নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...
আমার পত্রিকা অফিসের পিয়ন - রত্তন। পুরোনাম ছিদ্দিকুর রহমান। লেখাপড়ায় ঢং ঢং। সেভেন- এইট পাশ। তবে কাজের ছেলে। কিছু করতে বললে বাড়তি কিছু সে করবেই নিজের মনমতো। ব্যাখ্যাও দেবে একটা না একটা। তার কাজ, পত্রিকা অফিসের ফাইফরমাস খাটা, প্রেসে লেখা পৌঁছে দেয়া, সেখান থেকে প্রুফ এনে আমার টেবিলে রাখা , কারেকশানের পরে আবার প্রেসে পৌঁছে দেয়া, পত্রিকা ছাপার কাজ কদ্দুর কি হলো তার খবরা খবর রাখা ইত্যাদি ইত্যাদি।
আমি তখন মেডিক্যালের ছাত্র এবং দৈনিক ইত্তেফাকের বরিশাল জেলা প্রতিনিধি। পাশাপাশি বরিশাল থেকে প্রকাশিত সাপ্তাহিক "গণডাক" নামের কাগজটির জুতো সেলাই থেকে চন্ডীপাঠ সবটাই আমার , নামেমাত্র সম্পাদক একজন থাকলেও । সাপ্তাহিক বলে কাজের চাপ বেশি থাকার কথা নয়। মেডিক্যালের ক্লাসের ফাঁকে ফাঁকে সাইকেল মেরে সদররোডে আমার পত্রিকা অফিসে এসে কিছু কাজ সেরে রেখে যাই। দুপুরের পরে আর মেডিক্যালের ক্লাস থাকেনা , তখন থেকে রাত অবধি আমার ঠাঁই পত্রিকা অফিসেই।
সময়কাল ১৯৭৩ কি ১৯৭৪। মেডিক্যালে বসেই শুনতে পেলুম শহরের আমবাগান এলাকার এক বাগানে কয়েকটা পিচ্চি ছেলে খেলার ছলে মাটি খুঁড়তে গিয়ে কুড়িয়ে পাওয়া লম্বা মতো কিছু একটা জিনিষ নিয়ে খোঁচাখুচি করার সময় তা বিস্ফোরণে (মুক্তিযুদ্ধ চলাকালিন পাকিস্তানী বিমানের ফেলা অবিস্ফোরিত শেল) ২জন ছেলে ঘটনাস্থলেই মারা গেছে। শহরে বেশ হৈ-চৈ। কলেজের ক্লাস ফাঁকি দিয়ে খবরটি সংগ্রহ করে অফিসে এসে এই গরম খবরটি লিখে রত্তনকে দিয়ে বললুম- "এই নিউজটা এহনি প্রেসে দিয়া আয়। কাইল-ই তো পত্রিকা বাইরাইবে, এইডা লীড নিউজ হইবে। আমি কলেজ থাইক্কা দুফারে আইয়া নিউজ হেডিংটা লেইক্কা দিমু। এরমইধ্যে য্যানো নিউজটা কম্পোজ করা হইয়া যায়।"
বলে রাখা ভালো, সে সময়ে কিন্তু ট্রেডল মেশিনে ছাপার কাজ চলতো।
জরুরী খবর। কম্পোজ হলো কিনা নাকি প্রেসের লোকেরা ফেলে রেখেছে এ নিয়ে উদ্বেগ ছিলোই। আজকেই পত্রিকা ছাপার কাজ শেষ হবে এবং কাল সকালে তা বেরুবে।
তাই দুপুরে কলেজ থেকে ফিরে খাওয়া-দাওয়া ভুলে আমি সরাসরি প্রেসে।
এসেই চীফ কম্পোজার কাম মেকাপ-ম্যান হাবিব মিয়াকে জিজ্ঞেস করলুম - কদ্দুর ?
হাবিব মিয়া বললো, সব কাজ শেষ এমনকি মেকাপও নাকি শেষ। মেশিনে ওঠানো আছে প্রথম পাতা। আমি বললেই ছাপা শুরু হবে।
বললুম - "কই দেহি। লীড নিউজের হেডিংইতো দেই নাই। মেশিনে উডাইলেন ক্যামনে ? হেডিং দেছে কেডা ? দেহান... দেহান। "
হাবিব মিয়ার অম্লান জবাব- " আমরা দিমু ক্যা! হেডিং তো রত্তন দেছে।"
পাশে থাকা রত্তন বেশ বাহাদুরী ভঙিতে দাঁত বের করে বললো- "বাবু ভাই আমি দিছি। আপ্নের আইতে দেরী দেইখ্যা ........"
বললুম - "হাবিব মিয়া মেশিন প্রুফ দ্যান তাড়াতাড়ি।"
প্রুফ দেখে আমার আক্কেল গুড়ুম! বড় বড় টাইপে লীড নিউজ লেখা - "বোমা বিস্ফোরণে ২জনের সলিল সমাধি।"
রাগে এবং হাসিতে মেজাজের চৌদ্দগুষ্ঠীর দফারফা। রত্তনকে জিজ্ঞেস করলুম - ওই হারামজাদা সলিল সমাধি কি ? পানিতে মরছে কেডা ?
রত্তনের বিকারহীন জবাব - "ক্যা বাবু ভাই, এক্সিডেনে মরলেই তো পেপারে ল্যাহে সলিল সমাধি। এইতো কয়দিন আগে একটা লঞ্চ ডোবজে। তহোন পেপারেই তো ল্যাকছে - সলিল সমাধি।"
আমি রাগ চেপে রেখে বললুম - "ওই..... সলিল সমাধি মানে কি জানোস ?"
রত্তনের সবজান্তা জবাব -" ক্যা এক্সিডেনে লগে লগে মইররা যাওয়া।"
আমি লা-জওয়াব তবুও বললুম - " হারামজাদা, থাবড়াইয়া কানসা ফাডাইয়া হালামু......."
ছবির সূত্রঃ নেট থেকে ।
০৪ ঠা অক্টোবর, ২০২১ সকাল ১০:৩৭
আহমেদ জী এস বলেছেন: অপু তানভীর,
তখনকার মফস্বল শহরের কম্পোজাররাও তো সেই রকম!
জিজ্ঞেস করেছিলুম , "হাবিব মিঞা আপনি দেইখ্যা দেন নাই ?" হাবিব মিঞার জবাব- "আমরা কি কমু? আপনেগো রত্তনই তো দেছে!"
প্রথম মন্তব্যের জন্যে ধন্যবাদ।
২| ০৪ ঠা অক্টোবর, ২০২১ সকাল ৯:৪৯
ফারহানা শারমিন বলেছেন: রক্তন– ব্যাপক বিনোদন।
০৪ ঠা অক্টোবর, ২০২১ সকাল ১০:৫৪
আহমেদ জী এস বলেছেন: ফারহানা শারমিন,
হ্যা। বিনোদনই বটে!
৩| ০৪ ঠা অক্টোবর, ২০২১ সকাল ১০:৪৯
ইসিয়াক বলেছেন: বোমা বিস্ফোরণে ২ জনের সলিল সমাধি হা হা হা একেই বলে বুঝি অল্প বিদ্যা ভয়ঙ্কর। দারুন বিনোদন।
০৪ ঠা অক্টোবর, ২০২১ সকাল ১১:২৪
আহমেদ জী এস বলেছেন: ইসিয়াক,
সে কারনেই তো শিরোনামটা অমন।
৪| ০৪ ঠা অক্টোবর, ২০২১ সকাল ১০:৫৫
নাহল তরকারি বলেছেন: সুপার হিট।
০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ১০:২০
আহমেদ জী এস বলেছেন: নাহল তরকারি ,
সুপার ডুপার হিট হলে না হয় কথা ছিলো!
৫| ০৪ ঠা অক্টোবর, ২০২১ সকাল ১১:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহাহা দারুন মজার স্মৃতি।
ভালো থাকুন শুভ কামনা
০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ১১:০৯
আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,
স্মৃতি, সুখ বা দুঃখের যাই-ই হোক না কেন ; জাবর কাটতে মজাই লাগে।
ভালো থাকুন আপনিও।
৬| ০৪ ঠা অক্টোবর, ২০২১ সকাল ১১:৪৪
মরুভূমির জলদস্যু বলেছেন: আর একটু হইলে আপনার আর প্রত্রিকার ইজ্জতের সলিল সমাধি হইতো।
০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ১১:৪৯
আহমেদ জী এস বলেছেন: মরুভূমির জলদস্যু,
আর একটু দেরী হলেই মনে হয় সেটাই ঘটতো । কাগজটির ছাপা শুরু হতো। বড় বাঁচা বেঁচেছি.....
৭| ০৪ ঠা অক্টোবর, ২০২১ দুপুর ২:৪৯
নীল আকাশ বলেছেন: খুব একটা অসুবিধা হতো না। এটার পার্থক্য খুব কম মানুষই জানে।
তবে গুরুজীর যে ইজ্জতের সলিল সমাধি হয়নি এটাই যথেষ্ট!
০৫ ই অক্টোবর, ২০২১ রাত ১:০৫
আহমেদ জী এস বলেছেন: নীল আকাশ,
আমার ইজ্জতের যে সলিল সমাধি হয়নি সেটাই যথেষ্ট! বড় বাঁচা বেঁচে গেছি!
৮| ০৪ ঠা অক্টোবর, ২০২১ বিকাল ৩:৩০
প্রামানিক বলেছেন: হা হা হা গুরু দারুণ হইছে।
০৫ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৪৭
আহমেদ জী এস বলেছেন: প্রামানিক,
এতোদিন কোথায় ছিলেন? সলিল সমাধি ঘটিয়া ছিলো কি?
আবার দেখা পাওয়াতে স্বস্তি।
৯| ০৪ ঠা অক্টোবর, ২০২১ বিকাল ৪:৩৮
জুল ভার্ন বলেছেন: সুপার ডুপার!
০৫ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:১০
আহমেদ জী এস বলেছেন: জুল ভার্ন,
ধন্যবাদ।
১০| ০৪ ঠা অক্টোবর, ২০২১ বিকাল ৫:৩৭
রোকসানা লেইস বলেছেন: হা হা হা এমন ভয়ংকরিদের সাথে বসবাসের মজাই আলাদা
০৫ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:১৪
আহমেদ জী এস বলেছেন: রোকসানা লেইস,
জ্বী, এমন লোকেরা আছে বলেই মাঝেসাঝে কিছু বিনোদন পাওয়া যায়।
১১| ০৪ ঠা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:১৯
মোস্তফা সোহেল বলেছেন: ভাল লাগল।
০৫ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৪০
আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল,
ধন্যবাদ।
১২| ০৪ ঠা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:২৭
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের পত্রিকা; বিস্ফোরণের ফলে বাচ্চাদের দেহ পাশের ডোবায় গিয়ে পড়েছিলো।
০৫ ই অক্টোবর, ২০২১ রাত ১১:০৭
আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী,
হা.....হা.....
নদী-বিল-খাল এই তিনে বরিশাল----- হতেও পারে!
১৩| ০৪ ঠা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:২৮
জুন বলেছেন: আপনার রত্তনের কাহিনী পড়ে হাসতে হাসতে ঘরের ভেতর খাট থেকে পরে আমার সলিল সমাধি হলো
০৫ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৩৮
আহমেদ জী এস বলেছেন: জুন,
খাট থেকে পরে আপনার সলিল সমাধি হবেনা। হবে খাট সমাধি!
অবশ্য উপরে চাঁদগাজীর মন্তব্যের মতো খাটের আশেপাশে ডোবা থাকলে সলিল সমাধি হতেও পারে!
আপনি তো আবার সাঁতার জানেননা!
১৪| ০৪ ঠা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৪৫
পুলক ঢালী বলেছেন: হা হা হা বরিশালে তো 'এক্সিডেন' মানেই লঞ্চডুবি অতএব সলিল সমাধি অবধারিত
আমি ভেবেছিলাম ডাক্তারি বাদ দিয়ে আপনি এখন মনে হয় পত্রিকা ব্যবসায়ে নেমেছেন! কিন্তু ওমা! এত দেখি বাল্যকাহিনী
(আজকাল দেখি সবাই স্মৃতির পিছনে ছুটছে এতে আমরাও বেশ মজার মজার লেখা পাচ্ছি!)
আপনার লেখাটি সত্যঘটনা ভিত্তিক এবং হৃদয় বিদারক হলেও লেখার গুণে বেশ রম্য হয়েছে।
ভাল লাগলো।
ভাল থাকুন জি এস ভাই।
০৬ ই অক্টোবর, ২০২১ রাত ১০:০৭
আহমেদ জী এস বলেছেন: পুলক ঢালী,
নদী-বিল-খাল এই তিনে বরিশাল তাই ঠিকই বলেছেন, বরিশালে "এক্সিডেন" মানেই লঞ্চডুবি! আর তাতে সলিল সমাধিই হতে হবে।
অনেকদিন পরে এলেন । আপনিও ভালো থাকুন।
১৫| ০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ১১:২৬
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: ব্যাপক বিনোদন।
অরে থাবড়াইয়া কানসা ফাডাইয়া বিবির পুহুরে হালাইয়া সলিল সমাধি ঘটাইয়া দেতে পারতেন!!!
০৬ ই অক্টোবর, ২০২১ রাত ১০:২৮
আহমেদ জী এস বলেছেন: মোঃমোস্তাফিজুর রহমান তমাল,
জব্বর মন্তব্য। ++
আম্নে মোনে হয় বরিশাইল্লা! নাইলে বিবির পুস্কুনি ( পুহৈর ) চেনলেন কেম্মে ?
১৬| ০৫ ই অক্টোবর, ২০২১ রাত ১২:৩০
কামাল১৮ বলেছেন: নৌকা ডুবিতে যে হাত পা উড়ে যায়নাই তাতেই রক্ষা।
০৬ ই অক্টোবর, ২০২১ রাত ১১:০৭
আহমেদ জী এস বলেছেন: কামাল১৮,
রত্তনদের মতো কারো হাতে পড়লে নৌকা ডুবিতে হাত পা-ও উড়ে যেতে পারতো !
১৭| ০৫ ই অক্টোবর, ২০২১ রাত ২:৪০
নেওয়াজ আলি বলেছেন: মজা পাইলাম লেখা পড়ে
০৭ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:২২
আহমেদ জী এস বলেছেন: নেওয়াজ আলি,
মজা দেয়ার জন্যেই তো লিখলুম!
১৮| ০৫ ই অক্টোবর, ২০২১ রাত ১১:২৪
রাজীব নুর বলেছেন: ওকে। বেশ।
০৮ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৪২
আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,
বেশ মন্তব্য!
১৯| ০৬ ই অক্টোবর, ২০২১ রাত ১:৫৩
সোহানী বলেছেন: হাহাহাহাহা.......... বোমা বিস্ফরনে সলিল সমাধি
পিয়ন রত্তন থেকে এর চেয়ে কি আর ভালো হেডলাইন আসবে বলেন........!!
তবে একটা জিনিস বুঝলাম জী ব্রাদার সবসময়ই কামেল মানুষ
০৯ ই অক্টোবর, ২০২১ রাত ১২:১৭
আহমেদ জী এস বলেছেন: সোহানী,
তেমন কামেল আর হতে পারলুম কই!!!!
ইচ্ছে ছিলো তো সব কিছুই হবো। কতো ডালে ডালে যে ঘুরেছি কিন্তু তেমন বান্দর হয়ে উঠতে পারিনি, দেখা মেলেনি ফুল-ফলেরও ......
২০| ০৬ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পুলক ঢালী ভাইয়ের মতো তো আমিও তাই ভাবতে শুরু করেছিলাম, আপনি ডাক্তারি বাদ দিয়া বোধ হয় পত্রিকা করতেছেন।
বাচ্চাদের মৃত্যুর ঘটনাটা সত্যিই বেদনাদায়ক, যদিও এই মর্মস্পর্শী ঘটনা থেকে সংবাদ প্রচারের হেডিং বিষয়টা হাস্যরসের উপাদান দিয়ে গেছে।
জানতে ইচ্ছে করছে - আপনার সত্যিকার হেডিংটা পরে কী দেয়া হয়েছিল।
মুক্তিযুদ্ধে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে উড়ে গেল দুই কিশোরের দেহ
আপনার আঞ্চলিক কথাগুলো ভালো লেগেছে। রত্তন ভুল করে থাকলেও এরকম অল্পবিদ্যান পাবলিকেরও অনেক দরকার আছে। এরা অনেক সময় স্পষ্টবাদী ও সাহসী হইয়া থাকে। অনেক কঠিন কাজ করতে এরা পারঙ্গম হইয়া থাকে।
লেখায় ভালো লাগা রইল আহমেদ জী এস ভাই।
০৯ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:১১
আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই,
সত্যিকার হেডিংটা পরে কী দেয়া হয়েছিল সেটা সঠিক মনে নেই তবে সেখানে সলিল সমাধি যে ছিলোনা তা মনে আছে!
সমাজে রত্তনের মতো মানুষের অভাব নেই।
সুন্দর মন্তব্যের জন্যে ধন্যবাদ।
২১| ০৭ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:১৮
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: না ন্যাবাই (মেয়াবাই), মুই বরিশাইল্যা না। ছয় বছছর ত্যামাইত বরিশাল আল্লাম। চৌমাথা আর নুরিয়া স্কুল এলাকায়। ওহানে থাইক্যা সব চিনছি। ভাষা আর টান দুইডাই বুইজ্জা গেছি থাকতে থাকতে।
১১ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৪৬
আহমেদ জী এস বলেছেন: মোঃমোস্তাফিজুর রহমান তমাল,
বরিশাইল্লা ভাষা চমৎকার শিখে ফেলেছেন মাত্র ছয় বছরেই । এবং এখনও ভোলেন নি। বলতেই হবে, দারুন ট্যালেন্টেড আপনি।
তবে "নুরিয়া স্কুল" হবেনা , হবে - নুইররা ইসকুল"।
মন্তব্যে কিন্তু আগেই লাইক দিয়ে গেছি।
২২| ০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১০:০১
খায়রুল আহসান বলেছেন: রত্তনের মত একজন হরফুন মোল্লাকে আমিও আমার কর্মজীবনের শুরুতে পেয়েছিলাম। এদের ইনিশিয়েটিভ অনেক সময় বিব্রতকর হলেও, ভালো কাজের দ্বারা এরা অনেক কিছু পুষিয়ে দেয়।
সাংবাদিক হিসেবে আপনার অভিজ্ঞতার কথা জেনে প্রীত হ'লাম।
১২ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:২৫
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,
রত্তনদের মত হরফুন মোল্লারা মাঝেমাঝে বেশ কাজের হয় বটে তবে তাদের অনেক কাজই বিব্রতকর ।
ধন্যবাদ, লেখাটিতে লাইক দেয়া আর মন্তব্যের জন্যে।
২৩| ১২ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:৫৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এতই ভয়ঙ্করী যে ক্ষেত্র বিশেষে সর্বনাশ করে ছাড়ে। ++++++++
১২ ই অক্টোবর, ২০২১ রাত ১০:২৪
আহমেদ জী এস বলেছেন: মোঃ মাইদুল সরকার,
জ্বী, এসব লোকেরা ক্ষেত্র বিশেষে সর্বনাশ করে ছাড়ে। আমারও হতে পারতো কিন্তু হয়নি!
২৪| ১৭ ই অক্টোবর, ২০২১ রাত ১২:৫৪
জাহিদ অনিক বলেছেন: সলিল সমাধি, হা হা হা।
তবে এটা কিন্তু সত্য ভাইয়া, অনেকেই সলিল সমাধি অর্থ যেকোনো উপায়ে এক্সিডেন্টে মরে যাওয়াকেই বোঝেন। এত অর্থ কে বা খোঁজে!
ভালো লেগেছে জী এস ভাইয়া অনেকদিন পর এসে
১৮ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:৫০
আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক ,
অনেকদিন পর আপনাকে দেখেও ভালো লাগলো। অনিয়মিত ভাবে হলেও ব্লগে থাকুন, একেবারে হারিয়ে থাকার দরকার নেই।
মন্তব্য করা আর লাইক দেয়ার জন্যে ধন্যবাদ।
২৫| ১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১০:১৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমি ভেবেছিলাম বোমা বিস্ফোরণের পর পানিতে ডুবে ছিল!!! হাহাহা
মজা পেলাম স্যার! রাতে এক চামচ মসুরের ডাল কম খাবো।
২৫ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৫৪
আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ সৌরভ,
অসম্ভব নয় বোমা বিস্ফোরণের ধাক্কায় কাছের কোনও খাল-বিল-নদীতে পড়ে যাওয়া। সেক্ষেত্রে খবরে সাধারনত সলিল সমাধি বলে না, বলে বোমা বিস্ফোরণে নিহত।
আমিও মজা পেলুম আপনার এক চামচ মসুরের ডাল রাতে কম খাবেন শুনে!
২৬| ২৮ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৪২
মিরোরডডল বলেছেন:
জি এসের কাছে এরকম আরও ফান পোষ্ট চাই
২৮ শে অক্টোবর, ২০২১ রাত ১০:৫২
আহমেদ জী এস বলেছেন: মিরোরডডল,
বানিয়ে বানিয়ে ফান পোস্ট লেখা যায় হয়তো কিন্তু বাস্তবের ফানগুলো আরো ফানি হয়ে থাকে।
দেখি এই লিংকটা আপনার ইচ্ছে পুরণ করে কিনা --
প্রথম বৈদেশ যাত্রা এবং সহযাত্রী গ্রেনেড .....
২৭| ০৬ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৫
মিরোরডডল বলেছেন:
পড়ে কমেন্ট রেখে এসেছি ।
খুবই মজার
০৮ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৪৯
আহমেদ জী এস বলেছেন: মিরোরডডল,
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
প্রতিমন্তব্য দিতে যাচ্ছি এখন...........
২৮| ১৮ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৪৪
শায়মা বলেছেন: বোমা বিস্ফোরণে সলিল সমাধিই হবার কথা।
বরিশালে চারিদিলে সলিল আর সলিল। সব এক্সিডেন্ট তো সলিলেই হয়।
কাজেই রত্তন সলিল আর এক্সিডেন্ট মিলায় ঝুলায় ফেলেছে ভাইয়া। হা হা
১৯ শে নভেম্বর, ২০২১ রাত ২:০৪
আহমেদ জী এস বলেছেন: শায়মা,
জ্বী..... এক্কারে হাচা কতা কৈছেন ! বরিশালের চাইরদিগেই সলিল আর সলিল।
ভূগোলে আন্নে কি পোশনোফাঁস ? বরিশালের চাইরদিগে পানি পাইলেন কৈ ??????
©somewhere in net ltd.
১| ০৪ ঠা অক্টোবর, ২০২১ সকাল ৯:৪৭
অপু তানভীর বলেছেন: হাবিব মিয়াও সলিল সমাধি নিয়া কিছু কইলো না ?