নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...
শেষ বিকেলে অবাক করে দিয়ে অপ্রত্যাশিত ভাবেই কেউ দরজায় কড়া নেড়ে গেলেন। উঁকি দিয়ে দেখি কেউ নেই , ছড়িয়ে আছে বাসি বকুলের ঘ্রান। মন সায়রে ঝাঁপ দিয়ে তার ঘ্রানের আদল খুঁজতে চেষ্টা করি। মিলেও যায় একসময়। তার সাথে দেখা হয়েছিলো চার বছর আগের এক সোনাঝড়া বিকেলে, সংস্কৃতি বিকাশ চত্বরের ব্লগীয় মিলনমেলায়। চোখে মুখে অনেকটা দুষ্টু হাসির ঝিলিক। কবিতার প্রতি যেমন জোড়ালো আস্থায় তার অবস্থান তেমনি নিজের উপরেও দেখলুম তার আস্থার জায়গাটি। একজন মনিরা সুলতানা, যিনি চলে গেলে রেখে যাবেন নিজের একলা ছায়া, হারানো চিবুক। নিজের কথা যিনি লিখেছেন এমন করেই।
ব্লগ মিলনমেলার শুরু থেকে শেষতক অবধি তাঁর সাথে পরিচিত হইনি। শেষে উপস্থিত প্রায় সবার হাতেই দেখি এক একখানা বই। বিলিয়েছেন নাকি সেই দুষ্টু হাসির ঝিলিকওয়ালী। আমাকে দেয়া হয়নি বলেই কাছে গিয়ে বই চাইতেই অবাক তাকিয়ে রইলেন মুখের দিকে। মনে হয়, আমার আদল- চেহারা সুরৎ দেখে সেখানে আমার উপস্থিতিকে মানিয়ে নেয়ার অবাক চেষ্টা করছেন। বললুম , আমি জী এস... আহমেদ জী এস।
বিস্ময়ে ফেটে পড়ে কপাল চাপড়ে বলে উঠলেন-- ও মাই......জী এস ভাই আপনি!
সেই একবারই তাকে দেখেছিলুম, প্রথম এবং হয়তো শেষবারের মতো। জানিনে স্বশরীরে আর দেখা হবে কিনা! কিন্তু দেখা আমাদের নিত্য হয়েছে ব্লগের পাতায়- লেখায় লেখায়। সে তো সবার সাথে সবারই হয়! কেউ কি আর তেমন করে মনে রাখেন! তিনি রেখেছেন! যদি দূরে যাই চলি, সেই পুরাতন স্মৃতি যদি এককালে হয়ে ওঠে দূরাশ্রিত কাহিনী কেবলি, সে কথা মনে রেখেই হয়তো সেই একলা ছায়ার জাতিকা আমারই দুয়ারে রেখে গেছেন কিছু বকুলের ঘ্রান।
এই বই মেলায় প্রকাশিত তার দু’দুখানি বই আমায় পাঠিয়েছেন তিনি, মনে রেখে। যে দু’টো বইয়ের কথা উনি ব্লগের পাতায় “ কিছু মনকথা একেবারেই নিজের গল্প” পোস্টটিতে বলে গেছেন।
সবেমাত্র পাঠানো সেই বই দু’খানি সম্ভাব্য কারনেই পড়া হয়ে ওঠেনি এখনও। তবে ব্লগের পাতায় তারই লেখা সেই পোস্টটিতে আমি বলেছিলুম --
“এমনি করেই এক একটা স্বর্ণালি সকাল, প্রাণ হুহু করা কোকিলের ডাক, বুকে কাঁপন তোলা শীতল হাওয়ারা কিছু মনকথা হয়ে থেকে যাক ব্লগারদের মনমলাটে বন্দী হয়ে।
প্রাপ্তি এটাই - চলে গেলে তবু কিছু থাকবে আপনার! আপনার একলা ছায়া, চিবুক, চোখ সবই রোদ্দুরের মতো প্রতিদিন সোনাঝরা রং ছড়াবে ব্লগের জানালায়!”
সেই চিবুক,চোখ আর তার একলা ছায়াটি এবারে ভালো করে দেখে নেয়ার চেষ্টা করলুম।
চেষ্টা করতে গিয়ে বুঝলুম, সে আমার কাজ নয়। বায়ান্নো বাজার তেপ্পান্নো গলিতে যার বিচরণ, বুড়িগঙ্গা থেকে ধলেশ্বরীর পাড় ঘেঁষে যার ছায়া পড়ে আছে তাকে চিনে ওঠা খুব চাট্টেখানি কাজ নয়। তার বই দু’টি “মন সায়র” আর “বাসি বকুলের ঘ্রান”য়ে হয়তো তার পুরোপুরি দেখা মিলবে। বইয়ের পাতা ওল্টাতে ওল্টাতে হয়তো আপনাদের পূর্ণিমার বাদলে স্নান হয়ে যাবে, আঙুলের ভাজে ওঠে আসবে কিছু শিউলি কিম্বা কাঠ গোলাপ, দেখা মিলবে কোজাগরী পূর্নিমার আনন্দ সঙ্গমে ডোবা একদল জোনাকির ।
মনে হবে “সামুর বয়বৃদ্ধা” নয়। স্বর্ণচাপা গোঁজা এলোচুল, আপনার পাশাপাশি হেটে যেতে চাওয়া কয়েক লাইন দুর্দান্ত জীবনের বেনী দুলানো কেউ, যার ফুলছাপ ফ্রকের কোঁচরে ঝুমকো জবা,হাজারী গোলাপ!
ভাববেন না, এটুকু কোনও বই রিভিউ । সে ক্ষমতা বা ধৃষ্টতা আমার কখনও, কোনকালেই ছিলোনা আর সে আমার কাজও নয়। আমি শুধু অপ্রত্যাশিত ভাবে তার বিলিয়ে যাওয়া আনন্দটুকু পাবার কৃতজ্ঞতা থেকে বলে যেতে চাই -
“যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়
ভালো মন্দ মিলায়ে সকলি..........
এবার পুজোয় তাই
আপনারে দিতে চাই বলি...... “ ( শেষের কবিতা )
১৪ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০০
আহমেদ জী এস বলেছেন: মিরোরডডল ,
আয়নায় ছায়া পড়া পুতুলের মতো অপরূপ মন্তব্য।
প্রশ্ন অনেক, উত্তরও অনেক! কোনটা রেখে কোনটা যে বলি!!!!!!!!!
মন্তব্যে +++
২| ১৪ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৫৯
তারেক ফাহিম বলেছেন: ভিন্ন রকমের রিভিউ পাঠ করলাম।
পাঠক প্রতিক্রিয়া পাঠে ভালোলাগা।
১৪ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫৬
আহমেদ জী এস বলেছেন: তারেক ফাহিম,
আমি এটা তো কোনও রিভিউ লিখিনি!
একজন সুহৃদয়া ব্লগার তার নিজের প্রকাশিত দু'খানি বই যে, এই নগন্য এক সহ ব্লগারকে নিজ হাতে লিখে উপহার দিয়েছেন তার কৃতজ্ঞতায় আমি মুখর হয়েছি মাত্র।
৩| ১৪ ই মার্চ, ২০২২ বিকাল ৫:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর রিভিউ। এক লেখকের আর কী লাগে। অসাধারণ লাগলো
শুভকামনা আমার প্রিয় দুজন ব্লগারের জন্য।
১৫ ই মার্চ, ২০২২ সকাল ৯:০৯
আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,
কারো নিজের বই তার কাছে সন্তানতুল্য। সে সন্তান যদি কারো প্রশংশা পায় সত্যিকার ভাবেই তবে তার জনক-জননীর ভালো লাগারই কথা।
আসলে এটা কোনও রিভিউ নয়!
একজন সুহৃদয়া ব্লগার তার নিজের প্রকাশিত দু'খানি বই যে এই নগন্য এক সহ ব্লগারকে নিজ হাতে লিখে উপহার দিয়েছেন তার কৃতজ্ঞতায় আমি মুখর হয়েছি মাত্র।
শুভকামনা আপনার জন্যেও।
৪| ১৪ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০৯
জুল ভার্ন বলেছেন: অসাধারণ!
অসাধারণ!!
অসাধারণ!!!
১৫ ই মার্চ, ২০২২ সকাল ৯:৩৮
আহমেদ জী এস বলেছেন: জুল ভার্ন,
ধন্যবাদ......
ধন্যবাদ......
ধন্যবাদ......
৫| ১৪ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৩২
সোবুজ বলেছেন: সত্যি অপূর্ব,ভাষা এবং প্রকাশভংগির তুলনা হয় না।
১৫ ই মার্চ, ২০২২ সকাল ১১:১০
আহমেদ জী এস বলেছেন: সোবুজ,
প্রেরণাদায়ক মন্তব্য।
ধন্যবাদ সাথে থাকার জন্যে।
৬| ১৫ ই মার্চ, ২০২২ রাত ১২:৪৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর করে লিখেছেন। পড়ে আরাম পাওয়া গেলো।
১৫ ই মার্চ, ২০২২ দুপুর ১২:১৯
আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,
সুন্দর কিছু উপহারের জন্যে সুন্দর করেই তো কিছু বলতে হয়!
সাথে থাকার জন্যে ধন্যবাদ।
৭| ১৫ ই মার্চ, ২০২২ রাত ৩:২৫
মলাসইলমুইনা বলেছেন: আহমেদ জিএস ভাই,
হাহাহা এতো 'না মিটিতে আশা ভাঙিল খেলা' ধরণের লেখা হলো সুপার ব্লগার মনিরা সুলতানার ব্লগবাসটার দুই বই নিয়ে (আমি নিশ্চিত ভাবেই সেটা আশাকরি)! আপনিতো পড়েছেন দুটো বই তাই রস আস্বাদন নিশ্চই হয়েছে তার মারাত্মক ভালো (এটা আমার নিশ্চিত ধারণা) বই দু'টো সম্পর্কে ।কিন্তু আমাদেরও আরেকটু রস্বাদনের সুযোগ দিয়ে লেখাটা আরেকটু বিস্তারিত করলে ভালো হতো না ? এই লেখা কিন্তু 'চির সুখীজন ভ্রমে কি কখন / ব্যথিত বেদন বুঝিতে কি পারে?' টাইপ হলো আপনার আর না পড়া পাঠককুলের জন্য । মনিরা সুলতানার দ্বিত্ব বইয়ের দৈত্যসম সাফল্য কামনা সব সময়ই ।ভালো থাকুন ।
১৫ ই মার্চ, ২০২২ দুপুর ২:১৩
আহমেদ জী এস বলেছেন: মলাসইলমুইনা ,
অষ্টধা মন্তব্য! কোনটা রেখে কোনটার হাল ধরি!
'না মিটিতে আশা ভাঙিল খেলা' নয় বরং " ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে.." এর লেখা। রিভিউ নয় কিছুতেই।
বই দু'টো যেদিন পেয়েছি তার পরের দিনই এই পোস্টটি করেছি তাই পড়া হয়নি। খানিকটা চোখ বোলানোর সুযোগ পেয়েছিলুম মাত্র।
এটা একটা অর্ঘ্য, যিনি মনে রেখে এই অধমকে কৃতজ্ঞ করেছেন তার উদ্দেশ্যে।
বলেইছিতো, রিভিউ লেখা আমার কম্ম নয়। সেরকম ধৃষ্টতা দেখানোর যোগ্যতাও নেই। তাই...................
৮| ১৫ ই মার্চ, ২০২২ ভোর ৪:৫২
রোকসানা লেইস বলেছেন: দেখা না হলে কথা না হলে মনের কোনে ঠাঁই মেলেনা তাহলে ?
বই পাঠানোর ঠিকানাও জানা থাকে সহ ব্লগারের এটা আমার একদম অজানা ছিল।
সুন্দর নামের বই মনিরা সুলতানা জনপ্রিয় ব্লগারের, বইয়ের নামেই ফুলের সুবাস। নিশ্চয় আপনার পাঠ শেষের অনুভুতি জানতে পারব আবার।
বইমেলায় থাকার ইচ্ছা ছিল কিন্তু গত দুটো বছর ইচ্ছা করেও থাকতে পারলাম না।হেয়তো অনেকের সাথে দেখা হতো চেনা হতো আমারও। অনেক কিছু হয়না ইচ্ছা হলেই।
লেখাটা ভালো লাগল। ভেবেছিলাম কোন গল্প বুঝি লিখেছেন। সহব্লগারের জন্য সুন্দর শব্দাবলী ভালোলাগা।
১৫ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৪০
আহমেদ জী এস বলেছেন: রোকসানা লেইস,
দেখা না হলে কথা না হলে মনের কোনে ঠাঁই মেলেনা তাহলে ? কে জানে মেলে কিনা!
তবে সহ ব্লগারদের মাঝে একটা যে অলিখিত বন্ধন থাকে তা নিশ্চয়ই আপনার জানা আছে। সামু ব্লগ এদিক দিয়ে একটি পরিবারেরই মতোন। বিশেষ প্রয়োজন হলেই এখানে একজন আরেকজনের প্রতি সাড়া দেয় অবলীলায়। তেমনি ভাবেই মনিরা আমার ফোন নম্বরটি সংগ্রহ করে আমার ঠিকানা জেনে নিয়েছেন।
এই যে মনে রেখে তিনি অমূল্য কিছু আমাকে পাঠিয়েছেন, এ লেখা তারই প্রতি আমার অর্ঘ্য নিবেদন।
বইমেলায় ব্লগারদের সুন্দর আড্ডা মেলে। যাদের সাথে লেখায় লেখায় পরিচয় তাদের সামনা সমানি হওয়া প্রানে দোলা জাগায়।
অনেক কিছু হয়তো হয়না ইচ্ছা হলেই! তবু ইচ্ছেটা থাকা চাই। সময় করে বইমেলায় আসুন।
আন্তরিক মন্তব্যের জন্যে ধন্যবাদ।
শুভেচ্ছান্তে।
৯| ১৫ ই মার্চ, ২০২২ সকাল ১০:১৭
অপু তানভীর বলেছেন: দারুন একটা অনুভূতির প্রকাশ ! এতো চমৎকার ভাবে প্রকাশ করেছেন যে বলে বোঝানোর মত না !
১৫ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১৩
আহমেদ জী এস বলেছেন: অপু তানভীর,
আপনার এমন মন্তব্যে কি পরিমান ভালো যে লেগেছে তাও বলে বোঝানোর মত নয়।
কেউ একজন অপ্রত্যাশিত ভাবে অমূল্য কিছু যে আমাকে পাঠিয়েছেন, এ লেখা তারই প্রতি আমার অনুভূতির অর্ঘ্য নিবেদন।
১০| ১৫ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৪৫
মোস্তফা সোহেল বলেছেন: আপনার লেখা পড়লেই মনে শান্তি অনুভব করি।
মনিরাপুকে নিয়ে লেখাটি পড়ে অনেক ভাল লাগল।
১৫ ই মার্চ, ২০২২ রাত ৮:২১
আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল,
জড়তায় ফেলে দিলেন! এমন মন্তব্যের উত্তরে ঠিক কি বলা যায় ভাবছি!
১১| ১৫ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৫৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আহমেদ জী এস ভাই আপনার লেখার শৈলী সত্যি সুগ্ধ হওয়ার মতো; আপনার লেখার তুলনা আপনি নিজেই।
ভালো থাকবেন নিরন্তর।
২০ শে মার্চ, ২০২২ সকাল ৮:৫৭
আহমেদ জী এস বলেছেন: দেশ প্রেমিক বাঙালী,
পাঠকের এমন মন্তব্য শুধু লেখককে আনন্দই দেয়না, তাকে আরও দায়িত্বশীলতায় আটকে ফেলে।
মন্তব্যটিতে ++++
১২| ১৫ ই মার্চ, ২০২২ দুপুর ২:০১
নীল আকাশ বলেছেন: দুপুর বেলা আপনার এত মধুর লেখাটা পরেই মন অনেক শান্ত হয়ে আসলো।
মনিরার আপুর সৌভাগ্য! এত সুন্দর লেখা যার উদ্দেশ্য হতে পারে তিনি সত্যই সৌভাগ্যবতী
@মলাসইলমুইনা ভাইঃ নতুন বই দেখে হয়তো উনি স্পয়লার-ফ্রি রিভিউ দিয়েছেন। এই ভয়েই আমি নতুন বইয়ের রিভিউ লিখি না।
২০ শে মার্চ, ২০২২ সকাল ৯:১৫
আহমেদ জী এস বলেছেন: নীল আকাশ ,
একজন সুহৃদয়া ব্লগার তার নিজের প্রকাশিত দু'খানি বই যে এই নগন্য এক সহ ব্লগারকে মনে রেখে নিজ হাতে লিখে উপহার দিয়েছেন সে কৃতজ্ঞতায় আমি মুখর হয়েছি মাত্র। এই অপ্রত্যাশিত সৌজন্যের প্রতি এ আমার অর্ঘ্য নিবেদন।
আমি কিন্তু কোনও রিভিউ লিখিনি। তেমন যোগ্যতা আর সাহস আমার নেই, ছিলোও না কখনও।
১৩| ১৫ ই মার্চ, ২০২২ দুপুর ২:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সত্যিই অসাধারণ। মনিরাপুকে নিয়ে লিখা একে পরিপূর্ণ।+++
২০ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫১
আহমেদ জী এস বলেছেন: মোঃ মাইদুল সরকার,
ধন্যবাদ, অসাধারণ বলার মতো অকপট হওয়াতে।
সবসময় সাথে থাকার জন্যে কৃতজ্ঞ।
১৪| ১৫ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৩০
রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দিয়েছেন। এজন্য আন্তরিক ধন্যবাদ।
২০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২৬
আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,
কেন? আপনার মন্তব্যের উত্তর দেয়াতে কি কারো নিষেধ আছে ?
১৫| ১৫ ই মার্চ, ২০২২ বিকাল ৫:০০
মোহামমদ কামরুজজামান বলেছেন: "মন সায়র" ও "বাসি বকুলের ঘ্রাণে"র সাফল্য কামনা রইলো ।
আর সাথে সাথে চমতকার রিভিউর জন্য আপনার প্রতি রইলো শুভেচছা এবং +++
২০ শে মার্চ, ২০২২ রাত ৯:৪৬
আহমেদ জী এস বলেছেন: মোহামমদ কামরুজজামান,
"মন সায়র" ও "বাসি বকুলের ঘ্রাণ" এর সাফল্যে আবশ্যই অনুপ্রানিত হবেন মনিরা সুলতানা। আপনার কামনা সফল হোক!
লেখাটি মোটেও রিভিউ নয়। এটা নিতান্তই একটি আন্তরিক অর্ঘ্য নিবেদন যিনি এতো ব্লগারের ভিড়েও আমাকে মনে রেখেছেন, তার উদ্দেশ্যে।
১৬| ১৫ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১৯
মনিরা সুলতানা বলেছেন: ছোট্ট ঘাসফুলে ঠিকরে পরা আলোর অপার্থিব সৌন্দর্যে মোহগ্রস্থতা আমার, একজীবনে এমন সব আনন্দ ই কুড়িয়েছি আমি। এক দুই লাইন লেখালিখির জীবনে' র পূর্ণতা আর প্রাপ্তি সহ ব্লগারদের দরদী পাঠ আর ভালোবাসা।
নির্ভার দুরন্ত শৈশব, একটা মায়াময় স্বপ্নবোনা কৈশোর! তারুণ্যের জারুল উজ্জ্বলতার জন্য যেমন আমি মাতৃভূমির কাছে, এই বাংলার প্রকৃতির, প্রতিটা ঋতুর কাছে ঋণী। এই যে পায়েপায়ে আলতো আদরে দূর্বাঘাসের প্রেম, গেরুয়া শালিক চঞ্চুর বিরাগ্যে উদাসীনতা ! ফটিক জলে চাতক ছায়া !!! সবনিয়েই নৈর্ঝত আর অষ্ট দিক সবার কাছেই আছে আমার আর জনমের দায় তেমনি আমার একান্ত অনুভব, মন কথা যত, মনের সব কথা পাতায় তুলে আনার, প্রকাশ করার এই সারল্যটুকুর জন্য ও আমি ব্লগ ও ব্লগারদের কাছে ঋণী।
আমার প্রণতি গ্রহণ করুন।
২২ শে মার্চ, ২০২২ সকাল ১০:১৬
আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা,
প্রকৃতির রূপ-রস-গন্ধ যিনি গায়ে মাখতে জানেন তার তো আপনার মতোই নির্ভার দুরন্ত শৈশব, মায়াময় স্বপ্নবোনা কৈশোর আর জারুল উজ্জ্বলতা দিয়ে ঘেরা তারুণ্য থাকে! ছোট্ট ঘাসফুলে ঠিকরে পরা আলোর অপার্থিব সৌন্দর্যে মোহগ্রস্থ তো তাদেরই হওয়ার কথা!
আপনি আনন্দকুড়ানী, ভাগ্যবতী। আপনার একান্ত অনুভব, মন কথা যত, মনের সব কথা পাতায় পাতায় তুলে আনতে আপনি নিরলস। সবাই তা পারেনা।
শব্দের খেলায় মুখর এই মন্তব্যটির সময় মতো জবাব দেয়ার অক্ষমতা আমারই! মার্জনা চাই............
১৭| ১৫ ই মার্চ, ২০২২ রাত ৮:১৪
মলাসইলমুইনা বলেছেন: আহমেদ জী এস ভাই,
'সবেমাত্র পাঠানো সেই বই দু’খানি সম্ভাব্য কারনেই পড়া হয়ে ওঠেনি এখনও' আপনার এই সকালের ঝরঝরে আলোর মতো পরিষ্কার কথাগুলো মন্তব্যটা করার সময় কেমন করে ভুলে গেলাম ! @ নীল আকাশ, আপনার মন্তব্যের পর লেখাটা আবার পড়ে ভুলটা চোখে পড়লো।এখন ঝকঝকে স্মৃতি রাখার জন্য আপনি কি খাওয়া দাওয়া করেন সেই মেন্যুটা বলেন---হাহাহা। অনেক ধন্যবাদ দু'জনকেই।
২২ শে মার্চ, ২০২২ সকাল ১১:০৫
আহমেদ জী এস বলেছেন: মলাসইলমুইনা,
ঘাবড়ানোর কিচছু নেই। ম্যান ইজ মর্টাল- মানুষ মাত্রই ভুল হয়!
ঝকঝকে স্মৃতি রাখার জন্য আমার মতো আপনিও রোজ বিয়াল্লিশ কাপ চা গলাধঃকরণ আর একই সাথে বিরাশীটা ষ্টার সিগারেট টানতে পারেন। ( মাথা ক্লিয়ার থাকবে, স্মৃতি থাকবে ঝকঝকে ...............
১৮| ১৬ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার লেখা সবসময়ই মার্জিত এবং সুখপাঠ্য।
২২ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৩৮
আহমেদ জী এস বলেছেন: সৈয়দ মশিউর রহমান,
এমন মন্তব্য লেখককে উৎসাহিত করবে নিঃসন্দেহে।
সাথে থাকার জন্যে ধন্যবাদ।
১৯| ১৭ ই মার্চ, ২০২২ রাত ১১:৩০
প্রত্যাবর্তন@ বলেছেন: কাব্যময় পাঠে মুগ্ধতা।
২২ শে মার্চ, ২০২২ রাত ৯:১২
আহমেদ জী এস বলেছেন: প্রত্যাবর্তন@,
দেরী হলো জবাব দিতে। সত্যিই দুঃখিত!
সুন্দর অনুপ্রেরণাদায়ক মন্তব্য। ধন্যবাদ।
২০| ২০ শে মার্চ, ২০২২ সকাল ৮:৫১
সোহানী বলেছেন: এ লিখা যিনি লিখেছেন তিনি যদি নেক্সট বই মেলায় বই বের না করেন তাহলে এক যোগে আন্দোলন চলবে ।
ছবির মতই বলি, এমন রিভিউ একজন লেখক পেলে আর কি লাগে। লেখক জীবন স্বার্থক।
তবে মুনিরা সত্যিই চমৎকার একজন ভাব কবি।
দু'জনের জন্যই শুভকামনা।
২২ শে মার্চ, ২০২২ রাত ১০:৩০
আহমেদ জী এস বলেছেন: সোহানী,
বড্ড অসম্ভব কিছুর আন্দোলনের কথা বললেন! বই প্রকাশ করার মতো যোগ্যতায় আমি নেই বা বলতে পারেন, কোনও মারদাঙ্গা লেখক নই যে প্রকাশকরা লাইন দেবেন!
এটা তো কোনও মতেই রিভিউ নয়। কেন নয় সে কথাও তো লিখেছি পোস্টে। চোখ ফসকে গেছে ?
আমাদের জন্যে শুভকামনা তো করলেন কিন্তু আপনার লেখা আর দেখছিনে যে! আপনার শুভকামনা তাহলে কোথায় করবো?
২১| ২৩ শে মার্চ, ২০২২ রাত ৯:০১
গেঁয়ো ভূত বলেছেন: মনিরা সুলতানা আপুর লেখা যতটুকু পড়ার সুযোগ পেয়েছি তাতেই লেখার সুবাসে আমি যার পর নাই মুগ্ধ, এবার আপনার লেখার মুন্সিয়ানায় বাসি বকুল আর তাজা বকুলেরও গন্ধে ব্লগ পাড়া ম ম করছে, সম্পূর্ণ রিভিউ পড়ে সুবাসিত হতে মুখিয়ে আছি,
শুভকামনা ।
২৩ শে মার্চ, ২০২২ রাত ৯:৩২
আহমেদ জী এস বলেছেন: গেঁয়ো ভূত,
হায়রে! সম্পূর্ণ রিভিউ পড়ে সুবাসিত হতে মুখিয়ে আছেন ?
দুঃখিত, আপনাকে আশ্বস্ত করতে অপারগতা প্রকাশ করছি। একটি বই রিভিউ করতে বারেবারে (কমপক্ষে ৪/৫বার) সেটা পড়তে হয়। পড়তে হয় গল্প পড়ার মতো নয়, খুঁটিয়ে খুঁটিয়ে। নইলে সত্যিকারের রিভিউ হয় না, ফাঁকি দেয়া হয়। আমার সময় হয়না একটি বই এক নাগাড়ে বারে বারে পড়ে দেখতে। তদুপরি কাহিনীর কাঁটাচেরা করে তার নির্যাস বের করে আনার জন্যে যে যোগ্যতা লাগে , তা আমার নেই। সাহসও নেই।
ক্ষমা করতে হবে যে!!!!!
অতি সুন্দর এই মন্তব্যটিতে প্লাস ++++
©somewhere in net ltd.
১| ১৪ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৫১
মিরোরডডল বলেছেন:
সহব্লগারকে নিয়ে যত লেখা পড়েছি, এটা বেস্ট ।
এতো সুন্দর করে লিখেছে জী এস !
আর মনিপুর কথা কি বলবো, কিউটেস্ট সুইটেস্ট কেয়ারিং এন্ড লাভিং আপুটা ।
আপুর বই দুটোর নাম শুনেই ভালো লেগেছে আর পড়তেতো ভালো লাগবেই ।
সেই একবারই তাকে দেখেছিলুম, প্রথম এবং হয়তো শেষবারের মতো।
কেনো, শেষবার কেনো হবে ?
দেখা হবে আবার, তার সাথে, তাহার সাথে
জানিনে স্বশরীরে আর দেখা হবে কিনা!
কেনো ? জী এস কি চায় অশরীরী অধরা হয়ে সে আসুক ???
তবে তাই হোক
তাও আসুক
আবার দেখা হবে
এমন লেখা হবে