নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ট্রুথ নেভার ডাই্‌জ

নিজের সম্পর্কে লেখার কিছু নেই । সাদামাটা ।

আহমেদ জী এস

পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...

আহমেদ জী এস › বিস্তারিত পোস্টঃ

আমায় বলোনা ফিরিয়ে দিতে.....

১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ৮:৫৩



আমায় বলোনা ফিরিয়ে দিতে
তোমার স্বাধীনতা, আত্মপরিচয়।
আমি বন্দি এক দুর্বৃত্ত সময়ের জালে,
ভুলে গেছি নিজের ঘরবাড়ী, পরিচিত উঠোনে এখন
শ্বাপদ আগাছার বাড়াবাড়ি আমায় তাড়ায়
কবিতার আবাস থেকে কীটদগ্ধ বর্ণভূমে।

আমায় বলোনা ফিরিয়ে দিতে
তোমার সন্তান, কাপড় শুকোবার
জানালার গ্রীল, তোরঙ্গে রাখা শাড়ী,
ব্যবহারে মলিন বাসন-কোসন।
আমি হুলিয়া মাথায় নিয়ে
রাতের শেষ ট্রেনে ভাঙা স্বপ্ন নিয়ে পথ ভাঙছি
অতিদক্ষ কীটাণুর মতো হররোজ।

আমায় বলোনা ফিরিয়ে দিতে
তোমার স্বপ্ন,আস্তিনে গোটানো ঘৃনা,
মিহিন বাতাসে বুক ভরা শ্বাস,
ঘর-সংসার, সাধের বসত বাড়ী, ফসলের হাসি।
আমি ক্লান্ত, নেশাখোর এক সময়ের সাথে অসম যুদ্ধে
বুকের পকেটে আয়ুষ্মতী শব্দরাজি নিয়ে
মিছেই সৃষ্টিসুখের উল্লাসে ভাসি।

আইবুড়ো শকুনের দল তেড়ে আসে
ঠুকরে ঠুকরে ধরাশায়ী করে শরীর,স্বপ্নময়
এ এক পরাজয় ! কঠিন পরাজয়।
এখন-
আমায় বলোনা ফিরিয়ে দিতে
আর কোনও কিছু...................

মন্তব্য ৪৮ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অভিভূত। বহুদিন পর পর একেকটা কবিতা লেখেন, তাই হয়ে ওঠে হীরার খণ্ড।

১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:৩৯

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই,




প্রথম মন্তব্য আর লাইকের জন্যে ধন্যবাদ।

বহুদিন পরে পরে লিখিনে। আসলে অনেক কবিতাই লেখা আছে। সবগুলোই অনেক আগের। কেবল কবিতার ভারেই ব্লগটি যদি ভারাক্রান্ত হয়ে যায় সে সঙ্কোচ থেকে দেয়া হয়না ঘনঘন।

২| ১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:৫৪

রোকসানা লেইস বলেছেন: ভালোলাগা

১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:৫৬

আহমেদ জী এস বলেছেন: রোকসানা লেইস,




ধন্যবাদ ।
বাংলা নববর্ষের শুভেচ্ছা।

৩| ১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:২৩

নঞ কবি বলেছেন: শকুনের কাছে পরাজয় আজ প্রতিটি বাঙালির!

১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:১১

আহমেদ জী এস বলেছেন: নঞ কবি,




আমার ঘরে আপনার প্রথম পদধূলি। স্বাগতম ও নববর্ষের শুভেচ্ছা।

"শকুনের কাছে পরাজয় আজ প্রতিটি বাঙালির!"
তেমনটাই মনে হয় কবিতায় বলতে চেয়েছি। এ এক কঠিন পরাজয়............

৪| ১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৪১

ৎঁৎঁৎঁ বলেছেন: এবং আমাকে বলোনা ফিরিয়ে নিতে আর-
আমার সকল শিকারী বাজ,
যারা উড়ে গেছে তারা চলে গেছে অমল প্রভাতে
বুকপকেট থেকে চুইয়ে পড়েছে কলমের কালি
এভাবে আর বলোনা কখনো ফিরিয়ে দিতে-
তোমার শৈশব-নাটাই-রঙিন বলরাশি-মেঘলা মিঠাই

সেতুর নিচ দিয়ে স্রোত বয়ে যায়
নদীকে বলো না ফিরিয়ে দিতে জল।

ক্ষমা করবেন প্রিয় আহমেদ জী এস ভাই, অর্বাচীনের মত আপনার কবিতার পরে এলোমেলো কিছু লাইন তুলে দেবার জন্য। সকালবেলা আপনার কবিতা পড়ে কিছু শব্দ গুনগুনিয়ে উঠলো কেন জানি! আপনার আরও কবিতা পড়ার অপেক্ষায় রইলাম।
(আপনি একজন হেভিওয়েট ব্লগার, আপনার ব্লগ ভারি হলে সমস্যা কুথায়?)

১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৪৭

আহমেদ জী এস বলেছেন: ৎঁৎঁৎঁ,




অপূর্ব কবিতা লিখে ফেলেছেন। মনে হয় সব মানুষের মাঝেই গোপন গহীনে একটি কবি লুকিয়ে থাকে! এই যেমন আপনার গুনগুনিয়ে ওঠা শব্দগুলিই মালা গেঁথে অনিন্দ্য একটি কবিতা হয়ে গেছে। প্লাস কবিতায়।

আমার আরও কিছু কবিতা পড়ে দেখতে পারেন ---
আমি চলে যাচ্ছি....

পশুরের জলে শেষ জলকর ...........

তুই ফেলে এসেছিস কারে ......[link||view this link][link||view this link]

কোন এক রাতবিহারিনীকে ..................

৫| ১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:১৪

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো।

১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৫১

আহমেদ জী এস বলেছেন: ইসিয়াক ,



ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ।

নববর্ষের শুভেচ্ছা।

৬| ১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৪৪

নেওয়াজ আলি বলেছেন: ভাষা শব্দ যেমন আধুনিক হচ্ছে তেমনি মানুষের ভিতর আসছে আধুনিকতার নামে ভিন্ন দেশের কালচার যার ফল এই ত মানুষের একাকীত্ব জীবন। আরেক দিকে মানুষ হচ্ছে জালিম I

১৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:১৭

আহমেদ জী এস বলেছেন: নেওয়াজ আলি,




কবিতার মূল সুর থেকে খানিকটা বিচ্ছিন্ন কথা বললেন!
আধুনিকতার মানেই তো আমরা বুঝিনে। বিদেশী কালচার কিম্বা চোস্ত জামাকাপড় কিম্বা ফটাফট হিন্দি - ইংরেজী বলা মানেই তো আধুনিকতা নয়। আধুনিকতা হলো - মানুষের কল্যানে সমকালীন বিশ্বের প্রগতিশীল ধ্যানধারনা - জ্ঞান- বিদ্যা- প্রক্রিয়ার অনুশীলন।

নববর্ষের শুভেচ্ছা জানবেন।

৭| ১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমায় বলোনা ফিরিয়ে দিতে-সবুজ ফসলী মাঠ দিগন্তে যা আজ ধুধু মরুভূমি
সেই স্বপ্ন যা ভেঙ্গে গেছে অভাবী কিশোরীর হাতের কাচের চুড়ির মত
প্রেমময় বন্ধন যা আজ রক্তাক্ত স্বার্থের থাবায় ক্ষত বিক্ষত..................।


জীবনের অনেক না বলা কথা, অনুভূতি উঠে এসেছে কবিতায়।

১৮ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪৩

আহমেদ জী এস বলেছেন: মোঃ মাইদুল সরকার,




জীবনের কথাই বলতে চেয়েছি কবিতায়। একজনকেই উদ্দেশ্য করে নয়, সকল বাঙালীকে উদ্দেশ্য করেই লেখা, যাদের আত্ম পরিচয় মুছে গেছে, মুখের হাসি গেছে ফুরিয়ে...............

৮| ১৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:০০

জুল ভার্ন বলেছেন: কী অপুর্ব সুন্দর জীবন কথা লেখনী! শুভ কামনা নিরন্তর।

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:১৩

আহমেদ জী এস বলেছেন: জুল ভার্ন,




সুন্দর জীবন কথা নয়, লিখেছি জীবনের পরাজয়ের কথা। আমাদের যা কিছু হারিয়ে গেছে তার কিছুই ফিরিয়ে দিতে না পারার কষ্ট।

নববর্ষের শুভেচ্ছা রইলো আপনাকেও।

৯| ১৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৪৮

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর একটি কবিতা।

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৩৩

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,




কি যে বলেন ! মনোমুগ্ধকর হবে কেন ? এ তো মনখারাপের কবিতা!

১০| ১৮ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৯

জুন বলেছেন: আহমেদ জী এস,
আপনার কবিতা শুধু শব্দের খেলাই নয়, এ যেন এক কঠিন জীবন বোধ যা মনের ভেতরে গিয়ে ঘা মেরে যায় কঠিন হাতে,
যার অনুরনণ থাকে বহুক্ষন।

আমায় বলোনা ফিরিয়ে দিতে
তোমার স্বাধীনতা, আত্মপরিচয়।
আমি বন্দি এক দুর্বৃত্ত সময়ের জালে,
ভুলে গেছি নিজের ঘরবাড়ী, পরিচিত উঠোনে এখন
শ্বাপদ আগাছার বাড়াবাড়ি আমায় তাড়ায়
কবিতার আবাস থেকে কীটদগ্ধ বর্ণভূমে।

কি অসাধারন বাক্যবিন্যাস ।
ভালোলাগা সহ প্রিয়তে

১৯ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:০৬

আহমেদ জী এস বলেছেন: জুন,




হৃদয়ের কোমল অনুভব থেকে করা এই মন্তব্যটি কবিতার মর্মমূলটিকে নিঃসঙ্কোচে তুলে এনেছে অপূর্বতায়।

কবিতার যে ক'টি চরণ তুলে দিলেন সেখানেই আছে লুকানো এক পরাজয়ের কাহিনী যা এই কবিতার কথক বলতে চেয়েছেন। আমাদের আত্মপরিচয় আমরা খুঁইয়ে বসেছি অনেককাল। তবুও আমরা বারেবারে সেই আত্মপরিচয়ই খুঁজে চলেছি। যারা এই পরিচয়ের সন্ধানে জীবনপণ করে পথে নামেন তারাও শেষতক পরাজয় বরণ করেন সময়ের সাথে অসম যুদ্ধে। দোর্দন্ডপ্রতাপ শকুনিরা পরিচয় খোঁজার এই চেষ্টাকে খুবল খুবলে খেয়ে হাড়মাংশটুকুই শুধু রেখে যায়। তাই পরিচয় খোঁজার দল নিজ বাসভূম ছেড়ে ভাঙা স্বপ্ন নিয়ে বারেবারে পলাতক হন। তাদের পক্ষে মানুষের স্বাধীনতা-আত্মপরিচয় সহ তাবৎ আকাঙ্খাগুলোকে অপূর্ণ রেখে হুলিয়া মাথায় নিয়েই পালিয়ে বেড়াতে হয়।
এ এক পরাজয় - কঠিন পরাজয় সকলের।

আপনার মনের ভেতরে এই কঠিন জীবনবোধ যে ঘা মেরে গেছে তা আত্মপরিচয়ের সন্ধানে ছুটে চলা ক্ষাপা বাউলদের একতারাতে আবার নতুন সুর তুলবে।

নববর্ষের বিলম্বিত শুভেচ্ছা।

১১| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৫০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

আইবুড়ো শকুনের দল তেড়ে আসে
ঠুকরে ঠুকরে ধরাশায়ী করে শরীর,স্বপ্নময়
এ এক পরাজয় ! কঠিন পরাজয়।
এখন-
আমায় বলোনা ফিরিয়ে দিতে
আর কোনও কিছু...................



সমাপ্তির লগ্নে, হেসে ওঠা শকুনের প্রাপ্তির শুরু যেখানে সেখানেই ঘটে আমাদের মৃত্যু।
অসাধারণ কবিতায় ভালোবাসা জানবেন। আপনাকে খুব মিস করছি। জানি না শারীরিক অবস্থা ( [email protected] )! আশারাখি, ভালো থাকুন, থাকুন সুস্থ সবসময় ।


এখনো শব্দে আমার স্বাধীনতা রয়েছে কিছু, সেগুলো হারাতে চাই না আমি। যেমনি আমার স্মৃতি।

কবিতায় প্লাস ++++

১৯ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:০৯

আহমেদ জী এস বলেছেন: সৈয়দ তাজুল ইসলাম,




মন্তব্যে লাইক দিয়েছি আগেই। প্লাস দেয়াতে ধন্যবাদ।
শেষের স্তবকটি তুলে ধরে অনেক লুকানো কথাই বলে গেলেন যার আভাস মিললো তুলে দেয়া স্তবকের ঠিক পরবর্তী লাইনটিতে।

এ জীবনের পরাজয়ের কথা। আমাদের যা কিছু হারিয়ে গেছে তার কিছুই ফিরিয়ে দিতে না পারার কষ্ট। সেই কষ্ট থেকেই উচ্চারিত -- এখন-
আমায় বলোনা ফিরিয়ে দিতে
আর কোনও কিছু....


এখনো যে সব শব্দে আপনার স্বাধীনতা রয়েছে কিন্তু সেগুলো হারাতে চান না আপনি; তা কতোদিন ধরে রাখতে পারবেন জানিনে! আকাশে শকুনিরা উড়ছে, নিমিষেই ঠুকরে খাবে।

গৃহবন্দি হয়েও ভালো আছি।
শুভেচ্ছা জানবেন।

১২| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: রাজীব নুর, কি যে বলেন ! মনোমুগ্ধকর হবে কেন ? এ তো মনখারাপের কবিতা!

প্রতিটা লাইন সুন্দর। আবেগ আছে। ভালোবাসা আছে। পাওয়া না পাওয়া আছে।

১৯ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫০

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,




ধন্যবাদ, আবারও এসে কিছু বলে যাবার জন্যে।

১৩| ১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৫৩

ঢুকিচেপা বলেছেন: পোড় খাওয়া নিঃস্ব মানুষের করুণ আত্মসমর্পন।

১৯ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩০

আহমেদ জী এস বলেছেন: ঢুকিচেপা,




চমৎকার সারাংশ টেনেছেন কবিতার।
মন্তব্য লাইকড......

১৪| ১৯ শে এপ্রিল, ২০২১ রাত ৩:৪২

সোহানী বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অভিভূত। বহুদিন পর পর একেকটা কবিতা লেখেন, তাই হয়ে ওঠে হীরার খণ্ড।

এর পরে কেমনে আর কিছু কই!! এক গুরু লিখেছেন আরে গুরু প্রশংসা করেছেন!! :`>

১৯ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫৪

আহমেদ জী এস বলেছেন: সোহানী,




তারপরেও কিছু কইতে হয়! :D

'গুরু' শব্দটি শুনলে অস্বস্তি লাগে। এটা বাদ দিয়ে কওন যায়না ? :(

১৫| ১৯ শে এপ্রিল, ২০২১ ভোর ৪:৪০

ডঃ এম এ আলী বলেছেন:



আমায় বলোনা ফিরিয়ে দিতে
তোমার স্বাধীনতা, আত্মপরিচয়।
আমি বন্দি এক দুর্বৃত্ত সময়ের জালে,


বললেই হলো, যতই বন্দি থাকা হোক না কেন দুর্বৃত্ত সময়ের জালে
স্বাধিনতা ও আত্মপরিচয় যদি ফিরিয়ে না দেয়
তবে গ্রহে গ্রহে প্রচন্ড এক যুদ্ধ লাগিয়ে দিব !!
তবে ভয় হয় বড় ভয় হয় যদি হারানো বিষয় ফিরে না পাই !
ভয় হয় সময়ের ফেরে জীবনও আজ স্তব্ধ, শুধু অপেক্ষায় আছি
কবে আসব ফিরে সতেজ জীবন নিয়ে।
জীবনের পথে হারিয়ে ফেলেছি যা কিছ ,
তার কিছু কি আর ফিরে পাবোনা এই জীবনে ?

কেবলি মনে হয় তীব্র বেগে আমাদের দিকে এগিয়ে আসছে
মহামারী, সাথে কিছু হিংস্র লোভাতুর স্বাপদেরা প্রচন্ড বেগে
এগিয়ে আসছে আর আমরা একটু একটু করে
বাড়ী ঘর ছেড়ে সরে যাচ্ছি মৃত্যুর উপত্যকার দিকে।
পৃথিবিতে সব চেয়ে অসহায় সে, যে নিজের রাগ,
অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারেনা,
একটু চিৎকার করে কাঁদতেও পারেনা।
শুধু চোখের জলে লুকিয়ে হাসে, কবিতা লিখে ।

কবিতায় থাকা আসাধারণ বাক্যবিন্যাস
আর অর্থের দ্যোতনা মুগ্ধতা ছড়ায় ।

প্রিয়তে তুলে রাখলাম ।

শুভেচ্ছা রইল



২২ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৩৯

আহমেদ জী এস বলেছেন: ডঃ এম এ আলী,




আত্মপরিচয়ের সন্ধানে গ্রহে গ্রহে যুদ্ধ লাগিয়েও কখনই জিতবেনা আত্মপরিচয় আর স্বাধীনতা খুঁইয়ে বসা মানুষের দল। হিংস্র লোভাতুর স্বাপদেরা প্রচন্ড বেগে ক্রমাগত কেড়ে নিয়েছে আমাদের আত্মপরিচয়, হরণ করেছে স্বাধীনতা , খুবলে খেয়েছে ফসলের হাসি। দিন শেষে এই শ্বাপদেরাই জয়ী। কেবল হুলিয়া মাথায় নিয়ে কেউ কেউ দেশান্তরী হয়।

মন্তব্যে ভালো লাগা আর প্রিয়তে নেয়ার জন্যে কৃতজ্ঞ।
নিজেকে নিরাপদ রাখুন। থাকুন সুস্থ্য।
নববর্ষের শুভেচ্ছা।

১৬| ১৯ শে এপ্রিল, ২০২১ ভোর ৬:১৭

কাওসার চৌধুরী বলেছেন:




শুভেচ্ছা রইলো।
শকুনের কাছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আর চেতনার দন্ডের কোন মূল্য নেই।
শকুনের দৃষ্টি মরা-পঁচা মাংশেই সীমাবদ্ধ।

২২ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১০

আহমেদ জী এস বলেছেন: কাওসার চৌধুরী,



অল্প কথায় সুন্দর মন্তব্য।
শকুনের কাছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আর চেতনার দন্ডের কোন মূল্য নেই।
এখানেই আমাদের পরাজয় ! কঠিন পরাজয় .......

১৭| ১৯ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:১৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: প্রকৃত অর্থেই অসাধারণ একটি কবিতা যার প্রতিটি বাক্যই যেন এক একটি কবিতা।

২২ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৩৪

আহমেদ জী এস বলেছেন: দেশ প্রেমিক বাঙালী,




অনবদ্য মন্তব্য।
নিজের স্বাধীনতা - আত্মপরিচয় খুঁইয়ে ফেলা প্রজন্মের জন্যে এ এক কবির আর্তনাদ.............

নববর্ষের শুভেচ্ছা।

১৮| ২০ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:০৩

শায়মা বলেছেন: বাহ ভাইয়া।

কবিতা পড়ে তো মুগ্ধ হয়ে গেলাম আমরা।
তবে গম্ভীর ভাবনার কবিতা। অবশ্য এমনই ভাবনাই আসার কথা।

২২ শে এপ্রিল, ২০২১ রাত ৯:০৫

আহমেদ জী এস বলেছেন: শায়মা,




কবিতা পড়ে তো মুগ্ধ হয়ে গেলেন। আবার আমায় যেন বলবেন না ফিরিয়ে দিতে সে মুগ্ধতা! B-)

আসলে এটা একটা বোধের কবিতা! সহজ ভাবনার, গম্ভীর নয়।

১৯| ২০ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৩৬

খায়রুল আহসান বলেছেন: "এ এক পরাজয় ! কঠিন পরাজয়" - এ বোধ ক'জনকে তাড়ায় কে জানে! এ কি সামষ্টিক পরাজয় না?
কবিতা পড়ে অভিভূত হয়েছি। + +

২৩ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৫৪

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,




এটা সামষ্টিক পরাজয়ই বটে।
আত্মপরিচয় সহ যা কিছু আমরা হারিয়েছি এতোদিনে তা ফিরিয়ে দেয়ার সাধ্য কারো নেই । তবুও একটা যুদ্ধের জন্যে মনের ভেতরে আকুলি বিকুলি তাড়া করে ফেরে! সে তাড়নায় বিবেক জেগে ওঠে হয়তো কিন্তু দশে চক্রে সে যুদ্ধে পরাজয়ই মনে নিতে হয় শেষতক। এ যেন এক কঠিন মেনে নেয়া.........

২০| ২২ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫২

উম্মে সায়মা বলেছেন: এত সুন্দর কবিতা! এত গভীর অনুভবের কবিতা। কোন কিছুই আর ফিরে পাবার নয়। কবিতাটা আগেই পড়ে গিয়েছিলাম৷ লগইন করা ছিল না বলে মন্তব্য করা হয়নি। আপনার ছবিটা আমাকে মুগ্ধ করেছে আহমেদ জী এস ভাই। একদম মনে হচ্ছে বাস্তব!

২৩ শে এপ্রিল, ২০২১ রাত ৯:২৪

আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা,



আত্মপরিচয়- স্বাধীনতা - স্বকীয়তা সহ যা কিছু আমরা হারিয়েছি এতোদিনে তা ফিরিয়ে দেয়ার সাধ্য কারো নেই । এই অনুভব থেকেই লেখা।
অন্ধকারের মাঝে খানিকটা আলো ছড়ানো ছবিটির বক্তব্য। আপনার মুগ্ধতার জন্যে ধন্যবাদ।

২১| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ৯:৫২

আখেনাটেন বলেছেন: আমি ক্লান্ত, নেশাখোর এক সময়ের সাথে অসম যুদ্ধে
বুকের পকেটে আয়ুষ্মতী শব্দরাজি নিয়ে
মিছেই সৃষ্টিসুখের উল্লাসে ভাসি।
--- দুর্দান্ত।

তাইতো এক নেশাখোর সময়ের সাথে সংগ্রাম করতে করতে অসম ও দিকভ্রান্ত পথযাত্রা....।

২৩ শে এপ্রিল, ২০২১ রাত ১০:০৩

আহমেদ জী এস বলেছেন: আখেনাটেন,



দিকভ্রান্ত পথযাত্রা নয় এ যাত্রা দিকমুখি তবে রেললাইনের মতো সমান্তরাল নয়।

"স্বাধীনতা" , "আত্ম পরিচয়", "সাধের বসত বাড়ী", "মিহিন বাতাসে বুক ভরা শ্বাস" এই সব আয়ুষ্মতী শব্দরাজি নিয়ে মিছেই যুদ্ধে নামা যে যুদ্ধে পরাজয়টা অমোঘ নিয়তির মতো..............

নববর্ষের শুভেচ্ছা।

২২| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৩৭

করুণাধারা বলেছেন: আমি হুলিয়া মাথায় নিয়ে
রাতের শেষ ট্রেনে ভাঙা স্বপ্ন নিয়ে পথ ভাঙছি
অতিদক্ষ কীটানুর মতো হররোজ।


রাতের শেষ ট্রেনে চেপে চলে গেলে মিহিন বাতাসে মেশা দীর্ঘ শ্বাস ছাড়া আর কিইবা থাকে... :(

ছবি খুব ভালো বুঝিনা, কিন্তু মনে হচ্ছে মনখারাপের কবিতার সাথে ছবিটা খুব মিলেছে! আপনি দেখছি চমৎকার ছবি আঁকেন! একটা অদৃশ্য প্রলাপ ছবির জন্য!

২৩ শে এপ্রিল, ২০২১ রাত ১০:২৮

আহমেদ জী এস বলেছেন: করুণাধারা,




এ এক নিদারূন দুঃখের পাঁচালী।
হিংস্র লোভাতুর শকুনেরা ঠুকরে ঠুকরে নিঃশেষ করেছে আমাদের আত্মপরিচয়, হরণ করেছে স্বাধীনতা , খুবলে খেয়েছে ফসলের হাসি। দিন শেষে এই ধাড়ী শকুনের দলেরাই জয়ী। কেবল হুলিয়া মাথায় নিয়ে কেউ কেউ নিঃশব্দে দেশান্তরী হয়।

ছবি চমৎকার আঁকি বলেছেন । খেয়াল করলে দেখবেন, আমার পোস্টে বেশীর ভাগ ছবিই আমার আঁকা। ছবি আঁকা একটা প্যাশন আমার।
নিকষ কালো আঁধারের মাঝে এক টুকরো আশার আলো জিইয়ে রাখা ছবিতে। অন্ধকার দূর করতে কিছুনা কিছুতে তো আগুন জ্বালাতেই হয়!

মন্তব্যে ভালো লাগা।
ভালো থাকুন, নিরাপদে থাকুন।
নববর্ষের বিলম্বিত শুভেচ্ছা।

২৩| ২৩ শে এপ্রিল, ২০২১ রাত ৯:১০

করুণাধারা বলেছেন: লিখলাম প্লাস, হয়ে গেল প্রলাপ!! হায় হায়!

একটা অদৃশ্য প্লাস ছবির জন্য! হবে।

২৩ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৩২

আহমেদ জী এস বলেছেন: করুণাধারা,




অতিদক্ষ কীটানুর মতো হররোজ যখোন ব্লগের পাতা চষতে হয় তখন এমন মধুর ভুল বুঝতেই পারা যায়!

২৪| ৩০ শে জুলাই, ২০২১ রাত ১১:১৯

দেয়ালিকা বিপাশা বলেছেন: আহমেদ জী এস,


অসাধারণ কবিতা, পড়ে বেশ ভালো লাগলো!!

অনেক শুভকামনা।

- দেয়ালিকা বিপাশা

৩১ শে জুলাই, ২০২১ রাত ৮:০৫

আহমেদ জী এস বলেছেন: দেয়ালিকা বিপাশা,




খুঁজে খুঁজে আমার এখানে এসেছেন দেখে কৃতজ্ঞ।
ধন্যবাদ মন্তব্যের জন্যে এবং লাইক দেয়াতে।

শুভেচ্ছান্তে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.