানিনা তবে তিনি একজন বড় মনের মানুষ তার উদাহরণ তিনি রেখে যেতে পেরেছেন বলে বিস্বাস করি।
সামান্য একটা দুর্বাঘাসও পরিবেশের জন্য দেশের জন্য পৃথিবীর জন্য অবদান রাখে।
আর আমরা মানুষ কি করছি?
  ১৬ ই মে, ২০২০  সন্ধ্যা  ৭:২৮
১৬ ই মে, ২০২০  সন্ধ্যা  ৭:২৮
আহমেদ জী এস বলেছেন: সোহানাজোহা,
আপনার এই বিশ্বাস আরো বিস্তীর্ন হোক এই অভাগা জনারণ্যে।
আর আমরা মানুষ কি করছি? -
ভুলে যান কেন, মানুষ একাধারে সৃষ্টির শ্রেষ্ট আর নিকৃষ্টও বটে!
এই নিদানকালে যেখানেই থাকুন, নিরাপদে থাকুন।
৩৪|  ০৭ ই জুন, ২০২০  রাত ১০:৪৪
০৭ ই জুন, ২০২০  রাত ১০:৪৪
খায়রুল আহসান বলেছেন: আমরা যারা কেউই এ খবরটাকে এবং এ দানবীর মানুষটাকে সামনে আনতে পারিনি, আপনি তা করে আমাদেরকে ধন্য করে গেলেন। এনার দশ হাজার টাকা আমাদের অন্ততঃ দশ লক্ষ টাকার সমান, কিংবা তারও বেশী। সিংহ হৃদয় এ মানুষটাকে অন্তর থেকে শ্রদ্ধা জানাই। নাজিম উদ্দিনকে জেলা প্রশাসন থেকে পুরস্কৃত করার আবেদন জানাচ্ছি এবং তার কিংবা তার পরিবারের যে কোন একজন সদস্যের জন্য কর্মসংস্থানের দাবী জানাচ্ছি। জেলা প্রশাসনের টাকা তথাকথিত কত রকমের ভিআইপিদের জন্যই তো অপব্যয় করা হয়। তার এ অসামান্য দানের জন্য তাকে ভিআইপি'র সম্মান জানানো উচিত। 
মাননীয় প্রধানমন্ত্রী এই সর্বস্ব দান করে দেয়া মানুষটির জন্যে জমি-বাড়ী আর উপার্জনের জন্যে দোকান করে দেয়ার নির্দেশ দিয়েছেন (২৩ নং প্রতিমন্তব্য) - যাক, এ কথাটি জেনে মনে স্বস্তি পেলাম। প্রধানমন্ত্রীর এ নির্দেশের দ্রুততম বাস্তবায়ন দেখতে চাই। 
মিরোরডডল, মলাসইলমুইনা এবং ওমেরার মন্তব্যে সংবেদনশীলতা পরিস্ফূট। ভাল লেগেছে। সুন্দর মন্তব্যের জন্য তাদেরকে ধন্যবাদ।
সামান্য একটা দুর্বাঘাসও পরিবেশের জন্য দেশের জন্য পৃথিবীর জন্য অবদান রাখে। আর আমরা মানুষ কি করছি? - সোহানাজোহা এর এ চমৎকার মন্তব্যটার জন্য তাকেও ধন্যবাদ।
পোস্টে ভাল লাগা + +।
  ০৯ ই জুন, ২০২০  রাত ৮:০৬
০৯ ই জুন, ২০২০  রাত ৮:০৬
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,
পোস্টটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
সুশীল সমাজের আমরা কোথায়? পোস্টে লেখা এই লাইনটি যে দহনে দগ্ধ করেছে তার প্রায়শ্চিত্ত করতেই এই খবরটি আপনাদের সামনে তুলে ধরা।
©somewhere in net ltd.
১| ২৩ শে এপ্রিল, ২০২০  সকাল ১০:৫৯
২৩ শে এপ্রিল, ২০২০  সকাল ১০:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এরাই আসল বীর। সালাম তোমায়।
যারা সেলফীরোগে আক্রান্ত তারা শিক্ষা নিন।
পোস্টের জন্য ধন্যবাদ।
ভাল থাকুন।